Thursday, May 22, 2025

X H 90 sss

 VIVEKANANDA COACHING CENTRE

2025

HISTORY

Time:-3 Hours 15 Minutes

Full Marks:-90

Special credit will be given for answers which are brief and to the point . Mark's will be deducted from spelling mistakes , untidiness and bad handwriting 

বিভাগ:- ক

১. সঠিক উত্তরটি লেখ  :- ২০x১ =২০

১.১) দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন--- (ক) চলচ্চিত্রের সঙ্গে (খ) ক্রীড়াজগতের সঙ্গে (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে (ঘ) শহরের ইতিহাসচর্চার সঙ্গে।  

১.২) চুয়াড়' কথার অর্থ হল--- (ক) উচ্চজাতি (খ) নীচজাতি (গ) আদিবাসী (ঘ) সভ্যজাতি।

১.৩)  পাঞ্জাবের উটচালকদের গানকে বলা হয়--- (ক) টপ্পা (খ) গজল (গ) কাওয়ালি (ঘ) ভজন।

১.৪) রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ---  ( ক ) ফজল আলি ( খ ) জওহরলাল নেহরু ( গ ) কে এম পানিকর ( ঘ ) এস কে দর।

১.৫) সরকারি নথি সংরক্ষিত থাকে--- (ক) চিড়িয়াখানায় (গ) মহাফেজখানায় (খ) গ্রন্থাগারে (ঘ) জাদুঘরে।

১. ৬) জাতীয় শিহ্মা পরিষদের প্রথম সভাপতি --- ( ক ) বিপিনচন্দ্র পাল ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) রবীন্দ্রনাথ ঠাকুর ( ঘ ) দ্বারকানাথ ঠাকুর।

১.৭) Marginal Man গ্রন্থটি লেখেন --— ( ক ) খুশবন্ত সিং ( খ )হাসান আজিজুল হক ( গ ) স্বপন কুমার রায়( ঘ ) প্রফুল্ল চক্রবর্তী। 

১.৮)  সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন--- (ক) চুয়াড় বিদ্রোহে (খ) কোল বিদ্রোহে (গ) মুন্ডা বিদ্রোহে (ঘ) সাওতাল বিদ্রোহে ।

১.৯)  বাংলার ওয়াট-টাইলার' নামে পরিচিত ছিলেন--- (ক) বিন্নুচরণ বিশ্বাস (খ) রামরতন মল্লিক (গ) রফিক মণ্ডল (ঘ) বিশ্বনাথ সর্দার।

১.১০)  ভারতের প্রথম সংবাদপত্র হল ---  ( ক ) সমাচার দর্পণ ( খ ) হিন্দু প্যাট্রিয়ট ( গ ) বেঙ্গল গেজেট ( খ ) বামাবোধিনী। 

১.১১) দেবী চৌধুরাণী  ছিলেন --- ( ক ) রংপুর ( খ ) সন্ন্যাসী - ফকির ( গ ) পাগলপন্থী ( ঘ ) ফরাজী বিদ্রোহের সঙ্গে যুক্ত। 

১.১২) গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হত--- (ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে. (গ) কুষ্টিয়া থেকে (ঘ) বারাসাত থেকে।

১.১৩)  সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলটি ছিলেন  --- ( ক ) লর্ড ডালহৌসি ( খ ) লর্ড অকল্যান্ড ( গ ) লর্ড বেন্টিংক ( ঘ ) লর্ড ক্যানিং । 

 ১.১৪) India in Transition গ্রন্থটির রচয়িতা - ( ক ) সুভাষচন্দ্র বসু  ( খ ) সত্যেন্দ্রনাথ ঠাকুর  ( গ ) বালগঙ্গাধর তিলক ( ঘ ) মানবেন্দ্রনাথ রায়। 

১.১৫)  জাতীয় শিহ্মাপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল ---  ( ক ) ১৯১১ খ্রি: ( খ ) ১৯০৫ খ্রি:  ( গ ) ১৯০৬ খ্রি:  ( খ ) ১৯৪৫  খ্রি:। 

১.১৬) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়--- (ক) ৪ জানুয়ারি (খ) ৪ মার্চ  (গ) ৪ এপ্রিল  (ঘ) 5 জুন।

১.১৭) ইউরোপিয়ান ক্লাব আক্রমনের নেতৃত্ব দেন ---  ( ক ) বীণা দাস ( খ ) কল্পনা দত্ত ( গ ) প্রীতিলতা ওয়াদ্দেদার ( ঘ ) মুথুলহ্মী রেড্ডি । 

 ১.১৮) অ্যান্টি সার্কুলার সোসাইটি'র প্রতিষ্টাতা  ছিলেন ---  ( ক ) শচীন্দ্রপ্রসাদ বসু ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) চিত্তরঞ্জন দাস ( ঘ ) আনন্দমোহন বসু।

 ১.১৯) রশিদ আলি দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের ---  ( ক ) 10 ফেব্রুয়ারি ( খ ) 12 ফেব্রুয়ারি ( গ ) 14 ফেব্রুয়ারি ( ঘ ) 16 ফেব্রুয়ারি। 

 ১.২০) হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়েছিল ---  ( ক ) ১৮৬৫ খ্রি: ( খ ) ১৮৬৭ খ্রি:  ( গ ) ১৮৪৭ খ্রি:  ( খ ) ১৯০৫ খ্রি:। 

বিভাগ :- খ

২. নীচের প্রশ্নগুলির উওর দাও :-(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে মোট ১৬ টি প্রশ্নের উওর দাও ) ১×১৬=১৬

