A. শুদ্ধ অথবা অশুদ্ধ লেখ:-
1)বায়ুমন্ডলের সবচেয়ে হালকা গ্যাস হল হাইড্রোজেন । --- শুদ্ধ।
2)গঙ্গানদীর নিম্ন প্রবাহে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় । --- শুদ্ধ।
3)আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় দুপুর বেলা । --- অশুদ্ধ (ভোরবেলা )।
4)খারিফ শষ্য বর্ষাকালে চাষ হয় ।--- শুদ্ধ।
5)পৃথিবীর উষ্ণায়নে CFC এর প্রভাব সবচেয়ে বেশি ।--- অশুদ্ধ(co2)
6)উপগ্রহ চিত্র প্রকৃত ও ছদ্ম উভয় রঙের হয় ।--- শুদ্ধ।
7)স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় । --- শুদ্ধ।
8)নলপথের মাধ্যমে যাত্রী পরিবাহিত হয় ।--- অশুদ্ধ(তেল)
9) হুগলি নদীতে শীতকালে ষাড়াষাড়ির বান দেখা যায়। --- অশুদ্ধ (বর্ষাকালে)
10) ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হল বিহার । --- শুদ্ধ।
11) শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে । --- শুদ্ধ।
12) মালাবার উপকুলে বছরে দুবার বৃষ্টি হয়। --- অশুদ্ধ (করমন্ডল উপকুলে )
13)মরু উদ্ভিদ জেরোফাইট নামে পরিচিত । --- শুদ্ধ।
14)মন্থকূপ সৃষ্টি হতে গেলে নদীগর্ভ মসৃণ হওয়া একান্ত প্রয়োজন । অশুদ্ধ (উচু নিচু নদী গর্ভ হতে হবে।)
15) ভারতে মহানগরের সংখ্যা 53 টি । --- শুদ্ধ।
16) দিল্লীতে ভারতের প্রথম মেট্রোরেল পরিষেবা চালু হয়। --- অশুদ্ধ(কলকাতায় )
17)পাঞ্জাবে সবুজ বিপ্লবের দরুণ গমের উৎপাদন বৃদ্ধি পায় । --- শুদ্ধ।
18)নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি সংঘটিত হয় ।--- শুদ্ধ।
19)মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহত্তম সংস্করণ বলা হয় ।--- শুদ্ধ।
20)প্লাস্টিক হল এক প্রধান অজৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ । --- শুদ্ধ ।
21) অমাবস্যা তিথিতে মরা কোটাল হয়। --- অশুদ্ধ (ভরা কোটাল)
22) বৃহ্মরোপন মরু সম্প্রসারন রোধের অন্যতম উপায়। --- শুদ্ধ ।
23) বার্খান বালিয়াড়ির পরিবর্তিত রূপ সিফ । --- শুদ্ধ।
24) অ্যালবেডোর পরিমান 66% । --- অশুদ্ধ (44%)
25) অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। --- শুদ্ধ।
26) ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকানট্রাপ। --- অশুদ্ধ (লাডাক )
27)হিমরেখার ওপর থেকে নদীর কাজ শুরু হয় । --- অশুদ্ধ ( হিমরেখার নীচে বরফ গলে নদী তৈরি হয়।)
28) ওজনস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে । --- শুদ্ধ।
29) ভারতের সবথেকে বেশি চা উৎপন্ন হয় অসমে। --- শুদ্ধ।
30)উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল ।--- শুদ্ধ।
31) কার্পাস চাষে পলিমাটি উপযুক্ত। --- অশুদ্ধ (কৃষ্ণ মৃত্তিকা )
32) ম্যানগ্রোভ অরন্যে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়। --- শুদ্ধ।
33) গঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। --- অশুদ্ধ (পলি মাটি )
34)ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে । --- শুদ্ধ।
35) অধিক জলসেচে মাটির লবনতা হ্রাস পায়। --- অশুদ্ধ (বৃদ্ধি পায়)
36) পার্বত্য মৃত্তিকার অপর নাম রেগুর । --- অশুদ্ধ (পডসল)
37) ঝুমচাষ মৃত্তিকা হ্ময়ের কারন। --- শুদ্ধ।
38)অ্যানাবেটিক বায় দিনের বেলায় প্রবাহিত হয় । --- শুদ্ধ।
39) চিল্কা পূর্ব উপকুলের উপহ্রদ । --- শুদ্ধ।
40)ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় । --- অশুদ্ধ (শীতকালে বৃষ্টি হয়।)
41) মানুষের দ্বারা বাতিল দ্রব্য হল বর্জ্য। --- শুদ্ধ।
42) প্রাচীন পলিগঠিত অঞ্চল খাদার নামে পরিচিত। --- অশুদ্ধ(প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙর নামে পরিচিত)
