Showing posts with label XII OLD. Show all posts
Showing posts with label XII OLD. Show all posts

Wednesday, January 15, 2025

দ্বাদশ বাংলা সাহিত্য

১.ফলিত ভাষাবিজ্ঞান কী? এর বিভিন্ন শাখার উল্লেখ করে যেকোনো একটি বিভাগের আলোচনা করে। ১+২+২=৫

উঃ ভাষাবিজ্ঞানের যে আলোচনাক্ষেত্রে ভাষার সঙ্গে সমাজের তথ অন্যান্য বিদ্যাচর্চার পারস্পরিক সম্পর্কের বিচার ও বিশ্লেষণ করা হয় এবং সেইসব ক্ষেত্রে ভাষার অবদান বা প্রয়োগ আলোচিত হয়, তাকে ফলিত ভাষাবিজ্ঞান বলে।

ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি: 

a. সমাজভাষাবিজ্ঞান

b. মনোভাষাবিজ্ঞান

c. স্নায়ুভাষাবিজ্ঞান

d. নৃভাষাবিজ্ঞান

e. শৈলীবিজ্ঞান

e. অভিধানবিজ্ঞান... ইত্যাদি।


■ মনোভাষাবিজ্ঞান:

ভাষাবিজ্ঞানের যে বিভাগে ভাষার সঙ্গে মানবমনের সম্পর্ক আলোচিত হয়, তাই মনোভাষাবিজ্ঞান। এর প্রধান আলোচ্য বিষয় শিশুর ভাষাশিক্ষা।

মানবশিশু তার চারপাশের  পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমেই ভাষা শেখে । দীর্ঘদিনের এই বিশ্বাস নস্যাৎ করে আমেরিকার দার্শনিক তথা ভাষাবিদ নোয়াম চমস্কি ১৯৬০ সালে বললেন মানুষের মস্তিষ্কই ভাষা শেখার যন্ত্র (Language acqisition device-LAD)।

পরে তিনি একে  বলেন ভাষা শেখার  ব্যবস্থা (Language acqisition system-LAS)। মানবমস্তিষ্কে পূর্ব থেকেই উপস্থিত এক সর্বজনীন ব্যাকরণ আছে বলে তিনি মনে করেন যা শিশুকে এই LAD-LAS এর মাধ্যমে অনুকরণধর্মিতা থেকে সৃজনশীলতায় নিয়ে যায়।

মনোগত স্মৃতি, বৃদ্ধি, উদ্বেগ প্রভৃতি যে ভাষাগত সমস্যার মূলে থাকে এবং মানুষের ভাষাগত ভুল যে অনেকাংশেই মানসিক সমস্যার কারণে ঘটে থাকে, মনোভাষাবিজ্ঞান সেই তথ্যও জানায়।

■  শৈলীবিজ্ঞান :-

 ভাষা মনের ভাব প্রকাশক ব্যবস্থা হলেও তা ব্যবহারের জন্য ব্যবহারকারীর বিশিষ্টতা লক্ষ্যণীয়। ভাষার এই প্রয়োগজনিত বিশিষ্টতা ও তার বিশ্লেষণকে ফলিতভাষাবিজ্ঞান শৈলীবিজ্ঞান নাম দিয়েছে। শৈলীবিজ্ঞানের নিরিখ হল প্রয়োগনির্ভর। অর্থাৎ কোনো পাঠ্যবস্তুব লিখনবীতিই একমাত্র বিচার্য। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন "চিন্তার পোশাক" (The dress of thought)।


শৈলীবিচার মূলত দুইরকম:

১) মূল্যায়নভিত্তিক, উদাহরণ বঙ্কিমচন্দ্রের লেখার সঙ্গে রবীন্দ্রনাথের লেখার শৈলীর পার্থক

২) বর্ণনামূলক, উদাহরণ রবীন্দ্রনাথের "চোখের বালি" উপন্যাসের সঙ্গে তাঁর" শেষের কবিতা"- উপন্যাসের শৈলর পার্থক্য।


২. শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো।

শব্দ হল কিছু উপাদানের সমষ্টি। এই উপাদানগুলিকে শব্দার্থ উপাদান বলা হয়। উপাদানমূলক তত্ত্বানুসারে শব্দের অর্থ নিয়ে আলোচনা করতে গেলে শব্দের অর্থকে বিশ্লেষণ করে ক্ষুদ্র উপাদানগুলিকে বের করতে হয়। এই উপাদানের ওপর ভিত্তি করে শব্দগুলিকে কিছু স্বাভাবিক শ্রেণিতে ভাগ করা যায়। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে-

পুরুষ : নারী: শিশু

পুরুষ, নারী এবং শিশু- এই তিনটি শব্দই মানুষকে বোঝাচ্ছে। অর্থাৎ, এই তিনটি শব্দেই যে শব্দার্থ উপাদানটি রয়েছে সেটি হল- মানবজাতীয়। আবার, পুরুষ এবং নারী শব্দদুটি প্রাপ্তবয়স্ক মানুষকে বোঝায় কিন্তু শিশু বলতে অপ্রাপ্তবয়স্ক মানুষকে বোঝানো হয়। তাছাড়া, পুরুষ বলতে বোঝায় পুরুষজাতীয় মানুষ, নারী বলতে বোঝায় স্ত্রীলোক এবং শিশুদের ক্ষেত্রে এই শ্রেণিকরণ প্রযোজ্য নয়।
এইভাবে দেখা যাচ্ছে যে, 'পুরুষ', 'নারী' এবং 'শিশু' এই তিনটি শব্দ তিনরকম শব্দার্থ উপাদানের সমষ্টি। সেগুলি হল- প্রজাতিগত (মানব), বয়সগত (প্রাপ্তবয়স্ক অথবা অপ্রাপ্তবয়স্ক) এবং লিঙ্গগত (স্ত্রী, পুরুষ ইত্যাদি)।

সীমাবদ্ধতা: উপাদান মূলক তত্ত্বের কিছু সীমাবদ্ধতা ও আছে। যেমন-
১. এই তত্ত্ব সব ধরনের শব্দের ব্যাখ্যা দিতে সমর্থ নয়।
২. এর উপাদান গুলি অনেকটা নতুন শব্দের মতো। তাদেরও অর্থ উপাদান থাকা উচিত।
 ৩.তাছাড়া বিভিন্ন ভাষা ও সংস্কৃতির জন্য সর্বজনবিদিত অর্থ উপাদান বিরল।
    এসব সীমাবদ্ধতা সত্ত্বেও শব্দের সাধারণ শ্রেণী নির্ধারণ ও বিন্যাসের আলোচনায় এই তত্ত্ব বিশেষ উপযোগী।



৩. বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনি বিষয়টি উদাহরন সহ আলোচনা করো ।

ধ্বনি প্রাথমিক ভাবে দুই প্রকার: বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি।

বিভাজ্য ধ্বনি: যে ধ্বনিকে আলাদা করে ভেঙে দেখানো যায়, তাকে বিভাজ্য ধ্বনি বলে।

যেমন: কমল = ক্‌+অ+ম্+অ+ল্ + অ।

এখানে দেখা যাচ্ছে 'কমল' শব্দটিকে ভাঙলে ছটি ধ্বনি পাওয়া যাচ্ছে। এই ছটি ধ্বনি বিভাজ্য ধ্বনির উদাহরণ। সমস্ত স্বর ও ব্যঞ্জন ধ্বনিই বিভাজ্য ধ্বনি।

বিভাজ্য ধ্বনি দুই প্রকার: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

বিভাজ্য ধ্বনিগুলি পাশাপাশি বসে ধ্বনিগুচ্ছ গঠন করে। এই ধ্বনিগুচ্ছ যখন অর্থ বহন করে, তখন তৈরি হয় শব্দ।

অবিভাজ্য ধ্বনি: যে ধ্বনিকে বিভাজ্য ধ্বনির মতো আলাদা করে দেখানো যায় না, তাকে অবিভাজ্য ধ্বনি বলে। যেমন সুর, দৈর্ঘ্য, যতি প্রভৃতি। অবিভাজ্য ধ্বনি বিভাজ্য ধ্বনির মতো পরিস্ফুট নয়।



4. উদাহরন সহ ধ্বনিমূল ও সহধ্বনি বিষয়টি আলোচনা করো।

উ:- প্রতিবেশ বিশেষে একটি ধ্বনির উচ্চারণবৈচিত্র্য-সহ মূল ধ্বনিটিকে ধ্বনিমূল বলে। অর্থাৎ একই ধ্বনির উচ্চারণ এক-এক শব্দে এক-এক রমকের হতে পারে। 

আবার একটি ধ্বনিমূলের উচ্চারণ বিভিন্ন শব্দে যে আলাদা রকমের হয়, সেই আলাদা রকমের উচ্চারণকে বলে সহধ্বনি। সহধ্বনিকে তৃতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয়। স্বাভাবিক উচ্চারণ স্থানের সহধ্বনিকে [ল্] – এইভাবে লেখা হয়। 

যেমন-লম্বা, পল্টু, চালতা-এই তিনটি শব্দে 'ল' হল ধ্বনিমূল, কিন্তু তিনটি শব্দের 'ল্' উচ্চারণ একরকমের নয়। তিনটি শব্দের 'ল্' নিজের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, একটির স্থানে অন্যটি উচ্চারিত হয় না।

ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক

১) একটি ধ্বনিমূল যেন একটি ধ্বনিপরিবার এবং সহধ্বনিগুলি সেই পরিবারের সদস্য। একই পরিবারের সদস্য হতে গেলে দুটি শর্তপূরণ করতে হয়। প্রথমত, তাদের মধ্যে উচ্চারণগত সাদৃশ্য থাকা দরকার। দ্বিতীয়ত, সহধ্বনিগুলি একটির বদলে অন্যটি উচ্চারিত হবে না অর্থাৎ উচ্চারণগত অবস্থানের দিক থেকে তাদের পরস্পরের পরিপূরক হতে হবে। 

২) ধ্বনিমূল হল কল্পনা, আর সহধ্বনি তার বাস্তব রূপ ।বাস্তবে 'ল্'-এর কোনো অস্তিত্ব নেই। কিন্তু এর তিনটি সহধ্বনি আমরা সহজেই প্রত্যক্ষ করতে পারি।

৩) ধ্বনিমূল ভাষায় অর্থের পার্থক্য আনে, কিন্তু সহধ্বনি অর্থের তফাত করতে পারে না। যেমন –'দান' ও 'দাম' শব্দে 'ন' ও 'ম্' ধ্বনিমূল দুটি শব্দে অর্থ-পার্থক্য ঘটিয়েছে আর সহধ্বনি এদের অর্থ বদলায়নি।


5. বিজ্ঞান চর্চায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান আলোচনা করো ।

উ:- যে সমস্ত ভারতীয় বিজ্ঞানী দেশীয় বিজ্ঞান চর্চার উন্নতির  জন্য নিরলস প্রচেষ্টা করে গেছেন। তাদের মধ্যে প্রফুল্ল চন্দ্র রায় অন্যতম।  তিনি ছিলেন সহজ সরল এবং সাদাসিধে একজন বৈজ্ঞানিক। বিজ্ঞান সাধনার পাশাপাশি সমাজের উন্নতির জন্য তিনি নানা পদক্ষেপ নিয়ে গেছেন। আজীবন চেষ্টা করেছেন দেশীয় শিল্পের বিকাশের জন্য। 

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২রা আগস্ট বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। প্রফুল্ল চন্দ্র রায়ের পিতা ছিলেন হরিশচন্দ্র রায়। তিনি ছিলেন তখনকার দিনের জমিদার এবং মহা পন্ডিত ব্যক্তি।প্রফুল্ল চন্দ্র রায়ের মাতার নাম ভুবনমোহিনী দেবী।



প্রফুল্ল চন্দ্র রায়ের পড়াশোনা শুরু হয়েছিল গ্রামেরই এক ছোট স্কুলে। গ্রামের বিদ্যালয়ের পাঠ শেষ করে তারা সপরিবারে কলকাতায় চলে আসেন পরবর্তী পড়াশোনার জন্য। কলকাতা এসে পিতা হরিশচন্দ্র রায় তার পুত্র প্রফুল্ল চন্দ্র রায় কে হেয়ার স্কুলে ভর্তি করেন।হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পাস করে তিনি মেট্রোপলিটন কলেজে ভর্তি হন। সেখানকার পড়াশুনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে যাত্রা করেন। স্বদেশে প্রত্যাবর্তনের পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। প্রেসিডেন্সি কলেজে ২৭ বছর অধ্যাপনা করেন। অগাধ পাণ্ডিত্যের জন্য ক্রমেই তিনি ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বনামধন্য অধ্যাপক হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন। বিজ্ঞান সাধনায় তার কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার তাকে সি.আই.ই উপাধি প্রদান করে। পরে তিনি নাইট উপাধিও পান।

প্রফুল্ল চন্দ্র রায় রসায়নবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন। তার বিখ্যাত আবিস্কারটি হল মারকিউরাস নাইট্রাইট। বাংলায় একে রস সিঁদুর ও বলা হয়ে থাকে।

ভারতবর্ষের অনেক প্রথিতযশা বিজ্ঞানী ছিলেন প্রফুল্ল চন্দ্রের ছাত্র। তার কাছে গবেষণা করে অনেকেই বিশ্ব বরেণ্য বিজ্ঞানী হতে পেরেছেন। মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানচন্দ্র ঘোষ, পুলিনবিহারী সরকার এরা ছিলেন তার বিখ্যাত সব ছাত্র।

বিজ্ঞান সাধনার পাশাপাশি তার স্বপ্ন ছিল এমন এক প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে দেশবাসীরা জীবিকা নির্বাহ করতে পারবে। তার সাথে বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশী পণ্যের দিকে মানুষ আকৃষ্ট হবে। এই উদ্দেশ্যে তিনি বেঙ্গল কেমিক্যাল নামক একটি প্রতিষ্ঠান স্থাপন করেন যেটি আজও সুনামের সাথে বিভিন্ন জিনিস তৈরি করে চলেছে।

প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন পুঁথি থেকে একটি অসাধারন গ্রন্থ রচনা করেছিলেন। বইটির নাম দিয়েছিলেন "হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি” এই বইতে তিনি লিখে গেছেন প্রাচীন ভারত বিজ্ঞান চর্চায় কতটা উন্নত ছিল।

Saturday, December 28, 2024

Strong Root

 VIVEKANANDA COACHING CENTRE 

TUTOR : -S.K.RAY ( M.A )

 PROSE : -STRONG ROOTS 

A. complete each of the following sentences , choosing the correct option from the alternatives provided : 

1 ) APJ Abdul Kalam's autobiography is --- fire of wings / wings of fire / Thank You Ma'am / The Eyes Have It .

 Ans : 

2 ) APJ Abdul Kalam is wide known as a great --- president / politician / businessman / scientist . 

Ans : 

3 ) APJ Abdul Kalam was a boy of --- Tamil family / Telegu family / Bengali family / Marathi family . 

Ans : 

4 ) The family of Kalam was rich / poor / middle class / upper middle class .

 Ans : 

5 ) " Wings of Fire " the autobiography of Dr APJ Abdul Kalam was written in --- 1997/1998/1999/2000 .

  Ans : 

6 ) Kalam was born in the island town of --Port Blair / Rameswaram / Andaman / Nicobor . 

Ans : 

7 ) Abdul Kalam's ancestral house was built in --- mid 19th century / late 19th century / early 20th century / early 19th century .

 Ans : 

8 ) Abdul Kalam's ancestral house in Ramesharam , was on --- Grand Street / Lake Street / Mosque Street / Charchinar Street . 

Ans : 

9 ) Kalam's father would take him to the mosque for --- dawn prayers / afternoon prayers / evening prayers / night prayers . 

Ans :

10 ) Kalam had a --- childhood . -secure childhood / insecure childhood / problematic childhood / disturbed childhood.

Ans :

 11 ) The name of the Kalam's mother was --- Ashiana / Ayushana / Ashiamma / Avishana . 

Ans : 

12 ) one of the forebears of Kalam's mother was awarded by the British the title of -- Raibahadur / Bahadur / Padmashree / Bharat Ratna . 

Ans : 

13 ) Rameswaram was famous to pilgrims for --- The Vishnu temple / The Siva temple / The Tirupati temple / the mosque . 

Ans : 

14 ) Kalam's father started his day --- at4pm / at 4 am / at early morning / at dawn .

 Ans : 

15 ) Pakshi Lakshmana sastry was -- the neighbor of Kalam / the high priest of Rameswaram temple / the friend of Kalam / none of these .

 Ans : 

16 ) By ' my own world ' Kalam refers to -- science and technology / religion / politics / astrology . 

Ans : 

17 ) Kalam usually ate with his father / mother / family members / brother . 

Ans :

 18 ) Kalam's locality was predominantly --- Hindu / Christian / Jain / Muslim . 

Ans :

 19) people waited outside the mosque for Kalam's father with bowls of --  water / rice / fruits / coconut  . 

Ans : 

20 ) After the namaz Kalam's father used to walk down to a small --- mango grove / coconut grove / pine grove / tea garden.

Ans : 

21 ) Everyday Kalam's father would take a stroll of two miles / three miles / four miles / five miles .

Ans : 

22 ) At lunch Kalam's mother served him --- rice and sambar / rice , sambar and homemade pickle / rice , sambar , homemade pickle and coconut chutney / none of these . 

Ans : 

23 ) The water was purified by Kalam's father for --  children / orphans / Invalids/ old persons.

 Ans :

 24 ) Kalam's father asked the people to thank of -- the Muslims / the Allah / the Hindus / people of different religions.

Ans : 

25 ) Kalam had not the faintest idea of the meaning of the prayers chanted in --- Urdu / Arabic  / Persi / Islamic . 

Ans :

 26 ) According to Kalam's father , man looks for company when he is --- happy / lonely / sad / afraid . 

Ans : 

27 ) Kalam's father would pick up --- about a dozen coconut / about 8 coconut / 10 coconut / 14 coconut . 

