স্থানীয় ইতিহাস চর্চার সন্ধানে ক্ষেত্র সমীক্ষা- 2022(শীতলকুচি ব্লক):
প্রসঙ্গ বিদ্যালয়
তত্বাবধায়ক:ইতিহাস বিভাগ, শীতলকুচি কলেজ, কোচবিহার
ছাত্র-ছাত্রী/সমীক্ষকের নাম- পুজা বর্মন
ক্লাস:- বি.এ(সান্মানিক), সেমেস্টার:- চতুর্থ, রেজিস্ট্রেশন নং:- 2010131080283
১। বিদ্যালয়ের নাম:- মহেন্দ্রবর্মন সুখধনের কুঠি ৫ম পরিঃ প্রাঃ বিদ্যালয়, স্থাপনের সাল-2006
১.১। গ্রাম:- ছোট গদাইখোড়া, গ্রাম পঞ্চায়েত :- ছোট শালবাড়ী
২। ভূমিদাতার নাম:- মহেন্দ্র বর্মন।
২.১। জাতি:- তপশিলি।
২.২। জন্মসূত্রে:- ভারতীয়।
২.৩। ভূমিদানের সাল:- 2006, মোট ভূমির পরিমাণ :- 52 শতক।
৩। বিদ্যালয় স্থাপনে অর্থদাতার নাম:- মহেন্দ্র বর্মন।
৩.১। মোট অর্থের পরিমাণ :- 40 হাজার, জন্মসূত্রে-ভারতীয়
৩.২। জাতি:- তপশিলি
৪। বিদ্যালয় স্থাপন কালে কতজন শিক্ষক/শিক্ষিকা ছিলেন :- 1 জন।
৪.১। জন্মসূত্রে ভারতীয় হলে তাদের নাম:-সত্যেন্দ্র নাথ বর্মন।
৫। বিদ্যালয় স্থাপন কালে মোট ছাত্রছাত্রী সংখ্যা :- 62
৬। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা সংখ্যা :- 2, পুরুষ -2, মহিলা -0, মোট- 2
৭। বিদ্যালয়ের বতর্মান ছাত্রছাত্রী সংখ্যা বালক- 26 বালিকা -24 মোট- 50
৮। বিদ্যালয়ের নামকরণের ইতিহাস
স্থানীয় ব্যক্তিবর্গের মতে, শ্রদ্ধেয় মহেন্দ্র বর্মন 2006 সালে বিদ্যালয় স্থাপনের জন্য 26 শতক জমি দান করেছিলেন। সেই জমি সংলগ্ন আরো 26 শতক জমি কিনে নিয়ে বিদ্যালয়ের জন্য দান করেছিলেন। 2006 সালে মাত্র একজন শিক্ষকের তত্বাবধানে বিদ্যালয়টি চালু হয়েছিল। মহেন্দ্র বর্মনের পুত্র ললিত চন্দ্র বর্মন জানিয়েছেন, তার পিতা একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। তাই 52 শতক জমি ও প্রয়োজনীয় অর্থ দান করেছিলেন। ভূমিদাতা মহেন্দ্র বর্মনের নাম অনুসারে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল 'মহেন্দ্র বর্মন সুখধনের কুঠি ৫ম পরিঃ প্রাথমিক বিদালয়'।
৯। বিদ্যালয়ের স্মরনীয় ঘটনা
বিদ্যালয়ের বর্তমান শিক্ষকগন ও স্থানীয় ব্যক্তিবর্গের কাছে জিজ্ঞাসাবাদ করে তেমন কোন স্মরনীয় ঘটনার কথা জানা যায় নি।
১০। বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীর নাম
সঞ্চিতা বর্মন, কলেজ ছাত্রী।
উৎপল বর্মন, যুব নেতা।
১১। তথ্য প্রদানকারীর স্বাক্ষর তারিখ বয়স পেশা ঠিকানা
১১.১।
১১.২।
১১.৩।
সমীক্ষাকৃত বিদ্যালয়ের ছবি
পুজা বর্মন 04.05.22 তত্বাবধায়কের স্বাক্ষর
সমীক্ষকের স্বাক্ষর (তারিখ সহ) ইতিহাস বিভাগ, শীতলকুচি কলেজ
No comments:
Post a Comment