Thursday, May 22, 2025

Ix H 40 a

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- নবম শ্রেনী; বিষয় :- ইতিহাস

পূর্ণমান :- ৪০ ; সময় :- ১ ঘন্টা ২০ মিনিট 


১) সঠিক উত্তরটি নির্বাচন করো :- ১×৫=৫

১.১) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির যাদুঘর বলেছেন --চতুর্দশ লুই / ষোড়শ লুই  / মন্তেস্কু / অ্যাডাম স্মিথ। 

১.২) টেইলি হল -- ধর্মকর /  সম্পত্তিকর / আয়কর  / লবনকর । 

১.৩) দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় -- মেটারনিখ  / নেপোলিয়ন / বিসমার্ক / হিটলার  । 

১.৪) অসিয়া রেজিম কথার অর্থ হল --পূর্বতন সমাজ  / বর্তমান সমাজ  / আধুনিক সমাজ  / ভবিষ্যত সমাজ ।

১.৫) নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন --- ফিসার / অ্যাডাম স্মিথ / জা জ্যাক রুশো / ভলতেয়ার ।

২) একটি বাক্যে উত্তর দাও :- ১×৪=৪

২.১) কবে বাস্তিল দূর্গের পতন ঘটে ?

২.২) কাদিদ গ্রন্থটি কার লেখ?

২.৩) অ্যাসাইনেট কী ?

২.৪) বাধ্যতামুলক বেগার শ্রমকে কী বলা হত ?

৩) শূন্যস্থান পূরণ করো :- ১×৪=৪

৩.১) আমি রাষ্ট্র কথাটি বলেছেন -------।

৩.২) ট্রাফালগারের যুদ্ধ হয় ---- খ্রিষ্ঠাব্দে ।

৩.৩) --- মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন ।

৩.৪) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ----।

৪ ) ঠিক বা ভুল নির্বাচন করো :- ১×২=২

৪.১) ফরাসি বিপ্লবের পূর্বে এইডস ছিল লবনকর।

৪.২) সেন্ট এলবাদ্বীপে নেপোলিয়নের মৃত্যু হয়।

৫) সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :- ১×৩=৩

৫.১) বিবৃতি : বিপ্লবের আগের ফ্রান্স ছিল ' ভ্রান্ত অর্থনীতির যাদুঘর।

 বাখ্যা ১ : সরকারের কর কাঠামো ছিল বৈষম্যমূলক ।

 ব্যাখ্যা ২ : কেবলমাত্র অভিজাতরা রাজাকে কর দিত ।

 ব্যাখ্যা ৩ : অর্থনৈতিক সমস্যা সমাধানে রাজা উদাসীন ছিলেন ।

৫.২)  বিবৃতি : ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল । 

ব্যাখ্যা ১: বাস্তিল দুর্গ ছিল বিদেশিদের দুর্গ । 

ব্যাখ্যা ২ : বাস্তিল দুর্গে ফরাসিরা আশ্রয় পেত না । 

ব্যাখ্যা ৩: বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক ।

৫.৩) বিবৃতি :  ফ্রান্সে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়— 

 ব্যাখ্যা ১ : জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে । 

ব্যাখ্যা ২ : জাতীয় সভার ওপর সংবিধান সভার দায়িত্ব দেওয়া হয় । 

ব্যাখ্যা ৩ : জাতীয় সভা ভেঙে সংবিধান সভা গঠন করা হয় ।

৬) দুই - তিনটি বাক্যে উত্তর দাও :- (তিনটি) ২×৩=৬

৬.১) সাকুলোৎ বলতে কাদের বোঝায় ?

৬.২) Great Fear কী ?

৬.৩)  লাল সন্ত্রাস বলতে কী বোঝ ?

৬.৪) সন্দেহের আইন বলতে কী বোঝ ?

৬.৫)  সেপ্টেম্বর হত্যাকান্ড কী ?

৭) দশ- বারোটি  বাক্যে উত্তর দাও :- (দুইটি ) ২×৪=৮

৭.১) টেনিস কোর্টের শপথ কী ?

৭.২) নেপোলিয়নকে কী বিপ্লবের সন্তান বলা যায় ?

