Thursday, May 22, 2025

Ix h saq

 বিবেকানন্দ কোচিং সেন্টার

শিক্ষক: স্বপন কুমার রায়।

ক্লাস: নবম শ্রেনী ; বিষয় : ইতিহাস

A. বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো

 1.  বিবৃতি : রুশীকরণনীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় । 

ব্যাখ্যা১। জার  সরকার অরুশদের ওপর অত্যাচার শুরু করে ।

ব্যাখ্যা২। জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় ।

ব্যাখ্যা৩। জার সরকার অরুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয় ।

 2.  বিবৃতি : ভাসাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদার ছিল ।

ব্যাখ্যা১।  ভার্সাই চুক্তির শর্তগুলিতে জার্মান জাতীয়তাবাদের অপমান করা হয় । 

ব্যাখ্যা২ । ভাসাই চুক্তির মাধ্যমে জার্মানদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় ।

ব্যাখ্যা৩ । জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয় । 

 3. বিবৃতি : বিশ্ব রাজনীতিতে ‘ রোম - বার্লিন - টোকিয়ো চুক্তি ' ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । 

ব্যাখ্যা ১ এই চুক্তি সাম্যবাদের প্রসার ঘটায় . একনায়কতন্ত্রের প্রসার রোধ করে ।

 ব্যাখ্যা ২। এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় , সাম্যবাদের প্রসার রোধ করে ।

 ব্যাখ্যা ৩। এই চুক্তি নাৎসিবাদ ও ফ্যাসিবাদের প্রসার রোধ করে । 

4.  বিবৃতি:  মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি ।

ব্যাখ্যা১।  মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

ব্যাখ্যা ২ : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক ধনী রাষ্ট্র ছিল । 

ব্যাখা ৩ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল ।

5. বিবৃতি : চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল । 

 ব্যাখ্যা ১। তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

ব্যাখ্যা ২ : ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল । 

ব্যাখ্যা ৩ : ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে ।

6. বিবৃতি: রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন । 

ব্যাখ্যা ১। তাঁর আমলে রাশিয়ায় কৃষিতে ব্যাপক উন্নতি ঘটে । 

ব্যাখ্যা ২। তাঁর আমলে রাশিয়ার ভূমিদাসরা স্বাধীনভাবে জীবনযাপন করার ও সম্পত্তির অধিকার লাভ করে।

 ব্যাখ্যা ৩। তাঁর আমলে রাশিয়ায় স্বৈরাচারী জার শাসনের অবসান ঘটে।

7. বিবৃতি জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক ' বলা হয় । 

ব্যাখ্যা ১। তাঁর নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকীকরণের সূচনা ঘটে । 

ব্যাখ্যা ২ : তিনি ভূমিদাস প্রথার বিলোপ ঘটান । 

ব্যাখ্যা ৩। তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান ।

8. বিবৃতি : ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন।

 ব্যাখ্যা ১ : দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন । 

ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ব্যাখ্যা ৩ : দার্শনিকরা অভিজাত বিপ্লব করেছিলেন।

9. বিবৃতি : নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান ।

ব্যাখ্যা ১ : নেপোলিয়ন ফরাসি বিপ্লবের জন্যই ক্ষমতায় আসতে পেরেছিলেন ।

 ব্যাখ্যা ২ : নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ : নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

10. বিবৃতি : মার্শাল পরিকল্পনা ও টুম্যান ডকট্রিন রচিত হয়— 

ব্যাখ্যা ১ : বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য ।

 ব্যাখ্যা ২ : বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

ব্যাখ্যা ৩ : বিশ্বের সামরিক রাষ্ট্রজোট গঠন করা ।

11.বিবৃতি : জাপানের হিরোসিমা ও নাগাসাকির ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করে ।

