Thursday, May 22, 2025

X B 90 aaaa

বিবেকানন্দ কোচিং সেন্টার

২০২৩

প্রথম ভাষা

সময়:- ৩ ঘন্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য।

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: ১৭×১=১৭

 ১.১. মামার বাড়িতে যার বিয়ে উপলক্ষে তপন এসেছে ( ক ) ছোটোমামা ( খ) ছোটো মাসি (গ) বড়ো মামা (ঘ) বড়ো মাসি।

১.২ .বিরাগীর তীর্থভ্রমণের জন্য জগদীশবাবু দিয়েছিলেন ( ক ) দু'শো টাকা ( খ ) একশো টাকা ( গ ) একশো এক টাকা  ( ঘ ) এক টাকা।

১.৩. অমৃতের বয়স ছিল (ক) দশ বছর (খ ) এগারো বছর ( গ ) নয় বছর (ঘ) বারো বছর।

 ১.৪. যাদের শব কাছে দূরে ছড়ানো রয়েছে -- (ক) পশুদের  (খ) নারীদের (গ) শত্রুদের (ঘ) শিশুদের।

 ১.৫. ঝরনা কলম নামটি দিয়েছেন  -- (ক) রাজশেখর বসু  (খ) রবীন্দ্রনাথ ঠাকুর  (গ) সুভাষচন্দ্র বসু (ঘ) স্বপন কুমার রায়।

 ১.৬. সিন্ধুতীরে কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল  -- (ক) তোহফা (খ) সতীময়না (গ) পদ্মাবতী  (ঘ) সেকেন্দারনামা।

 ১.৭. স্টাইলাস আসলে  -- (ক) ব্রঞ্জের শলাকা (খ) তামার শলাকা  (গ) লৌহ শলাকা (ঘ) হাড়ের শলাকা।

১.৮. শকুন-চিল বলতে বোঝানো হয়েছে  -- (ক) ভালোমানুষকে (খ) ধনীমানুষকে  (গ) সুযোগসন্ধানী মানুষকে  (ঘ) পাগল মানুষকে।

১.৯. বর্ম খুলে দেখ --- গায়ে।  -- (ক) জামা  (খ) আদুড় (গ) নোংরা  (ঘ) সুগন্ধ।

১.১০. হরিদার ঘরে আড্ডা দিত  -- (ক) তিনজন  (খ) দুজন  (গ) চারজন  (ঘ) ছয়জন।

১.১১. "কে বধিল কবে প্রিয়ানুজে" -- প্রিয়ানুজ হলেন  -- (ক) রাবন (খ) ইন্দ্রজিৎ (গ) কুম্ভকর্ণ (ঘ) বীরবাহু।

১.১২. সপ্ত ঋষির সমাহার = সপ্তর্ষি, যে সমাসের উদাহরন  -- (ক) দ্বিগু সমাস  (খ) দ্বন্দ্ব সমাস  (গ) বহুব্রীহি সমাস  (ঘ) তৎপুরুষ সমাস।

১.১৩. সমাস শব্দের অর্থ হল  -- (ক) সম্বন্ধ (খ) সংক্ষেপ (গ) সমান (ঘ) সমন্বয়।

১.১৪. অপ্রধান খন্ডবাক্য দেখা যায়  -- (ক) সরল বাক্যে  (খ) জটিল বাক্যে  (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে।

১.১৫. 'গরু আকাশে ওড়ে' - বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে  -- (ক) যোগ্যতা (খ) আসক্তি  (গ) আকাঙ্খা (ঘ) কোনটি নয়।

১.১৬. ' আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো ' - এটি কী জাতীয় বাক্য?  -- (ক) সরল বাক্যে  (খ) জটিল বাক্যে  (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে।

১.১৭. ' বাঘে-গরুতে একঘাটে জল খায়।' - এই বাক্যে কর্তা হল (ক) নিরপেক্ষ কর্তা (খ) ব্যতিহার কর্তা   (গ) সহযোগী কর্তা (ঘ) প্রযোজ্য কর্তা।

২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর  দাও:- ১৯×১=১৯

২.১ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.১.১. “ তবে এ বস্তুটি পকেটে কেন ” কোন বস্তুটি পকেটে ছিল ? 

২.১.২. “ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ” ——- নদীর বিদ্রোহের কারণ কী ? 

২.১.৩. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল ?

২.১.৪.  “ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ” —কী বুদ্ধি খেলেছিল ?

২.১.৫.  “ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে । ” কোন কথাটা ছড়িয়ে পড়ে ?

২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.২.১. “ মাথায় কত শকুন বা চিল ” “ শকুন বা চিল ’ বলতে কবি কাদের বুঝিয়েছেন ?

২.২.২. “ হায় ছায়াবৃতা । ” - কাকে , কেন “ ছায়াবৃতা ” বলা হয়েছে ? 

২.২.৩.  “ তোরা সব জয়ধবনি কর ” —বাক্যবন্ধটি “ প্রলয়োল্লাস ” কবিতায় মোট কতবার আছে ?

২.২.৪. সমুদ্রনৃপতি সুতা ’ কে ?

২.২.৫. "ওই নূতনের কেতন ওড়ে" -- কেতন শব্দের অর্থ কী?

 ২.৩. তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

২.৩.১. “ বাংলায় একটা কথা চালু ছিল । ” –চালু কথাটা কী ?

২.৩.২.  “ দার্শনিক তাকেই বলি । ” কাকে ‘ দার্শনিক ’ বলা হয় ?

২.৩.৩ • পরিভাষার উদ্দেশ্য কী ?

২.৩.৪. আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলি কী কী ?

 ২.৪ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :  ৮×১=৮

২.৪.১ সম্বন্ধপদ কারক নয় কেন?

২.৪.২ বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ।

২.৪.৩. 'তার পর সকালে গেলাম।- কারক ও বিভক্তি নির্ণয় করো।

২.৪.৪. 'তোরা সব জয়ধ্বনি কর' - ভাব বাচ্যে পরিণত করো।

২.৪.৫. তির্যক বিভক্তি কাকে বলে?

২.৪.৬. একটি নিত্য সমাসের উদাহরন দাও।

২.৪.৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরন দাও।

২.৪.৮. নিরপেক্ষ কর্তা কাকে বলে?

২.৪.৯. 'পঞ্চকন্যা পাইলা চেতন।-- নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখ।

২.৪.১০. বহুব্রীহি শব্দের অর্থ কী?

৩. কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও:- ৩+৩=৬

৩.১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.১.১. "সে ভয়ানক দুর্লভ জিনিস " -- দুর্লভ জিনিসটি কী? তা দুর্লভ কেন?

৩.১.২. "নদের চাঁদের বড়ো ভয় করিতে লাগিল।" -- নদের চাঁদের ভয়ের কারন কী?

৩.২. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.২.১. "তথা কন্যা থাকে সর্বক্ষন" -- কন্যা কে? সে সর্বক্ষন কোথায় থাকে?

৩.২.২. "আয় আরো বেঁধে বেঁধে থাকি" -- কবি কেন বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন?

৪. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৪.১. "ও আমাকে শিখিয়েছে, খাটি জিনিস কাকে বলে।" -- খাটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে? কাকে কীভাবে শেখানো হয়েছে?

৪.২. "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।" -- কার কখন একথা মনে হয়েছিল আলোচনা করো।

৫. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৫.১. "তারপর যুদ্ধ এল" -- যুদ্ধের ভয়াবহ ও করুণ ছবির পরিচয় দাও।

৫.২. "অভিষেক করিলা কুমারে" -- কুমার কে? তার চরিত্র আলোচনা করো।

৬. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৬.১ "সবমিলিয়ে লেখালেখি  রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান।" -- বক্তা কেন একথা বলেছেন? অনুষ্ঠানটির পরিচয় দাও।

৬.২ কালি তৈরির সহজ পদ্ধতিটি আলোচনা করো।

৭. কমবেশি ১২৫ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৭.১ "আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো" -- কে কার উদ্দেশ্য কেন এমন মন্তব্য করেছেন?

৭.২. সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি আলোচনা করো।

৮. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও :- ৫×২=১০

৮.১ দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা বর্ননা করো।

৮.২ "তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে" -- কোন পরিপেক্ষিতে একথা বলা হয়েছে? আসল লজ্জা ও আসল গর্ব বলার কারণ কী?

৮.৩. কোনির উথ্বানের পিছনে ক্ষিতীশের অবদান আলোচনা করো।

৯. চলতি গদ্যে বঙ্গানুবাদ করো:-  ৫

 It is very difficult to get rid of bad habits , So , we should be very careful that we do not get into bad habits in our boyhood . Idieness is one such bad habit . Every boy and girl should be diligent . It should be their duty to obey the superiors and carry out their orders .

