Wednesday, May 21, 2025

X hist mcq

 বিবেকানন্দ কোচিং সেন্টাৱ

ক্লাস:  দশম শ্রেনী; বিষয়: ইতিহাস

নম্বৱ: ৪০; সময়: ৪০ মিনিট

A. সঠিক উত্তরটি লেখ  :- ৩০x১ =৩০

 ১) ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল --- ( ক ) হায়দরাবাদ ( খ ) অন্ধ্রপ্রদেশ ( গ ) তামিলনাড়ু ( ঘ ) কেরল ।

 ২)  আধুনিক বিজ্ঞানচর্চার জনক বলা হয়  --- ( ক ) জগদীশচন্দ্র বসু ( খ ) প্রফুল্ল চন্দ্র রয়  (গ)  মহেন্দ্রলাল সরকার ( ঘ ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

৩)  ভারত সভার প্রান পুরুষ ছিলেন --- ( ক ) রাধাকান্ত দেব ( খ ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ( গ ) কেশবচন্দ্র সেন ( ঘ ) উমেশচন্দ্র দত্ত । 

৪)  ‘ ছেড়ে আসা গ্রাম ' - এর রচয়িতা হলেন --- ( ক ) দক্ষিণারঞ্জন বসু ( খ ) অন্নদাশঙ্কর রায় ( গ ) সুনীল গঙ্গোপাধ্যায় ( ঘ ) কালীপ্রসাদ মুখোপাধ্যায় ।

৫) রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন  --- ( ক ) ফজল আলি ( খ ) জওহরলাল নেহরু ( গ ) কে এম পানিকর ( ঘ ) এস কে দর।

৬) ভারতে প্রথম মে দিবস পালিত হয় –--- ( ক ) 1922 ( খ ) 1923 ( গ ) 1924 ( ঘ ) 1921 খ্রিস্টাব্দে।

 ৭)  অ্যান্টি সার্কুলার সোসাইটি'র সম্পাদক ছিলেন ---  ( ক ) শচীন্দ্রপ্রসাদ বসু ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) চিত্তরঞ্জন দাস ( ঘ ) আনন্দমোহন বসু।

৮) দেশপ্রাণ ' নামে পরিচিত ছিলেন ---  ( ক ) চিত্তরঞ্জন দাশ ( খ ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত ( গ ) বঙ্কিম মুখার্জী ( ঘ ) বীরেন্দ্রনাথ শাসমল । 

৯)  নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন --- ( ক ) ঊর্মিলা দেবী ( খ ) বাসন্তী দেবী ( গ ) লীলা নাগ ( ঘ ) কল্পনা দত্ত। 

১০)  জয়ত্রী পত্রিকার সম্পাদক ছিলেন  --- ( ক ) সরলাদেবী চৌধুরানি ( খ ) লীলা নাগ ( গ ) বীণা দাস ( ঘ ) কল্পনা দত্ত। 

 ১১) অ্যান্টিসার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন  --- ( ক ) সতীশচন্দ্ৰ মুখার্জী ( খ ) সতীশচন্দ্র বসু ( গ ) হেমচন্দ্র ঘোষ ( ঘ ) শচীন্দ্রপ্রসাদ বসু। 

 ১২) " যত মত তত পথ " - উক্তিটি করেন ---  ( ক ) রামকৃষ্ণদেব ( খ ) বিবেকানন্দ ( গ ) রামাহন রায় ( ঘ ) লালন ফকির ।

 ১৩)  ভারতের ব্যাঙ্গচিত্র বা কার্টুনকে জনপ্রিয় করেন ---  ( ক ) নন্দলাল বসু ( খ ) গগনেন্দ্রনাথ ঠাকুর ( গ ) অবনীন্দ্রনাথ ঠাকুর ( ঘ ) রবি বর্মা । 

১৪) প্রথম বাঙালি ছাপাখানার মালিক ছিলেন ---  ( ক ) বিদ্যাসাগর ( খ ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ( গ ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ( ঘ ) পঞ্চানন কর্মকার। 

১৫)  রশিদ আলি দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের ( ক ) 10 ফেব্রুয়ারি ( খ ) 12 ফেব্রুয়ারি ( গ ) 14 ফেব্রুয়ারি ( ঘ ) 16 ফেব্রুয়ারি।

১৬) ভারতের লৌহমানব বলা হয় --- ( ক ) গান্ধিজিকে ( খ ) বল্লভভাই প্যাটেলকে ( গ ) জওহরলাল নেহরুকে ( ঘ ) নেতাজিকে । 

১৭) দেশভাগের সময় কাশ্মীরের রাজা ছিলেন ---  ( ক ) স্বর্ণ সিং ( খ ) রণজিৎ সিং ( গ ) হরি সিং ( ঘ ) শেখ আবদুল্লা 

১৮) নীল নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন --- ( 3 ) দীনবন্ধু মিত্র ( খ ) মধুসূদন দত্ত ( গ ) জেমস লঙ ( ঘ ) হরিনাথ মজুমদার।