ব্যাখ্যা ১ : ভয়াল ভয়ঙ্কর পরমাণু বোমার ধ্বংসলীলা দেখে— যুদ্ধ নয় শান্তির জন্য । 

ব্যাখ্যা ২ : বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির জন্য ।

 ব্যাখ্যা ৩ : আর কোনো তৃতীয় পরমাণু যুদ্ধ নয় ও নব্য সাম্রাজ্যবাদ নয় । 

12.বিবৃতি:  বিপ্লবপূর্ব ফ্রান্স ছিল ‘ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর । 

 ব্যাখ্যা ১। ফ্রান্সের বুরবো রাজারা অনর্থক একটি অর্থনীতির জাদুঘর প্রতিষ্ঠা করেন । 

ব্যাখ্যা ২ । ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ৩। অর্থনৈতিক সমস্যা ও সমাধানের ক্ষেত্র ছিল অসামঞ্জস্যপূর্ণ । 

13.বিবৃতি : নেপোলিয়ান ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান।

 ব্যাখ্যা ১ : নেপোলিয়ন বেশ কয়েকটি ' ইউরোপীয় দেশ অর্থের বিনিময়ে দখল করেন ।

 ব্যাখ্যা ২ : ইউরোপের বিভিন্ন দেশ তিনি জয় করেন ।

ব্যাখ্যা৩।  যুদ্ধনীতির সাহায্যে তিনি ইউরোপের কয়েকটি দেশকে ধ্বংস করে দেন । 

14.বিবৃতি : ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজকোশ শূন্য হয়ে পড়ে ।

 ব্যাখ্যা ১ ফ্রান্সের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য । 

ব্যাখ্যা ২। ফ্রান্সের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যাওয়ার জন্য । 

ব্যাখ্যা ৩ ফরাসি রাজপরিবারের বিলাসিতা যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

15.বিবৃতি:  নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন 

ব্যাখ্যা ১। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি ফ্রান্সকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চেয়েছিলেন ।

  ব্যাখ্যা ২। এই ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করতে চেয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি ইউরোপ মহাদেশের ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ।

16.বিবৃতি:  দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয় ।

 ব্যাখ্যা ১। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া উভয়েই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিল ।

ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল ।

 ব্যাখ্যা ৩। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চায়নি ।

17.বিবৃতি : ‘ এমস টেলিগ্রাম ’ - এর ঘটনাকে ঘিরে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ হয় ।

ব্যাখ্যা ১ : প্রাশিয়া ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

ব্যাখ্যা ১: কূটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান । 

 ব্যাখ্যা ৩ : প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেন ।

18.বিবৃতি : প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়— | 

ব্যাখ্যা ১: উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

ব্যাখ্যা ২ : মানুষের আর্থ - সামাজিক অবস্থার উন্নতি ঘটানো । 

ব্যাখ্যা ৩: আন্তর্জাতিক আইন চালু করা ।

19.বিবৃতি: জাতিসংঘ কোনো অতিরাষ্ট্রিক সংগঠন ছিল না । 

ব্যাখ্যা ১ : জাতিসংঘের সার্বভৌম ক্ষমতা ছিল না । 

ব্যাখ্যা ২: জাতিসংঘ রাষ্ট্র - সমবায় গড়ে তুলেছিল । 

ব্যাখ্যা ৩ : জাতিসংঘের কোনো রাজধানী ছিল না । 

20.বিবৃতি: 1871-1913 খ্রিস্টাব্দকে ' সশস্ত্র শাস্তির যুগ ' বলে অভিহিত করা হয় ।

 ব্যাখ্যা ১। এই সময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ২। এই সময় শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে ।

 ব্যাখ্যা ৩। এই সময় বেশ কয়েকবার যুদ্ধ হয় । 

 21. বিবৃতি মিউনিখ চুক্তি ( 1939 ) ব্যর্থ হয় ।

 ব্যাখ্যা ১। ফ্রান্স মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না । 

ব্যাখ্যা ২। ইংল্যান্ড মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না ।

 ব্যাখ্যা ৩। হিটলার সমগ্র ঢোকোস্লোভাকিয়া দখল করলে মিউনিখ চুক্তি ভেঙে যায় ।

22. বিবৃতি : ভার্সাই সন্ধি জার্মানদের কাছে অমর্যাদাকার ছিল । 

ব্যাখ্যা ১ : জার্মানির সব অঞ্চল কেড়ে নিয়ে তার ওপর বিশাল আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় ।

