Showing posts with label VCC Exams. Show all posts
Showing posts with label VCC Exams. Show all posts

Wednesday, May 21, 2025

X Beng mcq 1

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস:- দশমশ্রেনী ; বিষয়:- বাংলা 

পূর্ণমান:- 40; সময়:- 45 মিনিট 

A। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

1. কলমে কায়স্ত চিনি, গোফেতে ----- - (ক) বাঙালি (খ) পাঞ্জাবী (গ) রাজপুত (ঘ) মারাঠি।

2. আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে- (ক) দূরে দূরে, (খ) প্রান্তরে (গ) কাছে দূরে, (ঘ) নানাস্থানে। 

3. হিংস্র প্রলাপের মধ্যে /সেই হোক তোমার সভ্যতায় শেষ --- (ক) পুণ্যবানী, (খ) শান্তির বানী (গ) হৃদয়ের বাণী, (ঘ) মরমের বানী।

 4. কে বাজালি সাংবাদিকদের বলতেন 'বাবু কুইল ড্রাইভারস' ---  (ক) লর্ড কার্জন, (খ) লর্ড রিপন, (গ) লর্ড লিটন, (ঘ) লর্ড ক্লাইড।

5.  '' কে বধিল কবে প্রিয়ানুজে '' এখানে প্রিয়ানুজ হলেন --- (ক) বিভিষণ (খ) লহ্মন (গ) বীরবাহু (ঘ) কুম্ভকর্ণ।

6. অসুখী একজন কবিতায় দেবতারা ছিল ---  (ক) লাল হলুদ (খ) শান্ত নীল (গ) অশান্ত হলুদ (ঘ) শান্ত হলুদ।

7. তপনের থেকে তার ছোটো মাসি কত বছরের বড়ো? --- (ক) পাচ (খ) সাত (গ) আট (ঘ) দশ ।

8. স্টাইলাস হল --- (ক) তামার শলাকা (খ) ব্রোঞ্জের শলাকা (গ) লৌহ শলাকা (ঘ) দস্তার শলাকা।

9.  '' ধরে গেল আগুন '' - আগুন ধরে গেল ---  (ক) পাহাড়ে (খ) সমতলে (গ) শহরে (ঘ) ফসল হ্মেতে।

10. তপনের মেসো পেশায় একজন (ক) স্কুল মাস্টার, (খ) ব্যবসায়ী (গ) প্রফেসর (ঘ) উকিল।

11.   'সমাস' শব্দের অর্থ হল ---  (ক) সুন্দর, (খ) সংক্ষেপ, (গ) বিস্তৃতি, (ঘ) বিশ্লেষণ।

12.  '' বিপদে মোরে রহ্মা করো '' - রেখাঙ্কিত পদটি -- (ক) কর্তৃ কারক (খ) কর্ম কারক (গ) করণ কারক (ঘ) অপাদান কারক।

13.   কী দেখে কারক নির্নয় করা হয় --- (ক) কর্তা (খ) কর্ম (গ) ক্রিয়া (খ) বিধেয়।

14.  "হেঁটে গেল গির্জার এক নান" নান বলতে বোঝায় --- (ক) গির্জার রক্ষক, (খ) খ্রিস্টান সন্ন্যাসিনী, (গ) খ্রিস্টান গাড়ি চালক, (ঘ) গিজার ফুল বিক্রেতা।

15.  মায়াবী মানব সীতাপতি '' সীতাপতি হলেন --- (ক) সীতা (খ) রাম (গ) রাবণ (ঘ) ইন্দ্রজিৎ। 

16. কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় ---  (ক) দ্বন্দ্ব (খ) দ্বিগু (গ) বহুব্রীহি (ঘ) তৎপুরুষ।

17. প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল --- (ক) রিজার্ভার পেন, (খ) ঝরনা কলম, (গ) ওয়াটার পেন, (ঘ) রিজার্ভ পেন।

18.   "খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো।" একথা বলেছিল--- (ক) অনাদি, (খ) ভবতোষ, (গ) কাশীনাথ, (ঘ) জনেক বাসযাত্রী।

19.  সন্ম্যাসী খান --- (ক) বেগুন পোড়া (খ) সুপারি (গ) হরিতকি (খ) বহেড়া।

20.  নতুন সৃষ্টিকে বার বার বিধ্বস্ত করেছিলেন --- (ক) কবি, (খ) সমৃদ্ধা  (গ) ছায়াবৃতা, (ঘ) দয়াময় দেবতা।

21.  " তারপর যুদ্ধ এল '' - যুদ্ধকে বলা হয়েছে ---  (ক) পাহাড় (খ) মালভূমি (গ) আগ্নেয় পাহাড় (ঘ) ঝরনা।

22. রীনা অঙ্কে পাকা - নিম্নরেখ পদটি --  (ক) কর্তৃ কারক (খ) অধিকরণ কারক (গ) করণ কারক (ঘ) অপাদান কারক।

