1. বর্ণবৈষম্য নীতি কোন দেশে চালু হয়? উ:- দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য নীতি কোন দেশে চালু হয়।
2. ফিদেল কাস্ত্রো কে ছিলেন? উ:- কিউবার রাষ্ট্র প্রধান ছিলেন ফিদেল কাস্ত্রো।
3. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? উ:- 1951- 52 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল।
4. বার্লিন অবরোধ কী? উ:- 1948 খ্রি: 24 শে জুলাই সোভিয়েত রাশিয়া বার্লিনের প্রবেশের প্রধান সড়ক অবরোধ করে। এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত।
5. বুলগানিন কে ছিলেন? উ:- সোভিয়েত রাশিয়ার প্রধান মন্ত্রী ছিলেন বুলগানিন।
6. কার নেতৃত্বে ঝাসি রেজিমেন্ট গঠিত হয়? উ:- লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাসি রেজিমেন্ট গঠিত হয়।
7. কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষনা করেন? উ:- 1932 খ্রি: ব্রিটিস প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষনা করেন।
8. মুসলিম লিগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? উ:- মুসলিম লিগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কারন এই অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবী গৃহিত হয়।
9. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? উ:- মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন শ্রমিক নেতা অভিযুক্ত হন।
10. নব্যবঙ্গীয় কারা? উ:- হিন্দু কলেজের তরুণ শিক্ষক ডিরোজিওর অনুগামীরা নব্যবঙ্গ নামে পরিচিত। এদের মধ্যে অন্যতম হলেন রামতণু লাহিড়ী, রাধানাথ শিকদার প্রমুখ।
11. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? উ:- কোন নিয়োগ কর্তার অধীনে নিদিষ্ট সময় কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকদের চুক্তিবদ্ধ শ্রমিক বলে।
12. হিন্দু বিধবা পুনবিবাহ আইন কবে পাশ হয়? উ:- হিন্দু বিধবা পুনবিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে পাশ হয়।
13. মার্কেন্টাইলবাদ কাকে বলে? উ:- সরকারের নিয়ন্ত্রিত ঔপনিবেশিক বাণিজ্যনীতিকে মার্কেন্টাইলবাদ বলে।
14. ইংরেজরা ভারতে প্রথম বাণিজ্যকেন্দ্র কোথায় ও কবে স্থাপন করেন? উ:-ইংরেজরা ভারতে প্রথম বাণিজ্যকেন্দ্র স্থাপন করে 1612 খ্রিস্টাব্দে , সুরাটে ।
15. কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উ:- 1849 খ্রিস্টাব্দের্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন ।
16. আলিনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উ:- 1757 খ্রিস্টাব্দে ক্লাইভ ও সিরাজদৌল্লার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ।
17. পতিদার কারা? উ:- গুজরাটের জমিদার সম্প্রদায়কে পতিদার বলা হয় ।
18. মুক্তদ্বার নীতি কী? উ:- 1899 খ্রিস্টাব্দে মর্কিন রাষ্ট্রপতি জন হে ঘোষণা করেন যে চীনের সঙ্গে সকল বহিরাগত রাষ্ট্রই বাণিজ্য করতে পারবে । এটি মুক্তদার নীতি নামে পরিচিত ।
19. চীনে কবে আফিম আমদানি বন্ধ হয়? উ:- 1857 খ্রিস্টাব্দে চীন আফিৎ আমদানি বন্ধ হয় ।
20. কে কেরালায় অশ্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? উ:- নারায়ণ গুরু কেরালা অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন ।
21. স্যাডলার কমিশন কেন গঠিত হয়? উ:- ভারতের বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাব্যবস্থার অনুসন্ধান ও সংস্কারের জন্য স্যাডলার কমিশ 1917 খ্রিস্টাব্দে গঠিত হয় ।
22. লক্ষ্ণৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উ:- 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় ।
23. হো - চি - মিন কে ছিলেন? উ:- ভিয়েতনামের মুক্তিযুদ্ধে প্রধান নেতা এবং উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি ছিলেন হো - চি - মিন।
24. ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? উ:- ক্যাবিনেট মিশনের সদস্য হলেন এ ভি আলেকজান্ডার , পেথিক লরেন্স ও স্ট্যাফোর্ড ক্লিপস ।
25. রশিদ আলী দিবস কী? উ:- 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলির মুক্তির দাবিতে রশিদ আলি দিবস পালন করা হয় । ব্রিটিশ সরকার ইতিপূর্বে রশিদ আলিকে সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিল ।