Ans : 

28 ) Kalam's father had --- less formal education / much wealth / much formal education but less wealth / neither much formal education nor much wealth . 

Ans : 

29 ) Kalam's father maintained his routine bound life even when he was --- in his fifties / sixty / in his late sixty / sixty three . 

Ans :

 30 ) Abdul Kalam was a boy of - exceptional look / handsome look / impressive look / ordinary look . 

Ans :

 31 ) During meals , the food was served on --- dishes / banana leaves / plastics / plates . 

Ans :

 B. Answer the following questions , each in a complete sentence : 

1 ) What is Kalam's full name ? ( Sub + Aux + ----------- ) . 

Ans :

2 ) in which town was Dr. APJ Abdul Kalam's born ? ( Sub + Aux + V² + P + ---- ) . 

Ans :

 3 ) What was the name of Abdul Kalam's mother ? ( Sub + Aux + ---).

 Ans :

 4 ) in which did Abdul Kalam's father have an ideal helpmate ? ( Sub + V² + Obj + P + ---- )

Ans : 

5 ) What were Kalam's parents regarded as ? ( Sub + Aux + V² + As + ---)

Ans :

 6 ) Who was bestowed the title of ' Bahadur ' In " Strong Roots " ? (---+ + Aux + V² + Obj ) . 


 Ans : 

 7 ) How does Kalam's describe his appearance ? ( Sub + Aux + ---)

 Ans : 

 8 ) What would Kalam usually have in lunch ? ( Sub + V2 + --- )

 Ans : 

9 ) How far was the famous Siva temple of Rameswaram from Kalam's house ? ( Sub + Aux + About + ---- + from + Obj ) . 

Ans : 

10 ) How was the locality where Kalam lived ? ( Sub + Aux + - --)

Ans : 

11 ) Where did Kalam's father go for the evening prayers ? ( Sub + V² + Obj + P + ---)

 Ans : 

12 ) How was Kalam's childhood ? ( Sub + Aux + -- )

Ans : 

13 ) Who was the high priest of Rameswaram temple ? ( -- -- -- + Aux + Obj ) .

 Ans :

14 ) Name a distinguished friend of APJ Abdul Kalam's father ? ( --- + Aux + Obj ) . 

Ans :

 15 ) What does Kalam's father say about the relevance of prayer ? ( Sub + V² + That + - - --)

Ans:

16 ) What according to Kalam's father does adversity always present ? ( According to + Sub + V + Obj + P + ---)

Ans : 

17 ) According to Kalam's father , what do human being in their loneliness ? ( According to + Sub + V + Obj + ---)

Ans : 

18 ) When did the father of APJ Abdul Kalam get up from bed ? ( Sub + V + P + Obj + P + --- ) . 

Ans : 

19 ) Where did Kalam live in his childhood ? ( Sub + V + Obj + P +--- ) . 

Ans :

 20 ) How was Kalam's locality ? ( Sub + Aux + -- -)

Ans : 

21 ) What did Kalam's father do with the bowls of water ? ( Sub + Aux + --)

Ans : 

22 ) Why did the people carry home the bowls of water ? ( Sub + V² + Obj + P + --- ) . 

Ans : 

23 ) How could Abdul Kalam's father convey complex spiritual matters ? ( Sub + V² + Obj + P + ---)

Ans : 

 24 ) What did Kalam's father do after the namaz ? ( Suj + V² + ---)

 Ans : 

25 ) What does Kalam feel about divine power ? ( Sub + V + es / s + That + ---)

 Ans:-

----

1) " We lived in our ancestral house , " --- Who is the speaker?

Ans:-

2. " We lived in our ancestral house , " --- When was the house built?

Ans:-

3. " We lived in our ancestral house , " ---What kind of house was it?

Ans:-

4. " We lived in our ancestral house , " --- How did the inmates of the house lead their lives in the house ? 

Ans:-


C. Answer the following questions each in about 100 words : - [ 6 marks ] 

1 )  " His answer filled me with a strong energy and enthusiasm " --- What was the question ? What answer is referred to here ?

 Or,

 " Why don't you say this to the people who come to you " --- Who say this and to whom ? What is referred to by the word this ? Why do the people come to the person spoken to ? 

Ans : - APJ Abdul Kalam says this to his father , Jainlabdeen .

 Jainlabdeen has explained to his son that every human being is an integral part of the entire spiritual cosmos . Instead of being afraid of difficulties , suffering and problems , one must try to find the relevance of suffering . This philosophical teaching is referred to as this . 

Jainlabdeen told Kalam as a reply to his question that whenever people are alone , they look for companions . He also added , that whenever people are in problem they look for someone's assistance .

 The distressed people come to Jainlabdeen for they consider him to be a medium in their effort to please the demonic forces with prayers and offering . 

2) " Our locality was predominantly muslim " - Who is the speaker ? How does the speaker describe the locality ? What picture of communal harmony do you find in this description ?

 Or ,

 Describe the locality where APJ Abdul Kalam lived in his childhood . 

Ans : -Here , the speaker is APJ Abdul Kalam . 

Kalam lived in the island town of Rameswaram . It was predominantly a muslim locality , yet quiet a lot of Hindu families lived in peace with their muslim nighbours . The famous temple of Rameswaram was situated in their locality .

 The locality where they lived was perfect picture of communal harmony . There where very old mosque in the locality . Kalam's father would take him for the evening prayers . After prayers , Kalam would see people of different religions gathering before the mosque . They wanted the blessing of his father . The head priest of Rameswaram would visit Kalam's house . His father would discuss the spiritual matters with him .

VIVEKANANDA COACHING CENTRE

TUTOR:- SWAPAN KUMAR RAY(M.A)


1. "This is not a correct approach at all" ---Who said this?  What is the approach? Why is the approach not correct?

Ans:- Dr. A. P. J Abdul Kalam's father Jainulabdeen said this.

according to Kalam's father the approach is the manner in which people try to satisfy demonic forces  with prayers and offering. Because sorrowfull  people consider their suffering to be the expression of anger of the evil forces. So they want to satisfy the evil forces by prayers and offering.

 Kalam's father said that such an approach is not correct because it is an outcome of fear-ridden vision of destiny. But the right approach is to find out our shortcomings that confine our fulfillment.

2.  " We lived in our ancestral house , " Who is the speaker ? When was the house built ? What kind of house was it ? How did the inmates of the house lead their lives in the house ?

 Ans : - Dr. APJ Abdul Kalam is the speaker here .

 The house was built in the middle 19th century .

The house was a fairly large pucca one , made of limestone and brick , on the mosque street in Rameswaram . The famous Shiva temple was about a ten minute walk from their house . 

Kalam was born in a middle class Tamil family in Rameswaram and lived in their ancestral house with his parents . Kalam remembered That his mother Ashiamma , used to feed many outsiders daily . The inmates of The house led a simple and peacefull life . They avoided all unnecessary comforts and luxuiries except basic needs like food , medicine , clothing .

3.  " I normally ate with my mother  Who ate with his mother? Name his mother? Where did he eat with his mother?  What did he eat with his mother?

Ans. The author  Dr APJ Abdul Kalam ate with his mother.

The name of his mother is Ashiamma.

He normally  ate with his mother sitting on the floor of the kitchen.

Kalam's mother would place a banana leaf before him. He ate rice, aromatic sambar, a variety of sharp, homemade pickles, and a dollop of fresh coconut chutney.

Thursday, November 14, 2024

xii বাংলা সাহিত্য

 **** বাংলা চিত্রকলাচচীর ধারায় শিল্পী নন্দলাল বসুর কৃতিত্ব আলোচনা করো।

উত্তর: 

  "তোমার তুলিকা রঞ্জিত করে 

ভারত-ভারতী চিত্ত,

 বঙ্গলক্ষ্মী ভান্ডারে সে যে 

যোগায় নূতন বিত্ত।”

শিল্পী নন্দলাল বসুর প্রতি কবি রবীন্দ্রনাথের এই উক্তিটির মধ্য দিয়ে আমরা শিল্পী নন্দলাল বসুর প্রতিভার পরিচয় পাই। বাঙালির চিত্রকলাচর্চার পথে এক ভিন্নতর পথিক স্বভাবশিল্পী নন্দলাল বসু। মায়ের কাছ থেকে শিল্পীসত্তা পাওয়া এই চিত্রী, স্কুলের খাতায় নোট লেখার বদলে একমনে ছবি আঁকতেন। অতি শৈশবেই দুর্গা, গণেশ, হাতি, ষাঁড় প্রভৃতির মূর্তি বানিয়ে উৎসব ও মেলায় তা প্রদর্শন করতেন।

বিহারের মুঙ্গের থেকে কলকাতায় পড়তে এসে প্রথাগত পড়াশোনায় ব্যর্থ হন নন্দলাল-পরীক্ষায় পাশ করতে পারতেন না। তাই তিনি অঙ্কন শিক্ষাগ্রহণ করেন এবং একসময় শিল্পাচার্য-অবনীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে আসেন।

অবনীন্দ্রনাথের কাছে পাঁচ বছর অঙ্কন শিক্ষা নন্দলাল বসুর জীবন ও কর্মধারায় ব্যাপক প্রভাব ফেলে। চিত্রকলা বিষয়ে তাঁর স্বাধীন চিন্তাভাবনার সূত্রপাত এখান থেকেই। তাঁর শিল্পীসত্তার পরিচয় মেলে সতী , শিবসতী , জগাইমাধাই,  নটরাজের তাণ্ডব,  জতুগৃহ,  দাহ , অহল্যার শাপমুক্তি , যম ও নচিকেতা ইত্যাদি ছবিতে।বাঁধা ছকে না-চলা এই শিল্পী রূপনির্মাণে ও বর্ণবিন্যাসে সমকালীন শিল্পীদের থেকে ভিন্নপথে হেঁটেছেন।

নেচার স্টাডি: নন্দলালই প্রথম যিনি ভারতীয় শিল্পশিক্ষায় নেচার স্টাডির ওপর গুরুত্ব দেন। চিত্রী নন্দলাল বসু ভগিনী নিবেদিতার পরামর্শমতো গোয়ালিয়র গিয়ে অজন্তার গুহাচিত্র নকল করার কাজ করেন। বইয়ের প্রচ্ছদ অঙ্কন ও অলংকরণে তাঁর ব্যতিক্রমী প্রতিভা প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের 'সহজপাঠ'-এর নাম এ ব্যাপারে উল্লেখযোগ্য। স্বদেশি ভাবনায় ভরপুর ছিলেন এই শিল্পী। তাঁর আঁকা সাদা-কালোয় চলমান লাঠি হাতে গান্ধিজির ছবিটি অহিংস আন্দোলনের আইকনে পরিণত হয়। আবার স্বাধীন ভারতের সংবিধান অলংকরণ ভারতরত্ন এবং পদ্মশ্রীর মতো বিভিন্ন পুরস্কারের নকশাও করেন তিনি।

সুগভীর নিষ্ঠার সঙ্গে সহজ আনন্দের মেলবন্ধনকারী শিল্পী নন্দলাল বসু শিল্পের ক্ষেত্রে চিরকালই আনন্দের বার্তা বহন করে যাবেন।


*** বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাকো ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো ।

উত্তর:- বাঙালির বিজ্ঞানভাবনা ও বিজ্ঞানচর্চার সূচনা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পরিমন্ডলেই ঘটেছিল। ঠাকুর পরিবার থেকে প্রকাশিত বালক, ভারতী, সাধনা পত্রপত্রিকাতে বিজ্ঞান বিষয়ক বহু রচনা প্রকাশিত হত। কুসংস্কার দূরীকরণে দ্বারকানাথ ঠাকুরের ভূমিকা, চিকিৎসা শিক্ষাক্ষেত্রে তাঁর দান, শবব্যবচ্ছেদ প্রবর্তনে তাঁর প্রচেষ্টা, হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ইত্যাদির কথা জানা যায়। 

দ্বারকানাথের জ্যেষ্ঠপুত্র মহর্ষি দেবেন্দ্রনাথের প্রিয় বিষয় ছিল জ্যোতির্বিদ্যা। বিশ্বপরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথ পিতার এই বিশেষ দিকটির প্রতি আলোকপাত করেছেন। স্বর্ণকুমারী দেবীর জ্যোতিষশিক্ষাও দেবেন্দ্রনাথের হাত ধরে। তাঁর পৃথিবী (১২৮৯ বঙ্গাব্দ) গ্রন্থে জ্যোতির্বিজ্ঞানের ভূমিকাই মুখ্য। জ্যোতির্বিজ্ঞান ছাড়াও ভূতত্ত্বে, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে দেবেন্দ্রনাথের প্রশ্নাতীত পাণ্ডিত্য ছিল। জ্ঞান ও ধর্মের উন্নতি বইতে ভূতত্ত্ব, নৃতত্ত্ব, জীবতত্ত্ব বিষয়ে তাঁর সেই অধিকারেরই প্রতিফলন লক্ষ করা যায়।

দ্বারকানাথের জ্যেষ্ঠপুত্র দেবেন্দ্রনাথের প্রিয় বিষয় ছিল জ্যোতির্বিদ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর ভাইবোনেরা দেবেন্দ্রনাথের কাছে জ্যোতির্বিদ্যা শিক্ষা করেন। রবীন্দ্রনাথের প্রথম গদ্য রচনা জ্যোতির্বিজ্ঞানবিষয়ক এবং তা দেবেন্দ্রনাথের সঙ্গে তাঁর আলাপচারিতারই ফসল। স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞানবিষয়ক গ্রন্থ 'পৃথিবী'-তে জ্যোতির্বিজ্ঞান-এর প্রভাব গভীরভাবে লক্ষ করা যায়। দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠপুত্র দ্বিজেন্দ্রনাথ গণিত শাস্ত্রে বিস্ময়কর ব্যুৎপত্তির পরিচয় দেন। তিনি ইউক্লিডের জ্যামিতি নিয়ে আধুনিক চিন্তাভাবনা করেন। রবীন্দ্রনাথের সেজদা হেমেন্দ্রনাথ চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য কিছুদিন মেডিকেল কলেজে অধ্যয়ন করেন। 'প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম' তাঁর লেখা একটি অনন্য গ্রন্থ।

বাল্যকালে রবীন্দ্রনাথকে বিজ্ঞানপাঠ ও অনুশীলনে ব্যাপৃত থাকতে দেখা যায়। পরবর্তী জীবনে বিজ্ঞানবিষয়ক যে সকল রচনা রবীন্দ্রনাথ লিখেছেন, তার মধ্যে রয়েছে বহুবিধ বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ, বিজ্ঞান নিবন্ধের সমালোচনা এবং বিজ্ঞান গ্রন্থের ভূমিকা। তিনি 'বিশ্বপরিচয়' গ্রন্থে অপার বিজ্ঞানমনস্কতার পরিচয় দিয়েছেন।


***  বাঙালি বিজ্ঞান সাধক সত্যেন্দ্রনাথ বসুর অবদান লেখো।


উঃ  "যাঁরা বলেন যে, বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানে না, নয়তো বিজ্ঞান জানেন না" এই চিরস্মরণীয় উক্তিটি করেছিলেন উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম প্রতিভা সত্যেন্দ্রনাথ বসু। তিনি বিশ্ববরেণ্য বিজ্ঞান সাধক।


বিজ্ঞান শিক্ষা: ১৯০৯ সালে হিন্দু স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে  ১৯১১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আই এস সি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন। তারপর ১৯১৩ সালে গণিতে অনার্স নিয়ে শীর্ষস্থান, এবং ১৯১৫ সালে মিশ্র গণিতে বিজ্ঞান স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করেন।


বিজ্ঞানচর্চা: ১৯২৯ খ্রিঃ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার 'রিডার' হিসাবে যোগদান করেন। ২৪ বছর গবেষণায় তিনি বহু মূল্যবান সূত্র আবিষ্কার করেন। যার মধ্যে অন্যতম 'এক্স রে ক্রিস্টালোগ্রাফি'। এছাড়াও তিনি তাঁর পৃথিবী বিখ্যাত 'বোস সংখ্যায়ন' গবেষণার জন্য চির শ্রদ্ধেয়।   তিনি আবিষ্কার করেন ফোটনের সংখ্যায়ন নির্ধারণের বিষয়টি। এমনকি এক্ষেত্রে কণাবাদের উপর বিশেষ ভিত্তি দান করেন। এসব ছাড়াও বোসের অন্যান্য উল্লেখযোগ্য গবেষণার বিষয় হল মহাকর্ষ বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, সতেজ বল, ক্ষীণ বল- এগুলির একীকরণ তত্ত্ব প্রতিষ্ঠার প্রয়াস। সহকর্মী মেঘাদ সাহার সঙ্গে তিনি 'সাহা-বোস সমীকরণে' গ্যাসের অবস্থা বর্ণনা সংক্রান্ত তত্ত্ব উদ্ভাবন করেন এবং বিশেষ খ্যাতি লাভ করেন।

সম্মান: ১৯২৯ খ্রিঃ বোস ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে পদার্থবিদ্যা শাখার সভাপতি হন। ১৯৪৫ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৫৮ খ্রিঃ তিনি লন্ডনে রয়‍্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৫৯ খ্রিঃ ভারত সরকার তাঁকে জাতীয় অধ্যাপক রূপে নিয়োজিত করেন। কলিকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে 'ডক্টর অব সায়েন্স' উপাধিতে ভূষিত করে। তিনি ভারত সরকারের 'পদ্মবিভূষণ' উপাধি লাভ করেন।

শেষকথা: রবীন্দ্রনাথও তাঁর প্রতি স্নেহশীল ও আকৃষ্ট ছিলেন। এমনকি তাঁর একমাত্র বিজ্ঞানগ্রন্থ "বিশ্বপরিচয়' তিনি সত্যেন্দ্রনাথ বসুকেই উৎসর্গ করে বলেছিলেন- " man of genius with a taste for literature and who is a scientist as well"। 

