VIVEKANANDA COACHING CENTRE
2025
HISTORY
Time:-3 Hours 15 Minutes
Full Marks:-90
Special credit will be given for answers which are brief and to the point . Mark's will be deducted from spelling mistakes , untidiness and bad handwriting
বিভাগ:- ক
১. সঠিক উত্তরটি লেখ :- ২০x১ =২০
১.১) কলকাতায় ফুটবল খেলার সুচনা করেন --- ( ক ) ইংরেজরা ( খ ) ওলন্দাজরা ( গ ) ফরাসিরা ( ঘ ) পর্তুগিজরা।
১.২) সখী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন --- ( ক ) কল্পনা দত্ত ( খ ) লীলা নাগ ( গ ) বাসন্তী দেবী ( ঘ ) স্বর্ণকুমারী দেবী ।
১.৩) Train to Pakisthan গ্রন্থটি রচনা করেন --- ( ক ) দক্ষিণারঞ্জন বসু ( খ ) খুশবন্ত সিং ( গ ) সুনীল গঙ্গোপাধ্যায় ( ঘ ) কালীপ্রসাদ মুখোপাধ্যায় ।
১.৪) রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন --- ( ক ) ফজল আলি ( খ ) জওহরলাল নেহরু ( গ ) কে এম পানিকর ( ঘ ) এস কে দর।
১.৫) ভারতে প্রথম মে দিবস পালিত হয় --– ( ক ) 1922খ্রিস্টাব্দে ( খ ) 1923 খ্রিস্টাব্দে ( গ ) 1924খ্রিস্টাব্দে ( ঘ ) 1921 খ্রিস্টাব্দে।
১. ৬) জাতীয় শিহ্মা পরিষদের প্রথম সভাপতি --- ( ক ) বিপিনচন্দ্র পাল ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) রবীন্দ্রনাথ ঠাকুর ( ঘ ) দ্বারকানাথ ঠাকুর।
১.৭) Marginal Man গ্রন্থটি লেখেন --— ( ক ) খুশবন্ত সিং ( খ )হাসান আজিজুল হক ( গ ) স্বপন কুমার রায়( ঘ ) প্রফুল্ল চক্রবর্তী।
১.৮) সন্ম্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে --- ( ক ) বর্তমান ভারত ( খ ) কপালকুন্ডলা ( গ ) আনন্দমঠ ( ঘ ) দেবী চৌধুরানী গ্রন্থে ।
১.৯) নেহরু লিয়াকত চুক্তি হয় --- ( ক ) ১৯৫০ খ্রি. ( খ ) ১৯৫২ খ্রি . ( গ ) ১৯৫৩ খ্রি. ( ঘ ) ১৯৫৪ খ্রি. ।
১.১০) ভারতের প্রথম সংবাদপত্র হল --- ( ক ) সমাচার দর্পণ ( খ ) হিন্দু প্যাট্রিয়ট ( গ ) বেঙ্গল গেজেট ( খ ) বামাবোধিনী।
১.১১) দেবী চৌধুরাণী ছিলেন --- ( ক ) রংপুর ( খ ) সন্ন্যাসী - ফকির ( গ ) পাগলপন্থী ( ঘ ) ফরাজী বিদ্রোহের সঙ্গে যুক্ত।
১.১২) প্রথম বাঙালী পুস্তক বিক্রেতা হলেন --- ( ক ) ভারত চন্দ্র ( খ ) গঙ্গাকিশোর ( গ ) উপেন্দ্র কিশোর ( ঘ ) মহেন্দ্রলাল।
১.১৩) সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলটি ছিলেন --- ( ক ) লর্ড ডালহৌসি ( খ ) লর্ড অকল্যান্ড ( গ ) লর্ড বেন্টিংক ( ঘ ) লর্ড ক্যানিং ।
১.১৪) India in Transition গ্রন্থটির রচয়িতা - ( ক ) সুভাষচন্দ্র বসু ( খ ) সত্যেন্দ্রনাথ ঠাকুর ( গ ) বালগঙ্গাধর তিলক ( ঘ ) মানবেন্দ্রনাথ রায়।
১.১৫) জাতীয় শিহ্মাপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল --- ( ক ) ১৯১১ খ্রি: ( খ ) ১৯০৫ খ্রি: ( গ ) ১৯০৬ খ্রি: ( খ ) ১৯৪৫ খ্রি:।