26. মার্শাল পরিকল্পনা কী? উ:- 1947 খ্রিস্টাব্দের 5 জুন মার্কিন পররাষ্ট্রসচিব মার্শাল সাম্যবাদের প্রতিরোধের জন্য যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউরোপের দেশগুলিকে উন্নয়নের জন্য আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন । এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত ।
27. পি. পি. পি (পাকিস্তান পিপলস্ পার্টি ) কে কবে গঠন করেন? উ:- জুলফিকার আলি ভুট্টো পাকিস্তান পিপিলস্ পার্টি গঠন করেন ।
28. অন্ধকূপ হত্যা কী? উ:- সিরাজদ্দৌলা কলকাতা দখল করার পর 146 জন বন্দি ইংরেজকে 18 লম্বা ও 14' -10 ' চওড়া একটি ছোটো ঘরে আটক রাখা হয় । এর ফলে দমবন্ধ হয়ে 123 জন মারা যায় । এটি ' অন্ধকূপ হত্যা ' নামে পরিচিত ।
29. দস্তক কী? উ:- ফারুকশিয়রের ফরমান ( 1717 ) অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাংলাদেশে বাণিজ্য করার ছাড়পত্র পায় যা দত্তক নামে পরিচিত।
30. সাম্রাজ্যবাদ কী? উ:- একটি দেশের ওপর যখন অপর একটি দেশ আধিপত্য স্থাপন করে সেই দেশের সম্পদকে নিজ স্বার্থে ব্যবহার করে , তখন তাকে সাম্রাজ্যবাদ বলে ।
31. এজেন্সি ব্যবস্থা কী? উ:- 1753 খ্রিস্টাব্দ থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীদের এজেন্ট হিসেবে নিয়োগ করে পণ্য ক্রয় করত । এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত ।
32. উডের ডেসপ্যাচ কী? উ:- ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য যে পরিকল্পনা তৈরি করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।
33. কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উ:- লর্ড ডালহৌসি , 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন ।
34. কে কবে কুয়ো - মিন - তাং দল গঠন করেন? উ:- 1912 খ্রিস্টাব্দে সান - ইয়াৎ সেন কুয়ো - মিন - তাং দলটি প্রতিষ্ঠা করেন ।
35. পুনা চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উ:- 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস ও আম্বেদকরের মধ্যে পূনা চুক্তি স্বাক্ষরিত হয় ।
36. স্বত্ববিলোপ নীতির ফলে কোন কোন রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উ:- ঝাসী, উদয়পুর , সাতারা , নাগপুর , প্রভৃতি রাজ্যগুলি স্বত্ববিলোপ নীতির ফলে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয় ।
37. দিকু কারা? উ:- আদিবাসীরা বহিরাগত জমিদার , মহাজন , ব্যবসায়ী দের দিকু বলত ।
38) মেকলে মিনিট কী? উ:- 1835 খ্রিস্টাব্দে মেকলে লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রতিবেদন পেশ করে ভারতে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের দাবি করেন । এটি মেকলে মিনিট নামে পরিচিত ।
39) সিমলা দৌত্যের নেতৃত্ব কে দেন? উ:- মহামান্য আগা খাঁ সিমলা দৌত্যের নেতৃত্ব দেন ।
40) কোথায় প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়? উ:- বোম্বাই - এর তলোয়ার জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয় ।
41) হোমি জাহাঙ্গীর ভাবা কে? উ:- ভারতের পরমাণু কমিশনের প্রথম সভাপতি ও বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন হোমি জাহাঙ্গির ভাবা ।
42) বেন বেল্লা কে? উ:- স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা।
43) বুলগানিন কে ছিলেন? উ:- বুলগানিন ছিলেন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি।
44) 'এশিয়া এশিয়াবাসীর জন্য' --- স্লোগানটি কার? উ:- এই স্লোগানটি জাপানের ।
45) ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখ? উ:-ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম এ. ভি আলেকজান্ডার , পেথিক লরেন্স , স্ট্যাফোর্ড ক্রিপস ।
46) হো-চি-মিন কে ছিলেন? উ:- হো - চি - মিন ছিলেন ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক এবং উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি ।
47) কোন বছর ভিয়েতনাম গনতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়? উ:- 1975 খ্রিস্টাব্দে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ।
(48)মর্লে - মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? উ:- মর্লে মিন্টো সংস্কার আইন পাশ হয় 1909 খ্রিস্টাব্দে ।
