Showing posts with label Ix (নবম). Show all posts
Showing posts with label Ix (নবম). Show all posts

Saturday, May 31, 2025

Phrasal verb exam

 VIVEKANANDA COACHING CENTRE

CLASS:- IX, SUB:- ENGLISH(B)

F.M:- 20, TIME:- 30 MINUTES. 

A. Choose the correct phrasal verbs from the list given below :-

1. I can not tolerate this any further. 

Ans:- 

2. The government will establish more schools in the future. 

Ans:-

3. The army finally surrendered at last.

Ans:-

4. The man rejected our proposal. 

Ans:-

5. Have you read the book ? 

Ans:-

6. He met his brother on the way.

Ans:-

7. I have understood your word.

Ans:-

8. I shall visit your house.

Ans:-

9.The cat was chasing a rat.

Ans:-

10. The meeting was postponed. 

Ans:-

List:- Give in,  Put up with, Run after, Come across, Call at,  Turn down, Put off,  Set Up, Go through,  Make out.

11. He was born in a rich family. 

Ans:-

12. The old man saved some money for future. 

Ans:-

13. The maid took care of the Lady.

Ans:-

14. He never hates the poor. 

Ans:-

15. The child resembles to his father.

Ans:-

16. Please help me to solve the problem. 

Ans:-

17. The fireman extinguished the flame.

Ans:-

18.The police investigated the case.

Ans:-

19. The patient will recover with in a week.

Ans:-

20. I will wear a new coat tomorrow. 

Ans:-

List:- Come round, Come of, Look down upon, Look after, Put on,  Blow out, Lay by, Take after, Work out, Look into,

Thursday, May 22, 2025

G ix all

 1) শুদ্ধ ও অশুদ্ধ লেখ।

I) সব দুর্যোগের অন্তিম পর্যায় হল বিপর্যয়।উ:- শুদ্ধ।

ii) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কৌনিক মানের পার্থক্য 180 ডিগ্রি।উ:- শুদ্ধ।

iii) সকল পার্বত্য অঞ্চলেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় । উ:- অশুদ্ধ।

iv) মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র । উ:- শুদ্ধ।

v) নিম্ন অক্ষাংশে গোধূলির স্থায়িত্বকাল বেশি। উ:- অশুদ্ধ।

vi)ধাপচাষ অধিক দেখা যায় পার্বত্য অঞ্চলে। উ:- শুদ্ধ।

vii) ভূমিকম্প ঘটলেই সুনামী হয়। - অশুদ্ধ।

viii) জল ধরো জল ভরো একটি খরা প্রতিরোধ কর্মসূচি। উ:- শুদ্ধ।

ix)রেগোলিথ মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। উ:- শুদ্ধ।

x)পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে। উ:- শুদ্ধ।

xi)শর্সাবর্তানে মাটির উর্বরতা শক্তি বজায় থাকে। উ:- শুদ্ধ।

2) শূন্যস্থান পূরণ করো:- 

I) সম্পদের প্রকৃত জননী হল ------। উ:- মানুষের জ্ঞান 

ii) পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হল -----। উ:- দ্যা গ্রেট রিফট ভ্যালি।

iii) মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ---- সৃষ্টি হয়।  উ:- রেগোলিথ।

iv) ক্ষয়ীভবনের আরেক নাম ----। উ:- পর্যায়ন।

v) আবহবিকারের অপর নাম ----। উ:- শিলাবিকার।

vi) ধস একধরনের ----। উ:- পুঞ্জিত ক্ষয়।

অ্যাটলাস হল - মানচিত্র।

জাহাজের নাবিকেরা ব্যবহার করেন - মানচিত্র চার্ট।

3) সঠিক উত্তর নির্বাচন করো:-

I) কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? উ:- রায়গঞ্জ জেলায়।

ii) পশ্চিমবঙ্গের নবতম জেলা হল -- ঝাড়গ্রাম।

iii) পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোন জেলায় ?উ:- পুরুলিয়া জেলায়।

iv) বিহারীনাথ পাহাড় অবস্থিত – বাঁকুড়াজেলায়।

v)মৎস্য বন্দর গড়ে উঠেছে – শংকরপুরে।

vi)চিন সাগরে ঘূর্ণিঝড়টির নাম হল - টাইফুন।

vii) প্রথম মানচিত্র বই প্রকাশ করেন— মার্কেটর।

viii)ভূমিকম্পের দেশ ' বলা হয় -জাপানকে।

ix)জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়? উ:- অক্সিজেন।

x) ভারতের নিম্নলিখিত কোন অঞ্চল সর্বাধিক ভূমিকম্পপ্রবণ -হিমালয়।

xi)পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত – বিষ্ণুপুর(কৃষ্ণনগর)।

xii) তুষার ঝড় সবচেয়ে বেশি হয় - মেরু অঞ্চলে।

xiii) সুনামী কোন ভাষার শব্দ? উ:- জাপানি শব্দ।

Xiv) জল জমে বরফ হলে কতটা বাড়ে? উ:- 9 শতাংশ।

xv) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় - হুগলিতে।

xvi) উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল - শিলিগুড়ি।

xvii) কলকাতার পরিপূরক বন্দর হল - হলদিয়া।

xviii) শৈলশহরের রানী বলা হয় - দার্জিলিঙকে।

xix) মিলিয়ন শহরের জনসংখ্যা হয় - 10 লক্ষর বেশি।

xx) পশ্চিমবঙ্গের ধানভান্ডার বলা হয় - বর্ধমানকে।

xxi) ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে - প্রথম।

xxii) পশ্চিমবঙ্গ কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় - আমন ধান।

xxiii) পশ্চিমবঙ্গের কোন জেলায় লু বয় - পুরুলিয়া।

xxiv) পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় - গ্রীষ্মকালে।

xxv) পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় - দামোদরকে।

xxvi) দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ - রূপনারায়ন।

xxvii) উত্তরবঙ্গের ত্রাসের নদী হল - তিস্তা।

xxviii)কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ - হলদি।

xxix) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল - সান্দাকফু।

xxx) পশ্চিমবঙ্গের মোট জেলা হল - 23 টি।

xxxi) পশ্চিমবঙ্গের নবতম জেলা হল - ঝাড়গ্রাম।

xxxii) ভারতের প্রাচীনতম তৈলখনি হল - ডিগবয়।

xxxiii ) ভারতেরবৃহত্তম তৈল খনি হল- বোম্বে হাই।

xxxiv ) সাদা কয়লা বলা হয় - জলবিদ্যুৎকে।

xxxv )কোক কয়লা তৈরি হয় - বিটুমিনাস থেকে।

xxxvi) ভারতেরবৃহত্তম কয়লাখনি হল - ঝরিয়া।

xxxvii ) সম্পদের প্রকৃত জননী হল - মানুষের জ্ঞান।

xxxviii) পেনিপ্লেনের অনুচ্চ টিলা হল - মোনাডনক।

xxxix)  পৃথিবীর উচ্চতম মালভূমি হল - পামীর।

XL) পর্বতের যে ঢালে বৃষ্টি হয় - প্রতিবাত ঢাল।

XLI )ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় - স্ট্রম্বলিকে।

XLII) পাতসংস্থান তত্বের জনক হলেন - পিচো।

XLIII )অক্ষরেখার অপর নাম - সমাক্ষরেখা।

XLIV) দ্রাঘিমা রেখার অপর নাম - দেশান্তর রেখা।

XLV) এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় - চার মিনিট।

XLVI ) কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় - 12 ঘন্টা।

XLVII) প্রতিটি দ্রাঘিমা কত ডিগ্রি কোন উৎপন্ন করে - 180 ডিগ্রি।

XLVIII) গিনিচের সময় নির্নয়ক ঘড়ি হল - ক্রনোমিটার।

XLIX) ভারতের প্রমাণ দ্রাঘিমা - 82 ডিগ্রি 30 মিনিট।

L) গিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য - সাড়ে পাচ ঘন্টা।

1। বন্যা ও খরার কারন লেখ।

উ:- বন্যার কারন:- 

ক) একনাগাড়ে কয়েকদিন বৃষ্টি হলে বন্যা দেখা দেয়।

খ) বর্ষা কালের আগে মৌসুমী বায়ু প্রবেশ করলে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়।

গ) মৌসুমী বায়ু বেশি দিন স্থায়ী হলে বন্যা হয়।

ঘ) অতিরিক্ত পরিমাণে বাধের জল ছাড়লে বন্যা হয়।

খরার কারন:- 

ক) মৌসুমী বায়ুর স্থায়ীত্ব কম হলে খরা হয়।

খ) সময়ের পরেও মৌসুমী বায়ুর আগমন না ঘটলে খরা হয়।

গ) স্বাভাবিক এর তুলনায় কম বৃষ্টি হলে খরা হয়।

ঘ) অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে বৃষ্টির পরিমাণ কমে যায়। ফলে খরা হয়।

2। হিমানী সম্প্রপাত কী? 

উ:- পর্বতের উপরের বিশালাকার বরফের স্তুপ অভিকর্ষের টানে নীচে নেমে আসাকে হিমানী সম্প্রপাত বলে। এর প্রভাবে পার্বত্য অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতি হয়।

3) যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও । 

উষ্ণতার পরিবর্তন , শিলাস্তরে চাপের হ্রাসবৃদ্ধি , আর্দ্রতার পরিবর্তন প্রভৃতি কারণে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণবিচূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে । যান্ত্রিক আবহবিকার বিভিন্নভাবে ঘাটে । যেমন- -

ক ) প্রস্তর টাই খণ্ডীকরণ বা পিওবিশরণ : শিলা তাপের কুপরিবাহী হওয়ায় দিনের বেলা শিলা অধিক তাপে প্রসারিত এবং রাত্রিবেশ কম তাপে সংকুচিত হয় । ক্রমাগত সংকোচন ও প্রসারণের কারণে শিলাস্তরে অসংখ্য ফাটলের সৃষ্টি হয় এবং একসময়ে ফাটল বরাবর শিলাখন্ড আলগা হয়ে খুলে বেরিয়ে আসে । একে প্রস্তুর চাই খ্রন্ডীকরণ বলে । মরুভূমি অঞ্চলের গ্রানাইট শিলায় এই প্রক্রিয়া দেখা যায়।

খ) ক্ষুদ্রকণা বিশরণ :-

শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত হওয়ায় দিনের প্রস্তর চাই খণ্ডীকরণ বেলায় সূর্যতাপে শিলাখনিজগুলি বিভিন্ন হারে প্রসারিত ও রাত্রিবেলা বিভিন্ন হারে সংকুচিত হয় । ক্রমাগত সংকোচন ও প্রসারণে শিলায় পীড়নের সৃষ্টি হয় এবং একসময় শিলা আওয়াজ করে ফেটে ক্ষু ক্ষুদ্র খাণ্ডে পরিণত হয় । একে ক্ষুদ্রকণা বিশরণ বলে । মরু অঞ্চলের গ্রানাইট শিলাতে এই প্রক্রিয়া দেখা যায় । 

গ) শল্ক মোচন :-

 শিলা তাপের কুপরিবাহী হওয়ায় শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলায় প্রসারিত ও রাত্রিবেলায় সংকুচিত হয় । কিন্তু ভিতরের অংশ অপরিবর্তনীয় থাকে । ফলে শিলান্তরের ভিতর থেকে বাইরের দিকে তাপীয় ঢালের সৃষ্টি হয় । এর ফলে বাইরের অংশ পিঁয়াজের খোসার মতো খুলে যায় । একে শঙ্কমোচন  বলে । মরু অঞ্চলে গ্রানাইট শিলায় শঙ্কমোচন দেখা যায় ।

4) রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলির নাম করো এবং যে কোনো দুটি প্রক্রিয়ার ব্যাখ্যা দাও ।

 রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া গুলি হল— ( 1 ) কার্বনেশন বা অঙ্গারযোজন , ( ii ) অক্সিডেশন বা জারণ ( iii ) হাইড্রেশন বা জলযোজন , ( iv ) হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ এবং ( v ) সলিউশন বা দ্রবন।

 ( i ) কার্বনেশন ( Carbonation ) বা অঙ্গার যোজন : বায়ুমণ্ডলের কার্বন ডাই - অক্সাইডের  সঙ্গে জলের রাসায়নিক সংযোগ সৃষ্ট কার্বনিক আসিড শিলা খনিজের সাথে বিক্রিয়া ঘটিয়ে শিলার পরিবর্তন ঘটালে তাকে কার্বনেশন বলে । বৃষ্টির জল বাতাসের কার্বন ডাইএক্সাইডের সাথে মিশে সৃষ্টি হয় মৃদু কার্বনিক অ্যাসিড।এই কার্বনিক আসিড চুনাপাথর বা আলশিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া ঘটিয়ে ক্যালশিয়াম বাই কার্বনেট তৈরি করে যা সহজেই জলে দ্রবীভূত হয় ।

 ( ii ) অক্সিডেশন ( Oxidation ) বা জারন:-

জল  বা জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হলে তাকে কারণ বলে । ভূপৃষ্ঠে যে সকল শিলার মধ্যে লোহা আছে সেখানেই এই প্রক্রিয়া . ক্রিয়াশীল । তাছাড়া আম্ফিবোল , পাইরক্সিন ও বায়োটাইট খনিজের ওপরেও অক্সিডেশন কার্যকর হয় । লোহা যখন ফোরাস অক্সাইড রূপে থাকে তখন তা ভীষণ কঠিন , কিন্তু অক্সিডেশন প্রক্রিয়ায় যখন ফেলিক অক্সাইডে পরিণত হয় তা সহজে ভেঙে যায় এবং শিলায় মরচে ধরে।

5) শস্যাবর্তন কী?

উ:- বছরের পর বছর একই জমিতে একই ফসল চাষ না করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল পর্যায়ক্রমে চাষ করাকে শস্যাবর্তন বলে। এর ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।

6) ম্যানগ্রোভ অরশোর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো । 

উ:-  ( i ) নরম মাটিতে গাছগুলি যাতে পড়ে না যায় তার জন্য উদ্ভিদগুলিতে স্তস্তমূল ও ঠেসমূল থাকে । 

( ii ) অতিসুক্ষ্ম লবণাক্ত পলিমাটিতে গাছগুলি জন্মায় । তাই বায়ু চলাচল করতে পারে না বলে মাটির ভিতরের মূল বায়ু সংগ্রহের জন্য খাড়াভাবে উপরে উঠে আসে । এই মূল্য হল শ্বাসমূল।

(iii) কম অক্সিজেনযুক্ত মাটিতে বীজ অঙ্কুরিত হতে পারে না বলেই গাছের মধ্যেই বীজের অঙ্কুরোদগম ঘটে । এই পদ্ধতিই হলজরায়ুজ অঙ্কুরোদগম।

7) ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লেখ।

উ:- ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য:-

ক) এই মাটির রং বাদামি বা লাল।

খ) এই মাটিতে জল থাকলে থকথকে কিন্তু  শুকিয়ে গেলে কাদার মতো শক্ত হয়।

গ) এই মাটির প্রধান উপাদান হল - লোহা, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ।

8) উত্তরবঙ্গের নদীর বৈশিষ্ট্য উল্লেখ করো । 

উ:- ক)  পর্বতের হিমবাহ ও বরফগলা জলের সাথে সাথে বৃষ্টির জল পায় বলে নদীগুলি চিরপ্রবাহী।

খ) পার্বত্য অংশের গভীর গিরিখাত প্রমাণ করে অধিকাংশই পূর্ববর্তী নদী ।

গ)  তরাই ও ডুয়ার্সের নদীগুলি খুব চওড়া , তাই বর্ষাকালে অধিক বৃষ্টিতে প্রবল বন্যা হয় ।

ঘ) নদীগুলি অধিকাংশ বাংলাদেশে গিয়ে পদ্মা বা যমুনার সাথে মিলিত হয়েছে । 

ঙ) নদীগুলি সমভূমিতে প্রায়শই গতিপথ পরিবর্তন করে ।

9).মৌজা মানচিত্রের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো । 

উ:- ( ১ ) এই মানচিত্র থেকে জমির পরিমাণ ও মালিকানা জানা যায় । ( ২ ) সরকারের জমি অধিগ্রহণের প্রয়োজন হলে এই মানচিত্রের সাহায্য নেয় । ( ৩ ) সরকার জমির রেভিনিউ , ট্যাক্স এই মানচিত্রের মাধ্যমে সংগ্রহ করে । ( ৪ ) সরকার নির্ধারিত জমির এই মানচিত্রের দ্বারা ঠিক হয় । ( ৫ ) উন্নয়নের পরিকল্পনা গ্রহণে এই মানচিত্র কাজে লাগে । ( ৬ ) ভূমিব্যবহার মানচিত্র ( Land Use Map ) এই মানচিত্র থেকেই প্রস্তুত হয় । 

10) টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো । 

উ:-  ( ১ ) এটি বৃহৎ স্কেলের মানচিত্র এবং এটি সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয় । ( ২ ) এই মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার নির্দিষ্ট থাকে এবং প্রতিটি মানচিত্রের একটি নির্দিষ্ট নাম্বার থাকে । ( ৩ ) জরিপকার্যের মাধ্যমে এই মানচিত্র প্রস্তুত হয় । বর্তমানে উপগ্রহ চিত্র ও আকাশচিত্রথেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে মানচিত্রকে আরও নিখুঁতভাবে পরিবর্ধন ও পরিমার্জন করা হয় । ( ৪ ) বাদামি রঙের সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় ।


B ix 60

 বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস:- নবম শ্রেনী; বিষয়:- বাংলা

পুর্ণমান:- ৬০; সময়:- ২ ঘন্টা

১) সঠিক উত্তরটি নির্বাচন করো: ১০x১ =১০

১.১) 'আকাশে সাতটি তারা' --- যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত , সেটি হল ( ক ) ঝরা পালক ( খ )সাতটি তারার  তিমির ( গ ) বনলতা সেন  (ঘ) রুপসী বাংলা। 

১.২) যে গাছটি ' বুডিয়ে ওঠে , কিন্তু মুড়োয় না ---  ( ক ) নটে ( খ ) শটি ( গ ) পাট ( ঘ ) বট। 

১.৩) সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত -- -  রক্তের জন্য । (ক) ভারতীয়  ( খ ) কেলটিক ( গ ) জার্মান ( ঘ ) মিশরীয় । 

১.৪) পদ্মলোচন চার টাকার শাড়ি  বিক্রি করেছিল— ( ক ) আট টাকায় ( খ ) সাত টাকায় ( গ ) সাড়ে আট টাকায় ( ঘ ) আট টাকা সাড়ে চোদ্দ আনায়। 

১.৫) রাধারাণী রথ দেখতে গিয়েছিল ---  ( ক ) শান্তিপুরে ( খ ) শ্রীরামপুরে ( গ ) মাহেশে ( ঘ ) মায়াপুরে । 

১.৬) নটেগাছটি কোথায় আছে --- ( ক ) উঠোনে ( ঘ ) বেড়ার পাশে ( গ ) ঘরের কোণে ( ঘ ) রাস্তার পাশে। 

১.৭) কর্ভাস  অতি সন্তর্পণে নামিয়ে রাখল আর্গাসের --- ( ক ) মাইনাস কুড়ি পাওয়ারের সোনার চশমা ( খ ) মাইনাস দশ পাওয়ারের সোনার চশমা ( গ ) মাইনাস চার পাওয়ারের সোনার চশমা ( ঘ ) মাইনাস ত্রিশ পাওয়ারের সোনার চশমা। 

১.৮)  ' আকাশে সাতটি তারা ' কবিতায় কবি বসে আছেন -- ( ক ) পাহাড়ে ( খ ) নদীর তীরে ( 2 ) ঘাসের  উপরে ( ঘ ) সমুদ্রের তীরে। 

১.৯) শঙ্কুর পোষা বিড়ালটির নাম হল ---  ( ক ) নিউটন  ( খ ) আইনস্টাইন ( 5 ) মেনি  ( ঘ ) প্রহ্লাদ।

১.১০) তারায় তারায় স্বপ্ন কখন এঁকে রাখে ?  --- ( ক ) সারাটা দিন ( খ ) সারা সময় ( গ ) সারাটা রাত ( ঘ ) সারাটা সন্ধ্যা। 

২) ১৫ টি শব্দে যে কোন আটটি  প্রশ্নের উওর দাও: ৮x১= ৮

২.১) কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে ? ২.২)  ' আবহমান ' কবিতায় কবি কোথায় দাঁড়াতে বলেছেন ?  ২.৩ ) রাধারাণী ঘর ঝাঁট দিতে গিয়ে কী পেয়েছিল ?  ২.৪ ) আর্গাস কত টাকা দিয়ে কর্ভাসকে কিনতে চেয়েছিল ? ২.৫) নেভে না তার যন্ত্রণা ' — এখানে কীসের যন্ত্রণার কথা বলা হয়েছে ?  ২.৬) ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ? ২.৭) চিলিয়ান জাদুকরের নাম কী ? ২.৮)  ' আবহমান ' কথাটির অর্থ কী ? ২.৯) তোমাদের পাঠ্য চিঠিটি কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে স্বামীজি লিখেছিলেন ? ২.১০)  ‘ রাধারাণী বড় বালিকা' --- এমন মনে হওয়ার কারণ কী ? 

