বিবেকানন্দ কোচিং সেন্টার
ক্লাস:- দ্বাদশ শ্রেনী ; বিষয় :- বাংলা
পূর্ণমান:- 35 ; সময়:- 45 মিনিট
১. সঠিক বিকল্পটি বেচে নাও:-
১.১ মৃত্যুঞ্জয় কাড়াকাড়ি করে মারামারি করে খিচুড়ি খায়-(ক) দোকানে (খ) লঙ্গরখানায় (গ) ফুটপাতে (ঘ) রেশন দোকানের সামনে ।
১.২ উচ্ছবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিল- (ক) ভজন চাকর (খ) বাসিনি (গ) তান্ত্রিক (ঘ) ছোটোবউ-এর বাবা ।
১.৩ "জয় মা কালী। যবন নিধনে অবতীর্ণ হও মা!"-বলে গর্জে উঠেছিল-(ক) ভটচাজমশাই (খ) নকড়ি নাপিত (গ) জগা (ঘ) নিবারণ বাগদি ।
১.৪ টুনুর মায়ের ঠাঁই হয়েছিল- (ক) বারান্দায় (খ) বিছানায় (গ) রোয়াকে (ঘ) তত্তোপোশে ।
১.৫ একদা পেশাদার লাঠিয়াল ছিল- (ক) নিবারণ বাগদি (খ) ফজলু শেখ (গ) নকড়ি নাপিত (ঘ) করিম ফরাজি।
১.৬ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস- (ক) রাত্রির অন্ধকারকে আলোড়িত করে (খ) রাত্রির নিঃসঙ্গ অন্ধকারকে আলোড়িত করে (গ) রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে (ঘ) শীতের দুঃস্বপ্নকে আলোড়িত করে।
১.৭ "সত্য যে কঠিন" কবি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, যে অভিজ্ঞতাকে আশ্রয় করে- (ক) তা আঘাত ও বেদনায় পরিপূর্ণ (খ) তা যন্ত্রণায় পরিপূর্ণ (গ) তা আঘাতে পরিপূর্ণ (ঘ) তা বেদনায় পরিপূর্ণ।
১.৮ "এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল"-কী শুনে আর পড়ে এসেছিল-(ক) রোগ-ব্যধিতে মৃত্যু (খ) দুর্ঘটনায় মৃত্যু (গ) অনাহারে মৃত্যু (ঘ) রাজনৈতিক কারণে মৃত্যু ।
১.৯ "বিরাশি বছরটা অনেক বয়স"-বিরাশিতে শ্বশুর কেমন ছিলেন- (ক) সরল (খ) টুনকো (গ) টনকো (ঘ) ফোঁপরা ।
১.১০ নিখিল ও মৃত্যুঞ্জয় একই পদে থাকলেও মৃত্যুঞ্জয়ের মাইনে' পঞ্চাশ টাকা বেশি হওয়ার কারণ কী- (ক) বয়সে বড়ো (খ) কাজে দক্ষ (গ) বাড়তি কাজের জন্য (ঘ) যাতাযাতে বেশি খরচ হয়।
১.১১ মেজ আর ছোটো ছেলে বারো মাস কী চালের ভাত খায় (ক) বাসমতি (খ) ঝিঙেশাল (গ) পদ্মজালি (ঘ) মিনিকিট ।
১.১২ "এক সময় দাগি ডাকাত ছিল"-কে এক সময় 'দাগি ডাকাত ছিল'- (ক) নিতাই মার্জিত (খ) ফজলু শেখ (গ) করিম ফরাজি (ঘ) নিবারণ বাগদি ।
১.১৩ শহরের অসুখটি কী-(ক) দূষণ বাড়ানো (খ) বহুতল বাড়ি বানানো (গ) হাঁ করে সবুজ খাওয়া (ঘ) জঞ্জালে
