Saturday, March 30, 2024

2 marks geo x

 1. সমপ্রায় ভূমি কাকে বলে ?

 উ : সংজ্ঞা : বৃষ্টিবহুল আর্দ্র অঞ্চলে নদীর জলধারা , বৃষ্টির জল ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে , প্রাচীন মালভূমি এবং উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে একসময় উঁচু নীচু , ঢেউ খেলানো ভূমি বা প্রায় সমতল ভূমিতে পরিণত হলে তাদের সমপ্রায়ভূমি বলে । উদা : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির কোনো কোনো অংশ সমপ্রায়ভূমি । 

2. অবরোহন প্রক্রিয়া কী ? উ : সংজ্ঞা : ইংরেজি ' Degradation ' বা বাংলা ‘ অবরোহন ' শব্দটির আভিধানিক অর্থ হল ' নীচে নামা ' । বহির্জাত প্রক্রিয়াসমূহের মধ্যে যেসব প্রক্রিয়ার দ্বারা নীভবন বা নির্মোচনের মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা পর্যায়ক্রমিকভাবে হ্রাস পায় বা ভূমিভাগ নীচু হয়ে যায় , তাদের অবরোহন প্রক্রিয়া বলে । বৈশিষ্ট্য : ( i ) পৃথিবীর স্থলভাগের ক্ষেত্রমান এই প্রক্রিয়ায় হ্রাস পায় । ( ii ) এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া । উদা : সুউচ্চ পার্বত্যভূমি ক্রমশ ক্ষয় হতে হতে প্রথমে ক্ষয়জাত পর্বত , তারপর ক্ষয়জাত মালভূমি এবং শেষে ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয় ।

 3. পর্যায়ন কী ? উঃ সংজ্ঞা : বহির্জাত প্রক্রিয়াসমূহ ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে অবরোহন , আরোহন ও জৈবিক পদ্ধতিতে ভূমিভাগের উচ্চতার পরিবর্তন ঘটায় এবং এই পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূমিরূপের মধ্যে ক্রমশ একটি সমতা বা সামঞ্জস্য আনার চেষ্টা করে । ভূমিরূপের সামপ্রসা বিধানকারী এই প্রক্রিয়া পর্যায়ন নামে পরিচিত ।

 4. ওয়াদি কী ?

 উ : সংজ্ঞা : ওয়াদি একটি আরবি শব্দ । এর অর্থ এক উপত্যকা । মরুভূমির মাঝে জলস্রোতের দ্বারা সৃষ্ট অ্য নদীখাতগুলিকে ওয়াদি বলে । বৈশিষ্ট্য : ( i ) এই সমস্ত নদীখাতে বৃষ্টির সময় ছাড়া বছরের অধিকাংশ সময় জল থাকে না । ( ii ) ওয়াদিগুলির জল কিছুদূর প্রবাহিত হওয়ার পর বালির মধ্যে হারিয়ে যায় । উদা : মেক্সিকোর বোলসন , ভারতের ধান্দ বলে ।

 5. ড্রামলিন কী ? উ : সংজ্ঞা : পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত টিলা সঞ্চয়ের ফলে ওলটানো নৌকা বা চামচের মতো যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে ড্রামলিন বলে । বৈশিষ্ট্য : ( i ) ড্রামলিন বহুল অঞ্চলকে ' Basket of eggs relief or topograohy ' বলে । ( ii ) ড্রামলিনের উচ্চতা 6- 60 মিটার । ( iii ) ড্রামলিনের মাঝে জলাভূমির সৃষ্টি হতে পারে । উদা : স্কটল্যান্ড , আয়ারল্যান্ড , সুইডেন ইত্যাদি দেশে দেখা যায় । 

6. প্রিয়ান কী ? উ : সংজ্ঞা : রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে প্রিয়ান বলে । স্থানীয় অধিবাসীরা এই বালির পাহাড়গুলিকে ' টিব্বা ' বলে থাকেন । সৃষ্টির কারণ : ( i ) বায়ুপ্রবাহ এর দিক ও গতি পরিবর্তন । ( ii ) সঞ্চারণশীল হালকা বালুকারাশির অবস্থান ও স্থানীয় ধূলিঝড় । 

7. ষষ্ঠঘাতের সূত্র বলতে কী বোঝ ? 

উ : সংজ্ঞা : 1842 খ্রিস্টাব্দে W. HOPKINS ষষ্ঠঘাতের ব্যাখ্যা দেন । নদীর বহন ক্ষমতা নির্ভর করে ভূমির ঢাল , জলের গতিবেগ , জলের পরিমাণ ও নদীবাহিত পদার্থের পরিমাণের ওপর । নদীর গতিবেগের সাথে নদীর বহন ক্ষমতার সুনির্দিষ্ট সম্পর্ক আছে । নদীর গতিবেগ কোনো কারণে দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা 64 গুণ অর্থাৎ 26 হারে বৃদ্ধি পায় । একেই ষষ্ঠঘাতের সূত্র বলে । : ষষ্ঠঘাতের সূত্রানুযায়ী নদীর গতিবেগ বাড়লে , বহন ক্ষমতা বাড়বে ।

8. লোয়েস সমভূমি বলতে কী বোঝ ? 