১০. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

১০.১ মোবাইল ফোনের ভালো-মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

১০.২ প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১. কমবেশি ৪০০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

১১.১ মারণ ভাইরাস করোনা।

১১.২ বাংলার উৎসব।

১১.৩ তোমার জীবনের একটি স্মরনীয় ঘটনা।

১১.৪ পরিবেশ দূষণ ও তার প্রতিকার।









 

Ix H 2nd sum

 দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 

বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস: নবম শ্রেনী ; বিষয় : ইতিহাস


১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১) ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? ---1853 খ্রিস্টাব্দে ।

১.২) পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ’– এ কথা বলেছিলেন— -- লেনিন।

১.৩)সুয়েজ খালের খনন কার্য শুরু হয়—-'1859 খ্রিস্টাব্দে ।

১.৪)সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রয়োগ করেন –--  রবার্ট আওয়েন।

১.৫)শিল্পবিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? –--অগাস্ত ব্ল্যাঙ্কি।

১.৬)ইংল্যান্ডের শিল্পবিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল --- বস্ত্র শিল্প।

১.৭)ইটালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন— ম্যাৎসিনি ।

১.৮)কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল—  জার্মানিতে।

১.৯)প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়—  1858 খ্রিস্টাব্দে ।

১.১০)কূটনীতির যাদুকর বলা হত— মেটারনিখকে ।

১.১১)মির’ বলতে বোঝায়—  গ্রামসভা।

১.১২)ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন- (a) ক্লেমেনস (b) ক্যাসালরি (c) কার্ল হার্ডেনবাগ (d) তৃতীয় ফ্রেডারিখ উইলিয়াম ।

১.১৩) খ) কার্লসবাড ডিক্রি' জারি করেন- (a) নেপোলিয়ন (b) মেটারনিখ (c) অষ্টাদশ লুই (এ) দশম চার্লস।

১.১৪) গ্যারিবন্ডির অনুগামীরা যে নামে পরিচিত- (a) নীল কোর্তা (b) লাল কোর্তা (c) সবুজ কোর্তা (d) কালো কোর্তা।

১.১৫)  'ইউরোপের রূপ মানুষ' নামে পরিচিত ছিল- (৪) জার্মানি (b) রাশিয়া (c) তুরস্ক (d) মিশর (৫) শিল্পবিপ্লব' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন- (a) মার্কস (চ) এঙ্গেলস (c) অগাস্ত ব্লাংকি (d) ফিলিস ডিন।

১.১৬) 'ব্রিটিশ সমাজতন্ত্রের জনক' হলেন- (a) সেন্ট সাইমন (b) চার্লস ফ্যুরিয়র (c) রবার্ট আওয়েন (d) টয়েনবি।

১.১৭) ) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত- (a) আফ্রিকাকে (৮) এশিয়াকে (c) ইউরোপকে (d) আমেরিকাকে।

১.১৮)  রাশিয়ার আইনসভার নাম ছিল-(a) রাইখ (b) ফ্রন্ট (c) পার্লামেন্ট (d) ডুমা।

১.১৯) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি হয়-(ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৭ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে ।

১.২০) রাশিয়ায় বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়-(ক) সেপ্টেম্বর মাসে (খ) নভেম্বর মাসে (গ) জুলাই মাসে (ঘ) মার্চ মাসে ।

১.২১) এপ্রিল থিসিস'-এর প্রবন্ধা হলেন- (ক) কার্ল মার্কস (খ) লেনিন (গ) হিটলার (ঘ) মুসোলিনি ।

১.২১) সোভিয়েত পার্লামেন্টের নাম (ক) মজলিশ (খ) ডুমা (গ) সেনেট (ঘ) ডায়েট।

১.২২) 'সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি রচনা করেন- (ক) লেনিন (খ) হবসন (গ) ডারউইন (ঘ) প্লেটো ।

১.২৩) সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল- (ক) অস্ট্রিয়াকে (খ) ইংল্যান্ডকে (গ) সার্বিয়াকে (ঘ) জার্মানিকে ।

১.২৪) মুসোলিনির উপাধি ছিল- (ক) ফু্যুয়েরার (খ) কাইজার (গ) ইল দুচে  (ঘ) জার।

১.২৫)  হিটলারের নাৎসি দলের শাখা 'স্টর্ম টুপাস' ছিল-(ক) গুপ্ত পুলিশ বাহিনী (খ) যুব বাহিনী (গ) অসামরিক বন্দিশালা।

১.২৬) ) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন- (ক) মেটারনিখ (খ) ক্যাসালরি (গ) ট্যালিরান্ড (ঘ) প্রথম আলেকজান্ডার।

১.২৭)  জার্মানিতে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল-(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭১ খ্রিস্টাব্দে।

১.২৮) ইটালির ঐক্য সাধনের সময় পিডমন্টের রাজা ছিলেন- (ক) ম্যাৎসিনি (খ) গ্যারিবল্ডি (গ) ক্যাতুর (ঘ) ভিক্টর ইমান্যুয়েল ।

১.২৯)  'সমাজতন্ত্রবাদের বাইবেল' কোন্ গ্রন্থকে বলা হয়? (ক) ডাস ক্যাপিটাল (খ) কমিউনিস্ট ম্যানিফেস্টো (গ) সামাজিক চুক্তি ঘ) ইউটোপিয়া।

১.৩০)  রাশিয়ায় রেল চলাচল শুরু হয়- (ক) ১৮২৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৫১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।

 ১.৩১)  'মুক্তদ্বার' নীতি ঘোষণা করে- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র (খ) ব্রিটেন (গ) ফ্রান্স (ঘ) জার্মানি।

১.৩২) সোভিয়েত পার্লামেন্টের নাম (ক) সেনেট (খ) ডুমা (গ) ডায়েট (ঘ) হোয়াইট হাউস।

১.৩৩) রুশ ভাষায় 'Narod' শব্দের অর্থ হল-(ক) রাজাগণ (খ) প্রজাগণ (গ) জনগণ (ঘ) নাগরিকগণ।

১.৩৪) সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন- (ক) জেমস ওয়াট (খ) জন কে (গ) জেমস হারগ্রিভস (ঘ) হামফ্রে ডেভি।

১.৩৫) ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের দূত ছিলেন- (ক) স্তূপাস (খ) চার্লস অ্যালবার্ট (খ) প্রথম ফ্রান্সিস (গ) কাউন্ট বেনিদিতি।

 ১.৩৬)  'ইউরোপের রক্ষণশীলতার জনক' বলা হয়-(ক) প্রথম ফ্রান্সিস-কে (খ) প্রথম আলেকজান্ডার-কে (গ) প্রিন্স মেটারনিখ কে (ঘ) ক্যাসালরি-কে।

১.৩৭) বিশ্বের কারখানা' বলা হয়(ক) রাশিয়াকে (খ) জার্মানিকে (গ) ফ্রান্সকে (ঘ) ইংল্যান্ডাকে।

১.৩৮) পৃথিবীর প্রথম অ্যন্তর্জাতিক সম্মেলনের নাম- (ক) ভিয়েনা সম্মেলন (খ) লড়ন সম্মেলন (গ) বার্লিন সম্মেলন (ঘ) জুরিখ সম্মেলন।

 ১.৩৯) কার্লসবাড ডিক্রি চালু হয়- (ক) ইংল্যান্ডে (খ) অস্ট্রিয়ায় (গ) জার্মানিতে (ঘ) ইটালিতে।

১.৪০)  এদের মধ্যে কোন রাষ্ট্রটি 'বিগ ফোর'-এর সঙ্গে যুক্ত ছিল না? (ক) ফ্রান্স (খ) অস্ট্রিয়া (গ) রাশিয়া (ঘ) ইংল্যান্ড ।

১.৪১)  গ্যারিবন্ডির অনুগামীদের বলা হয় (ক) ব্লাক শার্টস (খ) ব্লু শার্টস (গ) রেড শার্টস (ঘ) গ্রিন শার্টস।

 ১.৪২)  কমিউনিস্ট ম্যানিফেস্টো' নামক পুস্তিকাটির প্রকাশ ঘটে (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

১.৪৩)  পলিগন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন। (ক) যোড়শ লুই-এর (খ) দশম চালস-এর (গ) লুই ফিজিপ-এর (ঘ) অষ্টাদশ লুই-এর।

১.৪৪) ভিয়েনা সম্মেলন হয়েছিল- (ক) ১৮০৫ খ্রিস্টাব্দে (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে (গ) ১৮২৫ খ্রিস্টাব্দে (স) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

১.৪৫) অষ্টাদশ লুই-এর মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেন- (ক) অষ্টম চার্লস (খ) নবম চার্লস (গ) দশম চার্লস (ঘ) নেপোলিয়ন।

 ১.৪৬)  'প্যারিস হল বিপ্লবের জননী'-এ কথা বলেছেন (ক) মেটারনিখ (খ) এ জে পি টেলর (গ) বুশো (ঘ) ভলতেয়ার।

১.৪৭) ) উড়ন্ত মাকু আবিষ্কার করেন (ক) জেমস ওয়াট (খ) হামফ্রে ডেভি (গ) জন কে (ঘ) ম্যাকাডাম।

১.৪৮) ) 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত (ক) এশিয়াকে (খ) ইউরোপকে (গ) আমেরিকাকে (ঘ) আফ্রিকাকে।

 ১.৪৯)  'সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা' গ্রন্থটি লিখেছেন- (ক) জে এ হবসন (খ) লেনিন (গ) কার্ল মার্কস (ঘ) এঙ্গেলস।

১.৫০) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়-(ক) ১৯১৪ খ্রিস্টাব্দে (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে (গ) ১৯১৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে ।

১.৫১)  উড্রো উইলসন রাষ্ট্রপতি ছিলেন- (ক) রাশিয়ার (খ) ইংল্যান্ডের (গ) জাপানের (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের।

১.৫২) ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল-(a) নেপোলিয়নের শাস্তিবিধান (b) ইউরোপের পুনগঠন (৫) ফরাসি বিপ্লবের ধ্বংসসাধন (৫) ইউরোপের সামরিকীকরণ।

১.৫৩)  ইউরোপে শক্তি সমবায় গঠিত হয়-(৯) ১৮৭০ খ্রিস্টাব্দে (৮) ১৮১৫ খ্রিস্টাব্দে (৫) ১৮২০ খ্রিস্টাব্দে (d) ১৮৩০ খ্রিস্টাব্দে।

 ১.৫৪) ) সেডানের যুদ্ধে বিজয়ী দেশ ছিল-(a) অস্ট্রিয়া (b) রাশিয়া (c) প্রাশিয়া (d) ফ্রান্স।

১.৫৫)  'ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ' ছিলেন-(a) ম্যাৎসিনি (b) ক্যাতুর (c) গ্যারিবস্তি (d) বিসমার্ক।

১.৫৫) ) সীম্রাজ্যবাদ: পুজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি লিখেছেন- (a) কার্ল মার্কস (b) লুই অগাস্তে ব্লাংকি (c) হবসন (d) লেনিন ।

১.৫৬)  বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে (ক) ফরাসি বিপ্লবের পর (খ) বুশ বিপ্লবের পর (গ) শিল্পবিপ্লবের পর (ঘ) প্রথম বিশ্বযুদ্ধের পর।