ভরিয়ে তোলা ।
১.১৪ জলের অন্ধকারে কোথায় আগুন লাগে-(ক) খড়ের ঘরে (খ) সন্ধ্যার জলশ্রোতে (গ) ধূসর ফেনায় ।
১.১৫ "The Night is Calling me" সংলাপটি কার লেখা- (ক) বানার্ড শ (খ) শেলি (গ) শেকসপিয়র (ঘ) বায়রন ।
১.১৬"পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।"-উক্তিটি করেছেন- (ক) অমর (খ) বৌদি (গ) শম্ভু
(ঘ) নাট্যকার।
১.১৭ নিখিলের কল্পিত গুদামে কতগুলি তালা লাগানো ছিল-(ক) একচল্লিশটা (খ) কুড়িটা (গ) একতিরিশটা (ঘ) একুশটা ।
১.১৮ উচ্ছব নাইয়ার পিতার নাম কী-(ক) রাইচরণ (খ) রায়চরণ (গ) রামচরণ (ঘ) হরিচরণ ১.৩ একসময় দাগি ডাকাত ছিল কে-(ক) নিবারণ বাগদি (খ) করিম ফরার্জি (গ) নকড়ি নাপিত (ঘ) মোল্লা সাহেব ।
১.১৯ চৌকিদারের উর্দির রং কি ছিল-(ক) নীল (খ) জলপাই রং (গ) খাকি (ঘ) গেরুয়া।
১.২০ কবি কোথায় জেগে উঠেছিলেন- (ক) ভাগিরথীর কূলে (খ)' রূপনারায়ণের কূলে (গ) দামোদরের কূলে (ঘ) মহানদীর কূলে।
১.২১ পথের দুধারে ছায়া ফেলে-(ক) আম গাছ (খ) দেবদারু গাছ (গ) মহুয়া গাছ (ঘ) শাল গাছ ।
১.২২ কোথায় কবির বহুদিন কাটেনি- (ক) শহরে (খ) বিদেশে (গ) জঙ্গলে (ঘ) সমুদ্র সৈকতে।
১.২৩ "জীবন শুকিয়ে যাচ্ছে।"-এ কথার বস্তা কে-(ক) শম্ভু (খ) অমর (গ) বৌদি (ঘ) সার্জেন্ট ।
১.২৪ হাসির খোরাক পাওয়া যাবে কোথায়- (ক) জীবনের মধ্যে (খ) ঘরের মধ্যে (গ) বাইরে (ঘ) নায়ক নায়িকার মধ্যে ।
১.২৫ পাঞ্জাসাহেব-এ কী হয়েছিল- (ক) অনশন (খ) সাকা (গ) আন্দোলন (ঘ) ধর্মঘট ।
২. যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও :-
২.১ "একটা কাজ করে দিতে হবে ভাই"-কাজটা কী?
২.২ "হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল”-দৃশ্যটি কী?
২.৩ রূপনারাণের কূলে জেগে উঠে কবি কী জানলেন?
২.৪ শহরে সবুজের অনটন কেন?
২.৫ “ওঃ দাতা কর্ণ যে"-কে, কাকে, কখন এ কথা বলেছিলেন?
২.৬ ' ওঁর কাছে জল পেতে পার।"-কার কাছে জল পাওয়া যেতে পারে?
২.৭ ফাঁপি কাকে বলে?
২.৮ উচ্ছব দেশে কার জমিতে চাষ করত?
২.৯ কবি কেন কঠিনকে ভালোবেসেছেন?
২.১০ "মাঝে মাঝে শুনি" বস্তা কী শোনেন?
২.১১ "আমি দেখি"-কবি কী দেখতে চান?
২.১২ কোন্ নাটক দেখে আইজেনস্টাইন প্রভাবিত হয়েছিলেন?
২.১৩ উনি রীতিমতো হতভম্ব"-কে হতভম্ব? কেন?