 ব্যাখ্যা ২। জার্মানির জনগণের ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেওয়া হয় । 

ব্যাখ্যা ৩ জার্মানির সম্মতিতে এই চুক্তি হয় ।

23.বিবৃতি: ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে ।

 ব্যাখ্যা ১ : ফরাসি সম্রাট জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করেছিলেন ।

 ব্যাখ্যা ২ : ফরাসি অভিযুক্তদের এই দুর্গে রাখা হত । 

ব্যাখ্যা ৩ : ফরাসি জনতা সম্রাটের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল । 

24.বিবৃতি: নেপোলিয়ন ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান । 

ব্যাখ্যা ১ : ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত । 

ব্যাখ্যা ২ : ডাইরেক্টরির শাসন বিপ্লবের বিরোধী ছিল ।

 ব্যাখ্যা ৩ : ডাইরেক্টরির শাসকরা নেপোলিয়নের শত্রু ছিল ।

25.বিবৃতি : জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হত।

 ব্যাখ্যা ১ : জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে । 

ব্যাখ্যা ২ : জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করে । 

ব্যাখ্যা ৩ : জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয় । 

26.বিবৃতি : ইংল্যান্ডে সবার আগে শিল্পবিপ্লব ঘটেছিল—

 ব্যাখ্যা ১ : ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল ।

 ব্যাখ্যা ২ : ইংল্যান্ডের মানুষ অন্য দেশের থেকে শিক্ষিত ছিল । 

ব্যাখ্যা ৩ : ইংল্যান্ডে শিল্পজাত পণ্যসামগ্রীর চাহিদা ছিল সর্বাধিক ।

27.বিবৃতি : ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল— 

ব্যাখ্যা ১:  এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল ।

 ব্যাখ্যা ২ : এখানে কর্মচ্যুত শ্রমিকদের বাসভূমি নির্দিষ্ট হয়েছিল । 

ব্যাখ্যা ৩ : এখানে সাধারণত দরিদ্র শ্রমিকশ্রেণির বসবাস ছিল ।

28.বিবৃতি: বিপ্লবের আগের ফ্রান্স ছিল ‘ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর ' । 

ব্যাখ্য ১ : সরকারের কর কাঠামো ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ২ : কেবলমাত্র অভিজাতরা রাজাকে কর দিত । 

বিবৃতি ব্যাখ্যা ৩ : অর্থনৈতিক সমস্যা সমাধানে রাজা উদাসীন ছিলেন । 

29.বিবৃতি : ' লাইপজিগের যুদ্ধ ' জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত । 

ব্যাখ্যা ১। এই যুদ্ধে সমগ্র ফরাসি জাতি যোগ দেয় । 

ব্যাখ্যা ২ : এই যুদ্ধে ফরাসি জাতির পরাজয় ঘটে ।

 ব্যাখ্যা ৩ : এই যুদ্ধে সমগ্র ইউরোপের তেরোটি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়।

30.বিবৃতি: উড্রো উইলসনকে ‘ জাতিসংঘের জনক ' বলা হয় । 

ব্যাখ্যা ১ : তাঁর প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল । 

ব্যাখ্যা ২ : তিনি জাতিসংঘের প্রথম সভাপতি ছিলেন ।

 ব্যাখ্যা ৩: তাঁর চোদ্দো দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ।


B. সত্য ও মিথ্যা নির্ণয় করো :--

1. বুরবো রাজারা ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী । 

2.  বিপ্লবী - পূর্ববর্তী ফ্রান্সে সমগ্র রাজস্বের শতকরা চারভাগ ধনী যাজক ও অভিজাতদের কাছ থেকে আদায় করা হত ।