সংজ্ঞা : মরু ও মরুপ্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বর্ণের কোয়ার্টজ , ফেলসপার , ডলোমাইট প্রভৃতি খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম পলি কণার সঞ্চয়কে লোয়েন বলে । লোয়েস দিয়ে গঠিত সমতল অঞ্চলকে লোয়েস সমভূমি বলে । অর্থ : জার্মান শব্দ ' Loss -এর অর্থ হল সূক্ষ্ম পলি ' । সূক্ষ্ম পলিকণা বায়ু বাহিত হয়ে বহুদূরে সঞ্চিত হলে লোয়েস সমভূমির সৃষ্টি হয় । উদা : মধ্য এশিয়ার গোবি মরুভূমির বালুরাশি বাহিত হয়ে চিনের হোয়াংহো নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে ।

 11. হিমরেখা ( Snow line ) বলতে কী বোঝ ?

 উ : সংজ্ঞা : ভূপৃষ্ঠের য কাল্পনিক সীমারেখার ঊর্দ্ধে সারাবছর বরফ জমে যায় এবং নীচে বরফ গলে জলে পরিণত হয় তাকে হিমরেখা বলে । অবস্থান : শীত , গ্রীষ্মের উষ্ণতা মতো তারতম্যে অনেক হিমরেখার অবস্থান পরিবর্তিত হয় , এদের অস্থায়ী হিমরেখা বলে । কিন্তু যে উচ্চতার ওপর বরফ কখনো গলে না , তাকে স্থায়ী হিমরেখা বলে ।

Tuesday, March 26, 2024

Class x exam Eng

 VIVEKANANDA COACHING CENTRE

CLASS:-X; SUB:- ENGLISH(B)

F.M:-40; TIME:-1 HOUR 20 MINUTES.

Name:- -----------------------------------------------------------

Section - A Reading ( Seen ) 

1. Read the following passage and answer the questions that follow : 

As he entered the school gate , an idea occurred to him . He would deliver the letter to the headmaster at the end of the day . There was a chance Samuel might do something during the course of the day to justify the letter . 

Swami stood at the entrance to his class . Samuel was teaching arithmetic . He looked at Swami , Swami hoped Samuel would scold him severely .

 " You are half an hour late , " Samuel said . 

" I have a headache , sir . " Swami said . 

" Then why did you come at all ? "

 This was an unexpected question from Samuel .

Swami said , " My father said I shouldn't miss school , sir .

 " Samuel looked impressed . " Your father is quite right . We want more parents like him . "

 " Oh , you poor man ! " Swami thought , " you don't know what my father has done to you . " 

" All right , go to your seat . "

 Swami sat down , feeling sad . He had never met anyone as good as Samuel .

 The teacher was inspecting the home lessons . To Swami's thinking , this was the time when Samuel got most angry . But today Samuel appeared very gentle .

 " Swaminathan , where is your homework ? " 

I have not done my homework , sir , " Swami said .


 A. Chose the correct alternatives to complete the following sentences : 4×1=4

( a) Swami decided to delives the letter to the headmaster -- (i) at the beginning of the day , ( ii ) during the acitfimetic class , ( iii) at the end of the day , (i v ) during tiffin break.

Ans:-

 ( b) Samuel was teaching- (i) geometry , (ii) algebra , (iii) trigonometry ; ( iv ) arithmetic.

Ans:-

( c ) According to Samuel , Swami was late by ( i ) half an hour , ( ii ) one hour  (iii) two hours , ( iv ) quarter of an hour.

Ans:- 

 ( d ) swami's thinking , Samuel used to get most angry when he inspected ( i ) home lessons , ( ii ) class work ( iii ) project work , ( iv ) exam papers.

Ans:- 

B. State whether the following statements are True or False . Write ' T ' for True and ' F ' for False in the boxes given on the right - hand side . Provide sentences / phrases / words in support of your answer : 2×1=2

( a ) Swami expected that Samuel wouldn't scold him .

 Supporting Statement .

 ( b ) Swami felt that he had never met a person as good as Samuel . 

Supporting Statement . 

2. Read the extract of the poem given below and answer the questions that follow :

 Once I crept in an oakwood - I was looking for a stag .

 I met an old woman there all knobbly stick and rag

 She said : ' I have your secret here inside my little bag . 

' Then she began to cackle and I began to quake . 

She opened up her little bag and I came twice awake- 

Surrounded by a staring tribe and me tied to a stake . 

They said : ' We are the oak - trees and your own true family . 

We are chopped down , we are torn up , you do not blink an eye . 

Unless you make a promise now - now you are going to die . 

A. Choose the correct alternatives to complete the following sentences : 1×4=4

( a ) The poet crept inside a / an - ( i ) home , ( ii ) rosewood , ( iii ) oakwood , ( iv ) forest . 

Ans:- 

( b ) The woman was- ( i ) old , ( ii ) young , ( iii ) elderly , ( iv ) foolish . 

Ans:-

( c ) The bag that the woman carried was- ( i ) heavy , ( ii ) big , ( iii ) light , ( iv ) little .