বিবেকানন্দ কোচিং সেন্টার
ক্লাস:- দ্বাদশ শ্রেনী ; বিষয়:- বাংলা
পূর্নমান:- 30 ; সময়:- 45 মিনিট
১) সঠিক বিকল্পটি নির্বাচন করো :- ২০×১=২০
১.১) টপ্পা গানকে জনপ্রিয় করেন --- (ক) বেগম আখতার (খ) রামনিধি গুপ্ত (গ) ভূপেন হাজারিকা (ঘ) স্বপন কুমার রায়।
১.২) অস্বচ্ছ জলরঙে আকা ছবিকে বলে --- (ক) ওয়াশ (খ) গুয়াশ (গ) স্কেচ (ঘ) পট ।
১.৩) Indian Statistical Imstitution প্রতিষ্ঠা করেন --- (ক) জগদীশ চন্দ্র বসু (খ) মেঘনাদ সাহা (গ) সত্যেন্দ্র নাথ বসু (ঘ) পি সি মহলানবিশ ।
১.৪) একজন কবিয়াল হলেন --- (ক) হরু ঠাকুর (খ) লালন ফকির (গ) রামপ্রসাদ সেন (ঘ) গোবিন্দদাস কবিরাজ।
১.৫) বাংলার প্রথম সবাক চলচিত্র --- (ক) জামাইষষ্টী (খ) রাজা হরিশচন্দ্র (গ) মনের মানুষ (ঘ) হারানো সুর ।
১.৬) সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সংগীত পরিচালনা করেছিলেন --- (ক) সত্যজিৎ রায় (খ) পন্ডিত রবিশঙ্কর (গ) ওস্তাদ বিলায়েত খাঁ (ঘ) ওস্তাদ বিসমিল্লাহ খাঁ ।
১.৭) কচ ও দেবযানী ছবিটির স্রষ্টা হলেন --- (ক) নন্দলাল বসু (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) যামিনী রায় (ঘ) রামকিঙ্কর বেইজ ।
১.৮)মান্না দে দাদাসাহেব ফালকে পুরস্কার পান ---(ক) 2005 খ্রিস্টাব্দে (খ) 2007 খ্রিস্টাব্দে (গ) 2009 খ্রিস্টাব্দে (ঘ) 2011 খ্রিস্টাব্দে ।
১.৯)তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ---(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায় (খ) উইলিয়াম কেরি (গ) সুকুমার রায় (ঘ) উইলিয়াম জোন্স ।
১.১০)সবুজ দ্বীপের রাজা ছবির পরিচালক -- (ক) মৃণাল সেন (খ) সত্যজিৎ রায় (গ) হৃত্বিক ঘটক (ঘ) তপন সিনহা ।
১.১১) ভাষার বৃহত্তম একক হল --- (ক) ধ্বনি (খ) বর্ন (গ) শব্দ (ঘ) বাক্য ।
১.১২) চলতি বাংলায় স্বরধ্বনি হল --- (ক) ৭টি (খ) ৯ টি (গ) ১১টি (ঘ) ১৩টি ।
১.১৩) দাবা খেলার শ্রষ্টা হলেন --- (ক) সীতা (খ) জনা (গ) পার্বতী (ঘ) মন্দোদরী ।
১.১৪) অব্যক্ত গ্রন্থের লেখক --- (ক) জে সি বোস (খ) পি সি রায় (গ) মেঘনাদ সাহা (ঘ) সি ভি রমন ।
১.১৫) দশরথী রায় যে গানের সঙ্গে যুক্ত --- (ক) গম্ভীরা (খ) লোকগান (গ) টপ্পা (ঘ) পাঁচালী ।
১.১৬) কোনটি বাগযন্ত্র নয় --- (ক) জিহ্বা (খ) নাক (গ) কান (ঘ) কন্ঠ ।
১.১৭) মধ্যযুগের সন্তগন ছবিটি একেছেন --- (ক) বিনোদবিহারী (খ) নন্দলাল (গ) অবনীন্দ্রনাথ (ঘ) দেবীপ্রসাদ ।
১.১৮) একটি তাড়িত ধ্বনি হল --- (ক) ঝ (খ) ম (গ) ঞ (ঘ) ড় ।
১.১৯) শৈলী শব্দের অর্থ হল --- (ক) সৃষ্টি (খ) রচনা (গ) রীতি (ঘ) রচনারীতি ।
১.২০) অভিধান বিজ্ঞানের পথিকৃত হলেন --- (ক) চমস্কি (খ) যাস্ক (গ) জনসন (ঘ) হরিচরন।
২) সংহ্মেপে উত্তর দাও:- ১×১০=১০
২.১) মুন্ডমাল শব্দ কাকে বলে ?
