Thursday, September 19, 2024

Narration

 NARRATION :- 

1. Assertive Sentence (বর্ননা বা বিবৃতিমূলক বাক্য ) 

এখানে মূলত হ্যা বা না বাচক বাক্য থাকে ।

নিয়ম:- 

a. Reporting Verb টি  past tense এ থাকলে Reported speech টিকে past tense এ করতে হবে । Linker হিসাবে that বসবে ।। 

যেমন:-  He said , " I am fine ." 

এখানে said হল Reporting verb . আর I am fine হল Reported speech । 

D:- He said ,"I am fine." --> He said that he was fine. (is পাল্টে was হল কারন আমরা একে past করলাম। ) (I পাল্টে he হল কারন Speaker অনুসারে ।)

দেখ Reported speech টির Aux দেখে আমরা বুঝব এটি কোন Tense এ আছে । লিস্ট দিলাম - 

Present 

Past 

Future


Am/is/are >>>>>>>

Was / were



have/has >>>>>>>>

had




Should/Would

<<<<<Shall/will


May/Can >>>>>>

Might/Could



এভাবে tense বুঝে past করতে হবে ।

যেমন:- Ram said,"I have a nice car." 

Ram said that he had a nice car.

2. Reporting verb টি said to থাকলে তার বদলে told বসবে ।

যেমন:- 

He said to me ," You are a very rich man." 

He told me that I was a very rich man.

He said to me "I shall go there." 

He told me that he would go there.

3. Reporting verb ও repoerted speech দুটোই past tense হলে had / had been বসিয়ে verb এর তৃতীয় সারী বসাতে হবে।

She said to me , " I was writting a letter." 

She told me that she had been written a letter. 

He said to me , " I cooked rice." 

He told me that he had cooked rice.

উপরের দুটো উদাহরনেই reporting verb ও reported speech দুটোই past এ থাকায় had বা had been বসিয়ে verb এর তৃতীয় সারী বসালাম ।

* Aux past এ থাকলে had been ও verb এর দ্বিতীয় সারী থাকায় শুধু had বসানো হয়েছে ।

4. তবে Reporing verb টি past tense এ থাকলে সবসময় যে reported speech টি past হবে তা কিন্তু নয় । যদি reported speech টি অভ্যাস (habit) বা চিরন্তন সত্য বোঝালে কিন্তু Reporting verb টি past এ থাকলেও reported speech টির tense এর কোন পরিবর্তন হবে না । 

যেমন:- 

He said to me, "Man is mortal." 

He told me that man is mortal .

Ram said to me , " The earth is round." 

Ram told me that the earth is round.

5. Reporting verb টি present অথবা Future tense এ থাকলে Reported speech টির tense এর কোন পরিবর্তন হবে না । যে tense এ আছে সেই tense এ থাকবে।

যেমন:- 

He says , I am very busy today." -> He says that he is very busy that day.

He will say , " I was cooking then." --> He will say that he was cookin then.

Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য ) 

1. প্রশ্ন বোধক বাক্যটি যদি Aux (am/is /are/ was/ were / have /has / had / shall/ will ) দিয়ে শুরু হয় তবে linker হিসাবে if বা whether বসবে কিন্তু Wh word (who/ whom / whose/ where ) দিয়ে শুরু হলে if না বসে সরাসরি wh word টি বসবে ।

2. Reported speech টি sub+aux+verb + obj গঠন অনুসারে বসাতে হবে ।

3. Reporting verb টি বদলে গিয়ে told বসবে।

যেমন:- 

He said to me , " are you fine ? " --> He told me if I were fine.

He said to me ," Who are you?" --> He asked me who I was.

Optative Sentence (ইচ্ছাসূচক বাক্য ) 

optative sentence টি সাধারনত May দিয়ে শুরু হবে । 

1. Reported speech টি ইচ্ছা বোঝালে Reporting verb টি বদলে গিয়ে wish বসবে । আর প্রার্থনা বোঝালে pray বসবে । Linker হিসাবে that বসবে । 

2. Reported speech টি sub+ Aux+ Verb + Obj গঠন অনুসারে বসবে ।

যেমন :- 

He said to me ," May you be rich." --> He wished that I might be rich. 

He said to me , "May god bless you." --> He prayed that God might bless me. 

(মনে রাখবে লাইনে God কথাটা থাকলে প্রার্থনা হবে আর না থাকলে ইচ্ছা ধরব।)

Imperative Sentence (অনুজ্ঞা সূচক বাক্য ) 

1. Reported speech টি আদেশ / উপদেশ / অনুরোধ / নিষেধ যেমন বোঝাবে সেই অনুসারে Reporting verb টি বদলে গিয়ে order / advice / request / forbid বসাতে হবে । 

2. Linker হিসাবে to বসবে । 

যেমন :- 

He said to me , "Obey your parents ." --> He adviced me to obey my parents.

He said to me , " Dont run in the sun." --> He forbid me to run in the sun .

He said to me , " please go there." --> He requested me to go there.

* ভালো করে দেখ  Imperative sentence টি কিন্তু verb দিয়ে শুরু হয়েছে ।

* Imperative এর হ্মেত্রে কিন্তু Assertive এর যে tense বদলানোর নিয়ম আছে তা কিন্তু মানা হয়নি।

Exclaimetoty Sentence (বিষ্ময় বোধক বাক্য ) 

1. বিষ্ময় বোধক বাক্যে দুঃখ বোঝালে Reporting verb টি বদলে গিয়ে Exclaimed with sorrow , আনন্দ বোঝালে Exclamed with Joy বা বিষ্ময় বোঝালে Exclaimed with surprise বসবে ।

2. Linker হিসাবে that বসবে ।

3. বিষ্ময় বোধক বাক্যে what / how থাকলে very বসবে । 

যেমন:- He said to me , "Hurrah  we have won ." (আনন্দ ) 

He excaimed with joy that they had won.

He said to me , "Alas the king is dead." (দুঃখ) 

He excaimed with sorrow that the king was dead.

He said to me , " What is a big tiger. " (বিষ্ময়)

He excaimed with surprise that the tiger is very big. (s+Aux+V+ obj)


No comments:

Post a Comment