Wednesday, May 21, 2025

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী, বিষয় :- বাংলা (B01/20)

পূর্নমান :۔ ২৫; সময় :۔  ২৫ মিনিট 

১) মেজো বাবুর মেয়ের বিয়েতে বাই আসছে ---- (a) কলকাতা (b) বোম্বাই  (c) বেনারস  (d) রাজস্থান থেকে। 

২) মোজাবাবুর মেয়ের বিয়ে۔۔۔(a) রবিবার(b) মঙ্গলবার (c) শুক্রবার (d) সোমবার।

৩) মোক্তার মহাশয় ইকো টানছিলেন-۔۔ (a) বৈঠকখানার বারান্দায় দাঁড়িয়ে (b) শয়নকক্ষের মধ্যে শয্যার শায়িত অবস্থায় (c) বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে (d) বাগানে আরামকেদারায় বসে। 

৪) পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রামের---- (a) ব্যবসায় ক্ষতি হবে (b) শরীর খারাপ হবে (c) মানসম্মান খোয়া যাবে (d) কাছারি কামাই হবে।

৫) মোক্তারি করতে এসে জয়রাম বাসা ভাড়া নেন --- (a)তেরো টাকা (b) তেরো সিকায় (c) তেত্রিশ টাকায় (d) আট সিকেয় ।

৬) বিয়েবাড়ি গেলে কোন্ কোন্ বার জয়রাম মোক্তারের কাছারি কামাই হবে? --- (a) শনি-রবি (b) বুধ-বৃহস্পতি (c) মঙ্গল-বুধ (d) সোম-মঙ্গল।

৭) মঙ্গলা গাই প্রসব করেছে একটি--- (a) এঁড়ে বাছুর (b) বকনা বাছুর (c) অন্ধ বাছুর (d) কালো বাছুর।

৮) আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল ---  (a) পাঁচ টাকা (b) সাত টাকা (c) নয় টাকা (d) দশ টাকা।

৯) বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১০) "দাদামশায় আদর যাবার সময় কাঁদছিল।"- কথাটি বলেছিল- -- (a) ভৃত্য (b) বন্ধুগণ (c) বাড়ির বালকগণ

(d) কল্যাণী।

১১)  বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১২) কত পথ অতিক্রম করার পর আদরিণী পীড়া বোধ করেছিল? --- (a) তিন ক্রোশ (b) চার ক্রোশ (c) পাঁচ ক্রোশ (d) সাত ক্রোশ।

১২) যেসকল জমিদারদের কাছে হাতি ছিল, তারা শহর থেকে কত দূরে অবস্থান করতেন? --- (a) পাঁচ ক্রোশ

(b) এক ক্রোশ (c) ছয়-সাত ক্রোশ (d) দুই-তিন ক্রোশ।

১৩) জয়রাম প্রেরিত লোকটি হাতির খবর নিয়ে ফিরে আসে- (a) রাত্রি তিন প্রহরে (b) রাত্রি দুই প্রহরে

(c) দ্বিপ্রহরে (d) কোনোটিই নয়।

১৪)  মাদী হাতিটি কার? --- (a) রাধাচরণ লাহিড়ীর (b) রামতনু লাহিড়ীর (c) উমাচরণ লাহিড়ীর (d) রমাচরণ লাহিড়ীর।


১৫)  উমাচরণ লাহিড়ীর নিবাস- ---- (a) পীরগঞ্জে (b) মতিগঞ্জে (c) নিশিপুরে  (d) বীরপুরে।

১৬) উমাচরণ লাহিড়ী তাঁর মাদী হাতিটির কত টাকা দাম হাঁকিয়েছিলেন? --- (a) পাঁচ হাজার টাকা (b) দু হাজার টাকা (c) এক হাজার টাকা (d) তিন হাজার টাকা।

১৭) হাতির সঙ্গে কাকে পাঠানোর নির্দেশ দেন জয়রাম মোক্তার? --- (a) ঘোড়ার গাড়ি  (b) বিশ্বাসী কর্মচারীকে (c) কর্মঠ কর্মচারীকে (d) আরও একটি হাতিকে।

১৮)  পত্রানুসারে ব্যথা হয়েছিল আদরিণীর--- (a) পেটে (b) পায়ে (c) গায়ে (d) পিঠে।

১৯)  সমস্তরাত্রি আদরিণীর চিকিৎসা করেছিল--- (a) মধ্যমপুত্র (b) মাহুত (c) বৈদ্য (d) পশুচিকিৎসক।

২০)  মধ্যমপুত্রের লেখা পত্রে আমবাগানের নিকটেই জমি বন্দোবস্তের কথা --- (a) আদরিণীর শোওয়ার ব্যবস্থা করার জন্য (b) আদরিণীর শুশ্রুষা করার জন্য (c) আদরিণীর আহার পরিবেশন করার জন্য (d) আদরিণীর মৃত্যু হলে তার শবদেহ প্রোথিত করবার জন্য।

২১)  জয়রাম মোক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কীসের বন্দোবস্ত করা হল? --- (a) মোটর গাড়ির (b) পালকির (c) ঘোড়ার গাড়ির (d) গোরুর গাড়ির।

২২) আদরিণীর অসুস্থতার খবর আসার পর জয়রামকে বহুকষ্টে কী খাওয়ানো হয়েছিল?  --- (a) জল (b) সিদ্ধভাত (c) দুধ (d) ওষুধ।

২৩) ঘোড়ার গাড়ি কখন ছাড়ল? --- (a) রাত্রি দশটায় (b) রাত্রি এগারোটায় (c) সকাল দশটায় (d) দ্বিপ্রহরে।

২৪)  পীড়িত আদরিণীকে দেখতে জয়রামের সঙ্গে গিয়েছিল--- (a) মধ্যমপুত্র (b) কনিষ্ঠপুত্র  (c) জ্যেষ্ঠ পুত্র (d) মাহুত।

২৫) জয়রাম মোক্তার গন্তব্যস্থানে পৌঁছোলেন--- (a) পরদিন বৈকালে (b) পরদিন প্রভাতে (c) পরদিন দুপুরে (d) পরদিন সন্ধ্যায়।

বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী, বিষয় :- বাংলা (B03/20)

পূর্নমান :۔ ২৫ ; সময় :۔  ২৫ মিনিট 

1. "যে তোয়াকে শিখিয়াছে.... এখানে কী শেখানোর কথা বলা হয়েছে? --- (a) হিংসা-হানাহানি (b) দখলের কথা (c) মিলেমিশে থাকতে (d) এক হয়ে যেতে।

2.  "জেনো সে ধমই নয়.... ধর্ম না হলে, তা আসলে কী? --- (a) সামাজিকতা (b) দখলের কথা (c) স্বদেশ ভাবনা (d) প্রাতিষ্ঠানিকতা।

3. যা আমাদের দখলের কথা শেখায়, তা আসলে কী নয়? --- (a) সত্য নয় (b) জ্ঞান নয় (c) ধর্ম নয় (d) বুদ্ধি নয়।

4.  পাঠ্য 'অন্ধকার লেখাগুচ্ছ' কবিতায় 'ধর্ম' শব্দটি কত বার ব্যবহূত হয়েছে? --- (a) ৯ বার (b) ১০ বার (c) ১১ বার (d) ১২ বার।

5. ধর্ম কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল? --- (a) উচ্চশিক্ষার বিকাশ (b) নতুন পতাকা (c) নতুন দেশ আবিষ্কার (d) সত্যের বয়ান।

6. ধর্ম আজও ভন্মের চরিত- কবিতা অনুসারে ভস্মের চরিত লেখা কার  ধর্ম?--- (a) জলের (b) বাতাসের (c) আলোর (d) আগুনের।

7.  ধর্ম কবিতা অনুসারে আইনস্টাইনের ধর্ম কী? ---- (a) দিগন্ত পেরোনো  (b) নতুন পতাকা (c) নতুন দেশ আবিষ্কার (d) সত্যের বয়ান।

8. বিবৃতি ১: কবিরের ধর্ম দিগন্ত সত্যের বয়ান।

বিবৃতি ২: প্রকৃত ধর্মের পথ অপব্যয় শেখায়।

(a) বিবৃতি ১ ও বিবৃতি ২ সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পরবিরোধী (b) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ হল বিবৃতি ১-এর কারণ (c) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল (d) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ।

9.  রসোগোল্লার হাড়ি হাতে এসে দাড়ায় --- (a) জয়রাম (b) মাহূত (c) জ্যেষ্ঠ পুত্রবধু (d) ভৃত্য । 

10. ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) ভ্যান গঘ (a) চিত্রশিল্পী 

(ii ) লোরকা (b) কবি 

(iii ) আইনস্টাইন (c) রাজনৈতিক ব্যাক্তিত্ব

(iv ) লেনিন (d) বিজ্ঞানী 

(a) I-c, ii -b,  iii -a, iv -d  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - a,  ii - b iii -d,  iv -c (d) i - b,  ii - a,  iii -c, iv -d .