৩) ৬০ টি শব্দে যে কোন চারটি  প্রশ্নের উওর দাও: ৪x৩= ১২

৩.১)  ' তাহারা দরিদ্র , কিন্তু লোভী নহে ।'— মন্তব্যটি ব্যাখ্যা করো। 

৩.২)  ‘ যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া ’ — কোন্ কবিতার অংশ ? কবি উঠানে দাঁড়াতে বলেছেন কেন ? ১ + ২ 

৩.৩)  ‘ কেশবতী কন্যা যেন এসেছে আকাশে ' — কেশবতী কন্যা বলতে কাকে বলা হয়েছে ? তাকে কেশবতী কন্যা বলার কারণ কী ?

৩.৪)  ‘ অগত্যা রাধারাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল ’ — রাধারাণী কোথা থেকে , কেন কাঁদতে কাঁদতে ফিরল ? ১ + ২ 

৩.৫)  বিঘ্ন আছে বহু – কোন্ কোন্ বিঘ্নের কথা বলা  হয়েছে ? ৩

৩.৬) ' আসিয়াছে শান্ত অনুগত / বাংলার নীল সন্ধ্যা ' — এই লাইনটির মধ্য দিয়ে কবি সন্ধ্যার যে বর্ণনা দিয়েছেন কবিতা অনুসারে তা লেখো । 

৪)১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উওর দাও: ৫x২= ১০

৪.১) রাধারাণী চরিত্রটির পরিচয় দাও । 

৪.২)  ' আবহমান ' কবিতার সারসংক্ষেপ বা বিষয়বস্তু নিজের ভাষায় বর্ণনা করো । 

৪.৩)  ‘ আকাশে সাতটি তারা ’ কবিতায় বাংলার প্রকৃতির যে বর্ণনা পাওয়া যায় তা দু - একটি উদ্ধৃতিসহ লেখো ।

৪.৪) 'এরই মাঝে বাঙলার প্রান' --- কবি কোথায় বাঙলার প্রান খুজে পান ?

৫) ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উওর দাও: ৫x২= ১০

৫.১)  ‘ মরদ কি বাত হাতি কা দাঁত ’ —– বক্তা কে ? কাকে , কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন ? উক্তিটি ব্যাখ্যা করো ।১ + ২ + ২ 

৫.২) পাঠ্য চিঠি অবলম্বনে স্বামীজির দেশপ্রেমের পরিচয় দাও। ৫

৫.৩)  ' তুমি ঠিক সেইরূপ নারী , যাকে আজ প্রয়োজন ।'— কোন্ নারীর কথা এখানে বলা হয়েছে ? তাকে আজ প্রয়োজন কেন ? ১+8 

৬) ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উওর দাও: ৫x১= ৫

৬.১) কর্ভাস - এর মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো ।

৬.২) 'আমার ' অরনিথন ' যন্ত্র আজ তৈরি শেষ হলো — যন্ত্রটির  পরিচয় দাও । যন্ত্রটির ব্যবহার কীভাবে শুরু হল ? ২ + ৩

৭. নীচের সংকেতসূত্র অনুসারে একটি গল্প রচনা করো : ৫

 পুত্রের দাবি নিয়ে দুই নারীর বিবাদ - বিচারকের কাছে আগমন — দুজনেরই দাবি — বিচারক আদেশ দিলেন ছেলেটিকে কেটে দু - অংশ দুজনকে ভাগ করে দিতে — প্রকৃত মায়ের প্রাণভিক্ষা ও দাবি ত্যাগ ।


Ix H 2nd sum

 দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 

বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস: নবম শ্রেনী ; বিষয় : ইতিহাস


১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১) ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? ---1853 খ্রিস্টাব্দে ।

১.২) পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ’– এ কথা বলেছিলেন— -- লেনিন।

১.৩)সুয়েজ খালের খনন কার্য শুরু হয়—-'1859 খ্রিস্টাব্দে ।

১.৪)সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রয়োগ করেন –--  রবার্ট আওয়েন।

১.৫)শিল্পবিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? –--অগাস্ত ব্ল্যাঙ্কি।

১.৬)ইংল্যান্ডের শিল্পবিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল --- বস্ত্র শিল্প।

১.৭)ইটালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন— ম্যাৎসিনি ।

১.৮)কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল—  জার্মানিতে।

১.৯)প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়—  1858 খ্রিস্টাব্দে ।

১.১০)কূটনীতির যাদুকর বলা হত— মেটারনিখকে ।

১.১১)মির’ বলতে বোঝায়—  গ্রামসভা।

১.১২)ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন- (a) ক্লেমেনস (b) ক্যাসালরি (c) কার্ল হার্ডেনবাগ (d) তৃতীয় ফ্রেডারিখ উইলিয়াম ।

১.১৩) খ) কার্লসবাড ডিক্রি' জারি করেন- (a) নেপোলিয়ন (b) মেটারনিখ (c) অষ্টাদশ লুই (এ) দশম চার্লস।

১.১৪) গ্যারিবন্ডির অনুগামীরা যে নামে পরিচিত- (a) নীল কোর্তা (b) লাল কোর্তা (c) সবুজ কোর্তা (d) কালো কোর্তা।

১.১৫)  'ইউরোপের রূপ মানুষ' নামে পরিচিত ছিল- (৪) জার্মানি (b) রাশিয়া (c) তুরস্ক (d) মিশর (৫) শিল্পবিপ্লব' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন- (a) মার্কস (চ) এঙ্গেলস (c) অগাস্ত ব্লাংকি (d) ফিলিস ডিন।

১.১৬) 'ব্রিটিশ সমাজতন্ত্রের জনক' হলেন- (a) সেন্ট সাইমন (b) চার্লস ফ্যুরিয়র (c) রবার্ট আওয়েন (d) টয়েনবি।

১.১৭) ) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত- (a) আফ্রিকাকে (৮) এশিয়াকে (c) ইউরোপকে (d) আমেরিকাকে।

১.১৮)  রাশিয়ার আইনসভার নাম ছিল-(a) রাইখ (b) ফ্রন্ট (c) পার্লামেন্ট (d) ডুমা।

১.১৯) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি হয়-(ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৭ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে ।

১.২০) রাশিয়ায় বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়-(ক) সেপ্টেম্বর মাসে (খ) নভেম্বর মাসে (গ) জুলাই মাসে (ঘ) মার্চ মাসে ।

১.২১) এপ্রিল থিসিস'-এর প্রবন্ধা হলেন- (ক) কার্ল মার্কস (খ) লেনিন (গ) হিটলার (ঘ) মুসোলিনি ।

১.২১) সোভিয়েত পার্লামেন্টের নাম (ক) মজলিশ (খ) ডুমা (গ) সেনেট (ঘ) ডায়েট।

১.২২) 'সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি রচনা করেন- (ক) লেনিন (খ) হবসন (গ) ডারউইন (ঘ) প্লেটো ।

১.২৩) সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল- (ক) অস্ট্রিয়াকে (খ) ইংল্যান্ডকে (গ) সার্বিয়াকে (ঘ) জার্মানিকে ।

১.২৪) মুসোলিনির উপাধি ছিল- (ক) ফু্যুয়েরার (খ) কাইজার (গ) ইল দুচে  (ঘ) জার।

১.২৫)  হিটলারের নাৎসি দলের শাখা 'স্টর্ম টুপাস' ছিল-(ক) গুপ্ত পুলিশ বাহিনী (খ) যুব বাহিনী (গ) অসামরিক বন্দিশালা।

১.২৬) ) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন- (ক) মেটারনিখ (খ) ক্যাসালরি (গ) ট্যালিরান্ড (ঘ) প্রথম আলেকজান্ডার।

১.২৭)  জার্মানিতে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল-(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭১ খ্রিস্টাব্দে।

১.২৮) ইটালির ঐক্য সাধনের সময় পিডমন্টের রাজা ছিলেন- (ক) ম্যাৎসিনি (খ) গ্যারিবল্ডি (গ) ক্যাতুর (ঘ) ভিক্টর ইমান্যুয়েল ।

১.২৯)  'সমাজতন্ত্রবাদের বাইবেল' কোন্ গ্রন্থকে বলা হয়? (ক) ডাস ক্যাপিটাল (খ) কমিউনিস্ট ম্যানিফেস্টো (গ) সামাজিক চুক্তি ঘ) ইউটোপিয়া।

১.৩০)  রাশিয়ায় রেল চলাচল শুরু হয়- (ক) ১৮২৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৫১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।

 ১.৩১)  'মুক্তদ্বার' নীতি ঘোষণা করে- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র (খ) ব্রিটেন (গ) ফ্রান্স (ঘ) জার্মানি।

১.৩২) সোভিয়েত পার্লামেন্টের নাম (ক) সেনেট (খ) ডুমা (গ) ডায়েট (ঘ) হোয়াইট হাউস।

১.৩৩) রুশ ভাষায় 'Narod' শব্দের অর্থ হল-(ক) রাজাগণ (খ) প্রজাগণ (গ) জনগণ (ঘ) নাগরিকগণ।

১.৩৪) সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন- (ক) জেমস ওয়াট (খ) জন কে (গ) জেমস হারগ্রিভস (ঘ) হামফ্রে ডেভি।

১.৩৫) ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের দূত ছিলেন- (ক) স্তূপাস (খ) চার্লস অ্যালবার্ট (খ) প্রথম ফ্রান্সিস (গ) কাউন্ট বেনিদিতি।

 ১.৩৬)  'ইউরোপের রক্ষণশীলতার জনক' বলা হয়-(ক) প্রথম ফ্রান্সিস-কে (খ) প্রথম আলেকজান্ডার-কে (গ) প্রিন্স মেটারনিখ কে (ঘ) ক্যাসালরি-কে।

১.৩৭) বিশ্বের কারখানা' বলা হয়(ক) রাশিয়াকে (খ) জার্মানিকে (গ) ফ্রান্সকে (ঘ) ইংল্যান্ডাকে।

১.৩৮) পৃথিবীর প্রথম অ্যন্তর্জাতিক সম্মেলনের নাম- (ক) ভিয়েনা সম্মেলন (খ) লড়ন সম্মেলন (গ) বার্লিন সম্মেলন (ঘ) জুরিখ সম্মেলন।

 ১.৩৯) কার্লসবাড ডিক্রি চালু হয়- (ক) ইংল্যান্ডে (খ) অস্ট্রিয়ায় (গ) জার্মানিতে (ঘ) ইটালিতে।

১.৪০)  এদের মধ্যে কোন রাষ্ট্রটি 'বিগ ফোর'-এর সঙ্গে যুক্ত ছিল না? (ক) ফ্রান্স (খ) অস্ট্রিয়া (গ) রাশিয়া (ঘ) ইংল্যান্ড ।

১.৪১)  গ্যারিবন্ডির অনুগামীদের বলা হয় (ক) ব্লাক শার্টস (খ) ব্লু শার্টস (গ) রেড শার্টস (ঘ) গ্রিন শার্টস।

 ১.৪২)  কমিউনিস্ট ম্যানিফেস্টো' নামক পুস্তিকাটির প্রকাশ ঘটে (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

১.৪৩)  পলিগন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন। (ক) যোড়শ লুই-এর (খ) দশম চালস-এর (গ) লুই ফিজিপ-এর (ঘ) অষ্টাদশ লুই-এর।

১.৪৪) ভিয়েনা সম্মেলন হয়েছিল- (ক) ১৮০৫ খ্রিস্টাব্দে (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে (গ) ১৮২৫ খ্রিস্টাব্দে (স) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

১.৪৫) অষ্টাদশ লুই-এর মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেন- (ক) অষ্টম চার্লস (খ) নবম চার্লস (গ) দশম চার্লস (ঘ) নেপোলিয়ন।

 ১.৪৬)  'প্যারিস হল বিপ্লবের জননী'-এ কথা বলেছেন (ক) মেটারনিখ (খ) এ জে পি টেলর (গ) বুশো (ঘ) ভলতেয়ার।

১.৪৭) ) উড়ন্ত মাকু আবিষ্কার করেন (ক) জেমস ওয়াট (খ) হামফ্রে ডেভি (গ) জন কে (ঘ) ম্যাকাডাম।

১.৪৮) ) 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত (ক) এশিয়াকে (খ) ইউরোপকে (গ) আমেরিকাকে (ঘ) আফ্রিকাকে।

 ১.৪৯)  'সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা' গ্রন্থটি লিখেছেন- (ক) জে এ হবসন (খ) লেনিন (গ) কার্ল মার্কস (ঘ) এঙ্গেলস।

১.৫০) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়-(ক) ১৯১৪ খ্রিস্টাব্দে (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে (গ) ১৯১৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে ।

১.৫১)  উড্রো উইলসন রাষ্ট্রপতি ছিলেন- (ক) রাশিয়ার (খ) ইংল্যান্ডের (গ) জাপানের (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের।

১.৫২) ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল-(a) নেপোলিয়নের শাস্তিবিধান (b) ইউরোপের পুনগঠন (৫) ফরাসি বিপ্লবের ধ্বংসসাধন (৫) ইউরোপের সামরিকীকরণ।

১.৫৩)  ইউরোপে শক্তি সমবায় গঠিত হয়-(৯) ১৮৭০ খ্রিস্টাব্দে (৮) ১৮১৫ খ্রিস্টাব্দে (৫) ১৮২০ খ্রিস্টাব্দে (d) ১৮৩০ খ্রিস্টাব্দে।

 ১.৫৪) ) সেডানের যুদ্ধে বিজয়ী দেশ ছিল-(a) অস্ট্রিয়া (b) রাশিয়া (c) প্রাশিয়া (d) ফ্রান্স।

১.৫৫)  'ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ' ছিলেন-(a) ম্যাৎসিনি (b) ক্যাতুর (c) গ্যারিবস্তি (d) বিসমার্ক।

১.৫৫) ) সীম্রাজ্যবাদ: পুজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি লিখেছেন- (a) কার্ল মার্কস (b) লুই অগাস্তে ব্লাংকি (c) হবসন (d) লেনিন ।

১.৫৬)  বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে (ক) ফরাসি বিপ্লবের পর (খ) বুশ বিপ্লবের পর (গ) শিল্পবিপ্লবের পর (ঘ) প্রথম বিশ্বযুদ্ধের পর।

১.৫৭) 'ত্রিশক্তি আঁতাত' স্বাক্ষরিত হয় (ক) ১৮৮২ খ্রিস্টাব্দে (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে (৫) ১৯০৭ খ্রিস্টাব্দে (১) ১৯০৯ খ্রিস্টাব্দে (viii) রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন-(a) প্রথম আলেকজান্ডার (b) প্রথম নিকোলাস (৫) দ্বিতীয় নিকোলাস (d) চতুর্থ আইভান।

 ১.৫৮) রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা হল- (a) ভুমা (b) মির (c) কুলাক (d) জেমস্টভো

১.৬০)  কোন দেশকে 'ইউরোপের বুগণ ব্যক্তি' বলা হয়? (ক) ফ্রান্স (খ) তুরস্ক (গ) ইংল্যান্ড (ঘ) রাশিয়া।

১.৬১)  প্রথম শিল্পবিপ্লব হয়েছিল- (ক) রাশিয়াতে (খ) ইংল্যান্ডে (গ) ভারতে (ঘ) ফ্রান্সে।

১.৬২)  বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন- (ক) ফুলটন (খ) জর্জ স্টিফেনসন (গ) জেমস ওয়াট (ঘ) জন কে।

১.৬৩)  ইংল্যান্ডে শিল্পবিপ্লব হয়েছিল- (ক) কয়লা ক্ষেত্রে (খ) ইস্পাত ক্ষেত্রে (গ) বস্ত্রশিল্প ক্ষেত্রে (ঘ) কৃষি ক্ষেত্রে

১.৬৪)  শিল্পবিপ্লবের ফলে সমাজ-(ক) ২টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় (খ) ৩টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় (গ) ৪টি শ্রেণিতে বিভন্তু হয়ে যায় (ঘ) ৫টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায়।