3.  ' ফুয়েরার ' মুসোলিনির উপাধি । 

4. জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল নিরাপত্তা পরিষদ ।

5. ভারত হল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন।

6.ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মারি আঁতোয়াৎ । 

7.নেপোলিয়ন তাঁর ভাই জেরোম বোনাপার্টকে দক্ষিণ ইটালির সিংহাসনে বসান । 

8.জাতিসংঘের পতন ঘটে হিটলারের উত্থানে । 

9.ইটালিতে ' জোলভারেইন ' নামে শুল্ক সংঘ গঠিত হয় । 

10. ঘেটো ' হল শিল্পবিপ্লবকালে শহরের ছোটো অঞ্চল ।

11.সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জন কে ।

12.জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয় । 

13.এসিস ঘোষণা করেন লেনিন ।

14. জাতিসংঘের খসড়া সংবিধান লিগ কভেনান্ট ।

15.মুসোলিনি নাৎসিবাদের উত্থান ঘটান ।

16.ফ্রাংকো ছিলেন জার্মান সেনানায়ক।

17. হিটলার ফ্যাসিবাদের সূচনা করেন।

18.আমেরিকা নাগাসাকিতে ' ফ্যাটম্যান ' নামে পারমাণবিক বোমা ফেলেছিল ।

19.জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন এরিক ডুমন্ড । 

20.আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ন - বছরের জন্য নির্বাচিত হন । 

21 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কালে জার ছিলেন দ্বিতীয় নিকোলাস । 

22.বিসমার্ক এমস্ টেলিগ্রাম মারফত ইটালিকে যুদ্ধের ফাঁদে ফেলেন ।

23.গ্রিক জাতীয়তাবাদের উন্মেষে হেটাইরিয়া ফিলকের বিশেষ ভূমিকা ছিল । 

24.কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র । 

25.জাতিসংঘের পতন হয় 1946 খ্রিস্টাব্দে ।

26.নেপোলিয়নকে ‘ দ্বিতীয় জাস্টিনিয়ান ’ বলা হয় । 

27.দ্বিতীয় আলেকজান্ডারকে ‘ মুক্তিদাতা জার ’ বলা হয় । 

28.হিটলারের ইহুদি নির্যাতন বিভাগের প্রধান ছিলেন আইখম্যান । 

29.আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত জেনেভায় ।

30.ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলার মেটারনিখ । 

31.লিজিয়ন অফ অনার ছিল ফরাসি বিপ্লবকালে প্রদত্ত উপাধি ।

32.মুসোলিনি নিজেকে ‘ ফ্যুয়েরার ' বলে ঘোষণা করেন ।

33.রোবসপিয়রের শাসনকাল ' শ্বেত সন্ত্রাস ' নামে পরিচিত । 

34.NATO'- এর পুরো কথা হল – North Atlantic Treaty Organization।

35.ডুমা ' জার্মানির আইনসভার নাম ।

36.ফরাসি যাজক সম্প্রদায় রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত ।

37.স্পেনের গৃহযুদ্ধকে ‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া ' বলা হয় ।

38.ম্যাৎসিনি ছিলেন পিডমন্ট - সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ।

39.প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ' সেরাজেভো হত্যাকাণ্ড । 

40.ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য , মৈত্রী ও স্বাধীনতা । 

41.জার্মানি , ইটালি ও জাপানকে নিয়ে গড়ে উঠেছিল অক্ষশক্তি।

42.বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন পঞ্চদশ লুই । 

43.ইউরোপের রুগ্ণ মানুষ ' বলা হয় তুরস্ককে । 

44.অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ’ বলা হয় আফ্রিকাকে।


বিবেকানন্দ কোচিং সেন্টার

শিক্ষক: স্বপন কুমার রায়।

ক্লাস: নবম শ্রেনী ; বিষয় : ইতিহাস

A. বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো

 1.  বিবৃতি : রুশীকরণনীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় । 

ব্যাখ্যা১। জার  সরকার অরুশদের ওপর অত্যাচার শুরু করে ।

ব্যাখ্যা২। জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় ।

ব্যাখ্যা৩। জার সরকার অরুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয় ।