23.  তপনের ছোটোমাসি যখন ছোটোমোসোর দিকে ধাবিত হয়, মেসো তখন--- (ক) লিখছিলেন, (খ) দিবানিদ্রা দিচ্ছিলেন, (গ) টিভি দেখছিলেন, (ঘ) খবরের কাগজ পড়ছিলেন।

24. চিনারা চিরকাল লিখে এসেছে ---  (ক) কলমে (খ) কম্পিউটারে (খ) তুলিতে  (ঘ) ফাউন্টেন পেনে।

25.   বিরাগীর কী নেই? --- (ক) বাড়ি (খ) ঝোলা (গ) রাগ (ঘ) লোভ।

26. জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী কত দিন ছিলেন? ---  (ক) সতেরো দিন, (খ) সাত দিন, (গ) সাত মাস (ঘ) সাত সপ্তাহ।

27. মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’ পাঠ্যাংশটি নেওয়া হয়েছে –(ক) ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ থেকে (খ) ‘ব্রজাঙ্গনা কাব্য’ থেকে (গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে (ঘ) ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে।

28.   আমরা ভিখারি বারোমাস - নিম্নরেখ পদটি --- (ক) কর্তৃ কারক (খ) অধিকরণ কারক (গ) করণ কারক (ঘ) অপাদান কারক।

29.   সমূলে নির্মল করিব পামরে আছি!’- ‘পামর’ শব্দের অর্থ – (ক) পাপী (খ) ভোগী (গ) গুণী (ঘ) সখী।

30. শ্রীপান্থ কার ছদ্মনাম? ---  (ক) সুনীল গঙ্গোপাধ্যায়, (খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়, (গ) নিখিল সরকার, (ঘ) পবিত্র সরকার ।

31. 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' কথাটি কে লিখেছিলেন --- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায় ।

32.  ‘হৈমবতীসুত’ যাকে বলা হয়েছে , তিনি হলেন – (ক) রাবন (খ) ইন্দ্রজিৎ (গ) কার্তিক (ঘ) অর্জুন।

33.“ বিদায় এবে দেহ, বিধুমুখী।” -বিধুমুখী কে ? -- (ক) হৈমবতী (খ) লক্ষ্মী দেবী (গ) প্রভাষা (ঘ) প্রমীলা।

34.  'হয়তো গেছে মরে' -কার কথা বলা হয়েছে?--- (ক) পৃথিবীর, (খ) ইতিহাসের, (গ) মানুষের, (ঘ) শিশুদের।

35.  নিজের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল --- (ক) শৈলজানন্দের, (খ) তারাশঙ্করের, (গ) তারকনাথ গঙ্গোপাধ্যায়ের, (ঘ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের।

36.   'অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন'-তিনি হলেন--- (ক) সত্যজিৎ রায়, (খ) অন্নদাশঙ্কর রায়, (গ) রাজশেখর বসু, (ঘ) সুবোধ ঘোষ।

37. লেখক প্রাচীন মিশরে জন্মালে কী দিয়ে লিখতেন?--- ক) বাঁশের কঞ্চি খ) নলখাগড়ার কলম গ) হাড়ের কলম ঘ) পালক।

 38.   কোন্ কলম একমাত্র সরস্বতী পুজোর সময় দেখা যায়? --- ক) ফাউন্টেন পেন খ) বল পেন গ) বাঁশের কঞ্চির কলম ঘ) খাগের কলম।

39. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন—-- ক) প্রাবন্ধিক খ) দার্শনিক গ) গল্পকার ঘ) নাট্যকার।

40.  পালক কেটে কলম তৈরি করার যন্ত্রটি ছিল—-- ক) পেনসিল সার্পনারের মতো খ) সেফটি রেজারের মতো গ) ট্রিমারের মতো ঘ) হিরে কাটার যন্ত্রের মতো।


 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস:- দশমশ্রেনী ; বিষয়:- বাংলা 

পূর্ণমান:- 40; সময়:- 45 মিনিট 

A। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

1.  নতুন সৃষ্টিকে বার বার বিধ্বস্ত করেছিলেন --- (ক) কবি, (খ) সমৃদ্ধা  (গ) ছায়াবৃতা, (ঘ) দয়াময় দেবতা।

2.   " তারপর যুদ্ধ এল '' - যুদ্ধকে বলা হয়েছে ---  (ক) পাহাড় (খ) মালভূমি (গ) আগ্নেয় পাহাড় (ঘ) ঝরনা।

3. রীনা অঙ্কে পাকা - নিম্নরেখ পদটি --  (ক) কর্তৃ কারক (খ) অধিকরণ কারক (গ) করণ কারক (ঘ) অপাদান কারক।

4. তপনের ছোটোমাসি যখন ছোটোমোসোর দিকে ধাবিত হয়, মেসো তখন--- (ক) লিখছিলেন, (খ) দিবানিদ্রা দিচ্ছিলেন, (গ) টিভি দেখছিলেন, (ঘ) খবরের কাগজ পড়ছিলেন।

5. চিনারা চিরকাল লিখে এসেছে ---  (ক) কলমে (খ) কম্পিউটারে (খ) তুলিতে  (ঘ) ফাউন্টেন পেনে।