*** বাঙালী চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।

উ:- নব্য ভারতীয় চিত্রকলার জনক অবনীন্দ্রনাথ ঠাকুর (১৮৭১১৯৫১) তার  চিত্রকলা ও রচনার মধ্যদিয়ে  তুমুল আলোড়ন তুলে, হৈ-চৈ বাঁধিয়ে দিয়েছিলেন শিশুদের মনোজগতে। 

বাংলার শিল্পকলার ইতিহাসে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। এই পরিবারের যে কয়েকজন সদস্য চিত্রচর্চায় সুনাম অর্জন করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর (১৮৭১-১৯৫১)। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক তথা আধুনিক ভারতীয় চিত্রকলার পথপ্রদর্শক।

চিত্রচর্চা-আধুনিক ভারতীয় চিত্রকলাচর্চার পুরোধা হলেন অবনীন্দ্রনাথ। পাশ্চাত্য চিত্ররীতির প্রতি আকর্ষণে তিনি বহু খ্যাতনামা শিল্পীর কাছে শিহ্মাগ্রহন করেন।  শিল্পচর্চার প্রথম পর্যায়ে বিদেশি শিল্পীদের কাছে ড্রয়িং, প্যাস্টেল, অয়েল পেন্টিং, জলরং বিবিধ মাধ্যমে চিত্রাঙ্কন শেখেন। এরপর আইরিশ ইল্যুমিনেশন ও মুঘল মিনিয়েচারের সঙ্গে পরিচিত হওয়ার ফলে তাঁর শিল্পীসত্তায় নতুনত্ব দেখা দেয়। পরবর্তীতে রবীন্দ্রনাথের পরামর্শে বৈষ্ণব পদাবলিকে বিষয় হিসেবে গ্রহণ করে তিনি আত্মবিকাশের পথ খুঁজে পান। '

চিত্ররীতির বৈশিষ্ট্য-(১) জলরঙে 'গুয়াশ' পদ্ধতিতে ছবি আঁকার মাধ্যমে প্রকাশ পায় তাঁর শিল্পচর্চার দক্ষতা। এই 'গুয়াশ' পদ্ধতি জাপানি চিত্রের মত নয়। (২) তাঁর ছবির মূল প্রাণশক্তি ছিল অনুভূতিগ্রাহ্যতা। (৩) তাঁর ছবিতে রয়েছে মুঘল মিনিয়েচরের প্রভাব। (৪) বারবার রঙ ধুয়ে ফেলতেন বলে, তাঁর ছবিতে রঙের চরিত্র হয়ে উঠল মৃদু ও মসৃন। (৫) চিত্রচর্চায় ভারতের ধ্রুপদি ও পৌরাণিক অতীতের প্রতি ঝোঁক তার চিত্রের একটি বৈশিষ্ঠ্য ।

অবনীন্দ্রনাথ পাশ্চাত্য রীতি ত্যাগ করে ভারতীয় ছবি নিয়ে চর্চা শুরু করলেন । রবীন্দ্রনাথের পরামর্শে মুঘল রীতিতে তিনি এঁকেছিলেন কৃষ্ণলীলা এরপর তিনি আঁকলেন শ্বেত অভিসারিকা ১৯০৩ খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথের আঁকা অন্তিম শয্যায় শাহজাহান ছবিটি রৌপ্য পদক পায়, বুদ্ধ সুজাতা ইংল্যান্ডের পত্রিকায় প্রশংসা পায় । তাঁর  উল্লেখযোগ্য ছবিগুলি হল কালিদাসের ঋতু সংহার বিষয়ে চিত্রকলা শেষ যাত্রা এছাড়াও কচ ও দেবযানী ,ঔরঙ্গজেবের সম্মুখে দাঁড়ার ছিন্ন মুন্ড , ভারতমাতা ,পার্থসারথি, অশোকের রানী ,দেবদাসী ,কাজরি নৃত্য ,বন্দিনী সীতা ইত্যাদি।

*** বাংলা চলচিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো ।

যে বাঙালি চলচ্চিত্রকার আন্তর্জাতিক মহলে বাংলা সিনেমাকে পরিচিতি দিয়েছিলেন, তিনি হলেন সত্যজিৎ রায় (১৯২১- ১৯৯২)। তিনি একইসঙ্গে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক এবং গীতিকার। তাঁর হাতে বাংলা সিনেমার নতুন অধ্যায় সূচিত হয়েছিল।


উল্লেখযোগ্য সিনেমা:- সত্যজিৎ রায়ের প্রথম ছবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'পথের পাঁচালী' (১৯৫৫)। কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটি 'দ্য বেস্ট হিউম্যান ডকুমেন্ট' শিরোপা পেয়েছিল। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী', 'অপরাজিত' ও 'অপুর সংসার'- এই তিনটি সিনেমাকে একত্রে অপু ট্রিলজি বলা হয়। তাঁর অন্যান্য ছবির মধ্যে রয়েছে 'জলসাঘর', 'পরশপাথর', 'চারুলতা', 'কাঞ্চনজঙ্ঘা', 'অরণ্যের দিনরাত্রি', 'অশনি সংকেত', 'জন অরণ্য', 'প্রতিদ্বন্দ্বী' 'তিন কন্যা', 'শতরঞ্জ কে খিলাড়ি', 'ঘরে বাইরে', 'শাখা প্রশাখা', 'নায়ক' ইত্যাদি। এছাড়া শিশু-কিশোরদের জন্য তৈরি 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে', 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ' সিনেমাগুলি এখনো সমান জনপ্রিয়।

পুরস্কার ও সম্মাননা :- চলচ্চিত্রশিল্পে তাঁর অবদানের জন্য সত্যজিৎ রায় বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দেওয়া সাম্মানিক ডক্টরেট ডিগ্রি, ফ্রান্সের বিশেষ সম্মনসূচক পুরস্কার লেজিওঁ অফ অনার, ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে এবং বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার একাডেমি (অস্কার) সম্মানসূচক পুরস্কার। এছাড়া মৃত্যুর কিছুদিন আগে তাঁকে ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়।

*** বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান  লেখ ।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক এক স্মরণীয় অধ্যায়। সত্যজিৎ রায়ের সমসাময়িক যুগে যারা বাংলা সিনেমা নির্মাণে অনন্যতার বিরল স্বাক্ষর রেখেছিলেন, তাঁদের মধ্যে ঋত্বিক ঘটক অগ্রগণ্য।

বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক হলেন ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক চলচ্চিত্র জগতে পা রাখেন নিমাই ঘোষের 'ছিন্নমূল' (১৯৫১) সিনেমার মধ্য দিয়ে। এখানে তিনি একই সঙ্গে অভিনয় ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এরপর ১৯৫২ সালে তাঁর একক পরিচালনায় মুক্তি পায় 'নাগরিক' সিনেমাটি। সিনেমাটি ১৯৫২ সালে তৈরি হলেও তা যুক্তি পেয়েছিল ১৯৭৭ সালে। ষাটের দশকে ঋত্বিক ঘটক পরপর তিনটি ছবি বানান 'মেঘে ঢাকা তারা, (১৯৬০), 'কোমল গান্ধার' (১৯৬১), এবং'সুবর্ণরেখা'। এই তিনটি চলচ্চিত্রকে একত্রে 'ট্রিলজি' বা 'ত্রয়ী চলচ্চিত্র' বলা হয়। সিনেমাগুলিতে তৎকালীন দেশভাগের যন্ত্রণা এবং উদ্বাস্তু জীবনের রুঢ় বাস্তবতা চিত্রিত হয়েছে। ১৯৭০ সালে তাঁর তৈরি 'তিতাস একটি নদীর নাম' এক অবিস্মরণীয় ও মহাকাব্যিক সৃষ্টি। ১৯৭৪ সালে 'যুক্তি-তক্কো আর গপ্পো' নামে তিনি আর একটি সিনেমা তৈরি করেন, এটিই তাঁর পরিচালিত শেষ ছবি।

ঋত্বিক ঘটক মনেপ্রাণে ছিলেন মার্কসীয় আদর্শে বিশ্বাসী। তাই তাঁর পরিচালিত চলচ্চিত্র গুলিতে বামপন্থা ও মানবতাকে তিনি কখনোই উপেক্ষা করে যেতে পারেননি। অনেক সমালোচক ঋত্বিক ঘটকের সিনেমায় অতি নাটকীয়তা ও ভারসাম্যহীনতার কথা বললেও আজকের দর্শক জানেন তিনি ছিলেন সময়ের থেকে এগিয়ে থাকা একজন চিত্র পরিচালক। আবেগ মননে, সংলাপে, দৃশ্যের সংঘর্ষ নির্মাণে তাঁর সিনেমা ছিল অভিনব। তিনি সিনেমার মাঝে মাঝে এমন এমন কিছু কাব্য মুহূর্ত তৈরি করেন, যা দর্শকের মনকে নাড়িয়ে দিয়ে যায়। 


পুরস্কার ও সম্মাননা :-  ১৯৭০ সালে ভারত সরকার তাকে শিল্পকলায় পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। 'হীরের প্রজাপতি' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 'যুক্তি তক্কো আর গপ্পো' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Saturday, October 26, 2024

xii suggestion all years

 1. ''Go there's a marchant come for his goods.'' --- Who said this and to whom ? Who is the merchant ? What is referred to as goods ? In what way does it bring out the attitude of the person and the society at that time ? 2+1+1+2

A:- Chubukov said this to Natalya in the play 'The Proposal'.

Lomov is the merchant here.

Natalya is referred to as goods in the play 'The Proposal'.

See Q.2 (Social life.)

2. ''We have had the land nearly three hundred years.'' --- Who is the speaker?  Who is spoken to ? What is referred to here as the land ? What do you know the land from there conversation ? 1+1+1+3

Or,  Describe the first argument over the oxen meadows. 6

Or, ''If you like I'll make you a present of them '' --- Who is the speaker ? Who is the person spoken to ? What would the speaker make a present of ? Why did the speaker say so ? 1+1+1+3

Or, 'You pettifogger! All your people like that' --- Who is the speaker ? Who is called pettifogger and Why?  What does the speaker say this ? 1+2+3

Or, ''You will remember that my oxen meadows touch your birchwoods.'' --- Who is the speaker ? What are oxen meadows and birch woods? Why have this been meantioned? 1+2+3

Or, '' These Meadows are not worth for me.'' --- Who is the speaker here ? In what context does the speaker say this ? What attitude of the speaker is revealed here? 1+1+4

Ans:- Oxen Meadows became the subject of dispute between Lomov and Natalya. Both of them claimed the same property to be theirs. Lomov wanted to establish the dispute in his favour. He said that his aunt's grandfather gave the land to Natalya's father's grand father. In return of which the peasants made bricks for Lomov's aunt's grandfather. He can present it to Chubukov's.  On the other hand Natalya claimed that the land was theirs. She knew it nearly three hundred years. Lomov behaved them as if they did not have any properties. Later Chubukov joined the querrel and called Lomov as a pettifogger.



VIVEKANANDA COACHING CENTRE

CLASS:- XII; SUB:- ENGLISH(B)

1. 'You gonna take me to jail? ' -- Who asked this question and to whom? When did the speaker ask this question? What reply did the speaker get?

Ans:- Roger  asked this question to Mrs. Jones , whose purse was snatched by him . 

Roger tried to snatch Mrs. Jones purse when she was coming back home one night . She caught him and found that he was a pale boy of about fifteen years . He had nobody at home to look after him . So she dragged him to her home to wash his face and feed him . Then Roger asked if she would take him to jail .

 In reply to his question Mrs. Jones told him that she would not take him to jail or anywhere else .

2. "Eat some more son'' -- Who is the speaker? What is offered by the speaker to the listener? What picture of speaker's character is revealed in this line?

Ans:- Here the speaker is Mrs. Luella Bates Washington Jones in the short story 'Thank You Ma'am'.

Here the listener was Roger. He was offered to eat lima beans, ham, cocoa, and a piece of cake.

See question no 3.

3. " sweat popped out on the boys face and he began to straggle . " . " Who is the boy ? When did sweat pop out on the boys face ? Why did he struggle ? What happened then ? 

Ans : - The boy referred to here is Roger in the story " Thank You Ma'am " . 

Roger tried to snatch the bag of Mrs. Jones . But lost his balanced and fell on the sidewalk. Mrs. Jones kicked him and held him tightly by his shirt front and dragged him to her house.  At that time sweat popped out on his face in fear . 

When Mrs. Jones observed him struggling , she stopped and put a wrestling hold on his shoulder and continued to drag him .

4. Why did the bearded man become an enemy of the Tsar ? What did the man swear and resolve to do ? Why did he ask forgiveness of the Tsar and what did he promise him ? 1 + 2 + 3 

Ans . The bearded man became an enemy of the Tsar because he had executed the bearded man's brother and seized his property . 

The man swore to take revenge on the Tsar . He resolved to kill the Tsar on his way back as he knew that the Tsar had left his bodyguards behind . 

The bearded man was identified by the Tsar's bodyguards and came under attack . When he reached the cottage of the hermit , he fainted as he was bleeding profusely . The Tsar and the hermit attended to his wound in the stomach and thus saved his life . The bearded man felt guilty of conscience because the Tsar , whom he had wanted to kill , saved his life . So , he asked for the Tsar's forgiveness.

 The bearded man promised to serve the Tsar as his most faithful servant and said that he yould bid his sons to do the same .

5. Why did Lomov think about taking a decision about getting married ? Whom did he want to marry ? Why ? 3 + 1 + 2 

Or , Lomov came with a proposal to marry Natalya . What logic does he give for his decision ? 

Or , " And it's impossible for me not to marry . " Why is the speaker so interested to marry ? Whom does he want to marry ? Why ? 3 + 1 + 2

6. ' You don't know me , but I know you . ' --- Who said this to whom ? What else did the speaker say ?

 Or , How did the enemy of the king become a friend ?

 Or , ' I am that enemy of yours who swore to revenge himself on you . ' --- Who said this to whom ? How did he become enemy of the person spoken to ? What did he confess so before him ? 

Or , ' I resolve to kill you ' --- Who said this to whom ? Why did the speaker want to kill him ? 

Ans : - The wounded man said this to the Tsar .

 The wounded man became the enemy of the Tsar because the Tsar had killed his brother and sized his property . 

Next morning , the wounded man understood that it was the Tsar who had saved his life . He was repentant and asked the Tsar to forgive him . He told that he wish to serve the Tsar as his most faithful slave throughout his life . He further told his sons to do the same .

7. " I am very sorry lady , I'm sorry " ---- Who is the speaker ? Was the speaker really sorry ? When was a speaker changed person ? 

Ans : Roger was the speaker here in the short story " Thank You Ma'am " .

 He was not at all sorry . He said he was sorry only to get released . 

See question no - 3 .

8. " She's like a love - sick cat " -Who said this and about whom ? Analyse the character of the person , referred to here , under the light of the comment above . 2 + 4

Ans . In Chekhov's play ' The Proposal ' Chubukov said this to Lomov about his daughter Natalya .

Though the quoted remark Chubukov wanted to mean that Natalya was very eager to marry.

Write Chubukov's character here.


1. ' In his side there are two holes.'Who is the person referred to here ? What do the two red holes signify ?

 Ans : A young soldier is referred to here in the poem ' Asleep in The Valley .

The two red holes are noticed by the side of the soldiers body which depicts that the young soldier is already dead .The poem reflects that a very young soldier is lying on the ground of a valley open mouthed with a innocent smile . The poet thinks that the soldier is sleeping peacefully in the open sunlight . So , the poet requests the nature to keep him warm and to the insects not to disturb his rest . Suddenly two red holes are noticed by the side of his body which indicates that the young soldier is already dead . His sleep is eternal sleep and he will never wake again . Through this poem Rimbaud describes the futility of war . War only catches young life .

2. '' His smile is like an infants.'' --- Whose smile is being reffered to here ? Why is the smile compared to the smile of infant?  How does the nature take care to him ? 1+3+2

3. ''Pale in his warm, green, sun soaked Bed '' --- Where does the line occur?  Who is pale and why ? Why is the poet call warm,  green,  sun soaked ? 1+2+3

4. '' The humming insects don't disturb his rest.'' --- Who rests and where ? Why is the rest not disturbed by the insects ? 1+1+4.(See the Central Idea)


1. Write the substance of the poem 'On Killing a Tree'.


Or,


'The bleeding bark will heal.' ---- When does the bark bleed? What does the poet want to suggest by this?


Ans:- The bark bleeds when the tree is hacked and chopped.


By the expression bleeding bark the poet indicates that the tree bleeds like a human being when it is hacked and chopped. The tree can heal it's own itself. In course of time curled green twigs come out from the part chose to ground. So, a tree cannot be killed by more hacking and chopping.


2. 'In his side there are two holes. Who is the person referred to here? What do the two red holes signify?


Ans:- A young soldier is referred to here in the poem 'Asleep in The Valley'.


The two red holes are noticed by the side of the soldiers body which depicts that the young soldier is already dead. His sleep is eternal sleep and he will never wake again. Through this poem Rimbaud evokes the futility of war. War only catches young life.


3. Describe the exchanges between Ruskin Bond and his last fellow passenger in the train.


Or,


'She was completely blind.' Explain the irony in the given line.


Ans:- The last fellow passenger boarded the train at Saharanpur station. He told Ruskin Bond that he was not attractive as the girl who left the train. The author wanted to know from him whether he had noticed the girls hair. The man told him that he had noticed her eyes, and not to her hair. Her eyes were beautiful and attractive but unfortunately she was completely blind.


4. 'Oh, how lucky you are. Who said this? Who is considered lucky and why? What did the person spoken to say in reply?


Ans:- A blind girl, the co-passenger of the narrator said this to the narrator.



The narrator was considered lucky because he was going to Mussoorie in October when the hills are very beautiful.


The narrator called on his memories and agreed that October is the best month to visit the hills. At that time the hills are covered with wilmories and agreed that of the sun is enjoyable. The road are quite and lonely as by that time most tourists have left. Drinking brandy before Long fire at night is quite enjoyable.