( 49 ) লক্ষ্ণৌ চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উ:- 1916 খ্রিস্টাব্দে , কংগ্রেস এবং মুসলিম লিগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় ।
50) কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? উ:- 1925 খ্রিস্টাব্দে , কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ।
(51) কে অ্যাংলিসিস্ট - ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? উ:- লর্ড বেন্টিঙ্ক অ্যাংলিসিস্ট - ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান ।
( 52 ) কে কেরালায় অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন? উ:- শ্রীনারায়ণ গুরু কেরালায় অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন ।
53) সাহুকার কারা? উ:- মহারাষ্ট্রের মহাজনদের সাহুকার বলা হয় ।
54) আলিনগরের সন্ধি কবে ও কাদের মধ্য হয়? উ:- 1757 খ্রিস্টাব্দে ক্লাইভ ও সিরাজদৌল্লার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ।
55) কে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উ:- লর্ড ডালহৌসি , 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন ।
56) মার্কেন্টাইলবাদ কী? উ:- মার্কেন্টাইলবাদ হল সরকারের প্রভাবাধীন ঔপনিবেশিক বাণিজ্য নীতি ।
57) দিয়েন-বিয়েন ফু ঘটনা কী? উ:- ভিয়েতনামের দিয়েন - বিয়েন - ফু নামে একটি স্থানে ফরাসিরা য়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল তা ভিয়েতমিন সেনাপতি গিয়াপের আক্রমণে 1954 খ্রিস্টাব্দে ধ্বংস হয় এবং ফরাসিরা আত্মসমর্পণ করে । এই ঘটনা দিয়েন - বিয়েন - ফু - র ঘটনা নামে পরিচিত ।
58) নেভারে প্লান কী? উ:- 1954 খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতমিনদের ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করেন , তা নেভারে প্ল্যান নামে পরিচিত ।
59) কে কবে ট্রুম্যান নীতি ঘোষনা করেন? উ:- 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান , ট্রুম্যান নীতি ঘোষণা করেন ।
60) পঞ্চাশের মন্বন্তর কবে হয়? উ:- 1350 বঙ্গাব্দে পঞ্চাশের মন্বন্তর হয়।
61) ভাইকম সত্যাগ্রহ কী? উ:- 1924 খ্রিস্টাব্দে ভাইকম গ্রামে মন্দির সংলগ্ন রাস্তায় দলিত হিন্দুদের চলাচল করার দাবিতে যে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা হয় , তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত ।
62) কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? উ:-1867 খ্রিস্টাব্দে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ।
63) কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উ:- 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবাবিবাহ আইন পাশ করেন ।
64) স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখ? উ:- স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম - ( i ) বর্তমান ভারত , ( ii ) রাজযোগ ।
65) কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উ:- 1784 খ্রিস্টাব্দে , স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ।
66) ভারতীয় রেলপথের জনক কাকে বলে? উ:- লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয় ।
67) ড: সুকর্ন কে ছিলেন? উ:- ড . সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার মুক্তিসংগ্রামের প্রধান নেতা ও ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ।
68) OPEC কী? উ:- মধ্যপ্রাচ্যের তৈল উৎপাদনকারী রাষ্ট্রগুলির আন্তঃরাষ্ট্র সংগঠন টি OPEC নামে পরিচিত।
69) কে সুয়েজখাল জাতীয়করন করেন? উ:- মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন ।
70) গ্রেট ক্যালকাটা কিলিং কবে হয়? উ:- 1946 খ্রিস্টাব্দের 16-20 আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং হয় ।
71) D-Day বা মুক্তি দিবস কবে পালন করা হয়? উ:- 1939 খ্রিস্টাব্দের 27 অক্টোবর দিনটি মুক্তি দিবস হিসেবে পালন করা হয় ।
72) চিনে শতদিবসের সংস্কার কবে হয়? উ:- চীনে 1898 খ্রিস্টাব্দে শতদিবসের সংস্কার হয় ।
73) সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উ:- 1873 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন ।
