চাই না
আমি চাই না আমাকে কেউ জানুক
আমার কাজকে আমার নামে চিনুক।
পারিশ্রমিক আমার প্রাপ্য যত
নিব আমি হিসেব মতো
এর বাইরে প্রশংসা ও কু প্রশংসা
আমার জানার দরকার নেই
আমি শুধু কাজ করি ফলের পরে আমি নেই।
ব্যাক্তিগত সম্পর্ক ব্যাক্তিগত
বাকি সম্পর্ক তাদের মতো
যথা স্থানে মানান সই।
কে কী বলল জানতে চাই না
লিমিটের বাইরে কখনোই যাই না।।
মনের নৌকা বয়ে চলো
তাতে কেবা এল কেবা গেল।।
No comments:
Post a Comment