6.   বিরাগীর কী নেই? --- (ক) বাড়ি (খ) ঝোলা (গ) রাগ (ঘ) লোভ।

7. জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী কত দিন ছিলেন? ---  (ক) সতেরো দিন, (খ) সাত দিন, (গ) সাত মাস (ঘ) সাত সপ্তাহ।

8.  মাইকেল মধুসূদন দত্তের ‘অভিষেক’ পাঠ্যাংশটি নেওয়া হয়েছে –(ক) ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ থেকে (খ) ‘ব্রজাঙ্গনা কাব্য’ থেকে (গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে (ঘ) ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে।

9.   আমরা ভিখারি বারোমাস - নিম্নরেখ পদটি --- (ক) কর্তৃ কারক (খ) অধিকরণ কারক (গ) করণ কারক (ঘ) অপাদান কারক।

10.  সমূলে নির্মল করিব পামরে আছি!’- ‘পামর’ শব্দের অর্থ – (ক) পাপী (খ) ভোগী (গ) গুণী (ঘ) সখী।

11. শ্রীপান্থ কার ছদ্মনাম? ---  (ক) সুনীল গঙ্গোপাধ্যায়, (খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়, (গ) নিখিল সরকার, (ঘ) পবিত্র সরকার ।

12. 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' কথাটি কে লিখেছিলেন --- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায় ।

13.  ‘হৈমবতীসুত’ যাকে বলা হয়েছে , তিনি হলেন – (ক) রাবন (খ) ইন্দ্রজিৎ (গ) কার্তিক (ঘ) অর্জুন।

14.“ বিদায় এবে দেহ, বিধুমুখী।” -বিধুমুখী কে ? -- (ক) হৈমবতী (খ) লক্ষ্মী দেবী (গ) প্রভাষা (ঘ) প্রমীলা।

15.  'হয়তো গেছে মরে' -কার কথা বলা হয়েছে?--- (ক) পৃথিবীর, (খ) ইতিহাসের, (গ) মানুষের, (ঘ) শিশুদের।

16.  নিজের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল --- (ক) শৈলজানন্দের, (খ) তারাশঙ্করের, (গ) তারকনাথ গঙ্গোপাধ্যায়ের, (ঘ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের।

17.   'অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন'-তিনি হলেন--- (ক) সত্যজিৎ রায়, (খ) অন্নদাশঙ্কর রায়, (গ) রাজশেখর বসু, (ঘ) সুবোধ ঘোষ।

18. লেখক প্রাচীন মিশরে জন্মালে কী দিয়ে লিখতেন?--- ক) বাঁশের কঞ্চি খ) নলখাগড়ার কলম গ) হাড়ের কলম ঘ) পালক।

 19.   কোন্ কলম একমাত্র সরস্বতী পুজোর সময় দেখা যায়? --- ক) ফাউন্টেন পেন খ) বল পেন গ) বাঁশের কঞ্চির কলম ঘ) খাগের কলম।

20. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন—-- ক) প্রাবন্ধিক খ) দার্শনিক গ) গল্পকার ঘ) নাট্যকার।

21.  পালক কেটে কলম তৈরি করার যন্ত্রটি ছিল—-- ক) পেনসিল সার্পনারের মতো খ) সেফটি রেজারের মতো গ) ট্রিমারের মতো ঘ) হিরে কাটার যন্ত্রের মতো।

22. কলমে কায়স্ত চিনি, গোফেতে ----- - (ক) বাঙালি (খ) পাঞ্জাবী (গ) রাজপুত (ঘ) মারাঠি।

23.  আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে- (ক) দূরে দূরে, (খ) প্রান্তরে (গ) কাছে দূরে, (ঘ) নানাস্থানে। 

24.  হিংস্র প্রলাপের মধ্যে /সেই হোক তোমার সভ্যতায় শেষ --- (ক) পুণ্যবানী, (খ) শান্তির বানী (গ) হৃদয়ের বাণী, (ঘ) মরমের বানী।

 25. কে বাজালি সাংবাদিকদের বলতেন 'বাবু কুইল ড্রাইভারস' ---  (ক) লর্ড কার্জন, (খ) লর্ড রিপন, (গ) লর্ড লিটন, (ঘ) লর্ড ক্লাইড।

26. '' কে বধিল কবে প্রিয়ানুজে '' এখানে প্রিয়ানুজ হলেন --- (ক) বিভিষণ (খ) লহ্মন (গ) বীরবাহু (ঘ) কুম্ভকর্ণ।

27. . অসুখী একজন কবিতায় দেবতারা ছিল ---  (ক) লাল হলুদ (খ) শান্ত নীল (গ) অশান্ত হলুদ (ঘ) শান্ত হলুদ।

28.  তপনের থেকে তার ছোটো মাসি কত বছরের বড়ো? --- (ক) পাচ (খ) সাত (গ) আট (ঘ) দশ ।

29. স্টাইলাস হল --- (ক) তামার শলাকা (খ) ব্রোঞ্জের শলাকা (গ) লৌহ শলাকা (ঘ) দস্তার শলাকা।

