Wednesday, March 12, 2025

কবিতা

  রহস্যময়ী

হে রহস্যময়ী , তোমারে বুঝিতে নারি 

সাগরের অতলে আছে কোন মুক্তো 

পাজরের হাহাকার না বলা উক্ত ।

কালো মেঘে ঝড় বয় সবই হয় পন্ড 

কিছু সময় চুরি করে হতে প্রকান্ড ।

তব মনে আনাগোনা মেঘেদের দলে 

কভু হাসি কভু ব্যাথা আনাগোনা চলে 

তব রহস্য কেবা জানে আছে কার সাধ্য ।

সাধকের সাধনায় নেই তব রহস্য 

যেবা আছে তব গোপন মননের মধ্য ।।




বিবর্ন 

রংধুনর সাতরঙা জীবনে 

আজ রঙের বড্ড অভাব ।

পরিবারতন্ত্রের চল নেইকো আর

একা বাচাই মোদের স্বভাব।

সাদায় মিশিয়েছি কালো

ঘুচিয়েছি মনের আলো ।

লালের ছটা বিলীন আজ 

বিদ্রোহভাব হল প্রস্তরিত ।

ত্যাগের ভাব ত্যাগ করেছি 

অভিলিপ্সায় নিমজ্জিত ।

সহনশীলতার সবুজতা 

আজ আমাদের আছে কোথা ?

কোথা মোদের প্রানের টান ? 

ভাতৃত্ব আজ  ভেঙে খানখান ।

সততা , দ্বায়িত্ব যতসব গুনের কথা

ভরে থাকুক  বইয়ের পাতা।

দয়া মায়া  আর নেইকো মোদের

গ্রাস করেছে নিষ্ঠুরতা ।



শিহ্মিত বেকার 


আমি শিহ্মিত বেকার ।

 দেখতে শুনতে ভালোই আছি                     

লম্বা, ফর্সা হাসিখুশি 

         শুধু পেটে নেইকো খাবার 

      আমি শিহ্মিত বেকার ।

আমার রাতে ঘুমোও হয়                  

   ঘুমের মাঝে স্বপ্নও আসে

শুধু ঘুমোনোর নেই ঘর 

আমি শিহ্মিত বেকার ।

পড়াশুনায় নইকো খারাপ                

পাস দিয়েছে অনেকগুলি

শুধু অভাব টাকার 

আমি শিহ্মিত বেকার ।

নিরামিষ নয় আমিষ খাই         

   নুন লংকার বদলে চিকেন চাই

শুধু হ্মমতা নেইকো কেনার 

আমি শিহ্মিত বেকার 

স্বপ্ন ছিল ঘর করার                    

মেয়ে দেখাও শেষ করেছি 

শুধু পছন্দ হয়নি মেয়ের বাবার 

কেননা আমি শিহ্মিত বেকার ।

তবুও আমি ভালোই আছি          

মনের দুঃখে হাসি কাদি

দোকান দিয়েছি তেলেভাজার 

সত্যই তো আমি শিহ্মিত বেকার ।

No comments:

Post a Comment