২.২) ক্লিপিংস কী ?
২.৩) নুন্যতম শব্দজোড় কাকে বলে ? or, স্পর্শবর্ণ কী ?
২.৪) নাসিক্যবর্ন কোনগুলি ?
২.৫) শব্দের ব্যাপকতা কী ? or, Dictionary শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় ?
২.৬) অযোগবাহ বর্ণ কাকে বলে ?
২.৭) প্রতিপাদিক কী ? or, মৌলিক স্বরধ্বনি কী ?
২.৮) লা প্যারোল কী ?
২.৯) LAS এর পুরো কথা কী ? or, SOV কী ?
২.১০) প্রত্যয় কী ? or, তদ্ভব শব্দ কী ?
Total No.of Printed Pages : VCC/07/SKR25
VIVEKANANDA COACHING CENTRE
2025
ENGLISH ( B )
( New Syllabus )
Total Time : 1Hours 45 minutes. Total Marks : 55
Instructions to the Candidates :
1. Special credit will be given for answers which are brief and to the point .
2. Mark's will be deducted from spelling mistakes , untidiness and bad handwriting
3. Figures in the margin indicate full marks for the questions .
1.A. Complete each of the following sentences , choosing the correct option from the alternatives provided : 1x4-4
( 1 ) The parents of the blind girl came to see her off at- ( a ) Saharanpur ( b ) Rohana ( c ) Mussoorie ( d ) Dehra.
( ii ) Rameswaram was an island town of erstwhile- ( a ) Tamilnadu ( b ) Chennai ( c ) Madras ( d ) Karnataka.
( iii ) The long strap of Mrs. Jones ' purse slung across her- ( a ) head ( b ) shoulder ( c ) waist ( d ) legs.
( iv ) Kalam's father would take him to the mosque for ---(a) dawn prayers (b) afternoon prayers (c) evening prayers (d) night prayers .
1.B. Complete each of the following sentences , choosing the correct option from the alternatives provided : 1x4-4
( i ) To kill a tree , it takes much- ( a ) labour ( b ) wealth ( c ) time ( d ) energy.
( ii ) The slow stream flows on the- ( a ) mountain top ( b ) bright grass ( c ) flowers ( d ) sun - soaked bed.
( ii ) The darling buds of May are shaken by- ( a ) the sun ( b ) the poet's friend ( c ) rough winds ( d ) nature's changing course.
( iv ) In winter , silence has been wrought by ( a ) the drowsy man ( b ) the Cricket ( c ) frost ( d ) the Grasshopper.
2. A. Answer any three of the following questions each in a complete sentence :-
1×3=3
( i ) Where was the blind girl going to ? ( ii ) Why did the blind narrator want to raise his hands ? ( iii ) What opportunity does adversity always present? ( iv ) On which street was Kalam's ancestral house situated ? ( v ) How old was Roger ? ( vi ) Why did Roger want to snatch Mrs. Jones ' purse ?
2. B. Answer any three of the following questions each in a complete sentence :-
1×3=3
( i ) How does a tree grow ? ( ii ) How long does the root of a tree hidden ? ( ili ) Where are the feet of the soldier ? ( iv ) Where does the stream flow ? ( v ) How does the eye of heaven ' sometimes shine in summer ? ( vi ) What will give life to the poet's friend ? ( vi ) What tires out the grasshopper ( viii ) Who has never done with delights in Keats ' sonnet ?