30.  '' ধরে গেল আগুন '' - আগুন ধরে গেল ---  (ক) পাহাড়ে (খ) সমতলে (গ) শহরে (ঘ) ফসল হ্মেতে।

31. তপনের মেসো পেশায় একজন (ক) স্কুল মাস্টার, (খ) ব্যবসায়ী (গ) প্রফেসর (ঘ) উকিল।

32.   'সমাস' শব্দের অর্থ হল ---  (ক) সুন্দর, (খ) সংক্ষেপ, (গ) বিস্তৃতি, (ঘ) বিশ্লেষণ।

33.  '' বিপদে মোরে রহ্মা করো '' - রেখাঙ্কিত পদটি -- (ক) কর্তৃ কারক (খ) কর্ম কারক (গ) করণ কারক (ঘ) অপাদান কারক।

34.   কী দেখে কারক নির্নয় করা হয় --- (ক) কর্তা (খ) কর্ম (গ) ক্রিয়া (খ) বিধেয়।

35.  "হেঁটে গেল গির্জার এক নান" নান বলতে বোঝায় --- (ক) গির্জার রক্ষক, (খ) খ্রিস্টান সন্ন্যাসিনী, (গ) খ্রিস্টান গাড়ি চালক, (ঘ) গিজার ফুল বিক্রেতা।

36.  মায়াবী মানব সীতাপতি '' সীতাপতি হলেন --- (ক) সীতা (খ) রাম (গ) রাবণ (ঘ) ইন্দ্রজিৎ। 

37. কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় ---  (ক) দ্বন্দ্ব (খ) দ্বিগু (গ) বহুব্রীহি (ঘ) তৎপুরুষ।

38. প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল --- (ক) রিজার্ভার পেন, (খ) ঝরনা কলম, (গ) ওয়াটার পেন, (ঘ) রিজার্ভ পেন।

39.   "খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো।" একথা বলেছিল--- (ক) অনাদি, (খ) ভবতোষ, (গ) কাশীনাথ, (ঘ) জনেক বাসযাত্রী।

40.   সন্ম্যাসী খান --- (ক) বেগুন পোড়া (খ) সুপারি (গ) হরিতকি (খ) বহেড়া।

X hist mcq

 বিবেকানন্দ কোচিং সেন্টাৱ

ক্লাস:  দশম শ্রেনী; বিষয়: ইতিহাস

নম্বৱ: ৪০; সময়: ৪০ মিনিট

A. সঠিক উত্তরটি লেখ  :- ৩০x১ =৩০

 ১) ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল --- ( ক ) হায়দরাবাদ ( খ ) অন্ধ্রপ্রদেশ ( গ ) তামিলনাড়ু ( ঘ ) কেরল ।

 ২)  আধুনিক বিজ্ঞানচর্চার জনক বলা হয়  --- ( ক ) জগদীশচন্দ্র বসু ( খ ) প্রফুল্ল চন্দ্র রয়  (গ)  মহেন্দ্রলাল সরকার ( ঘ ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

৩)  ভারত সভার প্রান পুরুষ ছিলেন --- ( ক ) রাধাকান্ত দেব ( খ ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ( গ ) কেশবচন্দ্র সেন ( ঘ ) উমেশচন্দ্র দত্ত । 

৪)  ‘ ছেড়ে আসা গ্রাম ' - এর রচয়িতা হলেন --- ( ক ) দক্ষিণারঞ্জন বসু ( খ ) অন্নদাশঙ্কর রায় ( গ ) সুনীল গঙ্গোপাধ্যায় ( ঘ ) কালীপ্রসাদ মুখোপাধ্যায় ।

৫) রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন  --- ( ক ) ফজল আলি ( খ ) জওহরলাল নেহরু ( গ ) কে এম পানিকর ( ঘ ) এস কে দর।

৬) ভারতে প্রথম মে দিবস পালিত হয় –--- ( ক ) 1922 ( খ ) 1923 ( গ ) 1924 ( ঘ ) 1921 খ্রিস্টাব্দে।

 ৭)  অ্যান্টি সার্কুলার সোসাইটি'র সম্পাদক ছিলেন ---  ( ক ) শচীন্দ্রপ্রসাদ বসু ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) চিত্তরঞ্জন দাস ( ঘ ) আনন্দমোহন বসু।

৮) দেশপ্রাণ ' নামে পরিচিত ছিলেন ---  ( ক ) চিত্তরঞ্জন দাশ ( খ ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত ( গ ) বঙ্কিম মুখার্জী ( ঘ ) বীরেন্দ্রনাথ শাসমল । 

৯)  নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন --- ( ক ) ঊর্মিলা দেবী ( খ ) বাসন্তী দেবী ( গ ) লীলা নাগ ( ঘ ) কল্পনা দত্ত। 

১০)  জয়ত্রী পত্রিকার সম্পাদক ছিলেন  --- ( ক ) সরলাদেবী চৌধুরানি ( খ ) লীলা নাগ ( গ ) বীণা দাস ( ঘ ) কল্পনা দত্ত। 