১.৬৫)  ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেছিলেন- (ক) জার প্রথম আলেকজান্ডার (খ) জার দ্বিতীয় আলেকজান্ডার (গ) জার চতুর্থ আলেকজান্ডার (ঘ) ভ্লাদিমির লেনিন।

১.৬৬) প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়- (ক) রাশিয়ায় (খ) ইংল্যান্ডে (গ) ফ্রান্সে (ঘ) চিনে।

১.৬৭) ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন- (a) প্রথম আলেকজান্ডার (৮) মেটারনিখ (c) ফ্রেডারিখ উইলিয়াম (d) ক্যাসালরি।

 ১.৬৮) জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসনে বসেন- (a) অষ্টাদশ লুই (b) দশম চার্লস (c) লুই ফিলিপ (d) তৃতীয় নেপোলিয়ন।

১.৬৯)  কোন্ যুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলন (1856 খ্রিস্টাব্দ) হয়? (a) ওয়াটারলু'র (b) স্যাডোয়ার (c) সেডানের (d) ক্রিমিয়ার ।

১.৭০) 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয়-(৪) নেপোলিয়নের যুগ (b) মেটারনিখের যুগ (৩) সশস্ত্র শাস্তির যুগ (d) এর কোনোটিই নয়।

১.৭১) দ্যা হেটাইরিয়া ফিলিকে ছিল-(৫) ইটালির গুপ্ত সমিতি (৮) জার্মানির গুপ্ত সমিতি (৫) গ্রিসের গুপ্ত সমিতি (এ) রাশিয়ার গুপ্ত সমিতি ।

১.৭২) সেফটি ল্যাম্প আবিষ্কার করেন- (a) হামফ্রে ডেভি (b) আর্করাইট (c) জেমস ওয়াট (d) হারগ্রিভস।

১.৭৩) 'শিল্পবিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন- (a) কার্ল মার্কস (b) অগাস্ত ব্লাংকি (c) বাকুনিন (১) এঙ্গেলস ।

১.৭৪) সুয়েজ খাল উন্মুক্ত করা হয়-(a) 1859 খ্রিস্টাব্দে (b) 1869 খ্রিস্টাব্দে (c) 1879 খ্রিস্টাব্দে (d) 1870 খ্রিস্টাব্দে

১.৭৫)  'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত (৬) এশিয়'কে (৮) আফ্রিকাকে (৫) ইউরোপকে (d) আমেরিকাকে।

 ১.৭৬)  'সেরাজেভো হত্যাকাণ্ড'-র জন্য অস্ট্রিয়া দায়ী করে(৪) জার্মানিকে (b) বুলগেরিয়াকে (c) সার্বিয়াকে (d) কুমানিয়াকে।

১.৭৭)  লাল কোর্তা বাহিনী গঠন করেন- (ক) ম্যাৎসিনি (খ) ক্যাভুর (গ) গ্যারিবন্ডি (ঘ) বিসমার্ক।

 ১.৭৮) ইউরোপের প্রধানমন্ত্রী' বলা হত-(ক) মেটারনিখ-কে (খ) প্রথম আলেকজান্ডার-কে (গ) তালেরা-কে (ঘ) ক্যাসালরি-কে।

১.৭৯) ফ্লাইং শাটল নামক কাপড় বোনা যন্ত্রটি আবিষ্কার করেন- (ক) হারগ্রিভস (খ) জন কে (গ) হামফ্রে ডেভি (খ) আর্করাইট।

১.৮০) স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল [৫] ১৭৬৬ খ্রিস্টাব্দে [ii] ১৮৫৯ খ্রিস্টাব্দে [in] ১৮৬৬ খ্রিস্টাব্দে [১০] ১৮৭০ খ্রিস্টাব্দে।

১.৮১ ) সুয়েজ খালটি সংযুক্ত করেছে-[1] প্রশান্ত মহাসাগর-আটলান্টিক মহাসাগরকে [ii] ভারতমহাসাগর-বাঙ্গোপসাগর [iii] লোহিত সাগর-ভূমধ্যসাগর [iv] ভূমধ্যসাগর-প্রশান্ত মহাসাগর।

১.৮২) প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল- [1] ১৯১৮ খ্রিস্টাব্দে (ii) ১৯১৯ খ্রিস্টাব্দে [iii] ১৯২০ খ্রিস্টাব্দে [iv] ১৯২২ খ্রিস্টাব্দে ।

১.৮৩) সমাজতন্ত্রবাদের বাইবেল' হল- [i] কমিউনিস্ট ম্যানিফেস্টো [1] দ্য হোলি ফ্যামিলি (iii) পভার্টি অফ ফিলজফি [iv] ডাস ক্যাপিটাল।

১.৮৪) 'ইল দ্যুচে' হলেন-[i] হিটলার [ii] মুসোলিনি [n] ফ্রাঙ্কো [iv] তোজো  (খ) আর্করাইট।

১.৮৫) রিপাবলিক' গ্রন্থটি রচনা করেন- (ক) জোরেনো (খ) প্লেটো (গ) রবার্ট আওয়েন (ঘ) সেন্ট সাইমন।


২. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- 

২.১)ডাস ক্যাপিটাল’ কার রচনা? 

Ans. ‘ডাস ক্যাপিটাল’ কার্ল মার্কস-এর রচনা।

২.২)ত্রিশক্তি চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল? 

Ans. 1882 খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি, অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়েছিল।

২.৩)‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন কে? 

Ans. ‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের শ্রমিক নেতা নেড লুড।

২.৪)কোন দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল? 

Ans. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল।

২.৫)‘The White Man’s Burden’ কবিতাটি কার লেখা? 

Ans. ‘The White Man’s Burden’ কবিতাটি রুডইয়ার্ড কিপলিং-এর লেখা।

২.৬)পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কী ছিল? 

Ans. পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম ছিল ভিক্টর ইমান্যুয়েল।

২.৭)কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন? 

Ans. ‘কনফেডারেশন অফ দি রাইন’ গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।

৪. শুদ্ধ/ অশুদ্ধ বা সত্য / মিথ্যা লেখ :- 

৪.১)1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল।

৪.২) মেনশেভিক দলের নেতা ছিলেন লেনিন।

৪.৩) ১৯২৯ খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়।

৪.৪) জোলভেরাইন গড়ে উঠেছিল ১৮৩০ খ্রিস্টাব্দে।

৪.৫) 'সমাজতন্ত্রবাদ'-এর আদি প্রবক্তা হলেন সাঁ সিমোঁ।

৪.৬)  'ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা' গঠন করে ফ্রান্স।

৪.৭) ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল।

৪.৮)  বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।

৪.৯) জোলভেরাইন একটি শিল্পসংঘ।

৫) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: 

৫.১) ) বিবৃতি: মেটারনিখের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে।

ব্যাখ্যা ১: মেটারনিখ মনে করতেন বিপ্লবের ভাবধারা হল জীবাণুর মতো।

ব্যাখ্যা ২: ফরাসি বিপ্লব ইউরোপে যুদ্ধ ডেকে আনবে।

ব্যাখ্যা ৩: বিপ্লবপ্রসূত ভাবধারা মেটারনিখের পতন ঘটাবে।

৫.২) বিবৃতি: ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও ( দুর্দশাগ্রস্ত অঞ্চল।

ব্যাখ্যা ১ : এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল।

৫.৩) বিবৃতি: মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে ১৯১৭ খ্রিস্টাব্দে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। 

ব্যাখ্যা ১: জার্মানি কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ প্রতিহত করতে। 

ব্যাখ্যা ২: জার্মানির সাবমেরিন কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যতরি ও রণতরি ধ্বংসের প্রতিবাদে।

ব্যখ্যা ৩: গণতান্ত্রিক ইংল্যান্ড ও ফ্রান্সকে সাহায্য করতে।

৫.৪) বিবৃতি : লেনিন নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণা করেন।

ব্যাখ্যা ১: পুঁজিবাদ কায়েম করতে।

৫.৫) বিবৃতি: দ্বিতীয় আলেকজান্ডারকে 'মুক্তিদাতা জার' বলা হয়।

ব্যাখ্যা ১: তিনি উদার জার ছিলেন।

ব্যাখ্যা ২: তিনি রাশিয়ার সার্ফদের মুক্তি দান করেন। 

ব্যাখ্যা ৩: তিনি কৃষক ও শ্রমিকদের জমি দান করেন।

৫.৬) বিবৃতি: 'ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন'।

ব্যাখ্যা ১: ভারত থেকে প্রচুর কাপড় ব্রিটেনে যেত। 

ব্যাখ্যা ২: ব্রিটেন থেকে প্রচুর দ্রব্য ভারতে আসত।

৫.৭) বিবৃতি: সেরাজেভো হত্যাকান্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ।

ব্যাখ্যা ১: এই হত্যাকাণ্ড ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে তোলে।

ব্যাখ্যা ২: এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে।

ব্যাখ্যা ৩: এই হত্যাকান্ডকে কেন্দ্র করে শুরু হয় 'সশস্ত্র শান্তির যুগ'।

৫.৮)  বিবৃতি: মেটারনিখ কার্লসবাড ডিক্রি জারি করেন-

ব্যাখ্যা ১: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ২: জার্মানির রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ৩: জার্মানির জনগণের অধিকার রক্ষার জন্য।

৫.৯) বিবৃতি: ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল-

ব্যাখ্যা ১: ভারতে ফরাসিরা উপনিবেশ গঠনে ব্যর্থ হয়েছিল।

ব্যাখ্যা ২: ইঙ্গ-ফরাসি যুদ্ধ সংঘটিত হয়েছিল।

ব্যাখ্যা ৩: সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল।

৫.১০) বিবৃতি: চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল-

ব্যাখ্যা ১: তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করা।

ব্যাখ্যা ২: ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩: ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে।

৫.১১) বিবৃতি: ১৯২৯ খ্রিস্টাব্দে মহামন্দার কারণে অর্থসংকট তীব্র আকার ধারণ করে।

ব্যাখ্যা ১: শেয়ার বাজারে ধস নামার কারণে অর্থসংকট বৃদ্ধি পায়।

ব্যাখ্যা ২: আমদানি-রপ্তানি বাণিজ্য মার খাওয়ার জন্য সংকট নামে।

ব্যাখ্যা ৩ : দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিল্পবাণিজ্য সংকট ইত্যাদি কারণে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দেয়।

৫.১২) বিবৃতি: ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসে জলবিভাজিকা।

ব্যাখ্যা ১: এই যুদ্ধের ফলে পূর্বাঞ্চল সমস্যার সৃষ্টি হয়।

ব্যাখ্যা ২: এই যুদ্ধে রাশিয়ার পতন ঘটে।

ব্যাখ্যা ৩: ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল।।








Ix H total

 বিবেকানন্দ কোচিং সেন্টার

শিক্ষক :- স্বপন কুমার রায়।

নবম শ্রেনী ইতিহাস 2023 প্রশ্নোত্তর

উপবিভাগ – ক

1) সত্য ও মিথ্যা নির্ণয় করো :-

i) বিসমার্ক এমস্ টেলিগ্রাম মারফত ইটালিকে যুদ্ধের ফাঁদে ফেলেন । উ:- মিথ্যা।

ii) গ্রিক জাতীয়তাবাদের উন্মেষে হেটাইরিয়া ফিলকের বিশেষ ভূমিকা ছিল । উ:- সত্য।

iii) কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র ।উ:- সত্য।

iv) জাতিসংঘের পতন হয় 1946 খ্রিস্টাব্দে । উ:- মিথ্যা।

v) আমেরিকা নাগাসাকিতে ' ফ্যাটম্যান ' নামে পারমাণবিক বোমা ফেলেছিল ।উ:- সত্য।

vi) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ন - বছরের জন্য নির্বাচিত হন ।উ:- সত্য।

vii) 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কালে জার ছিলেন দ্বিতীয় নিকোলাস ।উ:- সত্য।

viii) জাতিসংঘের খসড়া সংবিধান লিগ কভেনান্ট।উ:- সত্য।

ix) ফ্রাংকো ছিলেন জার্মান সেনানায়ক।উ:- মিথ্যা।

x) জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়।উ:- সত্য।

xi) এপ্রিল থিসিস ঘোষনা করেন লেনিন।উ:- সত্য।

xii) ফুয়েরার হিটলারের উপাধী।উ:- সত্য।

xiii) বুরবো রাজারা ছিল একছত্র ক্ষমতার অধিকারী।উ:- সত্য।

xiv) ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন।উ:- সত্য।

xv) কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষনের যন্ত্র।উ:- সত্য।

xvi) মুসোলিনি নাৎসিবাদের সূচনা ঘটান।উ:- মিথ্যা।

xvii) ইতালিতে জোলভেরাইন নামক শুল্ক সংঘ গঠিত হয়।উ:- সত্য।

xviii) ঘেটো হল শিল্প বিপ্লব কালে শহরের ছোট অঞ্চল।উ:- সত্য।

xix) নেপোলিয়ন তার ভাই জেরেম বোনাপার্টকে দক্ষিণ ইতালির সিংহাসনে বসান।উ:- সত্য।

xx) লিটল বয় একটি পারমাণবিক বোমা।উ:- সত্য।

উপবিভাগ – খ

2)  : বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো 

i)বিবৃতি বিপ্লবপূর্ব ফ্রান্স ছিল ' ভ্রান্ত অর্থনীতির জাদুঘর । : 

ব্যাখ্যা ১। ফ্রান্সের বুরবো রাজারা অনর্থক একটি অর্থনীতির জাদুঘর প্রতিষ্ঠা করেন । 

ব্যাখ্যা ২ ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ৩। অর্থনৈতিক সমস্যা ও সমাধানের ক্ষেত্র ছিল অসামঞ্জস্যপূর্ণ ।

উ:-  ব্যাখ্যা ২ ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ii) বিবৃতি : নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি ( 1801 খ্রিস্টাব্দে ) স্বাক্ষর করেন । 

ব্যাখ্যা ১ ধর্মীয় ক্ষেত্রে ঐকা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন । 

ব্যাখ্যা ২ চার্চের সম্পত্তির জাতীয়করণ করতে চেয়েছিলেন ।

ব্যাখ্যা ৩ রাজনৈতিক কারণে চার্চের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ।

উ:- ব্যাখ্যা ২ চার্চের সম্পত্তির জাতীয়করণ করতে চেয়েছিলেন ।

iii) বিবৃতি : মহান পিটার বা জার পিটার দ্য গ্রেট ' আধুনিক রাশিয়ার জনক ' নামে পরিচিত । 

ব্যাখ্যা ১। তিনি ভূমিদাসদের মুক্তি দেন ।

 ব্যাখ্যা ২ : তাঁর শাসনকালে রাশিয়ার আধুনিকীকরণ শুরু হয় । 

ব্যাখ্যা ৩ তাঁর শাসনকালে রাশিয়ার শিল্পায়নের সূচনা হয় । 

উ:-  ব্যাখ্যা ২ : তাঁর শাসনকালে রাশিয়ার আধুনিকীকরণ শুরু হয় । 

iv) হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে পূর্ব সীমান্তে যুদ্ধ শুরু করেন । 

ব্যাখ্যা ১: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে হাঙ্গেরি আক্রমণ করেন । 

ব্যাখ্যা ২ :হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে পোল্যান্ড আক্রমণ করেন । 

ব্যাখ্যা ৩: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে রাশিয়া আক্রমণ করেন ।

উ:- ব্যাখ্যা ৩: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে রাশিয়া আক্রমণ করেন ।

v) বিবৃতি : ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ১। বিজয়ী নেতৃবর্গ ইউরোপের পুনর্গঠন চেয়েছিলেন । 

ব্যাখ্যা ২:- নেতৃবৃন্দ ফরাসি বিপ্লবের ভাবধারা ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ বিজয়ী নেতারা নেপোলিয়নকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন ।

উ:- ব্যাখ্যা ১। বিজয়ী নেতৃবর্গ ইউরোপের পুনর্গঠন চেয়েছিলেন । 

vi) বিবৃতি : নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী ছিলেন । 

ব্যাখ্যা ১ - তিনি বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শকে ধ্বংস করেছিলেন । 

ব্যাখ্যা ২।তিনি ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল দখল করেছিলেন । 

ব্যাখ্যা ৩:- । তিনি বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন ।

উ:- ব্যাখ্যা ৩:- । তিনি বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন ।

viii) ফরাসি  বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন।

 ব্যাখ্যা ১ দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন । 

ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ব্যাখ্যা ৩ দার্শনিকর অভিজাত বিপ্লব করেছিলেন ।

উ:-ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ix) নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান।

 ব্যাখ্যা ১ নেপোলিয়ন ফরাসি বিপ্লনের জন্যই ক্ষমতায় আসতে পেরেছিলেন । 

ব্যাখ্যা ২ : নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ । নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

উ:- ব্যাখ্যা ৩ । নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

x) বিবৃতি:- মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান ডকট্রিন রচিত হয় -

 ব্যাখ্যা ১। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

ব্যাখ্যা ২। বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য ।

 ব্যাখ্যা ৩। বিশ্বের সামরিক রাষ্ট্রজোট গঠন করা।

উ:- ব্যাখ্যা ১। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

xi) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজকোশ শূন্য হয়ে পড়ে । 

ব্যাখ্যা১) ফ্রান্সের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য ।

ব্যাখ্যা২)ফ্রান্সের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যাওয়ার জন্য । 

ব্যাখ্যা ৩) ফরাসি রাজপরিবারের বিলাসিতা , যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

উ:- ব্যাখ্যা ৩) ফরাসি রাজপরিবারের বিলাসিতা , যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

xiii) বিবৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয় । 

ব্যাখ্যা ১ : মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া উভয়েই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিল ।

 ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল । 

ব্যাখ্যা ৩। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চায়নি।

উ:- ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল । 

xiii) বিবৃতি:  চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল— 

ব্যাখ্যা১)  । তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

ব্যাখ্যা ২ ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল । 

ব্যাখ্যা ৩ : ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে ।

উ:- ব্যাখ্যা ১)  । তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

xiv)   বিবৃতি ; উগ্ন জাতীয়তাবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ হয়ে উঠেছিল— 

ব্র্যাখ্যা ১। উগ্র জাতীয়তাবাদের জন্য জার্মানি ইটালির মতো দেশগুলি সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি নিয়েছিল ।