5. 'Yes October is the best time.... Who is the speaker? What time is reffed to her? Why according to the narrator it is the best time?


Ans:- The narrator is the speaker here in the story 'The Eyes Have It.'


The month of October of the autumn is referred to here.


The narrator called on his memories and agreed that October is the best month to visit the hills. At that time the hills are covered with wild dahlia's and the warmth of the sun is enjoyable. The road are quite and lonely as by that time most tourists have left. Drinking brandy before Long fire at night is quite enjoyable.


6. 'Oh, unhappy man that I am! I'll shoot myself! I'll hang myself! Who is unhappy? Why does the speaker wish to die?


Ans:- In the above quoted line, Chubukov is unhappy.


In the evening Lomov comes to chubukov's house to propose Natalya. Immediately after this all of them engaged themselves in an argument. When the situation becomes more critical, Lomov leaves the house, feeling sick. Natalya learns about the proposal when Chubukov confesses that Lomov's actual propose her. Now she becomes desperate and ask her father to bring him back. The unable to decide what to do Chubukov wishes to die.


7. 'Bring him back! Back! Ah! Bring him here. Who says this to whom?


When it is said? Why is the speakeer so excited?


Ans Natalya says this to her father chubukov.


She said it when she learned that Lomov came there to propose her.


In the evening Lomov comes to chubukov's house to propose Natalya. Immediately after this all of them engaged themselves in an argument. When the situation becomes more critical, Lomov leaves the house, feeling sick. Natalya learns about the proposal when Chubukov confesses that Lomov's actual propose her. Now she becomes desperate and ask her father to bring him back. The unable to decide what to do


Chubukov wishes to die.




8. 'Oh, what a burden---- to be the father of a grown up daughter!' daughter? Why is the daughter a burden to the father? Who is the father? Who is the


Ans:- Here the father is Chubukov and the daughter is Natalya.


In the evening Lomov comes to chubukov's house to propose Natalya. Immediately after this all of them engaged themselves in an argument. When the situation becomes more critical, Lomov leaves the house, feeling sick. Natalya learns about the proposal when Chubukov confesses that Lomov's actual propose her. Now she becomes desperate and ask her father to bring him back. As Natalya is an unmarried girl of twenty five years old. It is her father's duty to get her married to someone. That is why she is a burden to Chubukov.


9. Comment on the title of the play 'The Proposal'.


Ans:- The title 'The Proposal' directly expressed the theme of the play. The story of the play was based on Nineteenth century Russia when a thirty five years old Lomov came to his neighbour Chubukov's house with a proposal to marry Chubukov's daughter Natalya. But he could not express the proposal to Natalya rather he engaged in a hot argument with Natalya over common issues like Oxen Meadows or pet dogs. After a long chain of funny incidents, the marriage took place without the proposal. So the title is appropriate.


10. What answers did the hermit give to the kings questions?


Or,


'You have already been answered. Who said this to whom? What was the answers?


Ans:- The hermit said this to the Tsar.


The hermit suggested the answers from the events that had happened. Firstly, the right time for Tsar initially was to help the hermit in the work of digging and thereby to give no chance to his enemy to attack him. Secondly, the right person for him was the hermit himself whose work had spared him from his enemy attack. Third, the right business for him was to help to old and weak hermit. He also said, the right time was always now and the right person was the person with whom one was and the most important work to good to the right person.


11. Why did the Tsar not agree with the answers of the learned men? Whom did the Tsar decide to consult again? What was the person famous for? How did the Tsar go to visit this person?


Ans:- The Tsar did not agree with the answers of the learned men because they all gave different and


confusing answers.


The Tsar decided to consult with a hermit who lived in the wood.


The hermit was famous for his wisdom.



The Tsar knew that the hermit did not meet anyone except common man. So he put on simple clothes and leaving his horses and bodyguard at a distance, he walk alone to the hermit where he lived in the wood.


12. Describe the character of hermit in the story "Three Questions'.


Ans:- The hermit is the most important character in the story 'Three Questions'. He lived in the wood and well known for his wisedom. He was very practical and positive in his attitude. He never quitted the wood. He did not meet anyone except common man. Being not satisfied with the answers of the learned men, the Tsar decided to meet with the hermit. But the hermit gave not reply promptly. The hermit gave value of self experience and self teaching method. He was frail and weak, but his only purpose of life was to serving mankind.


13. What picture of the two seasons does Keats draw in The Poetry of Earth? How are the two pictures related?


Or,


Give the substance of the poem "The Poetry of Earth.'


Or,


What is the central idea of the poem 'The Poetry of Earth'?


Or,


Show after Keats that the poetry of earth never comes to an end.


Or,


'The poetry of Earth is never dead.' Explain.


Or,


Justify the title of the poem 'The Poetry of Earth'.


Ог,


'The Poetry of Earth is casing never.' -- Explain.


Ans:- John Keats in 'The Poetry of Earth' explain that poetry will live on this earth forever through the music of earth. When the birds become exhausted on hot summer days they take rest in the cool shade of trees. A voice of grasshopper runs from hadge to hadge to spread to music of summer. Being tired, the grasshopper takes rest beneath some pleasant weeds. The music of earth never ceases. After the grasshopper, the cricket carries the music of nature in winter. In the winter evening, the frost creates silence everywhere and the song of the cricket introduces warmth there. The person who is enchanted believes that the cricket is the grasshopper. Because the warmth of the cricket's song leads him to imagine that it is the grasshopper's song in the grassy hill during summer.

xii question 25

 Total No.of Printed Pages :                                                                               VCC/07/SKR25

VIVEKANANDA COACHING CENTRE

 2025

ENGLISH ( B ) 

( New Syllabus ) 

 Total Time : 3 Hours.                                                                                            Total Marks : 80


Instructions to the Candidates : 

1. Special credit will be given for answers which are brief and to the point .

 2. Mark's will be deducted from spelling mistakes , untidiness and bad handwriting 

3. Figures in the margin indicate full marks for the questions . 


1.A. Complete each of the following sentences , choosing the correct option from the alternatives provided : 1x4-4 

(i) According to the narrator, aunts are usually ---- (a) formidable creatures (b) amiable at heart. (c) friendly  (d) repelling.

(ii) According to Kalam's father, whenever one feels lonely he starts looking for --- (a) friend (b) company (c) mentor (d) enemy.

(iii) Mrs. Jones gave Roger --- (a) 20 dollars (b) 10 dollars (c) 15 dollars (d) 5 dollars.

(iv) Each time the hermit stuck his spade into the ground, he ---  (a) sat down for rest b) drank water (c) wiped off the sweat on his forehead (d) breathed  heavily.

 1.B. Complete each of the following sentences , choosing the correct option from the alternatives provided : 1x4-4

(v) The 'most sensitive' part of the tree refers to --- (a) the miniature boughs (b) the green twigs (c) the leaves (d) the roots.

(vi) The silence is wrought by --- (a) frost (b) warmth of the stone (c) hot sun (d) the cricket's song.

(vii) The poet's friend is expected to grow --- (a) with time (b) with eternal lines of the poem (c) with the love of the poet (d) with nature's changing course.

(viii) The soldier is --- (a) young (c) old (b) very young (d) middle aged.

1.C.  Complete each of the following sentences, choosing the correct option from the alternatives provided :- 4×1=4

(ix) After hearing Lomov's proposal, Chubukov is "off his balance" with --- (a) joy (b) anger  (c) hatred (d) disguest.

(x) Lomov inherited his land from his late --- (a) father and mother (b) friend  (c) uncle (d) aunt and her husband.

(xi) "I shall try to be brief." -Here the speaker is--- (a) Chubukov (b) Lomov (c) Natalya (d) Nastasya.

(xii) Lomov thinks Squeezer should not be of more worth than --- (a) 100 roubles (b) 75 roubles  (c) 50 roubles (d) 25 roubles.

2. Answer any four of the following questions each in a complete sentence :- 1×4=4

i) Where did the Tsar fall asleep? (ii) What could the boy hear in the house?  (iii) What was Mrs. Jones' advice to the boy?  (iv) Why did the Tsar change the bandage?  (v) Why is Rameswaram so famous to pilgrims?  (vi) What was Kalam's father's schedule after namaz at dawn?  (vii) What mistake did the narrator commit ?  (viii) Why was the narrator prepared to sit with the girl for any length of time?

 2. B. Answer any four of the following questions each in a complete sentence :- 1×4=4

(ix) What does 'summer' symbolise in the poem? (x) What does the term 'poetry' signify in 'The Poetry of Earth'? (xi) How does the poet plan to beat death? (xii) What shakes the darling buds of May? (xiii) What scorch and choke the tree after it is pulled out? (xiv) What remains hidden inside the earth? (xv) What does 'heavy undergrowth' refer to? (xvi) What are sun's rays campared to?

3. Answer any two of the following questions each in about 100 words:- 6×2=12

(i) "Why are you so serious?" - Who asked this and to whom? Was there any reply? How did the person try to react? Why was the person spoken to so serious? 2+1+1+2

(ii) What picture of communal harmony do you find in the extract from APJ Abdul Kalam's autobiography? 6

(iii) "I'm very sorry, lady, I'm sorry" - Who said this to whom? Was she forgiven? 2+4

(iv) "For the last time, I pray you to answer my ques- tions, wise man." Who is the 'wise man'? How did he answer the questions asked to him? 1+5


4. Answer any two of the following questions each in about 100 words:- 6×2=12

(v) Describe after Gieve Patel's poem how a tree grad- ually grows to be so strong and large.

(vi) Why does Keats feel that the poetry of earth is never dead?

(vii) Comment on the role of nature in Rimbaud's 'Asleep in the Valley'.

(viii) "Nor shall death brag thou wand'rest in his shade"- Why does the poet say this about his friend?

5. Answer any one  of the following questions each in about 100 words:- 6×1=6

 (ix) "Go; there's a merchant came for his goods." -- Who said this and to whom? Who is 'the merchant'? What is referred to as goods ? In what way does it bring out the attitude of the person ? 2+1+1+2

(x) '' And it is imposible for me not to marry ." --- Why is the speaker so interested to marry ? Why does he want to marry ? Why ? 3+1+2

(xi) Describe the character of Lomov in the play "The Proposal" .

6. Read the following passage and answer the questions that follow : 

The country's biggest inland lake , Chilka , connects with the Bay of Bengal through a narrow mouth , hence making it by nature a tropical lagoon . The lake is dotted with a number of picturesque islands bearing evocative names like Honeymoon Island , Breakfast Island and Bird Island . Its beauty is further enhanced by its wide variety of aquatic fauna and resident and migratory birds . Its shores are the habitat of beautiful black bucks . The 19th century Oriya poet , Radhanath Roy , remarked that Chilka was truly a thing of beauty , a joy forever . 

The lake is surrounded by numerous hills . Its colour changes magnificently with the passing clouds and the sun's position . The picture postcard beauty is enhanced by the hundreds of boats which set sail everyday , wafted by the breeze from the sea , the fishermen making a bountiful catch of prawn , mackerel and crab . Chilka wears a grand look specially in winter when it becomes home to exotic species of migratory birds arriving in large number from lands as far off as Siberia and Mongolia and from some other cold countries.

There is a Goddess Kalijai temple , abode of its presiding deity , on a tiny island in Chilka . Another attraction is the island home of migratory birds called Nalabana .. Visitors of the lake can reach the emerald green islands . by motor launches of the Orissa Tourism Development . Corporation ( OTDC ) stationed at Barkul and Rambhal that are available on hire . Motor launches of the state revenue department are also available at nearby . Balugaon . Besides , country boats can be hired from private operators at all these points.

 ( a ) State whether the following statements are True and False . Write " T ' for True and ' F ' for False . ( You need not write the sentences , write only the numbers ) 1x4-4 

( i ) Hills surround Chilka . ( ii ) On an island in Chilka , there is a temple . ( iii ) Chilka has no connection with the Bay of Bengal . ( iv ) Prawn , mackerel and crab are unavailable in Chilka .

 b ) Answer each of the following questions in about 30 words : 2x3 = 6

 ( i ) Who spoke about Chilka and what did he say ?  ( ii ) When does Chilka wear a grand look and why ? ( iii ) How can a visitor explore the islands on Chilka ? 

7. A. Do as directed :- 1×6=6

(i) "Are you going all the way to Dehra ?" said the girl. (Turn into indirect speech )

(ii) He is the best dog in the district. (Turn into positive degree)

(iii) I made a mistake then. (Change the voice)

(iv) Lomov said to Natalya , " I have come to you " . ( Change into indirect speech )

(v) The poetry of earth is never ceased . (Make it affirmative )

(vi) The most important thing in the world was science . ( Change into Positive Degree )

B. Fill in the blanks with appropriate articles and prepositions:- 3

They called their goodbyes and ---- train pulled out ---- the station. As I was totally blind ---- the time, my eyes sensitive only ---- light and darkness, I was unable ---- tell what ---- girl looked like. 

C. correct the errors in the following sentence :- 1×1=1

I would say my was a very secure childhood  . ( I / mine  / me )

8.  Write a report on the celebration on a " Environmental Day"  observation   in your school.  10

Or, 

Write a letter to the editor of an English daily within 120 words about the misuse of Loudspeaker 10

Thursday, September 19, 2024

Macbeth xi new

 VIVEKANANDA COACHING CENTRE

TUTOR:- SWAPAN KUMAR RAY (M.A,B.ED)

PROSE:- MACBETH.

A. Chose the correct option  from the alternatives given bellow :-

1. Duncan was the king of --- (a) England (b) Scotland (c) America (d) India.

Ans:- 

2. Macbeth was looked  up to with high esteem  for his --- (a) great valour (b)  skill in wars (c) both of them (d) none of them.

Ans:- 

3. The  Thane of Glamis was --- (a) Duncun (b) Macbeth (c) Baquo (d) Macduff.

Ans:- 

4. Macbeth defeated a rebel army assisted by the troops of --- (a) Norway (b) England (c) China (d) America.

Ans:- 

5. Macbeth was  emerged as a honour of --- (a) valour’s minion (b) Bellona’s bridegroom (c) none of the above (d) all of the above.

Ans:- 

6. Macbeth and Banquo, were returning from ---(a) the house (b) the great battle (c) the market (d ) the  school.

Ans:- 

7. While returning from the great battle there was --- (a)  thunder (b)  lightning (c) both (d) none.

Ans:- 

8.  The three figures that looked like --- (a) Men (b) women ( c) Ladies (d) Gentleman (d) beast.

Ans:- 

9.  Three figures that looked like women, except that they had -- (a) beards (c) long hair (c) wings (c) none.

Ans:- 

10.three figures that looked like --- (a) earthly creature (b) unearthly creatures (c) ordinary creature (d) all of the above.

Ans:- 

11. Who saluted Macbeth with the title of ‘Thane of Glamis’. --- (a) first witch (b) second witch (c) third witch (d) all of the above.

Ans:- 

12.Who addressed Macbeth  as the ‘Thane of Cawdor’ --- (a) first witch (b) second witch (c) third witch (d) all of the above.

Ans:- 

13.Who said  Macbeth  “You will be the king of Scotland hereafter.” --- (a) first witch (b) second witch (c) third witch (d) all of the above.

Ans:- 

14. The name of the envoys who first gave the news that the king declared Macbeth Thene of Cowdor --- (a) Ross and Rane (b) Rahim and Angus (c) Ross and Rahim (d) Ross and Angus.

Ans:- 

15. The prophesies of the witches had sunk too deep into the ----  of Macbeth. --- (a) brain (b) mind (c) heart (d) knowledge .

Ans:- 

16. The name of the sons of Duncan were --- (I) Malcolm (II) Donalbain (III ) Fleance (IV) Macduff.

(a) All statements are correct.

(b) Statements I,III, IV are correct. 

(c) StatementsI,  II,III are correct.

(d) Statements I,II are correct.

Ans:- 

17. Macbeth appointed Whom to kill Banquo and his son --- (a)  assassins (b) criminals (c) employee (d) bodygard.

Ans:- 

18.castle of Macbeth was pleasantly situated on -- (a) hill (b) valley (c) plain (d) mountain.

Ans:- 

19. King Duncan came to visit Macbeth’s castle --- (I) alone (I) his two sons (III) numerous Thanes (IV) with his wife.

(a) I, II, III, IV (b) I, II (c) I, II, III (d) II, III.

Ans:- 

20.King Duncan came to visit Macbeth’s castle attendants to --- (a) honour (b) land (c) handover his kingdom (d) take charge of his property .

Ans:- 

21.Inverness, the castle of Macbeth was pleasantly situated on a hill and the air was --- (a)  Sweet and fresh (b) fresh and thin (c)  sweet and wholesome (d) fresh and wholesome.

Ans:- 

22.The nests had built in Inverness by --- (a) Swallows (b) Marlets (c) both of them (d) none of them.

Ans:- 

23. Assertion(A) :- Duncan went early to bed in Macbeth castle.

Reason(R) :- He was tired of his long journey .

(a) both A and R are false.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:-

24.Lady Macbeth woke up at --- (a) Night (d) mid night

(c) Morning (d) afternoon.

Ans:- 

25. At middle of the night who came out for hunt ? --- (a) wolf (b) murderer (c) both (d) Lady Macbeth.

Ans:- 

26. Lady Macbeth approached the king’s chamber with a --- (a) knife (b) gun (c) dagger (d) note book.

Ans:- 

27.Assertion(A) :- Lady Macbeth could not murder Duncan .

Reason(R) :- His face was resembles to her grand father.

(a) both A and R are false.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:-

28. In the kings chamber Macbeth was able to seen --- (a) the grooms (b) his wife (c) dagger (d) a gun.

Ans:- 

29. Who laughed and cried out 'Murder' --- (a) Macbeth (b) Macbeth's wife (c) Malcolm and donalbain (d) one of the groom.

Ans:- 

30. Macbeth also tried to say --- (a) Amen (b) all the best (c) Murder (d) God bless us.

Ans:- 

31.Assertion(A) :- Macbeth saw a  dagger hunging in the air.