১.৫৭) 'ত্রিশক্তি আঁতাত' স্বাক্ষরিত হয় (ক) ১৮৮২ খ্রিস্টাব্দে (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে (৫) ১৯০৭ খ্রিস্টাব্দে (১) ১৯০৯ খ্রিস্টাব্দে (viii) রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন-(a) প্রথম আলেকজান্ডার (b) প্রথম নিকোলাস (৫) দ্বিতীয় নিকোলাস (d) চতুর্থ আইভান।

 ১.৫৮) রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা হল- (a) ভুমা (b) মির (c) কুলাক (d) জেমস্টভো

১.৬০)  কোন দেশকে 'ইউরোপের বুগণ ব্যক্তি' বলা হয়? (ক) ফ্রান্স (খ) তুরস্ক (গ) ইংল্যান্ড (ঘ) রাশিয়া।

১.৬১)  প্রথম শিল্পবিপ্লব হয়েছিল- (ক) রাশিয়াতে (খ) ইংল্যান্ডে (গ) ভারতে (ঘ) ফ্রান্সে।

১.৬২)  বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন- (ক) ফুলটন (খ) জর্জ স্টিফেনসন (গ) জেমস ওয়াট (ঘ) জন কে।

১.৬৩)  ইংল্যান্ডে শিল্পবিপ্লব হয়েছিল- (ক) কয়লা ক্ষেত্রে (খ) ইস্পাত ক্ষেত্রে (গ) বস্ত্রশিল্প ক্ষেত্রে (ঘ) কৃষি ক্ষেত্রে

১.৬৪)  শিল্পবিপ্লবের ফলে সমাজ-(ক) ২টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় (খ) ৩টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় (গ) ৪টি শ্রেণিতে বিভন্তু হয়ে যায় (ঘ) ৫টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায়।

১.৬৫)  ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেছিলেন- (ক) জার প্রথম আলেকজান্ডার (খ) জার দ্বিতীয় আলেকজান্ডার (গ) জার চতুর্থ আলেকজান্ডার (ঘ) ভ্লাদিমির লেনিন।

১.৬৬) প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়- (ক) রাশিয়ায় (খ) ইংল্যান্ডে (গ) ফ্রান্সে (ঘ) চিনে।

১.৬৭) ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন- (a) প্রথম আলেকজান্ডার (৮) মেটারনিখ (c) ফ্রেডারিখ উইলিয়াম (d) ক্যাসালরি।

 ১.৬৮) জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসনে বসেন- (a) অষ্টাদশ লুই (b) দশম চার্লস (c) লুই ফিলিপ (d) তৃতীয় নেপোলিয়ন।

১.৬৯)  কোন্ যুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলন (1856 খ্রিস্টাব্দ) হয়? (a) ওয়াটারলু'র (b) স্যাডোয়ার (c) সেডানের (d) ক্রিমিয়ার ।

১.৭০) 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয়-(৪) নেপোলিয়নের যুগ (b) মেটারনিখের যুগ (৩) সশস্ত্র শাস্তির যুগ (d) এর কোনোটিই নয়।

১.৭১) দ্যা হেটাইরিয়া ফিলিকে ছিল-(৫) ইটালির গুপ্ত সমিতি (৮) জার্মানির গুপ্ত সমিতি (৫) গ্রিসের গুপ্ত সমিতি (এ) রাশিয়ার গুপ্ত সমিতি ।

১.৭২) সেফটি ল্যাম্প আবিষ্কার করেন- (a) হামফ্রে ডেভি (b) আর্করাইট (c) জেমস ওয়াট (d) হারগ্রিভস।

১.৭৩) 'শিল্পবিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন- (a) কার্ল মার্কস (b) অগাস্ত ব্লাংকি (c) বাকুনিন (১) এঙ্গেলস ।

১.৭৪) সুয়েজ খাল উন্মুক্ত করা হয়-(a) 1859 খ্রিস্টাব্দে (b) 1869 খ্রিস্টাব্দে (c) 1879 খ্রিস্টাব্দে (d) 1870 খ্রিস্টাব্দে

১.৭৫)  'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত (৬) এশিয়'কে (৮) আফ্রিকাকে (৫) ইউরোপকে (d) আমেরিকাকে।

 ১.৭৬)  'সেরাজেভো হত্যাকাণ্ড'-র জন্য অস্ট্রিয়া দায়ী করে(৪) জার্মানিকে (b) বুলগেরিয়াকে (c) সার্বিয়াকে (d) কুমানিয়াকে।

১.৭৭)  লাল কোর্তা বাহিনী গঠন করেন- (ক) ম্যাৎসিনি (খ) ক্যাভুর (গ) গ্যারিবন্ডি (ঘ) বিসমার্ক।

 ১.৭৮) ইউরোপের প্রধানমন্ত্রী' বলা হত-(ক) মেটারনিখ-কে (খ) প্রথম আলেকজান্ডার-কে (গ) তালেরা-কে (ঘ) ক্যাসালরি-কে।

১.৭৯) ফ্লাইং শাটল নামক কাপড় বোনা যন্ত্রটি আবিষ্কার করেন- (ক) হারগ্রিভস (খ) জন কে (গ) হামফ্রে ডেভি (খ) আর্করাইট।

১.৮০) স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল [৫] ১৭৬৬ খ্রিস্টাব্দে [ii] ১৮৫৯ খ্রিস্টাব্দে [in] ১৮৬৬ খ্রিস্টাব্দে [১০] ১৮৭০ খ্রিস্টাব্দে।

১.৮১ ) সুয়েজ খালটি সংযুক্ত করেছে-[1] প্রশান্ত মহাসাগর-আটলান্টিক মহাসাগরকে [ii] ভারতমহাসাগর-বাঙ্গোপসাগর [iii] লোহিত সাগর-ভূমধ্যসাগর [iv] ভূমধ্যসাগর-প্রশান্ত মহাসাগর।

১.৮২) প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল- [1] ১৯১৮ খ্রিস্টাব্দে (ii) ১৯১৯ খ্রিস্টাব্দে [iii] ১৯২০ খ্রিস্টাব্দে [iv] ১৯২২ খ্রিস্টাব্দে ।

১.৮৩) সমাজতন্ত্রবাদের বাইবেল' হল- [i] কমিউনিস্ট ম্যানিফেস্টো [1] দ্য হোলি ফ্যামিলি (iii) পভার্টি অফ ফিলজফি [iv] ডাস ক্যাপিটাল।

১.৮৪) 'ইল দ্যুচে' হলেন-[i] হিটলার [ii] মুসোলিনি [n] ফ্রাঙ্কো [iv] তোজো  (খ) আর্করাইট।

১.৮৫) রিপাবলিক' গ্রন্থটি রচনা করেন- (ক) জোরেনো (খ) প্লেটো (গ) রবার্ট আওয়েন (ঘ) সেন্ট সাইমন।


২. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- 

২.১)ডাস ক্যাপিটাল’ কার রচনা? 

Ans. ‘ডাস ক্যাপিটাল’ কার্ল মার্কস-এর রচনা।

২.২)ত্রিশক্তি চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল? 

Ans. 1882 খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি, অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়েছিল।

২.৩)‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন কে? 

Ans. ‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের শ্রমিক নেতা নেড লুড।

২.৪)কোন দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল? 

Ans. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল।

২.৫)‘The White Man’s Burden’ কবিতাটি কার লেখা? 

Ans. ‘The White Man’s Burden’ কবিতাটি রুডইয়ার্ড কিপলিং-এর লেখা।

২.৬)পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কী ছিল? 

Ans. পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম ছিল ভিক্টর ইমান্যুয়েল।

২.৭)কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন? 

Ans. ‘কনফেডারেশন অফ দি রাইন’ গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।

৪. শুদ্ধ/ অশুদ্ধ বা সত্য / মিথ্যা লেখ :- 

৪.১)1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল।

৪.২) মেনশেভিক দলের নেতা ছিলেন লেনিন।

৪.৩) ১৯২৯ খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়।

৪.৪) জোলভেরাইন গড়ে উঠেছিল ১৮৩০ খ্রিস্টাব্দে।

৪.৫) 'সমাজতন্ত্রবাদ'-এর আদি প্রবক্তা হলেন সাঁ সিমোঁ।

৪.৬)  'ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা' গঠন করে ফ্রান্স।

৪.৭) ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল।

৪.৮)  বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।

৪.৯) জোলভেরাইন একটি শিল্পসংঘ।

৫) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: 

৫.১) ) বিবৃতি: মেটারনিখের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে।

ব্যাখ্যা ১: মেটারনিখ মনে করতেন বিপ্লবের ভাবধারা হল জীবাণুর মতো।

ব্যাখ্যা ২: ফরাসি বিপ্লব ইউরোপে যুদ্ধ ডেকে আনবে।

ব্যাখ্যা ৩: বিপ্লবপ্রসূত ভাবধারা মেটারনিখের পতন ঘটাবে।

৫.২) বিবৃতি: ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও ( দুর্দশাগ্রস্ত অঞ্চল।

ব্যাখ্যা ১ : এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল।

৫.৩) বিবৃতি: মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে ১৯১৭ খ্রিস্টাব্দে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। 

ব্যাখ্যা ১: জার্মানি কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ প্রতিহত করতে। 

ব্যাখ্যা ২: জার্মানির সাবমেরিন কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যতরি ও রণতরি ধ্বংসের প্রতিবাদে।

ব্যখ্যা ৩: গণতান্ত্রিক ইংল্যান্ড ও ফ্রান্সকে সাহায্য করতে।

৫.৪) বিবৃতি : লেনিন নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণা করেন।