ব্যাখ্যা ২ উগ্র জাতীয়তাবাদ জাতিগুলিকে শক্তিশালী করে তুলেছিল । 

ব্যাখ্যা৩  উগ্র জাতীয়তাবাদের প্রসারে কিছু দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল । 

উ:- ব্র্যাখ্যা ১। উগ্র জাতীয়তাবাদের জন্য জার্মানি ইটালির মতো দেশগুলি সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি নিয়েছিল 

xv) বিবৃতি : এমস টেলিগ্রাম ' - এর ঘটনাকে ঘিরে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ হয়।

ব্যাখ্যা ১ প্রাশিয়া ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

ব্যাখ্যা ২ কুটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান ।

 ব্যাখ্যা ও প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেন ।

উ:- ব্যাখ্যা ২ কুটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান ।

xvi) বিবৃতি : প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ১  উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

ব্যাখ্যা ২ মানুষের আর্থ - সামাজিক অবস্থার উন্নতি ঘটানো । 

ব্যাখ্যা ৩  আন্তর্জাতিক আইন চালু করা ।

উ:- ব্যাখ্যা ১  উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

xvii) বিবৃতি রুশীকরণনীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় । 

ব্যাখ্যা ১। জার সরকার অনরুশদের ওপর অত্যাচার শুরু করে । 

ব্যাখ্যা ২- জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় । 

ব্যাখ্যা ৩  জার সরকার অনুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয় । 

উ:- ব্যাখ্যা ২- জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় । 

xviii) বিবৃতি : মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি । 

ব্যাখ্যা ১ : মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

ব্যাখ্যা ২ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক ধনী রাষ্ট্র ছিল । 

ব্যাখ্যা ৩ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল ।

উ:- ব্যাখ্যা ১ : মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী :-

1) ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় - তুরস্ককে।

2) প্রভাদা ছিল - বলশেভিক দলের মুখপত্র।

3) শান্তি- জমি- রুটি স্লোগানটি জনপ্রিয় হয় - বলশেভিক বিপ্লবের সময়।

4) ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল - আমেরিকা।

5) জাতিপুঞ্জের সদর দপ্তর - নিউ ইয়র্ক এ।

6) অ্যাসাইনেট হল - এক ধরনের কাগজের নোট।

7) ইনটেন্টডেন্টদের পদগুলি দখল করেছিল - অভিজাতরা।

8) নেপোলিয়ন প্রথমবার নির্বাসিত হন - এলবা দ্বীপে।

9) দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা - কার্ল মার্কস।

10) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির যাদুঘর বলেছেন - অ্যাডাম স্মিথ।

11) রোবসপিয়র ছিলেন - জ্যাকোবিন নেতা।

12) দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় - নেপোলিয়নকে।

13) নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহন করে - রাশিয়া।

14) নেপোলিয়নের শেষ যুদ্ধ ছিল - ওয়াটারলুর যুদ্ধ।

15) হিটাইরিয়াফিলিকে প্রতিষ্ঠা করেছেন - স্কুপাস নামক গ্রিক ব্যবসায়ী।

16) ক্রিমিয়ারযুদ্ধ কত বছর ধরে চলছিল? উ:- তিন বছর ধরে।

17) দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় - স্পেনের গৃহযুদ্ধকে।

18) কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন - মার্কস এঙ্গেলস।

19) টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় - 1807 খ্রিঃ।

20) বলকান অঞ্চলে উষ্ণজল নীতি গ্রহণ করে - রাশিয়া।

21) প্রথম বিশ্বযুদ্ধ শুরু  হয় - 1914 খ্রিঃ 24 শে জুলাই।

22) ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করেন - নেপোলিয়ন।

23) নাৎসি দলের সংগীত রচয়িতা ছিলেন - হস্ট ওয়েলেস।

24) ফরাসি বিপ্লবের আদর্শ ছিল - সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

25) জুলাই বিপ্লব কোন রাজবংশের পতন ঘটায়? উ:- বুরবো রাজবংশের।

26) অসিয়া রেজিম কথার অর্থ হল - পুরাতনতন্ত্র।

27) আমিই রাষ্ট্র কথাটি বলেছেন - চতুর্দশ লুই।

28) ফ্রান্সে ' গ্যাবেল " ছিল একধরনের- লবন কর।

29) অষ্টাদশ শতকের ফ্রান্স ছিল একটি - কৃষিনির্ভর দেশ।

30) নেপোলিয়ন সারাজীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হন - 1802 খ্রিস্টাব্দে।

31) চাটিস্ট আন্দোলন হয়েছিল - ইংল্যাণ্ডে।

32) জেমস ওয়াট আবিষ্কার করেন - বাস্পচালিত ইঞ্জিন।

33) সোভিয়েত রাশিয়ার পার্লামেন্টের নাম- ডুমা।

34) জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন - এরিক ড্রুমন্ড।

35) জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় - 24 শে অক্টোবর দিনটি।

36) সন্ত্রাসের রাজত্বে ব্যবহার হওয়া যন্ত্রটি হল - গিলোটিন।

37) স্পিনিং জেনি আবিষ্কার করেন - হারগ্রিভস।

38) প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল –  1919 খ্রিস্টাব্দে।

39) বিশ্বস্বাস্থ্য সংস্থাটি হল— WHO।

40) পার্ল হারবার ছিল—  মার্কিন নৌ-ঘাঁটি।

41) আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় –  1941 খ্রিস্টাব্দে।

42) যার হাতে বল, সেই রাষ্ট্র পরিচালনার অধিকারী—উক্তিটি হল – মুসোলিনির।

43) ভার্সাই চুক্তিতে মোট ধারার সংখ্যা ছিল – 440 টি।

44) NATO-এর পুরো কথা হল—North Atlantic Treaty Organisation।

45) জাতিসংঘের জনক নামে যিনি পরিচিত ছিলেন – উড্রো উইলসন।

46) ভেটো (Veto) কথার অর্থ-  প্রস্তাব নাকচ করা।

47) UNO-এর পুরো নাম হল - ইউনাইটেড নেশনস্ অর্গানাইজেশন।

48) মীর’ ছিল— গ্রাম্য সমিতি।

49) ফুয়েরার” বা ‘প্রধান নেতা’ বলে কাকে সম্বোর্ধিত করা হয়? -হিটলার।

50) ইটালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন – বেনিতো মুসোলিনি।

51) উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে যে দেশটি পরিচিত ছিল— আফ্রিকা।

52) সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন—  হামফ্রি ডেভি।

53) পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ’– এ কথা বলেছিলেন— কার্ল মার্কস।

54) দুনিয়ার শ্রমিক এক হও’–এরূপ আহ্বান জানান— কার্ল মার্কস।

55) ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? - 1853 খ্রিস্টাব্দে।

56) কূটনীতির যাদুকর বলা হত—  মেটারনিখকে।

57) ডাইরেক্টরি শাসনের সদস্য সংখ্যা ছিল—  5 জন।

58) ক্ষমতা বিভাজন নীতির কথা বলেন  –  মন্তেস্কু।

59) ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা হলেন—  অ্যাডাম স্মিথ।

60) পঞ্চদশ লুইকে ‘প্রজাপতি রাজা’ বলা হয়।

61) ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

উত্তর। ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষােড়শ লুই।

62) প্লেবিয়ান’ কারা?

উত্তর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল।

63) 40সামাজিক চুক্তি' (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর। সামাজিক চুক্তি’ (Social Contract) গ্রন্থের রচয়িতা হলেন রুশাে।

64) কুলাক' কাদের বলা হয়?

উত্তর রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে কুলাক’ বলা হয়।

65) ওয়াল ওয়াল ঘটনা' কী ?

উত্তর ওয়াল ওয়াল হল আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম।  ১৯৩৪ খ্রিস্টাব্দের ৫ ডিসেম্বর সােমালিল্যান্ড ও আবিসিনিয়ার সীমান্তে অবস্থিত ওয়াল ওয়াল গ্রামে দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধ হয়। এই ঘটনাকে 'ওয়াল ওয়াল ঘটনা’ বলা হয়। 

66).অপারেশন বারবারোসা’ কী ?

উত্তর হিটলারের রাশিয়া অভিযানের (১৯৪১ খ্রি.) সাংকেতিক নাম ছিল ‘অপারেশন বারবারােসা’। 

1) টীকা লেখো : রুশ - জার্মান অনাক্রমণ চুক্তি 

জার্মানির শাসক হিটলার এবং রাশিয়ার  শাসক স্ট্যালিনের মধ্যে 1939 খ্রিস্টাব্দে  রুশ-জার্মান অনাক্রমন চুক্তি স্বাক্ষরিত হয়।

a) জার্মানির উদ্দেশ্য :হিটলার উপলব্ধি করেন যে  পোল্যান্ড আক্রমণ করতে গিয়ে একই সঙ্গে পূর্ব সীমান্তে রাশিয়া এবং পশ্চিম সীমান্তে ইঙ্গ ফরাসি শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। তাই  হিটলার আপতত রাশিয়ার সঙ্গে মিত্রতা স্থাপনের দ্বারা পূর্ব সীমান্তে যুদ্ধের সম্ভাবনা দুর করেন । যাতে তিনি  পোল্যান্ড আক্রমন করতে পারেন।

b) রাশিয়ার উদ্দেশ্য : সাম্যবাদ - বিরোধী ইঙ্গ - ফরাসি শক্তির সঙ্গে জোট গঠনে ব্যর্থ হয়ে রাশিয়া নিজের নিরাপত্তার প্রয়োজনে জার্মানির সঙ্গে মিত্রতা স্থাপনে আগ্রহী হয় ।

c).চুক্তি স্বাক্ষর : রাশিয়া ও জার্মানির মধ্যে ১৯৩৯ খ্রিস্টাব্দে ( ২৩ আগস্ট ) রুশ - জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ । 

d) চুক্তির শর্তাবলি : রুশ - জার্মান অনাক্রমণ চুক্তির দ্বারা স্থির হয় যে , রাশিয়া ও জার্মানি — [ 1 ] শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে বিবাদের মীমাংসা করবে । [ 2 ] পরবর্তী ১০ বছর একে অপরকে আক্রমণ করবে না । [ 3 ] তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে কেউ তৃতীয় পক্ষকে সহায়তা করবে না । [ 4 ] পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে । 

e)  চুক্তিভঙ্গ : রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি সত্ত্বেও হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুক্তি ভঙ্গ করে ১৯৪১ খ্রিস্টাব্দে ( ২২ জুন ) রাশিয়া আক্রমণ করেন ।

2)   রোম বার্লিন - টোকিও অক্ষচুক্তি

দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যেসব উগ্র সাম্রাজ্যবাদী একনায়কের আবির্ভাব ঘটে তাদের মধ্যে অন্যতম ছিলেন ইটালির মুসোলিনি , জার্মানির হিটলার এবং জাপানের তোজো । দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইটালি , জার্মানি ও জাপানের মধ্যে ‘ রোম- বার্লিন - টোকিও অক্ষচুক্তি ' নামে এক মৈত্রীজোট গড়ে ওঠে ।

a) ঘনিষ্টতার উদ্যোগ : জার্মান শক্তিবৃদ্ধিতে আতঙ্কিত হয়ে ইটালির শাসক মুসোলিনি ফ্রান্সের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন । কিন্তু হিটলার উপলব্ধি করেন যে , জার্মানি ভবিষ্যতে অস্ট্রিয়া দখলের উদ্যোগ নিলে ইটালির সমর্থন তাঁর বিশেষ প্রয়োজন ।মুসোলিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে অ্যাবিসিনিয়া আক্রমণ করলে হিটলার তাঁকে সমর্থন করেন । ফলে মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় । 

b) রোম - বার্লিন অক্ষচুক্তি : মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে উভয়ের মধ্যে মিত্রতা ( অক্টোবর , ১৯৩৬ খ্রি . ) গড়ে ওঠে । ইটালি ও জার্মানির মধ্যে স্থাপিত এই মিত্রতা ' রোম - বার্লিন অক্ষ্যচুক্তি ' নামে পরিচিত। ১৯৩৬ খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানি ও জাপানের মধ্যে সাম্যবাদ - বিরোধী অ্যান্টি কমিষ্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয় । 

c)  রোম - বার্লিন - টোকিও অক্ষচুক্তি:- জার্মানি ও জাপানের অ্যান্টি কমিন্টার্ন জোটে ইটালি যোগ ( ৬ নভেম্বর , ১৯৩৭ ( . ) দিলে ইটালি , জার্মানি ও জাপানের মধ্যে রোম বার্লিন - টোকিও অক্ষচুক্তি মৈত্রীজোট গড়ে ওঠে ।

3) পার্ল হারবারের ঘটনা কী?

উ:- পার্ল হারবার হল প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত একটি বন্দর । এখানে আমেরিকা তার নৌঘাঁটি স্থাপন করেছিল । 

a) আমেরিকার উদ্যোগ : জাপানের আগ্রাসী নীতির ফলে আমেরিকা— [ 1 ] জাপানের সঙ্গে পুরোনো বাণিজ্যিক চুক্তিটি বাতিল করে দেয় । [ 2 ] জাপানে পেট্রোলিয়ামজাত পণ্য - সহ বেশ কয়েকটি পণ্য সরবরাহ বন্ধ করে দেয় । [ 3 ] আমেরিকায় অবস্থিত জাপানি সম্পত্তি বাজেয়াপ্ত করে । এসব ঘটনায় জাপান ক্ষুব্ধ হয় । 

b)  যুদ্ধের সম্ভাবনা : জাপান খনিজ তেলসমৃদ্ধ দক্ষিণ ইন্দোচিন দখল ( ১৯৪১ খ্রি . ) করে নিলে জাপানের সঙ্গে আমেরিকা সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে । এরপর চিন ও ইন্দোচিন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায় । আমেরিকার এই দাবি জাপান প্রত্যাহার করলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় ।

c) পার্ল হারবারে আক্রমণ : জাপান ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর সকালে বিশাল নৌবহর ও ৩৩৫ টি যুদ্ধবিমান নিয়ে ভাইস অ্যাডমিরাল নোগুচি - র নেতৃত্বে আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে বোমাবর্ষণ শুরু করে এবং এখানকার মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে দেয় । এটি পার্ল হারবারের ঘটনা নামে পরিচিত ।

d) ফলাফল :- এই ঘটনার পরদিন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু  হয়।


Ix H 40 a

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- নবম শ্রেনী; বিষয় :- ইতিহাস

পূর্ণমান :- ৪০ ; সময় :- ১ ঘন্টা ২০ মিনিট 


১) সঠিক উত্তরটি নির্বাচন করো :- ১×৫=৫

১.১) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির যাদুঘর বলেছেন --চতুর্দশ লুই / ষোড়শ লুই  / মন্তেস্কু / অ্যাডাম স্মিথ। 

১.২) টেইলি হল -- ধর্মকর /  সম্পত্তিকর / আয়কর  / লবনকর । 

১.৩) দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় -- মেটারনিখ  / নেপোলিয়ন / বিসমার্ক / হিটলার  । 

১.৪) অসিয়া রেজিম কথার অর্থ হল --পূর্বতন সমাজ  / বর্তমান সমাজ  / আধুনিক সমাজ  / ভবিষ্যত সমাজ ।

১.৫) নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন --- ফিসার / অ্যাডাম স্মিথ / জা জ্যাক রুশো / ভলতেয়ার ।

২) একটি বাক্যে উত্তর দাও :- ১×৪=৪

২.১) কবে বাস্তিল দূর্গের পতন ঘটে ?

২.২) কাদিদ গ্রন্থটি কার লেখ?

২.৩) অ্যাসাইনেট কী ?

২.৪) বাধ্যতামুলক বেগার শ্রমকে কী বলা হত ?

৩) শূন্যস্থান পূরণ করো :- ১×৪=৪

৩.১) আমি রাষ্ট্র কথাটি বলেছেন -------।

৩.২) ট্রাফালগারের যুদ্ধ হয় ---- খ্রিষ্ঠাব্দে ।

৩.৩) --- মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন ।

৩.৪) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ----।

৪ ) ঠিক বা ভুল নির্বাচন করো :- ১×২=২

৪.১) ফরাসি বিপ্লবের পূর্বে এইডস ছিল লবনকর।

৪.২) সেন্ট এলবাদ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়।

৫) সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :- ১×৩=৩

৫.১) বিবৃতি : বিপ্লবের আগের ফ্রান্স ছিল ' ভ্রান্ত অর্থনীতির যাদুঘর।

 বাখ্যা ১ : সরকারের কর কাঠামো ছিল বৈষম্যমূলক ।

 ব্যাখ্যা ২ : কেবলমাত্র অভিজাতরা রাজাকে কর দিত ।

 ব্যাখ্যা ৩ : অর্থনৈতিক সমস্যা সমাধানে রাজা উদাসীন ছিলেন ।

৫.২)  বিবৃতি : ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল । 

ব্যাখ্যা ১: বাস্তিল দুর্গ ছিল বিদেশিদের দুর্গ । 

ব্যাখ্যা ২ : বাস্তিল দুর্গে ফরাসিরা আশ্রয় পেত না । 

ব্যাখ্যা ৩: বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক ।

৫.৩) বিবৃতি :  ফ্রান্সে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়— 

 ব্যাখ্যা ১ : জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে । 

ব্যাখ্যা ২ : জাতীয় সভার ওপর সংবিধান সভার দায়িত্ব দেওয়া হয় । 

ব্যাখ্যা ৩ : জাতীয় সভা ভেঙে সংবিধান সভা গঠন করা হয় ।

৬) দুই - তিনটি বাক্যে উত্তর দাও :- (তিনটি) ২×৩=৬

৬.১) সাকুলোৎ বলতে কাদের বোঝায় ?

৬.২) Great Fear কী ?

৬.৩)  লাল সন্ত্রাস বলতে কী বোঝ ?

৬.৪) সন্দেহের আইন বলতে কী বোঝ ?

৬.৫)  সেপ্টেম্বর হত্যাকান্ড কী ?

৭) দশ- বারোটি  বাক্যে উত্তর দাও :- (দুইটি ) ২×৪=৮

৭.১) টেনিস কোর্টের শপথ কী ?

৭.২) নেপোলিয়নকে কী বিপ্লবের সন্তান বলা যায় ?