 ১১) অ্যান্টিসার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন  --- ( ক ) সতীশচন্দ্ৰ মুখার্জী ( খ ) সতীশচন্দ্র বসু ( গ ) হেমচন্দ্র ঘোষ ( ঘ ) শচীন্দ্রপ্রসাদ বসু। 

 ১২) " যত মত তত পথ " - উক্তিটি করেন ---  ( ক ) রামকৃষ্ণদেব ( খ ) বিবেকানন্দ ( গ ) রামাহন রায় ( ঘ ) লালন ফকির ।

 ১৩)  ভারতের ব্যাঙ্গচিত্র বা কার্টুনকে জনপ্রিয় করেন ---  ( ক ) নন্দলাল বসু ( খ ) গগনেন্দ্রনাথ ঠাকুর ( গ ) অবনীন্দ্রনাথ ঠাকুর ( ঘ ) রবি বর্মা । 

১৪) প্রথম বাঙালি ছাপাখানার মালিক ছিলেন ---  ( ক ) বিদ্যাসাগর ( খ ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ( গ ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ( ঘ ) পঞ্চানন কর্মকার। 

১৫)  রশিদ আলি দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের ( ক ) 10 ফেব্রুয়ারি ( খ ) 12 ফেব্রুয়ারি ( গ ) 14 ফেব্রুয়ারি ( ঘ ) 16 ফেব্রুয়ারি।

১৬) ভারতের লৌহমানব বলা হয় --- ( ক ) গান্ধিজিকে ( খ ) বল্লভভাই প্যাটেলকে ( গ ) জওহরলাল নেহরুকে ( ঘ ) নেতাজিকে । 

১৭) দেশভাগের সময় কাশ্মীরের রাজা ছিলেন ---  ( ক ) স্বর্ণ সিং ( খ ) রণজিৎ সিং ( গ ) হরি সিং ( ঘ ) শেখ আবদুল্লা 

১৮) নীল নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন --- ( 3 ) দীনবন্ধু মিত্র ( খ ) মধুসূদন দত্ত ( গ ) জেমস লঙ ( ঘ ) হরিনাথ মজুমদার।

 ১৯) ' বাংলার গুটেনবার্গ ' বলা হত  --- ( ক ) ব্রাসি হ্যালহেডকে ( খ ) উইলিয়াম কেরিকে ( গ ) চার্লস উইলকিনসকে ( ঘ ) মার্শম্যানকে ।

 ২০)  ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ---  ( ক ) মালাবারে ( খ ) মাদ্রাজে ( গ ) মহারাষ্ট্রে ( খ ) গোদাবরী উপত্যকায় ।

২১) নেহরু - লিয়াকত চুক্তি হয়  --- ( ক ) 1948 খ্রি . ( খ ) 1950 খ্রি ( গ ) 1949 খ্রি ( ঘ ) 1952 খ্রি।

 ২২)  উদ্বাস্তু গ্রন্থের লেখক --- ( ক ) হিরন্ময় ব্যানার্জি ( গ ) শঙ্খ ঘোষ ( খ ) আবু ইসহাক ( ঘ ) প্রফুল্ল রায় ।

২৩) এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক ---মহাশ্বেতা দেবী  খ ) ভিপি মেনন ( গ ) খুশবন্ত সিং ( ঘ ) সলমন রুশদি ।

২৪) স্বাধীনতার স্বাদ উপন্যাসটি লিখেছেন ---( ক ) মানিক বন্দ্যোপাধ্যায় ( খ ) অন্নদাশঙ্কর রায় ( গ হিরন্ময় বন্দ্যোপাধ্যায় ( ঘ ) প্রসাদ মুখোপাধ্যায় ।

 ২৫) বাংলা অক্ষরের লাইনোটাইপ তৈরি করেন --- ( ক ) সুরেশচন্দ্র মজুমদার ( খ ) পঞ্চানন কর্মকার ( গ ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ( ঘ ) রামরাম বসু ।

২৬)  ' তিনকাঠিয়া ' প্রথা যুক্ত ছিল --- ( ক ) আফিং চাষের ( খ ) পাট চাষের ( গ ) ধান চাষের ( ঘ ) নীল চাষের সঙ্গে।

২৭) ' একা ' আন্দোলনের নেতা ছিলেন --- ( ক ) গান্ধিজি ( খ ) বি আর আম্বেদকর ( গ ) নারায়ণ গুরু ( ঘ ) মাদারি পাসি।

 ২৮) ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় –-- ( ক ) 1953 খ্রি ( খ ) 1956 খ্রি ( গ ) 1960 খ্রি ( ঘ ) 1965 খ্রি।

২৯) সর্বভারতীয় কিষান  সভার প্রথম সভাপতি ছিলেন --- ( ক ) এন জি রঙ্গ ( খ ) স্বামী সহজানন্দ ( গ ) বাবা রামচন্দ্র ( ঘ ) লালা লাজপত রায়।

