বিবেকানন্দ কোচিং সেন্টার
2025
Geography
(নতুন পাঠক্রম)
সময় – 3 ঘন্টা 15 মিনিট
পূর্ণমান – 90
Special credit will be given for answers which are brief and to the point . Mark's will be deducted from spelling mistakes , untidiness and bad handwriting.
বিভাগ- ‘ক’
১। বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: ১×১৪=১৪
১.১ বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র হল --- (ক) রেনগজ (খ) অ্যানিমোমিটার (গ) হাইগ্রোমিটার (ঘ) ব্যারোমিটার ।
১.২ ভারত- চীন সীমারেখা হল --- (ক) ম্যাকমোহন লাইন (খ) রাডক্লিফ লাইন (গ) ডুরান্ড লাইন (ঘ) আট ডিগ্রি চ্যানেল।
১.৩ পললশঙ্কু দেখা যায় পর্বতের --- (ক) পর্বতের উচ্চভাগে (খ) পর্বতের পাদদেশে (গ) বদ্বীপ অঞ্চলে (ঘ) নদী বাকে ।
১.৪ সমুদ্র উপকুল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলে --- (ক) ফিয়র্ড (খ) হিমদ্রোনী (গ) করি (ঘ) ঝুলন্ত উপত্যাকা।
১.৫ ভারতে কফি গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ? --- (ক) চিকমাগালুর (খ) কটক (গ) গুরগাঁও (ঘ) জোড়হাটে ।
১.৬ সোনালী পানীয় বলা হয় ---(ক) চা (খ) কফি (গ) রবার (ঘ) কোকাকোলা কে ।
১.৭ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে --- (ক) কূপ ও নলকূপ (খ) সেচখাল (গ) খাল (ঘ) গভীর নলকূপ।
১.৮ প্রধান গ্রিনহাউস গ্যাস হল --- (ক) কার্বনডাই অক্সাইড (খ) মিথেন (গ) ক্লোরোফ্লুরোকার্বন (ঘ) অক্সিজেন ।
১.৯ ভারতের প্রথম পেট্ররসায়ন শিল্প কেন্দ্র হল --- (ক) ট্রম্বে (খ) হলদিয়া (গ) ভাদোদরা (ঘ) বঙ্গাইগাও।
১.১০ সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—শৈবাল সাগর / মগ্নচড়া / হিমপ্রাচীর / হিমশৈল।
১.১১ ভারতের হ্মুদ্রতম রাজ্য হল --- (ক) সিকিম (খ) গোয়া (গ) ত্রিপুরা (ঘ) মিজোরাম ।
১.১২ হ্ময়সীমা ধারনার প্রবর্তক হলেন --- (ক) গিলবার্ট (খ) চেম্বারলিন (গ) পাওয়েল (ঘ) ডেভিস।
১.১৩ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা বাড়ে প্রতি ১ কিমি . তে– (ক) ৩.৪ ° C (খ) 8.8 ° C (গ) ৫.৪ ° C (ঘ) ৬.৪ ° C ।
১.১৪ শিকড় আলগা শিল্প হল ---(ক) লৌহ ইস্পাত শিল্প (খ) কাগজ শিল্প (গ) কার্পাস বয়ন শিল্প (ঘ) চা শিল্প।
বিভাগ: ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘সু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখ যেকোনো (ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১×৬=৬
২.১.১ হিমশৈলের 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে।
২.১.২ আন্টার্টিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়।
২.১.৩ শীতকালে ভারতে পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়।
২.১.৪ পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়।
২.১.৫ বর্জ্যের পুনব্যবহারে বর্জ্যের পরিমান কমে ।
২.১.৬ ভারতে অবস্থিত হিমালয়ের সবোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্টিন।
২.১.৭ Backbone Industry বলা হয় কার্পাস বয়ন শিল্পকে ।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১×৬=৬
২.২.১ জলপ্রপাতের নীচে সৃষ্ট গর্তকে ------ বলে ।
২.২.২ হিমপ্রাচীর বরাবর ---- আবহাওয়া দেখা যায়।
২.২.৩ পৃথিবী ও চাঁদের দুরত্ব সবচেয়ে কম হয় ------- অবস্থানে ।
২.২.৪ বর্জ্য পদার্থের পচনের ফলে ----- গ্যাস উৎপন্ন হয়।
২.২.৫ ----- হল ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র।
২.২.৬ ১০ লহ্মের অধিক জনসংখ্যা বিশিষ্ঠ শহরকে ------ বলে ।
২.২.৭ ভারতের ----- শহরে প্রথম পাতালরেল চালু হয়।
২.৩ একবার দুটি শব্দে উত্তর দাও (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও): ১×৬=৬
২.৩.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখ।
২.৩.২ দুটি ই-বর্জ্যের নাম লেখ।
২.৩.৩ সিজিগি কাকে বলে?
