Sunday, May 25, 2025

বেশি বেশি ভালো না

 
বেশি, বেশি ভালো না 


সাধ্য বুঝে চলতে শেখ 
বেশি বেশি ভালো না 
তোমার কর্ম তুমি করো 
অন্যকেও করতে দাও
একা তুমি একশো না 
বেশি বেশি ভালো না।


নিজের জন্য করো কিছু 
নিজের কাজে থেমো না 
অন্যর জন্য করা ভালো 
তবে সবাই কিন্তু চায় না 
তারাই করবে ছলনা 
বেশি বেশি ভালো না।।


দ্বায়িত্ব যতোটা করো ততটা 
অতিরিক্ত করো না 
তার বেশি লায় দিও না 
মাথায় চড়ে নাচবে তারা 
যাদের জন্য নিজের কথা ভাবলে না 
বেশি বেশি ভালো না।।


অতিরিক্ত সুবিধা দিয়েও 
ভালো তুমি থাকবে না 
সুযোগ বুঝে পড়বে কেটে 
তখন তুমি কেউই না 
এটাই বাস্তব কথা জানবে 
বেশি বেশি ভালো না।।


হ্যা নিজের জন্য যতো পারো 
খাটতে থাকো আরো আরো 
কেননা নিজের কাছে ঠকবে না 
অন্যরেও বুঝতে দাও 
তুমি অত সস্তা না 
কেননা বেশি কখনোই ভালো না।।

No comments:

Post a Comment