Ans:- 

( d )  The poet was tied to a- ( i ) door , ( ii ) stake , ( iii ) wall , ( iv ) pillar . 

Ans:- 



Section - B

Reading Comprehension ( Unseen )

3.  Read the following passage and answer the questions that follow : 

One of the most common and reprehensible use of plastics in the world , including India is as packing material . The polythene bags came into our market only as late as 1982. But they have given such a heating to our recycled newspaper bags that one hardly sees the latter now . Few however , seem aware of the dangers of the plastic carry bags . Polythene bags often cause the death of infants the world over . Babies love to cover their heads and often die gasping for breath since air will not pass through polythene . It is mandatory for plastic bags to carry warnings about them being used as playthings for children . Most plastic toys are also required to be made of non - toxic material and carry statements to that effect . 

The same is the fate of fish and other marine life , when polythene finds its way into the water , as it often does . Plastic indeed poses a sticky disposal problem for the world at large . You cannot burn it . If you throw it away , it may choke the drain . So you cannot get rid of it . Once you have produced it . it has enveloped your life . Ann Leoland of the internationally known environmental group , ' Green Peace ' , says , " Substantial amount of toxic - chemical released in plastic production can cause cancer and congenital defects and damage the nervous system , blood , kidneys and immunity systems . These chemicals can also cause serious damage to eco - system . "

A. Tick the right answer : 4x1=4

(i)  The polythene bag came into our market in ( a ) 1782 (b) 1982  ( c ) 1892 ( d ) 1928 

Ans:-

( ii ) Everyone of us must be aware about the dangers of using ( a ) newspaper bags (b) gunny bags  (c) polythene bags ( d ) none of these 

Ans:-

( iii ) Infants often die when they cover their heads with ( a ) measles ( b) typhoid (c) hankerchiefs (d ) plastic bags 

Ans:-

 ( iv ) Plastic cannot be ( a ) thrown away ( b) used by adults (c)  burnt ( d ) the cause of cancer

Ans:-

B.  Each of the following statements is either ' True ' or ' False ' . Write ' T ' for " True ' and ' F " for ' False ' in the boxes on the right - hand side . Also pick out suitable line ( s ) or phrase ( s ) from the passage in support of your answers : 1x2 = 2

 ( i) Plastics cause damage to marine life . 

Supporting statement :


(ii)  All of us are aware of the dangers of using plastic bags . 

Supporting statement : 


C. Answer the following questions : 2x2=4

( i ) When did polythene bags come into market ?

Ans:-


(ii) Why are plastic bags not recycled ? 

Ans:-



Section - C

Grammar & Vocabulary

4. A. Write the correct alternative to fill in the blanks :- 3x1=3

( i ) Rishi and his sister was came ----- Nepal. ( For / to / from / at )

Ans :-

( ii ) He was killed a snake ---- a stick. ( From / by / at / with )

Ans :-

( iii ) I am standing ---- the bus stop. ( at / in / into / with) 

Ans :- 

B. Do as directed:- 3x1=3

 ( i ) He said to me , " Will you go to school today ? " ( change into indirect speech )

Ans:-

( ii ) He has given me a nice pen. (Change the Voice)

Ans:-

(iii) Gold is the most precious metal . ( chunge into comparative degree ) 

Ans:-

C. Choose the correct phrasal verbs from the list given below to replace the underlined words . Change the form of the verbs where necessary and write the phrasal verbs in the boxes provided . There is one extra phrasal verb in the list :- 4x1=4

(i)  Swami Vivekananda established Ramkrishna Mission . 

(ii)  The meeting was postponed . 

(iii) Avoid my company .

( Iv) The child resembles to his father. 

[ put off , take after , call up , give up , set up ]

5. Write a letter to the editor about the reckless driving of the public vehicles  in your locality. 10

Or,

 Write a notice with in 100 words about an inter school district sports compilation will be held in your school.  10

Saturday, February 24, 2024

ঠান্ডা লড়াই

 3) ঠান্ডা লড়াই কাকে বলে ? এর পটভূমি লেখো ? এর বৈশিষ্ঠ্য ও  তৃতীয় বিশ্বে ঠাণ্ডা লড়াই এর প্রভাব আলোচনা করো ।

উত্তর:-দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে একদিকে থাকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট, অপরদিকে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমি ধনতান্ত্রিক রাষ্ট্রজোট। বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক আধিপত্য গড়ে তোলার জন্য এই দুই রাষ্ট্রজোটের মধ্যে যে লড়াই শুরু হয় তা ঠান্ডা লড়াই নামে পরিচিত ।