3. Answer any two of the following questions each in about 100 words:- 6×2=12
(i) "I love the hills. Especially in October." --- Who made this remark? Whom did the speaker say so? What did the speaker love the hills, especially in October? [1+1+4]
(ii) "I normally ate with my mother." -- Who ate with his mother? Write the name of his mother. Where did he eat with his mother? What did he eat? [1+1+1+3]
(iii) " I would teach you right from wrong " --- Who said this, to Whom and when? How did the speaker transform the person spoken to here? 1+1+1+3
(iv) "You have an interesting face . " - Who said this ? When did the speaker make this remark ? What was the reaction of the person spoken to ? [1+2+3]
4. Answer any two of the following questions each in about 100 words:- 6×2=12
(i) Justify the title of the poem 'On Killing a Tree'. 6
(ii) Describe 'Asleep in the Valley' as an anti-war poem. 6
(iii) How does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in Sonnet 18? 6
(iv) Why does Keats feel that the poetry of earth is never dead? 6
5. Read the following passage and answer the questions that follow :
The cinema is an outstanding wonder of this modem age . Apart from the great pleasure it gives us , it is a means of entertainment . It is in many ways , an education in itself , and no regular patron of the cinema can ever be called illiterate . The cinema is also a very valuable asset to educationists in imparting knowledge . The film companies , from time to time , produce historical pictures , and these pictures are of great assistance to the teacher of history . A couple of hours spent in the company of historical personages dressed in the proper dress of the period can teach us far more than we can learn from a whole week's browsing in a history textbook . Even some of Shakespeare's dramas and comedies have been filmed and we thereby gain a much better idea of the play than would be possible from a casual reading of it .
( a ) State whether the following statements are True or False , Write T for True and ' F ' for False . ( You need not write the sentences , write only the numbers ) : 3x1=3
( i ) There is no wonder attached to the cinema in modern age .
(ii ) The cinema has nothing to do with education .
( iii ) A regular patron of the cinema should not be considered illiterate .
( b ) Answer each of the following questions in about 30 words : 2x2= 4
( i ) What is the importance of the cinema ?
( it ) How can the cinema assist a history teacher ?
7. Write a report on the celebration of Kanyashree Day on 14th August in your school. 10
Or,
You have lost your bank passbook. Write a letter to the manager of the bank requesting him to issue a duplicate passbook. 10
VIVEKANANDA COACHING CENTRE
CLASS:- XII; SUB:- ENGLISH(B)
F.M:- 50; TIME:- 1 HOUR 45 MINUTES
Name:- ----------------------------------------
A. Answer the following questions, each in a complete sentence :- 1X20=20
1. What did Abdul Kalam's father use to avoid? Or, What did Kalam's father say about the importance of prayer ?
Ans:-
2. What does the eye of heaven refer to ? Or, " And then it is done ? " - When it is done ?
Ans:-
3. Who was the priest of the Rameswaram temple?
Ans:-
4. What did the narrator ask the new traveller about the girl ? Or, Why did the narrator think that his voice must have startled the girl?
Ans:-
5. What was meant by leprous hide ? Or, Whose voice shall run from hedge to hedge ?
Ans:-
6. Where are the feet of the soldier placed ? Or, Where does the tree's strength lie ?
Ans:-
7. What shoes and jeans was Roger wearing ? Or, Where was the girl getting off ?
Ans:-
8. When and where did Roger and Mrs Jones meet ? Or, What does Kalam's father say about the relevance of prayer ?
Ans:-
9. Describe the ancestral house of Kalam.
Ans:-
10. Who came to see off the girl? Or, What were the first two things that the narrator of "The Eyes Have It" liked about the girl?
Ans:-
11. What was the girl tired of?
Ans:-
12.Why did the voice of the narrator startle the girl? Or, Why did the narrator face the window?
Ans:-
13. in which did Abdul Kalam's father have an ideal helpmate ? Or, What would Kalam usually have in lunch ?
Ans:-
14. Who was bestowed the title of ' Bahadur ' In " Strong Roots " ?
Ans:-
15.When did the father of APJ Abdul Kalam get up from bed ? Or, What did Kalam's father do with the bowls of water ?