২.৩.৪ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কী ?
২.৩.৫ তুষার ভহ্মক কাকে বলা হয় ?
২.৩.৬ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ?
২.৩.৭ বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
২.৩.৮ ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
২.৪ বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো: ১×৪=৪
বামদিক ডানদিক
ভেম্বানাদ তাপবিদ্যুৎ কেন্দ্র
ঝুমচাষ মৃত্তিকা হ্ময়
ফ্লাই অ্যাশ উপহ্রদ
চিকমাগালুর কফি গবেষনাগার
বিভাগ: ‘গ’
৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়): ২×৬=১২
৩.১ বৈপরিত্য উত্তাপ কী ?
অথবা
পশ্চিমি ঝঞ্ঝা কী ?
৩.২ হীমশৈল কী ?
অথবা
ড্রামলিন কী ?
৩.৩ ল্যান্ডফিল কী ?
অথবা
কম্পোস্টিং বলতে কী বোঝো?
৩.৪ মালনাদ ও ময়দান বলতে কী বোঝো?
অথবা
সামাজিক বনসৃজন এর দুটি সুবিধা লেখ।
৩.৫ কৃষি বনসৃজন কী ?
অথবা
পেট্ররসায়ন শিল্পকে উদিয়মান শিল্প বলে কেন ?
৩.৬ উপগ্রহ চিত্র কী ?
অথবা
ভূবৈচিত্র সুচক মানচিত্র কী ?
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়): ৩×৪=১২
৪.১ মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হয় কেন?
অথবা
ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
৪.২ বর্জ্যের পরিমান কীভাবে হ্রাস করা যায়?
অথবা
বর্জ্যে ব্যবস্থাপনায় শিহ্মার্থীর ভূমিকা লেখ?
৪.৩ জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখ।
অথবা
পাঞ্জাব ও হরিয়ানা কৃষিতে উন্নত কেন?
৪.৪ উপগ্রহ চিত্রের ব্যবহার লেখ।
অথবা
জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখ।
বিভাগ: ‘ঙ’
৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
৫.১.১ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র - সহ বর্ণনা করো ।
৫.১.২ বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।
৫.১.৩. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
৫.১.৪ নিয়তবায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
৫.২.১ উত্তরভারতের নদনদী ও দহ্মিনভারতের নদনদীর পার্থক্য আলোচনা করো ।
৫.২.২ ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ।
৫.২.৩ ভারতের পলি মৃত্তিকা এবং কৃয় মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।
৫.২.৪ ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো ।
বিভাগ: ‘চ’
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও: ১×১০=১০
৬.১ আরাবল্লী পর্বত।
৬.২ কাবেরী নদী।
৬.৩ চিল্কা হ্রদ
৬.৪ একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল।
৬.৫ একটি ম্যানগ্রোভ অরন্য অঞ্চল।
৬.৬ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল।
৬.৭ ভারতের বৃহত্তম শহর।
৬.৮ পশ্চিমবঙ্গের একটি করমুক্ত বন্দর।
৬.৯ ভারতের ওকটি বিমানবন্দর।
৬.১০ আরবসাগরের রানী।
No comments:
Post a Comment