Thursday, May 22, 2025

Ix H 2nd sum

 দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 

বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস: নবম শ্রেনী ; বিষয় : ইতিহাস


১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১) ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? ---1853 খ্রিস্টাব্দে ।

১.২) পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ’– এ কথা বলেছিলেন— -- লেনিন।

১.৩)সুয়েজ খালের খনন কার্য শুরু হয়—-'1859 খ্রিস্টাব্দে ।

১.৪)সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রয়োগ করেন –--  রবার্ট আওয়েন।

১.৫)শিল্পবিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? –--অগাস্ত ব্ল্যাঙ্কি।

১.৬)ইংল্যান্ডের শিল্পবিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল --- বস্ত্র শিল্প।

১.৭)ইটালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন— ম্যাৎসিনি ।

১.৮)কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল—  জার্মানিতে।

১.৯)প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়—  1858 খ্রিস্টাব্দে ।

১.১০)কূটনীতির যাদুকর বলা হত— মেটারনিখকে ।

১.১১)মির’ বলতে বোঝায়—  গ্রামসভা।

১.১২)ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন- (a) ক্লেমেনস (b) ক্যাসালরি (c) কার্ল হার্ডেনবাগ (d) তৃতীয় ফ্রেডারিখ উইলিয়াম ।

১.১৩) খ) কার্লসবাড ডিক্রি' জারি করেন- (a) নেপোলিয়ন (b) মেটারনিখ (c) অষ্টাদশ লুই (এ) দশম চার্লস।

১.১৪) গ্যারিবন্ডির অনুগামীরা যে নামে পরিচিত- (a) নীল কোর্তা (b) লাল কোর্তা (c) সবুজ কোর্তা (d) কালো কোর্তা।

১.১৫)  'ইউরোপের রূপ মানুষ' নামে পরিচিত ছিল- (৪) জার্মানি (b) রাশিয়া (c) তুরস্ক (d) মিশর (৫) শিল্পবিপ্লব' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন- (a) মার্কস (চ) এঙ্গেলস (c) অগাস্ত ব্লাংকি (d) ফিলিস ডিন।

১.১৬) 'ব্রিটিশ সমাজতন্ত্রের জনক' হলেন- (a) সেন্ট সাইমন (b) চার্লস ফ্যুরিয়র (c) রবার্ট আওয়েন (d) টয়েনবি।

১.১৭) ) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত- (a) আফ্রিকাকে (৮) এশিয়াকে (c) ইউরোপকে (d) আমেরিকাকে।

১.১৮)  রাশিয়ার আইনসভার নাম ছিল-(a) রাইখ (b) ফ্রন্ট (c) পার্লামেন্ট (d) ডুমা।

১.১৯) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি হয়-(ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৭ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে ।

১.২০) রাশিয়ায় বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়-(ক) সেপ্টেম্বর মাসে (খ) নভেম্বর মাসে (গ) জুলাই মাসে (ঘ) মার্চ মাসে ।

১.২১) এপ্রিল থিসিস'-এর প্রবন্ধা হলেন- (ক) কার্ল মার্কস (খ) লেনিন (গ) হিটলার (ঘ) মুসোলিনি ।

১.২১) সোভিয়েত পার্লামেন্টের নাম (ক) মজলিশ (খ) ডুমা (গ) সেনেট (ঘ) ডায়েট।

১.২২) 'সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি রচনা করেন- (ক) লেনিন (খ) হবসন (গ) ডারউইন (ঘ) প্লেটো ।

১.২৩) সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল- (ক) অস্ট্রিয়াকে (খ) ইংল্যান্ডকে (গ) সার্বিয়াকে (ঘ) জার্মানিকে ।

১.২৪) মুসোলিনির উপাধি ছিল- (ক) ফু্যুয়েরার (খ) কাইজার (গ) ইল দুচে  (ঘ) জার।

১.২৫)  হিটলারের নাৎসি দলের শাখা 'স্টর্ম টুপাস' ছিল-(ক) গুপ্ত পুলিশ বাহিনী (খ) যুব বাহিনী (গ) অসামরিক বন্দিশালা।