ব্যাখ্যা ১: পুঁজিবাদ কায়েম করতে।

৫.৫) বিবৃতি: দ্বিতীয় আলেকজান্ডারকে 'মুক্তিদাতা জার' বলা হয়।

ব্যাখ্যা ১: তিনি উদার জার ছিলেন।

ব্যাখ্যা ২: তিনি রাশিয়ার সার্ফদের মুক্তি দান করেন। 

ব্যাখ্যা ৩: তিনি কৃষক ও শ্রমিকদের জমি দান করেন।

৫.৬) বিবৃতি: 'ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন'।

ব্যাখ্যা ১: ভারত থেকে প্রচুর কাপড় ব্রিটেনে যেত। 

ব্যাখ্যা ২: ব্রিটেন থেকে প্রচুর দ্রব্য ভারতে আসত।

৫.৭) বিবৃতি: সেরাজেভো হত্যাকান্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ।

ব্যাখ্যা ১: এই হত্যাকাণ্ড ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে তোলে।

ব্যাখ্যা ২: এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে।

ব্যাখ্যা ৩: এই হত্যাকান্ডকে কেন্দ্র করে শুরু হয় 'সশস্ত্র শান্তির যুগ'।

৫.৮)  বিবৃতি: মেটারনিখ কার্লসবাড ডিক্রি জারি করেন-

ব্যাখ্যা ১: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ২: জার্মানির রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ৩: জার্মানির জনগণের অধিকার রক্ষার জন্য।

৫.৯) বিবৃতি: ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল-

ব্যাখ্যা ১: ভারতে ফরাসিরা উপনিবেশ গঠনে ব্যর্থ হয়েছিল।

ব্যাখ্যা ২: ইঙ্গ-ফরাসি যুদ্ধ সংঘটিত হয়েছিল।

ব্যাখ্যা ৩: সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল।

৫.১০) বিবৃতি: চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল-

ব্যাখ্যা ১: তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করা।

ব্যাখ্যা ২: ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩: ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে।

৫.১১) বিবৃতি: ১৯২৯ খ্রিস্টাব্দে মহামন্দার কারণে অর্থসংকট তীব্র আকার ধারণ করে।

ব্যাখ্যা ১: শেয়ার বাজারে ধস নামার কারণে অর্থসংকট বৃদ্ধি পায়।

ব্যাখ্যা ২: আমদানি-রপ্তানি বাণিজ্য মার খাওয়ার জন্য সংকট নামে।

ব্যাখ্যা ৩ : দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিল্পবাণিজ্য সংকট ইত্যাদি কারণে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দেয়।

৫.১২) বিবৃতি: ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসে জলবিভাজিকা।

ব্যাখ্যা ১: এই যুদ্ধের ফলে পূর্বাঞ্চল সমস্যার সৃষ্টি হয়।

ব্যাখ্যা ২: এই যুদ্ধে রাশিয়ার পতন ঘটে।

ব্যাখ্যা ৩: ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল।।








Ix H total

 বিবেকানন্দ কোচিং সেন্টার

শিক্ষক :- স্বপন কুমার রায়।

নবম শ্রেনী ইতিহাস 2023 প্রশ্নোত্তর

উপবিভাগ – ক

1) সত্য ও মিথ্যা নির্ণয় করো :-

i) বিসমার্ক এমস্ টেলিগ্রাম মারফত ইটালিকে যুদ্ধের ফাঁদে ফেলেন । উ:- মিথ্যা।

ii) গ্রিক জাতীয়তাবাদের উন্মেষে হেটাইরিয়া ফিলকের বিশেষ ভূমিকা ছিল । উ:- সত্য।

iii) কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র ।উ:- সত্য।

iv) জাতিসংঘের পতন হয় 1946 খ্রিস্টাব্দে । উ:- মিথ্যা।

v) আমেরিকা নাগাসাকিতে ' ফ্যাটম্যান ' নামে পারমাণবিক বোমা ফেলেছিল ।উ:- সত্য।

vi) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ন - বছরের জন্য নির্বাচিত হন ।উ:- সত্য।

vii) 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কালে জার ছিলেন দ্বিতীয় নিকোলাস ।উ:- সত্য।

viii) জাতিসংঘের খসড়া সংবিধান লিগ কভেনান্ট।উ:- সত্য।

ix) ফ্রাংকো ছিলেন জার্মান সেনানায়ক।উ:- মিথ্যা।

x) জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়।উ:- সত্য।

xi) এপ্রিল থিসিস ঘোষনা করেন লেনিন।উ:- সত্য।

xii) ফুয়েরার হিটলারের উপাধী।উ:- সত্য।

xiii) বুরবো রাজারা ছিল একছত্র ক্ষমতার অধিকারী।উ:- সত্য।

xiv) ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন।উ:- সত্য।

xv) কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষনের যন্ত্র।উ:- সত্য।

xvi) মুসোলিনি নাৎসিবাদের সূচনা ঘটান।উ:- মিথ্যা।

xvii) ইতালিতে জোলভেরাইন নামক শুল্ক সংঘ গঠিত হয়।উ:- সত্য।

xviii) ঘেটো হল শিল্প বিপ্লব কালে শহরের ছোট অঞ্চল।উ:- সত্য।

xix) নেপোলিয়ন তার ভাই জেরেম বোনাপার্টকে দক্ষিণ ইতালির সিংহাসনে বসান।উ:- সত্য।

xx) লিটল বয় একটি পারমাণবিক বোমা।উ:- সত্য।

উপবিভাগ – খ

2)  : বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো 

i)বিবৃতি বিপ্লবপূর্ব ফ্রান্স ছিল ' ভ্রান্ত অর্থনীতির জাদুঘর । : 

ব্যাখ্যা ১। ফ্রান্সের বুরবো রাজারা অনর্থক একটি অর্থনীতির জাদুঘর প্রতিষ্ঠা করেন । 

ব্যাখ্যা ২ ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ৩। অর্থনৈতিক সমস্যা ও সমাধানের ক্ষেত্র ছিল অসামঞ্জস্যপূর্ণ ।

উ:-  ব্যাখ্যা ২ ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ii) বিবৃতি : নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি ( 1801 খ্রিস্টাব্দে ) স্বাক্ষর করেন । 

ব্যাখ্যা ১ ধর্মীয় ক্ষেত্রে ঐকা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন । 

ব্যাখ্যা ২ চার্চের সম্পত্তির জাতীয়করণ করতে চেয়েছিলেন ।

ব্যাখ্যা ৩ রাজনৈতিক কারণে চার্চের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ।

উ:- ব্যাখ্যা ২ চার্চের সম্পত্তির জাতীয়করণ করতে চেয়েছিলেন ।

iii) বিবৃতি : মহান পিটার বা জার পিটার দ্য গ্রেট ' আধুনিক রাশিয়ার জনক ' নামে পরিচিত । 

ব্যাখ্যা ১। তিনি ভূমিদাসদের মুক্তি দেন ।

 ব্যাখ্যা ২ : তাঁর শাসনকালে রাশিয়ার আধুনিকীকরণ শুরু হয় । 

ব্যাখ্যা ৩ তাঁর শাসনকালে রাশিয়ার শিল্পায়নের সূচনা হয় । 

উ:-  ব্যাখ্যা ২ : তাঁর শাসনকালে রাশিয়ার আধুনিকীকরণ শুরু হয় । 

iv) হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে পূর্ব সীমান্তে যুদ্ধ শুরু করেন । 

ব্যাখ্যা ১: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে হাঙ্গেরি আক্রমণ করেন । 

ব্যাখ্যা ২ :হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে পোল্যান্ড আক্রমণ করেন । 

ব্যাখ্যা ৩: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে রাশিয়া আক্রমণ করেন ।

উ:- ব্যাখ্যা ৩: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে রাশিয়া আক্রমণ করেন ।

v) বিবৃতি : ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ১। বিজয়ী নেতৃবর্গ ইউরোপের পুনর্গঠন চেয়েছিলেন । 

ব্যাখ্যা ২:- নেতৃবৃন্দ ফরাসি বিপ্লবের ভাবধারা ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ বিজয়ী নেতারা নেপোলিয়নকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন ।

উ:- ব্যাখ্যা ১। বিজয়ী নেতৃবর্গ ইউরোপের পুনর্গঠন চেয়েছিলেন । 

vi) বিবৃতি : নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী ছিলেন । 

ব্যাখ্যা ১ - তিনি বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শকে ধ্বংস করেছিলেন । 

ব্যাখ্যা ২।তিনি ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল দখল করেছিলেন । 

ব্যাখ্যা ৩:- । তিনি বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন ।

উ:- ব্যাখ্যা ৩:- । তিনি বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন ।

viii) ফরাসি  বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন।

 ব্যাখ্যা ১ দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন । 

ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ব্যাখ্যা ৩ দার্শনিকর অভিজাত বিপ্লব করেছিলেন ।

উ:-ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ix) নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান।

 ব্যাখ্যা ১ নেপোলিয়ন ফরাসি বিপ্লনের জন্যই ক্ষমতায় আসতে পেরেছিলেন । 

ব্যাখ্যা ২ : নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ । নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

উ:- ব্যাখ্যা ৩ । নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

x) বিবৃতি:- মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান ডকট্রিন রচিত হয় -

 ব্যাখ্যা ১। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

ব্যাখ্যা ২। বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য ।

 ব্যাখ্যা ৩। বিশ্বের সামরিক রাষ্ট্রজোট গঠন করা।

উ:- ব্যাখ্যা ১। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

xi) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজকোশ শূন্য হয়ে পড়ে । 

ব্যাখ্যা১) ফ্রান্সের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য ।

ব্যাখ্যা২)ফ্রান্সের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যাওয়ার জন্য । 

ব্যাখ্যা ৩) ফরাসি রাজপরিবারের বিলাসিতা , যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

উ:- ব্যাখ্যা ৩) ফরাসি রাজপরিবারের বিলাসিতা , যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

xiii) বিবৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয় । 

ব্যাখ্যা ১ : মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া উভয়েই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিল ।

 ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল । 

ব্যাখ্যা ৩। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চায়নি।

উ:- ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল । 

xiii) বিবৃতি:  চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল— 

ব্যাখ্যা১)  । তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

ব্যাখ্যা ২ ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল । 

ব্যাখ্যা ৩ : ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে ।

উ:- ব্যাখ্যা ১)  । তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

xiv)   বিবৃতি ; উগ্ন জাতীয়তাবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ হয়ে উঠেছিল— 

ব্র্যাখ্যা ১। উগ্র জাতীয়তাবাদের জন্য জার্মানি ইটালির মতো দেশগুলি সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি নিয়েছিল ।

ব্যাখ্যা ২ উগ্র জাতীয়তাবাদ জাতিগুলিকে শক্তিশালী করে তুলেছিল । 

ব্যাখ্যা৩  উগ্র জাতীয়তাবাদের প্রসারে কিছু দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল । 

উ:- ব্র্যাখ্যা ১। উগ্র জাতীয়তাবাদের জন্য জার্মানি ইটালির মতো দেশগুলি সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি নিয়েছিল 

xv) বিবৃতি : এমস টেলিগ্রাম ' - এর ঘটনাকে ঘিরে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ হয়।

ব্যাখ্যা ১ প্রাশিয়া ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

ব্যাখ্যা ২ কুটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান ।

 ব্যাখ্যা ও প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেন ।

উ:- ব্যাখ্যা ২ কুটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান ।

xvi) বিবৃতি : প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ১  উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

ব্যাখ্যা ২ মানুষের আর্থ - সামাজিক অবস্থার উন্নতি ঘটানো । 

ব্যাখ্যা ৩  আন্তর্জাতিক আইন চালু করা ।

উ:- ব্যাখ্যা ১  উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

xvii) বিবৃতি রুশীকরণনীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় । 

ব্যাখ্যা ১। জার সরকার অনরুশদের ওপর অত্যাচার শুরু করে । 

ব্যাখ্যা ২- জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় । 

ব্যাখ্যা ৩  জার সরকার অনুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয় । 

উ:- ব্যাখ্যা ২- জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় । 

xviii) বিবৃতি : মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি । 

ব্যাখ্যা ১ : মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

ব্যাখ্যা ২ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক ধনী রাষ্ট্র ছিল । 

ব্যাখ্যা ৩ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল ।

উ:- ব্যাখ্যা ১ : মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী :-

1) ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় - তুরস্ককে।

2) প্রভাদা ছিল - বলশেভিক দলের মুখপত্র।

3) শান্তি- জমি- রুটি স্লোগানটি জনপ্রিয় হয় - বলশেভিক বিপ্লবের সময়।

4) ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল - আমেরিকা।

5) জাতিপুঞ্জের সদর দপ্তর - নিউ ইয়র্ক এ।

6) অ্যাসাইনেট হল - এক ধরনের কাগজের নোট।

7) ইনটেন্টডেন্টদের পদগুলি দখল করেছিল - অভিজাতরা।

8) নেপোলিয়ন প্রথমবার নির্বাসিত হন - এলবা দ্বীপে।

9) দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা - কার্ল মার্কস।

10) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির যাদুঘর বলেছেন - অ্যাডাম স্মিথ।

11) রোবসপিয়র ছিলেন - জ্যাকোবিন নেতা।

12) দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় - নেপোলিয়নকে।

13) নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহন করে - রাশিয়া।

14) নেপোলিয়নের শেষ যুদ্ধ ছিল - ওয়াটারলুর যুদ্ধ।

15) হিটাইরিয়াফিলিকে প্রতিষ্ঠা করেছেন - স্কুপাস নামক গ্রিক ব্যবসায়ী।

16) ক্রিমিয়ারযুদ্ধ কত বছর ধরে চলছিল? উ:- তিন বছর ধরে।

17) দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় - স্পেনের গৃহযুদ্ধকে।

18) কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন - মার্কস এঙ্গেলস।

19) টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় - 1807 খ্রিঃ।

20) বলকান অঞ্চলে উষ্ণজল নীতি গ্রহণ করে - রাশিয়া।

21) প্রথম বিশ্বযুদ্ধ শুরু  হয় - 1914 খ্রিঃ 24 শে জুলাই।

22) ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করেন - নেপোলিয়ন।

23) নাৎসি দলের সংগীত রচয়িতা ছিলেন - হস্ট ওয়েলেস।

24) ফরাসি বিপ্লবের আদর্শ ছিল - সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

25) জুলাই বিপ্লব কোন রাজবংশের পতন ঘটায়? উ:- বুরবো রাজবংশের।

26) অসিয়া রেজিম কথার অর্থ হল - পুরাতনতন্ত্র।

27) আমিই রাষ্ট্র কথাটি বলেছেন - চতুর্দশ লুই।

28) ফ্রান্সে ' গ্যাবেল " ছিল একধরনের- লবন কর।

29) অষ্টাদশ শতকের ফ্রান্স ছিল একটি - কৃষিনির্ভর দেশ।

30) নেপোলিয়ন সারাজীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হন - 1802 খ্রিস্টাব্দে।

31) চাটিস্ট আন্দোলন হয়েছিল - ইংল্যাণ্ডে।

32) জেমস ওয়াট আবিষ্কার করেন - বাস্পচালিত ইঞ্জিন।

33) সোভিয়েত রাশিয়ার পার্লামেন্টের নাম- ডুমা।

34) জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন - এরিক ড্রুমন্ড।

35) জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় - 24 শে অক্টোবর দিনটি।

36) সন্ত্রাসের রাজত্বে ব্যবহার হওয়া যন্ত্রটি হল - গিলোটিন।

37) স্পিনিং জেনি আবিষ্কার করেন - হারগ্রিভস।

38) প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল –  1919 খ্রিস্টাব্দে।

39) বিশ্বস্বাস্থ্য সংস্থাটি হল— WHO।

40) পার্ল হারবার ছিল—  মার্কিন নৌ-ঘাঁটি।

41) আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় –  1941 খ্রিস্টাব্দে।

42) যার হাতে বল, সেই রাষ্ট্র পরিচালনার অধিকারী—উক্তিটি হল – মুসোলিনির।

43) ভার্সাই চুক্তিতে মোট ধারার সংখ্যা ছিল – 440 টি।

44) NATO-এর পুরো কথা হল—North Atlantic Treaty Organisation।

45) জাতিসংঘের জনক নামে যিনি পরিচিত ছিলেন – উড্রো উইলসন।

46) ভেটো (Veto) কথার অর্থ-  প্রস্তাব নাকচ করা।

47) UNO-এর পুরো নাম হল - ইউনাইটেড নেশনস্ অর্গানাইজেশন।

48) মীর’ ছিল— গ্রাম্য সমিতি।

49) ফুয়েরার” বা ‘প্রধান নেতা’ বলে কাকে সম্বোর্ধিত করা হয়? -হিটলার।

50) ইটালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন – বেনিতো মুসোলিনি।

51) উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে যে দেশটি পরিচিত ছিল— আফ্রিকা।

52) সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন—  হামফ্রি ডেভি।

53) পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ’– এ কথা বলেছিলেন— কার্ল মার্কস।

54) দুনিয়ার শ্রমিক এক হও’–এরূপ আহ্বান জানান— কার্ল মার্কস।

55) ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? - 1853 খ্রিস্টাব্দে।

56) কূটনীতির যাদুকর বলা হত—  মেটারনিখকে।

57) ডাইরেক্টরি শাসনের সদস্য সংখ্যা ছিল—  5 জন।

58) ক্ষমতা বিভাজন নীতির কথা বলেন  –  মন্তেস্কু।

59) ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা হলেন—  অ্যাডাম স্মিথ।

60) পঞ্চদশ লুইকে ‘প্রজাপতি রাজা’ বলা হয়।

61) ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

উত্তর। ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষােড়শ লুই।

62) প্লেবিয়ান’ কারা?

উত্তর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল।

63) 40সামাজিক চুক্তি' (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর। সামাজিক চুক্তি’ (Social Contract) গ্রন্থের রচয়িতা হলেন রুশাে।

64) কুলাক' কাদের বলা হয়?

উত্তর রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে কুলাক’ বলা হয়।

65) ওয়াল ওয়াল ঘটনা' কী ?

উত্তর ওয়াল ওয়াল হল আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম।  ১৯৩৪ খ্রিস্টাব্দের ৫ ডিসেম্বর সােমালিল্যান্ড ও আবিসিনিয়ার সীমান্তে অবস্থিত ওয়াল ওয়াল গ্রামে দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধ হয়। এই ঘটনাকে 'ওয়াল ওয়াল ঘটনা’ বলা হয়। 

66).অপারেশন বারবারোসা’ কী ?