৭.৩) ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কেমন ছিল লেখ ।

৭.৪) ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো ।

৮) যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ১×৮=৮

৮.১) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো ।

৮.২) ফরাসি সংবিধান সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো ।



বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- নবম শ্রেনী; বিষয় :- ইতিহাস

পূর্ণমান :- ৪০ ; সময় :- ১ ঘন্টা ২০ মিনিট 


১) সঠিক উত্তরটি নির্বাচন করো :- ১×৫=৫

১.১)  নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন --- ফিসার / অ্যাডাম স্মিথ / জা জ্যাক রুশো / ভলতেয়ার ।

১.২) ফরাসি বিপ্লবের জনক বলা হয় --- নেপোলিয়নকে / ভলতেয়ারকে / মন্তেস্কুকে / রুশোকে ।

১.৩) ট্রাফালগারের যুদ্ধ হয় --- ১৮০৪ খ্রি:  / ১৮০৫ খ্রি:  / ১৮০৭ খ্রি:  / ১৮১৫ খ্রি:।

১.৪) অসিয়া রেজিম কথার অর্থ হল --পূর্বতন সমাজ  / বর্তমান সমাজ  / আধুনিক সমাজ  / ভবিষ্যত সমাজ ।

১.৫) আমি রাষ্ট্র কথাটি বলেন --- চতুর্দশ লুই / পঞ্চদশ লুই / ষোড়শ লুই / দশম চার্লসকে ।

২) একটি বাক্যে উত্তর দাও :- ১×৪=৪

২.১) বাধ্যতামুলক বেগার শ্রমকে কী বলা হত ?

২.২) সামাজিক চুক্তি গ্রন্থটি কার লেখা ?

২.৩) প্রজাপতি রাজা কাকে বলা হত ?

২.৪) সন্ত্রাসের রাজত্বের নায়ক কে ছিলেন ?

৩) শূন্যস্থান পূরণ করো :- ১×৪=৪

৩.১) --- মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন ।

৩.২) --- কে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়।

৩.৩) ফরাসি বিপ্লবের আদর্শ ছিল ---, --- ও ---।

৩.৪) বাস্তিল দুর্গের পতন হয় --- খ্রিষ্টাব্দে ।

৪ ) ঠিক বা ভুল নির্বাচন করো :- ১×২=২

৪.১) বিশ্বকোশ রচনা করেন ফিজিওক্রাটসরা ।

৪.২) গিলোটিন হল নির্বিচারে শিরোচ্ছেদের যন্ত্র ।

৫) সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :- ১×৩=৩

৫.১) বিবৃতি : নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন । 

ব্যাখ্যা ১ : তিনি ইংল্যান্ডের অর্থনীতিকে দুর্বল করতে চেয়েছিলেন । 

ব্যাখ্যা ২: তিনি ফরাসি অর্থনীতিকে সমৃন্ধ করতে চেয়েছিলেন ।

ব্যাখ্যা ৩ : দুটি বিকল্পই সঠিক ।

৫.২) বিবৃতি : বিপ্লবের আগের ফ্রান্স ছিল ' ভ্রান্ত অর্থনীতির যাদুঘর।

 বাখ্যা ১ : সরকারের কর কাঠামো ছিল বৈষম্যমূলক ।

 ব্যাখ্যা ২ : কেবলমাত্র অভিজাতরা রাজাকে কর দিত ।

 ব্যাখ্যা ৩ : অর্থনৈতিক সমস্যা সমাধানে রাজা উদাসীন ছিলেন ।

৫.৩) বিবৃতি :  ফ্রান্সে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়— 

ব্যাখ্যা ১ : জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে । 

ব্যাখ্যা ২ : জাতীয় সভার ওপর সংবিধান সভার দায়িত্ব দেওয়া হয় । 

ব্যাখ্যা ৩ : জাতীয় সভা ভেঙে সংবিধান সভা গঠন করা হয় ।

৬) দুই - তিনটি বাক্যে উত্তর দাও :- (তিনটি ) ২×৩ =৬

৬.১) অসিয়া রেজিম কী ?

৬.২) লাল সন্ত্রাস বলতে কী বোঝ ? 

৬.৩) Great Fear কী ?

৬.৪) সন্দেহের আইন কী ? 

৬.৫) শত দিবসের রাজত্ব কী ?

৭) দশ -বারোটি বাক্যে উত্তর দাও :- (দুইটি ) ২×৪=৮

৭.১) ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি করব্যবস্থার পরিচয় দাও ।

৭.২) কোড নেপোলিয়ন কী ?

৭.৩) ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো ।

৭.৪) টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝ ?

৮) যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ১×৮=৮

৮.১) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো ।

৮.২) ফরাসি সংবিধান সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো ।




Ix h saq

 বিবেকানন্দ কোচিং সেন্টার

শিক্ষক: স্বপন কুমার রায়।

ক্লাস: নবম শ্রেনী ; বিষয় : ইতিহাস

A. বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো

 1.  বিবৃতি : রুশীকরণনীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় । 

ব্যাখ্যা১। জার  সরকার অরুশদের ওপর অত্যাচার শুরু করে ।

ব্যাখ্যা২। জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় ।

ব্যাখ্যা৩। জার সরকার অরুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয় ।

 2.  বিবৃতি : ভাসাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদার ছিল ।

ব্যাখ্যা১।  ভার্সাই চুক্তির শর্তগুলিতে জার্মান জাতীয়তাবাদের অপমান করা হয় । 

ব্যাখ্যা২ । ভাসাই চুক্তির মাধ্যমে জার্মানদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় ।

ব্যাখ্যা৩ । জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয় । 

 3. বিবৃতি : বিশ্ব রাজনীতিতে ‘ রোম - বার্লিন - টোকিয়ো চুক্তি ' ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । 

ব্যাখ্যা ১ এই চুক্তি সাম্যবাদের প্রসার ঘটায় . একনায়কতন্ত্রের প্রসার রোধ করে ।

 ব্যাখ্যা ২। এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় , সাম্যবাদের প্রসার রোধ করে ।

 ব্যাখ্যা ৩। এই চুক্তি নাৎসিবাদ ও ফ্যাসিবাদের প্রসার রোধ করে । 

4.  বিবৃতি:  মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি ।

ব্যাখ্যা১।  মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

ব্যাখ্যা ২ : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক ধনী রাষ্ট্র ছিল । 

ব্যাখা ৩ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল ।

5. বিবৃতি : চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল । 

 ব্যাখ্যা ১। তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

ব্যাখ্যা ২ : ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল । 

ব্যাখ্যা ৩ : ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে ।

6. বিবৃতি: রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন । 

ব্যাখ্যা ১। তাঁর আমলে রাশিয়ায় কৃষিতে ব্যাপক উন্নতি ঘটে । 

ব্যাখ্যা ২। তাঁর আমলে রাশিয়ার ভূমিদাসরা স্বাধীনভাবে জীবনযাপন করার ও সম্পত্তির অধিকার লাভ করে।

 ব্যাখ্যা ৩। তাঁর আমলে রাশিয়ায় স্বৈরাচারী জার শাসনের অবসান ঘটে।

7. বিবৃতি জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক ' বলা হয় । 

ব্যাখ্যা ১। তাঁর নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকীকরণের সূচনা ঘটে । 

ব্যাখ্যা ২ : তিনি ভূমিদাস প্রথার বিলোপ ঘটান । 

ব্যাখ্যা ৩। তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান ।

8. বিবৃতি : ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন।

 ব্যাখ্যা ১ : দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন । 

ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ব্যাখ্যা ৩ : দার্শনিকরা অভিজাত বিপ্লব করেছিলেন।

9. বিবৃতি : নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান ।

ব্যাখ্যা ১ : নেপোলিয়ন ফরাসি বিপ্লবের জন্যই ক্ষমতায় আসতে পেরেছিলেন ।

 ব্যাখ্যা ২ : নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ : নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

10. বিবৃতি : মার্শাল পরিকল্পনা ও টুম্যান ডকট্রিন রচিত হয়— 

ব্যাখ্যা ১ : বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য ।

 ব্যাখ্যা ২ : বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

ব্যাখ্যা ৩ : বিশ্বের সামরিক রাষ্ট্রজোট গঠন করা ।

11.বিবৃতি : জাপানের হিরোসিমা ও নাগাসাকির ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করে ।

ব্যাখ্যা ১ : ভয়াল ভয়ঙ্কর পরমাণু বোমার ধ্বংসলীলা দেখে— যুদ্ধ নয় শান্তির জন্য । 

ব্যাখ্যা ২ : বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির জন্য ।

 ব্যাখ্যা ৩ : আর কোনো তৃতীয় পরমাণু যুদ্ধ নয় ও নব্য সাম্রাজ্যবাদ নয় । 

12.বিবৃতি:  বিপ্লবপূর্ব ফ্রান্স ছিল ‘ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর । 

 ব্যাখ্যা ১। ফ্রান্সের বুরবো রাজারা অনর্থক একটি অর্থনীতির জাদুঘর প্রতিষ্ঠা করেন । 

ব্যাখ্যা ২ । ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ৩। অর্থনৈতিক সমস্যা ও সমাধানের ক্ষেত্র ছিল অসামঞ্জস্যপূর্ণ । 

13.বিবৃতি : নেপোলিয়ান ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান।

 ব্যাখ্যা ১ : নেপোলিয়ন বেশ কয়েকটি ' ইউরোপীয় দেশ অর্থের বিনিময়ে দখল করেন ।

 ব্যাখ্যা ২ : ইউরোপের বিভিন্ন দেশ তিনি জয় করেন ।

ব্যাখ্যা৩।  যুদ্ধনীতির সাহায্যে তিনি ইউরোপের কয়েকটি দেশকে ধ্বংস করে দেন । 

14.বিবৃতি : ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজকোশ শূন্য হয়ে পড়ে ।

 ব্যাখ্যা ১ ফ্রান্সের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য । 

ব্যাখ্যা ২। ফ্রান্সের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যাওয়ার জন্য । 

ব্যাখ্যা ৩ ফরাসি রাজপরিবারের বিলাসিতা যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

15.বিবৃতি:  নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন 

ব্যাখ্যা ১। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি ফ্রান্সকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চেয়েছিলেন ।

  ব্যাখ্যা ২। এই ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করতে চেয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি ইউরোপ মহাদেশের ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ।

16.বিবৃতি:  দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয় ।

 ব্যাখ্যা ১। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া উভয়েই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিল ।

ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল ।

 ব্যাখ্যা ৩। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চায়নি ।

17.বিবৃতি : ‘ এমস টেলিগ্রাম ’ - এর ঘটনাকে ঘিরে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ হয় ।

ব্যাখ্যা ১ : প্রাশিয়া ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

ব্যাখ্যা ১: কূটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান । 

 ব্যাখ্যা ৩ : প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেন ।

18.বিবৃতি : প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়— | 

ব্যাখ্যা ১: উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

ব্যাখ্যা ২ : মানুষের আর্থ - সামাজিক অবস্থার উন্নতি ঘটানো । 

ব্যাখ্যা ৩: আন্তর্জাতিক আইন চালু করা ।

19.বিবৃতি: জাতিসংঘ কোনো অতিরাষ্ট্রিক সংগঠন ছিল না । 

ব্যাখ্যা ১ : জাতিসংঘের সার্বভৌম ক্ষমতা ছিল না । 

ব্যাখ্যা ২: জাতিসংঘ রাষ্ট্র - সমবায় গড়ে তুলেছিল । 

ব্যাখ্যা ৩ : জাতিসংঘের কোনো রাজধানী ছিল না । 

20.বিবৃতি: 1871-1913 খ্রিস্টাব্দকে ' সশস্ত্র শাস্তির যুগ ' বলে অভিহিত করা হয় ।

 ব্যাখ্যা ১। এই সময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ২। এই সময় শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে ।

 ব্যাখ্যা ৩। এই সময় বেশ কয়েকবার যুদ্ধ হয় । 

 21. বিবৃতি মিউনিখ চুক্তি ( 1939 ) ব্যর্থ হয় ।

 ব্যাখ্যা ১। ফ্রান্স মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না । 

ব্যাখ্যা ২। ইংল্যান্ড মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না ।

 ব্যাখ্যা ৩। হিটলার সমগ্র ঢোকোস্লোভাকিয়া দখল করলে মিউনিখ চুক্তি ভেঙে যায় ।

22. বিবৃতি : ভার্সাই সন্ধি জার্মানদের কাছে অমর্যাদাকার ছিল । 

ব্যাখ্যা ১ : জার্মানির সব অঞ্চল কেড়ে নিয়ে তার ওপর বিশাল আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় ।

 ব্যাখ্যা ২। জার্মানির জনগণের ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেওয়া হয় । 

ব্যাখ্যা ৩ জার্মানির সম্মতিতে এই চুক্তি হয় ।

23.বিবৃতি: ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে ।

 ব্যাখ্যা ১ : ফরাসি সম্রাট জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করেছিলেন ।

 ব্যাখ্যা ২ : ফরাসি অভিযুক্তদের এই দুর্গে রাখা হত । 

ব্যাখ্যা ৩ : ফরাসি জনতা সম্রাটের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল । 

24.বিবৃতি: নেপোলিয়ন ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান । 

ব্যাখ্যা ১ : ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত । 

ব্যাখ্যা ২ : ডাইরেক্টরির শাসন বিপ্লবের বিরোধী ছিল ।

 ব্যাখ্যা ৩ : ডাইরেক্টরির শাসকরা নেপোলিয়নের শত্রু ছিল ।

25.বিবৃতি : জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হত।

 ব্যাখ্যা ১ : জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে । 

ব্যাখ্যা ২ : জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করে । 

ব্যাখ্যা ৩ : জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয় । 

26.বিবৃতি : ইংল্যান্ডে সবার আগে শিল্পবিপ্লব ঘটেছিল—

 ব্যাখ্যা ১ : ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল ।

 ব্যাখ্যা ২ : ইংল্যান্ডের মানুষ অন্য দেশের থেকে শিক্ষিত ছিল । 

ব্যাখ্যা ৩ : ইংল্যান্ডে শিল্পজাত পণ্যসামগ্রীর চাহিদা ছিল সর্বাধিক ।

27.বিবৃতি : ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল— 

ব্যাখ্যা ১:  এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল ।

 ব্যাখ্যা ২ : এখানে কর্মচ্যুত শ্রমিকদের বাসভূমি নির্দিষ্ট হয়েছিল । 

ব্যাখ্যা ৩ : এখানে সাধারণত দরিদ্র শ্রমিকশ্রেণির বসবাস ছিল ।

28.বিবৃতি: বিপ্লবের আগের ফ্রান্স ছিল ‘ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর ' । 

ব্যাখ্য ১ : সরকারের কর কাঠামো ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ২ : কেবলমাত্র অভিজাতরা রাজাকে কর দিত । 

বিবৃতি ব্যাখ্যা ৩ : অর্থনৈতিক সমস্যা সমাধানে রাজা উদাসীন ছিলেন । 

29.বিবৃতি : ' লাইপজিগের যুদ্ধ ' জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত । 

ব্যাখ্যা ১। এই যুদ্ধে সমগ্র ফরাসি জাতি যোগ দেয় । 

ব্যাখ্যা ২ : এই যুদ্ধে ফরাসি জাতির পরাজয় ঘটে ।

 ব্যাখ্যা ৩ : এই যুদ্ধে সমগ্র ইউরোপের তেরোটি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়।

30.বিবৃতি: উড্রো উইলসনকে ‘ জাতিসংঘের জনক ' বলা হয় । 

ব্যাখ্যা ১ : তাঁর প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল । 

ব্যাখ্যা ২ : তিনি জাতিসংঘের প্রথম সভাপতি ছিলেন ।

 ব্যাখ্যা ৩: তাঁর চোদ্দো দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ।


B. সত্য ও মিথ্যা নির্ণয় করো :--

1. বুরবো রাজারা ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী । 

2.  বিপ্লবী - পূর্ববর্তী ফ্রান্সে সমগ্র রাজস্বের শতকরা চারভাগ ধনী যাজক ও অভিজাতদের কাছ থেকে আদায় করা হত ।

3.  ' ফুয়েরার ' মুসোলিনির উপাধি । 

4. জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল নিরাপত্তা পরিষদ ।

5. ভারত হল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন।

6.ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মারি আঁতোয়াৎ । 

7.নেপোলিয়ন তাঁর ভাই জেরোম বোনাপার্টকে দক্ষিণ ইটালির সিংহাসনে বসান । 

8.জাতিসংঘের পতন ঘটে হিটলারের উত্থানে । 

9.ইটালিতে ' জোলভারেইন ' নামে শুল্ক সংঘ গঠিত হয় । 

10. ঘেটো ' হল শিল্পবিপ্লবকালে শহরের ছোটো অঞ্চল ।

11.সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জন কে ।

12.জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয় । 

13.এসিস ঘোষণা করেন লেনিন ।

14. জাতিসংঘের খসড়া সংবিধান লিগ কভেনান্ট ।

15.মুসোলিনি নাৎসিবাদের উত্থান ঘটান ।

16.ফ্রাংকো ছিলেন জার্মান সেনানায়ক।

17. হিটলার ফ্যাসিবাদের সূচনা করেন।

18.আমেরিকা নাগাসাকিতে ' ফ্যাটম্যান ' নামে পারমাণবিক বোমা ফেলেছিল ।

19.জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন এরিক ডুমন্ড । 

20.আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ন - বছরের জন্য নির্বাচিত হন । 

21 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কালে জার ছিলেন দ্বিতীয় নিকোলাস । 

22.বিসমার্ক এমস্ টেলিগ্রাম মারফত ইটালিকে যুদ্ধের ফাঁদে ফেলেন ।

23.গ্রিক জাতীয়তাবাদের উন্মেষে হেটাইরিয়া ফিলকের বিশেষ ভূমিকা ছিল । 

24.কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র । 

25.জাতিসংঘের পতন হয় 1946 খ্রিস্টাব্দে ।

26.নেপোলিয়নকে ‘ দ্বিতীয় জাস্টিনিয়ান ’ বলা হয় । 

27.দ্বিতীয় আলেকজান্ডারকে ‘ মুক্তিদাতা জার ’ বলা হয় । 

28.হিটলারের ইহুদি নির্যাতন বিভাগের প্রধান ছিলেন আইখম্যান । 

29.আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত জেনেভায় ।

30.ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলার মেটারনিখ । 

31.লিজিয়ন অফ অনার ছিল ফরাসি বিপ্লবকালে প্রদত্ত উপাধি ।

32.মুসোলিনি নিজেকে ‘ ফ্যুয়েরার ' বলে ঘোষণা করেন ।

33.রোবসপিয়রের শাসনকাল ' শ্বেত সন্ত্রাস ' নামে পরিচিত । 

34.NATO'- এর পুরো কথা হল – North Atlantic Treaty Organization।

35.ডুমা ' জার্মানির আইনসভার নাম ।

36.ফরাসি যাজক সম্প্রদায় রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত ।

