* Tense (কাল ) কী ?
Tense denotes the time of performing a verb . [ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে Tense বলে । ] আরো সহজভাবে বললে, কোনো Verb এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল বা হবে বুঝানোর জন্য Verb যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে Tense বলে।
* ইংরেজিতে Tense প্রধানত তিনটি ।
a) Present Tense [ বর্তমান কাল ]
b) Past Tense [ অতীত কাল ]
c) Future Tense [ ভবিষ্যৎ কাল ]
1. Present Tense বা বর্তমান কাল
যে কাজ বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে Present Tense বলে।
যেমন :- I go to school.
He is going to school.
We are going to school.
Rahim is driving a car.
Present Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে:
Present Indefinite Tense
Present Continuous Tense
Present Perfect Tense
Present Perfect Continuous Tense
১. Present Indefinite Tense: বর্তমানে যে কাজ হয়ে থাকে, কিন্তু কাজটির সমাপ্তি বা অসমাপ্তি কোনোটাই নির্দেশ করে না অর্থাৎ অনির্দিষ্ট থাকে তখন তাকে Present Indefinite Tense বলা হয়। আরো সহজ ভাবে বললে, বর্তমানের কোনো কাজ, ঘটনা, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস বা প্রকৃতি বুঝালে তখন তাকে Present Indefinite Tense বলা হয়।
Structure:
Affirmative Sentence:.
Sub +V¹+ Obj
He/She/Ram +(V+es/s) Obj
Negative Sentence:
Sub + do/does + not + Verb¹ + Obj
যেমন:
I write. Rahim drives. I do not write. Rahim does not Drive. The sun sets in the west. The sun rises in the east.
২. Present Continuous Tense: কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে, এখনো শেষ হয়নি এরূপ বুঝালে Verb এর Present Continuous Tense হয়।
Structure:
Affirmative Sentence:
Sub + am/is/are + (Verb+ing) + Extension.
Negative Sentence:
Sub + am/ is/ are + not +( Verb+ing).+ Extension.
যেমন: I am going to school. Karim is going to school. I’m not going to school. He is not going to school. Karim is driving a car. Rahima is singing a song.
৩. Present Perfect Tense: কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান, এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।
Structure:
Affirmative Sentence: Sub + have/ has + V³ + Extension.
Negative Sentence: Sub + have not/ has not + V³ + Extension.
যেমন: Karim has finished the work. I have read this story many times. Karim has not finished the work. They have not written.
৪. Present Perfect Continuous Tense: যে কাজ পূর্বে বা অতীতকালে শুরু হয়ে বর্তমানেও চলছে, এরুপ বুঝালে তাকে Present Perfect Continuous Tense বলা হয়।
Structure: Sub + has been/ have been + (Verb+ing) + Extension.
যেমন: Karim has been waiting for 2 hours. Rahima has been sleeping for 4 hours. How long have you been living in this town? I have been learning English since I was twelve.
2. PAST TENSE (অতীত কাল)
যে কাজ অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে Past Tense বা অতীত কাল বলে।
Past Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে:
Past Indefinite Tense
Past Continuous Tense
Past Perfect Tense
Past Perfect Continuous Tense
১. Past Indefinite Tense: কোনো কাজ অতীতকলে সম্পন্ন হয়েছিলো এরুপ বুঝালে তখন তাকে Past Indefinite Tense বলা হয়।
Structure:
Affirmative Sentence:
Sub + V²+ Extension.
Negative SEntence:
Sub + did not + V¹ + Extension.
যেমন: Rahim went to school. Kabir wrote this story. They did not go to school. The man died yesterday. Kohinoor went to Mexico last year.
২. Past Continuous Tense: অতীতকালে কোনো কাজ চলছিলো এরুপ বুঝালে তখন তাকে Past Continuous Tense বলে।
Structure:
Affirmative Sentence:
Sub + was / were +(Verb+ing)+ Extension.
Negative Sentence:
Sub + was not / were not + (Verb+ing)+ Extension.
যেমন: I was going to school. Shamim was watching Television. We were not going to work. She was not driving the car.
৩. Past Perfect Tense: অতীতে দুইটি কাজ সংঘটিত হলে, যে কাজটি পূর্বে বা আগে সংঘটিত হয়েছিল সেটি Verb এর Past Perfect Tense হয়, আর যে কাজটি পরে সংঘটিত হয় সেটি Past Indefinite Tense হয়।
Structure:
Subject + had + V³+ before + Subject + V²
Subject +V²+ After + Subject + had + V³
যেমন: I had bought a watch before you came here. Karim had reached the station before the train left. I reached the station after the train had left. The patient had died before the doctor came. The patient died after the doctor had come.
৪. Past Perfect Continuous Tense: অতীতকালে কোনো কাজ শুরু হয়ে কিছুক্ষণ যাবৎ চলছিল এরূপ বুঝালে তখন তাকে Past Perfect Continuous Tense বলে। যদি Past Perfect Continuous Tense এ দুটি কাজের উল্লেখ তাকে, তাহলে তার মধ্যে যে কাজটি পূর্বে বা আগে থেকে চলছিল সেটি Past Perfect Continuous Tense এ হবে এবং যেটি পরে সম্পন্ন হয় সেটি Past Indefinite Tense হয়।
Structure:
Sub + had been + Verb+ ing + Extension
যেমন: It had been raining since Monday. I had been waiting for two hours. Khadija had been listening to the song for an hour.
3. Future Tense (ভবিষ্যত কাল)
যে কাজ ভবিষ্যত সময়কে নির্দেশ করে তখন তাকে Future Tense বলে।
Future Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে:
Future Indefinite Tense
Future Continuous Tense
Future Perfect Tense
Future Perfect Continuous Tense
১. Future Indefinite Tense: ভবিষ্যত কালে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে তখন তাকে Future Indefinite Tense বলা হয়।
Structure:
Affirmative Sentence:
Sub + Shall / Will + V¹+ Extension
Negative Sentence:
Sub + Shall not / Will not + V¹ + Extension
যেমন: I will come back. We will visit Cox’s Bazar. Rahman shall move to another city. Karim will come to New York tomorrow.
২. Future Continuous Tense: ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে, এরূপ বুঝালে তখন তাকে Future Continuous Tense বলা হয়।
Structure:
Affirmative Sentence:
Sub + Shall be / will be + Verb +ing + Extension
Negative Sentence:
Sub + Shall not be / Will not be + Verb +ing + Extension
যেমন: Jannat will be reading a story. We will be playing at this time tomorrow. Salman will be watching TV when I come home.
৩. Future Perfect Tense: ভবিষ্যতকালে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে, এরূপ বুঝালে তখন তাকে Future Perfect Tense বলা হয়।
Structure:
Sub + Shall have / Will have + V³+ Extension
যেমন: Shamim will have come before Kabir comes. I shall have completed the assignment by Sunday. Ayesha will have submitted the letter by tomorrow.
৪. Future Perfect Continuous Tense: ভবিষ্যতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে এবং দীর্ঘসময় ধরে চলতে থাকবে, এরূপ বুঝালে তখন তাকে Future Perfect Continuous Tense বলা হয়। এবং অপর কাজটি হবে Present Indefinite Tense.
Structure:
Sub + Shall have been / Will have been + Verb + ing + Extension.
যেমন: We shall have been waiting for two hours. Robin will have been waiting before Shakib comes. Karim will have been exercising for an hour at 2:00.