11. কল্যানীর হবু পাত্র পড়াশুনা করে --- (a) যশোর কলেজে (b) রাজশাহী কলেজে (c) মাথাভাঙা কলেজে (d) দিনহাটা কলেজে।

12. কথায় বলে ব্রহ্মবাক্য _______। (a) দেববাক্য (b) বেদবাক্য  (c) গীতাবাক্য (d) অমরবাক্য।

13. ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) পুস্পক রথ (a) মরুপথ 

(ii ) পহ্মীরাজ (b) আকাশ পথ 

(iii ) সপ্তডিঙা (c) জলপথ 

(iv ) উট (d) তেপান্তর 

(a) I-c, ii -b,  iii -a, iv -d  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - b,  ii - d, iii -c, iv -a  (d) i - b,  ii - a,  iii -d, iv -c .

14. কবিতায় উক্ত মন্ত্রপূতঃ অসি-র নাম রাখা হয়েছে--- (a) ভালোবাসা (b) অভিলাষ (c) মনোবাসনা (d) মনোবাখা।

15.  বিক্রির জন্য আদরিণীকে  কোন্ মেলাপ্রথমেয় পাঠানোর পরিকল্পনা করা হয় --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

16.   (i) রক্তে কবি রাজপুত্র নন। 

(ii) কবির জননী ছিলেন সুয়োরানী।

(iii) কবি দিগবিজয়ে যাবেন।

(iv) কথকের বিশেষ কোন অস্ত্রশস্ত্র ছিল না।

বিকল্পসমূহ:

(a) (i)-সত্য, (ii)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iv)-সত্য

(b) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(c) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(d) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য।

17. গোরুর গাড়িতে পিরগঞ্জে যেতে সময় লাগবে --- (a) এক দিন  (b) দুই দিন (c) তিন দিন (d) এক সপ্তাহ।



18.  শাণিত ইস্পাত খন্ড - শাণিত শব্দের অর্থ হল --- (a) ধারালো (b) রক্তাত্ব (c) ভোতা (d) রঙিন।

19.  মরু পথে সেই হয় উট ' কে?--- (a) পহ্মীরাজ (b) সপ্তডিঙা (c) জাদুঅশ্ব (d) পুস্পক রথ।

20. দিগ্বিজয়ের রূপকথা' কবিতাটি কবে রচিত হয়? --- (a) ১৯৭৩ সালে (b) ১৯৭৪ সালে (c) ১৯৭৬ সালে (d) ১৯৭৮ সালে।

21. 'দিগ্বিজয়ের রূপকথা' কোন্ কাব্যের অন্তর্গত? --- (a) 'সারা পৃথিবীর কবিতা' (b) 'স্বাগত দেবদূত' (c) 'তুমি মনস্থির করো' (d) 'রক্তে আমি রাজপুত্র'।

22. আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে" - পুষ্পক কী? --- (a ) অশ্ব (b) ধনুক(c) রথ (d) দ্বীপ।

23.  পক্ষীরাজরূপে জাদু-অশ্ব কোথায় ঘুরে- ফেরে? --- (a) তেপান্তরে (b) অরণ্যে (c) মরুপথে  (d) আকাশপথে।

24. কবিতায় উত্ত জাদু-অশ্ব-এর নাম রাখা হয়েছে--- (a) বিশ্বাস (b) ভালোবাসা (c) প্রত্যাশা (d) ভরসা।

25. এই হৃদয়ের খাপে ভরা - হৃদয়ের খাপে কী ভরা আছে? --- (a) মন্ত্রপূত করচ (b) মন্ত্রপূত অসি (c) মন্ত্রপূত ইস্পাতখণ্ড (d) মন্ত্রপূত কবচকুণ্ডল।


Monday, May 5, 2025

Xii 3rd sem Bengali

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী, বিষয় :- বাংলা (B01/20)

পূর্নমান :۔ ২৫; সময় :۔  ২৫ মিনিট 

১) মেজো বাবুর মেয়ের বিয়েতে বাই আসছে ---- (a) কলকাতা (b) বোম্বাই  (c) বেনারস  (d) রাজস্থান থেকে। 

২) মোজাবাবুর মেয়ের বিয়ে۔۔۔(a) রবিবার(b) মঙ্গলবার (c) শুক্রবার (d) সোমবার।

৩) মোক্তার মহাশয় ইকো টানছিলেন-۔۔ (a) বৈঠকখানার বারান্দায় দাঁড়িয়ে (b) শয়নকক্ষের মধ্যে শয্যার শায়িত অবস্থায় (c) বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে (d) বাগানে আরামকেদারায় বসে। 

৪) পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রামের---- (a) ব্যবসায় ক্ষতি হবে (b) শরীর খারাপ হবে (c) মানসম্মান খোয়া যাবে (d) কাছারি কামাই হবে।

৫) মোক্তারি করতে এসে জয়রাম বাসা ভাড়া নেন --- (a)তেরো টাকা (b) তেরো সিকায় (c) তেত্রিশ টাকায় (d) আট সিকেয় ।

৬) বিয়েবাড়ি গেলে কোন্ কোন্ বার জয়রাম মোক্তারের কাছারি কামাই হবে? --- (a) শনি-রবি (b) বুধ-বৃহস্পতি (c) মঙ্গল-বুধ (d) সোম-মঙ্গল।

৭) মঙ্গলা গাই প্রসব করেছে একটি--- (a) এঁড়ে বাছুর (b) বকনা বাছুর (c) অন্ধ বাছুর (d) কালো বাছুর।

৮) আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল ---  (a) পাঁচ টাকা (b) সাত টাকা (c) নয় টাকা (d) দশ টাকা।

৯) বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১০) "দাদামশায় আদর যাবার সময় কাঁদছিল।"- কথাটি বলেছিল- -- (a) ভৃত্য (b) বন্ধুগণ (c) বাড়ির বালকগণ

(d) কল্যাণী।

১১)  বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১২) কত পথ অতিক্রম করার পর আদরিণী পীড়া বোধ করেছিল? --- (a) তিন ক্রোশ (b) চার ক্রোশ (c) পাঁচ ক্রোশ (d) সাত ক্রোশ।

১২) যেসকল জমিদারদের কাছে হাতি ছিল, তারা শহর থেকে কত দূরে অবস্থান করতেন? --- (a) পাঁচ ক্রোশ

(b) এক ক্রোশ (c) ছয়-সাত ক্রোশ (d) দুই-তিন ক্রোশ।

১৩) জয়রাম প্রেরিত লোকটি হাতির খবর নিয়ে ফিরে আসে- (a) রাত্রি তিন প্রহরে (b) রাত্রি দুই প্রহরে

(c) দ্বিপ্রহরে (d) কোনোটিই নয়।

১৪)  মাদী হাতিটি কার? --- (a) রাধাচরণ লাহিড়ীর (b) রামতনু লাহিড়ীর (c) উমাচরণ লাহিড়ীর (d) রমাচরণ লাহিড়ীর।


১৫)  উমাচরণ লাহিড়ীর নিবাস- ---- (a) পীরগঞ্জে (b) মতিগঞ্জে (c) নিশিপুরে  (d) বীরপুরে।

১৬) উমাচরণ লাহিড়ী তাঁর মাদী হাতিটির কত টাকা দাম হাঁকিয়েছিলেন? --- (a) পাঁচ হাজার টাকা (b) দু হাজার টাকা (c) এক হাজার টাকা (d) তিন হাজার টাকা।

১৭) হাতির সঙ্গে কাকে পাঠানোর নির্দেশ দেন জয়রাম মোক্তার? --- (a) ঘোড়ার গাড়ি  (b) বিশ্বাসী কর্মচারীকে (c) কর্মঠ কর্মচারীকে (d) আরও একটি হাতিকে।

১৮)  পত্রানুসারে ব্যথা হয়েছিল আদরিণীর--- (a) পেটে (b) পায়ে (c) গায়ে (d) পিঠে।

১৯)  সমস্তরাত্রি আদরিণীর চিকিৎসা করেছিল--- (a) মধ্যমপুত্র (b) মাহুত (c) বৈদ্য (d) পশুচিকিৎসক।

২০)  মধ্যমপুত্রের লেখা পত্রে আমবাগানের নিকটেই জমি বন্দোবস্তের কথা --- (a) আদরিণীর শোওয়ার ব্যবস্থা করার জন্য (b) আদরিণীর শুশ্রুষা করার জন্য (c) আদরিণীর আহার পরিবেশন করার জন্য (d) আদরিণীর মৃত্যু হলে তার শবদেহ প্রোথিত করবার জন্য।

