Thursday, May 22, 2025

X B 90 aaaa

বিবেকানন্দ কোচিং সেন্টার

২০২৩

প্রথম ভাষা

সময়:- ৩ ঘন্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য।

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: ১৭×১=১৭

 ১.১. মামার বাড়িতে যার বিয়ে উপলক্ষে তপন এসেছে ( ক ) ছোটোমামা ( খ) ছোটো মাসি (গ) বড়ো মামা (ঘ) বড়ো মাসি।

১.২ .বিরাগীর তীর্থভ্রমণের জন্য জগদীশবাবু দিয়েছিলেন ( ক ) দু'শো টাকা ( খ ) একশো টাকা ( গ ) একশো এক টাকা  ( ঘ ) এক টাকা।

১.৩. অমৃতের বয়স ছিল (ক) দশ বছর (খ ) এগারো বছর ( গ ) নয় বছর (ঘ) বারো বছর।

 ১.৪. যাদের শব কাছে দূরে ছড়ানো রয়েছে -- (ক) পশুদের  (খ) নারীদের (গ) শত্রুদের (ঘ) শিশুদের।

 ১.৫. ঝরনা কলম নামটি দিয়েছেন  -- (ক) রাজশেখর বসু  (খ) রবীন্দ্রনাথ ঠাকুর  (গ) সুভাষচন্দ্র বসু (ঘ) স্বপন কুমার রায়।

 ১.৬. সিন্ধুতীরে কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল  -- (ক) তোহফা (খ) সতীময়না (গ) পদ্মাবতী  (ঘ) সেকেন্দারনামা।

 ১.৭. স্টাইলাস আসলে  -- (ক) ব্রঞ্জের শলাকা (খ) তামার শলাকা  (গ) লৌহ শলাকা (ঘ) হাড়ের শলাকা।

১.৮. শকুন-চিল বলতে বোঝানো হয়েছে  -- (ক) ভালোমানুষকে (খ) ধনীমানুষকে  (গ) সুযোগসন্ধানী মানুষকে  (ঘ) পাগল মানুষকে।

১.৯. বর্ম খুলে দেখ --- গায়ে।  -- (ক) জামা  (খ) আদুড় (গ) নোংরা  (ঘ) সুগন্ধ।

১.১০. হরিদার ঘরে আড্ডা দিত  -- (ক) তিনজন  (খ) দুজন  (গ) চারজন  (ঘ) ছয়জন।

১.১১. "কে বধিল কবে প্রিয়ানুজে" -- প্রিয়ানুজ হলেন  -- (ক) রাবন (খ) ইন্দ্রজিৎ (গ) কুম্ভকর্ণ (ঘ) বীরবাহু।

১.১২. সপ্ত ঋষির সমাহার = সপ্তর্ষি, যে সমাসের উদাহরন  -- (ক) দ্বিগু সমাস  (খ) দ্বন্দ্ব সমাস  (গ) বহুব্রীহি সমাস  (ঘ) তৎপুরুষ সমাস।

১.১৩. সমাস শব্দের অর্থ হল  -- (ক) সম্বন্ধ (খ) সংক্ষেপ (গ) সমান (ঘ) সমন্বয়।

১.১৪. অপ্রধান খন্ডবাক্য দেখা যায়  -- (ক) সরল বাক্যে  (খ) জটিল বাক্যে  (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে।

১.১৫. 'গরু আকাশে ওড়ে' - বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে  -- (ক) যোগ্যতা (খ) আসক্তি  (গ) আকাঙ্খা (ঘ) কোনটি নয়।

১.১৬. ' আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো ' - এটি কী জাতীয় বাক্য?  -- (ক) সরল বাক্যে  (খ) জটিল বাক্যে  (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে।

১.১৭. ' বাঘে-গরুতে একঘাটে জল খায়।' - এই বাক্যে কর্তা হল (ক) নিরপেক্ষ কর্তা (খ) ব্যতিহার কর্তা   (গ) সহযোগী কর্তা (ঘ) প্রযোজ্য কর্তা।

২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর  দাও:- ১৯×১=১৯

২.১ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.১.১. “ তবে এ বস্তুটি পকেটে কেন ” কোন বস্তুটি পকেটে ছিল ? 

২.১.২. “ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ” ——- নদীর বিদ্রোহের কারণ কী ? 

২.১.৩. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল ?

২.১.৪.  “ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ” —কী বুদ্ধি খেলেছিল ?

২.১.৫.  “ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে । ” কোন কথাটা ছড়িয়ে পড়ে ?

২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.২.১. “ মাথায় কত শকুন বা চিল ” “ শকুন বা চিল ’ বলতে কবি কাদের বুঝিয়েছেন ?