উত্তর হিটলারের রাশিয়া অভিযানের (১৯৪১ খ্রি.) সাংকেতিক নাম ছিল ‘অপারেশন বারবারােসা’। 

1) টীকা লেখো : রুশ - জার্মান অনাক্রমণ চুক্তি 

জার্মানির শাসক হিটলার এবং রাশিয়ার  শাসক স্ট্যালিনের মধ্যে 1939 খ্রিস্টাব্দে  রুশ-জার্মান অনাক্রমন চুক্তি স্বাক্ষরিত হয়।

a) জার্মানির উদ্দেশ্য :হিটলার উপলব্ধি করেন যে  পোল্যান্ড আক্রমণ করতে গিয়ে একই সঙ্গে পূর্ব সীমান্তে রাশিয়া এবং পশ্চিম সীমান্তে ইঙ্গ ফরাসি শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। তাই  হিটলার আপতত রাশিয়ার সঙ্গে মিত্রতা স্থাপনের দ্বারা পূর্ব সীমান্তে যুদ্ধের সম্ভাবনা দুর করেন । যাতে তিনি  পোল্যান্ড আক্রমন করতে পারেন।

b) রাশিয়ার উদ্দেশ্য : সাম্যবাদ - বিরোধী ইঙ্গ - ফরাসি শক্তির সঙ্গে জোট গঠনে ব্যর্থ হয়ে রাশিয়া নিজের নিরাপত্তার প্রয়োজনে জার্মানির সঙ্গে মিত্রতা স্থাপনে আগ্রহী হয় ।

c).চুক্তি স্বাক্ষর : রাশিয়া ও জার্মানির মধ্যে ১৯৩৯ খ্রিস্টাব্দে ( ২৩ আগস্ট ) রুশ - জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ । 

d) চুক্তির শর্তাবলি : রুশ - জার্মান অনাক্রমণ চুক্তির দ্বারা স্থির হয় যে , রাশিয়া ও জার্মানি — [ 1 ] শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে বিবাদের মীমাংসা করবে । [ 2 ] পরবর্তী ১০ বছর একে অপরকে আক্রমণ করবে না । [ 3 ] তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে কেউ তৃতীয় পক্ষকে সহায়তা করবে না । [ 4 ] পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে । 

e)  চুক্তিভঙ্গ : রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি সত্ত্বেও হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুক্তি ভঙ্গ করে ১৯৪১ খ্রিস্টাব্দে ( ২২ জুন ) রাশিয়া আক্রমণ করেন ।

2)   রোম বার্লিন - টোকিও অক্ষচুক্তি

দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যেসব উগ্র সাম্রাজ্যবাদী একনায়কের আবির্ভাব ঘটে তাদের মধ্যে অন্যতম ছিলেন ইটালির মুসোলিনি , জার্মানির হিটলার এবং জাপানের তোজো । দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইটালি , জার্মানি ও জাপানের মধ্যে ‘ রোম- বার্লিন - টোকিও অক্ষচুক্তি ' নামে এক মৈত্রীজোট গড়ে ওঠে ।

a) ঘনিষ্টতার উদ্যোগ : জার্মান শক্তিবৃদ্ধিতে আতঙ্কিত হয়ে ইটালির শাসক মুসোলিনি ফ্রান্সের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন । কিন্তু হিটলার উপলব্ধি করেন যে , জার্মানি ভবিষ্যতে অস্ট্রিয়া দখলের উদ্যোগ নিলে ইটালির সমর্থন তাঁর বিশেষ প্রয়োজন ।মুসোলিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে অ্যাবিসিনিয়া আক্রমণ করলে হিটলার তাঁকে সমর্থন করেন । ফলে মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় । 

b) রোম - বার্লিন অক্ষচুক্তি : মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে উভয়ের মধ্যে মিত্রতা ( অক্টোবর , ১৯৩৬ খ্রি . ) গড়ে ওঠে । ইটালি ও জার্মানির মধ্যে স্থাপিত এই মিত্রতা ' রোম - বার্লিন অক্ষ্যচুক্তি ' নামে পরিচিত। ১৯৩৬ খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানি ও জাপানের মধ্যে সাম্যবাদ - বিরোধী অ্যান্টি কমিষ্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয় । 

c)  রোম - বার্লিন - টোকিও অক্ষচুক্তি:- জার্মানি ও জাপানের অ্যান্টি কমিন্টার্ন জোটে ইটালি যোগ ( ৬ নভেম্বর , ১৯৩৭ ( . ) দিলে ইটালি , জার্মানি ও জাপানের মধ্যে রোম বার্লিন - টোকিও অক্ষচুক্তি মৈত্রীজোট গড়ে ওঠে ।

3) পার্ল হারবারের ঘটনা কী?

উ:- পার্ল হারবার হল প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত একটি বন্দর । এখানে আমেরিকা তার নৌঘাঁটি স্থাপন করেছিল । 

a) আমেরিকার উদ্যোগ : জাপানের আগ্রাসী নীতির ফলে আমেরিকা— [ 1 ] জাপানের সঙ্গে পুরোনো বাণিজ্যিক চুক্তিটি বাতিল করে দেয় । [ 2 ] জাপানে পেট্রোলিয়ামজাত পণ্য - সহ বেশ কয়েকটি পণ্য সরবরাহ বন্ধ করে দেয় । [ 3 ] আমেরিকায় অবস্থিত জাপানি সম্পত্তি বাজেয়াপ্ত করে । এসব ঘটনায় জাপান ক্ষুব্ধ হয় । 

b)  যুদ্ধের সম্ভাবনা : জাপান খনিজ তেলসমৃদ্ধ দক্ষিণ ইন্দোচিন দখল ( ১৯৪১ খ্রি . ) করে নিলে জাপানের সঙ্গে আমেরিকা সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে । এরপর চিন ও ইন্দোচিন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায় । আমেরিকার এই দাবি জাপান প্রত্যাহার করলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় ।

c) পার্ল হারবারে আক্রমণ : জাপান ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর সকালে বিশাল নৌবহর ও ৩৩৫ টি যুদ্ধবিমান নিয়ে ভাইস অ্যাডমিরাল নোগুচি - র নেতৃত্বে আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে বোমাবর্ষণ শুরু করে এবং এখানকার মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে দেয় । এটি পার্ল হারবারের ঘটনা নামে পরিচিত ।

d) ফলাফল :- এই ঘটনার পরদিন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু  হয়।


X G 40

 বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস: দশম শ্রেনী; বিষয়: ভূগোল

পূর্ণমান: ৪০; সময়: ১ ঘন্টা ২০ মিনিট

১)  সঠিক বকল্পটি নির্বাচন করো: ১x২২=২২

১.১) বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে – নাইট্রোজেন / অক্সিজেন / কার্বন ডাইঅক্সাইড / হাইড্রোজেন। 

১.২) একটি গ্রিনহাউস গ্যাস হল –NO²  / CO²  /  H² / O² 

১.৩) ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা বাড়ে প্রতি ১ কিমি . তে–  ৩.৪ ° C  /  8.8 ° C  / ৫.৪ ° C / ৬.৪ ° C ।

১.৪) রাজস্থানে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে—  ধান্দ /  ধ্রিয়ান /বোলসন / শটস ।

১.৫) বায়ুমণ্ডলের যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হল –-- স্ট্র্যাটোস্ফিয়ার  / আয়নোস্ফিয়ার  /  মেসোস্ফিয়ার /  এক্সোস্ফিয়ার ।

১.৬) মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় --- ৮ কিমি /  ১৮ কিমি /  ৫০ কিমি /  ৮০ কিমি ।

১.৭) পশ্চিমা বায়ু একপ্রকার--- সাময়িক বায়ু / নিয়ত বায়ু / স্থানীয় বায়ু / আকস্মিক বায়ু।

১.৮) সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—শৈবাল সাগর / মগ্নচড়া / হিমপ্রাচীর / হিমশৈল।

১.৯) শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় ? --- ভারত মহাসাগরে / দক্ষিণ আটলান্টিক মহাসাগরে / আরব সাগরে / উত্তর আটলান্টিক মহাসাগরে।

১.১০) ভূপৃষ্ঠের জলভাগে প্রতিটি স্থানে ২৪ ঘণ্টায় জোয়ার হয়—-- দু – বার / একবার / তিনবার / চারবার ।

১.১১) কোনো একদিনে কোনো স্থানে জোয়ারভাটার মধ্যে ব্যবধান –-- ১২ ঘণ্টা / ৪৮ ঘণ্টা / ২৪ ঘণ্টা / ৬ ঘণ্টা।

১.১২) একটি পরিবেশ মিত্র বর্জ্য হল --– চট / প্লাস্টিক / কাচ / সিসা।

১.১৩) তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল --–শিল্প কারখানা / জলবিদ্যুৎ কেন্দ্ৰ  / জলশোধন কেন্দ্র / পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ।

১.১৪) ভারত ও পাকিস্তান সীমারেখা কী নামে পরিচিত ? ---ম্যাকমোহন লাইন / ডুরান্ড লাইন / রাডক্লিফ লাইন / কোনোটাই নয়।

১.১৫) মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল কোন্‌টি ? ---অষ্টমুদি / কায়মকুলম / ভেম্বানাদ / পুশমীকোটা। 

১.১৬) পশ্চিমবঙ্গে গ্রীষ্মের প্রথম ভাগে বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয় তাকে বলে –--  আশ্বিনের ঝড় / কালবৈশাখী / আম্রবৃষ্টি / বরদৈছিলা ।

১.১৭) কোন শহরকে ‘ ভারতের রুঢ় ‘ বলা হয় ? --- জামসেদপুর  / ভিলাই / দুর্গাপুর / হলদিয়া।

১.১৮) ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ? ---  দিল্লি /  কটক /  গুরগাঁও /  কলকাতা।

১.১৯) হেক্টরপ্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম ? --- পাঞ্জাব /  উত্তরপ্রদেশ /  হরিয়ানা /  মধ্যপ্রদেশ।

১.২০) ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল –-- পারাদ্বীপ বন্দর / কোচিন বন্দর / কান্ডালা বন্দর  / হলদিয়া বন্দর ।

১.২১) চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের মধ্যে উল্লেখযোগ্য হল –--পলিথিন ব্যাগ / স্যালাইন বোতল / মিথেন / পয়ঃপ্রণালীর বর্জ্য।

১.২২) সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ –--  বায়ুপ্রবাহ / কোরিওলিস বল / সমুদ্রজলের লবণতা /  পৃথিবীর পরিক্রমণ।


২) শুদ্ধ অথবা অশুদ্ধ লেখ: ১×৮=৮

২.১) জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়।

২.২) বেঙ্গালুরুকে আরবসাগরের রানী বলা হয়।

২.৩) দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়।

২.৪) চিনুক একটি সাময়িক বায়ু।

২.৫) বর্জ্যের পুনব্যবহারে বর্জ্যের পরিমান কমে।

২.৬) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল NH-47 ।

২.৭) ভারতের গভীরতম বন্দর হল বিশাখাপত্তনম।

২.৮) পর্বতের অনুবাত ঢালে বৃষ্টি হয় না।

৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও: (পাচটি)   ৫×১=৫

৩.১) M. M.S এর পুরো কথা কী?

৩.২) অ্যাপোজি  অবস্থানে চাদ ও পৃথিবীর দুরত্ব কত হয়?