৩০) বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন  --- ( ক ) বীণা দাস ( খ ) কল্পনা দত্ত ( গ ) প্রীতিলতা ওয়াদ্দেদার ( ঘ ) সুনীতি চৌধুরি।

৩১) গ্রামবার্তাপ্রকাশিকা প্রকাশিত হত --- (ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে (গ) কুষ্টিয়া থেকে (ঘ) বারাসাত থেকে ।

৩২) তিতুমিরের প্রকৃত নাম --- (ক) চিরাগ আলী (খ) মির হায়দার আলী (গ) মির নিসার আলী (ঘ) তোরাপ আলী ।

৩৩) সন্ন্যাসী - ফকির বিদ্রোহের নেতা ছিলেন --- (ক) রানী কর্নাবতী (খ) রাণী শিরোমণি (গ) দেবী চৌধুরানী (ঘ) রানী দূর্গাবতী ।

৩৪) বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন --- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) স্বামী দয়ানন্দ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ ।

৩৫) প্রথম বাঙালী পুস্তক বিক্রেতা হলেন --- ( ক ) ভারত চন্দ্র ( খ ) গঙ্গাকিশোর ( গ ) উপেন্দ্র কিশোর ( ঘ ) মহেন্দ্রলাল। 

৩৬)  সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলটি ছিলেন  --- ( ক ) লর্ড ডালহৌসি ( খ ) লর্ড অকল্যান্ড ( গ ) লর্ড বেন্টিংক ( ঘ ) লর্ড ক্যানিং । 

৩৭)  জাতীয় শিহ্মাপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল ---  ( ক ) ১৯১১ খ্রি: ( খ ) ১৯০৫ খ্রি:  ( গ ) ১৯০৬ খ্রি:  ( খ ) ১৯৪৫  খ্রি:। 

৩৮) নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় --- (ক) রোমিলা থাপার (খ) অনীল শীল (গ) আর এস শর্মা (ঘ) রনজিৎ গুহকে ।

৩৯) মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন --- (ক) আকবর (খ) দ্বিতীয় আকবর (গ) দ্বিতীয় বাহাদুর শাহ (ঘ) হজরতমহল।

৪০) নব্যবেদান্তবাদের প্রবক্তা হলেন ---  ( ক ) রামকৃষ্ণদেব ( খ ) বিবেকানন্দ ( গ ) রামমোহন রায় ( ঘ ) লালন ফকির ।


 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী, বিষয় :- বাংলা (B01/20)

পূর্নমান :۔ ২৫; সময় :۔  ২৫ মিনিট 

১) মেজো বাবুর মেয়ের বিয়েতে বাই আসছে ---- (a) কলকাতা (b) বোম্বাই  (c) বেনারস  (d) রাজস্থান থেকে। 

২) মোজাবাবুর মেয়ের বিয়ে۔۔۔(a) রবিবার(b) মঙ্গলবার (c) শুক্রবার (d) সোমবার।

৩) মোক্তার মহাশয় ইকো টানছিলেন-۔۔ (a) বৈঠকখানার বারান্দায় দাঁড়িয়ে (b) শয়নকক্ষের মধ্যে শয্যার শায়িত অবস্থায় (c) বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে (d) বাগানে আরামকেদারায় বসে। 

৪) পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রামের---- (a) ব্যবসায় ক্ষতি হবে (b) শরীর খারাপ হবে (c) মানসম্মান খোয়া যাবে (d) কাছারি কামাই হবে।

৫) মোক্তারি করতে এসে জয়রাম বাসা ভাড়া নেন --- (a)তেরো টাকা (b) তেরো সিকায় (c) তেত্রিশ টাকায় (d) আট সিকেয় ।

৬) বিয়েবাড়ি গেলে কোন্ কোন্ বার জয়রাম মোক্তারের কাছারি কামাই হবে? --- (a) শনি-রবি (b) বুধ-বৃহস্পতি (c) মঙ্গল-বুধ (d) সোম-মঙ্গল।

৭) মঙ্গলা গাই প্রসব করেছে একটি--- (a) এঁড়ে বাছুর (b) বকনা বাছুর (c) অন্ধ বাছুর (d) কালো বাছুর।

৮) আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল ---  (a) পাঁচ টাকা (b) সাত টাকা (c) নয় টাকা (d) দশ টাকা।

৯) বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১০) "দাদামশায় আদর যাবার সময় কাঁদছিল।"- কথাটি বলেছিল- -- (a) ভৃত্য (b) বন্ধুগণ (c) বাড়ির বালকগণ

(d) কল্যাণী।

১১)  বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১২) কত পথ অতিক্রম করার পর আদরিণী পীড়া বোধ করেছিল? --- (a) তিন ক্রোশ (b) চার ক্রোশ (c) পাঁচ ক্রোশ (d) সাত ক্রোশ।

১২) যেসকল জমিদারদের কাছে হাতি ছিল, তারা শহর থেকে কত দূরে অবস্থান করতেন? --- (a) পাঁচ ক্রোশ