২১)  জয়রাম মোক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কীসের বন্দোবস্ত করা হল? --- (a) মোটর গাড়ির (b) পালকির (c) ঘোড়ার গাড়ির (d) গোরুর গাড়ির।

২২) আদরিণীর অসুস্থতার খবর আসার পর জয়রামকে বহুকষ্টে কী খাওয়ানো হয়েছিল?  --- (a) জল (b) সিদ্ধভাত (c) দুধ (d) ওষুধ।

২৩) ঘোড়ার গাড়ি কখন ছাড়ল? --- (a) রাত্রি দশটায় (b) রাত্রি এগারোটায় (c) সকাল দশটায় (d) দ্বিপ্রহরে।

২৪)  পীড়িত আদরিণীকে দেখতে জয়রামের সঙ্গে গিয়েছিল--- (a) মধ্যমপুত্র (b) কনিষ্ঠপুত্র  (c) জ্যেষ্ঠ পুত্র (d) মাহুত।

২৫) জয়রাম মোক্তার গন্তব্যস্থানে পৌঁছোলেন--- (a) পরদিন বৈকালে (b) পরদিন প্রভাতে (c) পরদিন দুপুরে (d) পরদিন সন্ধ্যায়।

বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী, বিষয় :- বাংলা (B02/20)

পূর্নমান :۔ ৩০ ; সময় :۔  ৪৫ মিনিট 

১) মেজো বাবুর মেয়ের বিয়েতে খেমটা আসছে ---- (a) কলকাতা (b) বোম্বাই  (c) বেনারস  (d) রাজস্থান থেকে। 

২) ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) নগেন (a) উকিল 

(ii ) নরেশচন্দ্র (b) ডাক্তার

(iii )কুঞ্জবিহারী (c) মহারাজ 

(iv ) জয়রাম (d) মোক্তার

(a) I-c, ii -b,  iii -a, iv -d  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - a,  ii - c,  iii -b, iv -d (d) i - b,  ii - a,  iii -c, iv -d .

৩) মোক্তার মহাশয় ইকো টানছিলেন-۔۔ (a) বৈঠকখানার বারান্দায় দাঁড়িয়ে (b) শয়নকক্ষের মধ্যে শয্যার শায়িত অবস্থায় (c) বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে (d) বাগানে আরামকেদারায় বসে। 

৪) কথায় বলে ব্রহ্মবাক্য _______। (a) দেববাক্য (b) বেদবাক্য  (c) গীতাবাক্য (d) অমরবাক্য।

৫) মোক্তারি করতে এসে জয়রাম বাসা ভাড়া নেন --- (a)তেরো টাকা (b) তেরো সিকায় (c) তেত্রিশ টাকায় (d) আট সিকেয় ।

৬) বিয়েবাড়ি গেলে কোন্ কোন্ বার জয়রাম মোক্তারের কাছারি কামাই হবে? --- (a) শনি-রবি (b) বুধ-বৃহস্পতি (c) মঙ্গল-বুধ (d) সোম-মঙ্গল।

৭) জয়রাম হস্তি চেয়েছিল --- (a) বলবান  ও শক্তিশালী (b) সুবোধ ও শান্ত (c) সুবোধ ও কুশীল (d) সুবোধ ও সুশীল। 

৮) হাতি তোর গোদা পায়ে নাতি -- নাতি কথার অর্থ হল ---  (a) পদসেবন (b) নমস্কার (c) পদাঘাত (d) ময়লা।

৯) বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১০) হাতি তোর গোদা পায়ে নাতি- কথাটি বলেছিল- -- (a) ভৃত্য (b) বন্ধুগণ (c)  বালকগণ (d) কল্যাণী।

১১)  বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১২) ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) কল্যানীর বিবাহ (a) ১লা বৈশাখ 

(ii ) বামুন হাটের মেলা থেকে আদরিনীর প্রত্যাগমন (b) ১০ ই জ্যৈষ্ঠ 

(iii ) বামুনহাটের  মেলা (c) বৈশাখের প্রথমে 

(iv )কল্যানীর আশির্বাদ (d) চৈত্র সংক্রান্তিতে 

(a) I-c, ii -b,  iii -a, iv -d  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - a,  ii - c,  iii -b, iv -d (d) i - b,  ii - a,  iii -d, iv -c .

১২) যেসকল জমিদারদের কাছে হাতি ছিল, তারা শহর থেকে কত দূরে অবস্থান করতেন? --- (a) পাঁচ ক্রোশ

(b) এক ক্রোশ (c) ছয়-সাত ক্রোশ (d) দুই-তিন ক্রোশ।

১৩) ক স্তম্ত  খ স্তম্ভ 

(i) আদরিনীর ক্রয়মূল্য  (a) ৩০-৪০ টাকা 

(ii ) কল্যানীর বিয়ে খরচ (b) ১৫-২০ টাকা 

(iii ) হাতির মাসিক খরচ (c) ২০০০ টাকা 

(iv ) হাতির মাসিক ভাড়া (d) ২৫০০ টাকা 

(a) I-c, ii -d,  iii -a, iv -b  (b) i - b,  ii - c,  iii -a, iv -d  (c)  i - a,  ii - c,  iii -b, iv -d (d) i - b,  ii - a,  iii -c, iv -d .

১৪)  মাদী হাতিটি কার? --- (a) রাধাচরণ লাহিড়ীর (b) রামতনু লাহিড়ীর (c) উমাচরণ লাহিড়ীর (d) রমাচরণ লাহিড়ীর।

১৫)  জয়রাম মোক্তারের নিবাস (a) পীরগঞ্জে (b) মতিগঞ্জে (c) নিশিপুরে  (d) চৌধরীপাড়া।

১৬) জয়রাম মোক্তারের গায়ের রঙ আর একটু ফরসা হলে তাকে বলা যেত --- (a) কৃষ্ণবর্ণ (b) দুধসাদা (c) সুদর্শন (d) গৌরবর্ণ। 

১৭) হাতির সঙ্গে কাকে পাঠানোর নির্দেশ দেন জয়রাম মোক্তার? --- (a) ঘোড়ার গাড়ি  (b) বিশ্বাসী কর্মচারীকে (c) কর্মঠ কর্মচারীকে (d) আরও একটি হাতিকে।

১৮)  (i) পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, এই শুক্রবার দিন মেঝবাবুর মেয়ের বিয়ে।

(ii) সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের পাঁচশো টাকা জরিমানা হইয়াছিল।

(iii) বীরগ্রামের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে-এখনও বাচ্চা।

(iv) নূতন নিয়মে পাস করা শিক্ষিত মোক্তারে জেলাকোর্ট ভরিয়া গিয়াছে।

বিকল্পসমূহ:

(a) (i)-সত্য, (ii)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iv)-সত্য

(b) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(c) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য

(d) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য।

১৯)  সমস্তরাত্রি আদরিণীর চিকিৎসা করেছিল--- (a) মধ্যমপুত্র (b) মাহুত (c) বৈদ্য (d) পশুচিকিৎসক।

২০)  মধ্যমপুত্রের লেখা পত্রে আমবাগানের নিকটেই জমি বন্দোবস্তের কথা --- (a) আদরিণীর শোওয়ার ব্যবস্থা করার জন্য (b) আদরিণীর শুশ্রুষা করার জন্য (c) আদরিণীর আহার পরিবেশন করার জন্য (d) আদরিণীর মৃত্যু হলে তার শবদেহ প্রোথিত করবার জন্য।

২১)  জয়রাম মোক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কীসের বন্দোবস্ত করা হল? --- (a) মোটর গাড়ির (b) পালকির (c) ঘোড়ার গাড়ির (d) গোরুর গাড়ির।

২২) (i) জয়রাম মোক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র।

(ii) কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ দুই হাজার টাকা চায়।

(iii) পৌষ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা বসে।

(iv) ১লা জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলা মস্ মস্ করে আদরিণী ঘরে ফিরে আসল।

বিকল্পসমূহ:

(a) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা

(b) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা

(c) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা

(d) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য।

২৩) ঘোড়ার গাড়ি কখন ছাড়ল? --- (a) রাত্রি দশটায় (b) রাত্রি এগারোটায় (c) সকাল দশটায় (d) দ্বিপ্রহরে।

২৪)  (i) জয়রাম মুখোপাধ্যায় বাই খেমটা শোনার জন্য, মেজোবাবুর মেয়ের বিয়েতে যাবেন বলে ঠিক করেন।

(ii) জয়রাম মুখোপাধ্যায়ের রবিবারের আহ্নিক পূজা শেষ হল বেলা ৯ টায়।

(iii) জয়রাম মুখোপাধ্যায় ১৭০০ টাকা ব্যয় করে পাঁচ টাকার জরিমানার হুকুম রহিত করেন।