Reason(R) :- phantasm created from his hot and oppressed brain for the business he had in hand.

(a) both A and R are false.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:-

32. After returning from the kings room Lady Macbeth sent his wife to --- (a) wash is hand (b) wash his face (c) stain the cheeks of the grooms with blood (d) Market.

Ans:- 

33.Malcolm, sought for refuge in --- (a) British court (b) English court (c) Cooch Behar (d) Paris.

Ans:- 

34.Donalbain fled to --- (a) England (b) America (c) Ireland (d) India.

Ans:- 

35. The name of the Duncan's eldest son was --- (a) Malcolm (b) Donalbain (c) Fleance (d) Duke.

Ans:- 

36.The name of the Duncan's youngest son was --- (a) Malcolm (b) Donalbain (c) Fleance (d) Duke.

Ans:- 

37.Seeing Banquo's ghost Macbeth's cheeks became --- (a) white (b) red (c) black (d) pale.

Ans:- 

38. Banquo's ghost is seen by --- (a) Macbeth only (b) All of the nobles (c) Lady Macbeth only (d) none .

Ans:-

39.  All these were set on to boil in a huge --- (a) box (b) pot (c) cauldron (d) drum .

Ans:- 

40. three figures that looked like women, except --- (a) they had beards (b) their withered skin (c)  wild dresses (d) long hair.

Ans:- 

41.So the witches turned towards Banquo and told him--- (I)  lesser than Macbeth and greater, not so happy, but much happier.

(II) Banquo would never reign as the king of Scotland. (III) his successors would be the kings of Scotland. (IV) Macbeth will kill him on the way to go to banquet.

(a) All statements are correct.

(b) Statements I,III, IV are correct. 

(c) StatementsI,  II,III are correct.

(d) Statements I,II are correct.

42.

A

B


(a) Malcolm 

(i)  Macbeth's castle 


(b) Fleance 

(ii) Son of Banquo 


(c) Thane of Glamis

(iii) Son of Duncan


(d) Inverness

(iv)  Macbeth 



 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(i)  (b)-(iii )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iii)  (b)-(ii)  (c)-(iv) (d)-(i)

(d)(a)-(iv) (b)-(i)  (c)-(ii) (d)-(iii)

Ans- 

43.(46) Assertion(A) :- The ceremony of innocence is drowned.

Reason(R) :- Mere anarchy is loosed upon the world.

(a) both A and R are false.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:-

44.(53) I) The falcon cannot hear the falconer.

II) The ceremony of innocence is drowned.

III) Surely the Second Coming is at hand.

IV) Mere anarchy is loosed upon the world.

(a) I,II,III,IV (b) II,III,I,IV (c) I,II,III,IV (d)  I,II,IV,III.

Ans:-

45.  The  boil Soup in a huge cauldron was cooled with  baboon’s ---(a) eyes (b) blood (c) Legs (d) mouth.

Ans:- 

46.The first spirit  looked like ---(a) a naked child (b)   an armed head (c) bloody child (d) crowned child with a tree in his hand.

Ans:- 

47.The second spirit  looked like ---(a) a naked child (b)   an armed head (c) bloody child (d) crowned child with a tree in his hand.

Ans:- 

48.The third spirit arose in the form of a  ---(a) a naked child (b)   an armed head (c) bloody child (d) crowned child with a tree in his hand.

Ans:- 

49. ''Beware of the thane of Fife'' --- told (a) first spirit  (b) Second spirit  (c) third spirit  (d) fourth spirit.

Ans:- 

50.Here the cauldron sank into the ground, and a noise of --- was heard.--- (a) song (b) crying (c) music (d) laughing .

Ans:-

 51. Here the cauldron sank into the ground, there arose --- (a) six shadows (b)  eight shadows (c) nine shadows (d) three shadows.

Ans: -

52. With in the shadows the last one was --- (a) Macbeth (b) Banquo (c) Duncan (d) Lady Macbeth.

Ans:-

53. The name of the thane of Fife was --- (a) Macbeth (b) Malcolm (c) Macduff (d) Donalbain.

Ans:-

54. Macbeth was brutally slaughtered --- (a) Macduff (b) Macduff wife (c) Macduff's wife and children (d) Fleance. 

Ans:-

55. After Macbeth, new lawfull king was --- (a) Malcolm (b) Donalbain (c) Fleance (d) Macduff.

Ans:-

56.Macbeth was killed by ---  (a) Malcolm (b) Donalbain (c) Fleance (d) Macduff.

Ans:-

57. Rearrangement of sentence:-

I. Macbeth entered Duncan’s room, and slew the hapless king. 

II.Macbeth thus returned to his wife who by now started to think that he had failed in his objective. 

III.As he advanced towards the bed-chamber he visualized another dagger hanging in the air.

IV.  Macbeth tried to grasp the dagger, but it faded into the air. 

(a) I, II, III, IV. (b) I, III, IV, II (c) I, IV, III, II (d) IV,  III, II, I 

Ans:-

58. Chose the false statement :-

(I) Macbeth's castle name was Inverness. 

(II) It was pleasantly situated on a hill and the air about it was sweet and wholesome. 

(III)  The king was not  extremely pleased by the attention and respect of Lady Macbeth.

59.Tired of his long journey the king went early to bed.

(a) II (b) III (c) IV  (d) I.

Ans:-

60. assertion:- Many nobles fled to join Malcolm and Macduff.

Reason :- Macbeth set upon the castle of Macduff and brutally slaughtered his wife and children. 

(a) both A and R are false.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:-




Saturday, August 31, 2024

xiiExam (2024)

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস:- দ্বাদশ শ্রেনী ; বিষয় :- বাংলা 

পূর্ণমান:- 35 ; সময়:- 45 মিনিট 

১. সঠিক বিকল্পটি বেচে নাও:- 

১.১ মৃত্যুঞ্জয় কাড়াকাড়ি করে মারামারি করে খিচুড়ি খায়-(ক) দোকানে (খ) লঙ্গরখানায় (গ) ফুটপাতে (ঘ) রেশন দোকানের সামনে ।

১.২ উচ্ছবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিল- (ক) ভজন চাকর (খ) বাসিনি (গ) তান্ত্রিক (ঘ) ছোটোবউ-এর বাবা ।

১.৩ "জয় মা কালী। যবন নিধনে অবতীর্ণ হও মা!"-বলে গর্জে উঠেছিল-(ক) ভটচাজমশাই (খ) নকড়ি নাপিত (গ) জগা (ঘ) নিবারণ বাগদি ।

১.৪ টুনুর মায়ের ঠাঁই হয়েছিল- (ক) বারান্দায় (খ) বিছানায় (গ) রোয়াকে (ঘ) তত্তোপোশে ।

১.৫ একদা পেশাদার লাঠিয়াল ছিল- (ক) নিবারণ বাগদি (খ) ফজলু শেখ (গ) নকড়ি নাপিত (ঘ) করিম ফরাজি। 

১.৬ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস- (ক) রাত্রির অন্ধকারকে আলোড়িত করে (খ) রাত্রির নিঃসঙ্গ অন্ধকারকে আলোড়িত করে (গ) রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে (ঘ) শীতের দুঃস্বপ্নকে আলোড়িত করে।

১.৭ "সত্য যে কঠিন" কবি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, যে অভিজ্ঞতাকে আশ্রয় করে- (ক) তা আঘাত ও বেদনায় পরিপূর্ণ (খ) তা যন্ত্রণায় পরিপূর্ণ (গ) তা আঘাতে পরিপূর্ণ (ঘ) তা বেদনায় পরিপূর্ণ।

১.৮ "এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল"-কী শুনে আর পড়ে এসেছিল-(ক) রোগ-ব্যধিতে মৃত্যু (খ) দুর্ঘটনায় মৃত্যু (গ) অনাহারে মৃত্যু (ঘ) রাজনৈতিক কারণে মৃত্যু ।

১.৯ "বিরাশি বছরটা অনেক বয়স"-বিরাশিতে শ্বশুর কেমন ছিলেন- (ক) সরল (খ) টুনকো (গ) টনকো (ঘ) ফোঁপরা ।

১.১০  নিখিল ও মৃত্যুঞ্জয় একই পদে থাকলেও মৃত্যুঞ্জয়ের মাইনে' পঞ্চাশ টাকা বেশি হওয়ার কারণ কী- (ক) বয়সে বড়ো (খ) কাজে দক্ষ (গ) বাড়তি কাজের জন্য (ঘ) যাতাযাতে বেশি খরচ হয়।

১.১১ মেজ আর ছোটো ছেলে বারো মাস কী চালের ভাত খায় (ক) বাসমতি (খ) ঝিঙেশাল (গ) পদ্মজালি (ঘ) মিনিকিট ।

১.১২ "এক সময় দাগি ডাকাত ছিল"-কে এক সময় 'দাগি ডাকাত ছিল'- (ক) নিতাই মার্জিত (খ) ফজলু শেখ (গ) করিম ফরাজি (ঘ) নিবারণ বাগদি ।

১.১৩ শহরের অসুখটি কী-(ক) দূষণ বাড়ানো (খ) বহুতল বাড়ি বানানো (গ) হাঁ করে সবুজ খাওয়া (ঘ) জঞ্জালে

ভরিয়ে তোলা ।

১.১৪  জলের অন্ধকারে কোথায় আগুন লাগে-(ক) খড়ের ঘরে (খ) সন্ধ্যার জলশ্রোতে (গ) ধূসর ফেনায় ।

১.১৫ "The Night is Calling me" সংলাপটি কার লেখা- (ক) বানার্ড শ (খ) শেলি (গ) শেকসপিয়র (ঘ) বায়রন ।

১.১৬"পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।"-উক্তিটি করেছেন- (ক) অমর (খ) বৌদি (গ) শম্ভু


(ঘ) নাট্যকার।

১.১৭  নিখিলের কল্পিত গুদামে কতগুলি তালা লাগানো ছিল-(ক) একচল্লিশটা (খ) কুড়িটা (গ) একতিরিশটা (ঘ) একুশটা ।

১.১৮  উচ্ছব নাইয়ার পিতার নাম কী-(ক) রাইচরণ (খ) রায়চরণ (গ) রামচরণ (ঘ) হরিচরণ ১.৩ একসময় দাগি ডাকাত ছিল কে-(ক) নিবারণ বাগদি (খ) করিম ফরার্জি (গ) নকড়ি নাপিত (ঘ) মোল্লা সাহেব ।

১.১৯ চৌকিদারের উর্দির রং কি ছিল-(ক) নীল (খ) জলপাই রং (গ) খাকি (ঘ) গেরুয়া।

১.২০  কবি কোথায় জেগে উঠেছিলেন- (ক) ভাগিরথীর কূলে (খ)' রূপনারায়ণের কূলে (গ) দামোদরের কূলে (ঘ) মহানদীর কূলে।

১.২১  পথের দুধারে ছায়া ফেলে-(ক) আম গাছ (খ) দেবদারু গাছ (গ) মহুয়া গাছ (ঘ) শাল গাছ ।

১.২২ কোথায় কবির বহুদিন কাটেনি- (ক) শহরে (খ) বিদেশে (গ) জঙ্গলে (ঘ) সমুদ্র সৈকতে।

১.২৩  "জীবন শুকিয়ে যাচ্ছে।"-এ কথার বস্তা কে-(ক) শম্ভু (খ) অমর (গ) বৌদি (ঘ) সার্জেন্ট ।

১.২৪ হাসির খোরাক পাওয়া যাবে কোথায়- (ক) জীবনের মধ্যে (খ) ঘরের মধ্যে (গ) বাইরে (ঘ) নায়ক নায়িকার মধ্যে ।

১.২৫  পাঞ্জাসাহেব-এ কী হয়েছিল- (ক) অনশন (খ) সাকা (গ) আন্দোলন (ঘ) ধর্মঘট ।

২. যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও :- 

 ২.১ "একটা কাজ করে দিতে হবে ভাই"-কাজটা কী?

 ২.২ "হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল”-দৃশ্যটি কী?

 ২.৩ রূপনারাণের কূলে জেগে উঠে কবি কী জানলেন?

 ২.৪ শহরে সবুজের অনটন কেন? 

 ২.৫ “ওঃ দাতা কর্ণ যে"-কে, কাকে, কখন এ কথা বলেছিলেন? 

২.৬ ' ওঁর কাছে জল পেতে পার।"-কার কাছে জল পাওয়া যেতে পারে?

২.৭ ফাঁপি কাকে বলে?

 ২.৮ উচ্ছব দেশে কার জমিতে চাষ করত? 

২.৯ কবি কেন কঠিনকে ভালোবেসেছেন?

  ২.১০  "মাঝে মাঝে শুনি" বস্তা কী শোনেন?

 ২.১১  "আমি দেখি"-কবি কী দেখতে চান?

 ২.১২ কোন্ নাটক দেখে আইজেনস্টাইন প্রভাবিত হয়েছিলেন? 

২.১৩ উনি রীতিমতো হতভম্ব"-কে হতভম্ব? কেন?



বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস:- দ্বাদশ শ্রেনী ; বিষয়:- বাংলা 

পূর্নমান:- 30 ; সময়:- 45 মিনিট

১) সঠিক বিকল্পটি নির্বাচন করো :- ২০×১=২০

১.১) টপ্পা গানকে জনপ্রিয় করেন --- (ক) বেগম আখতার (খ) রামনিধি গুপ্ত  (গ) ভূপেন হাজারিকা  (ঘ) স্বপন কুমার রায়।

১.২) অস্বচ্ছ জলরঙে আকা ছবিকে বলে --- (ক) ওয়াশ (খ) গুয়াশ  (গ) স্কেচ (ঘ) পট ।

১.৩) Indian Statistical Imstitution প্রতিষ্ঠা করেন --- (ক) জগদীশ চন্দ্র বসু  (খ) মেঘনাদ সাহা (গ) সত্যেন্দ্র নাথ বসু  (ঘ) পি সি মহলানবিশ ।

১.৪) একজন কবিয়াল হলেন --- (ক) হরু ঠাকুর  (খ) লালন ফকির  (গ) রামপ্রসাদ সেন  (ঘ) গোবিন্দদাস কবিরাজ।

১.৫) বাংলার প্রথম সবাক চলচিত্র --- (ক)  জামাইষষ্টী (খ) রাজা হরিশচন্দ্র  (গ) মনের মানুষ  (ঘ) হারানো সুর ।

১.৬) সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সংগীত পরিচালনা করেছিলেন --- (ক) সত্যজিৎ রায় (খ)  পন্ডিত রবিশঙ্কর (গ)  ওস্তাদ বিলায়েত খাঁ (ঘ) ওস্তাদ বিসমিল্লাহ খাঁ । 

১.৭) কচ ও দেবযানী ছবিটির স্রষ্টা হলেন --- (ক) নন্দলাল বসু (খ)  অবনীন্দ্রনাথ ঠাকুর (গ)  যামিনী রায় (ঘ)  রামকিঙ্কর বেইজ । 

১.৮)মান্না দে দাদাসাহেব ফালকে পুরস্কার পান ---(ক)  2005 খ্রিস্টাব্দে (খ)  2007 খ্রিস্টাব্দে (গ)  2009 খ্রিস্টাব্দে (ঘ)  2011 খ্রিস্টাব্দে । 

১.৯)তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ---(ক)  সুনীতিকুমার চট্টোপাধ্যায় (খ) উইলিয়াম কেরি (গ) সুকুমার রায় (ঘ) উইলিয়াম জোন্স । 

১.১০)সবুজ দ্বীপের রাজা ছবির পরিচালক -- (ক) মৃণাল সেন (খ) সত্যজিৎ রায় (গ)  হৃত্বিক ঘটক (ঘ)  তপন সিনহা । 

১.১১) ভাষার বৃহত্তম একক হল --- (ক) ধ্বনি  (খ) বর্ন (গ) শব্দ  (ঘ) বাক্য ।

১.১২) চলতি বাংলায় স্বরধ্বনি হল --- (ক) ৭টি  (খ) ৯ টি  (গ) ১১টি (ঘ) ১৩টি ।

১.১৩) দাবা খেলার শ্রষ্টা হলেন --- (ক) সীতা  (খ) জনা (গ) পার্বতী (ঘ) মন্দোদরী ।

১.১৪) অব্যক্ত গ্রন্থের লেখক --- (ক) জে সি বোস  (খ) পি সি রায়  (গ) মেঘনাদ সাহা (ঘ) সি ভি রমন ।

১.১৫) দশরথী রায় যে গানের সঙ্গে যুক্ত --- (ক) গম্ভীরা  (খ) লোকগান  (গ) টপ্পা (ঘ) পাঁচালী ।

১.১৬) কোনটি বাগযন্ত্র নয় --- (ক) জিহ্বা  (খ) নাক  (গ) কান  (ঘ) কন্ঠ ।

১.১৭) মধ্যযুগের সন্তগন ছবিটি একেছেন --- (ক) বিনোদবিহারী (খ) নন্দলাল (গ) অবনীন্দ্রনাথ (ঘ) দেবীপ্রসাদ ।

১.১৮) একটি তাড়িত ধ্বনি হল --- (ক) ঝ  (খ) ম (গ) ঞ  (ঘ) ড় ।

১.১৯) শৈলী শব্দের অর্থ হল --- (ক) সৃষ্টি  (খ) রচনা  (গ) রীতি  (ঘ) রচনারীতি ।

১.২০) অভিধান বিজ্ঞানের পথিকৃত হলেন --- (ক) চমস্কি (খ) যাস্ক (গ) জনসন (ঘ) হরিচরন।

২) সংহ্মেপে উত্তর দাও:-  ১×১০=১০

২.১) মুন্ডমাল শব্দ কাকে বলে ?

২.২) ক্লিপিংস কী ? 

২.৩) নুন্যতম শব্দজোড় কাকে বলে ?  or, স্পর্শবর্ণ কী ?

২.৪) নাসিক্যবর্ন কোনগুলি ? 