১.২৬) ) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন- (ক) মেটারনিখ (খ) ক্যাসালরি (গ) ট্যালিরান্ড (ঘ) প্রথম আলেকজান্ডার।

১.২৭)  জার্মানিতে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল-(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭১ খ্রিস্টাব্দে।

১.২৮) ইটালির ঐক্য সাধনের সময় পিডমন্টের রাজা ছিলেন- (ক) ম্যাৎসিনি (খ) গ্যারিবল্ডি (গ) ক্যাতুর (ঘ) ভিক্টর ইমান্যুয়েল ।

১.২৯)  'সমাজতন্ত্রবাদের বাইবেল' কোন্ গ্রন্থকে বলা হয়? (ক) ডাস ক্যাপিটাল (খ) কমিউনিস্ট ম্যানিফেস্টো (গ) সামাজিক চুক্তি ঘ) ইউটোপিয়া।

১.৩০)  রাশিয়ায় রেল চলাচল শুরু হয়- (ক) ১৮২৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৫১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।

 ১.৩১)  'মুক্তদ্বার' নীতি ঘোষণা করে- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র (খ) ব্রিটেন (গ) ফ্রান্স (ঘ) জার্মানি।

১.৩২) সোভিয়েত পার্লামেন্টের নাম (ক) সেনেট (খ) ডুমা (গ) ডায়েট (ঘ) হোয়াইট হাউস।

১.৩৩) রুশ ভাষায় 'Narod' শব্দের অর্থ হল-(ক) রাজাগণ (খ) প্রজাগণ (গ) জনগণ (ঘ) নাগরিকগণ।

১.৩৪) সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন- (ক) জেমস ওয়াট (খ) জন কে (গ) জেমস হারগ্রিভস (ঘ) হামফ্রে ডেভি।

১.৩৫) ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের দূত ছিলেন- (ক) স্তূপাস (খ) চার্লস অ্যালবার্ট (খ) প্রথম ফ্রান্সিস (গ) কাউন্ট বেনিদিতি।

 ১.৩৬)  'ইউরোপের রক্ষণশীলতার জনক' বলা হয়-(ক) প্রথম ফ্রান্সিস-কে (খ) প্রথম আলেকজান্ডার-কে (গ) প্রিন্স মেটারনিখ কে (ঘ) ক্যাসালরি-কে।

১.৩৭) বিশ্বের কারখানা' বলা হয়(ক) রাশিয়াকে (খ) জার্মানিকে (গ) ফ্রান্সকে (ঘ) ইংল্যান্ডাকে।

১.৩৮) পৃথিবীর প্রথম অ্যন্তর্জাতিক সম্মেলনের নাম- (ক) ভিয়েনা সম্মেলন (খ) লড়ন সম্মেলন (গ) বার্লিন সম্মেলন (ঘ) জুরিখ সম্মেলন।

 ১.৩৯) কার্লসবাড ডিক্রি চালু হয়- (ক) ইংল্যান্ডে (খ) অস্ট্রিয়ায় (গ) জার্মানিতে (ঘ) ইটালিতে।

১.৪০)  এদের মধ্যে কোন রাষ্ট্রটি 'বিগ ফোর'-এর সঙ্গে যুক্ত ছিল না? (ক) ফ্রান্স (খ) অস্ট্রিয়া (গ) রাশিয়া (ঘ) ইংল্যান্ড ।

১.৪১)  গ্যারিবন্ডির অনুগামীদের বলা হয় (ক) ব্লাক শার্টস (খ) ব্লু শার্টস (গ) রেড শার্টস (ঘ) গ্রিন শার্টস।

 ১.৪২)  কমিউনিস্ট ম্যানিফেস্টো' নামক পুস্তিকাটির প্রকাশ ঘটে (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

১.৪৩)  পলিগন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন। (ক) যোড়শ লুই-এর (খ) দশম চালস-এর (গ) লুই ফিজিপ-এর (ঘ) অষ্টাদশ লুই-এর।