১.১৬) প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি লেখেন --- ( ক ) রামরাম বসু ( খ ) সরলাদেবী ( গ ) সুনীল গঙ্গোপাধ্যায় ( ঘ ) নজরুল ইসলাম ।
১.১৭) গোপনে বেতার কেন্দ্র পরিচালনা করেন --- ( ক ) বীণা দাস ( খ ) কল্পনা দত্ত ( গ ) প্রীতিলতা ওয়াদ্দেদার ( ঘ ) মুথুলহ্মী রেড্ডি ।
১.১৮) অ্যান্টি সার্কুলার সোসাইটি'র প্রতিষ্টাতা ছিলেন --- ( ক ) শচীন্দ্রপ্রসাদ বসু ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) চিত্তরঞ্জন দাস ( ঘ ) আনন্দমোহন বসু।
১.১৯) রশিদ আলি দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের --- ( ক ) 10 ফেব্রুয়ারি ( খ ) 12 ফেব্রুয়ারি ( গ ) 14 ফেব্রুয়ারি ( ঘ ) 16 ফেব্রুয়ারি।
১.২০) হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়েছিল --- ( ক ) ১৮৬৫ খ্রি: ( খ ) ১৮৬৭ খ্রি: ( গ ) ১৮৪৭ খ্রি: ( খ ) ১৯০৫ খ্রি:।
বিভাগ :- খ
২. নীচের প্রশ্নগুলির উওর দাও :-(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে মোট ১৬ টি প্রশ্নের উওর দাও ) ১×১৬=১৬
উপবিভাগ-২.১
সত্য অথবা মিথ্যা লেখ:- ৪x১=৪
২.১.১) রাইটার্স বিল্ডিং অভিযানের সময় বিপ্লবী দীনেশ গুপ্ত মারা যান।
২.১.২) গয়া মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা।
২.১.৩) সাওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত।
২.১.৪) রম্পা বিদ্রোহের নেতা ছিলেন অল্লারি সিতারাম রাজু ।
উপবিভাগ-২.২
সঠিক ব্যাখ্যাটি লেখ:-৪x১=৪
২.২.১) বিবৃতি : উনিশ শতককে বলা হয় সভা সমিতির যুগ।
ব্যাখ্যা ১ : এই সময় মিটিং মিছিল হত।
ব্যাখ্যা ২: এই সময় মানুষের অবসর সময় বেশি থাকত ।
ব্যাখ্যা ৩: রাজনৈতিক চেতনা বৃদ্ধি পাওয়ায় অনেক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়।
২.২.২) বিবৃতিঃ বিদ্যাসাগরকে নারীমুক্তি আন্দোলনের অগ্রদুত বলা হয়।
ব্যাখ্যা ১. তিনি নারীদের শিহ্মিত করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ২. তিনি বিধবাবিবাহ চালু করেছিলেন।
ব্যাখ্যা -৩ তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দেন।
২.২. ৩) বিবৃতি : গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেনি ।
বাখ্যা ১. গান্ধিজি জাতিভেদ প্রথা তীব্র হওয়ার ভয়ে দলিতদের সকল দাবি মেনে নেননি ।
ব্যাখ্যা ২. অস্পৃশ্য বলে আম্বেদকরকে গান্ধিজি ঘৃণা করতেন ।
ব্যাখ্যা -৩ , গান্ধিজি আম্বেদকরকে রাজনীতির ক্ষেত্রে সাফল্য লাভ করতে দিতে চান নি ।
২.২.৪) বিবৃতিঃ সেনারা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়।
ব্যাখ্যা ১. কারণ এটি অকেজো ছিল।
ব্যাখ্যা -২ কারণ এটি গোরু ও শুকুরের চর্বি মেশানো থাকত বলে গুজব রটে যায় ।
ব্যাখ্যা -৩ কারণ এটি প্রচন্ড ভারী ছিল।
উপবিভাগ-২.৩
এক কথায় উত্তর দাও:-৪x১=৪
২.৩.১) তত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
২.৩.২) এশিয়াটিক সোসাইটি কবে স্থাপিত হয় ?