(iv) মহারাজ, জয়রামকে হাতির বদলে পালকি চড়ে আসতে বলেছিলেন।

বিকল্পসমূহ:

(a) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা

(b) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা

(c) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য

(d) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য।

২৫) জয়রাম মোক্তার গন্তব্যস্থানে পৌঁছোলেন--- (a) পরদিন বৈকালে (b) পরদিন প্রভাতে (c) পরদিন দুপুরে (d) পরদিন সন্ধ্যায়।

২৬) টপ্পা শব্দের অর্থ হল ۔۔۔ (a) ঝাপ (b) সংহ্মেপ (c) লাফ (d) গীতি। 

২৭)) সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন  ۔۔۔ (a) রামনিধী গুপ্ত (b) রামশঙ্কর ভট্টাচাৰ্য (c) রামপ্রসাদ মুখোপাধ্যায় (d) স্বপন কুমার রায়।

২৮) খেয়াল শব্দের অর্থ হল ۔۔۔ (a) যথেষ্ঠ (b) লাফ (c) যথেচ্ছাচার (d) গীতি।

২৯)) ভানুসিংহের পদাবলী কোন ভাষায় রচিত  ۔۔۔ (a) বাংলা (b) মৈথিলি (c) ব্রজবুলী  (d) রাজবংশী । 

৩০)) কীর্তনের অঙ্গ হল  ۔۔۔ (a) কথা (b)দোহা  (c) আখর (d) ছুট। 

(a) সবগুলি ঠিক (b) সবগুলি ভুল (c) ক, খ , গ ঠিক; ঘ ভুল  । (d) ক , খ ঠিক ; গ , ঘ ভুল ।

বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস :- দ্বাদশ শ্রেনী, বিষয় :- বাংলা (B01/20)

পূর্নমান :۔ ২৫; সময় :۔  ২৫ মিনিট 

১) মেজো বাবুর মেয়ের বিয়েতে বাই আসছে ---- (a) কলকাতা (b) বোম্বাই  (c) বেনারস  (d) রাজস্থান থেকে। 

২) মোজাবাবুর মেয়ের বিয়ে۔۔۔(a) রবিবার(b) মঙ্গলবার (c) শুক্রবার (d) সোমবার।

৩) মোক্তার মহাশয় ইকো টানছিলেন-۔۔ (a) বৈঠকখানার বারান্দায় দাঁড়িয়ে (b) শয়নকক্ষের মধ্যে শয্যার শায়িত অবস্থায় (c) বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে (d) বাগানে আরামকেদারায় বসে। 

৪) পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রামের---- (a) ব্যবসায় ক্ষতি হবে (b) শরীর খারাপ হবে (c) মানসম্মান খোয়া যাবে (d) কাছারি কামাই হবে।

৫) মোক্তারি করতে এসে জয়রাম বাসা ভাড়া নেন --- (a)তেরো টাকা (b) তেরো সিকায় (c) তেত্রিশ টাকায় (d) আট সিকেয় ।

৬) বিয়েবাড়ি গেলে কোন্ কোন্ বার জয়রাম মোক্তারের কাছারি কামাই হবে? --- (a) শনি-রবি (b) বুধ-বৃহস্পতি (c) মঙ্গল-বুধ (d) সোম-মঙ্গল।

৭) মঙ্গলা গাই প্রসব করেছে একটি--- (a) এঁড়ে বাছুর (b) বকনা বাছুর (c) অন্ধ বাছুর (d) কালো বাছুর।

৮) আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল ---  (a) পাঁচ টাকা (b) সাত টাকা (c) নয় টাকা (d) দশ টাকা।

৯) বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১০) "দাদামশায় আদর যাবার সময় কাঁদছিল।"- কথাটি বলেছিল- -- (a) ভৃত্য (b) বন্ধুগণ (c) বাড়ির বালকগণ

(d) কল্যাণী।

১১)  বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন্ মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? --- (a) পীরগঞ্জের মেলায় (b) রসুলগঞ্জের মেলায় (c) বীরপুরের মেলায় (d) করিমগঞ্জের মেলায়।

১২) কত পথ অতিক্রম করার পর আদরিণী পীড়া বোধ করেছিল? --- (a) তিন ক্রোশ (b) চার ক্রোশ (c) পাঁচ ক্রোশ (d) সাত ক্রোশ।

১২) যেসকল জমিদারদের কাছে হাতি ছিল, তারা শহর থেকে কত দূরে অবস্থান করতেন? --- (a) পাঁচ ক্রোশ

(b) এক ক্রোশ (c) ছয়-সাত ক্রোশ (d) দুই-তিন ক্রোশ।

১৩) জয়রাম প্রেরিত লোকটি হাতির খবর নিয়ে ফিরে আসে- (a) রাত্রি তিন প্রহরে (b) রাত্রি দুই প্রহরে

(c) দ্বিপ্রহরে (d) কোনোটিই নয়।

১৪)  মাদী হাতিটি কার? --- (a) রাধাচরণ লাহিড়ীর (b) রামতনু লাহিড়ীর (c) উমাচরণ লাহিড়ীর (d) রমাচরণ লাহিড়ীর।


১৫)  উমাচরণ লাহিড়ীর নিবাস- ---- (a) পীরগঞ্জে (b) মতিগঞ্জে (c) নিশিপুরে  (d) বীরপুরে।

১৬) উমাচরণ লাহিড়ী তাঁর মাদী হাতিটির কত টাকা দাম হাঁকিয়েছিলেন? --- (a) পাঁচ হাজার টাকা (b) দু হাজার টাকা (c) এক হাজার টাকা (d) তিন হাজার টাকা।

১৭) হাতির সঙ্গে কাকে পাঠানোর নির্দেশ দেন জয়রাম মোক্তার? --- (a) ঘোড়ার গাড়ি  (b) বিশ্বাসী কর্মচারীকে (c) কর্মঠ কর্মচারীকে (d) আরও একটি হাতিকে।

১৮)  পত্রানুসারে ব্যথা হয়েছিল আদরিণীর--- (a) পেটে (b) পায়ে (c) গায়ে (d) পিঠে।

১৯)  সমস্তরাত্রি আদরিণীর চিকিৎসা করেছিল--- (a) মধ্যমপুত্র (b) মাহুত (c) বৈদ্য (d) পশুচিকিৎসক।

২০)  মধ্যমপুত্রের লেখা পত্রে আমবাগানের নিকটেই জমি বন্দোবস্তের কথা --- (a) আদরিণীর শোওয়ার ব্যবস্থা করার জন্য (b) আদরিণীর শুশ্রুষা করার জন্য (c) আদরিণীর আহার পরিবেশন করার জন্য (d) আদরিণীর মৃত্যু হলে তার শবদেহ প্রোথিত করবার জন্য।

২১)  জয়রাম মোক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কীসের বন্দোবস্ত করা হল? --- (a) মোটর গাড়ির (b) পালকির (c) ঘোড়ার গাড়ির (d) গোরুর গাড়ির।

২২) আদরিণীর অসুস্থতার খবর আসার পর জয়রামকে বহুকষ্টে কী খাওয়ানো হয়েছিল?  --- (a) জল (b) সিদ্ধভাত (c) দুধ (d) ওষুধ।

২৩) ঘোড়ার গাড়ি কখন ছাড়ল? --- (a) রাত্রি দশটায় (b) রাত্রি এগারোটায় (c) সকাল দশটায় (d) দ্বিপ্রহরে।

২৪)  পীড়িত আদরিণীকে দেখতে জয়রামের সঙ্গে গিয়েছিল--- (a) মধ্যমপুত্র (b) কনিষ্ঠপুত্র  (c) জ্যেষ্ঠ পুত্র (d) মাহুত।

২৫) জয়রাম মোক্তার গন্তব্যস্থানে পৌঁছোলেন--- (a) পরদিন বৈকালে (b) পরদিন প্রভাতে (c) পরদিন দুপুরে (d) পরদিন সন্ধ্যায়।

Our Casuarina Tree

Vivekananda Coaching Centre

Verse :- Our Casuarina Tree.

Class:- Xii, Sub:- English (B)

Prepared by :- Swapan Kumar Ray (M.A, B.ED)

A. Choose the correct answer :-

1) The name of the siblings of the poet are --- (a) Aru and Abju (b) Apu and Anu (c) Anu and Minu (c) Aru and Apu (d) Manu and Anu.

Ans:-

2) '' Like a huge Python '' --- here ' Python ' refers to --- (a) a tree (b) a bird  (c) a snake (d) a creeper. 