১.৪৪) ভিয়েনা সম্মেলন হয়েছিল- (ক) ১৮০৫ খ্রিস্টাব্দে (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে (গ) ১৮২৫ খ্রিস্টাব্দে (স) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

১.৪৫) অষ্টাদশ লুই-এর মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেন- (ক) অষ্টম চার্লস (খ) নবম চার্লস (গ) দশম চার্লস (ঘ) নেপোলিয়ন।

 ১.৪৬)  'প্যারিস হল বিপ্লবের জননী'-এ কথা বলেছেন (ক) মেটারনিখ (খ) এ জে পি টেলর (গ) বুশো (ঘ) ভলতেয়ার।

১.৪৭) ) উড়ন্ত মাকু আবিষ্কার করেন (ক) জেমস ওয়াট (খ) হামফ্রে ডেভি (গ) জন কে (ঘ) ম্যাকাডাম।

১.৪৮) ) 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত (ক) এশিয়াকে (খ) ইউরোপকে (গ) আমেরিকাকে (ঘ) আফ্রিকাকে।

 ১.৪৯)  'সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা' গ্রন্থটি লিখেছেন- (ক) জে এ হবসন (খ) লেনিন (গ) কার্ল মার্কস (ঘ) এঙ্গেলস।

১.৫০) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়-(ক) ১৯১৪ খ্রিস্টাব্দে (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে (গ) ১৯১৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে ।

১.৫১)  উড্রো উইলসন রাষ্ট্রপতি ছিলেন- (ক) রাশিয়ার (খ) ইংল্যান্ডের (গ) জাপানের (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের।

১.৫২) ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল-(a) নেপোলিয়নের শাস্তিবিধান (b) ইউরোপের পুনগঠন (৫) ফরাসি বিপ্লবের ধ্বংসসাধন (৫) ইউরোপের সামরিকীকরণ।

১.৫৩)  ইউরোপে শক্তি সমবায় গঠিত হয়-(৯) ১৮৭০ খ্রিস্টাব্দে (৮) ১৮১৫ খ্রিস্টাব্দে (৫) ১৮২০ খ্রিস্টাব্দে (d) ১৮৩০ খ্রিস্টাব্দে।

 ১.৫৪) ) সেডানের যুদ্ধে বিজয়ী দেশ ছিল-(a) অস্ট্রিয়া (b) রাশিয়া (c) প্রাশিয়া (d) ফ্রান্স।

১.৫৫)  'ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ' ছিলেন-(a) ম্যাৎসিনি (b) ক্যাতুর (c) গ্যারিবস্তি (d) বিসমার্ক।

১.৫৫) ) সীম্রাজ্যবাদ: পুজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি লিখেছেন- (a) কার্ল মার্কস (b) লুই অগাস্তে ব্লাংকি (c) হবসন (d) লেনিন ।

১.৫৬)  বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে (ক) ফরাসি বিপ্লবের পর (খ) বুশ বিপ্লবের পর (গ) শিল্পবিপ্লবের পর (ঘ) প্রথম বিশ্বযুদ্ধের পর।

১.৫৭) 'ত্রিশক্তি আঁতাত' স্বাক্ষরিত হয় (ক) ১৮৮২ খ্রিস্টাব্দে (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে (৫) ১৯০৭ খ্রিস্টাব্দে (১) ১৯০৯ খ্রিস্টাব্দে (viii) রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন-(a) প্রথম আলেকজান্ডার (b) প্রথম নিকোলাস (৫) দ্বিতীয় নিকোলাস (d) চতুর্থ আইভান।

 ১.৫৮) রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা হল- (a) ভুমা (b) মির (c) কুলাক (d) জেমস্টভো

১.৬০)  কোন দেশকে 'ইউরোপের বুগণ ব্যক্তি' বলা হয়? (ক) ফ্রান্স (খ) তুরস্ক (গ) ইংল্যান্ড (ঘ) রাশিয়া।