■  ঠান্ডা লড়াইয়ের পটভূমি:-

a) চার্চিলের ফালটন বক্তৃতা : ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের অন্তর্গত ফালটনে ওয়েস্টমিনস্টার কলেজে এক ভাষণে রুশ আগ্রাসন থেকে ইউরোপীয় সভ্যতাকে রক্ষা করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ওপর অর্পণ করেন । 

b) কেন্নানের বেষ্ঠনী নীতি :- রাশিয়ায় কর্মরত  মার্কিন রাষ্ট্রদূত জজ এফ . কেরান  সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার জন্য বেষ্টনী তত্ত্ব ' ( Da89.8 জুলাই ) প্রকাশ করেন , যা মার্কিন প্রশাসন মেনে নেয় ।

c) ট্রুম্যান নীতি :- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় ( ১৯৪৭ খ্রি . ১২ মার্চ ) তুরস্ক ও গ্রিস - সহ বিশ্বের যে - কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন , যা ট্রুম্যান নীতি নামে পরিচিত । ঐতিহাসিক আইজ্যাক ভয়েসচার ঈমান নীতিকে ঠাণ্ডা লড়ায়ের আনুষ্ঠানিক ঘোষণা বলে অভিহিত করেছেন । 

d ) আমেরিকার শক্তিজোট গঠন : - সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৯ খ্রিস্টাব্দে গড়ে তোলে ' উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ' ( NATO ) | তারপর একে একে গড়ে তোলে ' দক্ষিণ - পূর্ব এশিয়া চুক্তি সংস্থা ' ( SEATO ) ; ' মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা ( MEDO ) যা  পরবর্তীকালে মধ্য এশিয়া চুক্তি সংস্থা ' ( CENTO ) নামে পরিচিত হয়। 

e) রাশিয়ার নেতৃত্বে শক্তিজোট গঠন : আমেরিকার নেতৃত্বে গড়ে- ওঠা পশ্চিমি সামরিক শক্তিজোট ন্যাটোর জবাবে রাশিয়ার নেতৃত্বে ১৯৫৫ খ্রিস্টাব্দে পূর্ব ইউরোপীয় দেশগুলিকে নিয়ে গঠিত হয় ওয়ারশ চুক্তি সংস্থা ( Warsaw Pact Organisation , WPO ) , যা ছিল একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ।

■ ঠান্ডা লড়াইয়ের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল-

 1 ] কতৃত্ব প্রতিষ্ঠার দ্বন্দ্ব :-  দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে  Super Power রাষ্ট্ররূপে আবির্ভাব ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের । তাই ঠান্ডা লড়াই বলতে বোঝায় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সারা বিশ্বে নিজ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিদ্বন্দ্বিতাকে । 

 2 ) সমর্থন লাভের দ্বন্দ্ব :-  উভয় রাষ্ট্র বিশ্বের অন্যান্য রাষ্ট্রের ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে ও তাদের সাহায্য ও সহযোগিতা লাভ করতে তৎপর ছিল । 

3 ) মতাদর্শের সংঘাত :-  মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতার নামে এবং সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্যবাদের বিরোধিতা ও সাম্যবাদের পক্ষে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয় । এর পরিণতি হিসেবে ঠান্ডা লড়াই নামে রাজনৈতিক মতবাদের লড়াই শুরু হয় । 

4 ) সামরিক শক্তির দ্বন্দ্ব :-  কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইকে কেন্দ্র করে দুই শক্তিজোট ভিতরে ভিতরে জোর সামরিক প্রস্তুতি শুরু করে । প্রবল থেকে প্রবলতর শক্তিসম্পন্ন মারণাস্ত্র তৈরি ও সেগুলির পরীক্ষার নামে যুদ্ধ মহড়া শুরু হয় দুই শিবিরে । এইভাবে উভয়পক্ষই প্রবল সামরিক বলে বলীয়ান হয়ে ওঠে । বিশ্বে আতঙ্কজনক বাতাবরণ গড়ে ওঠে , যা ঠান্ডা লড়াই নামে অভিহিত হয় । 

 5 ) ছায়া যুদ্ধ : আমেরিকা ও রাশিয়া উভয় পক্ষের সামরিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কোনো পক্ষই একে অন্যের বিরুদ্ধে প্রত্যক্ষ সংঘর্ষে অংশ নেয়নি । কেবল যুদ্ধের আবহ বজায় রেখেছিল ।

■  তৃতীয় বিশ্বে ঠাণ্ডা পড়াইয়ের প্রভাব :-

[ 1 ] ঠান্ডা লড়াইয়ের আবর্তে ছড়িয়ে পড়া : দুই বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার ফলেই ঠান্ডা লড়াই পরিবেশের উৎপত্তি । কিন্তু ওই দুই শক্তি কখনোই নিজেদের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েনি । অথচ তৃতীয় বিশ্বের দেশগুলির পক্ষে ঠান্ডা লড়াইয়ের আবত থেকে দূরে সরে থাকা কিন্তু সম্ভব হয়নি |

 [ 2 ] আমেরিকা ও রাশিয়ার আধিপত্য বিস্তারের প্রচেষ্টা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ও দক্ষিণ - পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে জাপান , ফ্রান্সও ব্রিটেনের আধিপতা বিলুপ্ত হয়েছিল । এর ফলে এশিয়া মহাদেশের এক বিশাল অংশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল , তা পূরণের লক্ষ্যে এগিয়েছিল ধনতান্ত্রিক আমেরিকা বা সমাজতান্ত্রিক রাশিয়া উভয় দেশই | ফলে ঠান্ডা লড়াইয়ের যে সূত্রপাত ইউরোপে হয়েছিল , তা ওই দুই মহাশক্তির হস্তক্ষেপে এবার এশিয়া মহাদেশেও ছড়িয়ে পড়ল । তৃতীয় বিশ্বও তা থেকে রক্ষা পেল না ।