37.স্পেনের গৃহযুদ্ধকে ‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া ' বলা হয় ।

38.ম্যাৎসিনি ছিলেন পিডমন্ট - সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ।

39.প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ' সেরাজেভো হত্যাকাণ্ড । 

40.ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য , মৈত্রী ও স্বাধীনতা । 

41.জার্মানি , ইটালি ও জাপানকে নিয়ে গড়ে উঠেছিল অক্ষশক্তি।

42.বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন পঞ্চদশ লুই । 

43.ইউরোপের রুগ্ণ মানুষ ' বলা হয় তুরস্ককে । 

44.অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ’ বলা হয় আফ্রিকাকে।


বিবেকানন্দ কোচিং সেন্টার

শিক্ষক: স্বপন কুমার রায়।

ক্লাস: নবম শ্রেনী ; বিষয় : ইতিহাস

A. বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো

 1.  বিবৃতি : রুশীকরণনীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় । 

ব্যাখ্যা১। জার  সরকার অরুশদের ওপর অত্যাচার শুরু করে ।

ব্যাখ্যা২। জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় ।

ব্যাখ্যা৩। জার সরকার অরুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয় ।

 2.  বিবৃতি : ভাসাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদার ছিল ।

ব্যাখ্যা১।  ভার্সাই চুক্তির শর্তগুলিতে জার্মান জাতীয়তাবাদের অপমান করা হয় । 

ব্যাখ্যা২ । ভাসাই চুক্তির মাধ্যমে জার্মানদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় ।

ব্যাখ্যা৩ । জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয় । 

 3. বিবৃতি : বিশ্ব রাজনীতিতে ‘ রোম - বার্লিন - টোকিয়ো চুক্তি ' ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । 

ব্যাখ্যা ১ এই চুক্তি সাম্যবাদের প্রসার ঘটায় . একনায়কতন্ত্রের প্রসার রোধ করে ।

 ব্যাখ্যা ২। এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় , সাম্যবাদের প্রসার রোধ করে ।

 ব্যাখ্যা ৩। এই চুক্তি নাৎসিবাদ ও ফ্যাসিবাদের প্রসার রোধ করে । 

4.  বিবৃতি:  মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি ।

ব্যাখ্যা১।  মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

ব্যাখ্যা ২ : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক ধনী রাষ্ট্র ছিল । 

ব্যাখা ৩ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল ।

5. বিবৃতি : চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল । 

 ব্যাখ্যা ১। তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

ব্যাখ্যা ২ : ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল । 

ব্যাখ্যা ৩ : ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে ।

6. বিবৃতি: রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন । 

ব্যাখ্যা ১। তাঁর আমলে রাশিয়ায় কৃষিতে ব্যাপক উন্নতি ঘটে । 

ব্যাখ্যা ২। তাঁর আমলে রাশিয়ার ভূমিদাসরা স্বাধীনভাবে জীবনযাপন করার ও সম্পত্তির অধিকার লাভ করে।

 ব্যাখ্যা ৩। তাঁর আমলে রাশিয়ায় স্বৈরাচারী জার শাসনের অবসান ঘটে।

7. বিবৃতি জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক ' বলা হয় । 

ব্যাখ্যা ১। তাঁর নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকীকরণের সূচনা ঘটে । 

ব্যাখ্যা ২ : তিনি ভূমিদাস প্রথার বিলোপ ঘটান । 

ব্যাখ্যা ৩। তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান ।

8. বিবৃতি : ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন।

 ব্যাখ্যা ১ : দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন । 

ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ব্যাখ্যা ৩ : দার্শনিকরা অভিজাত বিপ্লব করেছিলেন।

9. বিবৃতি : নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান ।

ব্যাখ্যা ১ : নেপোলিয়ন ফরাসি বিপ্লবের জন্যই ক্ষমতায় আসতে পেরেছিলেন ।

 ব্যাখ্যা ২ : নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ : নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

10. বিবৃতি : মার্শাল পরিকল্পনা ও টুম্যান ডকট্রিন রচিত হয়— 

ব্যাখ্যা ১ : বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য ।

 ব্যাখ্যা ২ : বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

ব্যাখ্যা ৩ : বিশ্বের সামরিক রাষ্ট্রজোট গঠন করা ।

11.বিবৃতি : জাপানের হিরোসিমা ও নাগাসাকির ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করে ।

ব্যাখ্যা ১ : ভয়াল ভয়ঙ্কর পরমাণু বোমার ধ্বংসলীলা দেখে— যুদ্ধ নয় শান্তির জন্য । 

ব্যাখ্যা ২ : বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির জন্য ।

 ব্যাখ্যা ৩ : আর কোনো তৃতীয় পরমাণু যুদ্ধ নয় ও নব্য সাম্রাজ্যবাদ নয় । 

12.বিবৃতি:  বিপ্লবপূর্ব ফ্রান্স ছিল ‘ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর । 

 ব্যাখ্যা ১। ফ্রান্সের বুরবো রাজারা অনর্থক একটি অর্থনীতির জাদুঘর প্রতিষ্ঠা করেন । 

ব্যাখ্যা ২ । ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ৩। অর্থনৈতিক সমস্যা ও সমাধানের ক্ষেত্র ছিল অসামঞ্জস্যপূর্ণ । 

13.বিবৃতি : নেপোলিয়ান ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান।

 ব্যাখ্যা ১ : নেপোলিয়ন বেশ কয়েকটি ' ইউরোপীয় দেশ অর্থের বিনিময়ে দখল করেন ।

 ব্যাখ্যা ২ : ইউরোপের বিভিন্ন দেশ তিনি জয় করেন ।

ব্যাখ্যা৩।  যুদ্ধনীতির সাহায্যে তিনি ইউরোপের কয়েকটি দেশকে ধ্বংস করে দেন । 

14.বিবৃতি : ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজকোশ শূন্য হয়ে পড়ে ।

 ব্যাখ্যা ১ ফ্রান্সের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য । 

ব্যাখ্যা ২। ফ্রান্সের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যাওয়ার জন্য । 

ব্যাখ্যা ৩ ফরাসি রাজপরিবারের বিলাসিতা যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

15.বিবৃতি:  নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন 

ব্যাখ্যা ১। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি ফ্রান্সকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চেয়েছিলেন ।

  ব্যাখ্যা ২। এই ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করতে চেয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি ইউরোপ মহাদেশের ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ।

16.বিবৃতি:  দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয় ।

 ব্যাখ্যা ১। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া উভয়েই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিল ।

ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল ।

 ব্যাখ্যা ৩। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চায়নি ।

17.বিবৃতি : ‘ এমস টেলিগ্রাম ’ - এর ঘটনাকে ঘিরে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ হয় ।

ব্যাখ্যা ১ : প্রাশিয়া ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

ব্যাখ্যা ১: কূটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান । 

 ব্যাখ্যা ৩ : প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেন ।

18.বিবৃতি : প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়— | 

ব্যাখ্যা ১: উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

ব্যাখ্যা ২ : মানুষের আর্থ - সামাজিক অবস্থার উন্নতি ঘটানো । 

ব্যাখ্যা ৩: আন্তর্জাতিক আইন চালু করা ।

19.বিবৃতি: জাতিসংঘ কোনো অতিরাষ্ট্রিক সংগঠন ছিল না । 

ব্যাখ্যা ১ : জাতিসংঘের সার্বভৌম ক্ষমতা ছিল না । 

ব্যাখ্যা ২: জাতিসংঘ রাষ্ট্র - সমবায় গড়ে তুলেছিল । 

ব্যাখ্যা ৩ : জাতিসংঘের কোনো রাজধানী ছিল না । 

20.বিবৃতি: 1871-1913 খ্রিস্টাব্দকে ' সশস্ত্র শাস্তির যুগ ' বলে অভিহিত করা হয় ।

 ব্যাখ্যা ১। এই সময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ২। এই সময় শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে ।

 ব্যাখ্যা ৩। এই সময় বেশ কয়েকবার যুদ্ধ হয় । 

 21. বিবৃতি মিউনিখ চুক্তি ( 1939 ) ব্যর্থ হয় ।

 ব্যাখ্যা ১। ফ্রান্স মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না । 

ব্যাখ্যা ২। ইংল্যান্ড মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না ।

 ব্যাখ্যা ৩। হিটলার সমগ্র ঢোকোস্লোভাকিয়া দখল করলে মিউনিখ চুক্তি ভেঙে যায় ।

22. বিবৃতি : ভার্সাই সন্ধি জার্মানদের কাছে অমর্যাদাকার ছিল । 

ব্যাখ্যা ১ : জার্মানির সব অঞ্চল কেড়ে নিয়ে তার ওপর বিশাল আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় ।

 ব্যাখ্যা ২। জার্মানির জনগণের ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেওয়া হয় । 

ব্যাখ্যা ৩ জার্মানির সম্মতিতে এই চুক্তি হয় ।

23.বিবৃতি: ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে ।

 ব্যাখ্যা ১ : ফরাসি সম্রাট জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করেছিলেন ।

 ব্যাখ্যা ২ : ফরাসি অভিযুক্তদের এই দুর্গে রাখা হত । 

ব্যাখ্যা ৩ : ফরাসি জনতা সম্রাটের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল । 

24.বিবৃতি: নেপোলিয়ন ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান । 

ব্যাখ্যা ১ : ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত । 

ব্যাখ্যা ২ : ডাইরেক্টরির শাসন বিপ্লবের বিরোধী ছিল ।

 ব্যাখ্যা ৩ : ডাইরেক্টরির শাসকরা নেপোলিয়নের শত্রু ছিল ।

25.বিবৃতি : জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হত।

 ব্যাখ্যা ১ : জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে । 

ব্যাখ্যা ২ : জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করে । 

ব্যাখ্যা ৩ : জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয় । 

26.বিবৃতি : ইংল্যান্ডে সবার আগে শিল্পবিপ্লব ঘটেছিল—

 ব্যাখ্যা ১ : ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল ।

 ব্যাখ্যা ২ : ইংল্যান্ডের মানুষ অন্য দেশের থেকে শিক্ষিত ছিল । 

ব্যাখ্যা ৩ : ইংল্যান্ডে শিল্পজাত পণ্যসামগ্রীর চাহিদা ছিল সর্বাধিক ।

27.বিবৃতি : ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল— 

ব্যাখ্যা ১:  এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল ।

 ব্যাখ্যা ২ : এখানে কর্মচ্যুত শ্রমিকদের বাসভূমি নির্দিষ্ট হয়েছিল । 

ব্যাখ্যা ৩ : এখানে সাধারণত দরিদ্র শ্রমিকশ্রেণির বসবাস ছিল ।

28.বিবৃতি: বিপ্লবের আগের ফ্রান্স ছিল ‘ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর ' । 

ব্যাখ্য ১ : সরকারের কর কাঠামো ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ২ : কেবলমাত্র অভিজাতরা রাজাকে কর দিত । 

বিবৃতি ব্যাখ্যা ৩ : অর্থনৈতিক সমস্যা সমাধানে রাজা উদাসীন ছিলেন । 

29.বিবৃতি : ' লাইপজিগের যুদ্ধ ' জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত । 

ব্যাখ্যা ১। এই যুদ্ধে সমগ্র ফরাসি জাতি যোগ দেয় । 

ব্যাখ্যা ২ : এই যুদ্ধে ফরাসি জাতির পরাজয় ঘটে ।

 ব্যাখ্যা ৩ : এই যুদ্ধে সমগ্র ইউরোপের তেরোটি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়।

30.বিবৃতি: উড্রো উইলসনকে ‘ জাতিসংঘের জনক ' বলা হয় । 

ব্যাখ্যা ১ : তাঁর প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল । 

ব্যাখ্যা ২ : তিনি জাতিসংঘের প্রথম সভাপতি ছিলেন ।

 ব্যাখ্যা ৩: তাঁর চোদ্দো দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ।


B. সত্য ও মিথ্যা নির্ণয় করো :--

1. বুরবো রাজারা ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী । 

2.  বিপ্লবী - পূর্ববর্তী ফ্রান্সে সমগ্র রাজস্বের শতকরা চারভাগ ধনী যাজক ও অভিজাতদের কাছ থেকে আদায় করা হত ।

3.  ' ফুয়েরার ' মুসোলিনির উপাধি । 

4. জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল নিরাপত্তা পরিষদ ।

5. ভারত হল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন।

6.ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মারি আঁতোয়াৎ । 

7.নেপোলিয়ন তাঁর ভাই জেরোম বোনাপার্টকে দক্ষিণ ইটালির সিংহাসনে বসান । 

8.জাতিসংঘের পতন ঘটে হিটলারের উত্থানে । 

9.ইটালিতে ' জোলভারেইন ' নামে শুল্ক সংঘ গঠিত হয় । 

10. ঘেটো ' হল শিল্পবিপ্লবকালে শহরের ছোটো অঞ্চল ।

11.সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জন কে ।

12.জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয় । 

13.এসিস ঘোষণা করেন লেনিন ।

14. জাতিসংঘের খসড়া সংবিধান লিগ কভেনান্ট ।

15.মুসোলিনি নাৎসিবাদের উত্থান ঘটান ।

16.ফ্রাংকো ছিলেন জার্মান সেনানায়ক।

17. হিটলার ফ্যাসিবাদের সূচনা করেন।

18.আমেরিকা নাগাসাকিতে ' ফ্যাটম্যান ' নামে পারমাণবিক বোমা ফেলেছিল ।

19.জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন এরিক ডুমন্ড । 

20.আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ন - বছরের জন্য নির্বাচিত হন । 

21 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কালে জার ছিলেন দ্বিতীয় নিকোলাস । 

22.বিসমার্ক এমস্ টেলিগ্রাম মারফত ইটালিকে যুদ্ধের ফাঁদে ফেলেন ।

23.গ্রিক জাতীয়তাবাদের উন্মেষে হেটাইরিয়া ফিলকের বিশেষ ভূমিকা ছিল । 

24.কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র । 

25.জাতিসংঘের পতন হয় 1946 খ্রিস্টাব্দে ।

26.নেপোলিয়নকে ‘ দ্বিতীয় জাস্টিনিয়ান ’ বলা হয় । 

27.দ্বিতীয় আলেকজান্ডারকে ‘ মুক্তিদাতা জার ’ বলা হয় । 

28.হিটলারের ইহুদি নির্যাতন বিভাগের প্রধান ছিলেন আইখম্যান । 

29.আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত জেনেভায় ।

30.ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলার মেটারনিখ । 

31.লিজিয়ন অফ অনার ছিল ফরাসি বিপ্লবকালে প্রদত্ত উপাধি ।

32.মুসোলিনি নিজেকে ‘ ফ্যুয়েরার ' বলে ঘোষণা করেন ।

33.রোবসপিয়রের শাসনকাল ' শ্বেত সন্ত্রাস ' নামে পরিচিত । 

34.NATO'- এর পুরো কথা হল – North Atlantic Treaty Organization।

35.ডুমা ' জার্মানির আইনসভার নাম ।

36.ফরাসি যাজক সম্প্রদায় রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত ।

37.স্পেনের গৃহযুদ্ধকে ‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া ' বলা হয় ।

38.ম্যাৎসিনি ছিলেন পিডমন্ট - সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ।

39.প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ' সেরাজেভো হত্যাকাণ্ড । 

40.ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য , মৈত্রী ও স্বাধীনতা । 

41.জার্মানি , ইটালি ও জাপানকে নিয়ে গড়ে উঠেছিল অক্ষশক্তি।

42.বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন পঞ্চদশ লুই । 

43.ইউরোপের রুগ্ণ মানুষ ' বলা হয় তুরস্ককে । 

44.অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ’ বলা হয় আফ্রিকাকে।



Ix H 40

 বিবেকানন্দ কোচিং সেন্টাৱ

ক্লাস:-নবম শ্রেনী; বিষয়:- ইতিহাস

পূর্ণমান :-৪০; সময়:- ১ ঘন্টা ১৫ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ৭x১=৭

(ক)উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে যে দেশটি পরিচিত ছিল— A. এশিয়া B. আফ্রিকা C. ইউরোপ D. আমেরিকা। 

(খ)সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন— A. জেমস ওয়াট B. জন, কে C. জেমস হারগ্রিভস D. হামফ্রি ডেভি।

(গ)প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল—A. 1914 খ্রিস্টাব্দে B. 1915 খ্রিস্টাব্দে C. 1916 খ্রিস্টাব্দে D. 1917 খ্রিস্টাব্দে।

(ঘ)দুনিয়ার শ্রমিক এক হও’–এরূপ আহ্বান জানান— A. ফ্রেডারিক এঙ্গেলস B. কার্ল মার্কস C. সাঁ-সিমোঁ D. অগাস্ত ব্ল্যাঙ্কি।

(ঙ)ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল— A. ইংল্যান্ডে B. প্রাশিয়াতে C. অস্ট্রিয়াতে D. ফ্রান্সে।

(চ)কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল— A. ফ্রান্সে B. জার্মানিতে C. গ্রিসে D. বেলজিয়ামে।

(ছ)কোড নেপোলিয়ন ঘোষিত হয় – A. 1806 খ্রিস্টাব্দে B. 1807 খ্রিস্টাব্দে C. 1808 খ্রিস্টাব্দে D. 1809 খ্রিস্টাব্দে।


২| একটি বাক্যে উত্তর দাও (পাচটি):৫x১=৫

(ক) কাকে ' কূটনীতির জাদুকর ' বলা হয় ? 

(খ) স্পিনিং জেনি কে আবিষ্কার করেন ? 

(গ)দাস ক্যাপিটাল' গ্রন্থটি কাৱ লেখা?

 (ঘ)  মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন ? 

(ঙ) রক্ত ও লৌহ নীতিৱ প্রবক্তা কে?

(চ) ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলে?


৩। দু - তিনটি বাক্যে উত্তর দাও(চাৱটি) : ২x৪=৮

(ক) " Big Four কাদের বলা হয় ? 

(খ) ফ্যাক্টরি প্রথা কী ? 

(গ) New Economic Policy  কী ?

 (ঘ) “ জোলভেরাইন ' বলতে কী বোঝ ? 

(ঙ)এপ্রিল থিসিস কী ?

 (চ) ফ্যাসিবাদের মূল কথা কী ?