৭.৩) ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কেমন ছিল লেখ ।

৭.৪) ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো ।

৮) যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ১×৮=৮

৮.১) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো ।

৮.২) ফরাসি সংবিধান সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো ।



বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- নবম শ্রেনী; বিষয় :- ইতিহাস

পূর্ণমান :- ৪০ ; সময় :- ১ ঘন্টা ২০ মিনিট 


১) সঠিক উত্তরটি নির্বাচন করো :- ১×৫=৫

১.১)  নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলেছেন --- ফিসার / অ্যাডাম স্মিথ / জা জ্যাক রুশো / ভলতেয়ার ।

১.২) ফরাসি বিপ্লবের জনক বলা হয় --- নেপোলিয়নকে / ভলতেয়ারকে / মন্তেস্কুকে / রুশোকে ।

১.৩) ট্রাফালগারের যুদ্ধ হয় --- ১৮০৪ খ্রি:  / ১৮০৫ খ্রি:  / ১৮০৭ খ্রি:  / ১৮১৫ খ্রি:।

১.৪) অসিয়া রেজিম কথার অর্থ হল --পূর্বতন সমাজ  / বর্তমান সমাজ  / আধুনিক সমাজ  / ভবিষ্যত সমাজ ।

১.৫) আমি রাষ্ট্র কথাটি বলেন --- চতুর্দশ লুই / পঞ্চদশ লুই / ষোড়শ লুই / দশম চার্লসকে ।

২) একটি বাক্যে উত্তর দাও :- ১×৪=৪

২.১) বাধ্যতামুলক বেগার শ্রমকে কী বলা হত ?

২.২) সামাজিক চুক্তি গ্রন্থটি কার লেখা ?

২.৩) প্রজাপতি রাজা কাকে বলা হত ?

২.৪) সন্ত্রাসের রাজত্বের নায়ক কে ছিলেন ?

৩) শূন্যস্থান পূরণ করো :- ১×৪=৪

৩.১) --- মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেন ।

৩.২) --- কে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়।

৩.৩) ফরাসি বিপ্লবের আদর্শ ছিল ---, --- ও ---।

৩.৪) বাস্তিল দুর্গের পতন হয় --- খ্রিষ্টাব্দে ।

৪ ) ঠিক বা ভুল নির্বাচন করো :- ১×২=২

৪.১) বিশ্বকোশ রচনা করেন ফিজিওক্রাটসরা ।

৪.২) গিলোটিন হল নির্বিচারে শিরোচ্ছেদের যন্ত্র ।

৫) সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :- ১×৩=৩

৫.১) বিবৃতি : নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন । 

ব্যাখ্যা ১ : তিনি ইংল্যান্ডের অর্থনীতিকে দুর্বল করতে চেয়েছিলেন । 

ব্যাখ্যা ২: তিনি ফরাসি অর্থনীতিকে সমৃন্ধ করতে চেয়েছিলেন ।

ব্যাখ্যা ৩ : দুটি বিকল্পই সঠিক ।

৫.২) বিবৃতি : বিপ্লবের আগের ফ্রান্স ছিল ' ভ্রান্ত অর্থনীতির যাদুঘর।

 বাখ্যা ১ : সরকারের কর কাঠামো ছিল বৈষম্যমূলক ।

 ব্যাখ্যা ২ : কেবলমাত্র অভিজাতরা রাজাকে কর দিত ।

 ব্যাখ্যা ৩ : অর্থনৈতিক সমস্যা সমাধানে রাজা উদাসীন ছিলেন ।

৫.৩) বিবৃতি :  ফ্রান্সে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়— 

ব্যাখ্যা ১ : জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে । 

ব্যাখ্যা ২ : জাতীয় সভার ওপর সংবিধান সভার দায়িত্ব দেওয়া হয় । 

ব্যাখ্যা ৩ : জাতীয় সভা ভেঙে সংবিধান সভা গঠন করা হয় ।

৬) দুই - তিনটি বাক্যে উত্তর দাও :- (তিনটি ) ২×৩ =৬

৬.১) অসিয়া রেজিম কী ?

৬.২) লাল সন্ত্রাস বলতে কী বোঝ ? 

৬.৩) Great Fear কী ?

৬.৪) সন্দেহের আইন কী ? 

৬.৫) শত দিবসের রাজত্ব কী ?

৭) দশ -বারোটি বাক্যে উত্তর দাও :- (দুইটি ) ২×৪=৮

৭.১) ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি করব্যবস্থার পরিচয় দাও ।

৭.২) কোড নেপোলিয়ন কী ?

৭.৩) ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো ।

৭.৪) টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝ ?

৮) যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ১×৮=৮

৮.১) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো ।

৮.২) ফরাসি সংবিধান সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো ।




No comments:

Post a Comment