Grammer xii Practice set 2025

 Afirmative & Negetive

1. It takes much time to kill a tree.(Neg)

Ans:-

2. Not a simple jab of knife will do it.( Aff)

Ans:-

3. The poetry of earth is ceasing never.(Aff)

Ans:-

4. The poetry of earth is never dead. (Aff)

Ans:-

5. She was silent. (Neg)

Ans:-

6. This is not correct approach. (Aff)

Ans:-

7. Mine was a very secure childhood. (Neg)

Ans:-

8. I was blind at that time. (Neg)

Ans:-

9. He answered in low deep voice. (Neg)

Ans:-

10. I was not a tall boy. (Aff)

Ans:-

11. He did not trust the woman. (Aff)

Ans:-

12. The boy wanted to say something. (Neg)

Ans:-

13. Forgive me. (Neg)

Ans:-

14. The hermit listen to the tsar, but answered nothing. (Aff)

Ans:-

15. It was impossible for one man. (Neg)

Ans:-

16. The bleeding bark will heal. (Neg)

Ans:-

17. It does not grow fast. (Aff)

Ans:-

18. They fill the hollow full of light. (Neg)

Ans:-

19. The humming insects don't disturb his rest. (Aff)

Ans:-

20. I have come only to see you. (Neg)

Ans:-



Degree

1. October is the best time. (Pos)

Ans:-

2. This is one of the largest houses. (Pos)

Ans:-

3. It is the most important time. (Pos)

Ans:-

4. It was the most important thing to do. (Pos)

Ans:-

5. The soldier is younger than any other person. (Sup)

Ans:-

6. The soldier is younger than any other person. (Pos)

Ans:-

7. I am the most unhappy of men. (Com)

Ans:-

8. I am the most unhappy of men. (Pos)

Ans:-

9. The most important thing in the world was science. (Pos)

Ans:-

10. The mosque was the oldest in our locality. (Pos)

Ans:-


VOICE 

1. Keep him worm.

Ans:- 

2. The humming insects don't disturb his rest.

Ans:-

3. A slow stream leaves long strands of silver.

Ans:-

4. And then it is done.

Ans:-

5. The root is to be pulled out.

Ans:-

6. Shall I compare thee to a summer's day?

Ans:-

7. Rough winds do the shake the darling buds of may.

Ans:-

8. The frost has wrought a silence.

Ans:-

9. He has never done with his delights.

Ans:-

10. I found the window.

Ans:-

11. My parents were widely regarded as an ideal couple.

Ans:-

12. This water was carried home for invalids.

Ans:-

13. My father could convey complex spritual concepts.

Ans:-

14. The hermit was digging the ground.

Ans:-

15. You have already been answered.

Ans:-

16. The man would have attacked you.

Ans:-

17. Give you my blessing.

Ans:-

18. Hang your squeezer.

Ans:-

19. I will shoot you like a partridge.

Ans:-

20. I will send my mowers out to the meadows this very day.

Ans:-

21. The man gave the girl detailed instructions.

Ans:-

22. My voice startled her.

Ans:-

23. I love the hills.

Ans:-

24. She thought me a romantic fool.

25. Then I made a mistake.

Ans:-

26. Few girls can resists flattery.

Ans:-

27. Her next question removed my doubts.

Ans:-

28. The guard blew the whistle.

Ans:-

29. She would place a banana leaf before me.

Ans:-

30. Adversity always presents opportunities for introspection.

Ans:-

31. She did not release him.

Ans:-

32. She dragged the boy inside.

Ans:-

33. She heated some Lima beans.

Ans:-

34. He gave the reward to none.

Ans:-

35. He had dug two beds.

Ans:-

36. It takes much time to kill a tree.

Ans:-

37. Not so much pain will do it.

Ans:-

38. Keep him warm.

Ans:-

39. He may catch cold.

Ans:-

40. They fill the hollow full of light.

Ans:-

41. This give life to thee.

Ans:-

42. Give me a pistol.

Ans:-

43. He takes our land. 

Ans:-


Interchanged of part of speech

1. They all answered his question differently. (Use adjtive form of differently)

=

2. The train drew slowly into the station. (Use adjective from of slowly)

=

3. Roger looked at the door. (Use noun  form of looked )

=

4. I have nothing to forgive you for. (Use noun  form of forgive)

=

5. It grows slowly. (Use noun  form of grows )

=

6. I answered quite confidently. (Use noun form of confidently )

=

7. She was silent. (Use noun  form of silent )

=

8. He sleeps in sunlight at peace. (Use adverb  form of peace)

=

9. I wished to kill you. (Use noun form of wished)

=

10. It has grown slowly. (Use noun from of grown)

11. It was safe remark. (Use noun form of safe)

=

12. One should always attend to all. (Use noun form of attened)

=

13. He breath heavily. (Use noun form of heavily)

=

14. He answered in a low deep voice. (Use noun form of answered)

=

15. The bleeding bark will heal. (Use verb form of bleeding)

16. He had it proclaimed throughout his kingdom. (Use noun form of proclaimed )

17. The hermit listen to the Tsar but answered nothing. (Use noun form of answered)

18. Madam please be silent. (Use noun form of silent)

=

19. In normally ate with my mother. (Use adjective form of normally)

=

20. Adversity always presents opportunities for mntrospection. (Use verb from of introspection)

=

21. We live in our ancestral house. (Use noun form of ancestral)

=


Xii Hist MCQ& SAQ

 1. বর্ণবৈষম্য নীতি কোন দেশে চালু হয়? উ:- দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য নীতি কোন দেশে চালু হয়।