উপবিভাগ-২.১

সত্য অথবা মিথ্যা লেখ:- ৪x১=৪

২.১.১) তিতুমিরের অনুগামীদের হেদয়তী বলা হয় ।

২.১.২) গয়া মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা।

২.১.৩)  কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন । 

 ২.১.৪) মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন ।

উপবিভাগ-২.২

সঠিক ব্যাখ্যাটি লেখ:-৪x১=৪

২.২.১  বিবৃতি: উনিশ শতকে বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র

ব্যাখ্যা-১: সংস্কৃতির জাগরণ হয়নি।

ব্যাখ্যা-২: সার্বিক জাগরণ ঘটেনি।

ব্যাখ্যা-৩: দেশবাসী কুসংস্কারমুক্ত হয়নি।

২.২.২  বিবৃতি: রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না

ব্যাখ্যা-১: এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।

ব্যাখ্যা-২: এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা-৩: এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

২.২.৩ বিবৃতি: ১৯৫০ খ্রিস্টাব্দে নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল

ব্যাখ্যা-১: উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল।

ব্যাখ্যা-২: ভারতে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করা আবশ্যক ছিল।

ব্যাখ্যা-৩ : ভারত সরকারের দণ্ডকারণ্য পরিকল্পনা ব্যর্থ  হয়েছিল।

২.২. ৪) বিবৃতি : গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেনি ।

 বাখ্যা ১. গান্ধিজি জাতিভেদ প্রথা তীব্র হওয়ার ভয়ে দলিতদের সকল দাবি মেনে নেননি । 

ব্যাখ্যা ২. অস্পৃশ্য বলে আম্বেদকরকে গান্ধিজি ঘৃণা করতেন । 

ব্যাখ্যা -৩ , গান্ধিজি আম্বেদকরকে রাজনীতির ক্ষেত্রে সাফল্য লাভ করতে দিতে চান নি । 

উপবিভাগ-২.৩

এক কথায় উত্তর দাও:-৪x১=৪

২.৩.১) লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 

২.৩.২) ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে  প্রতিষ্ঠা করেন  ?

২.৩. ৩) নববিধান ব্রহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন  ?

 ২.৩.৪)  ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলে ?

উপবিভাগ-২.৪

ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও ।

ক স্তম্ভ খ স্তম্ভ

২.৪.১ রবীন্দ্রনাথ ঠাকুর পুনা চুক্তি 

২.৪.২ মানবেন্দ্রনাথ রায়  বিধবাবিবাহ প্রবর্তন 

২.৪.৩ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  ইন্ডিয়া ইন ট্রানজিশন

২.৪.৪ ডঃ আম্বেদকর জীবনস্মৃতি 

উপবিভাগ-২.৫

প্রদও ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ।

২.৫.১ গান্ধীসত্যাগ্রহের কেন্দ্র (আমেদাবাদ )

২.৫.২ পাবনা বিদ্রোহের কেন্দ্র।

২.৫.৩ প্রথম ভাষাভিত্তিক রাজ্য -অন্ধ্রপ্রদেশ।

২.৫.৪ মহাবিদ্রোহের একটি  কেন্দ্র (লখনউ)


বিভাগ:- গ

৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- ২×১১=১১

৩.১ নববিধান কে কবে প্রতিষ্ঠা করেন ? 

৩.২ মুন্ডা বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।

৩.৩ পরিবেশে ইতিহাস বলতে কী বোঝ ? উদাহরন দাও।

৩.৪ অলিন্দযুদ্ধ  কী ?

৩.৫ শ্রীনিকেতন কেন প্রতিষ্ঠিত হয় ? বিশ্বভারতী কোথায় অবস্থিত ?

৩.৬ কবে কাদের মধ্যে পুনা চুক্তির স্বাহ্মরিত হয় ? 

৩.৭ অপারেশন পোলো কী ? 

৩.৮ কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন ?

৩.৯ দিকু কাদের বলা হত ?

৩.১০ লীলা নাগ রায় স্মরনীয় কেন?

৩.১১ আজাদ কাশ্মীর কী ?

৩.১২ বিবাদী  কারা ?

৩.১৩ খুৎকাঠি প্রথা  কী ?

৩.১৪  রাশিদআলী দিবস কেন পালিত হয় ?

৩.১৫ ভগিনী সেনা কারা ? 

৩.১৬ তিকাঠিয়া প্রথা  কী ?

বিভাগ:- ঘ

৪. সাতটি অথবা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে মোট ৬ টি প্রশ্নের উওর দাও ) :-  ৪×৬=২৪

উপবিভাগ-ঘ۔১

৪.১ হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

৪.২ শ্রীরামকৃষ্ণের ' সর্বধর্মসমন্বয় ' - এর আদর্শ ব্যাখ্যা করো। 

উপবিভাগ-ঘ۔২

৪.৩ নীলদর্পণ নাটকে সমকালীন সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল ?

৪.৪ বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ?

উপবিভাগ-ঘ۔৩

৪.৫ ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন সম্পর্কে কী জানো লেখ ।

৪.৬ হায়দ্রাবাদ সমস্যা কী? 

উপবিভাগ-ঘ۔৪

৪.৭ উদবাস্তু সমস্যা বলতে কী বোঝ ? এর সমাধানের উদ্যোগ লেখ।

৪.৮ দলিত অধিকার বিষয়ে গান্ধী - আম্বেদকর বিতর্ক আলোচনা করো।

বিভাগ:- ঙ

৫. পনেরো অথবা ষোলোটি বাক্যে একটি প্রশ্নে উত্তর দাও :- ৮×১=৮

৫.১ সংক্ষেপে নীলবিদ্রোহের কারন ও ফলাফল আলোচনা করো । 

৫.২ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান লেখ ।

৫.৩ বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।














No comments:

Post a Comment