Saturday, August 31, 2024

x Exam(Aug24)

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস:- দশমশ্রেনী ; বিষয়:- বাংলা 

পূর্ণমান:- 40; সময়:- 45 মিনিট 

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন- (ক) শিক্ষক, (খ) ডাক্তার, (গ) পুলিশ, (ঘ) কেরানি।

১.২ আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে- (ক) দূরে দূরে, (খ) প্রান্তরে (গ) কাছে দূরে, (ঘ) নানাস্থানে। 

১.৩ হিংস্র প্রলাপের মধ্যে /সেই হোক তোমার সভ্যতায় শেষ --- (ক) পুণ্যবানী, (খ) শান্তির বানী (গ) হৃদয়ের বাণী, (ঘ) মরমের বানী।

 ১.৪ . কে বাজালি সাংবাদিকদের বলতেন 'বাবু কুইল ড্রাইভারস' ---  (ক) লর্ড কার্জন, (খ) লর্ড রিপন, (গ) লর্ড লিটন, (ঘ) লর্ড ক্লাইড।

১.৫ নদেরচাঁদের বায়ল কত? --- (ক) ত্রিশ, (খ) বত্রিশ, (গ) বাইশ, (ঘ) চল্লিশ বছর।

১.৬ হোলির দিন বিকালে ছেলেরা যে গাছতলায় জড়ো হয়েছিল ---  (ক) নিম গাছ, (খ) বট গাছ, (গ) হিজল গাছ, (ঘ) বেল গাছ ।

১.৭ 'তুমি গাঁজা খাও?' কার বক্তব্য? --- (ক) অপূর্ব, (খ) নিমাইবাবু, (গ) জগদীশবাবু, (ঘ) রামদাস।

১.৮ 'নদীর বিদ্রোহ' গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি--- (ক) তিনটা পঁয়তাল্লিশের, (খ) চারটা পঁয়তাল্লিশের, (গ) পাঁচটা পঁয়তাল্লিশের, (ঘ) ছটা পঁয়তাল্লিশের।

১.৯ বড়ো সাহেব অপূর্বকে যেখানে পাঠিয়েছিলেন ---  (ক) ভামোতে, (খ) রেঙ্গুনে, (গ) লন্ডনে, (ঘ) জাপানে।

১.১০ নদেরচাঁদ পেশায় একজন (ক) স্কুল মাস্টার, (খ) স্টেশন মাস্টার, (গ) পোস্ট মাস্টার, (ঘ) উকিল।

১.১১  'সমাস' শব্দের অর্থ হল ---  (ক) সুন্দর, (খ) সংক্ষেপ, (গ) বিস্তৃতি, (ঘ) বিশ্লেষণ।

১.১২ বজ্রশিখার মশাল জ্বেলে আসছে--- (ক) শংকর, (খ) ভয়ংকর, (গ) দিগম্বর, (ঘ) শুভংকর।

১.১৩  'সমুদ্রনৃপতি সুতা' কে? --- (ক) লক্ষ্মী, (খ) পদ্মা, (গ) উমা, (খ) পদ্মাবতী ।

১.১৪ "হেঁটে গেল গির্জার এক নান" নান বলতে বোঝায় --- (ক) গির্জার রক্ষক, (খ) খ্রিস্টান সন্ন্যাসিনী, (গ) খ্রিস্টান গাড়ি চালক, (ঘ) গিজার ফুল বিক্রেতা।

১.১৫ "উল্কা ছুটায় নীল খিলানে।" 'নীল খিলানে' বলতে বোঝানো হয়েছে?--- (ক) গাছপালাকে, (খ) প্রাসাদকে, (গ) পৃথিবীকে, (ঘ) আকাশকে।

১.১৬ 'এ বস্তুটি পকেটে কেন?" বস্তুটি হল ---  (ক) লোহার কম্পাস, (খ) দেশলাই, (গ) গাঁজার কলিকা, (ঘ) কলম।

১.১৭ প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল --- (ক) রিজার্ভার পেন, (খ) ঝরনা কলম, (গ) ওয়াটার পেন, (ঘ) রিজার্ভ পেন।

১.১৮  "খুব হয়েছে হরি, এই বার সরে পড়ো।" একথা বলেছিল--- (ক) অনাদি, (খ) ভবতোষ, (গ) কাশীনাথ, (ঘ) জনেক বাসযাত্রী।