২.৩. ৩) নববিধান ব্রহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
২.৩.৪) কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয়?
উপবিভাগ-২.৪
ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও ।
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৪.১ কৃষ্ণ কুমার মিত্র পুনা চুক্তি
২.৪.২ তারকনাথ পালিত তাম্রলিপ্ত জাতীয় সরকার
২.৪.৩ সতীশ সামন্ত বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
২.৪.৪ আম্বেদকর সঞ্জীবনী
উপবিভাগ-২.৫
প্রদও ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ।
২.৫.১ ডান্ডি- আইন অমান্য আন্দোলনের কেন্দ্র।
২.৫.২ নীল বিদ্রোহের কেন্দ্র।
২.৫.৩ প্রথম ভাষাভিত্তিক রাজ্য -অন্ধ্রপ্রদেশ।
২.৫.৪ মহাবিদ্রোহের একটি কেন্দ্র ।
বিভাগ:- গ
৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- ২×১১=১১
৩.১ তিন আইন কী ?
৩.২ মুন্ডা বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
৩.৩ নারী ইতিহাস বলতে কী বোঝ ।
৩.৪ মিরাট ষড়যন্ত্র মামলা কী ?
৩.৫ শ্রীনিকেতন কেন প্রতিষ্ঠিত হয় ?
৩.৬ পুনা চুক্তির গুরুত্ব লেখ।
৩.৭ ভারত সভার উদ্দেশ্য লেখ।
৩.৮ কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন ?
৩.৯ দিকু কাদের বলা হত ?
৩.১০ লীলা নাগ রায় স্মরনীয় কেন?
৩.১১ আজাদ কাশ্মীর কী ?
৩.১২ অলিন্দ যুদ্ধ কী ?
৩.১৩ নব্যবেদান্ত কী ?
৩.১৪ রাশিদআলী দিবস কেন পালিত হয় ?
৩.১৫ উদবাস্তু কারা ?
৩.১৬ তিকাঠিয়া প্রথা কী ?
বিভাগ:- ঘ
৪. সাতটি অথবা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে মোট ৬ টি প্রশ্নের উওর দাও ) :- ৪×৬=২৪
উপবিভাগ-ঘ۔১
৪.১ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কী ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় ?
৪.২ শ্রীরামকৃষ্ণের ' সর্বধর্মসমন্বয় ' - এর আদর্শ ব্যাখ্যা করো।
উপবিভাগ-ঘ۔২
৪.৩ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ।
৪.৪ বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ?
উপবিভাগ-ঘ۔৩
৪.৫ নারী শিহ্মা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
৪.৬ হায়দ্রাবাদ সমস্যা কী?
উপবিভাগ-ঘ۔৪
৪.৭ উদবাস্তু সমস্যা বলতে কী বোঝ ? এর সমাধানের উদ্যোগ লেখ।
৪.৮ দলিত অধিকার বিষয়ে গান্ধী - আম্বেদকর বিতর্ক আলোচনা করো।
বিভাগ:- ঙ
৫. পনেরো অথবা ষোলোটি বাক্যে একটি প্রশ্নে উত্তর দাও :- ৮×১=৮
৫.১ সংক্ষেপে মহাবিদ্রোহের ( ১৮৫৭ ) চরিত্র বিশ্লেষণ করো ।
৫.২ রবীন্দ্রনাথ ঠাকুরের শিহ্মা চিন্তা আলোচনা করে তার বিশ্বভারতী ভাবনার পরিচয় দাও।
৫.৩ বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
No comments:
Post a Comment