 2.  বিবৃতি : ভাসাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদার ছিল ।

ব্যাখ্যা১।  ভার্সাই চুক্তির শর্তগুলিতে জার্মান জাতীয়তাবাদের অপমান করা হয় । 

ব্যাখ্যা২ । ভাসাই চুক্তির মাধ্যমে জার্মানদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় ।

ব্যাখ্যা৩ । জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয় । 

 3. বিবৃতি : বিশ্ব রাজনীতিতে ‘ রোম - বার্লিন - টোকিয়ো চুক্তি ' ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । 

ব্যাখ্যা ১ এই চুক্তি সাম্যবাদের প্রসার ঘটায় . একনায়কতন্ত্রের প্রসার রোধ করে ।

 ব্যাখ্যা ২। এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় , সাম্যবাদের প্রসার রোধ করে ।

 ব্যাখ্যা ৩। এই চুক্তি নাৎসিবাদ ও ফ্যাসিবাদের প্রসার রোধ করে । 

4.  বিবৃতি:  মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি ।

ব্যাখ্যা১।  মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

ব্যাখ্যা ২ : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক ধনী রাষ্ট্র ছিল । 

ব্যাখা ৩ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল ।

5. বিবৃতি : চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল । 

 ব্যাখ্যা ১। তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

ব্যাখ্যা ২ : ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল । 

ব্যাখ্যা ৩ : ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে ।

6. বিবৃতি: রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন । 

ব্যাখ্যা ১। তাঁর আমলে রাশিয়ায় কৃষিতে ব্যাপক উন্নতি ঘটে । 

ব্যাখ্যা ২। তাঁর আমলে রাশিয়ার ভূমিদাসরা স্বাধীনভাবে জীবনযাপন করার ও সম্পত্তির অধিকার লাভ করে।

 ব্যাখ্যা ৩। তাঁর আমলে রাশিয়ায় স্বৈরাচারী জার শাসনের অবসান ঘটে।

7. বিবৃতি জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক ' বলা হয় । 

ব্যাখ্যা ১। তাঁর নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকীকরণের সূচনা ঘটে । 

ব্যাখ্যা ২ : তিনি ভূমিদাস প্রথার বিলোপ ঘটান । 

ব্যাখ্যা ৩। তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান ।

8. বিবৃতি : ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন।

 ব্যাখ্যা ১ : দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন । 

ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ব্যাখ্যা ৩ : দার্শনিকরা অভিজাত বিপ্লব করেছিলেন।

9. বিবৃতি : নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান ।

ব্যাখ্যা ১ : নেপোলিয়ন ফরাসি বিপ্লবের জন্যই ক্ষমতায় আসতে পেরেছিলেন ।

 ব্যাখ্যা ২ : নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ : নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

10. বিবৃতি : মার্শাল পরিকল্পনা ও টুম্যান ডকট্রিন রচিত হয়— 

ব্যাখ্যা ১ : বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য ।

 ব্যাখ্যা ২ : বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

ব্যাখ্যা ৩ : বিশ্বের সামরিক রাষ্ট্রজোট গঠন করা ।

11.বিবৃতি : জাপানের হিরোসিমা ও নাগাসাকির ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করে ।

ব্যাখ্যা ১ : ভয়াল ভয়ঙ্কর পরমাণু বোমার ধ্বংসলীলা দেখে— যুদ্ধ নয় শান্তির জন্য । 

ব্যাখ্যা ২ : বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির জন্য ।

 ব্যাখ্যা ৩ : আর কোনো তৃতীয় পরমাণু যুদ্ধ নয় ও নব্য সাম্রাজ্যবাদ নয় । 

12.বিবৃতি:  বিপ্লবপূর্ব ফ্রান্স ছিল ‘ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর । 