(b) এক ক্রোশ (c) ছয়-সাত ক্রোশ (d) দুই-তিন ক্রোশ।

১৩) জয়রাম প্রেরিত লোকটি হাতির খবর নিয়ে ফিরে আসে- (a) রাত্রি তিন প্রহরে (b) রাত্রি দুই প্রহরে

(c) দ্বিপ্রহরে (d) কোনোটিই নয়।

১৪)  মাদী হাতিটি কার? --- (a) রাধাচরণ লাহিড়ীর (b) রামতনু লাহিড়ীর (c) উমাচরণ লাহিড়ীর (d) রমাচরণ লাহিড়ীর।


১৫)  উমাচরণ লাহিড়ীর নিবাস- ---- (a) পীরগঞ্জে (b) মতিগঞ্জে (c) নিশিপুরে  (d) বীরপুরে।

১৬) উমাচরণ লাহিড়ী তাঁর মাদী হাতিটির কত টাকা দাম হাঁকিয়েছিলেন? --- (a) পাঁচ হাজার টাকা (b) দু হাজার টাকা (c) এক হাজার টাকা (d) তিন হাজার টাকা।

১৭) হাতির সঙ্গে কাকে পাঠানোর নির্দেশ দেন জয়রাম মোক্তার? --- (a) ঘোড়ার গাড়ি  (b) বিশ্বাসী কর্মচারীকে (c) কর্মঠ কর্মচারীকে (d) আরও একটি হাতিকে।

১৮)  পত্রানুসারে ব্যথা হয়েছিল আদরিণীর--- (a) পেটে (b) পায়ে (c) গায়ে (d) পিঠে।

১৯)  সমস্তরাত্রি আদরিণীর চিকিৎসা করেছিল--- (a) মধ্যমপুত্র (b) মাহুত (c) বৈদ্য (d) পশুচিকিৎসক।

২০)  মধ্যমপুত্রের লেখা পত্রে আমবাগানের নিকটেই জমি বন্দোবস্তের কথা --- (a) আদরিণীর শোওয়ার ব্যবস্থা করার জন্য (b) আদরিণীর শুশ্রুষা করার জন্য (c) আদরিণীর আহার পরিবেশন করার জন্য (d) আদরিণীর মৃত্যু হলে তার শবদেহ প্রোথিত করবার জন্য।

২১)  জয়রাম মোক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কীসের বন্দোবস্ত করা হল? --- (a) মোটর গাড়ির (b) পালকির (c) ঘোড়ার গাড়ির (d) গোরুর গাড়ির।

২২) আদরিণীর অসুস্থতার খবর আসার পর জয়রামকে বহুকষ্টে কী খাওয়ানো হয়েছিল?  --- (a) জল (b) সিদ্ধভাত (c) দুধ (d) ওষুধ।

২৩) ঘোড়ার গাড়ি কখন ছাড়ল? --- (a) রাত্রি দশটায় (b) রাত্রি এগারোটায় (c) সকাল দশটায় (d) দ্বিপ্রহরে।

২৪)  পীড়িত আদরিণীকে দেখতে জয়রামের সঙ্গে গিয়েছিল--- (a) মধ্যমপুত্র (b) কনিষ্ঠপুত্র  (c) জ্যেষ্ঠ পুত্র (d) মাহুত।

২৫) জয়রাম মোক্তার গন্তব্যস্থানে পৌঁছোলেন--- (a) পরদিন বৈকালে (b) পরদিন প্রভাতে (c) পরদিন দুপুরে (d) পরদিন সন্ধ্যায়।

বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী, বিষয় :- বাংলা (B03/20)

পূর্নমান :۔ ২৫ ; সময় :۔  ২৫ মিনিট 

1. "যে তোয়াকে শিখিয়াছে.... এখানে কী শেখানোর কথা বলা হয়েছে? --- (a) হিংসা-হানাহানি (b) দখলের কথা (c) মিলেমিশে থাকতে (d) এক হয়ে যেতে।

2.  "জেনো সে ধমই নয়.... ধর্ম না হলে, তা আসলে কী? --- (a) সামাজিকতা (b) দখলের কথা (c) স্বদেশ ভাবনা (d) প্রাতিষ্ঠানিকতা।

3. যা আমাদের দখলের কথা শেখায়, তা আসলে কী নয়? --- (a) সত্য নয় (b) জ্ঞান নয় (c) ধর্ম নয় (d) বুদ্ধি নয়।

4.  পাঠ্য 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতায় 'ধর্ম' শব্দটি কত বার ব্যবহূত হয়েছে? --- (a) ৯ বার (b) ১০ বার (c) ১১ বার (d) ১২ বার।

5. ধর্ম কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল? --- (a) উচ্চশিক্ষার বিকাশ (b) নতুন পতাকা (c) নতুন দেশ আবিষ্কার (d) সত্যের বয়ান।

6. ধর্ম আজও ভন্মের চরিত- কবিতা অনুসারে ভস্মের চরিত লেখা কার  ধর্ম?--- (a) জলের (b) বাতাসের (c) আলোর (d) আগুনের।