৩.৩) দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

৩.৪) ISRO এর পুরো কথা কী?

৩.৫) ওজন গ্যসের ঘনত্ব মাপার একক কী?

৩.৬) সকল শিল্পের মেরুদন্ড কাকে বলে ?

৩.৭) ভারতের একটি করমুক্ত বন্দরের নাম কী ?

৪) ভারতের রেখা মানচিত্রে প্রতীকসহ চিহ্নিত করো:   ৫×১=৫

 ৪.১) সিন্ধু নদ।

৪.২) ভারতের প্রবেশদ্বার।

৪.৩) ভারতের মূল ভূখন্ডের  দক্ষিনতম স্থল বিন্দু।

৪.৪) একটি চা উৎপাদক অঞ্চল।

৪.৫) পক প্রনালী।


X E 90 aa

 VIVEKANANDA COACHING CENTRE

ENGLISH(Second language )

CLASS:-X


Full Marks:- 90.                                                                                                             Time:- 3 hours 15 minutes.

SECTION – A.  READING COMPREHENSION ( SEEN )

1.  Read the passage carefully and answer the questions that follow : 

When the family has finished tea , and gathers round the fire , the cat casually goes out of the room . True life now begins for him . He saunters down his own backyard , springs to the top of the fence , drops lightly down to the other side . He trots across and skips to the roof of an empty shed . His movement becomes lithe and panther like . He looks keenly from side to side and roves noiselessly , for he has so many enemies dogs and small boys with stones . 

On top of the shed , the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof . He stretches himself a few times to see if every muscle is in full working order . Then , drooping his head nearly to his paws , he sends across a call to his kindred , Before long they come gliding , graceful shadows . No longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk . They are now grim fighters . 

A. Choose the correct alternative to complete the following sentences : 1×5=5

(a) The cat carelessly goes out of the room in the ( i ) morning ( ii ) day (iii) evening (iv) midnight. 

Ans:-

(b) The cat easily springs to the top of the ( i ) tower ( ii ) temple (iii ) house (iv ) fence.

Ans:-

(c) The movement of the cat is like a (i)  panther ( ii ) tiger (iii ) dog (iv ) lion.

Ans:-

(d) Sometimes small boys attack the cat with- ( i) stones ( ii ) bats ( iii ) sticks (iv ) toys.

Ans:-

(e) The cat stretches himself to see if his muscle is in ( i ) disorder ( ii ) safety ( iii ) order (iv)  running condition.

Ans:-



B. Fill in the chart with information from the text :  1×3=3

CAUSE


EFFECT



The cat wants his true life to begin






The cat has many enemies






The cat sends a call to his kindred







C. Answer the following questions :-  2x2=4

(i) When does true life begin for the cat?

Ans:-


(ii) When does the cat go after coming out of the house?

Ans:-


2. Read the poem and answer the following questions : 

I must go down to the seas again , to the lonely sea and the sky ,

And all I ask is a tall ship and a star to steer her by ;

And the wheel's kick and the wind's song and the white sail's shaking ,

And a grey mist on the sea's face , and a grey dawn breaking .

A. Choose the correct alternative to complete the following sentences : 4x1=4

 ( a ) The poet must go down to the -- ( i ) lonely seas ( ii ) blue seas ( iii ) calm seas ( iv ) rough seas.

Ans:-

(b) For going to the seas , the poet requires a ship which is -- ( i ) short ( ii ) tall ( iii ) big ( iv ) small.

Ans:-

(c) To steer the ship , the poet needs -- ( i ) the moon ( ii ) the sun ( iii ) a planet ( iv ) a star.

Ans:- 

(d) The poet asks for a mist ; the colour of which would be -- ( i ) white ( ii ) black ( iii ) blue( iv ) grey.

Ans:-

B.  Answer the following questions : 2x2=4

(i)  How can a star help the poet in his voyage ?

Ans:-


(ii)  What are the scenes that make the poet excited for his journey ?

Ans:-

Section - B

Reading Comprehension ( Unseen )

3.  Read the following passage and answer the questions that follow : 

One of the most common and reprehensible use of plastics in the world , including India is as packing material . The polythene bags came into our market only as late as 1982. But they have given such a heating to our recycled newspaper bags that one hardly sees the latter now . Few however , seem aware of the dangers of the plastic carry bags . Polythene bags often cause the death of infants the world over . Babies love to cover their heads and often die gasping for breath since air will not pass through polythene . It is mandatory for plastic bags to carry warnings about them being used as playthings for children . Most plastic toys are also required to be made of non - toxic material and carry statements to that effect . 

The same is the fate of fish and other marine life , when polythene finds its way into the water , as it often does . Plastic indeed poses a sticky disposal problem for the world at large . You cannot burn it . If you throw it away , it may choke the drain . So you cannot get rid of it . Once you have produced it . it has enveloped your life . Ann Leoland of the internationally known environmental group , ' Green Peace ' , says , " Substantial amount of toxic - chemical released in plastic production can cause cancer and congenital defects and damage the nervous system , blood , kidneys and immunity systems . These chemicals can also cause serious damage to eco - system . "

A. Tick the right answer : 6x1=6

(i)  The polythene bag came into our market in ( a ) 1782 (b) 1982  ( c ) 1892 ( d ) 1928 

Ans:-

( ii ) Everyone of us must be aware about the dangers of using ( a ) newspaper bags (b) gunny bags  (c) polythene bags ( d ) none of these 

Ans:-

( iii ) Infants often die when they cover their heads with ( a ) measles ( b) typhoid (c) hankerchiefs (d ) plastic bags 

Ans:-

 ( iv ) Plastic cannot be ( a ) thrown away ( b) used by adults (c)  burnt ( d ) the cause of cancer

Ans:-

( v)  Plastic toys should be made of (a) non - toxic material ( b ) packing material (c)  toxic material ( d ) recycled newspapers 

Ans:-

 (Vi) Chemicals released during plastic production may lead to - (a) measles (b) typhoid  (c) cancer (d) malaria 

Ans:-

B.  Each of the following statements is either ' True ' or ' False ' . Write ' T ' for " True ' and ' F " for ' False ' in the boxes on the right - hand side . Also pick out suitable line ( s ) or phrase ( s ) from the passage in support of your answers : 3x2 = 6

 ( i) Plastics cause damage to marine life . 

Supporting statement :


(ii)  All of us are aware of the dangers of using plastic bags . 

Supporting statement : 


(iii ) Polythene bags often cause the death of old people . 

Supporting statement : 


C. Answer the following questions : 4x2=8

( i ) When did polythene bags come into market ?

Ans:-


(ii) Why are plastic bags not recycled ? 

Ans:-


( iii ) Which chemicals cause serious damage to nature according to Ann Leoland ? 

Ans:-


( iv ) Pick up a sentence from the passage that summarises the concept / theme of the whole passage . 

Ans:-


Section - C

Grammar & Vocabulary

4. Write the correct alternative to fill in the blanks :- 3x1=3

APJ Abdul Kalam -------------( has been / is / was ) elected the President of India . He ------------- ( defeated / will defeat / has defeated )  L. Sehgal by a small margin . He ------------( was born / is born / had born ) in Tamil  Nadu .

5.A.  Fill in the blank with appropriate articles and prepositions :  3x1=3

------- best friend ------- man in this world may turn ------- him.

B.: Do as directed:- 3x1=3

 ( i ) He said to me , " Will you go to school today ? " ( change into indirect speech )

Ans:-

( ii ) He was absent . He explained the reason . ( join into a complex sentence ) 

Ans:-

(iii) Gold is the most precious metal . ( chunge into comparative degree ) 

Ans:-

C. Choose the correct phrasal verbs from the list given below to replace the underlined words . Change the form of the verbs where necessary and write the phrasal verbs in the boxes provided . There is one extra phrasal verb in the list :- 3x1=3

(i)  Swami Vivekananda established Ramkrishna Mission . 

(ii)  The meeting was postponed . 

(iii) Avoid my company .

[ put off , call up , give up , set up ]

6. Given below are the meanings of four words which you will find in the passage in Question No. 3 . Find out the words and write them in the appropriate boxes on the right - hand side :  4x1=4

( i ) babies 

( ii ) poisonous 

(iii) harm

(iv ) belong to one from birth 

Section -D

Writing

7. Write a paragraph with in 100 words on "your aim in life". 10

8. Write a letter to the editor about the reckless driving of the public vehicles in your locality. 10

9. Write a notice with in 100 words about an inter school district sports compilation will be held in your school.  10

Ans:-

X B 90

 বিবেকানন্দ কোচিং সেন্টার

২০২৪

প্রথম ভাষা

সময়:- ৩ ঘন্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য।

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: ১৭×১=১৭

 ১.১. তপন ও তার ছোট মাসির বয়সের পার্থক্য হল ---  ( ক ) সাত বছর ( খ) আট বছর  (গ) নয় বছর (ঘ) দশ বছর ।

১.২ .বিরাগীর তীর্থভ্রমণের জন্য জগদীশবাবু দিয়েছিলেন ( ক ) দু'শো টাকা ( খ ) একশো টাকা ( গ ) একশো এক টাকা  ( ঘ ) এক টাকা।

১.৩. অমৃতের বয়স ছিল (ক) দশ বছর (খ ) এগারো বছর ( গ ) নয় বছর (ঘ) বারো বছর।

 ১.৪. যাদের শব কাছে দূরে ছড়ানো রয়েছে -- (ক) পশুদের  (খ) নারীদের (গ) শত্রুদের (ঘ) শিশুদের।

 ১.৫. ঝরনা কলম নামটি দিয়েছেন  -- (ক) রাজশেখর বসু  (খ) রবীন্দ্রনাথ ঠাকুর  (গ) সুভাষচন্দ্র বসু (ঘ) স্বপন কুমার রায়।

 ১.৬. খেয়ে সব ভাত নিল সে --- বাক্যটিতে যা নেই তাহল --- (ক) উদ্দেশ্য (খ ) যোগ্যতা (গ ) আসক্তি ( ঘ ) আকাঙ্খা ।