Ans:-

3. The giant wears the scarf --- here the giant refers to --- (a) the Python (b) the creeper (c) the tree (d) the beast.

Ans:-

4. The giant wears the scarf -- here scarf means --- (a) a squire piece of cloth (b) a creeper (c) blanket (d) branches.

Ans:-

5. The giant wears the scarf ---- (a) happily (b) pleasantly (c) gallantly (d) sadly.

Ans:-

6. The trunk of the tree is --- (a) rugged (b) smooth (c) leprosy (d) soft.

Ans:-

7. In the poem ' Our Casuarina Tree ' which season is mentioned ---- (a) summer (b) autumn (c) winter (d) spring. 

Ans:-

8. The tree mentioned in the poem is --- (a) mango tree (b) Neem tree (c) Banayan tree (d) Casuarina tree.

Ans:-

9. ' Our Casuarina Tree' is taken from ---- (a) Ancient Ballads and Legends of Hindustan (b) Tales of ancient Hindustan  (c) Tales of Modern India (c) Hiistory of Modern India (d) Bartoman Bharat.

Ans:-

10. ' And flowers are hung' -- the color of the flowers is --- (a) red (b) crimson (c) blue (d) white.

Ans:-


11. Crimson means --- (a) red (b) deep red (c) light red (d) pink.

Ans:- 

12. ' Where on all day are gathered ' --- (a) bees (b) birds (c) both (d) none of the above. 

Ans:-

13. Who  sits like  statue--- (a) white baboon (b) black baboon (c) red baboon (d) grey baboon.

Ans:-

14. Baboon sits statue-like alone Watching --- (a) the sunrise (b) the sunset (c) natural scenery (d) poet's house.

Ans:- 

15. Who is the speaker in the poem? --- a) A gardener tending the Casuarina tree b) A bird singing in the branches of the tree c) A person reminiscing about childhood memories under the tree d) A traveler admiring the beauty of the tree.

Ans:- 

16. What feeling(s) does the speaker associate with the Casuarina tree? --- a) Fear and danger b) Indifference and boredom c) Comfort, security, and happy memories d) Loneliness and isolation.

Ans:- 

17. What is the tone of the poem "Our Casuarina Tree"? --- a) Angry and resentful b) Sarcastic and mocking c) Bittersweet and nostalgic d) Playful and lighthearted.

Ans:- 

18. The poet's casement is wide open thrown at ---(a) morning (b) evening (c)  dawn (d) afternoon. 

Ans:-

19. And far and near kokilas hail --- (a) the poet (b) the morning (c) the day (d) the sun.

Ans:-

20. And far and near kokilas hail the day at --- (a) morning (b) evening (c) night (d) afternoon.

Ans:-

21. According to the poet the summit of the tree reached --- (a) clouds (b) moon (c) sun (d) stars.

Ans:-

22. How many stanzas in the poem ' Our Casuarina Tree' ---- (a) two (b) five (c) six (d) seven.

Ans:-

23. What is the rhyme scheme of each stanza in the poem ' Our Casuarina Tree ' --- (a) aabb ccdd eee (b) abba cddc eee (c) abcd abcd efg (d) abbb cddd eff.

Ans:-

24. sleepy cows are going towards --- (a) garden (b) pastures (c) farmhouse (d) field. 

Ans:-

25. What hangs from the branches of the tree ? --- (a) leaves (b) twigs (c) flowers (d) fruits. 

Ans:-

26. The grey baboon sits on the top of the tree like --- (a) statue (b) doll (c) thief (d) soldier. 

Ans:-

27. And far and near --------- hail the day. --- (a) parrots (b) crows (c) kokilas (d) coocks. 

Ans:-

28. Casuarina tree is dear to the poet at --- (a) mind (b) soul (c) head (d) none.

Ans:-

29. The shadow of Casuarina tree falls on --- (a) top of the house (b) water tank (c) field (d) river water.

Ans:-

30. The water-lilies spring, like --- (a)  snow enmassed (b) clouds (c) grey mist (d) thick smoke. 

Ans:- 

31. Deathless trees are seen at --- (a) India (b) France (c) Italy (d) Borrowdale. 

Ans:-

32. Borrowdale is --- (a) a lake in England (b) a hill in England (c) a valley in England (d) a river in England.

Ans:- 

33. In Borrowdale the name of the deathless tree is --- (a) Yew tree (b) Casuarina tree (c) Banayan tree (d) Mango tree.

Ans:-

34. The sublime form of the tree rises in ----(a) Poet's heart (b) poet's inner vision (c) poet's behind (d) poet's memory.

Ans:- 

35. O Tree, as in my happy ------- I saw thee. ---(a) memory (b) prime (c) wish (d) thinking.

Ans:-

36. O Tree, as in my happy prime I saw thee. Here 'Thee' means --- (a) I (b) You (c) there (d) they.

Ans:-

37. O Tree, as in my happy prime I saw thee --- here ' Thee' refers to --- (a) the poet (b) the verse (c) the Casuarina tree (d) the motherland.

Ans:-

38. Who gently kissed the classic shore ? --- (a) waves (b) water (c) sea fish (c) sheltered bay.

Ans:-


39. 'Beloved of those Who now in blessed sleep'. --- blessed sleep indicate ---- (a) rest (b) death (c) play (d) sweet sleep.

Ans:-

40. 'Beloved of those Who now in blessed sleep' --- here beloved refers to --- (a) the poet's friends (b) the poet's siblings (c) poet's parents (d) the birds and bees.

Ans:-

 41. On the trunk the creeper made --- (a) deep hole (b) deep scars (c) deep mark (d) deep symbols.

Ans:- 

42. Creeper's embraces bound no other tree could --- (a) grow (b) live (c) death (d) stronger.

Ans:- 

43. Borrowdale is situated in --- (a) America (b) India (c) England (d) Russia.

Ans:- 

44. The ------ gently kiss the shore. --- (a) dog (c) poet (c) tide (d) wave.

Ans:- 

45. Whose puny off spring leap and play ? --- (a) cows (b) Kokilas (c) Baboon's (d) Birds.

Ans:- 

46. The poet's eyes blinded by --- (a) hot water (b) hot coal (c) hot tear (d) big towel.

Ans:-

47.The garden overflows With one --- (a) sweet song (b) sweet air (c) sweet dream (d) none.

Ans:- 

48.The garden overflows With one sweet song at --- (a) dawn (b) afternoon (c) night (d) midnight. 

Ans:- 

49.The Baboon is seen in --- (a) summer (b) winter (c) autumn (d) spring.

Ans:- 

50. '. Our Casuarina Tree' is published in --- (a) 1875 (b) 1881 (c) 1899 (d) 1902.

Ans:- 

B. Fill in the blanks :-

51. When first my ------- is wide open thrown. ---- (a) door (b) window (c) gate (d) casement. 

Ans:- 

52. Like a -------- Python, winding round and round. ---- (a) small (b) short (c) long (d) huge.

Ans:- 

53. Up to its very summit near the ---------. ----- (a) moon (b) sun (c) stars (d) clouds.

Ans:- 

54. Up to its very ---------  near the stars. ---- (a) close (b) summmit (c) top (d) distance. 

Ans:- 

55. But ------ The giant wears the scarf. ---- (a) softly (b) quickly (c) gallantly (d) badly. 

Ans:-

56. O sweet ------- , loved with love intense. ---- (a) friends (b) tree (c) companions (d) dream.

Ans:- 

57. Blent with your -------- , it shall arise In memory. ---- (a) pictures (b) shape (c) images (d) shadow. 

Ans:- 

58. till the hot -------  blind mine eyes! --- (a) tears (b) water (c) towels (d) anger. 

Ans:-

59. And oft at nights the -------  overflows With one sweet song. ---- (a) house (b) garden (c) place (d) pond. 

Ans:-

60. Beneath it we have played; though years may ------- . ---- (a) passed (b) roll (c) stay (d) gone.

Ans:- 

61. The sweet song of ------- fills the garden at night. ---- (a) bees (b) birds (c) darkling (d) dark.

Ans:-

C. Assertion - Reasoning Type.

62. .Assertion(A) :- Bird and bee are gathers around the tree. 

Reason(R):- Flowers are hung In crimson clusters all the boughs among.

(a) both A and R are true and R is not the correct explanation of A.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:- 

63. .Assertion(A) :-  Up to Casuarina tree  very summit near the stars . 

Reason(R):- The Casuarina tree is very big.

(a) both A and R are true and R is not the correct explanation of A.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:- 

64. .Assertion(A) :-  The poet's eyes delighted on it rest. 

Reason(R):- The tree is very magnificent and the weather is very fine.

(a) both A and R are true and R is not the correct explanation of A.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:- 

65. .Assertion(A) :- The poet's eyes delighted on it rest. 

 Reason(R):- The tree remainds her happy childhood memory. 

(a) both A and R are true and R is not the correct explanation of A.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:- 

66. .Assertion(A) :- The tree shall be ever dear to the poet. 