7.  ধর্ম কবিতা অনুসারে আইনস্টাইনের ধর্ম কী? ---- (a) দিগন্ত পেরোনো  (b) নতুন পতাকা (c) নতুন দেশ আবিষ্কার (d) সত্যের বয়ান।

8. বিবৃতি ১: কবিরের ধর্ম দিগন্ত সত্যের বয়ান।

বিবৃতি ২: প্রকৃত ধর্মের পথ অপব্যয় শেখায়।

(a) বিবৃতি ১ ও বিবৃতি ২ সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পরবিরোধী (b) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ হল বিবৃতি ১-এর কারণ (c) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল (d) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ।

9.  রসোগোল্লার হাড়ি হাতে এসে দাড়ায় --- (a) জয়রাম (b) মাহূত (c) জ্যেষ্ঠ পুত্রবধু (d) ভৃত্য । 

10. ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) ভ্যান গঘ (a) চিত্রশিল্পী 

(ii ) লোরকা (b) কবি 

(iii ) আইনস্টাইন (c) রাজনৈতিক ব্যাক্তিত্ব

(iv ) লেনিন (d) বিজ্ঞানী 

(a) I-c, ii -b,  iii -a, iv -d  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - a,  ii - b iii -d,  iv -c (d) i - b,  ii - a,  iii -c, iv -d .

11. কল্যানীর হবু পাত্র পড়াশুনা করে --- (a) যশোর কলেজে (b) রাজশাহী কলেজে (c) মাথাভাঙা কলেজে (d) দিনহাটা কলেজে।

12. কথায় বলে ব্রহ্মবাক্য _______। (a) দেববাক্য (b) বেদবাক্য  (c) গীতাবাক্য (d) অমরবাক্য।

13. ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) পুস্পক রথ (a) মরুপথ 

(ii ) পহ্মীরাজ (b) আকাশ পথ 

(iii ) সপ্তডিঙা (c) জলপথ 

(iv ) উট (d) তেপান্তর 

(a) I-c, ii -b,  iii -a, iv -d  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - b,  ii - d, iii -c, iv -a  (d) i - b,  ii - a,  iii -d, iv -c .

14. কবিতায় উক্ত মন্ত্রপূতঃ অসি-র নাম রাখা হয়েছে--- (a) ভালোবাসা (b) অভিলাষ (c) মনোবাসনা (d) মনোবাখা।

15.  বিক্রির জন্য আদরিণীকে  কোন্ মেলাপ্রথমেয় পাঠানোর পরিকল্পনা করা হয় --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

16.   (i) রক্তে কবি রাজপুত্র নন। 

(ii) কবির জননী ছিলেন সুয়োরানী।

(iii) কবি দিগবিজয়ে যাবেন।

(iv) কথকের বিশেষ কোন অস্ত্রশস্ত্র ছিল না।

বিকল্পসমূহ:

(a) (i)-সত্য, (ii)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iv)-সত্য

(b) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(c) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(d) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য।

17. গোরুর গাড়িতে পিরগঞ্জে যেতে সময় লাগবে --- (a) এক দিন  (b) দুই দিন (c) তিন দিন (d) এক সপ্তাহ।



18.  শাণিত ইস্পাত খন্ড - শাণিত শব্দের অর্থ হল --- (a) ধারালো (b) রক্তাত্ব (c) ভোতা (d) রঙিন।

19.  মরু পথে সেই হয় উট ' কে?--- (a) পহ্মীরাজ (b) সপ্তডিঙা (c) জাদুঅশ্ব (d) পুস্পক রথ।

20. দিগ্বিজয়ের রূপকথা' কবিতাটি কবে রচিত হয়? --- (a) ১৯৭৩ সালে (b) ১৯৭৪ সালে (c) ১৯৭৬ সালে (d) ১৯৭৮ সালে।

21. 'দিগ্বিজয়ের রূপকথা' কোন্ কাব্যের অন্তর্গত? --- (a) 'সারা পৃথিবীর কবিতা' (b) 'স্বাগত দেবদূত' (c) 'তুমি মনস্থির করো' (d) 'রক্তে আমি রাজপুত্র'।

22. আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে" - পুষ্পক কী? --- (a ) অশ্ব (b) ধনুক(c) রথ (d) দ্বীপ।

23.  পক্ষীরাজরূপে জাদু-অশ্ব কোথায় ঘুরে- ফেরে? --- (a) তেপান্তরে (b) অরণ্যে (c) মরুপথে  (d) আকাশপথে।

24. কবিতায় উত্ত জাদু-অশ্ব-এর নাম রাখা হয়েছে--- (a) বিশ্বাস (b) ভালোবাসা (c) প্রত্যাশা (d) ভরসা।

25. এই হৃদয়ের খাপে ভরা - হৃদয়ের খাপে কী ভরা আছে? --- (a) মন্ত্রপূত করচ (b) মন্ত্রপূত অসি (c) মন্ত্রপূত ইস্পাতখণ্ড (d) মন্ত্রপূত কবচকুণ্ডল।