১.১৯ রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত --- (ক) অফিসের কর্মচারী, (খ) নিমাইবাবু (গ) একজন ব্রাহ্মণ পিয়াদা, (খ) দারোয়ান।

১.২০ নতুন সৃষ্টিকে বার বার বিধ্বস্ত করেছিলেন --- (ক) কবি, (খ) সমৃদ্ধা  (গ) ছায়াবৃতা, (ঘ) দয়াময় দেবতা।

১.২১ "ওই আসে সুন্দর।" সুন্দর আসছেন---  (ক) ধুমকেতুর বেশে, (খ) সূর্যের বেশে, (গ) উদ্ধার বেশে, (ঘ) কাল ভয়ংকরের বেশে।

১.২২  "কৃপা কর।" পদ্মা যাঁর কৃপা চাইছেন, তিনি হলেন ---  (ক) ইন্দ্র (খ) সমুদ্রনৃপতি, (গ) মাগন গুণী, (ঘ) নিরঞ্জন ।

১.২৩ তপনের ছোটোমাসি যখন ছোটোমোসোর দিকে ধাবিত হয়, মেসো তখন--- (ক) লিখছিলেন, (খ) দিবানিদ্রা দিচ্ছিলেন, (গ) টিভি দেখছিলেন, (ঘ) খবরের কাগজ পড়ছিলেন।

১.২৪ তেওয়ারি  নাচ দেখতে গিয়েছিল ---  (ক) গয়ায়, (খ) ফয়ায়, (খ) রেঙ্গুনে, (ঘ) বর্মায়।

১.২৫  "সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল।" কারণ--- (ক) ইসাব তাদের মারবে, (খ) অমৃত তাদের মরবে, (গ) কালিয়া তাদের মারবে, (ঘ) কালিয়ার বাবা-মা তাদের মারবে।

১.২৬ জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী কত দিন ছিলেন? ---  (ক) সতেরো দিন, (খ) সাত দিন, (গ) সাত মাস (ঘ) সাত সপ্তাহ।

১.২৭ গ্রাম-প্রধান অমৃতের নামকরণ করেছিল ---  (ক) অদল, (খ) বিশাল, (গ) বদল, (ঘ) কমল।

১.২৮  'আমাদের চোখ মুখ ঢাকা/ আমরা ভিখারি' ---  (ক) ছয়মাস, (খ) আটমাস, (গ) দশমাস, (ঘ) বারোমাস।

১.২৯  'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত --- (ক) 'সিন্ধু হিন্দোল', (খ) 'অগ্নিবীনা' (গ)'প্রলয়শিখা'  (ঘ) 'ভাঙার গান'।

১.৩০ শ্রীপান্থ কার ছদ্মনাম? ---  (ক) সুনীল গঙ্গোপাধ্যায়, (খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়, (গ) নিখিল সরকার, (ঘ) পবিত্র সরকার ।

১.৩১  'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' কথাটি কে লিখেছিলেন --- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (ঘ) মানিক বন্দ্যোপাধ্যায় ।

১.৩২ গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? --- (ক) পুলিশ স্টেশনে, (খ) জাহাজঘাটে, (গ) রেল স্টেশনে, (ঘ) বিমানবন্দরে। 

১.৩৩ অমৃতের মায়ের নাম ছিল --- (ক) রমা, (খ) বাহালি, (গ) পায়েল, (ঘ) আরিফা।

১.৩৪  'হয়তো গেছে মরে' -কার কথা বলা হয়েছে?--- (ক) পৃথিবীর, (খ) ইতিহাসের, (গ) মানুষের, (ঘ) শিশুদের।

১.৩৫ নিজের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল --- (ক) শৈলজানন্দের, (খ) তারাশঙ্করের, (গ) তারকনাথ গঙ্গোপাধ্যায়ের, (ঘ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের।

১.৩৬  'অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন'-তিনি হলেন--- (ক) সত্যজিৎ রায়, (খ) অন্নদাশঙ্কর রায়, (গ) রাজশেখর বসু, (ঘ) সুবোধ ঘোষ।

১.৩৭ লোহার কম্পাসটি মহাপাত্রের যে জায়গা থেকে বার হয়েছিল ---  (ক) পকেট, (খ) ট্যাক, (গ) বাক্স, (ঘ) পুঁটলি।