Reason(R):- Beneath it the poet played with her siblings.

(a) both A and R are true and R is not the correct explanation of A.

(b) A is correct but R is false.

(c) A is false but R is true.

(d) both A and R are true and R is the correct explanation of A.

Ans:- 

D. True - False Type:- 

67. (i) Kokilas hail the day at evening. 

(ii) The sleepy cows went to their pastures. 

(iii) A gray baboon sits on the lower branches of the tree. 

(iv) The grey baboon sits like a statue. 

 (a) I- T, II- T, III- F, IV- F (b) I- T, II- F, III- T, IV- F (c) I- F, II- T, III- F, IV-T (d) I- F, II- F, III- T, IV- T.

Ans:- 

68. (i) It shall arise In memory, till the hot tears blind her eyes!

(ii) Far and near kokilas hail the day.

(iii) The poet has heard that wail  In own motherland.

 (iv) The water-lilies spring, like snow enmassed.

 (a) I- T, II- T, III- F, IV- F (b) I- T, II-T, III-F, IV-T  (c) I- F, II- T, III- F, IV-T (d) I- F, II- F, III- T, IV- T.

Ans: -

69. (i) A creeper climbs like a Python. 

(ii) The boughs have blue clusters of flowers.

(iii) The doves hail  the day. 

(iv) The baboon sits like a statue on the top of the tree.

(a) I- T, II- T, III- F, IV- F (b) I- T, II-T, III-F, IV-T  (c) I- F, II- T, III- F, IV-T (d) I- T, II-F, III-F, IV-T.

Ans: 

70. Identify the false statement :- 

(a)  The tree shadow falls on the tank. 

(b) The beloved siblings are all now in alive. 

(c) The sleepy cows went to their pastures in the morning.

(d) The Casuarina tree is dearer to the poet.

Ans: -

71. Identify the false statement :- 

(a) In Borrowdale there are deathless tree. 

(b) Yew trees are seen in Borrowdale .

(c)Borrowdale is a hill in England. 

(d) William Wordsworth mentioned this tree in his poem.

Ans: -

72. Identify the false statement :- 

(a) The poet heared it's music in Frence or Italy.

(b) The music rose in her inner vision.

(c) The poet  saw thee, in her  own loved native clime.

(d)  The waves gently called the classic shore.

Ans: -

E. Rearrangement of sentence:- 

73.Re arrangement the statements:- 

I.  it shall arise In memory, till the hot tears blind the poet's  eyes!

II. It is the tree's lament, an eerie speech. 

III. The poet has heard that wail far, far away In distant lands.

IV. The poet saw thee, in her own loved native clime.

(a) III, I, II,  IV (b) I,  III, II, IV (c) III,I,IV,II (d) I, II,  III, IV.

Ans:- 

74. Re arrangement the statements:- 

I. That would thy beauty fain, oh fain rehearse. 

II. The poet saw thee, in her own loved native clime. 

III. The waves gently kissed the classic shore. 

IV.  The poet has heard that wail far, far away In distant lands. 

(a) I, II, III, IV (b) IV, III, II, I (c) I, II, IV, III , (d) III,IV,I,II.

Ans: -

75.Re arrangement the statements:- 

I. Kokilas hail the day. 

II. Sleepy cows went to their pastures. 

III. The water lilies spring, like snow enmassed. 

IV. A grey baboon sits statue like alone. 

(a) III, I, II,  IV (b) IV, I, II, III  (c) III,I,IV,II (d) I, IV, III, II.

Ans: -

76.Re arrangement the statements:- 

I. A grey baboon sits statue like alone. 

II. A grey baboon is watching the sunrise.

III. The poet's  casement is wide open thrown at dawn. 

IV. The poet's eyes delighted on it's rest. 

(a) III, I, II,  IV (b) III,II,I,IV (c) III,IV, I, II (d) I, IV, III, II.

Ans: -

77.Re arrangement the statements:- 

I. The giant wears the scarf.

II. All day birds and Bees are gathered. 

III. Crimson flowers are hung.

IV. At night the garden overflows with the sweet song.

(a) III, I, II,  IV (b) I, III, II, IV  (c) III,I,IV,II (d) I, IV, III, II.

Ans: -

F. Column Maching:- 

78. 

A B

(a) hail the day (i) puny.

(b) Watching sunrise  (ii) Kokilas.

(c) Gathering  (iii) Birds and Bees.

(d) Leap about and play (iv) Baboon.

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(ii) (d)-(i)

(d)(a)-(ii) (b)-(iv )  (c)-(iii) (d)-(i )

Ans: -

79.

A

B


(a) Giant 

(i) flower 

(b) scarf. 

(ii) creeper 

(c) crimson 

(iii) tree.

(d) cow 

(iv) pastures.


 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(i) (d)-(iii)

(d)(a)-(iii) (b)-(ii)  (c)-(i) (d)-(iv )

Ans: -

80.

A

B

(a) Summit  

(i) meadow.

(b) Swoon  

(ii) Faint.

(c) curse 

(iii) peak.

(d) Pastures

(iv) Damn.

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(ii )  (c)-(iv) (d)-(i)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(ii) (d)-(i)

(d)(a)-(ii) (b)-(iii )  (c)-(i) (d)-(iv )

Ans: -

81.

A

B

(a) Summit  

(i) A land covered with grass.

(b) Swoon  

(ii) Faint from extreme emotion.

(c) curse 

(iii) The highest point of a hill.

(d) Pastures

(iv) offensive word in anger.

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(ii )  (c)-(iv) (d)-(i)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(ii) (d)-(i)

(d)(a)-(ii) (b)-(iii )  (c)-(i) (d)-(iv )

Ans: -

82. 

A B

(a) crimson  (i) rough.

(b) rugged (ii) deep red.

(c) gallantly   (iii) bunch.

(d) clusters  (iv) in a brave manner. 

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(ii)  (b)-(i)  (c)-(iv) (d)-(iii)

(d)(a)-(ii) (b)-(iv )  (c)-(iii) (d)-(i )

Ans: -

83. 

A B

(a) eerie  (i) repeat.

(b) rehearse  (ii) a state of rest. 

(c) repose (iii) strange and frightening.

(d) sublime (iv) Joyous. 

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(ii) (d)-(i)

(d)(a)-(ii) (b)-(iv )  (c)-(iii) (d)-(i )

Ans: -

84. 

A B

(a) Skeleton  (i) terror.

(b) fear   (ii) bone.

(c) hope (iii) discolored. 

(d) pale (iv) desire.

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(ii) (d)-(i)

(d)(a)-(ii) (b)-(i )  (c)-(iv) (d)-(iii )

Ans: -

G.Identify the figure of speech.

85. Identify ' Simile' from the given figure of speech ---

(a) The water lilies spring, like snow enmassed.

(b) The giant wears the scarf.

(c) It is the tree's lament.

(d) A form sublime.

Ans:- 

86. Identify ' personification ' from the given figure of speech ---

(a) The water lilies spring, like snow enmassed.

(b) The giant wears the scarf.

(c) It is the tree's lament.

(d) A form sublime.

Ans:- 

87. Identify ' Metaphor ' from the given figure of speech ---

(a) The water lilies spring, like snow enmassed.

(b) The giant wears the scarf.

(c) It is the tree's lament.

(d) A form sublime.

Ans:- 

88. Identify ' Symbolism ' from the given figure of speech ---

(a) The water lilies spring, like snow enmassed.

(b) The giant wears the scarf.

(c) It is the tree's lament.

(d) A form sublime.

Ans:- 

89. Identify ' Simile' from the given figure of speech ---

(a) Like a huge Python,  winding round and round.

(b) The giant wears the scarf.

(c) It is the tree's lament.

(d) A form sublime.

Ans:-

90. Identify ' Personification ' from the given figure of speech ---

(a) Like a huge Python,  winding round and round.

(b) The giant wears the scarf.

(c) a grey baboon sits statue like alone.

(d) A form sublime.

Ans:-

91. Identify ' Personification ' from the given figure of speech ---

(a) Like a huge Python,  winding round and round.

(b) The giant wears the scarf.

(c) The waves gently kissed the classic shore.

(d) A form sublime.

Ans:-

92. Identify ' Alliteration ' from the given figure of speech ---

(a) Like a huge Python,  winding round and round.

(b) A creeper climbs, in whose embraces bound.

(c) The waves gently kissed the classic shore.

(d) A form sublime.

Ans:-

Strong roots 3rd sem

VIVEKANANDA COACHING CENTRE 

TUTOR : -SWAPAN KUMAR RAY ( M.A, B.ED )

 PROSE : -STRONG ROOTS 

A. complete each of the following sentences , choosing the correct option from the alternatives provided : 

1 ) APJ Abdul Kalam's autobiography is ---(a)  fire of wings (b) wings of fire  (c) Thank You Ma'am  (d) The Eyes Have It .

