বিবেকানন্দ কোচিং সেন্টার
ক্লাস:- নবম শ্রেনী; বিষয়:- বাংলা
পুর্ণমান:- ৬০; সময়:- ২ ঘন্টা
১) সঠিক উত্তরটি নির্বাচন করো: ১০x১ =১০
১.১) 'আকাশে সাতটি তারা' --- যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত , সেটি হল ( ক ) ঝরা পালক ( খ )সাতটি তারার তিমির ( গ ) বনলতা সেন (ঘ) রুপসী বাংলা।
১.২) যে গাছটি ' বুডিয়ে ওঠে , কিন্তু মুড়োয় না --- ( ক ) নটে ( খ ) শটি ( গ ) পাট ( ঘ ) বট।
১.৩) সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত -- - রক্তের জন্য । (ক) ভারতীয় ( খ ) কেলটিক ( গ ) জার্মান ( ঘ ) মিশরীয় ।
১.৪) পদ্মলোচন চার টাকার শাড়ি বিক্রি করেছিল— ( ক ) আট টাকায় ( খ ) সাত টাকায় ( গ ) সাড়ে আট টাকায় ( ঘ ) আট টাকা সাড়ে চোদ্দ আনায়।
১.৫) রাধারাণী রথ দেখতে গিয়েছিল --- ( ক ) শান্তিপুরে ( খ ) শ্রীরামপুরে ( গ ) মাহেশে ( ঘ ) মায়াপুরে ।
১.৬) নটেগাছটি কোথায় আছে --- ( ক ) উঠোনে ( ঘ ) বেড়ার পাশে ( গ ) ঘরের কোণে ( ঘ ) রাস্তার পাশে।
১.৭) কর্ভাস অতি সন্তর্পণে নামিয়ে রাখল আর্গাসের --- ( ক ) মাইনাস কুড়ি পাওয়ারের সোনার চশমা ( খ ) মাইনাস দশ পাওয়ারের সোনার চশমা ( গ ) মাইনাস চার পাওয়ারের সোনার চশমা ( ঘ ) মাইনাস ত্রিশ পাওয়ারের সোনার চশমা।
১.৮) ' আকাশে সাতটি তারা ' কবিতায় কবি বসে আছেন -- ( ক ) পাহাড়ে ( খ ) নদীর তীরে ( 2 ) ঘাসের উপরে ( ঘ ) সমুদ্রের তীরে।
১.৯) শঙ্কুর পোষা বিড়ালটির নাম হল --- ( ক ) নিউটন ( খ ) আইনস্টাইন ( 5 ) মেনি ( ঘ ) প্রহ্লাদ।
১.১০) তারায় তারায় স্বপ্ন কখন এঁকে রাখে ? --- ( ক ) সারাটা দিন ( খ ) সারা সময় ( গ ) সারাটা রাত ( ঘ ) সারাটা সন্ধ্যা।
২) ১৫ টি শব্দে যে কোন আটটি প্রশ্নের উওর দাও: ৮x১= ৮
২.১) কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে ? ২.২) ' আবহমান ' কবিতায় কবি কোথায় দাঁড়াতে বলেছেন ? ২.৩ ) রাধারাণী ঘর ঝাঁট দিতে গিয়ে কী পেয়েছিল ? ২.৪ ) আর্গাস কত টাকা দিয়ে কর্ভাসকে কিনতে চেয়েছিল ? ২.৫) নেভে না তার যন্ত্রণা ' — এখানে কীসের যন্ত্রণার কথা বলা হয়েছে ? ২.৬) ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ? ২.৭) চিলিয়ান জাদুকরের নাম কী ? ২.৮) ' আবহমান ' কথাটির অর্থ কী ? ২.৯) তোমাদের পাঠ্য চিঠিটি কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে স্বামীজি লিখেছিলেন ? ২.১০) ‘ রাধারাণী বড় বালিকা' --- এমন মনে হওয়ার কারণ কী ?
৩) ৬০ টি শব্দে যে কোন চারটি প্রশ্নের উওর দাও: ৪x৩= ১২
৩.১) ' তাহারা দরিদ্র , কিন্তু লোভী নহে ।'— মন্তব্যটি ব্যাখ্যা করো।
৩.২) ‘ যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া ’ — কোন্ কবিতার অংশ ? কবি উঠানে দাঁড়াতে বলেছেন কেন ? ১ + ২
৩.৩) ‘ কেশবতী কন্যা যেন এসেছে আকাশে ' — কেশবতী কন্যা বলতে কাকে বলা হয়েছে ? তাকে কেশবতী কন্যা বলার কারণ কী ?
৩.৪) ‘ অগত্যা রাধারাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল ’ — রাধারাণী কোথা থেকে , কেন কাঁদতে কাঁদতে ফিরল ? ১ + ২
৩.৫) বিঘ্ন আছে বহু – কোন্ কোন্ বিঘ্নের কথা বলা হয়েছে ? ৩
৩.৬) ' আসিয়াছে শান্ত অনুগত / বাংলার নীল সন্ধ্যা ' — এই লাইনটির মধ্য দিয়ে কবি সন্ধ্যার যে বর্ণনা দিয়েছেন কবিতা অনুসারে তা লেখো ।
৪)১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উওর দাও: ৫x২= ১০
৪.১) রাধারাণী চরিত্রটির পরিচয় দাও ।
৪.২) ' আবহমান ' কবিতার সারসংক্ষেপ বা বিষয়বস্তু নিজের ভাষায় বর্ণনা করো ।
৪.৩) ‘ আকাশে সাতটি তারা ’ কবিতায় বাংলার প্রকৃতির যে বর্ণনা পাওয়া যায় তা দু - একটি উদ্ধৃতিসহ লেখো ।
৪.৪) 'এরই মাঝে বাঙলার প্রান' --- কবি কোথায় বাঙলার প্রান খুজে পান ?
৫) ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উওর দাও: ৫x২= ১০
৫.১) ‘ মরদ কি বাত হাতি কা দাঁত ’ —– বক্তা কে ? কাকে , কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন ? উক্তিটি ব্যাখ্যা করো ।১ + ২ + ২
৫.২) পাঠ্য চিঠি অবলম্বনে স্বামীজির দেশপ্রেমের পরিচয় দাও। ৫
৫.৩) ' তুমি ঠিক সেইরূপ নারী , যাকে আজ প্রয়োজন ।'— কোন্ নারীর কথা এখানে বলা হয়েছে ? তাকে আজ প্রয়োজন কেন ? ১+8
৬) ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উওর দাও: ৫x১= ৫
৬.১) কর্ভাস - এর মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো ।
৬.২) 'আমার ' অরনিথন ' যন্ত্র আজ তৈরি শেষ হলো — যন্ত্রটির পরিচয় দাও । যন্ত্রটির ব্যবহার কীভাবে শুরু হল ? ২ + ৩
৭. নীচের সংকেতসূত্র অনুসারে একটি গল্প রচনা করো : ৫
পুত্রের দাবি নিয়ে দুই নারীর বিবাদ - বিচারকের কাছে আগমন — দুজনেরই দাবি — বিচারক আদেশ দিলেন ছেলেটিকে কেটে দু - অংশ দুজনকে ভাগ করে দিতে — প্রকৃত মায়ের প্রাণভিক্ষা ও দাবি ত্যাগ ।
No comments:
Post a Comment