 ব্যাখ্যা ১। ফ্রান্সের বুরবো রাজারা অনর্থক একটি অর্থনীতির জাদুঘর প্রতিষ্ঠা করেন । 

ব্যাখ্যা ২ । ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ৩। অর্থনৈতিক সমস্যা ও সমাধানের ক্ষেত্র ছিল অসামঞ্জস্যপূর্ণ । 

13.বিবৃতি : নেপোলিয়ান ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান।

 ব্যাখ্যা ১ : নেপোলিয়ন বেশ কয়েকটি ' ইউরোপীয় দেশ অর্থের বিনিময়ে দখল করেন ।

 ব্যাখ্যা ২ : ইউরোপের বিভিন্ন দেশ তিনি জয় করেন ।

ব্যাখ্যা৩।  যুদ্ধনীতির সাহায্যে তিনি ইউরোপের কয়েকটি দেশকে ধ্বংস করে দেন । 

14.বিবৃতি : ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজকোশ শূন্য হয়ে পড়ে ।

 ব্যাখ্যা ১ ফ্রান্সের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য । 

ব্যাখ্যা ২। ফ্রান্সের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যাওয়ার জন্য । 

ব্যাখ্যা ৩ ফরাসি রাজপরিবারের বিলাসিতা যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

15.বিবৃতি:  নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন 

ব্যাখ্যা ১। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি ফ্রান্সকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চেয়েছিলেন ।

  ব্যাখ্যা ২। এই ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করতে চেয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩। এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি ইউরোপ মহাদেশের ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ।

16.বিবৃতি:  দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয় ।

 ব্যাখ্যা ১। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া উভয়েই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিল ।

ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল ।

 ব্যাখ্যা ৩। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চায়নি ।

17.বিবৃতি : ‘ এমস টেলিগ্রাম ’ - এর ঘটনাকে ঘিরে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ হয় ।

ব্যাখ্যা ১ : প্রাশিয়া ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

ব্যাখ্যা ১: কূটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান । 

 ব্যাখ্যা ৩ : প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেন ।

18.বিবৃতি : প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়— | 

ব্যাখ্যা ১: উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

ব্যাখ্যা ২ : মানুষের আর্থ - সামাজিক অবস্থার উন্নতি ঘটানো । 

ব্যাখ্যা ৩: আন্তর্জাতিক আইন চালু করা ।

19.বিবৃতি: জাতিসংঘ কোনো অতিরাষ্ট্রিক সংগঠন ছিল না । 

ব্যাখ্যা ১ : জাতিসংঘের সার্বভৌম ক্ষমতা ছিল না । 

ব্যাখ্যা ২: জাতিসংঘ রাষ্ট্র - সমবায় গড়ে তুলেছিল । 

ব্যাখ্যা ৩ : জাতিসংঘের কোনো রাজধানী ছিল না । 

20.বিবৃতি: 1871-1913 খ্রিস্টাব্দকে ' সশস্ত্র শাস্তির যুগ ' বলে অভিহিত করা হয় ।

 ব্যাখ্যা ১। এই সময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ২। এই সময় শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে ।

 ব্যাখ্যা ৩। এই সময় বেশ কয়েকবার যুদ্ধ হয় । 

 21. বিবৃতি মিউনিখ চুক্তি ( 1939 ) ব্যর্থ হয় ।

 ব্যাখ্যা ১। ফ্রান্স মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না । 

ব্যাখ্যা ২। ইংল্যান্ড মিউনিখ চুক্তির শর্তাবলি পালনে আন্তরিক ছিল না ।

 ব্যাখ্যা ৩। হিটলার সমগ্র ঢোকোস্লোভাকিয়া দখল করলে মিউনিখ চুক্তি ভেঙে যায় ।

22. বিবৃতি : ভার্সাই সন্ধি জার্মানদের কাছে অমর্যাদাকার ছিল । 

ব্যাখ্যা ১ : জার্মানির সব অঞ্চল কেড়ে নিয়ে তার ওপর বিশাল আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় ।