 Ans :-

2 ) APJ Abdul Kalam is wide known as a great --- (a)  president (b) politician (c)  businessman (d) scientist . 

Ans :-

3 ) APJ Abdul Kalam was a boy of --- (a) Tamil family (b) Telegu family (c)  Bengali family (d)  Marathi family . 

Ans :-

4 ) The family of Kalam was --- (a) rich (b) poor (c) middle class (d) upper class .

 Ans :-

5 ) " Wings of Fire " the autobiography of Dr APJ Abdul Kalam was written in --- (a) 1997 (b) 1998 (c) 1999 (d) 2000 .

  Ans :-

6 ) Kalam was born in the island town of --(a) Port Blair (b) Rameswaram (c) Andaman (d) Nicobor . 

Ans :-

7 ) Abdul Kalam's ancestral house was built in --- (a) mid 19th century (b)  late 19th century (c)  early 20th century (d) early 19th century .

 Ans : -

8 ) Abdul Kalam's ancestral house in Ramesharam , was on --- (a) Grand Street (b)  Lake Street (c)  Mosque Street (d) Charchinar Street . 

Ans :- 

9 ) Kalam's father would take him to the mosque for --- (a) dawn prayers (b) afternoon prayers (c) evening prayers (d) night prayers . 

Ans -

10 ) Kalam had a --- (a) secure childhood (b) insecure childhood (c)  problematic childhood (d) disturbed childhood.

Ans :-

 11 ) The name of the Kalam's mother was --- (a) Ashiana (b)  Ayushana (c)  Ashiamma (d) Avishana . 

Ans :-

12 ) one of the forebears of Kalam's mother was awarded by the British the title of -- Raibahadur / Bahadur / Padmashree / Bharat Ratna . 

Ans :-

13 ) Rameswaram was famous to pilgrims for --- The Vishnu temple / The Siva temple / The Tirupati temple / the mosque . 

Ans :-

14 ) Kalam's father started his day at ---- 4pm / 4 am / early morning /  dawn .

 Ans :-

15 ) Pakshi Lakshmana sastry was --- the neighbor of Kalam / the high priest of Rameswaram temple / the friend of Kalam / none of these .

 Ans :-

16 ) By ' my own world ' Kalam refers to --- science and technology / religion / politics / astrology . 

Ans :-

17 ) Kalam usually ate with --- his father / mother / family members / brother . 

Ans :-

 18 ) Kalam's locality was predominantly --- Hindu / Christian / Jain / Muslim . 

Ans :-

 19) people waited outside the mosque for Kalam's father with bowls of --  water / rice / fruits / coconut  . 

Ans :-

20 ) After the namaz Kalam's father used to walk down to a small --- mango grove / coconut grove / pine grove / tea garden.

Ans :-

21 ) Everyday Kalam's father would take a stroll of --- two miles / three miles / four miles / five miles .

Ans :-

22 ) At lunch Kalam's mother served him --- rice and sambar / rice , sambar and homemade pickle / rice , sambar , homemade pickle and coconut chutney / none of these . 

Ans : -

23 ) The water was purified by Kalam's father for --  children / orphans / Invalids/ old persons.

 Ans :-

 24 ) Kalam's father asked the people to thank of -- the Muslims / the Allah / the Hindus / people of different religions.

Ans :-

25 ) Kalam had not the faintest idea of the meaning of the prayers chanted in --- Urdu / Arabic  / Persi / Islamic . 

Ans :-

 26 ) According to Kalam's father , man looks for company when he is --- happy / lonely / sad / afraid . 

Ans :-

27 ) Kalam's father would pick up --- about a dozen coconut / about 8 coconut / 10 coconut / 14 coconut . 

Ans :-

28 ) Kalam's father had --- less formal education / much wealth / much formal education but less wealth / neither much formal education nor much wealth . 

Ans :-

29 ) Kalam's father maintained his routine bound life even when he was --- in his fifties / sixty / in his late sixty / sixty three . 

Ans :-

 30 ) Abdul Kalam was a boy of --- exceptional look / handsome look / impressive look / ordinary look . 

Ans:-

31. Who was the ideal helpmate of Jainlabdeen ? --- his son / his wife / Pakshi Lakshmana Sastry / none.

Ans:- 

32. APJ Abdul Kalam had --- many siblings / few siblings / no siblings / two siblings.

Ans:- 

33. The ancestral house of Kalam was build with --- brick and cement / brike and stone / stone and limestone / brike and limestone.

Ans:-

34. APJ Abdul Kalam was born in --- Kanyakumarika / Chennai / Rameswaram / Kanchipuram.

Ans:- 

35. APJ Abdul Kalam was born in --- Madras state / TamilNadu state / Karnataka state / Hydrabad state.

Ans:- 

36. Madras state is now known as --- Hydrabad / TamilNadu / Karnataka / West Bengal.

Ans:- 

37. In Kalam's childhood his mother served food on --- a plate / a coconut leaf / banana leaf / a plastic plate.

Ans:- 

38. What is the significance of the title "Strong Roots" in this extract? --- a) It refers to the author's family tree b) It symbolizes the important values instilled in the author during his childhood c) It describes the strong trees near his childhood home d) It foreshadows the author's future achievements

39. Who is Jainulabdeen in the extract? --- a) A close friend of the author's father b) The author's grandfather c) The author's father d) A teacher of the author.

3. What lesson does the author learn from his father's words about troubles and sufferings? --- a) To avoid difficulties at all costs. b) To view challenges as opportunities for growth and self-discovery. c) To rely on others for help during difficult times. d) To blame God for misfortune.


B. Fill in the blanks:- 

38. Kalam's father always smiled and asked them to thank Allah, ------. (the poweful /the  merciful / the almighty / the lord.)

Ans:- 

39. Kalam's father could convey complex spiritual concepts in very simple, down to- earth -----. (Hindi / urdu / Tamil / Bengali.)

Ans:-  

54.Re arrangement the statements:- 

I. people of different religions would be sitting outside the mosque,  waiting for Kalam's father.

II. people visiting Kalam's  home to offer thanks after being cured.

III. There was a very old mosque in their  locality where Kalam's  father would take him  for evening prayers. 

IV. Many of them offered bowls of water to Kalam's  father.

(a) III, I, II,  IV (b) I,  III, II, IV (c) III,I,IV,II (d) I, IV, III, II.

55. Re arrangement the statements:- 

I. He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder.

II. Kalam's father would he have his breakfast. 

III. Kalam's father starting his day at 4 am by reading the namaz.

IV. Then he used to walk down to a small coconut grove. 

(a) I, II, III, IV (b) IV, III, II, I (c) I, II, IV, III , (d) III,IV,I,II.

Ans: -

56.Re arrangement the statements:- 

I. Why don’t you say this to the people who come to you for help and advice?” Iasked my father. 

II. Kalam's  father told him that  there was nothing mysterious about prayer.

III. Kalam asked my father about the relevance of prayer. 

IV. Then he answered in a low, deep voice. 

(a) III, I, II,  IV (b) III,II,I,IV (c) III,I,IV,II (d) I, IV, III, II.

Ans: -

57. 

A

B


(a) Ashiamma (i) high priest of Rameswaram temple 

(b) Kalam's father 

(ii) Fed many outsiders.

(c) Dr. Kalam 

(iii) discuss complex spiritual matters very simply. 

(d) Pakshi Lakshmana Sastry 

(iv) Science and technology 

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(ii) (d)-(i)

(d)(a)-(ii) (b)-(iii )  (c)-(iv) (d)-(i )

Ans: -

58.

A

B


(a) Allah 

(i) Rameswaram temple 

(b) Pakshi Lakshmana Sastry 

(ii) Merciful 

(c) Bahadur 

(iii) Ashiamma's forebear

(d) Rameswaram

(iv) Madras.



 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(i) (d)-(iii)

(d)(a)-(ii) (b)-(i )  (c)-(iii) (d)-(iv )

Ans: -

59.

A

B

(a) erstwhile

(i) Example 

(b) Spirit 

(ii) Rough

(c) Austere 

(iii) Soul

(d) Ideal 

(iv) former 

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(ii) (d)-(i)

(d)(a)-(ii) (b)-(i )  (c)-(iii) (d)-(iv )

Ans: -

60.

A

B

(a) Prayer  

(i) Heavenly 

(b) Communion 

(ii) Devotion 

(c) Divine

(iii) Communication

(d) Emulate 

(iv) Copy

 (a)(a)-(i) (b)-(ii ) (c)-(iii) (d)-(iv)

(b)(a)-(iii)  (b)-(i )  (c)-(ii) (d)-(iv)

(c) (a)-(iv)  (b)-(iii)  (c)-(ii) (d)-(i)

(d)(a)-(ii) (b)-(iii )  (c)-(i) (d)-(iv )

Ans: -

61. Identity the correct one :- 

(a) Necessity -- food --- medicine --- books.

