Vivekananda Coaching Centre
Sunday, May 25, 2025
বেশি বেশি ভালো না
বেশি, বেশি ভালো না
সাধ্য বুঝে চলতে শেখ
বেশি বেশি ভালো না
তোমার কর্ম তুমি করো
অন্যকেও করতে দাও
একা তুমি একশো না
বেশি বেশি ভালো না।
নিজের জন্য করো কিছু
নিজের কাজে থেমো না
অন্যর জন্য করা ভালো
তবে সবাই কিন্তু চায় না
তারাই করবে ছলনা
বেশি বেশি ভালো না।।
দ্বায়িত্ব যতোটা করো ততটা
অতিরিক্ত করো না
তার বেশি লায় দিও না
মাথায় চড়ে নাচবে তারা
যাদের জন্য নিজের কথা ভাবলে না
বেশি বেশি ভালো না।।
অতিরিক্ত সুবিধা দিয়েও
ভালো তুমি থাকবে না
সুযোগ বুঝে পড়বে কেটে
তখন তুমি কেউই না
এটাই বাস্তব কথা জানবে
বেশি বেশি ভালো না।।
হ্যা নিজের জন্য যতো পারো
খাটতে থাকো আরো আরো
কেননা নিজের কাছে ঠকবে না
অন্যরেও বুঝতে দাও
তুমি অত সস্তা না
কেননা বেশি কখনোই ভালো না।।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
দ্বাদশ বাংলা সাহিত্য
১. ফলিত ভাষাবিজ্ঞান কী? এর বিভিন্ন শাখার উল্লেখ করে যেকোনো একটি বিভাগের আলোচনা করে। ১+২+২=৫ উঃ ভাষাবিজ্ঞানের যে আলোচনাক্ষেত্রে ভাষার সঙ্গে স...
xii বাংলা সাহিত্য
**** বাংলা চিত্রকলাচচীর ধারায় শিল্পী নন্দলাল বসুর কৃতিত্ব আলোচনা করো। উত্তর: "তোমার তুলিকা রঞ্জিত করে ভারত-ভারতী চিত্ত, বঙ্গলক্ষ...
প্রসঙ্গ শিহ্মক দিবস
প্রসঙ্গ শিহ্মক দিবস স্বপন কুমার রায় M.A , B.ED(NBU) বলা হয়ে থাকে Teachers are the backbone of the society অর্থাৎ শিহ্মকরা সমাজের মেরুদন্ড ...
No comments:
Post a Comment