 ব্যাখ্যা ২। জার্মানির জনগণের ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেওয়া হয় । 

ব্যাখ্যা ৩ জার্মানির সম্মতিতে এই চুক্তি হয় ।

23.বিবৃতি: ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে ।

 ব্যাখ্যা ১ : ফরাসি সম্রাট জনপ্রিয় মন্ত্রী নেকারকে পদচ্যুত করেছিলেন ।

 ব্যাখ্যা ২ : ফরাসি অভিযুক্তদের এই দুর্গে রাখা হত । 

ব্যাখ্যা ৩ : ফরাসি জনতা সম্রাটের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল । 

24.বিবৃতি: নেপোলিয়ন ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান । 

ব্যাখ্যা ১ : ডাইরেক্টরির শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত । 

ব্যাখ্যা ২ : ডাইরেক্টরির শাসন বিপ্লবের বিরোধী ছিল ।

 ব্যাখ্যা ৩ : ডাইরেক্টরির শাসকরা নেপোলিয়নের শত্রু ছিল ।

25.বিবৃতি : জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হত।

 ব্যাখ্যা ১ : জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে । 

ব্যাখ্যা ২ : জাতীয় সভার সদস্যরা সংবিধান রচনা করে । 

ব্যাখ্যা ৩ : জাতীয় সভা ভেঙে দিয়ে সংবিধান সভা গড়ে তোলা হয় । 

26.বিবৃতি : ইংল্যান্ডে সবার আগে শিল্পবিপ্লব ঘটেছিল—

 ব্যাখ্যা ১ : ইংল্যান্ডে সবার আগে শিল্প পরিকাঠামো গড়ে উঠেছিল ।

 ব্যাখ্যা ২ : ইংল্যান্ডের মানুষ অন্য দেশের থেকে শিক্ষিত ছিল । 

ব্যাখ্যা ৩ : ইংল্যান্ডে শিল্পজাত পণ্যসামগ্রীর চাহিদা ছিল সর্বাধিক ।

27.বিবৃতি : ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল— 

ব্যাখ্যা ১:  এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল ।

 ব্যাখ্যা ২ : এখানে কর্মচ্যুত শ্রমিকদের বাসভূমি নির্দিষ্ট হয়েছিল । 

ব্যাখ্যা ৩ : এখানে সাধারণত দরিদ্র শ্রমিকশ্রেণির বসবাস ছিল ।

28.বিবৃতি: বিপ্লবের আগের ফ্রান্স ছিল ‘ ভ্রান্ত অর্থনীতির জাদুঘর ' । 

ব্যাখ্য ১ : সরকারের কর কাঠামো ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ২ : কেবলমাত্র অভিজাতরা রাজাকে কর দিত । 

বিবৃতি ব্যাখ্যা ৩ : অর্থনৈতিক সমস্যা সমাধানে রাজা উদাসীন ছিলেন । 

29.বিবৃতি : ' লাইপজিগের যুদ্ধ ' জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত । 

ব্যাখ্যা ১। এই যুদ্ধে সমগ্র ফরাসি জাতি যোগ দেয় । 

ব্যাখ্যা ২ : এই যুদ্ধে ফরাসি জাতির পরাজয় ঘটে ।

 ব্যাখ্যা ৩ : এই যুদ্ধে সমগ্র ইউরোপের তেরোটি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়।

30.বিবৃতি: উড্রো উইলসনকে ‘ জাতিসংঘের জনক ' বলা হয় । 

ব্যাখ্যা ১ : তাঁর প্রচেষ্টায় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল । 

ব্যাখ্যা ২ : তিনি জাতিসংঘের প্রথম সভাপতি ছিলেন ।

 ব্যাখ্যা ৩: তাঁর চোদ্দো দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ।


B. সত্য ও মিথ্যা নির্ণয় করো :--

1. বুরবো রাজারা ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী । 

2.  বিপ্লবী - পূর্ববর্তী ফ্রান্সে সমগ্র রাজস্বের শতকরা চারভাগ ধনী যাজক ও অভিজাতদের কাছ থেকে আদায় করা হত ।

