Thursday, May 22, 2025

X beng 90

 বিবেকানন্দ কোচিং সেন্টার

২০২৪

প্রথম ভাষা

সময়:- ৩ ঘন্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য।

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: ১৭×১=১৭

 ১.১. তপন ও তার ছোট মাসির বয়সের পার্থক্য হল ---  ( ক ) সাত বছর ( খ) আট বছর  (গ) নয় বছর (ঘ) দশ বছর ।

১.২ .বিরাগীর তীর্থভ্রমণের জন্য জগদীশবাবু দিয়েছিলেন ( ক ) দু'শো টাকা ( খ ) একশো টাকা ( গ ) একশো এক টাকা  ( ঘ ) এক টাকা।

১.৩. অমৃতের বয়স ছিল (ক) দশ বছর (খ ) এগারো বছর ( গ ) নয় বছর (ঘ) বারো বছর।

 ১.৪. যাদের শব কাছে দূরে ছড়ানো রয়েছে -- (ক) পশুদের  (খ) নারীদের (গ) শত্রুদের (ঘ) শিশুদের।

 ১.৫. ঝরনা কলম নামটি দিয়েছেন  -- (ক) রাজশেখর বসু  (খ) রবীন্দ্রনাথ ঠাকুর  (গ) সুভাষচন্দ্র বসু (ঘ) স্বপন কুমার রায়।

 ১.৬. খেয়ে সব ভাত নিল সে --- বাক্যটিতে যা নেই তাহল --- (ক) উদ্দেশ্য (খ ) যোগ্যতা (গ ) আসক্তি ( ঘ ) আকাঙ্খা ।

 ১.৭. অভিধা যে  ধরনের অর্থ প্রকাশ করে তা হল -- (ক) অভিধানিক (খ) অন্তর্নিহিত   (গ) ব্যঞ্জনা (ঘ) কোনটি নয়।

১.৮. শকুন-চিল বলতে বোঝানো হয়েছে  -- (ক) ভালোমানুষকে (খ) ধনীমানুষকে  (গ) সুযোগসন্ধানী মানুষকে  (ঘ) পাগল মানুষকে।

১.৯. বর্ম খুলে দেখ --- গায়ে।  -- (ক) জামা  (খ) আদুড় (গ) নোংরা  (ঘ) জামা ।

১.১০. অম্বুরাশিসুতা হল ---  (ক)প্রমিলা   (খ) সমুদ্র  (গ) লহ্মী   (ঘ) মন্দোদরী ।

১.১১. "কে বধিল কবে প্রিয়ানুজে" -- প্রিয়ানুজ হলেন  -- (ক) রাবন (খ) ইন্দ্রজিৎ (গ) কুম্ভকর্ণ (ঘ) বীরবাহু।

১.১২. সপ্ত ঋষির সমাহার = সপ্তর্ষি, যে সমাসের উদাহরন  -- (ক) দ্বিগু সমাস  (খ) দ্বন্দ্ব সমাস  (গ) বহুব্রীহি সমাস  (ঘ) তৎপুরুষ সমাস।

১.১৩. সমাস শব্দের অর্থ হল  -- (ক) সম্বন্ধ (খ) সংক্ষেপ (গ) সমান (ঘ) সমন্বয়।

১.১৪. বাঙালী কবি সুনীল ভালো লেখেন --- নিম্নরেখ অংশটি হল --- (ক) বিধেয়  (খ) বিধেয় সম্প্রসারক (গ) উদ্দেশ্য  (ঘ) উদ্দেশ্য সম্প্রসারক ।

১.১৫. 'গরু আকাশে ওড়ে' - বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে  -- (ক) যোগ্যতা (খ) আসক্তি  (গ) আকাঙ্খা (ঘ) কোনটি নয়।

১.১৬. ' আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো ' - এটি কী জাতীয় বাক্য?  -- (ক) সরল বাক্যে  (খ) জটিল বাক্যে  (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে।

১.১৭. ' বাঘে-গরুতে একঘাটে জল খায়।' - এই বাক্যে কর্তা হল (ক) নিরপেক্ষ কর্তা (খ) ব্যতিহার কর্তা   (গ) সহযোগী কর্তা (ঘ) প্রযোজ্য কর্তা।


২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর  দাও:- ১৯×১=১৯

২.১ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.১.১. “ তবে এ বস্তুটি পকেটে কেন ” কোন বস্তুটি পকেটে ছিল ? 

২.১.২. “ নদের চাদ সব বোঝে " --- নদের চাদ কী বোঝে না ?

২.১.৩. জগদীশ বাবুর মোট সম্পত্তি কত ?

২.১.৪.  “ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ” —কী বুদ্ধি খেলেছিল ?

২.১.৫.  “ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে । ” কোন কথাটা ছড়িয়ে পড়ে ?


 ২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.২.১. “ মাথায় কত শকুন বা চিল ” “ শকুন বা চিল ’ বলতে কবি কাদের বুঝিয়েছেন ?