২.৫) শব্দের ব্যাপকতা কী ? or, Dictionary শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় ?

২.৬) অযোগবাহ বর্ণ কাকে বলে ? 

২.৭) প্রতিপাদিক কী ? or, মৌলিক স্বরধ্বনি কী ?

২.৮) লা প্যারোল কী ?

২.৯) LAS এর পুরো কথা কী ? or, SOV কী ? 

২.১০) প্রত্যয় কী ? or, তদ্ভব শব্দ কী ?



Total No.of Printed Pages :                                                                               VCC/07/SKR25

VIVEKANANDA COACHING CENTRE

 2025

ENGLISH ( B ) 

( New Syllabus ) 

 Total Time : 1Hours 45 minutes.                                                                   Total Marks : 55


Instructions to the Candidates : 

1. Special credit will be given for answers which are brief and to the point .

 2. Mark's will be deducted from spelling mistakes , untidiness and bad handwriting 

3. Figures in the margin indicate full marks for the questions . 

1.A. Complete each of the following sentences , choosing the correct option from the alternatives provided : 1x4-4 

( 1 ) The parents of the blind girl came to see her off at- ( a ) Saharanpur ( b ) Rohana ( c ) Mussoorie ( d ) Dehra.

 ( ii ) Rameswaram was an island town of erstwhile- ( a ) Tamilnadu ( b ) Chennai ( c ) Madras ( d ) Karnataka.

( iii ) The long strap of Mrs. Jones ' purse slung across her- ( a ) head ( b ) shoulder ( c ) waist ( d ) legs.

( iv ) Kalam's father would take him to the mosque for ---(a)  dawn prayers  (b) afternoon prayers  (c) evening prayers (d) night prayers . 

 1.B. Complete each of the following sentences , choosing the correct option from the alternatives provided : 1x4-4

 ( i ) To kill a tree , it takes much- ( a ) labour ( b ) wealth ( c ) time ( d ) energy.

 ( ii ) The slow stream flows on the- ( a ) mountain top ( b ) bright grass ( c ) flowers ( d ) sun - soaked bed.

( ii ) The darling buds of May are shaken by- ( a ) the sun ( b ) the poet's friend ( c ) rough winds ( d ) nature's changing course.

( iv ) In winter , silence has been wrought by ( a ) the drowsy man ( b ) the Cricket ( c ) frost ( d ) the Grasshopper.

2. A. Answer any three  of the following questions each in a complete sentence :-

1×3=3

 ( i ) Where was the blind girl going to ?  ( ii ) Why did the blind narrator want to raise his hands ?  ( iii ) What opportunity does adversity always present? ( iv ) On which street was Kalam's ancestral house situated ?  ( v ) How old was Roger ?  ( vi ) Why did Roger want to snatch Mrs. Jones ' purse ?

 2. B. Answer any three of the following questions each in a complete sentence :-

1×3=3

( i ) How does a tree grow ? ( ii ) How long does the root of a tree hidden ? ( ili ) Where are the feet of the soldier ? ( iv ) Where does the stream flow ? ( v ) How does the eye of heaven ' sometimes shine in summer ? ( vi ) What will give life to the poet's friend ? ( vi ) What tires out the grasshopper ( viii ) Who has never done with delights in Keats ' sonnet ?

3. Answer any two of the following questions each in about 100 words:- 6×2=12

(i) "I love the hills. Especially in October." --- Who made this remark? Whom did the speaker say so? What did the speaker love the hills, especially in October?  [1+1+4]

(ii) "I normally ate with my mother." -- Who ate with his mother? Write the name of his mother. Where did he eat with his mother? What did he eat?  [1+1+1+3]

(iii) " I would teach you right from wrong " --- Who said this, to Whom and when? How did the speaker transform the person spoken to here? 1+1+1+3

(iv)  "You have an interesting face . " - Who said this ? When did the speaker make this remark ? What was the reaction of the person spoken to ? [1+2+3]

4. Answer any two of the following questions each in about 100 words:- 6×2=12

(i) Justify the title of the poem 'On Killing a Tree'.  6

(ii) Describe 'Asleep in the Valley' as an anti-war poem.  6

(iii) How does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in Sonnet 18?  6

(iv) Why does Keats feel that the poetry of earth is never dead? 6

5. Read the following passage and answer the questions that follow : 

The cinema is an outstanding wonder of this modem age . Apart from the great pleasure it gives us , it is a means of entertainment . It is in many ways , an education in itself , and no regular patron of the cinema can ever be called illiterate . The cinema is also a very valuable asset to educationists in imparting knowledge . The film companies , from time to time , produce historical pictures , and these pictures are of great assistance to the teacher of history . A couple of hours spent in the company of historical personages dressed in the proper dress of the period can teach us far more than we can learn from a whole week's browsing in a history textbook . Even some of Shakespeare's dramas and comedies have been filmed and we thereby gain a much better idea of the play than would be possible from a casual reading of it . 

( a ) State whether the following statements are True or False , Write T for True and ' F ' for  False . ( You need not write the sentences , write only the numbers ) : 3x1=3

 ( i ) There is no wonder attached to the cinema in modern age .

 (ii ) The cinema has nothing to do with education . 

( iii ) A regular patron of the cinema should not be considered illiterate . 

 ( b ) Answer each of the following questions in about 30 words : 2x2= 4

 ( i ) What is the importance of the cinema ? 

( it ) How can the cinema assist a history teacher ? 

7. Write a report on the celebration of Kanyashree Day on 14th August in your school.  10

Or,

You have lost your bank passbook. Write a letter to the manager of the bank requesting him to issue a duplicate passbook.  10




VIVEKANANDA COACHING CENTRE

CLASS:- XII; SUB:- ENGLISH(B)

F.M:- 50; TIME:- 1 HOUR 45 MINUTES

Name:- ----------------------------------------

A. Answer  the following questions, each in a complete sentence :-  1X20=20

1. What did Abdul Kalam's father use to avoid?  Or, What did Kalam's father say about the importance of prayer ?

Ans:-

2. What does the eye of heaven refer to ? Or, " And then it is done ? " - When it is done ?

Ans:-

3. Who was the priest of the Rameswaram temple? 

Ans:-

4. What did the narrator ask the new traveller about the girl ? Or, Why did the narrator think that his voice must have startled the girl? 

Ans:-

5. What was meant by leprous hide ? Or, Whose voice shall run from hedge to hedge ?

Ans:-

6. Where are the  feet of the soldier placed ? Or, Where does the tree's strength lie ?

Ans:-

7. What shoes and jeans was Roger wearing ? Or, Where was the girl getting off ?

Ans:-

8. When and where did Roger and Mrs Jones meet ? Or, What does Kalam's father say about the relevance of prayer ?

Ans:-

9. Describe the ancestral house of Kalam.

Ans:-

10. Who came to see off the girl? Or, What were the first two things that the narrator of "The Eyes Have It" liked about the girl?

Ans:-

11. What was the girl tired of?

Ans:-

12.Why did the voice of the  narrator startle the girl? Or,  Why did the narrator face the window? 

Ans:-

13. in which did Abdul Kalam's father have an ideal helpmate ? Or, What would Kalam usually have in lunch ?

Ans:-

14. Who was bestowed the title of ' Bahadur ' In " Strong Roots " ? 

Ans:- 

15.When did the father of APJ Abdul Kalam get up from bed ? Or, What did Kalam's father do with the bowls of water ?

Ans:-

16.Where did Roger fall on losing his balance? Or, What did Mrs. Luella Jones ask the boy to pick up?

Ans:-

17. "I got a great mind to..." What did she think of doing? 

Ans:-

18." And then it is done. " ---  Which act is referred to here ?   Or, What does the phrase , ' the anchoring earth ' mean ?

Ans:-

19.Why cannot a ' simple jab of knife ' kill a tree ? Or, What shall death not brag in Shakespeare's sonnet no. 18? 

Ans:-

20.How long will the young man be remembered in Shakespeare's sonnet no. 18? Or, Who harms the flowers of summer?

Ans:-

B.Write a letter to the editor of an English daily within 120 words about the thoughtless use of loudspeaker . 10

Or, 

Write a letter to the editor of an English daily within 120 words about the bad condition of hospital in your locality . 10

Ans:-

C.Write a report on Republic Day  celebrated in your school. The report will be published in your school magazine. 10

Or,

Write a report on Annual Sport Day celebrated in your school. The report will be published in your school magazine. 10

Ans:-

D. Suppose you want to take educational  loan from a bank. Write a letter to the branch manager for applying educational loan.

Or, 

Suppose you have lost your Hero 125 cc motor bike.  Write a letter to the officer in charge of your local police station.


VIVEKANANDA COACHING CENTRE

CLASS:-XII, SUB:- ENGLISH(B)

F.M:- 40, TIME:- 1HOUR 20 MINUTES

A. Answer any 50 questions :- 50x1=50

( 1) How is the ' gold complexion ' of the sun dimmed ? 

 ( 2 ) What does the phrase ' earth cave ' refer to ?

(3)In which town was Dr. A.P.J Abdul Kalam born ?

 (4) How long will the young man be remembered in Shakespeare's Sonnet No.18 ?

 (5) What does the ' eye of heaven ' refer to ?

 (6 ) What shall death not brag about in Shakespeare's poem ?

 (7) Who broke into the narrator's reverie ?

 (8) What , according to Dr. A.P.J. Abdul Kalam's father does adversity always present ?

 (9 ) Who did the narrator of ' The Eyes Have It ' think to be formidable creatures ?

 (10 ) What does Kalam's father say about the im portance of prayer ? 

(11) What did Abdul Kalam's father use to avoid ?

 (12) Who was the priest of the Rameswaram temple ?

(13) What did the narrator ask the new fellow traveller about the girl ? 

 ( 14 ) Who was a very close friend of Abdul Kalam's father ?

 (15 ) Why did Mrs. Jones call the boy a liar ?

 ( 16 ) Where did Roger fall on losing his balance ? 

 (17 ) In what form of verse is the poem ' On Killing a Tree ' written ? 

( 18 ) Where did Mrs. Jones work ?

 ( 19 ) What does the line ' And every fair from fair sometime declines ' mean ? 

( 20 ) What , according to the narrator of Ruskin Bond's story " The Eyes Have It ' is the best time to visit the hills ?

( 21) What is meant by ' leprous hide ' ?

 ( 22 ) What does ' the eye of heaven ' refer to ? 

( 23 ) In which month can the ' darling buds ' be seen ?

(24) When did Roger and Mrs. Luella Bates Washington Jones meet ?

 (25) What shoes and jeans was Roger wearing ?

 ( 26) Who did the narrator of " The Eyes Have It ' think to be formidable creatures ?

( 27 ) Where does the soldier lie stretched ?

( 28 ) Where does the tree's strength lie ? 

 ( 29 ) '' So long lives this , " - What is referred to by the word ' this ' ?

 ( 30 ) From where would the curled green twigs rise ? 

( 31 ) What does Kalam's father say about the relevance of prayer ?

( 32 ) What advice did Mrs. Jones give to Roger at the end of the story ? 

( 33 ) Describe the ancestral house of Kalam .

 ( 34 ) What remark did the narrator make about people with good eyesight ? 

 ( 35 ) What did Mrs. Luella Jones ask the boy to pick up ? 

( 36 ) How does a tree grow ? 

 ( 37 ) Which part of the tree is the most sensitive , white and wet ?

 ( 38 ) According to Mrs. Jones , how old was the boy ? 

 ( 39 ) What was the full name of Mrs. Jones ? 

( 40 ) Who was the priest of the Shiva temple in ' Strong Roots ' ? 

( 41 ) How did the narrator in ' The Eyes Have It ' describe the voice of the blind girl ?

 ( 42 ) Who was bestowed the title of ' Bahadur ' in ' Strong Roots ' ? 

 ( 43 ) Whom did Kalam normally eat with?

 ( 44 ) How did Kalam's father start his day?

(45) What is meant by ' summer's lease ' in Sonnet No. 18 ?

( 46 ) What were the first two things that the narrator of "The Eyes Have It" liked about the girl? 

( 47 ) What did the woman instruct the girl?

( 48 ) What is the blind girl's voice compared to?

( 49 ) What causes the bark of a tree to blead? 

( 50 )How does a tree grow?





বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী ; বিষয় :- বাংলা 

পূর্ণমান :- 25 ; সময় :- 40 মিনিট 

 A. অনধিক কুড়ি টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও : - ( 25 টি ) 25x1 = 25

1." কঠিনেরে ভালোবাসিলাম " --- কঠিনকে ভালবাসলেন কেন ?

 2. কবি কীভাবে সকল দেনা শোধ করে দিতে চান? 

3.  " আমার দরকার শুধু" --- কবির কী দরকার  ? 

4. " যা পারি কেবল " --- কে কি পারেন ? 

5. উৎসবের বাদায় কি কি হয় ?  

6.  "রাজা রথারোহনম নটয়তি" --- শব্দের অর্থ কী?

7. " এখনো আগুন জ্বলছে তাদের " ' --- কারা কেন আগুন জ্বালিয়ে ছিল ? 

8. পাঞ্জাসাহেবে সাকা হলে কী করত?

9.  “ তাই লোকের মেজাজ বিগড়ে গেল " – লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? 

10.  নিখিল মৃত্যুঞ্জয়ের থেকে কেন কতটাকা বেশি মাইনে পেত ?

11. কবি শিশির ভেজা সবুজ সকালে কী দেখেছিলেন ? 

12.  বড় পিসিমা আর বিয়ে হয়নি কেন ? 

13. শম্ভু মিত্রের মতে পৃথিবীতে সবথেকে পপুলার জিনিস কি ? 

14. " মার সঙ্গে তর্ক শুরু করি " --- - কোন বিষয় নিয়ে তর্ক ? 

15.  " গভীর বিশাল শব্দ " --- কিসের শব্দ ? 

16.  " বহুরূপী তখন লাটে উঠবে " --- বহুরূপী কী ? 

17.  আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান ? 

18.  “ খামোখা হাসি পেলেই হল ? ” – কী করলে ঠিকঠাক হাসি পাবে ? 

19. নাট্যকার মারাঠি তামাশায় কী দেখেছিলেন ? 

20. “ চৌকিদার হাঁ করে দেখছে ? ” – কী দেখছে ? 

21.  “ বাসিনী থমকে দাঁড়ায় ” -কেন ? 

22. নিজেকে না খাইয়ে মারা বড় পাপ ” - এ কথা শুনে মৃত্যুঞ্জয় কী বলেছিল ? 

23.  হরিণটি ভোরের আলোয় নেমে প্রথমে কী করেছিল ? 

 24. পাঞ্জাসাহেবে সাকা হলে কী করত?

 25. বাদামি হরিণ সারারাত কোন্ কোন্ গাছের বনে ঘুরে বেড়িয়েছিল?

26. তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।' অদ্ভুত দৃশ্যটি কী ছিল? 

27.  'অলস সূর্য দেয় এঁকে অলস সূর্য কী এঁকে দেয়? 

28. মেজো বউ শাশুড়ির জন্য কোন মাছ রান্ন্  করেছিল ? 

29. বৃষ্টি সম্পর্কে ডাক পুরষের বচনে  কী বলা  আছে? 

30. কখন নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে উঠেছিল। ?





Saturday, August 24, 2024

xii Beng

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস:- দ্বাদশ শ্রেনী ; বিষয়:- বাংলা 

পূর্নমান:- 30 ; সময়:- 45 মিনিট

১) সঠিক বিকল্পটি নির্বাচন করো :- ২০×১=২০

১.১) টপ্পা গানকে জনপ্রিয় করেন --- (ক) বেগম আখতার (খ) রামনিধি গুপ্ত  (গ) ভূপেন হাজারিকা  (ঘ) স্বপন কুমার রায়।

১.২) অস্বচ্ছ জলরঙে আকা ছবিকে বলে --- (ক) ওয়াশ (খ) গুয়াশ  (গ) স্কেচ (ঘ) পট ।

১.৩) Indian Statistical Imstitution প্রতিষ্ঠা করেন --- (ক) জগদীশ চন্দ্র বসু  (খ) মেঘনাদ সাহা (গ) সত্যেন্দ্র নাথ বসু  (ঘ) পি সি মহলানবিশ ।

১.৪) একজন কবিয়াল হলেন --- (ক) হরু ঠাকুর  (খ) লালন ফকির  (গ) রামপ্রসাদ সেন  (ঘ) গোবিন্দদাস কবিরাজ।

১.৫) বাংলার প্রথম সবাক চলচিত্র --- (ক)  জামাইষষ্টী (খ) রাজা হরিশচন্দ্র  (গ) মনের মানুষ  (ঘ) হারানো সুর ।

১.৬) সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সংগীত পরিচালনা করেছিলেন --- (ক) সত্যজিৎ রায় (খ)  পন্ডিত রবিশঙ্কর (গ)  ওস্তাদ বিলায়েত খাঁ (ঘ) ওস্তাদ বিসমিল্লাহ খাঁ । 

১.৭) কচ ও দেবযানী ছবিটির স্রষ্টা হলেন --- (ক) নন্দলাল বসু (খ)  অবনীন্দ্রনাথ ঠাকুর (গ)  যামিনী রায় (ঘ)  রামকিঙ্কর বেইজ । 

১.৮)মান্না দে দাদাসাহেব ফালকে পুরস্কার পান ---(ক)  2005 খ্রিস্টাব্দে (খ)  2007 খ্রিস্টাব্দে (গ)  2009 খ্রিস্টাব্দে (ঘ)  2011 খ্রিস্টাব্দে । 

১.৯)তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ---(ক)  সুনীতিকুমার চট্টোপাধ্যায় (খ) উইলিয়াম কেরি (গ) সুকুমার রায় (ঘ) উইলিয়াম জোন্স । 

১.১০)সবুজ দ্বীপের রাজা ছবির পরিচালক -- (ক) মৃণাল সেন (খ) সত্যজিৎ রায় (গ)  হৃত্বিক ঘটক (ঘ)  তপন সিনহা । 

১.১১) ভাষার বৃহত্তম একক হল --- (ক) ধ্বনি  (খ) বর্ন (গ) শব্দ  (ঘ) বাক্য ।

১.১২) চলতি বাংলায় স্বরধ্বনি হল --- (ক) ৭টি  (খ) ৯ টি  (গ) ১১টি (ঘ) ১৩টি ।

১.১৩) দাবা খেলার শ্রষ্টা হলেন --- (ক) সীতা  (খ) জনা (গ) পার্বতী (ঘ) মন্দোদরী ।

১.১৪) অব্যক্ত গ্রন্থের লেখক --- (ক) জে সি বোস  (খ) পি সি রায়  (গ) মেঘনাদ সাহা (ঘ) সি ভি রমন ।

১.১৫) দশরথী রায় যে গানের সঙ্গে যুক্ত --- (ক) গম্ভীরা  (খ) লোকগান  (গ) টপ্পা (ঘ) পাঁচালী ।

১.১৬) কোনটি বাগযন্ত্র নয় --- (ক) জিহ্বা  (খ) নাক  (গ) কান  (ঘ) কন্ঠ ।

১.১৭) মধ্যযুগের সন্তগন ছবিটি একেছেন --- (ক) বিনোদবিহারী (খ) নন্দলাল (গ) অবনীন্দ্রনাথ (ঘ) দেবীপ্রসাদ ।

১.১৮) একটি তাড়িত ধ্বনি হল --- (ক) ঝ  (খ) ম (গ) ঞ  (ঘ) ড় ।

১.১৯) শৈলী শব্দের অর্থ হল --- (ক) সৃষ্টি  (খ) রচনা  (গ) রীতি  (ঘ) রচনারীতি ।

১.২০) অভিধান বিজ্ঞানের পথিকৃত হলেন --- (ক) চমস্কি (খ) যাস্ক (গ) জনসন (ঘ) হরিচরন।

২) সংহ্মেপে উত্তর দাও:-  ১×১০=১০

২.১) মুন্ডমাল শব্দ কাকে বলে ?