৬। সাত - আটটি বাক্যে যে - কোনো তিনটি উত্তর লেখো : ৩x৪=১২

(ক) সুয়েজ খাল খনন সম্পর্কে আলোচনা করো।

 (খ) জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ কী ? 

(গ) মেটারনিখ ব্যবস্থা কী ?

(ঘ)  ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনির  ভূমিকা লেখো । 


৭। নিম্নলিখিত যে - কোনো একটি  প্রশ্নের উত্তর দাও :  ৮x১=৮

(ক) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো।

(খ)  ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য ও গৃহীত নীতিগুলি আলোচনা করো । 



বিবেকানন্দ কোচিং সেন্টাৱ

ক্লাস:-নবম শ্রেনী; বিষয়:- ইতিহাস

পূর্ণমান :-৪০; সময়:- ১ ঘন্টা ১৫ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ৭x১=৭

(ক)প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল— A. ফ্রান্স-জার্মানি সংঘাত B. ইংল্যান্ড-জার্মানি সংঘাত C. অস্ট্রিয়া-ফ্রান্স সংঘাত D. সেরাজেভো হত্যাকাণ্ড।

(খ)সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন— A. জেমস ওয়াট B. জন, কে C. জেমস হারগ্রিভস D. হামফ্রি ডেভি।

(গ)ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? A. 1851 খ্রিস্টাব্দে B. 1853 খ্রিস্টাব্দে C. 1855 খ্রিস্টাব্দে D. 1857 খ্রিস্টাব্দে।

(ঘ)উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে যে দেশটি পরিচিত ছিল— A. এশিয়া B. আফ্রিকা C. ইউরোপ D. আমেরিকা। 

(ঙ)শিল্পবিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? – A. লুই অগাস্ত ব্ল্যাঙ্কি B. টয়েনবি C. কার্ল মার্কস D. জন স্টুয়ার্ট মিল।

(চ)স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল – A. ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে B. ফ্রান্স ও ইটালির মধ্যে C. অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে D. অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে।

(ছ)কোড নেপোলিয়ন ঘোষিত হয় – A. 1806 খ্রিস্টাব্দে B. 1807 খ্রিস্টাব্দে C. 1808 খ্রিস্টাব্দে D. 1809 খ্রিস্টাব্দে।


২| একটি বাক্যে উত্তর দাও (পাচটি):৫x১=৫

(ক) কাকে ' কূটনীতির জাদুকর ' বলা হয় ? 

(খ) মিউল  কে আবিষ্কার করেন ? 

(গ) দাস ক্যাপিটাল' গ্রন্থটি কাৱ লেখা?

(ঘ) এপ্রিল থিসিস কে ঘোষণা করেন ? 

(ঙ) হিটলারের লেখা গ্রন্থের নাম কী?

(চ) প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয়েছিল ?


৩। দু - তিনটি বাক্যে উত্তর দাও(চাৱটি) : ২x৪=৮

(ক) " Big Four কাদের বলা হয় ? 

(খ) লুডাইট দাঙ্গা কী ?

 (গ) New Economic Policy বলতে কী বোঝ ? 

(ঘ) ঘেটো কী ?

(ঙ) মুক্তদ্বার নীতি বলতে কী বোঝ ?

 (চ) এপ্রিল থিসিস কী ?


৬। সাত - আটটি বাক্যে যে - কোনো তিনটি উত্তর লেখো : ৩x৪=১২

(ক)  ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি আলোচনা করো । 

(খ) বিসমার্কের নেতৃত্বে জার্মানি কীভাবে ঐক্যবদ্ধ হয় ? 

(গ)ইংল্যান্ডে শিল্পবিপ্লব - এর কারণগুলি উল্লেখ করো । 

 (ঘ)  মেটারনিখ ব্যবস্থা কী ?


৭। নিম্নলিখিত যে - কোনো একটি  প্রশ্নের উত্তর দাও :  ৮x১=৮

(ক) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো।

(খ)  জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ কী ?

Ix E 40 2

 VIVEKANANDA COACHING CENTRE

CLASS:-IX, SUB:- ENGLISH(B)

F.M:- 40, TIME:- 1HOUR 20 MINUTES.

Name:- --------------------------------

Reading (Seen)

1. Read the following passage and answer that question below:-

It had been raining for seven years. Thousands upon thousands of days filled from one end to the other with rain. The days were filled with the gush of water and endless shower Heavy stooms caused tidal waves come over the islands. A thousand forests crushed under the rain, had grown up a thousand to be crushed again. This was the way of life forever on plaset Venus. Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. They set up a civilization in this raining world.

A.Choose the correct answer from the given alternatives: 5x1=5

(a)  It has been raining in the planet Venus for --- i) five years ii) six years iii) seven years iv) nine years.

Ans: -

(b) Tidal waves in the planet Venus are caused by- i) earthquake ii) storms iii) Tsunami iv) rains.

Ans:-

(c) The inmates of the school are the children of people from --- i) earth ii) Venus iii) Mars iv) Sun.

Ans: -

(d) The world of venus has been described as a --- i) stroming world ii) weavy world iii) showering world iv) raining world.

Ans:-

(e) The men and women came from world by --- i) buses  ii) planes iii) rockets  iv) trains.

Ans:-

B. Answer the following questions :- 2x2=4

(i) Where was the schoolroom of the children located ?

Ans:-

(ii) What was the effect of the heavy storms in Venus ?

Ans:-

Reading (Unseen)

2. Read the following passage and answer that question below:-

At midnight the robots came back. One robber went into the house first. He look for a match to light the candle. Suddenly the cat jumped up and spat him and scratched him. The robber ran towards the back door and feel over the dogs. The dog beat him in the legs then the rubber went out into the yard. The donkey kicked him and the cock started to crow.

The robber went back to his friends and said "There was a terrible witch in the house. She spat at me and scratched me. Then a man behind the door cut my leg with a knife. Then a monster hit me hard with a club. Then a devil screamed at me.

The robbers were all frightened and ran away. The four mustclans didn't go to Bremen. They lived their happily for ever after.

A. Choose the correct answer from the given alternatives: 5x1=5

(i) One of the robbers entered into the room in search of a ---(a) water bottle (b) some food (c) match box (d) gun.

Ans:-

(ii ) The terrible witch in the story is --- (a) cat (b) bog (c) cock (d) donkey

Ans:-

(iii) Who kicked the robber? --- (a) cat (b) bog (c) cock (d) donkey.

Ans:-

(iv) The robbers came back at- (a) morning (b) mid night (c) evening (d) afternoon.

Ans:-

((v) The numbers of the musician were (a) two (b) three (c) four (d) eight.

Ans:-

B. Write T for true and F for false statements and provide sentences in support of your answers :- 2x2=4

(i) The robbers ran towards the window and fell down.

S.S:-

(ii) The cat spat at the robber and scratched him. 

S.S:-


Grammer and Vocabulary

3. A.Do as directed :- 3x1=3

(i) I said to him, '' may you be happy''.(Narration )

Ans:-

(ii) She is the best dog in the district. (Com Degree)

Ans:-

(iii) Are you calling the police ? (Voice)

Ans:-

B. Choose the correct phrasal verbs from the list given below to replace the underlined words Change the form of the verbs where necessary and wette the phrasal verbs in the bases provided. There is one extra phrasal verb in the list -3x3=3

(i) Do not hate the poor.

(ii) I could not remember my past.

(iii) The rain will began soon.

[ Take down,  call up,  look down upon,  set in ]


Writting Skill

4. Write a letter within 100 words  to the Headmaster / Headmistress of your school seeking leave of two days for the purpose of attending the marriage ceremony of your elder sister.8

Ans:-

5. Write a newspaper report on a road accident within 100 words. Use the following hints. 8

brake failure of a bus collided with a truck---5 injured including a child and a woman---  injured sent to hospital--- released with first aid--- traffic disrupted ---police intervened --- normaley restored.

Or,

Write a paragraph within 100 words on the water cycle, using the following flow-chart: 8

water evaporates from water bodies ---rises as vapour ---gets heavier --- condenses, forms clouds ---falls to earth as ruin.

Ans:-


Ix E 40

 VIVEKANANDA COACHING CENTRE

CLASS:- IX, SUB:- ENGLISH(B)

F.M:- 40, TIME:- 1HOUR 15 MINUTES 

READING ( SEEN )

 1. Read the following text and answer the questions below : 

Tom always found Monday mornings to be miserable . Monday began another week's show suffering in school .

 the Tom lay thinking . Presently he wished that he was sick; then he could stay home from school . He investigated his body with the hope of finding some ailment He thought that he had found symptoms of somuch troubles . He began to grow hopeful However , the symptoms soon grew feeble and wholly went away . 

Tam thought further . Suddenly he discovered something . One of his upper front teeth was loose . He felt lucky . He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know she would surely pull it out and that would hurt . Tom thought he would hold the tooth in reserve for the present . He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for three days and make him lose a finger . 

A.  Tick ( ✓ ) the correct answer from the given alternatives :- 1x 2 = 2 

(i ) Tom wished that ---- ( a ) the school was closed ( b ) he was sickie ( c) he could play with his friend ( d ) he could go swimming .

Answer:- 

( i ) After investigating himself , Tom found the symptoms of his ailment in----  ( a ) stomach trouble ( b ) common cold ( e ) a sore toe ( d ) a loose tooth .

Answer:-

B. Answer the following questions : 2x2=4

 ( i ) Why did Tom find Monday mornings to be miserable ? 

Answer:-


( i ) What kind of ailment had Tom heard about from a doctor ? 

Answer:-


2. Go through the following lines and answer the questions : 

 Mild the mist upon the hill, 

Telling not of storms to - morrow : 

No , the day has wept its fill, 

Spent its store of silent sorrow .

Oh , I'm gone back to the days of youth ,

 i am a child once more ;

 And ' neath my father's sheltering roof ,

And near the old hall door .

A. Tick ( ✓ ) the correct answer from the given alternatives :- 1x4=4 

 ( i ) The mist  was upon the ---- ( a ) roof ( b ) hill ( c ) leaf .

Answer:-

( ii ) The sorrow of the day is described as ---- ( a ) silent ( b ) terrible ( c ) little.

Answer:-

 ( iii ) The hall door mentioned in the poem is ---- ( a ) large  ( b ) new  ( c ) old.

Answer:-

 ( iv ) The poet has gone back to the days of her ----  ( a ) death  ( b ) youth  ( c ) old age.

Answer:-

 B.  Answer the questions in complete sentences : ( Any one ) 1x2=2

( i ) Where does the poet see herself when she thinks of her childhood ? 

( ii ) What is meant by the day has wept its fill ?

Answer:-

READING COMPREHENSION ( UNSEEN )

 3.  Read the passage and answer the following questions :

 At least 17 people were killed after flood ravaged the four districts of Chitton , Kadapa , Kurnool and Anantapur in Andhra Pradesh on Friday.  The incessant rain started on Thursday evening , triggered by a deep depression over the Bay of Bengal over 100 people are feared to have been washed away in separate incidents in the four districts . About seven NDRF  teams have been deployed to lead search and rescue operations . 

A.  Tick ( ✓ ) the correct answer from the given alternatives :- 1x4=4 

 ( i ) The continuous rain started on ---- ( a ) Friday ( b ) Thursday (c) Sunday (d) Monday.

Ans:-

 ( i ) The severe flood claimed at least the lives of people ---- (a) seven people  (b) ten people  (c) seventeen people ( d ) fifteen people.

Ans:-

 ( i ) The flood ravaged the ----  ( a ) two districts  (b) three district (c) four district  (d) five district. 

Ans:-

( iv ) The incident took place on ----  ( a ) Saturday (b) Friday (c) Tuesday (d) Wednesday. 

Ans:-

B. State T for true and ' F for false statements : 1x2=2

( i ) Five districts were damaged in flash floods . 

S.S:-

( ii ) About seven NDRF teams were deployed to lead search and rescue operations . 

S.S:-

C. Answer the following questions within twenty words : 

( 1 ) Why have NDRF teams been deployed after the incident ?

 Answer:- 

4. Do as directed :- 1x6=6

( i) I offered him a job. ( voice)

Ans:-

( ii )  The man is too weak to walk. ( omit 'too)

Ans:-

( iii) Rita said to the boy, " What is the matter ?" ( Narration)

Ans:-

( iv ) Close the door. (Voice)

Ans:-

( v) As soon as I closed the door, somebody knocked. (Negative sentence)

Ans:-

( vi) Our teacher said to us,  " the earth is round." (Narration)

Ans:-

5. Replace the phrasal verb :- 1x4=4

( i ) Read the book carefully.

(ii ) He rejected my proposal. 

(iii ) The child resembles his mother. 

(iv) Do not hate the poor. 

List:- turn down, look down upon, put on, go through,  take after.

6. Write a paragraph with in 100 words on The Water Cycle, using the following flow chart :- 10

[Water evaporated from water bodies ---- rises as vapour ---- gets heavier ---- condensed,  forms clouds  ---- falls to earth as rain.]

Or,

Write a newspaper report on a road accident . Use the following hints :- 10

Hints : brake failure of a bus ---- collided with a truck ----5 injured including a child and a woman -----injured sent to hospital ------released with first aid ---- traffic disrupted ----police intervened ------normalcy restored ] 

Ix E 30

VIVEKANANDA COACHING CENTRE

CLASS:- IX ; SUB:- ENGLISH(B)

F.M:- 30; TIME:- 1 HOUR

READING COMPREHENSION ( SEEN )

 1. Read the following text carefully and answer the questions which follow : 

Tom always found Monday mornings to be miserable . Monday began another week's slow suffering in school . 

Tom lay thinking . Presently , he wished that he was sick then he could stay home from school . He investigated his body with the hope of finding some ailment . He thought that he had found symptoms of stomach trouble . He began to grow hopeful . However , the symptoms soon grew feeble and wholly went away . 

Tom thought further . Suddenly he discovered something . One of his upper front teeth was loose . He felt lucky . He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know she would surely pull it out and that would hurt . Tom thought he would hold the tooth in reserve for the present . He emembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for three days and make him lose a finger .

A. Tick  the correct answer from the given alternatives : 1 x 4= 4

( i ) The times which were miserable to Tom were ( a ) Sunday mornings ( b ) Saturday mornings ( c ) Tuesday mornings ( d ) Monday mornings.

 ( ii ) Tom began to grow hopeful when he found symptoms of ( a ) backache ( b ) stomach trouble ( c ) toothache ( d ) sore throat.

 ( iii ) Tom wished that ( a ) the school was closed ( b ) he was sick ( c ) he could play with his friend ( d ) he could go swimming.

(iv) If Aunt Polly know that Tom's tooth is loose she would --- (a) call the doctor. ( b) laugh a while. ( c) pull it out. ( d) give medicine .

B. Answer the following questions in about fifteen words : 2x3=6

 ( i ) Why were Monday mornings so miserable to Tom ?

 ( ii ) What did Tom remember hearing from a doctor ? 

( iii) Why  did Tom feel cucky ?

2. Answer any two of the following questions:- 2x10=20

( a) Write a letter within 100 words to the Headmaster / Headmistress of your school seeking leave of two  days for the purpose of attending the marriage ceremony of your elder sister . 

(b)  Write a newspaper report on a road accident within 100 words . Use the following hist Hints : brake failure of a bus - collided with a truck - 5 injured including a child and a woman - injured sent to hospital - released with first aid - traffic distrupted - police intervened - normalcy restore .

( c) Write a  paragraph on the water cycle , using the following flow chart . 10

 Flow - chart : Water evaporates from water bodies --- rises as vapour -- gets heavier --- condenses , forms cods--- fails to earth as rain ] 

Saturday, December 28, 2024

Ix নবম

 নবম শ্রেনী 

1. বাংলা ব্যাকরণ Click Here



2. ভূগোল Click here // Click here

3. ইতিহাস Click Here

4. 

Wednesday, November 27, 2024

ix geography নবম ভূগোল

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

নবম শ্রেনী ভূগোল প্রশ্নোত্তর 

1) শুদ্ধ ও অশুদ্ধ লেখ।

I) সব দুর্যোগের অন্তিম পর্যায় হল বিপর্যয়।উ:- শুদ্ধ।

ii) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কৌনিক মানের পার্থক্য 180 ডিগ্রি।উ:- শুদ্ধ।

iii) সকল পার্বত্য অঞ্চলেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় । উ:- অশুদ্ধ।

iv) মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র । উ:- শুদ্ধ।

v) নিম্ন অক্ষাংশে গোধূলির স্থায়িত্বকাল বেশি। উ:- অশুদ্ধ।

vi)ধাপচাষ অধিক দেখা যায় পার্বত্য অঞ্চলে। উ:- শুদ্ধ।

vii) ভূমিকম্প ঘটলেই সুনামী হয়। - অশুদ্ধ।

viii) জল ধরো জল ভরো একটি খরা প্রতিরোধ কর্মসূচি। উ:- শুদ্ধ।

ix)রেগোলিথ মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। উ:- শুদ্ধ।

x)পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে। উ:- শুদ্ধ।

xi)শর্সাবর্তানে মাটির উর্বরতা শক্তি বজায় থাকে। উ:- শুদ্ধ।

xii) মহিভাবক আলোড়নের ফলে স্তুপ পর্বত গঠিত হয় । উ:- অশুদ্ধ ।

xiii) অহ্মরেখা  সমান ও সমান্তরাল । উ:- শুদ্ধ ।

xiv) কৃত্তিম উপগ্রহ নিজেদের কহ্মপথে থাকে । উ:- শুদ্ধ ।

xv)  নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন কম হয়। উ:- অশুদ্ধ ।

XVI)  ইউরেনাসের আবর্তনের দিক উত্তর থেকে দক্ষিণে। উ:- শুদ্ধ ।

XVII) উত্তরবঙ্গের 'ত্রাসের নদী' বলা হয় তিস্তাকে। উ:- শুদ্ধ ।

XVIII) গিনিচের সময় নির্ধারক ঘড়ি হল ক্রোনোমিটার । উ:- শুদ্ধ ।

XIX ) তরাই কথার অর্থ হল পাহাড়ি অঞ্চল । উ:- অশুদ্ধ ।

XX) Mappa কথাটি লাতিন শব্দ । উ:- শুদ্ধ ।

XXI) অ্যালুভিয়েশন মৃত্তিকা সৃষ্টির একটি পর্যায় । উ:- শুদ্ধ ।

XXII) উত্তরবঙ্গের নদীগুলি বরফগলা জলে পু্ষ্ট । উ:- শুদ্ধ ।

XXIII) পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোসথেনিস । উ:- শুদ্ধ ।

XXIV) পশ্চিমবঙ্গের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুসড়িতে । উ:- শুদ্ধ ।