২.২.২. “ শিশু আর বাড়িরা খুন হল " --- শিশু আর বাড়িরা খুন হল কেন ?

২.২.৩.  “ আসছে নবীন " --- নবীন আসার কারন কী ?

২.২.৪. অনুমান করে নিজ চিতে -- কে কী অনুমান করেন ?

২.২.৫. "দ্বাদশ রবির বহি জ্বালা " -- দ্বাদশ রবি শব্দের অর্থ কী?


 ২.৩. তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

২.৩.১. “ বাংলায় একটা কথা চালু ছিল । ” –চালু কথাটা কী ?

২.৩.২.  কুইল কী ?

২.৩.৩  এতে রচনা উৎকট হয়  --রচনা উৎকট হয়  কেন?

২.৩.৪. আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলি কী কী ?


  ২.৪ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :  ৮×১=৮

২.৪.১ তিনি নাকি বই লেখেন। (ভাব বাচ্যে পরিণত করো )

২.৪.২ বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ।

২.৪.৩. ' ছাদ থেকে বাজি পোড়ানো হবে। '- কারক ও বিভক্তি নির্ণয় করো।

২.৪.৪. 'তোরা সব জয়ধ্বনি কর' - ভাব বাচ্যে পরিণত করো।

২.৪.৫. তির্যক বিভক্তি কাকে বলে?

২.৪.৬. একটি নিত্য সমাসের উদাহরন দাও।

২.৪.৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরন দাও।

২.৪.৮. ব্যাতিহার কর্তা কাকে বলে? উদাহরন দাও।

২.৪.৯. 'পঞ্চকন্যা পাইলা চেতন।-- নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখ।

২.৪.১০. আগে পুজো ইষ্ঠদেবে - সমাসবদ্ধ পদের সমাস নির্ণয় করো।


৩. কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও:- ৩+৩=৬

৩.১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.১.১. "সে ভয়ানক দুর্লভ জিনিস " -- দুর্লভ জিনিসটি কী? তা দুর্লভ কেন?

৩.১.২. "নদের চাঁদের বড়ো ভয় করিতে লাগিল।" -- নদের চাঁদের ভয়ের কারন কী?


৩.২. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.২.১. "তথা কন্যা থাকে সর্বক্ষন" -- কন্যা কে? সে সর্বক্ষন কোথায় থাকে?

৩.২.২. "আয় আরো বেঁধে বেঁধে থাকি" -- কবি কেন বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন?


৪. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৪.১. "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে ।" --- বাবুটি কে ? তার শখ ও স্বাস্থ্যের বর্ননা দাও।

৪.২. "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।" -- কার কখন একথা মনে হয়েছিল আলোচনা করো।


৫. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৫.১. "তারপর যুদ্ধ এল" -- যুদ্ধের ভয়াবহ ও করুণ ছবির পরিচয় দাও।

৫.২. "অভিষেক করিলা কুমারে" -- কুমার কে? তার চরিত্র আলোচনা করো।


৬. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৬.১ " বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন নানা রকম বাধা আছে " --- বাধাগুলি কী কী তা আলোচনা করো।

৬.২ ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো।



৭. কমবেশি ১২৫ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৭.১ " জানিনা আজ কার রক্ত সে চায়। পলাশী, রাহ্মসী পলাশী " -- কে  কেন এমন মন্তব্য করেছেন?

৭.২. সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি আলোচনা করো।


৮. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও :- ৫×২=১০

৮.১ জুপিটার ক্লাবে হ্মিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ গুলি কী কী ? এর জবাবে হ্মিতীশের উত্তর কী ছিল?

৮.২ "তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে" -- কোন পরিপেক্ষিতে একথা বলা হয়েছে? আসল লজ্জা ও আসল গর্ব বলার কারণ কী?

৮.৩. কোনির উথ্বানের পিছনে ক্ষিতীশের অবদান আলোচনা করো।


৯. চলতি গদ্যে বঙ্গানুবাদ করো:-  ৪

 It is very difficult to get rid of bad habits , So , we should be very careful that we do not get into bad habits in our boyhood . Idieness is one such bad habit . Every boy and girl should be diligent . It should be their duty to obey the superiors and carry out their orders .


১০. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :-  ৫×১=৫


১০.১ মোবাইল ফোনের ভালো-মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

১০.২ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে একজনের মৃত্যু হল এবিষয়ে  একটি প্রতিবেদন রচনা করো।

১১. কমবেশি ৪০০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :-১০×১=১০

১১.১ দৈনন্দিন জীবনে বিজ্ঞান।

১১.২ চন্দ্রযান ৩ ।

১১.৩ তোমার জীবনের একটি স্মরনীয় ঘটনা।

১১.৪ পরিবেশ দূষণ ও তার প্রতিকার।






No comments:

Post a Comment