 ১৯) ' বাংলার গুটেনবার্গ ' বলা হত  --- ( ক ) ব্রাসি হ্যালহেডকে ( খ ) উইলিয়াম কেরিকে ( গ ) চার্লস উইলকিনসকে ( ঘ ) মার্শম্যানকে ।

 ২০)  ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ---  ( ক ) মালাবারে ( খ ) মাদ্রাজে ( গ ) মহারাষ্ট্রে ( খ ) গোদাবরী উপত্যকায় ।

২১) নেহরু - লিয়াকত চুক্তি হয়  --- ( ক ) 1948 খ্রি . ( খ ) 1950 খ্রি ( গ ) 1949 খ্রি ( ঘ ) 1952 খ্রি।

 ২২)  উদ্বাস্তু গ্রন্থের লেখক --- ( ক ) হিরন্ময় ব্যানার্জি ( গ ) শঙ্খ ঘোষ ( খ ) আবু ইসহাক ( ঘ ) প্রফুল্ল রায় ।

২৩) এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক ---মহাশ্বেতা দেবী  খ ) ভিপি মেনন ( গ ) খুশবন্ত সিং ( ঘ ) সলমন রুশদি ।

২৪) স্বাধীনতার স্বাদ উপন্যাসটি লিখেছেন ---( ক ) মানিক বন্দ্যোপাধ্যায় ( খ ) অন্নদাশঙ্কর রায় ( গ হিরন্ময় বন্দ্যোপাধ্যায় ( ঘ ) প্রসাদ মুখোপাধ্যায় ।

 ২৫) বাংলা অক্ষরের লাইনোটাইপ তৈরি করেন --- ( ক ) সুরেশচন্দ্র মজুমদার ( খ ) পঞ্চানন কর্মকার ( গ ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ( ঘ ) রামরাম বসু ।

২৬)  ' তিনকাঠিয়া ' প্রথা যুক্ত ছিল --- ( ক ) আফিং চাষের ( খ ) পাট চাষের ( গ ) ধান চাষের ( ঘ ) নীল চাষের সঙ্গে।

২৭) ' একা ' আন্দোলনের নেতা ছিলেন --- ( ক ) গান্ধিজি ( খ ) বি আর আম্বেদকর ( গ ) নারায়ণ গুরু ( ঘ ) মাদারি পাসি।

 ২৮) ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় –-- ( ক ) 1953 খ্রি ( খ ) 1956 খ্রি ( গ ) 1960 খ্রি ( ঘ ) 1965 খ্রি।

২৯) সর্বভারতীয় কিষান  সভার প্রথম সভাপতি ছিলেন --- ( ক ) এন জি রঙ্গ ( খ ) স্বামী সহজানন্দ ( গ ) বাবা রামচন্দ্র ( ঘ ) লালা লাজপত রায়।

৩০) বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন  --- ( ক ) বীণা দাস ( খ ) কল্পনা দত্ত ( গ ) প্রীতিলতা ওয়াদ্দেদার ( ঘ ) সুনীতি চৌধুরি।

৩১) গ্রামবার্তাপ্রকাশিকা প্রকাশিত হত --- (ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে (গ) কুষ্টিয়া থেকে (ঘ) বারাসাত থেকে ।

৩২) তিতুমিরের প্রকৃত নাম --- (ক) চিরাগ আলী (খ) মির হায়দার আলী (গ) মির নিসার আলী (ঘ) তোরাপ আলী ।

৩৩) সন্ন্যাসী - ফকির বিদ্রোহের নেতা ছিলেন --- (ক) রানী কর্নাবতী (খ) রাণী শিরোমণি (গ) দেবী চৌধুরানী (ঘ) রানী দূর্গাবতী ।

৩৪) বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন --- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) স্বামী দয়ানন্দ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ ।

৩৫) প্রথম বাঙালী পুস্তক বিক্রেতা হলেন --- ( ক ) ভারত চন্দ্র ( খ ) গঙ্গাকিশোর ( গ ) উপেন্দ্র কিশোর ( ঘ ) মহেন্দ্রলাল। 

৩৬)  সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলটি ছিলেন  --- ( ক ) লর্ড ডালহৌসি ( খ ) লর্ড অকল্যান্ড ( গ ) লর্ড বেন্টিংক ( ঘ ) লর্ড ক্যানিং । 

৩৭)  জাতীয় শিহ্মাপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল ---  ( ক ) ১৯১১ খ্রি: ( খ ) ১৯০৫ খ্রি:  ( গ ) ১৯০৬ খ্রি:  ( খ ) ১৯৪৫  খ্রি:। 

৩৮) নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় --- (ক) রোমিলা থাপার (খ) অনীল শীল (গ) আর এস শর্মা (ঘ) রনজিৎ গুহকে ।

৩৯) মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন --- (ক) আকবর (খ) দ্বিতীয় আকবর (গ) দ্বিতীয় বাহাদুর শাহ (ঘ) হজরতমহল।

৪০) নব্যবেদান্তবাদের প্রবক্তা হলেন ---  ( ক ) রামকৃষ্ণদেব ( খ ) বিবেকানন্দ ( গ ) রামমোহন রায় ( ঘ ) লালন ফকির ।


No comments:

Post a Comment