২.২) ক্লিপিংস কী ? 

২.৩) নুন্যতম শব্দজোড় কাকে বলে ?  or, স্পর্শবর্ণ কী ?

২.৪) নাসিক্যবর্ন কোনগুলি ? 

২.৫) শব্দের ব্যাপকতা কী ? or, Dictionary শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় ?

২.৬) অযোগবাহ বর্ণ কাকে বলে ? 

২.৭) প্রতিপাদিক কী ? or, মৌলিক স্বরধ্বনি কী ?

২.৮) লা প্যারোল কী ?

২.৯) LAS এর পুরো কথা কী ? or, SOV কী ? 

২.১০) প্রত্যয় কী ? or, তদ্ভব শব্দ কী ?



2024

বাংলা

 ' ক ' ভাষা

 ( নতুন পাঠ্যক্রম )

মোট সময় : 3 ঘন্টা 15 মিনিট                                                                                                         পূর্ণমান : 80

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ : 

1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । 

2. বর্ণাশুদ্ধি , অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে ।

 3. উপায়ে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে । 

1. সঠিক বিকল্পটি নির্বাচন করো : 1x18=18

1.1) “ কিছুই কি করা যায় না ” — কথাটি বলেছে ( ক ) মৃত্যুঞ্জয় ( খ ) নিখিল ( গ ) টুনুর মা ( ঘ ) অফিসের কেউ ।

1.2) উচ্ছবকে ভাত খেতে দেয়নি ( ক ) সতীশবাবু ( খ ) সাধনবাবু ( গ ) বড়োবাবু ( ঘ ) বাসিনী।

1.3)বুড়িকে হরিবোল হরিবোল বলতে শুনেছিল ( ক ) নকড়ি নাপিত ( খ ) ভটচাজ মশাই ( গ ) নিবারণ বাগদি  ( ঘ ) চৌকিদার।

1.4)বুড়ির গায়ে জড়ানো ছিল ( ক ) চাদর ( খ ) তুলোর কম্বল  ( গ ) কম্বল ( ঘ ) কাপড় ।

1.5)বুড়োকর্তার জন্য তান্ত্রিক এনেছিলেন ( ক ) বড়ো বউয়ের বাবা ( খ ) মেজো বউয়ের কাকা  ( গ ) ছোটো বউয়ের বাবা ( ঘ ) ছোটো বউয়ের কাকা ।

1.6)কবি আপনারে চিনলেন ---  ( ক ) আঘাতে ( খ ) বেদনায় ( গ ) আঘাতে বেদনায় (ঘ) আনন্দে।

1.7) নীলনদের গ্লাসে মিশরের মানুষী রেখেছিল ---( ক ) হিরে   ( খ ) পান্না ( গ ) চুন্নি (ঘ ) মুক্তো।

1.8)সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবির নাম --- (ক)পথের পাঁচালী ( খ) আগন্তুক ( গ) সংবর্তনী ( ঘ ) অপুর সংসার।

1.9)জাপানি থিয়েটারের নাম ---  ( ক ) কাবুকি ( খ ) ইয়াৎসা ( গ ) তাকাহাসি ( ঘ ) কাবুকিরি।

1.10)' মালতী লতা দোলে গানটি গাওয়া হয়েছিল --- (ক) ফিল্মি কায়দায় (খ) ন্যকামি কায়দায় (গ) গানের সুরে (ঘ) নাচের তালে।

1.11) ' কালীনাথ সেনের গায়ে ছিল ---  ( ক ) গামছা ( খ ) কালো চাদর ( গ ) জামা (ঘ) পাগলু জামা।

1.12)' অব্যক্ত ' গ্রন্থটির লেখক ( ক ) মৃণাল সেন (খ ) ঋত্বিক ঘটক (গ) সত্যেন্দ্রনাথ বসু (ঘ)জগদীশচন্দ্র বসু ।

1.13)' সবুজ দ্বীপের রাজা ’ ছবির পরিচালক ছিলেন --- (ক) স্বপন কুমার রায় (খ) সত্যজিৎ রায় (গ) তপন সিনহা (ঘ) ঋত্বিক ঘটক। 

1.14) “ আর্মাডা যখন ডুবল ” - আর্মাডা হল ( ক ) রণতরী ( খ ) যুদ্ধজাহাজ ( গ ) যুদ্ধের সরঞ্জামবাহী জাহাজ ( ঘ ) ডুবোজাহাজ।

1.15) “ বাঃ বাঃ বুঢ়ঢ়া । আচ্ছাহি কিয়া । ” এই বুঢ়ঢ়া হলেন  --- ( ক ) রামব্রীজ ( খ ) কালীনাথ সেন  ( গ ) অজিতেশ বন্দ্যোপাধ্যায় ( ঘ ) রজনীকান্ত চট্টোপাধ্যায়। 

1.16)রজনীকান্ত ঘুমিয়েছিলেন --- ( ক ) মেঝেতে ( খ ) খাটেতে ( গ ) টেবিলে ( ঘ ) চেয়ারে ।

1.17) আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত ” — কথাটি বলেছিলেন ( ক ) রবীন্দ্রনাথ ( খ ) সুকান্ত ভট্টাচার্য ( গ ) বল্লভভাই প্যাটেল ( ঘ ) লালা লাজপত রাই। 

1.18)মিছিলের সামনের ছেলেটি খুব তীব্র গলায় বলে ওঠে ---  ( ক ) চাল চাই ( খ ) কাপড় চাই ( গ ) চাল চাই কাপড় চাই ( ঘ ) অন্ন চাই ।

2. অনধিক 20 টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : 1 × 12 = 12

2.1) অফিসে আসার পর মৃত্যুঞ্জয়কে দেখে নিখিল কী অনুমান করতে পারল ? 

অথবা, “ খামোখা হাসি পেলেই হল ? ” – কী করলে ঠিকঠাক হাসি পাবে ? 

2.2) “ আচ্ছা আমি আর একটা চেষ্টা করব ” - কে , কীসের চেষ্টা করার কথা বলেছেন ? 

অথবা, কী পোশাক পরে , কীভাবে রজনীকান্ত মধ্যরাত্রে মঞ্চে প্রবেশ করেছিলেন ? 

2.3) “ আমি তো চললাম- আবার দেখা হয় কিনা কে জানে ” - উক্তিটির উৎস কী ? 

অথবা, “ এখনও আগুন জ্বলছে তাদের " কাদের , কোন আগুন জ্বলছে । 

2.4) “ খরচ মেটাত কে ? ” – কীসের খরচ ? 

অথবা , “ ওঁর কাছে জল পেতে পার ” — কার কাছে জল পাওয়া যেতে পারে ? 

2.5) “ সবুজের অনটন ঘটে ” —কোথায় , কেন সবুজের অনটন ঘটে ? 

অথবা, “ যে কখনো করে না বঞ্চনা ” - সে কে ? সে কেন বঞ্চনা করে না ?

2.6)  “ যা পারি কেবল ” - কবি কী পারেন ? 

অথবা, “ অলস সূর্য দেয় এঁকে ” - কী আঁকে ? 

2.7) ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো ? 

2.8) ক্লিপিংস কী ?  

অথবা,  লা প্যারোল ( La parole ) কী ?

অথবা,  মৌলিক স্বরধ্বনি কাকে বলে ? উদাহরণ দাও ।

2.9) নাট্যকার মারাঠি তামাশায় কী দেখেছিলেন ? 

অথবা , “ সে রাজনীতি আমার জন্য নয় ” - কোন রাজনীতি , কার জন্য নয় ?

2.10) “ চৌকিদার হাঁ করে দেখছে ? ” – কী দেখছে ? 

অথবা , “ বাসিনী থমকে দাঁড়ায় ” -কেন ? 

2.11)নিজেকে না খাইয়ে মারা বড় পাপ ” - এ কথা শুনে মৃত্যুঞ্জয় কী বলেছিল ? 

অথবা , হরিণটি ভোরের আলোয় নেমে প্রথমে কী করেছিল ? 

2.12) নাসিক্যব্যঞ্জন কোনগুলি ?

3. অনধিক 150 শব্দে যে - কোন একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

3.1) “ আমি কী তা দেখতে পাচ্ছিস নে ? ” - কে , কোন্ প্রশ্নের উত্তরে এ কথা বলেছে ? তার এই কথার মধ্য দিয়ে লেখক কোন্ বার্তা পৌঁছে দিতে চেয়েছেন ? 

3.2) “ তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধূলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় ” — উৎস নির্দেশ করো । কীভাবে মৃত্যুঞ্জয়ের গা থেকে সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় ?

4. অনধিক 150 শব্দে যে - কোন একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

4.1) মহুয়ার দেশ কবিতায় নাগরিক যন্ত্রনার যে চিত্র তুলে ধরেছেন তা আলোচনা করো।

4.2) গাছের সবুজটুকু শরীরে দরকার --- উক্তিটির তাৎপর্য লেখ।

5. অনধিক 150 শব্দে যে - কোন একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

5.1) "আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক " --- এরকম মনে হওয়ার কারণ কী? 

5.2) বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা লেখ।

6. অনধিক 150 শব্দে যে - কোন একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

6.1) " গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।" --- গল্পটা কী? গল্প শুনে লেখকের কেমন প্রতিক্রিয়া হয়েছিল?

6.2) " সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা।" --- প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো।

7. অনধিক 150 শব্দে যে - কোন একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

7.1) "তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো।" --- লেখক কাকে, কীভাবে, কেন সাহায্য করতে বলেছেন?

7.2) "তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল।" --- প্রজাদের বিদ্রোহের কারণ কী? তাদের নেতা কে ছিলেন?

8. অনধিক 150 শব্দে যে - কোন একটি প্রশ্নের উত্তর দাও : 5 × 1 = 5

8.1) শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো।

8.2) উদাহরণ সহ স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূল বিষয়টি বুঝিয়ে দাও।

9. অনধিক 150 শব্দে যে - কোন দুটি প্রশ্নের উত্তর দাও : 5 × 2 = 10

9.1) পট শব্দের অর্থ কী? পট শিল্প সম্পর্কে লেখ।

9.2) রামায়ণে বর্নিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালীর অবদান লেখ।

9.3) চিত্র শিল্পের ধারায় যামিনী রায়ের অবদান লেখ।

9.4) বাঙালীর সংগীতের ইতিহাসে মান্না দের অবদান লেখ।

10. নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি 400 শব্দের মধ্যে 1 টি প্রবন্ধ রচনা করো : 10x1 = 10 

10.1 ) নিক্সে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

পৃথিবী সৃষ্ঠির মূহুর্তে তাপ

 ঊষ্ণায়ন রোধে ভাবনা

 বিশ্ব উষ্ণায়ন 

উষ্ণায়নের প্রভাব

 পৃথিবীতে উষ্ণায়নের সূচনা

10.2 ) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো : 

মাতৃভাষার মাধ্যমে শিক্ষা 

শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ , জগতে এই সর্বজনস্বীকৃত নিরতিশয় সহজ কথাটা বহুকাল পূর্বে একদিন বলেছিলাম , আজও তার পুনরাবৃত্তি করব । সেদিন ইংরেজি শিক্ষার মন্ত্রমুগ্ধ কর্ণকুহরে অশ্রাব্য হয়েছিল আজও যদি তা লক্ষ্যভ্রষ্ট হয় তবে আশা করি পুনরাবৃত্তি করবার মানুষ বারে বারে পাওয়া যাবে । 

10.3 ) প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো : 

বিতর্কের বিষয় : বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানায় । 

মতের পক্ষে : নিজের চাহিদা ও পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচনের সুযোগ দেয় বিজ্ঞাপন । কিন্তু নির্মাতারা মিথ্যা প্রলোভন সৃষ্টি করে ক্রেতাকে বিভ্রান্ত করে । রুচিহীন বিজ্ঞাপন সমাজের ক্ষতি করে । মুনাফা লাভের জন্য পন্য নির্মাতারা ভুল তথ্য পরিবেশন করে । 

10.4 ) প্রদত্ত সুর ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো : সত্যজিৎ রায়

 জন্ম : 2 রা মে , 1921. আধুনা বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা । 

পরিচয় : পিতা সুকুমার রায় , বিখ্যাত কবি । মাতা সুপ্রভা দেবী । পিতামহ বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর । রায় চৌধুরী । জন্মের তিন বছরে পিতৃবিযোগ । 

শিক্ষা : কলকাতার প্রেসিডেন্সিতে অর্থনীতির শিক্ষা লাভ । শান্তিনিকেতনে কলা শিক্ষা । সানিধ্য লাভ ।

কর্মজীবন : ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থায় কর্মজীবন আরম্ভ ( 1943 ) বিখ্যাত কবি , লেখক , চিত্রপরিচালক । 1943 মালে পথের পাচালী নিয়ে চিত্র পরিচালনা । পরে গুপি গাইন বাঘা বাইন ( 1968 ) , অপরাজিত ( 1965 ) , প্রতিদ্বন্দ্বী ( 1970 ) , সীমাবদ্ধ ( 1971 ) , জন অরস্য ( 1972 ) চিত্র পরিচালনা । সাহিত্যকীর্তি : ফেলুদা ও শঙ্কু চরিত্রের শ্রষ্ঠা । ' একেই বলে শুটিং ( 1979 ) , বিষয় চলচ্চিত্র ( 1982 ) গ্রন্থের রচয়িতা । 

সম্মান : 1985 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার । মৃত্যুর আগে ভারতরত্ন পুরস্কার । 

মৃত্যু : 23 শে এপ্রিল , 1992 সাল । } 1


অলৌকিক 

মান- 5

১) 'গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল।' --- গল্পটির বর্ণনা দাও। গল্প শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? ৪+১

অথবা, 

'গল্পটা মনে পড়লেই হাসি পেত। ' --- গল্পটির বর্ণনা দাও। লেখকের হাসি পেত কেন?