১.৩৮ "শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, 'ফতোয়া' শব্দের অর্থ ---  (ক) রায়, (খ) চিৎকার, (গ) দাবি, (ঘ) প্রতিবাদ।

১.৩৯  "বড়ো ভয় করিতে লাগিল নদেরচাদের।" ভয়ের কারণ --- (ক) অতিবর্ষণ, (খ) অন্ধকার, (গ) নদীর প্রতিহিংসাপরায়ণ রূপ, (খ) নদীর জলস্ফীতি।

১.৪০  'সিন্ধুতীরে' পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তা হল (ক) 'তোহফা', (খ) 'সতীময়না', (গ) 'পদ্মাবতী', (ঘ) 'সেকেন্দারনামা'।



বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস: দশম শ্রেনী; বিষয়: ভূগোল

পূর্ণমান: ৩০; সময়: ৩০ মিনিট

১)  সঠিক বিকল্পটি নির্বাচন করো: ১x৩০=৩০

১.১) বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে – (ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন (গ) কার্বন ডাইঅক্সাইড (ঘ)  হাইড্রোজেন। 

১.২) একটি গ্রিনহাউস গ্যাস হল –(ক) NO²  (খ) CO²  (গ)  H² (ঘ) O² ।

১.৩) ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা বাড়ে প্রতি ১ কিমি . তে–  (ক) ৩.৪ ° C  (খ)  8.8 ° C  (গ) ৫.৪ ° C (ঘ)  ৬.৪ ° C ।

১.৪) রাজস্থানে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে— (ক)   ধান্দ (খ)   ধ্রিয়ান (গ) বোলসন (ঘ) শটস ।

১.৫) বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হল –--(ক)  স্ট্র্যাটোস্ফিয়ার  (খ) আয়নোস্ফিয়ার  (গ)   মেসোস্ফিয়ার (ঘ)   এক্সোস্ফিয়ার ।

১.৬) মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় --- (ক) ৮ কিমি  (খ)   ১৮ কিমি (গ)   ৫০ কিমি (ঘ) ৮০ কিমি ।

১.৭) পশ্চিমা বায়ু একপ্রকার---(ক)  সাময়িক বায়ু (খ)  নিয়ত বায়ু (গ) স্থানীয় বায়ু (ঘ) আকস্মিক বায়ু।

১.৮) সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—(ক) শৈবাল সাগর (খ) মগ্নচড়া (গ) হিমপ্রাচীর (ঘ)  হিমশৈল।

১.৯) শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় ? ---(ক)  ভারত মহাসাগরে (খ)  দক্ষিণ আটলান্টিক মহাসাগরে (গ)  আরব সাগরে (ঘ) উত্তর আটলান্টিক মহাসাগরে।

১.১০) ভূপৃষ্ঠের জলভাগে প্রতিটি স্থানে ২৪ ঘণ্টায় জোয়ার হয়—-- (ক) দু – বার (খ)  একবার (গ) তিনবার (ঘ) চারবার ।

১.১১) বায়ুর চাপ মাপার যন্ত্র হল -- (ক) ব্যারোমিটার (খ) থার্মোমিটার (গ) হাইগ্রোমিটার (ঘ) অ্যানিমোমিটার ।

১.১২)ভারতের বৃহত্তম বন্দর হল- (ক) হলদিয়া (খ) চেন্নাই (গ) কলকাতা (ঘ) মুম্বাই।

১.১৩) ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত- (ক) জোড়াহাটে (খ) বেঙ্গালুরুতে (গ) চিকমাগালুরে

(ঘ) কোয়েম্বাটোরে।

১.১৪)শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে- (ক) ভাবর (খ) খাদার (গ) কারেওয়া (ঘ) দুন।

১.১৫)সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে- (ক) শটস (খ) বোলসন (গ) ধান্দ (ঘ) তাল।

১.১৬)উয় সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে- (ক) হিমপ্রাচীর (গ) হিমানী সম্প্রপাত (খ) হিমশৈল (ঘ) হিমগুল্ম।

১.১৭)পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে- (ক) সিজিগি (গ) অ্যাপোজি (খ) পেরিজি (ঘ) অপসুর।


১.১৮)ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল- (ক) ভাষা (খ) খাদ্যের সাদৃশ্য (গ) ধর্ম (ঘ) জাতী ।

