প্রসঙ্গ শিহ্মক দিবস
স্বপন কুমার রায় M.A , B.ED(NBU)
বলা হয়ে থাকে Teachers are the backbone of the society অর্থাৎ শিহ্মকরা সমাজের মেরুদন্ড ।আজকে যারা ছাত্র তারাই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম , আগামী দিনের নাগরিক । তাদের প্রকৃত শিহ্মায় শিহ্মিত করে , আাদর্শ দ্বায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে যাদের অবদান সর্বোচ্চ তারা হলেন শিহ্মক। An Ideal teacher can build ideal nation অর্থাৎ আদর্শ শিহ্মক আদর্শ জাতি গঠন করে । শিহ্মক বলতে শুধুমাত্র প্রথাগত শিহ্মকরাই নয় আমরা যাদের কাছে শিখতে পারি তারাই আমাদের শিহ্মক। সর্বপ্রথম একজন শিশু তার বাবা মায়ের কাছে শেখে তাই বাবা মা প্রথম শিহ্মক । তারা বিভিন্ন নীতিশিহ্মা দেন। স্কুল কলেজের শিহ্মকরা আমাদের দ্বিতীয় শিহ্মক । তারা আমাদের পড়াশুনায় পারদর্শী করার পাশাপাশি জীবনশৈলী শেখান । শিহ্মক দিবসের শুভহ্মনে সকল শিহ্মক জাতীকে আমরা সন্মানের সঙ্গে শ্রদ্ধাজ্ঞাপন করি ।
আন্তর্জাতিক শিহ্মক দিবস পালিত হয় 5 ই অক্টোবর , তবে আমাদের ভারতে আমরা 5 ই সেপ্টেম্বর শিহ্মক দিবস পালন করি । কেননা 5 ই সেপ্টেম্বর আমাদের ভারতের মহান শিহ্মক ডঃসর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিন। তার জন্মদিনকে আমরা শিহ্মক দিবস হিসাবে পালন করি ।।
1. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান সম্পর্কে কিছু কথা :-
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুত্তানিতে 1888 সালের 5 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সর্বপল্লী বীরস্বামী এবং মাতার নাম সীতাম্মা।ছোটবেলা থেকেই তিনি লেখা-পড়ায় খুব ভালো ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। ফলে বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর (M.A) ডিগ্রি লাভ করেন। তিনি প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। 1952 সালে, ড. রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 সালে দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন।
রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন যে তার জন্মদিন পালন করার পরিবর্তে 5 সেপ্টেম্বর দিনটিকে যদি শিক্ষক দিবস উদ্যাপন করা হয় তবে তিনি বিশেষরূপে খুশি হবেন। এভাবেই তার জন্মদিনকে সমগ্র শিহ্মকগণকে সন্মান জানানোর জন্য উদযাপিত হয়ে আসছে ।
2. শিহ্মক দিবস সম্পর্কে কিছু কথা :-
শিহ্মক বিহীন আমরা কেউ নই। আমাদের প্রত্যেকের শিহ্মক রয়েছে । দাঁড় যেমন নৌকাকে সঠিক দিকে লহ্ম্যে পৌছে দেয় তেমনি শিহ্মক আমাদের সঠিক দিকে এগিয়ে যেতে অনুপ্রানিত করে । He is actually a friend , philosopher and guider to the students. একজন দার্শনিকের মতো ভালো মন্দের শিহ্মা দেয় । পথপ্রদর্শকের মতো সঠিক ভাবে আমাদের পথের সন্ধান দেয় ।শিহ্মক প্রসঙ্গে ডঃ রাধাকৃষ্ণান বলেছেন ,'The true teachers are those who help us think of ourselves.' আবার ডঃ এ পি জে আব্দুল কালাম শিহ্মকতাকে মহৎ পেশা বলে উল্লেখ করেছেন । তিনি বলেছেন ,' Teaching is a very noble profession that shapes the character, calibre, and future of an individual. If the people remember me as a good teacher, that will be the biggest honour for me.'
3. বর্তমান সময়ে শিহ্মক দিবসের প্রাসঙ্গিকতা :-
বর্তমান সময়ে শিহ্মক দিবস খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে । ছাত্র শিহ্মক সম্পর্ক যেভাবে তলানিতে এসে পড়েছে তাতে শিহ্মক দিবস খুব প্রাসঙ্গিক । আমাদের জ্ঞান দাতা , বুদ্ধি দাতা , আমাদের পথপ্রদর্শক , সকল শিহ্মকগনকে জানাই অন্তরের অন্তস্থল থেকে শতকোটি প্রনাম। বেশিরভাগ স্কুল ও সেন্টার শিহ্মা প্রতিষ্ঠান শিক্ষক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়। শিক্ষার্থীরা দিনটি উদযাপন করার জন্য অনেক আয়োজন করে। দিনটি সাধারণত শিক্ষকদের অবদানের জন্য ধন্যবাদ জানাতে একটি উষ্ণ শিক্ষক দিবসের বক্তৃতা দিয়ে শুরু হয়।
No comments:
Post a Comment