74) মুক্তদ্বার নীতি কে ঘোষনা করেন? উ:- মার্কিন রাষ্ট্রপতি জন হে চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন ।
75) ওয়েলথ্ অফ নেশনস্ ' গ্রন্থটির লেখক কে? উ:- ওয়েলথ্ অফ নেশনস্ ' গ্রন্থটির লেখক অ্যাডাম স্মিথ ।
76) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? উ:- ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া , হাওয়াই দ্বীপপুঞ্জ , নিউজিল্যান্ড প্রভৃতি দেশ আবিষ্কার করেন ।
77) দূরপ্রাচ্য কী? উ:- দূরপ্রাচ্য বলতে চিন - জাপানকে বোঝায় ।
78) নয়া সাম্রাজ্যবাদের যুগ কাকে বলে? উ:- 1814-1914 – এই সময়কে ‘ নয়াসাম্রাজ্যবাদের যুগ ' বলা হয় ।
79) পুতুল সরকার কী? উ:- একটি শক্তিশালী দেশ অন্য একটি দেশ অধিকার করে সেই দেশের সরকারকে নিজের ইচ্ছামতো পরিচালনা করে । এই বিদেশি নিয়ন্ত্রিত সরকারকে পুতুল সরকার বলে ।
80) পলাশির লুন্ঠন কী? উ:- পলাশির যুদ্ধের পর ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রচুর সম্পদ লুঠ করে নিজ দেশ ইংল্যান্ডে নিয়ে যায় । এই ঘটনা পলাশির লুণ্ঠন নামে পরিচিত ।
81) কে কবে সতীদাহ প্রথা রদ করেন? উ:- 1929 খ্রিস্টাব্দে , লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ।
82) তিন আইন কী? উ:- 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যে আইন পাশ করে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করেন এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেন তা তিন আইন নামে পরিচিত ।
83) পতিদার কারা? উ:- গুজরাটের যৌথ রাজস্ব আদায়কারী স্থানীয় মোড়ল শ্রেণির মানুষদের পতিদার বলা হয় ।
84) প্রথম আফিম যুদ্ধ কবে হয়? উ:- 1839–42 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে চীনের প্রথম আফিৎ যুদ্ধ হয়েছিল ।
85) কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষনা করেন? উ:- 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি প্রবর্তন করেন ।
অজয় মুখার্জি , সতীশ সামন্ত , সুশীল বাড়া প্রমুখ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন । অথবা , মাতঙ্গিনী হাজরা - কে ' গান্ধিবুড়ি ' বলা হয় । ( xii )
87) সুভাষচন্দ্র নিকোবর দ্বীপের কী নাম দেন? উ:- সুভাষচন্দ্র বসু নিকোবর দ্বীপের নামকরণ করেন ‘ স্বরাজ দ্বীপ ' ।
88) ভারতীয় মহাকাশ চর্চার জনক কে? উ:- বিক্রম সারাভাই - কে ' ভারতের মহাকাশচর্চার জনক ' বলা হয় ।
89) নববিধান কে প্রতিষ্ঠা করেন? উ:- কেশব চন্দ্র সেন।
90) TISCO কে প্রতিষ্ঠা করেন? উ:- জামসেদজি টাটা।
91) নব্যবঙ্গ কাদের বলে? উ:- ডিরোজিওর অনুগামীদের নব্য বঙ্গ বলে।
92) শ্বেতাঙ্গদের বোঝা ধারণার জনক কে? উ:- কিপলিং।
93) মহলানবিশ মডেল কী? উ:- প্রশান্ত মহলানবিশ সোভিয়েত রাশিয়ার অনুকরণে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মডেল তৈরি করেন , তা নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত ।
94) কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উ:- স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে।
95) আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? উ:- রাসবিহারী বোস।
96) বঙ্গবন্ধু কাকে বলে? উ:- মুজিবর রহমান - কে ' বঙ্গবন্ধু ' বলা হয় ।
97) বক্সারের যুদ্ধ কাদের মধ্য হয়? উ:- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দিল্লীর সম্রাট দ্বিতীয় শাহ আলম অযোধ্যার নবাব সুজাদ্দৌল্লাও মিরকাশিমের মধ্যে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল ।
98) ইলবার্ট বিল কী? উ:- 1883 খ্রিস্টাব্দে ও রিপনের আইনসচিব সিপিইলবার্ট একটি খসড়া বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমমর্যাদা ও অধিকার দান করেন । এটি ইলবার্ট বিল নামে পরিচিত ।
99) সান ইয়াৎ সেনের তিনটি নীতি কি? উ:- সান - ইয়াৎ - সেনের তিনটি নীতি হল ( 1 ) জন জাতীয়তাবাদ ( ii ) জন - গণতন্ত্র বাদ ও ( iii ) জন - জীবিকাবাদ ।
100) বুলগানিন কে? উ:- বুলগানিন হলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ।
101) কোন সময়কালকে বলা হয় ' ভৌগোলিক আবিষ্কারের যুগ ' ( The Age of Geographical Discovery ) ?