২.২.২. “ হায় ছায়াবৃতা । ” - কাকে , কেন “ ছায়াবৃতা ” বলা হয়েছে ? 

২.২.৩.  “ তোরা সব জয়ধবনি কর ” —বাক্যবন্ধটি “ প্রলয়োল্লাস ” কবিতায় মোট কতবার আছে ?

২.২.৪. সমুদ্রনৃপতি সুতা ’ কে ?

২.২.৫. "ওই নূতনের কেতন ওড়ে" -- কেতন শব্দের অর্থ কী?

 ২.৩. তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

২.৩.১. “ বাংলায় একটা কথা চালু ছিল । ” –চালু কথাটা কী ?

২.৩.২.  “ দার্শনিক তাকেই বলি । ” কাকে ‘ দার্শনিক ’ বলা হয় ?

২.৩.৩ • পরিভাষার উদ্দেশ্য কী ?

২.৩.৪. আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলি কী কী ?

 ২.৪ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :  ৮×১=৮

২.৪.১ সম্বন্ধপদ কারক নয় কেন?

২.৪.২ বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ।

২.৪.৩. 'তার পর সকালে গেলাম।- কারক ও বিভক্তি নির্ণয় করো।

২.৪.৪. 'তোরা সব জয়ধ্বনি কর' - ভাব বাচ্যে পরিণত করো।

২.৪.৫. তির্যক বিভক্তি কাকে বলে?

২.৪.৬. একটি নিত্য সমাসের উদাহরন দাও।

২.৪.৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরন দাও।

২.৪.৮. নিরপেক্ষ কর্তা কাকে বলে?

২.৪.৯. 'পঞ্চকন্যা পাইলা চেতন।-- নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখ।

২.৪.১০. বহুব্রীহি শব্দের অর্থ কী?

৩. কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও:- ৩+৩=৬

৩.১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.১.১. "সে ভয়ানক দুর্লভ জিনিস " -- দুর্লভ জিনিসটি কী? তা দুর্লভ কেন?

৩.১.২. "নদের চাঁদের বড়ো ভয় করিতে লাগিল।" -- নদের চাঁদের ভয়ের কারন কী?

৩.২. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.২.১. "তথা কন্যা থাকে সর্বক্ষন" -- কন্যা কে? সে সর্বক্ষন কোথায় থাকে?

৩.২.২. "আয় আরো বেঁধে বেঁধে থাকি" -- কবি কেন বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন?

৪. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৪.১. "ও আমাকে শিখিয়েছে, খাটি জিনিস কাকে বলে।" -- খাটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে? কাকে কীভাবে শেখানো হয়েছে?

৪.২. "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।" -- কার কখন একথা মনে হয়েছিল আলোচনা করো।

৫. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৫.১. "তারপর যুদ্ধ এল" -- যুদ্ধের ভয়াবহ ও করুণ ছবির পরিচয় দাও।

৫.২. "অভিষেক করিলা কুমারে" -- কুমার কে? তার চরিত্র আলোচনা করো।

৬. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৬.১ "সবমিলিয়ে লেখালেখি  রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান।" -- বক্তা কেন একথা বলেছেন? অনুষ্ঠানটির পরিচয় দাও।

৬.২ কালি তৈরির সহজ পদ্ধতিটি আলোচনা করো।

৭. কমবেশি ১২৫ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৭.১ "আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো" -- কে কার উদ্দেশ্য কেন এমন মন্তব্য করেছেন?

৭.২. সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি আলোচনা করো।

৮. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও :- ৫×২=১০

৮.১ দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা বর্ননা করো।

৮.২ "তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে" -- কোন পরিপেক্ষিতে একথা বলা হয়েছে? আসল লজ্জা ও আসল গর্ব বলার কারণ কী?

৮.৩. কোনির উথ্বানের পিছনে ক্ষিতীশের অবদান আলোচনা করো।

৯. চলতি গদ্যে বঙ্গানুবাদ করো:-  ৫

 It is very difficult to get rid of bad habits , So , we should be very careful that we do not get into bad habits in our boyhood . Idieness is one such bad habit . Every boy and girl should be diligent . It should be their duty to obey the superiors and carry out their orders .

১০. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

১০.১ মোবাইল ফোনের ভালো-মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

১০.২ প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১. কমবেশি ৪০০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

১১.১ মারণ ভাইরাস করোনা।

১১.২ বাংলার উৎসব।

১১.৩ তোমার জীবনের একটি স্মরনীয় ঘটনা।

১১.৪ পরিবেশ দূষণ ও তার প্রতিকার।









 

No comments:

Post a Comment