2. ফিদেল কাস্ত্রো কে ছিলেন? উ:- কিউবার রাষ্ট্র প্রধান ছিলেন ফিদেল কাস্ত্রো।

3. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? উ:- 1951- 52 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল।

4. বার্লিন অবরোধ কী? উ:- 1948 খ্রি: 24 শে জুলাই সোভিয়েত রাশিয়া বার্লিনের প্রবেশের প্রধান সড়ক অবরোধ করে। এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত।

5. বুলগানিন কে ছিলেন? উ:- সোভিয়েত রাশিয়ার প্রধান মন্ত্রী ছিলেন বুলগানিন।

6. কার নেতৃত্বে ঝাসি রেজিমেন্ট গঠিত হয়? উ:- লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাসি রেজিমেন্ট গঠিত হয়।

7. কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষনা করেন? উ:- 1932 খ্রি: ব্রিটিস প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষনা করেন।

8. মুসলিম লিগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? উ:- মুসলিম লিগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কারন এই অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবী গৃহিত হয়।

9. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? উ:- মিরাট ষড়যন্ত্র মামলায় 33 জন শ্রমিক নেতা অভিযুক্ত হন।

10. নব্যবঙ্গীয় কারা? উ:- হিন্দু কলেজের তরুণ শিক্ষক ডিরোজিওর অনুগামীরা নব্যবঙ্গ নামে পরিচিত। এদের মধ্যে অন্যতম হলেন রামতণু লাহিড়ী, রাধানাথ শিকদার প্রমুখ।

11. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? উ:- কোন নিয়োগ কর্তার অধীনে নিদিষ্ট সময় কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকদের চুক্তিবদ্ধ শ্রমিক বলে।

12. হিন্দু বিধবা পুনবিবাহ আইন কবে পাশ হয়? উ:- হিন্দু বিধবা পুনবিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে পাশ হয়।

13. মার্কেন্টাইলবাদ কাকে বলে? উ:- সরকারের নিয়ন্ত্রিত ঔপনিবেশিক বাণিজ্যনীতিকে মার্কেন্টাইলবাদ বলে।

 14.  ইংরেজরা ভারতে  প্রথম বাণিজ্যকেন্দ্র কোথায় ও কবে স্থাপন করেন? উ:-ইংরেজরা ভারতে  প্রথম বাণিজ্যকেন্দ্র স্থাপন করে 1612 খ্রিস্টাব্দে , সুরাটে । 

15. কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উ:- 1849 খ্রিস্টাব্দের্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন । 

16.  আলিনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে  স্বাক্ষরিত হয়? উ:- 1757 খ্রিস্টাব্দে ক্লাইভ ও সিরাজদৌল্লার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় । 

17. পতিদার কারা? উ:- গুজরাটের জমিদার  সম্প্রদায়কে পতিদার বলা হয় ।

 18. মুক্তদ্বার নীতি কী? উ:- 1899 খ্রিস্টাব্দে মর্কিন  রাষ্ট্রপতি জন হে ঘোষণা করেন যে চীনের সঙ্গে সকল বহিরাগত রাষ্ট্রই বাণিজ্য করতে পারবে । এটি মুক্তদার নীতি নামে পরিচিত । 

19. চীনে কবে আফিম আমদানি বন্ধ হয়? উ:- 1857 খ্রিস্টাব্দে চীন আফিৎ আমদানি বন্ধ হয় ।

 20. কে কেরালায় অশ্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? উ:-  নারায়ণ গুরু কেরালা অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন ।

 21. স্যাডলার কমিশন কেন গঠিত হয়? উ:- ভারতের বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাব্যবস্থার অনুসন্ধান ও সংস্কারের জন্য স্যাডলার কমিশ 1917 খ্রিস্টাব্দে গঠিত হয় ।

22. লক্ষ্ণৌ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উ:-  1916 খ্রিস্টাব্দে জাতীয়  কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় । 

23. হো - চি - মিন কে ছিলেন? উ:- ভিয়েতনামের মুক্তিযুদ্ধে প্রধান নেতা এবং উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি ছিলেন হো - চি - মিন।

 24. ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? উ:- ক্যাবিনেট মিশনের সদস্য হলেন এ ভি আলেকজান্ডার , পেথিক লরেন্স ও স্ট্যাফোর্ড ক্লিপস ।

 25. রশিদ আলী দিবস কী? উ:-  1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন  রশিদ আলির মুক্তির দাবিতে রশিদ আলি দিবস পালন করা হয় । ব্রিটিশ সরকার ইতিপূর্বে রশিদ আলিকে সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছিল ।