১.১৯) কোনো একদিনে কোনো স্থানে জোয়ারভাটার মধ্যে ব্যবধান –--(ক)  ১২ ঘণ্টা (খ) ৪৮ ঘণ্টা (গ)  ২৪ ঘণ্টা (ঘ) ৬ ঘণ্টা।

১.২০) একটি পরিবেশ মিত্র বর্জ্য হল --–(ক)  চট (খ)  প্লাস্টিক (গ)  কাচ (ঘ) সিসা।

১.২১) তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল --–(ক) শিল্প কারখানা (খ)  জলবিদ্যুৎ কেন্দ্ৰ  (গ) জলশোধন কেন্দ্র (ঘ) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ।

১.২২) ভারত ও পাকিস্তান সীমারেখা কী নামে পরিচিত ? ---(ক) ম্যাকমোহন লাইন (খ) ডুরান্ড লাইন (গ) রাডক্লিফ লাইন (ঘ)  কোনোটাই নয়।

১.২৩) মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল কোন্‌টি ? ---(ক) অষ্টমুদি (খ) কায়মকুলম (গ) ভেম্বানাদ (ঘ) পুশমীকোটা। 

১.২৪) পশ্চিমবঙ্গে গ্রীষ্মের প্রথম ভাগে বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয় তাকে বলে –--  (ক) আশ্বিনের ঝড় (খ) কালবৈশাখী (গ) আম্রবৃষ্টি (ঘ) বরদৈছিলা ।

১.২৫) কোন শহরকে ‘ ভারতের রুঢ় ‘ বলা হয় ? --- (ক) জামসেদপুর  (খ) ভিলাই (গ) দুর্গাপুর (ঘ) হলদিয়া।

১.২৬) ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ? --- (ক)  দিল্লি (খ) কটক  (গ)   গুরগাঁও (ঘ)   কলকাতা।

১.২৭) হেক্টরপ্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ? --- (ক) পাঞ্জাব (খ) উত্তরপ্রদেশ (গ)   হরিয়ানা (ঘ)   মধ্যপ্রদেশ।

১.২৮) ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল –-- (ক) পারাদ্বীপ বন্দর (খ) কোচিন বন্দর (গ) কান্ডালা বন্দর  (ঘ) হলদিয়া বন্দর ।

১.২৯) চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল –--(ক) পলিথিন ব্যাগ (খ)  স্যালাইন বোতল (গ)  মিথেন (ঘ) পয়ঃপ্রণালীর বর্জ্য।

১.৩০) সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ –-- (ক)  বায়ুপ্রবাহ (খ)  কোরিওলিস বল (গ) সমুদ্রজলের লবণতা (ঘ) পৃথিবীর পরিক্রমণ।



বিবেকানন্দ কোচিং সেন্টাৱ

ক্লাস:  দশম শ্রেনী; বিষয়: ইতিহাসঠিক

নম্বৱ: ৪০; সময়: ৪০ মিনিট

A. সঠিক উত্তরটি লেখ  :- ৩০x১ =৩০

 ১) ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল --- ( ক ) হায়দরাবাদ ( খ ) অন্ধ্রপ্রদেশ ( গ ) তামিলনাড়ু ( ঘ ) কেরল ।

 ২)  আধুনিক বিজ্ঞানচর্চার জনক বলা হয়  --- ( ক ) জগদীশচন্দ্র বসু ( খ ) প্রফুল্ল চন্দ্র রয়  (গ)  মহেন্দ্রলাল সরকার ( ঘ ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

৩)  ভারত সভার প্রান পুরুষ ছিলেন --- ( ক ) রাধাকান্ত দেব ( খ ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ( গ ) কেশবচন্দ্র সেন ( ঘ ) উমেশচন্দ্র দত্ত । 

৪)  ‘ ছেড়ে আসা গ্রাম ' - এর রচয়িতা হলেন --- ( ক ) দক্ষিণারঞ্জন বসু ( খ ) অন্নদাশঙ্কর রায় ( গ ) সুনীল গঙ্গোপাধ্যায় ( ঘ ) কালীপ্রসাদ মুখোপাধ্যায় ।

৫) রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন  --- ( ক ) ফজল আলি ( খ ) জওহরলাল নেহরু ( গ ) কে এম পানিকর ( ঘ ) এস কে দর।