43)ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝা - এর আগমন ঘটে শীতকালে ।--- শুদ্ধ।
44) হিমশৈলের 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে। --- শুদ্ধ।
45)সমুদ্রে ভাসমান বরফের স্তুপকে হিমশৈল বলে । --- শুদ্ধ।
46) হিমালয়ের প্রাচীনতম অংশ হল টেথিস । --- শুদ্ধ।
47)লৌহ ইস্পাত শিল্প হল আধুনিক শিল্পদানব। --- অশুদ্ধ (পেট্ররসায়ন শিল্প)
48) ভারতের সিলিকন ভ্যালি হল বেঙ্গালুরু । --- শুদ্ধ।
49)অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের পক্ষে বাঁধা হয়ে দাঁড়ায় । --- শুদ্ধ।
50) অহ্মাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। --- শুদ্ধ।
51)জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট সমুদ্রপথকে শিপিং লেন বলে । --- শুদ্ধ।
52) ভূমধ্যসাগরে জোয়ারভাটা দেখা যায় না। --- শুদ্ধ।
53)বার্ষিক উয়তার প্রসর সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে ।--- অশুদ্ধ (মেরু অঞ্চলে)
54) আপেহ্মিক আদ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। --- শুদ্ধ।
55) অধহ্মেপনের উদাহরন হল কুয়াশা। --- অশুদ্ধ (গুড়িগুড়ি বৃষ্টি , তুষারপাত)
56)পশ্চিমঘাট পর্বত ও নীলগিরির মাঝে অবস্থিত পালঘাট গিরিপথ ।--- শুদ্ধ।
57) লু এক প্রকার সাময়িক বায়ু। ---অশুদ্ধ ( স্থানীয় বায়ু)
58)মেঘাচ্ছন্ন রাত্রিতে শিশির বেশি পড়ে । --- অশুদ্ধ (মেঘমুক্ত আকাশে বেশি শিশির পড়ে)
59) তুষার ভহ্মক বলা হয় চিনুককে। --- শুদ্ধ।
60)বাখান বালিয়াড়ি বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত হয় । --- অশুদ্ধ(আড়াআড়ি ভাবে গঠিত হয়।)
61) ওজন হল হালকা নীল রঙের গ্যাস । --- শুদ্ধ।
62) হিমসিড়িতে গড়ে ওঠা হ্রদকে বলে প্যাটারনস্টার্ন হ্রদ। --- শুদ্ধ।
63) মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো। --- শুদ্ধ।
64)বিষাক্ত বর্জ্য সিসার প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয় । --- অশুদ্ধ(আর্সেনিক)
65) জলপ্রপাতের পাদদেশে মন্থকুপ সৃষ্টি হয়। --- অশুদ্ধ (মন্থকুপ নদীগর্ভে সৃষ্টি হয়।)
66) ধনুকের মতো বদ্বীপ দেখা যায় নীলনদে। --- শুদ্ধ।
67)মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে ।--- শুদ্ধ।
68) জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে আসে। --- শুদ্ধ।
69) ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক ডবসন । --- শুদ্ধ।
70) ভারতের শীতলতম স্থান হল লাদাকের দ্রাস । --- শুদ্ধ।
71)মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ ।--- শুদ্ধ।
72)বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর ।--- অশুদ্ধ (কান্ডালা )
73)বাজাদা অবস্থান করে পেডিমেন্ট ও প্লায়ার মাঝে । ---শুদ্ধ।
74)একটি সক্রিয় সেন্সর - এর উদাহরণ হল RADAR। --- শুদ্ধ।
75)ভূ - বৈচিত্র্যসূচক মানচিত্রে কালো রং দিয়ে নিত্যবহ নদী চিহ্নিত করা হয় ।--- শুদ্ধ।
B. একটি বা দুটি শব্দে উত্তর দাও :-
1)যে উচ্চভূমি দুটি নদীব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে ? Answer :- জলবিভাজিকা।
2)ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে ? Answer :- পাওয়েল।
3)ভারতের বৃহত্তম লেগুন হ্রদ কোনটি ? Answer :- চিল্কা হ্রদ।
4) মিলেট কী ? Answer :- জোয়ার, বাজরা , ও রাগীকে মিলেট বলে।
5)ভারতের বৃহত্তম সমুদ্র বন্দরটির নাম কী ? Answer :-মুম্বাই।
6) ভারতের জমি জরিপ সংস্থা কোথায় অবস্থিত ? Answer :- দেরাদুনে।
7)ভারতে ‘ উন্নয়নের জীবনরেখা ' বলা হয় কোন্ পরিবহণ মাধ্যমকে ? Answer :- জলপথকে।
8) কলকাতার পরিপুরক বন্দরের নাম কী ? Answer :- হলদিয়া।
9) ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কী ? Answer :- কান্ডালা।
10) একটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের নাম কী ? Answer :- কান্ডালা।
11) ভারতে কত বছর অন্তর জনগননা হয় ? Answer :- 10 বছর।
12) ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে ? Answer :- চেন্নাই শহরকে।
13)কাসকেড ' কোথায় দেখা যায় ? Answer :- নদীর উচ্চগতিতে।
14) দুটি পানীয় ফসলের নাম লেখ। Answer :- চা , কফি।
15) একটি জায়িদ ফসলের নাম লেখ । Answer :- কুমড়ো।
16)ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় ? Answer :- কলকাতা।
17)নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায় ? Answer :- 64 গুন।
18) ভারতের উচ্চতম বাধের নাম কী ? Answer :- ভাকরানাঙাল।
19)ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে বেশি ? Answer :- মধ্যপ্রদেশ।
20)পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটল কি নামে পরিচিত ? Answer :- ক্রেভাস।
21)ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? Answer :- গডউইন অস্টিন।
22)মেগাসিটি ' তে ন্যূনতম জনসংখ্যা কত থাকে ? Answer:- 50 লহ্ম।
23) Doctor's wind কাকে বলে ? Answer :- হারমাট্টানকে।
24)কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় ? Answer :- মুম্বাইকে।
25)মৃত্তিকা ক্ষয় প্রতিরোধী একটি কৃষি পদ্ধতির নাম লেখ । Answer :- ধাপচাষ।
26) ভারতের কোথায় প্রথম পেট্ররসায়ন শিল্প গড়ে ওঠে ? Answer :- ট্রম্বেতে।
27)ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ? Answer :- ISRO
28) চা গবেষনাগার কোথায় অবস্থিত ? Answer :- অসমের জোরহাটে।
29) ভারতের প্রথম সুতাকল কোথায় স্থাপিত হয় ? Answer :- হুগলির ঘুসড়িতে।
30) ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ? Answer :- পশ্চিমবঙ্গ।
31) বিশ্বের বৃহত্তম নদী অববাহিকার নাম কী ? Answer :- আমাজন।
32) মরুভূমির লবনাক্ত হ্রদগুলিকে কী বলে ? Answer :- প্লায়া।
33)একটি মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত ? Answer :- 12 ঘন্টা 26 মিনিট।
34) ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী ? Answer :- যোগ।
35) ভারতে গড় সাহ্মরতার হার কত? Answer :- 74.04%
36)ধুয়াধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ? Answer :- নর্মদা নদীর উপর।
37)
38)গঙ্গা অ্যাকশন প্ল্যান ' প্রকল্পটি কবে গৃহীত হয় ? Answer :- 1986 খ্রি:।
39)
40)ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম ? Answer :- উত্তরপ্রদেশ।
41)ভারতের একটি আগ্নেয়গিরির নাম লেখো ।Answer :- ব্যারেন।
42)উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি ? Answer :- পিক্সেল।
43)কম্পোস্ট পদ্ধতিতে কীসের দ্বারা জৈব পদার্থের পচন ঘটানো হয় ? Answer :- জীবানু ।
44)বরদইছিলা কোথায় দেখা যায় ? Answer :- অসমে।
45)ভারতের ম্যাস্টোর ' কোন শহরকে বলা হয় ? Answer :- আমেদাবাদকে।
46)ভারতের উচ্চতম হ্রদ কি ও কোথায় আছে ? Answer :- সিকিমের গুরুদোংমা।
47)পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় যে বায়ু প্রবাহিত হয় তাকে কী বলে ? Answer :- ক্যাটাবেটিক বায়ু।
48)ভারতের দীর্যতম নদী বাধের নাম কী ? Answer :- হীরাকুদ বাধ(মহানদী)।
49)পৃথিবীতে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয় ? Answer :- দুবার জোয়ার ও দুবার ভাটা।
50)সাহারায় বালুকাময় মরুভূমিকে কী বলে ? Answer :- আর্গ।
51)ভারতের অরন্য গবেষনা গার কোথায় অবস্থিত ? Answer :- দেরাদুনে।
No comments:
Post a Comment