Ans:-
16.Where did Roger fall on losing his balance? Or, What did Mrs. Luella Jones ask the boy to pick up?
Ans:-
17. "I got a great mind to..." What did she think of doing?
Ans:-
18." And then it is done. " --- Which act is referred to here ? Or, What does the phrase , ' the anchoring earth ' mean ?
Ans:-
19.Why cannot a ' simple jab of knife ' kill a tree ? Or, What shall death not brag in Shakespeare's sonnet no. 18?
Ans:-
20.How long will the young man be remembered in Shakespeare's sonnet no. 18? Or, Who harms the flowers of summer?
Ans:-
B.Write a letter to the editor of an English daily within 120 words about the thoughtless use of loudspeaker . 10
Or,
Write a letter to the editor of an English daily within 120 words about the bad condition of hospital in your locality . 10
Ans:-
C.Write a report on Republic Day celebrated in your school. The report will be published in your school magazine. 10
Or,
Write a report on Annual Sport Day celebrated in your school. The report will be published in your school magazine. 10
Ans:-
D. Suppose you want to take educational loan from a bank. Write a letter to the branch manager for applying educational loan.
Or,
Suppose you have lost your Hero 125 cc motor bike. Write a letter to the officer in charge of your local police station.
VIVEKANANDA COACHING CENTRE
CLASS:-XII, SUB:- ENGLISH(B)
F.M:- 40, TIME:- 1HOUR 20 MINUTES
A. Answer any 50 questions :- 50x1=50
( 1) How is the ' gold complexion ' of the sun dimmed ?
( 2 ) What does the phrase ' earth cave ' refer to ?
(3)In which town was Dr. A.P.J Abdul Kalam born ?
(4) How long will the young man be remembered in Shakespeare's Sonnet No.18 ?
(5) What does the ' eye of heaven ' refer to ?
(6 ) What shall death not brag about in Shakespeare's poem ?
(7) Who broke into the narrator's reverie ?
(8) What , according to Dr. A.P.J. Abdul Kalam's father does adversity always present ?
(9 ) Who did the narrator of ' The Eyes Have It ' think to be formidable creatures ?
(10 ) What does Kalam's father say about the im portance of prayer ?
(11) What did Abdul Kalam's father use to avoid ?
(12) Who was the priest of the Rameswaram temple ?
(13) What did the narrator ask the new fellow traveller about the girl ?
( 14 ) Who was a very close friend of Abdul Kalam's father ?
(15 ) Why did Mrs. Jones call the boy a liar ?
( 16 ) Where did Roger fall on losing his balance ?
(17 ) In what form of verse is the poem ' On Killing a Tree ' written ?
( 18 ) Where did Mrs. Jones work ?
( 19 ) What does the line ' And every fair from fair sometime declines ' mean ?
( 20 ) What , according to the narrator of Ruskin Bond's story " The Eyes Have It ' is the best time to visit the hills ?
( 21) What is meant by ' leprous hide ' ?
( 22 ) What does ' the eye of heaven ' refer to ?
( 23 ) In which month can the ' darling buds ' be seen ?
(24) When did Roger and Mrs. Luella Bates Washington Jones meet ?
(25) What shoes and jeans was Roger wearing ?
( 26) Who did the narrator of " The Eyes Have It ' think to be formidable creatures ?
( 27 ) Where does the soldier lie stretched ?
( 28 ) Where does the tree's strength lie ?
( 29 ) '' So long lives this , " - What is referred to by the word ' this ' ?
( 30 ) From where would the curled green twigs rise ?
( 31 ) What does Kalam's father say about the relevance of prayer ?
( 32 ) What advice did Mrs. Jones give to Roger at the end of the story ?
( 33 ) Describe the ancestral house of Kalam .
( 34 ) What remark did the narrator make about people with good eyesight ?
( 35 ) What did Mrs. Luella Jones ask the boy to pick up ?
( 36 ) How does a tree grow ?
( 37 ) Which part of the tree is the most sensitive , white and wet ?
