Thursday, May 22, 2025

X G 40

 বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস: দশম শ্রেনী; বিষয়: ভূগোল

পূর্ণমান: ৪০; সময়: ১ ঘন্টা ২০ মিনিট

১)  সঠিক বকল্পটি নির্বাচন করো: ১x২২=২২

১.১) বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে – নাইট্রোজেন / অক্সিজেন / কার্বন ডাইঅক্সাইড / হাইড্রোজেন। 

১.২) একটি গ্রিনহাউস গ্যাস হল –NO²  / CO²  /  H² / O² 

১.৩) ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা বাড়ে প্রতি ১ কিমি . তে–  ৩.৪ ° C  /  8.8 ° C  / ৫.৪ ° C / ৬.৪ ° C ।

১.৪) রাজস্থানে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে—  ধান্দ /  ধ্রিয়ান /বোলসন / শটস ।

১.৫) বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হল –-- স্ট্র্যাটোস্ফিয়ার  / আয়নোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার /  এক্সোস্ফিয়ার ।

১.৬) মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় --- ৮ কিমি /  ১৮ কিমি /  ৫০ কিমি /  ৮০ কিমি ।

১.৭) পশ্চিমা বায়ু একপ্রকার--- সাময়িক বায়ু / নিয়ত বায়ু / স্থানীয় বায়ু / আকস্মিক বায়ু।

১.৮) সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—শৈবাল সাগর / মগ্নচড়া / হিমপ্রাচীর / হিমশৈল।

১.৯) শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় ? --- ভারত মহাসাগরে / দক্ষিণ আটলান্টিক মহাসাগরে / আরব সাগরে / উত্তর আটলান্টিক মহাসাগরে।

১.১০) ভূপৃষ্ঠের জলভাগে প্রতিটি স্থানে ২৪ ঘণ্টায় জোয়ার হয়—-- দু – বার / একবার / তিনবার / চারবার ।

১.১১) কোনো একদিনে কোনো স্থানে জোয়ারভাটার মধ্যে ব্যবধান –-- ১২ ঘণ্টা / ৪৮ ঘণ্টা / ২৪ ঘণ্টা / ৬ ঘণ্টা।

১.১২) একটি পরিবেশ মিত্র বর্জ্য হল --– চট / প্লাস্টিক / কাচ / সিসা।

১.১৩) তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল --–শিল্প কারখানা / জলবিদ্যুৎ কেন্দ্ৰ  / জলশোধন কেন্দ্র / পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ।

১.১৪) ভারত ও পাকিস্তান সীমারেখা কী নামে পরিচিত ? ---ম্যাকমোহন লাইন / ডুরান্ড লাইন / রাডক্লিফ লাইন / কোনোটাই নয়।

১.১৫) মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল কোন্‌টি ? ---অষ্টমুদি / কায়মকুলম / ভেম্বানাদ / পুশমীকোটা। 

১.১৬) পশ্চিমবঙ্গে গ্রীষ্মের প্রথম ভাগে বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয় তাকে বলে –--  আশ্বিনের ঝড় / কালবৈশাখী / আম্রবৃষ্টি / বরদৈছিলা ।

১.১৭) কোন শহরকে ‘ ভারতের রুঢ় ‘ বলা হয় ? --- জামসেদপুর  / ভিলাই / দুর্গাপুর / হলদিয়া।

১.১৮) ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ? ---  দিল্লি /  কটক /  গুরগাঁও /  কলকাতা।

১.১৯) হেক্টরপ্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ? --- পাঞ্জাব /  উত্তরপ্রদেশ /  হরিয়ানা /  মধ্যপ্রদেশ।

১.২০) ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল –-- পারাদ্বীপ বন্দর / কোচিন বন্দর / কান্ডালা বন্দর  / হলদিয়া বন্দর ।

১.২১) চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল –--পলিথিন ব্যাগ / স্যালাইন বোতল / মিথেন / পয়ঃপ্রণালীর বর্জ্য।

১.২২) সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ –--  বায়ুপ্রবাহ / কোরিওলিস বল / সমুদ্রজলের লবণতা /  পৃথিবীর পরিক্রমণ।


২) শুদ্ধ অথবা অশুদ্ধ লেখ: ১×৮=৮

২.১) জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়।

২.২) বেঙ্গালুরুকে আরবসাগরের রানী বলা হয়।

২.৩) দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়।

২.৪) চিনুক একটি সাময়িক বায়ু।

২.৫) বর্জ্যের পুনব্যবহারে বর্জ্যের পরিমান কমে।

২.৬) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল NH-47 ।

২.৭) ভারতের গভীরতম বন্দর হল বিশাখাপত্তনম।

২.৮) পর্বতের অনুবাত ঢালে বৃষ্টি হয় না।

৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও: (পাচটি)   ৫×১=৫

৩.১) M. M.S এর পুরো কথা কী?

৩.২) অ্যাপোজি  অবস্থানে চাদ ও পৃথিবীর দুরত্ব কত হয়?

৩.৩) দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

৩.৪) ISRO এর পুরো কথা কী?

৩.৫) ওজন গ্যসের ঘনত্ব মাপার একক কী?

৩.৬) সকল শিল্পের মেরুদন্ড কাকে বলে ?

৩.৭) ভারতের একটি করমুক্ত বন্দরের নাম কী ?

৪) ভারতের রেখা মানচিত্রে প্রতীকসহ চিহ্নিত করো:   ৫×১=৫

 ৪.১) সিন্ধু নদ।

৪.২) ভারতের প্রবেশদ্বার।

৪.৩) ভারতের মূল ভূখন্ডের  দক্ষিনতম স্থল বিন্দু।

৪.৪) একটি চা উৎপাদক অঞ্চল।

৪.৫) পক প্রনালী।


No comments:

Post a Comment