১.৬১)  প্রথম শিল্পবিপ্লব হয়েছিল- (ক) রাশিয়াতে (খ) ইংল্যান্ডে (গ) ভারতে (ঘ) ফ্রান্সে।

১.৬২)  বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন- (ক) ফুলটন (খ) জর্জ স্টিফেনসন (গ) জেমস ওয়াট (ঘ) জন কে।

১.৬৩)  ইংল্যান্ডে শিল্পবিপ্লব হয়েছিল- (ক) কয়লা ক্ষেত্রে (খ) ইস্পাত ক্ষেত্রে (গ) বস্ত্রশিল্প ক্ষেত্রে (ঘ) কৃষি ক্ষেত্রে

১.৬৪)  শিল্পবিপ্লবের ফলে সমাজ-(ক) ২টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় (খ) ৩টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় (গ) ৪টি শ্রেণিতে বিভন্তু হয়ে যায় (ঘ) ৫টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায়।

১.৬৫)  ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেছিলেন- (ক) জার প্রথম আলেকজান্ডার (খ) জার দ্বিতীয় আলেকজান্ডার (গ) জার চতুর্থ আলেকজান্ডার (ঘ) ভ্লাদিমির লেনিন।

১.৬৬) প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়- (ক) রাশিয়ায় (খ) ইংল্যান্ডে (গ) ফ্রান্সে (ঘ) চিনে।

১.৬৭) ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন- (a) প্রথম আলেকজান্ডার (৮) মেটারনিখ (c) ফ্রেডারিখ উইলিয়াম (d) ক্যাসালরি।

 ১.৬৮) জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসনে বসেন- (a) অষ্টাদশ লুই (b) দশম চার্লস (c) লুই ফিলিপ (d) তৃতীয় নেপোলিয়ন।

১.৬৯)  কোন্ যুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলন (1856 খ্রিস্টাব্দ) হয়? (a) ওয়াটারলু'র (b) স্যাডোয়ার (c) সেডানের (d) ক্রিমিয়ার ।

১.৭০) 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয়-(৪) নেপোলিয়নের যুগ (b) মেটারনিখের যুগ (৩) সশস্ত্র শাস্তির যুগ (d) এর কোনোটিই নয়।

১.৭১) দ্যা হেটাইরিয়া ফিলিকে ছিল-(৫) ইটালির গুপ্ত সমিতি (৮) জার্মানির গুপ্ত সমিতি (৫) গ্রিসের গুপ্ত সমিতি (এ) রাশিয়ার গুপ্ত সমিতি ।

১.৭২) সেফটি ল্যাম্প আবিষ্কার করেন- (a) হামফ্রে ডেভি (b) আর্করাইট (c) জেমস ওয়াট (d) হারগ্রিভস।

১.৭৩) 'শিল্পবিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন- (a) কার্ল মার্কস (b) অগাস্ত ব্লাংকি (c) বাকুনিন (১) এঙ্গেলস ।

১.৭৪) সুয়েজ খাল উন্মুক্ত করা হয়-(a) 1859 খ্রিস্টাব্দে (b) 1869 খ্রিস্টাব্দে (c) 1879 খ্রিস্টাব্দে (d) 1870 খ্রিস্টাব্দে

১.৭৫)  'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত (৬) এশিয়'কে (৮) আফ্রিকাকে (৫) ইউরোপকে (d) আমেরিকাকে।

 ১.৭৬)  'সেরাজেভো হত্যাকাণ্ড'-র জন্য অস্ট্রিয়া দায়ী করে(৪) জার্মানিকে (b) বুলগেরিয়াকে (c) সার্বিয়াকে (d) কুমানিয়াকে।

১.৭৭)  লাল কোর্তা বাহিনী গঠন করেন- (ক) ম্যাৎসিনি (খ) ক্যাভুর (গ) গ্যারিবন্ডি (ঘ) বিসমার্ক।