 ১.৭. অভিধা যে  ধরনের অর্থ প্রকাশ করে তা হল -- (ক) অভিধানিক (খ) অন্তর্নিহিত   (গ) ব্যঞ্জনা (ঘ) কোনটি নয়।

১.৮. শকুন-চিল বলতে বোঝানো হয়েছে  -- (ক) ভালোমানুষকে (খ) ধনীমানুষকে  (গ) সুযোগসন্ধানী মানুষকে  (ঘ) পাগল মানুষকে।

১.৯. বর্ম খুলে দেখ --- গায়ে।  -- (ক) জামা  (খ) আদুড় (গ) নোংরা  (ঘ) জামা ।

১.১০. অম্বুরাশিসুতা হল ---  (ক)প্রমিলা   (খ) সমুদ্র  (গ) লহ্মী   (ঘ) মন্দোদরী ।

১.১১. "কে বধিল কবে প্রিয়ানুজে" -- প্রিয়ানুজ হলেন  -- (ক) রাবন (খ) ইন্দ্রজিৎ (গ) কুম্ভকর্ণ (ঘ) বীরবাহু।

১.১২. সপ্ত ঋষির সমাহার = সপ্তর্ষি, যে সমাসের উদাহরন  -- (ক) দ্বিগু সমাস  (খ) দ্বন্দ্ব সমাস  (গ) বহুব্রীহি সমাস  (ঘ) তৎপুরুষ সমাস।

১.১৩. সমাস শব্দের অর্থ হল  -- (ক) সম্বন্ধ (খ) সংক্ষেপ (গ) সমান (ঘ) সমন্বয়।

১.১৪. বাঙালী কবি সুনীল ভালো লেখেন --- নিম্নরেখ অংশটি হল --- (ক) বিধেয়  (খ) বিধেয় সম্প্রসারক (গ) উদ্দেশ্য  (ঘ) উদ্দেশ্য সম্প্রসারক ।

১.১৫. 'গরু আকাশে ওড়ে' - বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে  -- (ক) যোগ্যতা (খ) আসক্তি  (গ) আকাঙ্খা (ঘ) কোনটি নয়।

১.১৬. ' আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো ' - এটি কী জাতীয় বাক্য?  -- (ক) সরল বাক্যে  (খ) জটিল বাক্যে  (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে।

১.১৭. ' বাঘে-গরুতে একঘাটে জল খায়।' - এই বাক্যে কর্তা হল (ক) নিরপেক্ষ কর্তা (খ) ব্যতিহার কর্তা   (গ) সহযোগী কর্তা (ঘ) প্রযোজ্য কর্তা।


২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর  দাও:- ১৯×১=১৯

২.১ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.১.১. “ তবে এ বস্তুটি পকেটে কেন ” কোন বস্তুটি পকেটে ছিল ? 

২.১.২. “ নদের চাদ সব বোঝে " --- নদের চাদ কী বোঝে না ?

২.১.৩. জগদীশ বাবুর মোট সম্পত্তি কত ?

২.১.৪.  “ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ” —কী বুদ্ধি খেলেছিল ?

২.১.৫.  “ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে । ” কোন কথাটা ছড়িয়ে পড়ে ?


 ২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.২.১. “ মাথায় কত শকুন বা চিল ” “ শকুন বা চিল ’ বলতে কবি কাদের বুঝিয়েছেন ?

২.২.২. “ শিশু আর বাড়িরা খুন হল " --- শিশু আর বাড়িরা খুন হল কেন ?

২.২.৩.  “ আসছে নবীন " --- নবীন আসার কারন কী ?

২.২.৪. অনুমান করে নিজ চিতে -- কে কী অনুমান করেন ?

২.২.৫. "দ্বাদশ রবির বহি জ্বালা " -- দ্বাদশ রবি শব্দের অর্থ কী?


 ২.৩. তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

২.৩.১. “ বাংলায় একটা কথা চালু ছিল । ” –চালু কথাটা কী ?

২.৩.২.  কুইল কী ?

২.৩.৩  এতে রচনা উৎকট হয়  --রচনা উৎকট হয়  কেন?

২.৩.৪. আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলি কী কী ?


  ২.৪ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :  ৮×১=৮

২.৪.১ তিনি নাকি বই লেখেন। (ভাব বাচ্যে পরিণত করো )

২.৪.২ বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ।

২.৪.৩. ' ছাদ থেকে বাজি পোড়ানো হবে। '- কারক ও বিভক্তি নির্ণয় করো।

২.৪.৪. 'তোরা সব জয়ধ্বনি কর' - ভাব বাচ্যে পরিণত করো।

২.৪.৫. তির্যক বিভক্তি কাকে বলে?

২.৪.৬. একটি নিত্য সমাসের উদাহরন দাও।

২.৪.৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরন দাও।

২.৪.৮. ব্যাতিহার কর্তা কাকে বলে? উদাহরন দাও।

২.৪.৯. 'পঞ্চকন্যা পাইলা চেতন।-- নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখ।

২.৪.১০. আগে পুজো ইষ্ঠদেবে - সমাসবদ্ধ পদের সমাস নির্ণয় করো।


৩. কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও:- ৩+৩=৬

৩.১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.১.১. "সে ভয়ানক দুর্লভ জিনিস " -- দুর্লভ জিনিসটি কী? তা দুর্লভ কেন?

৩.১.২. "নদের চাঁদের বড়ো ভয় করিতে লাগিল।" -- নদের চাঁদের ভয়ের কারন কী?


৩.২. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.২.১. "তথা কন্যা থাকে সর্বক্ষন" -- কন্যা কে? সে সর্বক্ষন কোথায় থাকে?

৩.২.২. "আয় আরো বেঁধে বেঁধে থাকি" -- কবি কেন বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন?


৪. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৪.১. "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে ।" --- বাবুটি কে ? তার শখ ও স্বাস্থ্যের বর্ননা দাও।

৪.২. "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।" -- কার কখন একথা মনে হয়েছিল আলোচনা করো।


৫. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৫.১. "তারপর যুদ্ধ এল" -- যুদ্ধের ভয়াবহ ও করুণ ছবির পরিচয় দাও।

৫.২. "অভিষেক করিলা কুমারে" -- কুমার কে? তার চরিত্র আলোচনা করো।


৬. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৬.১ " বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন নানা রকম বাধা আছে " --- বাধাগুলি কী কী তা আলোচনা করো।

৬.২ ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো।



৭. কমবেশি ১২৫ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৭.১ " জানিনা আজ কার রক্ত সে চায়। পলাশী, রাহ্মসী পলাশী " -- কে  কেন এমন মন্তব্য করেছেন?

৭.২. সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি আলোচনা করো।


৮. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও :- ৫×২=১০

৮.১ জুপিটার ক্লাবে হ্মিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ গুলি কী কী ? এর জবাবে হ্মিতীশের উত্তর কী ছিল?

৮.২ "তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে" -- কোন পরিপেক্ষিতে একথা বলা হয়েছে? আসল লজ্জা ও আসল গর্ব বলার কারণ কী?

৮.৩. কোনির উথ্বানের পিছনে ক্ষিতীশের অবদান আলোচনা করো।


৯. চলতি গদ্যে বঙ্গানুবাদ করো:-  ৫

 It is very difficult to get rid of bad habits , So , we should be very careful that we do not get into bad habits in our boyhood . Idieness is one such bad habit . Every boy and girl should be diligent . It should be their duty to obey the superiors and carry out their orders .


১০. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

১০.১ মোবাইল ফোনের ভালো-মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

১০.২ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে একজনের মৃত্যু হল এবিষয়ে  একটি প্রতিবেদন রচনা করো।


১১. কমবেশি ৪০০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

১১.১ দৈনন্দিন জীবনে বিজ্ঞান।

১১.২ চন্দ্রযান ৩ ।

১১.৩ তোমার জীবনের একটি স্মরনীয় ঘটনা।

১১.৪ পরিবেশ দূষণ ও তার প্রতিকার।


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





Vocaballary x

 SET:- 1

My Own True Familly

1. Given below are the meanings of four words which you will fnd in the passage :- 

A. A male deer -

B. A piece of cloth specially one torn from a large piece -

C. Wake from sleep -

D. Be all around -

E. Swear -

Ans:- A. Stag,  B. Rag, C. awake,  D. Surrounded,  E. Promise.

SET:-B

Passing away of Bapu.

1. Given below are the meanings of four words which you will fnd in the passage :- 

A.An informal religious gathering -

B. Abnormal -

C. Forced one's way by pushing -

D. A radio program -

E. Fomal declaration -

Ans: - A. Prayer meeting,  B. Unnatural,  C. Jostled,  D. Broadcast,  E. Announced.

SET:-3

Fable

1. Given below are the meanings of four words which you will fnd in the passage :- 

A. Confident -

B. Globe -

C. Natural aptitude or skill -

D. Loss of reputation -

E. Refuse-

Ans: - A. Doubtless, B. Sphere,  C. Talent,  D. Disgrace,  E. Deny.

SET:-4

Father's Help

1. Given below are the meanings of four words which you will fnd in the passage :- 

A. Understand clearly -

B. A very brief of time-

C. A continuous pain in the head -

D. Move around in an idle manner -

E. Guilt-

Ans: - A. Realized,  B. Moment,   C. Headache,  D. Loaf, E. Fault. 

SET:-5

Our runaway kite 

1. Given below are the meanings of four words which you will fnd in the passage :- 

A. A piece of land surrounded by water -

B. A person who look after something - 

C. A tower containing lights -

D. Feel sorrow for -

E. Mistake -

Ans: - A. Island,  B. Keeper, C. Lighthouse, D. Pitied,  E. Fault.

SET:-6

1. Given below are the meanings of four words which you will fnd in the passage :- 

A. Another time -

B. Guide -

C. Calm -

D. Journey -

E. Forceful thurst with the foot -

Ans: - A. Again, B. Steer,   C. Quite,  D. Trick,  E. Kick.