XXV) টোপোগ্রাফিক্যাল মানচিত্র একটি বিষয়ভিত্তিক মানচিত্র । উ:- শুদ্ধ ।

XXVI) নিরহ্মরেখায় সারাবছর দিনরাত সমান হয় । উ:- শুদ্ধ ।

XXVII) সমভূমিকে খনিজ ভান্ডার বলা হয় । উ:- অশুদ্ধ ।

XXVIII) সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল । উ:- শুদ্ধ।

2) শূন্যস্থান পূরণ করো:- 

I) সম্পদের প্রকৃত জননী হল ------। উ:- মানুষের জ্ঞান 

ii) পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হল -----। উ:- দ্যা গ্রেট রিফট ভ্যালি।

iii) মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ---- সৃষ্টি হয়।  উ:- রেগোলিথ।

iv) ক্ষয়ীভবনের আরেক নাম ----। উ:- পর্যায়ন।

v) আবহবিকারের অপর নাম ----। উ:- শিলাবিকার।

vi) ধস একধরনের ----। উ:- পুঞ্জিত ক্ষয়।

vii) অ্যাটলাস হল - মানচিত্র।

viii) জাহাজের নাবিকেরা ব্যবহার করেন - মানচিত্র চার্ট।

3) সঠিক উত্তর নির্বাচন করো:-

I) কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? উ:- রায়গঞ্জ জেলায়।

ii) পশ্চিমবঙ্গের নবতম জেলা হল -- ঝাড়গ্রাম।

iii) পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোন জেলায় ?উ:- পুরুলিয়া জেলায়।

iv) বিহারীনাথ পাহাড় অবস্থিত – বাঁকুড়াজেলায়।

v)মৎস্য বন্দর গড়ে উঠেছে – শংকরপুরে।

vi)চিন সাগরে ঘূর্ণিঝড়টির নাম হল - টাইফুন।

vii) প্রথম মানচিত্র বই প্রকাশ করেন— মার্কেটর।

viii)ভূমিকম্পের দেশ ' বলা হয় -জাপানকে।

ix)জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়? উ:- অক্সিজেন।

x) ভারতের নিম্নলিখিত কোন অঞ্চল সর্বাধিক ভূমিকম্পপ্রবণ -হিমালয়।

xi)পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত – বিষ্ণুপুর(কৃষ্ণনগর)।

xii) তুষার ঝড় সবচেয়ে বেশি হয় - মেরু অঞ্চলে।

xiii) সুনামী কোন ভাষার শব্দ? উ:- জাপানি শব্দ।

Xiv) জল জমে বরফ হলে কতটা বাড়ে? উ:- 9 শতাংশ।

xv) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় - হুগলিতে।

xvi) উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল - শিলিগুড়ি।

xvii) কলকাতার পরিপূরক বন্দর হল - হলদিয়া।

xviii) শৈলশহরের রানী বলা হয় - দার্জিলিঙকে।

xix) মিলিয়ন শহরের জনসংখ্যা হয় - 10 লক্ষর বেশি।

xx) পশ্চিমবঙ্গের ধানভান্ডার বলা হয় - বর্ধমানকে।

xxi) ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে - প্রথম।

xxii) পশ্চিমবঙ্গ কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় - আমন ধান।

xxiii) পশ্চিমবঙ্গের কোন জেলায় লু বয় - পুরুলিয়া।

xxiv) পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় - গ্রীষ্মকালে।

xxv) পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় - দামোদরকে।

xxvi) দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ - রূপনারায়ন।

xxvii) উত্তরবঙ্গের ত্রাসের নদী হল - তিস্তা।

xxviii)কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ - হলদি।

xxix) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল - সান্দাকফু।

xxx) পশ্চিমবঙ্গের মোট জেলা হল - 23 টি।

xxxi) পশ্চিমবঙ্গের নবতম জেলা হল - ঝাড়গ্রাম।

xxxii) ভারতের প্রাচীনতম তৈলখনি হল - ডিগবয়।

xxxiii ) ভারতেরবৃহত্তম তৈল খনি হল- বোম্বে হাই।

xxxiv ) সাদা কয়লা বলা হয় - জলবিদ্যুৎকে।

xxxv )কোক কয়লা তৈরি হয় - বিটুমিনাস থেকে।

xxxvi) ভারতেরবৃহত্তম কয়লাখনি হল - ঝরিয়া।

xxxvii ) সম্পদের প্রকৃত জননী হল - মানুষের জ্ঞান।

xxxviii) পেনিপ্লেনের অনুচ্চ টিলা হল - মোনাডনক।

xxxix)  পৃথিবীর উচ্চতম মালভূমি হল - পামীর।

XL) পর্বতের যে ঢালে বৃষ্টি হয় - প্রতিবাত ঢাল।

XLI )ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় - স্ট্রম্বলিকে।

XLII) পাতসংস্থান তত্বের জনক হলেন - পিচো।

XLIII )অক্ষরেখার অপর নাম - সমাক্ষরেখা।

XLIV) দ্রাঘিমা রেখার অপর নাম - দেশান্তর রেখা।

XLV) এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় - চার মিনিট।

XLVI ) কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় - 12 ঘন্টা।

XLVII) প্রতিটি দ্রাঘিমা কত ডিগ্রি কোন উৎপন্ন করে - 180 ডিগ্রি।

XLVIII) গিনিচের সময় নির্নয়ক ঘড়ি হল - ক্রনোমিটার।

XLIX) ভারতের প্রমাণ দ্রাঘিমা - 82 ডিগ্রি 30 মিনিট।

L) গিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য - সাড়ে পাচ ঘন্টা।

4. সঠিক উত্তর নির্বাচন করো :- 

a) সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন--- পিথাগোরাস ।

b) পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি --- নিরক্ষরেখায়। 

c) কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য--- 12 ঘণ্টা ।

d)  ভারতে যে নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তা হল --- নর্মদা। 

e) চ্যুতি দেখা যায় যে পর্বতে, তা হল--- স্তূপ পর্বত । 

f) ভারতের সর্বোচ্চ মালভূমি হল--- লাদাখ মালভূমি ।

g) শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায়, তা হল--- অক্সিডেশন । 

h) আবহবিকারের সঙ্গে অপসারণযুক্ত হলে তাকে বলা হয়--- নগ্নীভবন।

i)  ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য  হল--- অসম ।

j)  ভারতের বৃহত্তম কয়লাখনি হল---  ঝরিয়া ।

k) একটি অফুরন্ত সম্পদ হল--- সূর্যকিরণ ।

l) টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতিরেখা যে রঙে দেখানো হয়, তা হল--- বাদামি ।

m) জ্যামিতিক পদ্ধতিতে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন--- এরাটোসথেনিস ।

n)  লেগুন দেখা যায় --- উপকুলীয় সমভূমিতে ।

o)  যান্ত্রিক আবহবিকার অধিক লক্ষ করা যায়--- মরু জলবায়ুতে ।

p) মৃত্তিকা হ্ময়ের একটি অন্যতম কারণ হল--- ঝুম  চাষ ।

q) স্থলভাগে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় হল--- টর্নেডো।

r)  সার্বজনীন স্কেল হল--- ভগ্নাংশসূচক স্কেল।

s) Mappa কথার অর্থ হল --- একখন্ড কাপড় ।

t) পৃথিবীর কহ্মপথের আকৃতি --- উপবৃত্তাকার ।

u) পৃথিবীর পরিক্রমন গতিবেগ ঘন্টায় --- 1 লহ্ম কিমি ।

v) সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র নির্মান করেন --- মেসোপটেমিয়ানরা ।

w) একটি বামন গ্রহ হল --- প্লুটো ।

x) ভারতের প্রাচীনতম তৈলখনি হল ---ডিগবয় ।

y) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল --- সান্দাকফু ।

z)  পৃথিবীর নিরহ্মীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হল --- 43 কিমি ।

aa) সমপ্রায়ভূমির টিলা গুলিকে বলে --- মোনাডনক।

ab) নিরহ্মরেখায় পৃথিবীর আবর্তন বেগ --- 1670 কিমি ।

ac) শল্কমোচন অধিক দেখা যায় --- উষ্ণমরু অঞ্চলে ।

ad) শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত রূপ হল --- রূপনারায়ন ।

ae) ভারতের প্রমান দ্রাঘিমা হল --- 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা ।

af) ভারতের একটি স্তুপ পর্বত হল --- সাতপুরা ।

ag) টেরাকোটা শহর হল --- বিষ্ণুপুর ।

af) নিশীথ সূর্যের দেশ বলা হয় --- নরওয়েকে ।

ag) Disaster কথার অর্থ হল --- অশুভ তাঁরা ।

ah) বেডফোর্ড লেভেল পরীহ্মাটি করেন --- রাসেল ওয়েলস ।

1। বন্যা ও খরার কারন লেখ।

উ:- বন্যার কারন:- 

ক) একনাগাড়ে কয়েকদিন বৃষ্টি হলে বন্যা দেখা দেয়।

খ) বর্ষা কালের আগে মৌসুমী বায়ু প্রবেশ করলে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়।

গ) মৌসুমী বায়ু বেশি দিন স্থায়ী হলে বন্যা হয়।

ঘ) অতিরিক্ত পরিমাণে বাধের জল ছাড়লে বন্যা হয়।

খরার কারন:- 

ক) মৌসুমী বায়ুর স্থায়ীত্ব কম হলে খরা হয়।

খ) সময়ের পরেও মৌসুমী বায়ুর আগমন না ঘটলে খরা হয়।

গ) স্বাভাবিক এর তুলনায় কম বৃষ্টি হলে খরা হয়।

ঘ) অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে বৃষ্টির পরিমাণ কমে যায়। ফলে খরা হয়।

2। হিমানী সম্প্রপাত কী? 

উ:- পর্বতের উপরের বিশালাকার বরফের স্তুপ অভিকর্ষের টানে নীচে নেমে আসাকে হিমানী সম্প্রপাত বলে। এর প্রভাবে পার্বত্য অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতি হয়।

3) যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও । 

উষ্ণতার পরিবর্তন , শিলাস্তরে চাপের হ্রাসবৃদ্ধি , আর্দ্রতার পরিবর্তন প্রভৃতি কারণে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণবিচূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে । যান্ত্রিক আবহবিকার বিভিন্নভাবে ঘাটে । যেমন- -

ক ) প্রস্তর টাই খণ্ডীকরণ বা পিওবিশরণ : শিলা তাপের কুপরিবাহী হওয়ায় দিনের বেলা শিলা অধিক তাপে প্রসারিত এবং রাত্রিবেশ কম তাপে সংকুচিত হয় । ক্রমাগত সংকোচন ও প্রসারণের কারণে শিলাস্তরে অসংখ্য ফাটলের সৃষ্টি হয় এবং একসময়ে ফাটল বরাবর শিলাখন্ড আলগা হয়ে খুলে বেরিয়ে আসে । একে প্রস্তুর চাই খ্রন্ডীকরণ বলে । মরুভূমি অঞ্চলের গ্রানাইট শিলায় এই প্রক্রিয়া দেখা যায়।

খ) ক্ষুদ্রকণা বিশরণ :-

শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত হওয়ায় দিনের প্রস্তর চাই খণ্ডীকরণ বেলায় সূর্যতাপে শিলাখনিজগুলি বিভিন্ন হারে প্রসারিত ও রাত্রিবেলা বিভিন্ন হারে সংকুচিত হয় । ক্রমাগত সংকোচন ও প্রসারণে শিলায় পীড়নের সৃষ্টি হয় এবং একসময় শিলা আওয়াজ করে ফেটে ক্ষু ক্ষুদ্র খাণ্ডে পরিণত হয় । একে ক্ষুদ্রকণা বিশরণ বলে । মরু অঞ্চলের গ্রানাইট শিলাতে এই প্রক্রিয়া দেখা যায় । 

গ) শল্ক মোচন :-

 শিলা তাপের কুপরিবাহী হওয়ায় শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলায় প্রসারিত ও রাত্রিবেলায় সংকুচিত হয় । কিন্তু ভিতরের অংশ অপরিবর্তনীয় থাকে । ফলে শিলান্তরের ভিতর থেকে বাইরের দিকে তাপীয় ঢালের সৃষ্টি হয় । এর ফলে বাইরের অংশ পিঁয়াজের খোসার মতো খুলে যায় । একে শঙ্কমোচন  বলে । মরু অঞ্চলে গ্রানাইট শিলায় শঙ্কমোচন দেখা যায় ।

4) রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলির নাম করো এবং যে কোনো দুটি প্রক্রিয়ার ব্যাখ্যা দাও ।

 রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া গুলি হল— ( 1 ) কার্বনেশন বা অঙ্গারযোজন , ( ii ) অক্সিডেশন বা জারণ ( iii ) হাইড্রেশন বা জলযোজন , ( iv ) হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ এবং ( v ) সলিউশন বা দ্রবন।

 ( i ) কার্বনেশন ( Carbonation ) বা অঙ্গার যোজন : বায়ুমণ্ডলের কার্বন ডাই - অক্সাইডের  সঙ্গে জলের রাসায়নিক সংযোগ সৃষ্ট কার্বনিক আসিড শিলা খনিজের সাথে বিক্রিয়া ঘটিয়ে শিলার পরিবর্তন ঘটালে তাকে কার্বনেশন বলে । বৃষ্টির জল বাতাসের কার্বন ডাইএক্সাইডের সাথে মিশে সৃষ্টি হয় মৃদু কার্বনিক অ্যাসিড।এই কার্বনিক আসিড চুনাপাথর বা আলশিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া ঘটিয়ে ক্যালশিয়াম বাই কার্বনেট তৈরি করে যা সহজেই জলে দ্রবীভূত হয় ।

 ( ii ) অক্সিডেশন ( Oxidation ) বা জারন:-

জল  বা জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হলে তাকে কারণ বলে । ভূপৃষ্ঠে যে সকল শিলার মধ্যে লোহা আছে সেখানেই এই প্রক্রিয়া . ক্রিয়াশীল । তাছাড়া আম্ফিবোল , পাইরক্সিন ও বায়োটাইট খনিজের ওপরেও অক্সিডেশন কার্যকর হয় । লোহা যখন ফোরাস অক্সাইড রূপে থাকে তখন তা ভীষণ কঠিন , কিন্তু অক্সিডেশন প্রক্রিয়ায় যখন ফেলিক অক্সাইডে পরিণত হয় তা সহজে ভেঙে যায় এবং শিলায় মরচে ধরে।

9).মৌজা মানচিত্রের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো । 

উ:- ( ১ ) এই মানচিত্র থেকে জমির পরিমাণ ও মালিকানা জানা যায় । ( ২ ) সরকারের জমি অধিগ্রহণের প্রয়োজন হলে এই মানচিত্রের সাহায্য নেয় । ( ৩ ) সরকার জমির রেভিনিউ , ট্যাক্স এই মানচিত্রের মাধ্যমে সংগ্রহ করে । ( ৪ ) সরকার নির্ধারিত জমির এই মানচিত্রের দ্বারা ঠিক হয় । ( ৫ ) উন্নয়নের পরিকল্পনা গ্রহণে এই মানচিত্র কাজে লাগে । ( ৬ ) ভূমিব্যবহার মানচিত্র ( Land Use Map ) এই মানচিত্র থেকেই প্রস্তুত হয় । 

10) টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো । 

উ:-  ( ১ ) এটি বৃহৎ স্কেলের মানচিত্র এবং এটি সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয় । ( ২ ) এই মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার নির্দিষ্ট থাকে এবং প্রতিটি মানচিত্রের একটি নির্দিষ্ট নাম্বার থাকে । ( ৩ ) জরিপকার্যের মাধ্যমে এই মানচিত্র প্রস্তুত হয় । বর্তমানে উপগ্রহ চিত্র ও আকাশচিত্রথেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে মানচিত্রকে আরও নিখুঁতভাবে পরিবর্ধন ও পরিমার্জন করা হয় । ( ৪ ) বাদামি রঙের সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় ।

11) প্রশ্ন:-পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির স্বপক্ষে প্রমাণগুলি লেখো।

★একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব :-

পৃথিবী অভিগত গোলক বলেই একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সবস্থানে সমান হয়নি।

★নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি : -

ভূপৃষ্ঠের যে অংশ পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেখানে। অভিকর্ষজ বল তত বেশি। নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলেই এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে রয়েছে। ফলে বস্তুর ওজন কম হয়। আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের কাছে আসে তাই অভিকর্ষজ বল বেশি। ফলে বস্তুর ওজনও অভিকর্ষজ বল মেরুতে বেশি বলেই নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরুতে বায়ুমণ্ডলীয় চাপও বেশি।

★পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস এবং পরিধির দৈর্ঘ্য সমান নয়: 

বিশ্লেষণ করে দেখা গেছে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস ৪৩ কিমি দীর্ঘতর এবং মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি ৫১ কিমি বেশি দীর্ঘ। অতএব নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা-পৃথিবীর আকৃতি অভিগত গোলক।

★দোলক ঘড়ি নিরক্ষীয় অঞ্চলে ধীরে এবং মেরু অঞ্চলে দ্রুত চলে: 

নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবীর যে বস্তু কেন্দ্রের যত কাছে সেখানে আকর্ষণ ক্ষমতা তত বেশি। এই নিয়ম অনুযায়ীই দোলক ঘড়ি কেইন দ্বীপে (নিরক্ষীয় অঞ্চলের কাছে বলে) আস্তে এবং প্যারিসে (নিরক্ষীয় অঞ্চল থেকে দূরে) ঠিক সময়ে চলে।

* নক্ষত্রের উন্নতি কোণের তারতম্য:

কোনো দ্রাঘিমা বরাবর উত্তরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর (ধরো ১১০ কিমি) তুমি যন্ত্র দিয়ে মেপে দেখলে ধ্রুবতারা ১০ কোণ তৈরি করেছে। এই নিয়ম মেনে তুমি আরও ১১০ কিমি উত্তরে গিয়ে ভাবলে এখানে ধ্রুবতারার উন্নতি কোণ ২০ হবে। কিন্তু হল না, সামান্য কম হল। তুমি ২০ মান পেলে ঠিকই কিন্তু আরও একটু উত্তরে গিয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করার পর। পৃথিবী অভিগত গোলক বলেই দূরত্ব অতিক্রম করার পর। পৃথিবী অভিগত গোলক বলেই মেরুর দিকে যত যাবে ধ্রুবতারার উন্নতিকোণের জন্য সামান্য বেশি দূরত্ব অতিক্রম করতে হবে।