উ:- খ্রিস্টীয় পাদশ শতককে বলা হয় ' ভৌগোলিক আবিষ্কারের যুগ ' ।
102) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন ? * [ WBCHSE 15 ] উ :- আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস ।
103) ক্যাপটেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন ? উ :- অষ্টাদশ শতকের শেষ পর্বে ইংরেজ নাবিক ক্যাপটেন কুক হাওয়াই দ্বীপপুঞ্জ , অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন ।
104) কে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন? উ:- ইংরেজ নাবিক ও আবিষ্কারক ক্যাপটেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন ।
105) কবে চিনে আফিম আমদানি বন্ধ হয়? উ:- 1857 খ্রিস্টাব্দে চিনে আফিং আমদানি বন্ধ হয় ।
106) কোন সন্ধি দ্বারা সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধ হয় ? উ:- 1756 খ্রি: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধ হয়।
1. ইতিহাস বলতে বোঝায়— -- অতীতের কাহিনির বিশ্লেষণ ।
2. গ্রিক শব্দ ' Historia ' – কথার অর্থ হল--- অনুসন্ধান ।
3. মিথ ' শব্দটি এসেছে মিথোস ' থেকে যেটি একটি--- গ্রিক শব্দ।
4.পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়-- মাইথোলজি।
5.অহল্যার কাহিনী ' হল একটি---পৌরাণিক কাহিনি ।
6.পুরানে বর্নিত রাজবংশ গুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য -- উক্তিটি রণবীর চক্রবর্তীর ।
7.অটাম হল --- গ্রিসের দেবতা ।
8.রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় --- চিনকে ।
9. Ledgends কথার অর্থ হল --- কিংবদন্তি ।
10. Ledgends কথাটি এসেছে --- ল্যটিন শব্দ থেকে।
11. গ্রিসের অন্যতম কিংবদন্তি চরিত্র হল --- হারকিউলিস।
12. পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন --- বিষ্ণু শর্মা ।
13. ঠাকুরমার ঝুলি কিসের উদাহরণ --- লোককথার ।
14. জাতকের কথাগুলি লেখা হয়েছে --- পালি ভাষায়।
15. ছেড়ে আসা গ্রাম [কিংবদন্তি ] লিখেছেন --- দহ্মিনারঞ্জন বসু ।
16.আমি সূর্যসেনের শিষ্যা স্মৃতিকথা গ্রন্থটি লিখেছেন --- আশালতা সরকার।
17. জীবনের জলসাঘরে আত্মজীবনীটির রচয়িতা --- মান্না দের ।
18. একাত্তরের ডায়েরি স্মৃতিকথাটি লিখেছেন --- সুফিয়া কামাল ।
19. শ্রুতি বলা হয় --- বেদকে।
20. সেদিনের কথা স্মৃতিকথা গ্রন্থটি লিখেছেন --- মণিকুন্তলা সেন ।
21. ইতিহাস মালা গ্রন্থটি লিখেছেন --- উইলিয়াম কেরি ।
22. প্রতাপাদিত্য চরিত্র লিখেছেন --- রামরাম বসু।
23. রাজাবলী গ্রন্থটি লিখেছেন --- মৃত্যঞ্জয় বিদ্যালংকার।