3.  ' ফুয়েরার ' মুসোলিনির উপাধি । 

4. জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল নিরাপত্তা পরিষদ ।

5. ভারত হল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন।

6.ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মারি আঁতোয়াৎ । 

7.নেপোলিয়ন তাঁর ভাই জেরোম বোনাপার্টকে দক্ষিণ ইটালির সিংহাসনে বসান । 

8.জাতিসংঘের পতন ঘটে হিটলারের উত্থানে । 

9.ইটালিতে ' জোলভারেইন ' নামে শুল্ক সংঘ গঠিত হয় । 

10. ঘেটো ' হল শিল্পবিপ্লবকালে শহরের ছোটো অঞ্চল ।

11.সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জন কে ।

12.জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয় । 

13.এসিস ঘোষণা করেন লেনিন ।

14. জাতিসংঘের খসড়া সংবিধান লিগ কভেনান্ট ।

15.মুসোলিনি নাৎসিবাদের উত্থান ঘটান ।

16.ফ্রাংকো ছিলেন জার্মান সেনানায়ক।

17. হিটলার ফ্যাসিবাদের সূচনা করেন।

18.আমেরিকা নাগাসাকিতে ' ফ্যাটম্যান ' নামে পারমাণবিক বোমা ফেলেছিল ।

19.জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন এরিক ডুমন্ড । 

20.আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ন - বছরের জন্য নির্বাচিত হন । 

21 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কালে জার ছিলেন দ্বিতীয় নিকোলাস । 

22.বিসমার্ক এমস্ টেলিগ্রাম মারফত ইটালিকে যুদ্ধের ফাঁদে ফেলেন ।

23.গ্রিক জাতীয়তাবাদের উন্মেষে হেটাইরিয়া ফিলকের বিশেষ ভূমিকা ছিল । 

24.কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র । 

25.জাতিসংঘের পতন হয় 1946 খ্রিস্টাব্দে ।

26.নেপোলিয়নকে ‘ দ্বিতীয় জাস্টিনিয়ান ’ বলা হয় । 

27.দ্বিতীয় আলেকজান্ডারকে ‘ মুক্তিদাতা জার ’ বলা হয় । 

28.হিটলারের ইহুদি নির্যাতন বিভাগের প্রধান ছিলেন আইখম্যান । 

29.আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত জেনেভায় ।

30.ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলার মেটারনিখ । 

31.লিজিয়ন অফ অনার ছিল ফরাসি বিপ্লবকালে প্রদত্ত উপাধি ।

32.মুসোলিনি নিজেকে ‘ ফ্যুয়েরার ' বলে ঘোষণা করেন ।

33.রোবসপিয়রের শাসনকাল ' শ্বেত সন্ত্রাস ' নামে পরিচিত । 

34.NATO'- এর পুরো কথা হল – North Atlantic Treaty Organization।

35.ডুমা ' জার্মানির আইনসভার নাম ।

36.ফরাসি যাজক সম্প্রদায় রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত ।

37.স্পেনের গৃহযুদ্ধকে ‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া ' বলা হয় ।

38.ম্যাৎসিনি ছিলেন পিডমন্ট - সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ।

39.প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ' সেরাজেভো হত্যাকাণ্ড । 

40.ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য , মৈত্রী ও স্বাধীনতা । 

41.জার্মানি , ইটালি ও জাপানকে নিয়ে গড়ে উঠেছিল অক্ষশক্তি।

42.বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন পঞ্চদশ লুই । 

43.ইউরোপের রুগ্ণ মানুষ ' বলা হয় তুরস্ককে । 

44.অন্ধকারাচ্ছন্ন মহাদেশ ’ বলা হয় আফ্রিকাকে।



No comments:

Post a Comment