৬) ভারতে প্রথম মে দিবস পালিত হয় –--- ( ক ) 1922 ( খ ) 1923 ( গ ) 1924 ( ঘ ) 1921 খ্রিস্টাব্দে।

 ৭)  অ্যান্টি সার্কুলার সোসাইটি'র সম্পাদক ছিলেন ---  ( ক ) শচীন্দ্রপ্রসাদ বসু ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) চিত্তরঞ্জন দাস ( ঘ ) আনন্দমোহন বসু।

৮) দেশপ্রাণ ' নামে পরিচিত ছিলেন ---  ( ক ) চিত্তরঞ্জন দাশ ( খ ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত ( গ ) বঙ্কিম মুখার্জী ( ঘ ) বীরেন্দ্রনাথ শাসমল । 

৯)  নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন --- ( ক ) ঊর্মিলা দেবী ( খ ) বাসন্তী দেবী ( গ ) লীলা নাগ ( ঘ ) কল্পনা দত্ত। 

১০)  জয়ত্রী পত্রিকার সম্পাদক ছিলেন  --- ( ক ) সরলাদেবী চৌধুরানি ( খ ) লীলা নাগ ( গ ) বীণা দাস ( ঘ ) কল্পনা দত্ত। 

 ১১) অ্যান্টিসার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন  --- ( ক ) সতীশচন্দ্ৰ মুখার্জী ( খ ) সতীশচন্দ্র বসু ( গ ) হেমচন্দ্র ঘোষ ( ঘ ) শচীন্দ্রপ্রসাদ বসু। 

 ১২) " যত মত তত পথ " - উক্তিটি করেন ---  ( ক ) রামকৃষ্ণদেব ( খ ) বিবেকানন্দ ( গ ) রামাহন রায় ( ঘ ) লালন ফকির ।

 ১৩)  ভারতের ব্যাঙ্গচিত্র বা কার্টুনকে জনপ্রিয় করেন ---  ( ক ) নন্দলাল বসু ( খ ) গগনেন্দ্রনাথ ঠাকুর ( গ ) অবনীন্দ্রনাথ ঠাকুর ( ঘ ) রবি বর্মা । 

১৪) প্রথম বাঙালি ছাপাখানার মালিক ছিলেন ---  ( ক ) বিদ্যাসাগর ( খ ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ( গ ) গঙ্গাকিশোর ভট্টাচার্য ( ঘ ) পঞ্চানন কর্মকার। 

১৫)  রশিদ আলি দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের ( ক ) 10 ফেব্রুয়ারি ( খ ) 12 ফেব্রুয়ারি ( গ ) 14 ফেব্রুয়ারি ( ঘ ) 16 ফেব্রুয়ারি।

১৬) ভারতের লৌহমানব বলা হয় --- ( ক ) গান্ধিজিকে ( খ ) বল্লভভাই প্যাটেলকে ( গ ) জওহরলাল নেহরুকে ( ঘ ) নেতাজিকে । 

১৭) দেশভাগের সময় কাশ্মীরের রাজা ছিলেন ---  ( ক ) স্বর্ণ সিং ( খ ) রণজিৎ সিং ( গ ) হরি সিং ( ঘ ) শেখ আবদুল্লা 

১৮) নীল নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন --- ( 3 ) দীনবন্ধু মিত্র ( খ ) মধুসূদন দত্ত ( গ ) জেমস লঙ ( ঘ ) হরিনাথ মজুমদার।

 ১৯) ' বাংলার গুটেনবার্গ ' বলা হত  --- ( ক ) ব্রাসি হ্যালহেডকে ( খ ) উইলিয়াম কেরিকে ( গ ) চার্লস উইলকিনসকে ( ঘ ) মার্শম্যানকে ।

 ২০)  ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল ---  ( ক ) মালাবারে ( খ ) মাদ্রাজে ( গ ) মহারাষ্ট্রে ( খ ) গোদাবরী উপত্যকায় ।

২১) নেহরু - লিয়াকত চুক্তি হয়  --- ( ক ) 1948 খ্রি . ( খ ) 1950 খ্রি ( গ ) 1949 খ্রি ( ঘ ) 1952 খ্রি।