 ১.৭৮) ইউরোপের প্রধানমন্ত্রী' বলা হত-(ক) মেটারনিখ-কে (খ) প্রথম আলেকজান্ডার-কে (গ) তালেরা-কে (ঘ) ক্যাসালরি-কে।

১.৭৯) ফ্লাইং শাটল নামক কাপড় বোনা যন্ত্রটি আবিষ্কার করেন- (ক) হারগ্রিভস (খ) জন কে (গ) হামফ্রে ডেভি (খ) আর্করাইট।

১.৮০) স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল [৫] ১৭৬৬ খ্রিস্টাব্দে [ii] ১৮৫৯ খ্রিস্টাব্দে [in] ১৮৬৬ খ্রিস্টাব্দে [১০] ১৮৭০ খ্রিস্টাব্দে।

১.৮১ ) সুয়েজ খালটি সংযুক্ত করেছে-[1] প্রশান্ত মহাসাগর-আটলান্টিক মহাসাগরকে [ii] ভারতমহাসাগর-বাঙ্গোপসাগর [iii] লোহিত সাগর-ভূমধ্যসাগর [iv] ভূমধ্যসাগর-প্রশান্ত মহাসাগর।

১.৮২) প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল- [1] ১৯১৮ খ্রিস্টাব্দে (ii) ১৯১৯ খ্রিস্টাব্দে [iii] ১৯২০ খ্রিস্টাব্দে [iv] ১৯২২ খ্রিস্টাব্দে ।

১.৮৩) সমাজতন্ত্রবাদের বাইবেল' হল- [i] কমিউনিস্ট ম্যানিফেস্টো [1] দ্য হোলি ফ্যামিলি (iii) পভার্টি অফ ফিলজফি [iv] ডাস ক্যাপিটাল।

১.৮৪) 'ইল দ্যুচে' হলেন-[i] হিটলার [ii] মুসোলিনি [n] ফ্রাঙ্কো [iv] তোজো  (খ) আর্করাইট।

১.৮৫) রিপাবলিক' গ্রন্থটি রচনা করেন- (ক) জোরেনো (খ) প্লেটো (গ) রবার্ট আওয়েন (ঘ) সেন্ট সাইমন।


২. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- 

২.১)ডাস ক্যাপিটাল’ কার রচনা? 

Ans. ‘ডাস ক্যাপিটাল’ কার্ল মার্কস-এর রচনা।

২.২)ত্রিশক্তি চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল? 

Ans. 1882 খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি, অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়েছিল।

২.৩)‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন কে? 

Ans. ‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের শ্রমিক নেতা নেড লুড।

২.৪)কোন দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল? 

Ans. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল।

২.৫)‘The White Man’s Burden’ কবিতাটি কার লেখা? 

Ans. ‘The White Man’s Burden’ কবিতাটি রুডইয়ার্ড কিপলিং-এর লেখা।

২.৬)পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কী ছিল? 

Ans. পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম ছিল ভিক্টর ইমান্যুয়েল।

২.৭)কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন? 

Ans. ‘কনফেডারেশন অফ দি রাইন’ গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।

৪. শুদ্ধ/ অশুদ্ধ বা সত্য / মিথ্যা লেখ :- 

৪.১)1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল।

৪.২) মেনশেভিক দলের নেতা ছিলেন লেনিন।

৪.৩) ১৯২৯ খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়।

৪.৪) জোলভেরাইন গড়ে উঠেছিল ১৮৩০ খ্রিস্টাব্দে।

৪.৫) 'সমাজতন্ত্রবাদ'-এর আদি প্রবক্তা হলেন সাঁ সিমোঁ।

৪.৬)  'ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা' গঠন করে ফ্রান্স।

৪.৭) ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল।

৪.৮)  বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।

৪.৯) জোলভেরাইন একটি শিল্পসংঘ।

৫) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: 

