Figure of Speech (বাক্যালঙ্কার)
1. Hyperbole(হাইপারবোলি)- অতিরঞ্জন বা অতিশয়োক্তি :-
কোনো একটি বিষয়বস্তুর উপর নির্দিষ্ট জোর দেওয়ার জন্য অতিশয়োক্তি ব্যবহৃত হয়।
Examples:-
a. Earth has not anything to show more fair.
b. Never did sun more beautifully steep.
c. Never saw I , never felt, a calm so deep.
d. surely the second coming is at hand.
2. Personification(পারসনিফিকেশন) ব্যাক্তিরুপ দান :-
কোন জড় বস্তুকে যখন একজন মানুষের মতো কাজ করতে পারার কথা বলা হয় ।
Examples:-
a. The river glideth at his sweet will.
b. Never did sun more beautiful steep.
c. The city now doth, like a garment wear.
3. Apostrophe (অ্যাপোসট্রফি) :- অনুপস্থিত ব্যাক্তিকে সম্ভোধন :-
অনুপস্থিত বা মৃত ব্যাক্তিকে সম্ভোধন করা বোঝায় ।
Examples:-
a. Dull would be of soul who could pass by.
4. Simile (সিমিলি) উপমা :-
'as' অথবা 'like' দ্বারা কোনো বস্তু বা ব্যক্তিসমূহকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা হয়।
Examples:-
a. The city now doth , like a garment wear.
b. Silver and blue as the mountain mist.
5. Symbolism (সিম্বলিজম) প্রতীকীবাদ :-
কোন বিষয়কে যখন প্রতীক বা চিহ্ন হিসাবে ধরা হয় ।
Examples:-
Falcon , falconer etc.
6. Imagery (ইমেজারি ) চিত্রকল্প :-
যখন পাঠকের সামনে কোন চিত্র তুলে ধরা হয় যা পাঠক পঞ্চইন্দ্রিয় দ্বারা বুঝতে পারে ।
Exampleas:-
a. A shape with lion body and the head of a man.
b. mountain mist
c. marriage fire
d. New born leaves .
e. open sky , open field.
7. Enjumbment (এনজাম্বমেন্ট ) :-
যখন কবিতার একটি লাইন শেষ হয় কিন্তু তার ভাবনার সম্পুর্ন প্রকাশ সম্ভব হয় যখন আমরা পরের লাইনটি পড়ি ।
Example :- The beauty of the morning / silent bare.
8. Oximoron (অক্সিমোরন ) বিপরীতালঙ্কার :-
যখন একই লাইনে পরস্পর বিরোধী পদ থাকে ।
Examples:- And all mighty heart lying still.
9. Consonancy (কনসোনান্সি ) ব্যঞ্জনা :-
লাইনের ব্যঞ্জনবর্নকে যখন একাধিকবার ব্যবহার করা হয় ।
Examples:-
ship, towers, domes, Temples , theaters and temple lie. (t এর ব্যবহার)
10. Allitration (অ্যালিট্রেশন ) ব্যাঞ্জনধ্বনির পুনরাবৃত্তি :-
Whose hand have cherished . (h এর ব্যবহার )
1. Hyperbole(হাইপারবোলি)- অতিরঞ্জন বা অতিশয়োক্তি :-
কোনো একটি বিষয়বস্তুর উপর নির্দিষ্ট জোর দেওয়ার জন্য অতিশয়োক্তি ব্যবহৃত হয়।
Examples:-
a. Earth has not anything to show more fair.
b. Never did sun more beautifully steep.
c. Never saw I , never felt, a calm so deep.
d. surely the second coming is at hand.
2. Personification(পারসনিফিকেশন) ব্যাক্তিরুপ দান :-
কোন জড় বস্তুকে যখন একজন মানুষের মতো কাজ করতে পারার কথা বলা হয় ।
Examples:-
a. The river glideth at his sweet will.
b. Never did sun more beautiful steep.
c. The city now doth, like a garment wear.
3. Apostrophe (অ্যাপোসট্রফি) :- অনুপস্থিত ব্যাক্তিকে সম্ভোধন :-
অনুপস্থিত বা মৃত ব্যাক্তিকে সম্ভোধন করা বোঝায় ।
Examples:-
a. Dull would be of soul who could pass by.
4. Simile (সিমিলি) উপমা :-
'as' অথবা 'like' দ্বারা কোনো বস্তু বা ব্যক্তিসমূহকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা হয়।
Examples:-
a. The city now doth , like a garment wear.
b. Silver and blue as the mountain mist.
5. Symbolism (সিম্বলিজম) প্রতীকীবাদ :-
কোন বিষয়কে যখন প্রতীক বা চিহ্ন হিসাবে ধরা হয় ।
Examples:-
Falcon , falconer etc.
6. Imagery (ইমেজারি ) চিত্রকল্প :-
যখন পাঠকের সামনে কোন চিত্র তুলে ধরা হয় যা পাঠক পঞ্চইন্দ্রিয় দ্বারা বুঝতে পারে ।
Exampleas:-
a. A shape with lion body and the head of a man.
b. mountain mist
c. marriage fire
d. New born leaves .
e. open sky , open field.
7. Enjumbment (এনজাম্বমেন্ট ) :-
যখন কবিতার একটি লাইন শেষ হয় কিন্তু তার ভাবনার সম্পুর্ন প্রকাশ সম্ভব হয় যখন আমরা পরের লাইনটি পড়ি ।
Example :- The beauty of the morning / silent bare.
8. Oximoron (অক্সিমোরন ) বিপরীতালঙ্কার :-
যখন একই লাইনে পরস্পর বিরোধী পদ থাকে ।
Examples:- And all mighty heart lying still.
9. Consonancy (কনসোনান্সি ) ব্যঞ্জনা :-
লাইনের ব্যঞ্জনবর্নকে যখন একাধিকবার ব্যবহার করা হয় ।
Examples:-
ship, towers, domes, Temples , theaters and temple lie. (t এর ব্যবহার)
10. Allitration (অ্যালিট্রেশন ) ব্যাঞ্জনধ্বনির পুনরাবৃত্তি :-
Whose hand have cherished . (h এর ব্যবহার )
No comments:
Post a Comment