 ২২)  উদ্বাস্তু গ্রন্থের লেখক --- ( ক ) হিরন্ময় ব্যানার্জি ( গ ) শঙ্খ ঘোষ ( খ ) আবু ইসহাক ( ঘ ) প্রফুল্ল রায় ।

২৩) এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক ---মহাশ্বেতা দেবী  খ ) ভিপি মেনন ( গ ) খুশবন্ত সিং ( ঘ ) সলমন রুশদি ।

২৪) স্বাধীনতার স্বাদ উপন্যাসটি লিখেছেন ---( ক ) মানিক বন্দ্যোপাধ্যায় ( খ ) অন্নদাশঙ্কর রায় ( গ হিরন্ময় বন্দ্যোপাধ্যায় ( ঘ ) প্রসাদ মুখোপাধ্যায় ।

 ২৫) বাংলা অক্ষরের লাইনোটাইপ তৈরি করেন --- ( ক ) সুরেশচন্দ্র মজুমদার ( খ ) পঞ্চানন কর্মকার ( গ ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ( ঘ ) রামরাম বসু ।

২৬)  ' তিনকাঠিয়া ' প্রথা যুক্ত ছিল --- ( ক ) আফিং চাষের ( খ ) পাট চাষের ( গ ) ধান চাষের ( ঘ ) নীল চাষের সঙ্গে।

২৭) ' একা ' আন্দোলনের নেতা ছিলেন --- ( ক ) গান্ধিজি ( খ ) বি আর আম্বেদকর ( গ ) নারায়ণ গুরু ( ঘ ) মাদারি পাসি।

 ২৮) ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় –-- ( ক ) 1953 খ্রি ( খ ) 1956 খ্রি ( গ ) 1960 খ্রি ( ঘ ) 1965 খ্রি।

২৯) সর্বভারতীয় কিষান  সভার প্রথম সভাপতি ছিলেন --- ( ক ) এন জি রঙ্গ ( খ ) স্বামী সহজানন্দ ( গ ) বাবা রামচন্দ্র ( ঘ ) লালা লাজপত রায়।

৩০) বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন  --- ( ক ) বীণা দাস ( খ ) কল্পনা দত্ত ( গ ) প্রীতিলতা ওয়াদ্দেদার ( ঘ ) সুনীতি চৌধুরি।

৩১) গ্রামবার্তাপ্রকাশিকা প্রকাশিত হত --- (ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে (গ) কুষ্টিয়া থেকে (ঘ) বারাসাত থেকে ।

৩২) তিতুমিরের প্রকৃত নাম --- (ক) চিরাগ আলী (খ) মির হায়দার আলী (গ) মির নিসার আলী (ঘ) তোরাপ আলী ।

৩৩) সন্ন্যাসী - ফকির বিদ্রোহের নেতা ছিলেন --- (ক) রানী কর্নাবতী (খ) রাণী শিরোমণি (গ) দেবী চৌধুরানী (ঘ) রানী দূর্গাবতী ।

৩৪) বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন --- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) স্বামী দয়ানন্দ (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) স্বামী বিবেকানন্দ ।

৩৫) হরিজন কথাটি ব্যবহার করেন --- (ক) আম্বেদকর (খ) গান্ধীজী (গ) বীরেসলিঙ্গম (ঘ) মালব্য ।

৩৬) বাংলায় নম:শুদ্র আন্দোলনের সঙ্গে যুক্ত --- (ক) রূপচাঁদ ঠাকুর (খ) প্রেমচাঁদ ঠাকুর (গ) হরিচাঁদ ঠাকুর (ঘ) স্বরূগচাঁদ ঠাকুর ।

৩৭) উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন --- (ক) রোমিলা থাপার (খ) অনীল শীল (গ) আর এস শর্মা (ঘ) রনজিৎ গুহ ।

৩৮) নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় --- (ক) রোমিলা থাপার (খ) অনীল শীল (গ) আর এস শর্মা (ঘ) রনজিৎ গুহকে ।

৩৯) মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন --- (ক) আকবর (খ) দ্বিতীয় আকবর (গ) দ্বিতীয় বাহাদুর শাহ (ঘ) হজরতমহল।

৪০) নব্যবেদান্তবাদের প্রবক্তা হলেন ---  ( ক ) রামকৃষ্ণদেব ( খ ) বিবেকানন্দ ( গ ) রামমোহন রায় ( ঘ ) লালন ফকির ।




No comments:

Post a Comment