Saturday, May 31, 2025

Xii Beng exam 2

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী, বিষয় :- বাংলা (B03/20)

পূর্নমান :۔ ২৫ ; সময় :۔  ২৫ মিনিট 

1. "যে তোয়াকে শিখিয়াছে.... এখানে কী শেখানোর কথা বলা হয়েছে? --- (a) হিংসা-হানাহানি (b) দখলের কথা (c) মিলেমিশে থাকতে (d) এক হয়ে যেতে।

2.  "জেনো সে ধমই নয়.... ধর্ম না হলে, তা আসলে কী? --- (a) সামাজিকতা (b) দখলের কথা (c) স্বদেশ ভাবনা (d) প্রাতিষ্ঠানিকতা।

3. যা আমাদের দখলের কথা শেখায়, তা আসলে কী নয়? --- (a) সত্য নয় (b) জ্ঞান নয় (c) ধর্ম নয় (d) বুদ্ধি নয়।

4.  পাঠ্য 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতায় 'ধর্ম' শব্দটি কত বার ব্যবহূত হয়েছে? --- (a) ৯ বার (b) ১০ বার (c) ১১ বার (d) ১২ বার।

5. ধর্ম কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল? --- (a) উচ্চশিক্ষার বিকাশ (b) নতুন পতাকা (c) নতুন দেশ আবিষ্কার (d) সত্যের বয়ান।

6. ধর্ম আজও ভন্মের চরিত- কবিতা অনুসারে ভস্মের চরিত লেখা কার  ধর্ম?--- (a) জলের (b) বাতাসের (c) আলোর (d) আগুনের।

7.  ধর্ম কবিতা অনুসারে আইনস্টাইনের ধর্ম কী? ---- (a) দিগন্ত পেরোনো  (b) নতুন পতাকা (c) নতুন দেশ আবিষ্কার (d) সত্যের বয়ান।

8. বিবৃতি ১: কবিরের ধর্ম দিগন্ত সত্যের বয়ান।

বিবৃতি ২: প্রকৃত ধর্মের পথ অপব্যয় শেখায়।

(a) বিবৃতি ১ ও বিবৃতি ২ সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পরবিরোধী (b) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ হল বিবৃতি ১-এর কারণ (c) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল (d) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ।

9.  রসোগোল্লার হাড়ি হাতে এসে দাড়ায় --- (a) জয়রাম (b) মাহূত (c) জ্যেষ্ঠ পুত্রবধু (d) ভৃত্য । 

10. ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) ভ্যান গঘ (a) চিত্রশিল্পী 

(ii ) লোরকা (b) কবি 

(iii ) আইনস্টাইন (c) রাজনৈতিক ব্যাক্তিত্ব

(iv ) লেনিন (d) বিজ্ঞানী 

(a) I-c, ii -b,  iii -a, iv -d  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - a,  ii - b iii -d,  iv -c (d) i - b,  ii - a,  iii -c, iv -d .

11. কল্যানীর হবু পাত্র পড়াশুনা করে --- (a) যশোর কলেজে (b) রাজশাহী কলেজে (c) মাথাভাঙা কলেজে (d) দিনহাটা কলেজে।

12. কথায় বলে ব্রহ্মবাক্য _______। (a) দেববাক্য (b) বেদবাক্য  (c) গীতাবাক্য (d) অমরবাক্য।

13. ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) পুস্পক রথ (a) মরুপথ 

(ii ) পহ্মীরাজ (b) আকাশ পথ 

(iii ) সপ্তডিঙা (c) জলপথ 

(iv ) উট (d) তেপান্তর 

(a) I-c, ii -b,  iii -a, iv -d  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - b,  ii - d, iii -c, iv -a  (d) i - b,  ii - a,  iii -d, iv -c .

14. কবিতায় উক্ত মন্ত্রপূতঃ অসি-র নাম রাখা হয়েছে--- (a) ভালোবাসা (b) অভিলাষ (c) মনোবাসনা (d) মনোবাখা।

15.  বিক্রির জন্য আদরিণীকে  কোন্ মেলাপ্রথমেয় পাঠানোর পরিকল্পনা করা হয় --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

16.   (i) রক্তে কবি রাজপুত্র নন। 

(ii) কবির জননী ছিলেন সুয়োরানী।

(iii) কবি দিগবিজয়ে যাবেন।

(iv) কথকের বিশেষ কোন অস্ত্রশস্ত্র ছিল না।

বিকল্পসমূহ:

(a) (i)-সত্য, (ii)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iv)-সত্য

(b) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(c) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(d) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য।

17. গোরুর গাড়িতে পিরগঞ্জে যেতে সময় লাগবে --- (a) এক দিন  (b) দুই দিন (c) তিন দিন (d) এক সপ্তাহ।



18.  শাণিত ইস্পাত খন্ড - শাণিত শব্দের অর্থ হল --- (a) ধারালো (b) রক্তাত্ব (c) ভোতা (d) রঙিন।

19.  মরু পথে সেই হয় উট ' কে?--- (a) পহ্মীরাজ (b) সপ্তডিঙা (c) জাদুঅশ্ব (d) পুস্পক রথ।

20. দিগ্বিজয়ের রূপকথা' কবিতাটি কবে রচিত হয়? --- (a) ১৯৭৩ সালে (b) ১৯৭৪ সালে (c) ১৯৭৬ সালে (d) ১৯৭৮ সালে।

21. 'দিগ্বিজয়ের রূপকথা' কোন্ কাব্যের অন্তর্গত? --- (a) 'সারা পৃথিবীর কবিতা' (b) 'স্বাগত দেবদূত' (c) 'তুমি মনস্থির করো' (d) 'রক্তে আমি রাজপুত্র'।

22. আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে" - পুষ্পক কী? --- (a ) অশ্ব (b) ধনুক(c) রথ (d) দ্বীপ।

23.  পক্ষীরাজরূপে জাদু-অশ্ব কোথায় ঘুরে- ফেরে? --- (a) তেপান্তরে (b) অরণ্যে (c) মরুপথে  (d) আকাশপথে।

24. কবিতায় উত্ত জাদু-অশ্ব-এর নাম রাখা হয়েছে--- (a) বিশ্বাস (b) ভালোবাসা (c) প্রত্যাশা (d) ভরসা।

25. এই হৃদয়ের খাপে ভরা - হৃদয়ের খাপে কী ভরা আছে? --- (a) মন্ত্রপূত করচ (b) মন্ত্রপূত অসি (c) মন্ত্রপূত ইস্পাতখণ্ড (d) মন্ত্রপূত কবচকুণ্ডল।

No comments:

Post a Comment