 26. মার্শাল পরিকল্পনা কী? উ:-  1947 খ্রিস্টাব্দের 5 জুন মার্কিন পররাষ্ট্রসচিব মার্শাল সাম্যবাদের প্রতিরোধের জন্য যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউরোপের দেশগুলিকে উন্নয়নের জন্য আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন । এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত ।

 27. পি. পি. পি (পাকিস্তান পিপলস্ পার্টি  ) কে কবে গঠন করেন?  উ:- জুলফিকার আলি ভুট্টো পাকিস্তান পিপিলস্ পার্টি গঠন করেন । 

28. অন্ধকূপ হত্যা  কী? উ:- সিরাজদ্দৌলা কলকাতা দখল করার পর 146 জন বন্দি ইংরেজকে 18 লম্বা ও 14' -10 ' চওড়া একটি ছোটো ঘরে আটক রাখা হয় । এর ফলে দমবন্ধ হয়ে 123 জন মারা যায় । এটি ' অন্ধকূপ হত্যা ' নামে পরিচিত । 

29. দস্তক কী?  উ:- ফারুকশিয়রের ফরমান ( 1717 ) অনুযায়ী  ইস্ট ইন্ডিয়া কোম্পানি  বিনা শুল্কে বাংলাদেশে বাণিজ্য করার ছাড়পত্র পায় যা  দত্তক নামে পরিচিত।

30. সাম্রাজ্যবাদ কী? উ:- একটি দেশের ওপর যখন অপর একটি দেশ আধিপত্য স্থাপন করে সেই দেশের সম্পদকে নিজ স্বার্থে ব্যবহার করে , তখন তাকে সাম্রাজ্যবাদ বলে ।

 31. এজেন্সি ব্যবস্থা কী? উ:- 1753 খ্রিস্টাব্দ থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীদের এজেন্ট হিসেবে নিয়োগ করে পণ্য ক্রয় করত । এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত । 

32. উডের ডেসপ্যাচ কী? উ:- ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য যে পরিকল্পনা তৈরি করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।

33. কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উ:-  লর্ড ডালহৌসি , 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন । 

34. কে কবে কুয়ো - মিন - তাং দল গঠন করেন? উ:- 1912 খ্রিস্টাব্দে সান - ইয়াৎ সেন কুয়ো - মিন - তাং দলটি প্রতিষ্ঠা করেন । 


35. পুনা চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উ:-  1932 খ্রিস্টাব্দে কংগ্রেস ও আম্বেদকরের মধ্যে পূনা চুক্তি স্বাক্ষরিত হয় । 

36. স্বত্ববিলোপ নীতির ফলে কোন কোন রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উ:- ঝাসী, উদয়পুর , সাতারা , নাগপুর ,  প্রভৃতি রাজ্যগুলি স্বত্ববিলোপ নীতির ফলে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয় । 

37. দিকু কারা? উ:- আদিবাসীরা বহিরাগত জমিদার , মহাজন , ব্যবসায়ী দের দিকু বলত ।

38) মেকলে মিনিট কী? উ:- 1835 খ্রিস্টাব্দে মেকলে লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রতিবেদন পেশ করে ভারতে ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের দাবি করেন । এটি মেকলে মিনিট নামে পরিচিত ।

 39) সিমলা দৌত্যের নেতৃত্ব কে দেন?  উ:- মহামান্য আগা খাঁ সিমলা দৌত্যের নেতৃত্ব দেন । 

40) কোথায় প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়? উ:-  বোম্বাই - এর তলোয়ার জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয় । 

41) হোমি জাহাঙ্গীর ভাবা কে? উ:- ভারতের পরমাণু কমিশনের প্রথম সভাপতি ও বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন হোমি জাহাঙ্গির ভাবা ।

42) বেন বেল্লা কে? উ:- স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা।

43) বুলগানিন কে ছিলেন? উ:- বুলগানিন ছিলেন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি।

44) 'এশিয়া এশিয়াবাসীর জন্য' --- স্লোগানটি কার? উ:- এই স্লোগানটি জাপানের ।

45) ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম  লেখ? উ:-ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম এ. ভি আলেকজান্ডার , পেথিক লরেন্স , স্ট্যাফোর্ড ক্রিপস ।

46) হো-চি-মিন কে ছিলেন? উ:-  হো - চি - মিন ছিলেন ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক এবং উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি । 

47) কোন বছর ভিয়েতনাম গনতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়? উ:- 1975 খ্রিস্টাব্দে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ।

(48)মর্লে  - মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়?   উ:- মর্লে  মিন্টো সংস্কার আইন পাশ হয় 1909 খ্রিস্টাব্দে । 

( 49 ) লক্ষ্ণৌ চুক্তি কবে ও কাদের মধ্যে  স্বাক্ষরিত হয়?  উ:- 1916 খ্রিস্টাব্দে , কংগ্রেস এবং মুসলিম লিগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় ।

 50) কবে ও কোথায়  ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?   উ:- 1925 খ্রিস্টাব্দে , কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় । 