৫.১) ) বিবৃতি: মেটারনিখের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে।

ব্যাখ্যা ১: মেটারনিখ মনে করতেন বিপ্লবের ভাবধারা হল জীবাণুর মতো।

ব্যাখ্যা ২: ফরাসি বিপ্লব ইউরোপে যুদ্ধ ডেকে আনবে।

ব্যাখ্যা ৩: বিপ্লবপ্রসূত ভাবধারা মেটারনিখের পতন ঘটাবে।

৫.২) বিবৃতি: ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও ( দুর্দশাগ্রস্ত অঞ্চল।

ব্যাখ্যা ১ : এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল।

৫.৩) বিবৃতি: মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে ১৯১৭ খ্রিস্টাব্দে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। 

ব্যাখ্যা ১: জার্মানি কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ প্রতিহত করতে। 

ব্যাখ্যা ২: জার্মানির সাবমেরিন কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যতরি ও রণতরি ধ্বংসের প্রতিবাদে।

ব্যখ্যা ৩: গণতান্ত্রিক ইংল্যান্ড ও ফ্রান্সকে সাহায্য করতে।

৫.৪) বিবৃতি : লেনিন নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণা করেন।

ব্যাখ্যা ১: পুঁজিবাদ কায়েম করতে।

৫.৫) বিবৃতি: দ্বিতীয় আলেকজান্ডারকে 'মুক্তিদাতা জার' বলা হয়।

ব্যাখ্যা ১: তিনি উদার জার ছিলেন।

ব্যাখ্যা ২: তিনি রাশিয়ার সার্ফদের মুক্তি দান করেন। 

ব্যাখ্যা ৩: তিনি কৃষক ও শ্রমিকদের জমি দান করেন।

৫.৬) বিবৃতি: 'ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন'।

ব্যাখ্যা ১: ভারত থেকে প্রচুর কাপড় ব্রিটেনে যেত। 

ব্যাখ্যা ২: ব্রিটেন থেকে প্রচুর দ্রব্য ভারতে আসত।

৫.৭) বিবৃতি: সেরাজেভো হত্যাকান্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ।

ব্যাখ্যা ১: এই হত্যাকাণ্ড ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে তোলে।

ব্যাখ্যা ২: এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে।

ব্যাখ্যা ৩: এই হত্যাকান্ডকে কেন্দ্র করে শুরু হয় 'সশস্ত্র শান্তির যুগ'।

৫.৮)  বিবৃতি: মেটারনিখ কার্লসবাড ডিক্রি জারি করেন-

ব্যাখ্যা ১: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ২: জার্মানির রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ৩: জার্মানির জনগণের অধিকার রক্ষার জন্য।

৫.৯) বিবৃতি: ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল-

ব্যাখ্যা ১: ভারতে ফরাসিরা উপনিবেশ গঠনে ব্যর্থ হয়েছিল।

ব্যাখ্যা ২: ইঙ্গ-ফরাসি যুদ্ধ সংঘটিত হয়েছিল।

ব্যাখ্যা ৩: সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল।

৫.১০) বিবৃতি: চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল-

ব্যাখ্যা ১: তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করা।

ব্যাখ্যা ২: ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩: ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে।

৫.১১) বিবৃতি: ১৯২৯ খ্রিস্টাব্দে মহামন্দার কারণে অর্থসংকট তীব্র আকার ধারণ করে।

ব্যাখ্যা ১: শেয়ার বাজারে ধস নামার কারণে অর্থসংকট বৃদ্ধি পায়।

ব্যাখ্যা ২: আমদানি-রপ্তানি বাণিজ্য মার খাওয়ার জন্য সংকট নামে।

ব্যাখ্যা ৩ : দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিল্পবাণিজ্য সংকট ইত্যাদি কারণে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দেয়।

৫.১২) বিবৃতি: ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসে জলবিভাজিকা।

ব্যাখ্যা ১: এই যুদ্ধের ফলে পূর্বাঞ্চল সমস্যার সৃষ্টি হয়।

ব্যাখ্যা ২: এই যুদ্ধে রাশিয়ার পতন ঘটে।

ব্যাখ্যা ৩: ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল।।








No comments:

Post a Comment