অথবা,

'গল্পটা বার কয়েক গুরুদ্বারেতেও শুনেছি। ' --- গল্পটির বর্ণনা দাও। গল্প শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? ৪+১

অথবা,

'গল্পটা আমাদের স্কুলে শোনানো হল। ' --- গল্পটির বর্ণনা দাও। গল্প শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? ৪+১

অথবা, 

'গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। ' --- গল্পটির বর্ণনা দাও। গল্প শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? ৪+১

অথবা, 

' সন্ধ্যায় ফেরার পথে মা ছোটো বোনকে পাঞ্জাসাহেবের গল্প বলছিল। ' --- গল্পটির বর্ণনা দাও। গল্প শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল? ৪+১

২) ' সারাদিন একফোঁটা জলও মুখে দিতে পারিনি। ' --- লেখকের এমন প্রতিক্রিয়ার কারন কী ব্যাখ্যা করো। ৫

অথবা,

' মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। ' --- ঘটনাটির বর্ননা দাও। লেখকের কেমন প্রতিক্রিয়া হয়েছিল? ৪+১

অথবা, 

' চোখের জলটা তাদের জন্য। ' --- ঘটনাটির বর্ণনা দাও। লেখক কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন? ৩+২

অথবা,

' খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। ' --- প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটির বর্ণনা দাও। ৫

আমার বাংলা 

উচ্চ মাধ্যমিক ছাএছাত্রীদের  জন্য পূর্নাঙ্গ সহায়ক গ্রন্থ 'আমার বাংলা ' থেকে শুধুমাত্র বর্ননাধর্মী উত্তর ভিত্তিক 5 নম্বরের প্রশ্ন থাকে। আমরা এখানে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা উত্তর দেখে নেব। 
'আমার বাংলা' গ্রন্থটি লেখক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এগারোটি অংশে রচিত এই গ্রন্থটি সুভাষ মুখোপাধ্যায় কাশ্মীরের ছেলে জলিমোহন কলকে উৎস্বর্গ করেছেন। গ্রন্থটির বিভিন্ন অংশ 1353 বঙ্গাব্দে 'রংমশাল পত্রিকায় ধাপে ধাপে প্রকাশিত হয়।
এগারোটি অংশে বিভক্ত এই গ্রন্থের কেবলমাত্র পাচটি অংশ  উচ্চ মাধ্যমিক  পরীক্ষার্থীদের সিলেবাসে অন্তভুক্ত করা হয়েছে। এই পাচটি অংশ হল- 
* গারো পাহাড়ের নীচে।
* ছাতির বদলে হাতি।
* কলের কলকাতা।
* মেঘের গায়ে জেলখানা।
* হাত বাড়াও।
WBCHSE Bengali note/WBCHSE Bengali questions /উচ্চমাধ্যমিক বাংলা ' আমার বাংলা গ্রন্থের প্রশ্ন উত্তর  '/আমার বাংলা  গ্রন্থ/Higher secondary Bengali questions /WBCHSE Bengali suggestion / higher secondary Bengali question/ গারো পাহাড়ের নীচে/ ছাতির বদলে হাতি/কলের কলকাতা/ মেঘের গায়ে জেলখানা/ হাত বাড়াও।

1.  "জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা'' - জঙ্গলে আগুন লাগানোর প্রসঙ্গ উল্লেখ করো। তখন কী মজা হয়? 2+3
উ:- লেখক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা 'গারো পাহাড়ের নীচে ' রচনায় গারো পাহাড়ের নীচে বাসবাসকারী গারো চাষীদের চাষবাস প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। গারো পাহাড়ে বসবাসকারী আদিবাসীদের চাষ করার জন্য হাল, বলদ, জমি কিছুই নেই। তারা পাহাড়ের পাথরময় জমিতে জঙ্গল পুড়িয়ে চাষাবাদ করে।  চৈত্র মাসে তারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। চৈত্র মাসের শুকনো ঝোপঝাড় দাউদাউ করে আগুন জ্বলে। লেখকের মতে 'যেন রাবনের চিতা-জ্বলছে তো জ্বলছেই'। ধীরে ধীরে জঙ্গল পুড়ে পাহাড়ময় কালো ছাইয়ের আস্তরণ তৈরি হয়। সেই পোড়া ছাইয়ের ওপরে তারা ধান, তামাক সহ অন্যান্য ফসল ফলায়।
জঙ্গলে আগুন লাগলে বন্য পশুরা প্রান ভয়ে পালাতে থাকে। বন্য হরিণ, শুয়োর, বাঘ, অজগর ইত্যাদি জন্তুরা প্রান ভয়ে যে যেদিকে পারে পালাতে থাকে।  আর সেই সুযোগে আদিবাসীরা বন্য হরিণ ও শুয়োর শিকার করে মনের সুখে ভোজন করে। আর সেই শিকারকে কেন্দ্র করে রাত্রিবেলা তাদের নাচগানের আসর বসে। সেখানে তারা সবাই গোল হয়ে ঘিরে নাচগান করে। পাঠ্যাংশে এই মজার কথাই বলা হয়েছে।
2. গারো পাহাড়ের নীচে বসবাসকারী আদিবাসীদের বৈশিষ্ট্য আলোচনা করো। 5
উ:-  সুভাষ মুখোপাধ্যায়ের লেখা  গারো পাহাড়ের নীচে রচনায় জানা যায় গারো পাহাড়ের নীচে হাজং, গারো, ডালু, কোচ, বানাই ইত্যাদি উপজাতিরা  বসবাস করে । তাদের কতগুলো বৈশিষ্ট্য তাদেরকে অন্যান্যদের থেকে আলাদা করে তুলেছে। 
প্রথমত, তাদের ভাষা ও উচ্চারণের কথা বলা যায়। তারা 'ত' কে 'ট' বলে, আবার 'ট' কে বলে 'ত'; আবার 'দ' কে বলে 'ড' তেমনি 'ড'  কে বলে 'দ'। তাদের উচ্চারণ শুনলে হাসি পায় যখন তাদের দুধকে ডুড, তামাককে টামাক বলতে শোনা যায়।
দ্বিতীয়ত, তাদের ঘরবাড়ি গুলি সব উচ্চাসনে মাচার ওপর। বন্য জংলী পশুদের হাত থেকে বাচার জন্য এইরকম ব্যবস্থা। মাচার উপরেই তাদের রান্নাবান্না হয়।  তেমনি হাস, মুরগি ইত্যাদি পালিত পশুপাখিরাও এই মাচার উপরেই থাকে।
তৃতীয়ত, এদের মুখচোখে পাহাড়ি ছাপ লক্ষ্য করা যায়। এরা প্রধাণত চাষবাস করে জীবনযাপন করে। 
3. 'কিন্তুু হাতি- বেগার আর চলল না' - হাতি বেগার কী? তা আর চলল না কেন পাঠ্যাংশ অবলম্বনে লেখ? 2+3
উ:- সুভাষ মুখোপাধ্যায়ের লেখা 'গারো পাহাড়ের নীচে ' রচনায় পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলে প্রচলিত একটি জমিদারি আইনের কথা বলা হয়েছে। জমিদারের হাতি ধরার শখ পূরণ করার জন্য বিভিন্ন গ্রাম থেকে প্রজাদের জঙ্গলে আসতে হত। তারা জঙ্গলের চারপাশে বেড় দিয়ে দাড়াত। জমিদার ও তার সেপাইসন্ত্রীরা জঙ্গলের মাঝখানে বানানো মাচার উপরে বসে শিকার আরম্ভ করত। যে সমস্ত প্রজারা হাতি বেড় দিত তাদের কাউকে হয় সাপের কামড়ে নয়তো বাঘের মুখে প্রান দিতে হত। এটাই হাতিবেগার আইন।
গোরাচাদ মাস্টারের নেতৃত্বে প্রজারা হাতিবেগার আইনের বিরোধীতা করতে শুরু করে। প্রজারা ঐক্যবদ্ধ হয়ে এই আইনের বিরুদ্ধে মিটিং মিছিল করতে থাকে। কামারশালায়  তৈরি  দাঁ, কুড়ুল, ইত্যাদি আস্ত্রশস্ত্র নিয়ে প্রজারা জমিদারি পল্টনদের সঙ্গে লড়াই করতে শুরু  করে। যদিও শেষ পর্যন্ত প্রজারা লড়াইয়ে হেরে গিয়েছিল কিন্তুু  হাতিবেগার আইন বন্ধ হয়ে যায়।
4. 'তাতে চেংমানের চোখ কপালে উঠল' - চেংমান কে? তার চোখ কপালে উঠেছিল কেন প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করো। 1+4
উ:- সুভাষ মুখোপাধ্যায়ের লেখা 'ছাতির বদলে হাতি' পাঠ্যাংশে চেংমান হল গারো পাহাড়ের নীচে বসবাসকারী একজন গরিব চাষী।
লেখক সুভাষ মুখোপাধ্যায় তার 'আমার বাংলা ' গ্রন্থে প্রাচীনকালে  বাংলাদেশে প্রচলিত মহাজনি শোষণের করুন কাহিনী বর্ননা করেছেন। এরকমই একটি কাহিনীর বর্ননা রয়েছে 'ছাতির বদলে হাঁতি' রচনায়। পচিশ-ত্রিশ বছর আগে চেংমান নামক একজন গারো চাষি হালুয়া ঘাট বন্দরে জিনিসপত্র সওদা করতে গিয়েছিল। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু  হলে চেংমান মনমোহন মহাজনের দোকানের নীচে আশ্রয় নেয়।
 চেংমান যখন বাড়ি ফেরার কথা চিন্তা করছিল তখন হঠাৎ মনমোহন মহাজন কলকাতা থেকে আনা একটি নতুন ছাতি চেংমানকে দিয়ে বলেন- 'যা যা ছাতিটা নিয়ে বাড়ি চলে যা। ' চেংমান সাতপাঁচ না ভেবে ছাতি নিয়ে মহাফূর্তিতে বাড়ি চলে যায়।
এরপর চেংমান যতবার টাকা দিতে যায় মহাজন ততবার বলে 'আহা অত তাড়া কিসের, সে দিও ক্ষন পরে।' এভাবে কয়েক বছর পার হলে হঠাৎ একদিন মনমোহন মহাজন চেংমানকে পাকড়াও করে পাওনা মেটানোর কথা বলেন। তারপর মনমোহন মহাজন জাবদা খাতা বার করে পাওনা হিসাব জানান।ছাতির দাম এতবছরে সুদ সমেত চক্রবৃদ্ধি হারে প্রায় এক হাজার টাকা হয়েছে, যা প্রায় একটি হাতির দামের সমান। এতে চেংমানের চোখ কপালে ওঠে।
5. 'কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা ' - পাঠ্যাংশ অবলম্বনে মোনা ঠাকুরের বর্নিত কলকাতার বর্ননা দাও। 5
উ:- সুভাষ মুখোপাধ্যায়ের 'আমার বাংলা ' গ্রন্থের অন্তর্গত 'কলের কলকাতা ' রচনায় মোনা ঠাকুর তার দেখা কলকাতা শহরের বর্ননা দিয়েছেন।
পচিশ বছর আগে মোনা ঠাকুর কালিঘাটে পৈতে নিতে কলকাতায় গিয়েছিলেন। ফিরে এসে তিনি লেখক দের কাছে কলকাতা শহরের বর্ননা দিয়েছেন।মোনা ঠাকুরের মতে কলকাতা একটি আজব শহর। সেখানে তিনি  কত বাড়ি, কত গাড়ি, কত যে বাস দেখেছেন তার হিসেব নেই। কোথাও কোন মাটি নেই। কলকব্জায় ভরা কলকাতায় কলের সাহায্যে চলে সব কিছু । কল খুললেই জল পড়ে, কল টিপলেই নিমিষে অন্ধকার দূর হয়ে আলোয় ভরে ওঠে। কলের কলকাতায় অসংখ্য রাস্তা, অসংখ্য গলি, অসংখ্য মোড় যা দেখলে মাথা বনবন করে ঘোরে, পা কনকন করে কাঁপতে থাকে।মোনা ঠাকুরের মতে সেখানে "রাত রাত নয়,দিন দিন নয়।" রাস্তার দুপাশে ফুটপাতে সারিবদ্ধ ভাবে বসে দোকানপাট। এখানে যা কিছু চাইবে সব পাওয়া যায়।
6. 'এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ' - সাধুচরণ কে? সাধুচরণ এদের ভবিষ্যৎ কেন? 3+2
উ:- মেঘের গায়ে জেলখানা রচনায় সাধুচরণ একজন পাকা চোর। তার বয়স পঞ্চাশের মতো। জয়নগরের কাছেই তার বাড়ি। ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে সাধুচরণ পেটের দায়ে চুরি করা শুরু করে। চুরি করতে গিয়ে ধরা পড়ে তার জেল হয়। এভাবেই সে পাকা চোরে পরিনত হয়। বিয়ে করার ইচ্ছে থাকলেও চৌকিদারদের খবরদারিতে তার আর বিয়ে করা হয়ে ওঠেনি। কারন চুরি না করলেও কোথায় কোন চুরির ঘটনা ঘটলেই সাধুচরণকে সন্দেহ করে থানায় ডাকা হয়। তাই সাধুচরণ চুরি না করে অত্যাচার সহ্য করার থেকে চুরি করাকে শ্রেয় বলে মনে করেন।
সাধুচরণকে চোট্ট ছিচকে চোরদের ভবিষ্যৎ বলা হয়েছে। কারণ তারা আজ সাধারণ চোর হলেও একদিন তারা সাধুচরণের পাকা চোরে পরিণত হবে।
7. "কিন্তুু এদের কারো জন্যে তৈরি হয়নি বক্সা বন্দি শিবির " - এদের বলতে কাদের কথা বলা হয়েছে? কাদের জন্য বক্সা বন্দি শিবির তৈরি হয়েছে? 3+2
উ:- বক্সা বন্দি শিবির সাধারণ ও অভিজাত চোরদের জন্য বানানো হয়নি। সাধারন জেলখানা  সাধারন চোর, পকেটমার, খুনি আসামি দের জন্য শংশোধনাগার হিসাবে ব্যবহৃত হয়। তেমনি আবার অভিজাত চোর যারা প্রকাশ্যে চুরি ডাকাতি করেনি বরং যারা খাবার ভেজাল করে, ব্যাঙ্ক ডাকাতি করে, নোট জাল করে জেলে আসে, যারা টাকা দিয়ে জেলে বসে সমস্ত রকমের সুযোগ সুবিধা ভোগ করে তাদের জন্যও নয় এই বন্দি শিবির। এ এক বিশেষ ধরনের জেলখানা।
বক্সা বন্দি শিবির সেই সমস্ত আসামিদের জন্য যারা দেশকে ইংরেজ মুক্ত করতে চেয়েছেন। লেখক বলেছেন- 'দেশকে ভালোবাসা ছাড়া কোন অপরাধই যাদের বিরুদ্ধে প্রমান হয়নি, আজও তাদের স্থান বক্সায়।' ইংরেজ সরকার দেশপ্রেমিক বিপ্লবীদের অপরাধের শাস্তি হিসাবে এই জেলখানায় বন্দি করত। এখানে তারা সভ্য জগত থেকে দুরে প্রতিকুল পরিস্থিতিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ত।
8. "জেলখানা একটা আলাদা জগৎ।" - মেঘের গায়ে জেলখানা  পাঠ্যাংশ অবলম্বনে জেলখানার জগতের পরিচয় দাও। 5
উ:- লেখক সুভাষ মুখোপাধ্যায় 'মেঘের গায়ে জেলখানা'  পাঠ্যাংশে জেলখানার জগতের পরিচয় দিয়েছেন। জেলখানার  জগত বাইরের জগতের মতো নয়। এখানে বাইরের জগতের মতো স্বাধীনতা নেই। 
সন্ধে নামার অনেক আগেই সমস্ত আসামিদের জেলের ছোট্ট কুটুরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেখানে সবাই গাদাগাদি করে এক সঙ্গে থাকে। আবার ভোর হবার অনেক আগেই তাদের কুটুরির বাইরে বের করে গুনতি করে ছেড়ে দেওয়া। সারাদিন নানাবিধ কাজকর্ম করার পর আবার তাদের জেলের কুটুরিতে ছেড়ে দেওয়া হয়।
ইয়ার্ডে ইয়ার্ডে ভাগ করা বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের আসামিরা থাকে। কারও নামে নালিশ হলেই কেসটেবিলে ডেকে পাঠানো হয়। তারপর তাদের মার্কাকাটা, ডিগ্রিবন্ধ, কম্বল ধোলাই, মাড়ভাত ইত্যাদি শাস্তি দেওয়া হয়।
9. "কিন্তুু অবাক কান্ড। জেলখানায় পয়সা?" - জেলখানায় কিভাবে পয়সা রাখা হয় লেখ? 5
উ:- লেখক সুভাষ মুখোপাধ্যায় 'মেঘের গায়ে জেলখানা ' পাঠ্যাংশে জেলের আসামি দের কাছে সঞ্চিত পয়সা দেখে অবাক হয়েছেন। কারন আসামিদের কাছে পয়সা রাখার কোন নিয়ম নেই। তাছাড়া যেখানে সেখানে টাকা রাখলে চুরি যাবার ভয় থাকে।কিন্তু তা হলেও তো পয়সা ছাড়া চলবে কেন? তাই আসামিরা পয়সা রাখার জন্য নতুন ফন্দি এটেছেন। এজন্য তাদের গলার মধ্যে থলি বানিয়ে নিতে হত। 'গলার মধ্যে থলি বানাতে কষ্ট আছে।'থলি বানানোর জন্য তাদের একটি সিসের বলকে দির্ঘদিন গলার মধ্যে রাখতে হত।  ক্রমে সেই বল মাংসের ভিতরে ঢুকে ঘা তৈরি হত। তিরপর কিছুদিন পরে ঘা শুকিয়ে গেলে সিসের বলটিকে বাইরে বার করা হত। আর এভাবেই পয়সা রাখবার থলে তৈরি হয়ে যেত।লেখকের মতে " তার মধ্যে অনায়াসে সোনা-গিনি লুকিয়ে রাখো।কারো সাধ্য নেই টের পায়।" গলায় বানানো থলিতে টাকা রেখে আসামিরা দিব্যি খায় দায় ও ঘুমায়।
10. "তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো।" - তাকে বলতে কার কথা বলা হয়েছে? তার সাহায্যের প্রয়োজন কেন? 1+4
উ:- তাকে বলতে একটি বারো তেরো বছরের উলঙ্গ শিশুর কথা বলা হয়েছে। ছেলেটির আনাহারে মাজা পড়ে গেলে সে চারপায়ে এগিয়ে এসে খুটে খুটে চাল আর ছোলা খাচ্ছে।
লেখক সুভাষ মুখোপাধ্যায় তার 'হাত বাড়াও' রচনায় ফরিদপুর যাবার জন্য রাজবাড়ির বাজারের কাছে বসে ছিলেন। শীতের কুয়াশাচ্ছন্ন সকালে লেখক দুর থেকে একটি চারপায়ে এগিয়ে আসা জন্তুকে দেখতে পান। তিনি দুর থেকে বুঝে উঠতে পারেন না জন্তুটি আসলে কেমন? কিন্তুু  কাছাকাছি আসতেই তিনি স্তম্ভিত হয়ে যান। দেখেন এটি কোন একটি শিশু। বারো-তেরো বছরের একটি শিশু। অনাহারে তার কোমরের মাজা পড়ে গেছে। তার চোখগুলি ক্ষুধায় জ্বলজ্বল করছে।
লেখক সভ্য জগতের সাধারণ মানুষকে হাত বাড়াতে বলেছেন। কারন এসময় তার খাবার চাই, সাহায্যের জন্য দুটো হাত চাই। তবেই সে উঠে দাড়াবে। আর তাদের শাস্তি দেবে যারা তার এই অবস্থার জন্য দ্বায়ী। যারা কৃত্রিম ভাবে খাদ্য সংকট তৈরি করে দুর্ভিক্ষকে আরও বাড়িয়ে তুলেছে।