(b) Necessity -- food --- house --- clothing. 

(c) Necessity -- food --- medicine --- clothing.

(d) Necessity -- food --- medicine --- comfort.

Ans:- 

62. (a) reading Namaz  -- breakfirst --- Walking to his coconut Grove --- return to home with a dozen coconuts.

(b)  reading Namaz  --- return to home with a dozen coconuts -- breakfirst --- Walking to his coconut Grove .

(c)  breakfirst --- Walking to his coconut Grove --- reading Namaz --- return to home with a dozen coconuts.

(d) reading Namaz --- Walking to his coconut Grove ---  return to home with a dozen coconuts --- breakfirst.

Ans:-

* Fill in the blanks:- 

63. He would return with about a dozen coconuts tied together thrown over his -----.  (a) neck (b) hand (c) shoulder (d) head.

Ans: - 

63.  I am but a go-between in their effort to propitiate demonic forces with ----  and ---- . (a) offering,prayers (b) prayers,  offering  (c) sacrifice,  devotion (d) prayers,  forgiveness. 

Ans:-

64. My father could convey ------  spiritual concepts in very simple, downto- earth Tamil.(a) simple (b) Compound (c) complex (d) very simple.

Ans:-

65. I  asked my father about the -----  of prayer. (a) relevance (b) importance (c) use (d) process.

Ans:-

66. The Shiva temple, which made Rameswaram so famous to ----. (a) travel (b) educational tour (c) look (d) pilgrims.

Ans:-

67. There were quite a lot of Hindu families too, living amicably with their ----- neighbours. (a) Buddhist (b) Muslim (c) Nepali (d) Rajbanshi.

Ans:-

68. I  normally ate with my ----- , sitting on the floor of the kitchen.(a) brother (b) father (c) sister (d) mother. 

69. He would dip his -----  in water and say a prayer. (a) finger (b) palm (c) fingertips (d) hand.

Ans:- 

70.This water was then carried home for ----- . (a) children (b) olders (c) invalides (d) valides. 

Ans:-

Wednesday, March 12, 2025

কবিতা

  রহস্যময়ী

হে রহস্যময়ী , তোমারে বুঝিতে নারি 

সাগরের অতলে আছে কোন মুক্তো 

পাজরের হাহাকার না বলা উক্ত ।

কালো মেঘে ঝড় বয় সবই হয় পন্ড 

কিছু সময় চুরি করে হতে প্রকান্ড ।

তব মনে আনাগোনা মেঘেদের দলে 

কভু হাসি কভু ব্যাথা আনাগোনা চলে 

তব রহস্য কেবা জানে আছে কার সাধ্য ।

সাধকের সাধনায় নেই তব রহস্য 

যেবা আছে তব গোপন মননের মধ্য ।।




বিবর্ন 

রংধুনর সাতরঙা জীবনে 

আজ রঙের বড্ড অভাব ।

পরিবারতন্ত্রের চল নেইকো আর

একা বাচাই মোদের স্বভাব।

সাদায় মিশিয়েছি কালো

ঘুচিয়েছি মনের আলো ।

লালের ছটা বিলীন আজ 

বিদ্রোহভাব হল প্রস্তরিত ।

ত্যাগের ভাব ত্যাগ করেছি 

অভিলিপ্সায় নিমজ্জিত ।

সহনশীলতার সবুজতা 

আজ আমাদের আছে কোথা ?

কোথা মোদের প্রানের টান ? 

ভাতৃত্ব আজ  ভেঙে খানখান ।

সততা , দ্বায়িত্ব যতসব গুনের কথা

ভরে থাকুক  বইয়ের পাতা।

দয়া মায়া  আর নেইকো মোদের

গ্রাস করেছে নিষ্ঠুরতা ।



শিহ্মিত বেকার 


আমি শিহ্মিত বেকার ।

 দেখতে শুনতে ভালোই আছি                     

লম্বা, ফর্সা হাসিখুশি 

         শুধু পেটে নেইকো খাবার 

      আমি শিহ্মিত বেকার ।

আমার রাতে ঘুমোও হয়                  

   ঘুমের মাঝে স্বপ্নও আসে

শুধু ঘুমোনোর নেই ঘর 

আমি শিহ্মিত বেকার ।

পড়াশুনায় নইকো খারাপ                

পাস দিয়েছে অনেকগুলি

শুধু অভাব টাকার 

আমি শিহ্মিত বেকার ।

নিরামিষ নয় আমিষ খাই         

   নুন লংকার বদলে চিকেন চাই

শুধু হ্মমতা নেইকো কেনার 

আমি শিহ্মিত বেকার 

স্বপ্ন ছিল ঘর করার                    

মেয়ে দেখাও শেষ করেছি 

শুধু পছন্দ হয়নি মেয়ের বাবার 

কেননা আমি শিহ্মিত বেকার ।

তবুও আমি ভালোই আছি          

মনের দুঃখে হাসি কাদি

দোকান দিয়েছি তেলেভাজার 

সত্যই তো আমি শিহ্মিত বেকার ।

Saturday, March 1, 2025

xi -xii 2025 New

 ■ একাদশ ও দ্বাদশ নতুন পাঠক্রম

The ghost Brahman

 THE GHOST BRAHMAN.

(i) How did the neat-herd king solve the case and give the Brahman his rights? 5 **

Or, "I will decide the case at once." --- Who said this line ? How he decide the case at once ?

Or, " The king requires you immediately attendance ." --- Who sai this to Whom ? Who was the king ? Why did the king do for him ?

Or, I understand your case; I will give you again all your rights." --- Who said this to Whom ? What did the speaker understand about the case ?

Or, What did the neat herd king ask the Brahman ? What did the Brahman tell him ? What did the neat herd king do for him ?

Ans:- In Lal Behari Dey's short story the Brahman was the central character. The Brahmin was very poor because he was not a Kulin. He begged money from door to door and finally got married. But soon after the marriage, his family's financial condition became very bad. He went distance country to work. On the day, a ghost appeared in the Brahman's house in the appearance of Brahman. As he looked exactly like the Brahman, everyone thought he was the real one. After a few years, the real Brahman returned home and saw another Brahman in his house who exactly look like him. After ghost Brahmin insulted him and drove him away. Then the Brahmin appeared before the king for judgment. But since both looked the same, it was not possible to judge in the presence of the king. So the king always asked him to come the next day. The Brahmin would return from the palace crying every day without getting justice. This scene was witnessed by a shepherd king who used to play under a tree every day. He heard everything from the Brahmin and promised to give him justice. With the permission of the real king, the shepherd king started the trial.  He says that the Brahmin who can enter the bottle with him will be accepted as the real Brahmin. It was not possible for the Brahmin to enter the bottle in any way. But the ghost Brahmin reduced his size and easily entered the bottle. Then the shepherd king closed the bottle and ordered the Brahmin to throw the bottle into the sea. In this way, the Brahmin got everything back.


(i) Why did the ghost Brahman and the Brahman quarrel? Was the king able to decide the quarrel?3+2 **

Or,  Why did the Brahman decide to go to distant countries? What happened on the evening of his journey?

Or, Describe the character of The Brahman in the story " The Ghost Brahman." 

Or, "  What a wicked world this is ." --- Who said this ? When did he express like this ? Explain the line.

Or, Why did not  the king solve the problem of Brahman in the story "The Ghost Brahman" ?

Ans:- In Lal Behari Dey's short story the Brahman was the central character. The Brahmin was very poor because he was not a Kulin. He begged money from door to door and finally got married. But soon after the marriage, his family's financial condition became very bad. He went distance country to work. On the day, a ghost appeared in the Brahman's house in the appearance of Brahman. As he looked exactly like the Brahman, everyone thought he was the real one. After a few years, the real Brahman returned home and saw another Brahman in his house who exactly look like him. After ghost Brahmin insulted him and drove him away. Then the Brahmin appeared before the king for judgment. But since both looked the same, it was not possible to judge in the presence of the king. So the king always asked him to come the next day. The Brahmin would return from the palace crying every day without getting justice. This scene was witnessed by a shepherd king who used to play under a tree every day. He heard everything from the Brahmin and promised to give him justice. With the permission of the real king, the shepherd king started the trial.  He says that the Brahmin who can enter the bottle with him will be accepted as the real Brahmin. It was not possible for the Brahmin to enter the bottle in any way. But the ghost Brahmin reduced his size and easily entered the bottle. Then the shepherd king closed the bottle and ordered the Brahmin to throw the bottle into the sea. In this way, the Brahmin got everything back.