( 38 ) According to Mrs. Jones , how old was the boy ?
( 39 ) What was the full name of Mrs. Jones ?
( 40 ) Who was the priest of the Shiva temple in ' Strong Roots ' ?
( 41 ) How did the narrator in ' The Eyes Have It ' describe the voice of the blind girl ?
( 42 ) Who was bestowed the title of ' Bahadur ' in ' Strong Roots ' ?
( 43 ) Whom did Kalam normally eat with?
( 44 ) How did Kalam's father start his day?
(45) What is meant by ' summer's lease ' in Sonnet No. 18 ?
( 46 ) What were the first two things that the narrator of "The Eyes Have It" liked about the girl?
( 47 ) What did the woman instruct the girl?
( 48 ) What is the blind girl's voice compared to?
( 49 ) What causes the bark of a tree to blead?
( 50 )How does a tree grow?
বিবেকানন্দ কোচিং সেন্টার
ক্লাস :- দ্বাদশ শ্রেনী ; বিষয় :- বাংলা
পূর্ণমান :- 25 ; সময় :- 40 মিনিট
A. অনধিক কুড়ি টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও : - ( 25 টি ) 25x1 = 25
1." কঠিনেরে ভালোবাসিলাম " --- কঠিনকে ভালবাসলেন কেন ?
2. কবি কীভাবে সকল দেনা শোধ করে দিতে চান?
3. " আমার দরকার শুধু" --- কবির কী দরকার ?
4. " যা পারি কেবল " --- কে কি পারেন ?
5. উৎসবের বাদায় কি কি হয় ?
6. "রাজা রথারোহনম নটয়তি" --- শব্দের অর্থ কী?
7. " এখনো আগুন জ্বলছে তাদের " ' --- কারা কেন আগুন জ্বালিয়ে ছিল ?
8. পাঞ্জাসাহেবে সাকা হলে কী করত?
9. “ তাই লোকের মেজাজ বিগড়ে গেল " – লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন?
10. নিখিল মৃত্যুঞ্জয়ের থেকে কেন কতটাকা বেশি মাইনে পেত ?
11. কবি শিশির ভেজা সবুজ সকালে কী দেখেছিলেন ?
12. বড় পিসিমা আর বিয়ে হয়নি কেন ?
13. শম্ভু মিত্রের মতে পৃথিবীতে সবথেকে পপুলার জিনিস কি ?
14. " মার সঙ্গে তর্ক শুরু করি " --- - কোন বিষয় নিয়ে তর্ক ?
15. " গভীর বিশাল শব্দ " --- কিসের শব্দ ?
16. " বহুরূপী তখন লাটে উঠবে " --- বহুরূপী কী ?
17. আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান ?
18. “ খামোখা হাসি পেলেই হল ? ” – কী করলে ঠিকঠাক হাসি পাবে ?
19. নাট্যকার মারাঠি তামাশায় কী দেখেছিলেন ?
20. “ চৌকিদার হাঁ করে দেখছে ? ” – কী দেখছে ?
21. “ বাসিনী থমকে দাঁড়ায় ” -কেন ?
22. নিজেকে না খাইয়ে মারা বড় পাপ ” - এ কথা শুনে মৃত্যুঞ্জয় কী বলেছিল ?
23. হরিণটি ভোরের আলোয় নেমে প্রথমে কী করেছিল ?
24. পাঞ্জাসাহেবে সাকা হলে কী করত?
25. বাদামি হরিণ সারারাত কোন্ কোন্ গাছের বনে ঘুরে বেড়িয়েছিল?
26. তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।' অদ্ভুত দৃশ্যটি কী ছিল?
27. 'অলস সূর্য দেয় এঁকে অলস সূর্য কী এঁকে দেয়?
28. মেজো বউ শাশুড়ির জন্য কোন মাছ রান্ন্ করেছিল ?
29. বৃষ্টি সম্পর্কে ডাক পুরষের বচনে কী বলা আছে?
30. কখন নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে উঠেছিল। ?
No comments:
Post a Comment