Thursday, May 22, 2025

Ix H 40

 বিবেকানন্দ কোচিং সেন্টাৱ

ক্লাস:-নবম শ্রেনী; বিষয়:- ইতিহাস

পূর্ণমান :-৪০; সময়:- ১ ঘন্টা ১৫ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ৭x১=৭

(ক)উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে যে দেশটি পরিচিত ছিল— A. এশিয়া B. আফ্রিকা C. ইউরোপ D. আমেরিকা। 

(খ)সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন— A. জেমস ওয়াট B. জন, কে C. জেমস হারগ্রিভস D. হামফ্রি ডেভি।

(গ)প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল—A. 1914 খ্রিস্টাব্দে B. 1915 খ্রিস্টাব্দে C. 1916 খ্রিস্টাব্দে D. 1917 খ্রিস্টাব্দে।

(ঘ)দুনিয়ার শ্রমিক এক হও’–এরূপ আহ্বান জানান— A. ফ্রেডারিক এঙ্গেলস B. কার্ল মার্কস C. সাঁ-সিমোঁ D. অগাস্ত ব্ল্যাঙ্কি।

(ঙ)ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল— A. ইংল্যান্ডে B. প্রাশিয়াতে C. অস্ট্রিয়াতে D. ফ্রান্সে।

(চ)কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল— A. ফ্রান্সে B. জার্মানিতে C. গ্রিসে D. বেলজিয়ামে।

(ছ)কোড নেপোলিয়ন ঘোষিত হয় – A. 1806 খ্রিস্টাব্দে B. 1807 খ্রিস্টাব্দে C. 1808 খ্রিস্টাব্দে D. 1809 খ্রিস্টাব্দে।


২| একটি বাক্যে উত্তর দাও (পাচটি):৫x১=৫

(ক) কাকে ' কূটনীতির জাদুকর ' বলা হয় ? 

(খ) স্পিনিং জেনি কে আবিষ্কার করেন ? 

(গ)দাস ক্যাপিটাল' গ্রন্থটি কাৱ লেখা?

 (ঘ)  মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেন ? 

(ঙ) রক্ত ও লৌহ নীতিৱ প্রবক্তা কে?

(চ) ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলে?


৩। দু - তিনটি বাক্যে উত্তর দাও(চাৱটি) : ২x৪=৮

(ক) " Big Four কাদের বলা হয় ? 

(খ) ফ্যাক্টরি প্রথা কী ? 

(গ) New Economic Policy  কী ?

 (ঘ) “ জোলভেরাইন ' বলতে কী বোঝ ? 

(ঙ)এপ্রিল থিসিস কী ?

 (চ) ফ্যাসিবাদের মূল কথা কী ?

৬। সাত - আটটি বাক্যে যে - কোনো তিনটি উত্তর লেখো : ৩x৪=১২

(ক) সুয়েজ খাল খনন সম্পর্কে আলোচনা করো।

 (খ) জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ কী ? 

(গ) মেটারনিখ ব্যবস্থা কী ?

(ঘ)  ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনির  ভূমিকা লেখো । 


৭। নিম্নলিখিত যে - কোনো একটি  প্রশ্নের উত্তর দাও :  ৮x১=৮

(ক) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো।

(খ)  ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য ও গৃহীত নীতিগুলি আলোচনা করো । 



বিবেকানন্দ কোচিং সেন্টাৱ

ক্লাস:-নবম শ্রেনী; বিষয়:- ইতিহাস

পূর্ণমান :-৪০; সময়:- ১ ঘন্টা ১৫ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ৭x১=৭

(ক)প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল— A. ফ্রান্স-জার্মানি সংঘাত B. ইংল্যান্ড-জার্মানি সংঘাত C. অস্ট্রিয়া-ফ্রান্স সংঘাত D. সেরাজেভো হত্যাকাণ্ড।

(খ)সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন— A. জেমস ওয়াট B. জন, কে C. জেমস হারগ্রিভস D. হামফ্রি ডেভি।

(গ)ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? A. 1851 খ্রিস্টাব্দে B. 1853 খ্রিস্টাব্দে C. 1855 খ্রিস্টাব্দে D. 1857 খ্রিস্টাব্দে।

(ঘ)উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে যে দেশটি পরিচিত ছিল— A. এশিয়া B. আফ্রিকা C. ইউরোপ D. আমেরিকা। 

(ঙ)শিল্পবিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? – A. লুই অগাস্ত ব্ল্যাঙ্কি B. টয়েনবি C. কার্ল মার্কস D. জন স্টুয়ার্ট মিল।

(চ)স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল – A. ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে B. ফ্রান্স ও ইটালির মধ্যে C. অস্ট্রিয়া ও রাশিয়ার মধ্যে D. অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে।

(ছ)কোড নেপোলিয়ন ঘোষিত হয় – A. 1806 খ্রিস্টাব্দে B. 1807 খ্রিস্টাব্দে C. 1808 খ্রিস্টাব্দে D. 1809 খ্রিস্টাব্দে।


২| একটি বাক্যে উত্তর দাও (পাচটি):৫x১=৫

(ক) কাকে ' কূটনীতির জাদুকর ' বলা হয় ? 

(খ) মিউল  কে আবিষ্কার করেন ? 

(গ) দাস ক্যাপিটাল' গ্রন্থটি কাৱ লেখা?

(ঘ) এপ্রিল থিসিস কে ঘোষণা করেন ? 

(ঙ) হিটলারের লেখা গ্রন্থের নাম কী?

(চ) প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয়েছিল ?


৩। দু - তিনটি বাক্যে উত্তর দাও(চাৱটি) : ২x৪=৮

(ক) " Big Four কাদের বলা হয় ? 

(খ) লুডাইট দাঙ্গা কী ?

 (গ) New Economic Policy বলতে কী বোঝ ? 

(ঘ) ঘেটো কী ?

(ঙ) মুক্তদ্বার নীতি বলতে কী বোঝ ?

 (চ) এপ্রিল থিসিস কী ?


৬। সাত - আটটি বাক্যে যে - কোনো তিনটি উত্তর লেখো : ৩x৪=১২

(ক)  ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি আলোচনা করো । 

(খ) বিসমার্কের নেতৃত্বে জার্মানি কীভাবে ঐক্যবদ্ধ হয় ? 

(গ)ইংল্যান্ডে শিল্পবিপ্লব - এর কারণগুলি উল্লেখ করো । 

 (ঘ)  মেটারনিখ ব্যবস্থা কী ?


৭। নিম্নলিখিত যে - কোনো একটি  প্রশ্নের উত্তর দাও :  ৮x১=৮

(ক) প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো।

(খ)  জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ কী ?

No comments:

Post a Comment