Showing posts with label Jiboner katha. Show all posts
Showing posts with label Jiboner katha. Show all posts

Sunday, May 25, 2025

বয়েই গেল

 কে কী বলল বয়েই গেল 

এটা পারবি ওটা না! 

তোরা আমায় বলবি কিরে 

তোদের হিসাবে চলি না।

আমার মনে আমি রাজা 

মুখে আমি বলি না 

সময় মতো জবাব দেই 

আত্মবিশ্বাস ভুলি না।।


চাই না

 চাই না 

আমি চাই না আমাকে কেউ জানুক 

আমার কাজকে আমার নামে চিনুক।

পারিশ্রমিক আমার প্রাপ্য যত 

নিব আমি হিসেব মতো 

এর বাইরে প্রশংসা ও কু প্রশংসা 

আমার জানার দরকার নেই 

আমি শুধু কাজ করি ফলের পরে আমি নেই।


ব্যাক্তিগত সম্পর্ক ব্যাক্তিগত 

বাকি সম্পর্ক তাদের মতো 

যথা স্থানে মানান সই। 

কে কী বলল জানতে  চাই না 

লিমিটের বাইরে কখনোই যাই না।।

মনের নৌকা বয়ে চলো 

তাতে কেবা এল কেবা গেল।।





যেমন- তেমন

 যেমন- তেমন 
কিছু মানুষ আছে এমন 
ব্যবহারটা কেমন কেমন 
কথায় তুমি পারবে না 
ওদের এবার বুঝতে দাও 
তুমিও কিছু কম না।।
যারা তোমায় নিয়ে করবে মজা 
তাদের দেবে উচিত সাজা
একটু ভাবো আর তৎক্ষণাৎ
মুখে হাসি নিয়ে তাদের 
পিছনে দাও আস্ত খোচা।।
যারা তোমায় করবে প্রশ্ন 
যদি হন গুরু জন 
তাদের উত্তর দিতে পরো 
না পারলে জেনে নাও। 
এখানে কোন লজ্জা নেই।
কিন্তু যদি করে মজা 
প্রশ্ন তারা করেই বসে 
পরীক্ষাটা নিও তাদের 
মুখোস টা দিও খসে।
আজগুবি এক উত্তর দাও 
সঠিকটা তাদের বলতে দাও।
আর নয়তো প্রশ্নের বদলে 
পাল্টা প্রশ্ন করো তাদের।।
কেউ যদি তোমায় কোন কাজে 
আগ্রহী হয় সাথে নিতে 
প্রথমে ভাবো নিজের কথা 
উচিত হলে রাজি হও
নইলে মুখের উপর জবাব দাও।। 
যারা তোমায় মিষ্টি মুখে 
ছুরির মতো বলবে কথা 
মিষ্টি মুখে জানিয়ে দাও 
কতটা ওদের যোগ্যতা।
যোগ্য যেমন পাবে তেমন 
তোমার কোথায় দোষ তাতে?


বেশি বেশি ভালো না

 
বেশি, বেশি ভালো না 


সাধ্য বুঝে চলতে শেখ 
বেশি বেশি ভালো না 
তোমার কর্ম তুমি করো 
অন্যকেও করতে দাও
একা তুমি একশো না 
বেশি বেশি ভালো না।


নিজের জন্য করো কিছু 
নিজের কাজে থেমো না 
অন্যর জন্য করা ভালো 
তবে সবাই কিন্তু চায় না 
তারাই করবে ছলনা 
বেশি বেশি ভালো না।।


দ্বায়িত্ব যতোটা করো ততটা 
অতিরিক্ত করো না 
তার বেশি লায় দিও না 
মাথায় চড়ে নাচবে তারা 
যাদের জন্য নিজের কথা ভাবলে না 
বেশি বেশি ভালো না।।


অতিরিক্ত সুবিধা দিয়েও 
ভালো তুমি থাকবে না 
সুযোগ বুঝে পড়বে কেটে 
তখন তুমি কেউই না 
এটাই বাস্তব কথা জানবে 
বেশি বেশি ভালো না।।


হ্যা নিজের জন্য যতো পারো 
খাটতে থাকো আরো আরো 
কেননা নিজের কাছে ঠকবে না 
অন্যরেও বুঝতে দাও 
তুমি অত সস্তা না 
কেননা বেশি কখনোই ভালো না।।

গোপন কথাটি

গোপন কথাটি 
গোপন কথাটি রাখিও গোপনে 
কেউ যেন তা জানে না স্বপ্নে 
আমার কথা আমার দাস 
আমার তরে বসবাস 
অন্যরা তা জানবে কেন?
দশ কানে তা শুনবে কেন? 
সুযোগ বুঝে হানবে আঘাত
আমার কথাই আমার উপর 
এমন আমি পারব না।।

বিশ্বাস করে বলবে কেউ 
তার জীবনের গোপনটি
আমি কী হব বিশ্বাস ঘাতক 
দশকানে তা করব মাটি 
আর যা হব হতে পারি 
বিশ্বাস ঘাতক হব না।
কথা হবে আমার দাস 
আমার ভিতর হবে বাস।।