(51) কে অ্যাংলিসিস্ট - ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান?  উ:- লর্ড বেন্টিঙ্ক অ্যাংলিসিস্ট - ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান । 

( 52 )   কে কেরালায় অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন?  উ:- শ্রীনারায়ণ গুরু কেরালায় অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন । 

53) সাহুকার কারা?  উ:-  মহারাষ্ট্রের মহাজনদের সাহুকার বলা হয় । 

54) আলিনগরের সন্ধি কবে ও কাদের মধ্য হয়? উ:- 1757 খ্রিস্টাব্দে ক্লাইভ ও সিরাজদৌল্লার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় । 

55) কে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?  উ:-  লর্ড ডালহৌসি , 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন । 

56) মার্কেন্টাইলবাদ কী? উ:- মার্কেন্টাইলবাদ হল সরকারের প্রভাবাধীন ঔপনিবেশিক বাণিজ্য নীতি । 

57) দিয়েন-বিয়েন ফু ঘটনা কী? উ:- ভিয়েতনামের দিয়েন - বিয়েন - ফু নামে একটি স্থানে ফরাসিরা য়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল তা ভিয়েতমিন সেনাপতি গিয়াপের আক্রমণে 1954 খ্রিস্টাব্দে ধ্বংস হয় এবং ফরাসিরা আত্মসমর্পণ করে । এই ঘটনা দিয়েন - বিয়েন - ফু - র ঘটনা নামে পরিচিত । 

58) নেভারে প্লান কী? উ:- 1954 খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতমিনদের ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করেন , তা নেভারে প্ল্যান নামে পরিচিত । 

59) কে কবে ট্রুম্যান নীতি ঘোষনা করেন? উ:- 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান , ট্রুম্যান নীতি ঘোষণা করেন ।

60) পঞ্চাশের মন্বন্তর কবে হয়? উ:-  1350 বঙ্গাব্দে পঞ্চাশের মন্বন্তর হয়।

 61) ভাইকম সত্যাগ্রহ কী? উ:- 1924 খ্রিস্টাব্দে ভাইকম গ্রামে মন্দির সংলগ্ন রাস্তায় দলিত হিন্দুদের চলাচল করার দাবিতে যে সত্যাগ্রহ আন্দোলনের সূচনা হয় , তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত । 

62) কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? উ:-1867 খ্রিস্টাব্দে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন । 

63) কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উ:- 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবাবিবাহ আইন পাশ করেন । 

64) স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখ? উ:-  স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম - ( i ) বর্তমান ভারত , ( ii ) রাজযোগ । 

65) কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উ:-  1784 খ্রিস্টাব্দে , স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ।

66) ভারতীয় রেলপথের জনক কাকে বলে? উ:-  লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয় ।

 67) ড: সুকর্ন কে ছিলেন? উ:- ড . সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার মুক্তিসংগ্রামের প্রধান নেতা ও ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ।

68) OPEC কী? উ:-  মধ্যপ্রাচ্যের তৈল উৎপাদনকারী রাষ্ট্রগুলির আন্তঃরাষ্ট্র সংগঠন টি OPEC নামে পরিচিত।

69) কে সুয়েজখাল জাতীয়করন করেন? উ:-  মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন ।

70) গ্রেট ক্যালকাটা কিলিং কবে হয়? উ:- 1946 খ্রিস্টাব্দের 16-20 আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং হয় । 

71) D-Day বা মুক্তি দিবস কবে পালন করা হয়? উ:- 1939 খ্রিস্টাব্দের 27 অক্টোবর দিনটি মুক্তি দিবস হিসেবে পালন করা হয় ।

72) চিনে শতদিবসের সংস্কার কবে হয়? উ:- চীনে 1898 খ্রিস্টাব্দে শতদিবসের সংস্কার হয় । 

73) সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উ:-  1873 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন । 

74) মুক্তদ্বার নীতি কে ঘোষনা করেন? উ:- মার্কিন রাষ্ট্রপতি জন হে চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন । 

75)   ওয়েলথ্ অফ নেশনস্ ' গ্রন্থটির লেখক কে? উ:- ওয়েলথ্ অফ নেশনস্ ' গ্রন্থটির লেখক অ্যাডাম স্মিথ । 

76) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? উ:- ক্যাপ্টেন  কুক অস্ট্রেলিয়া , হাওয়াই দ্বীপপুঞ্জ , নিউজিল্যান্ড প্রভৃতি দেশ আবিষ্কার করেন । 

77) দূরপ্রাচ্য কী? উ:-  দূরপ্রাচ্য বলতে চিন - জাপানকে বোঝায় । 

78) নয়া সাম্রাজ্যবাদের যুগ কাকে বলে? উ:- 1814-1914 – এই সময়কে ‘ নয়াসাম্রাজ্যবাদের যুগ ' বলা হয় । 

79) পুতুল সরকার কী? উ:-  একটি শক্তিশালী দেশ অন্য একটি দেশ অধিকার করে সেই দেশের সরকারকে নিজের ইচ্ছামতো পরিচালনা করে । এই বিদেশি নিয়ন্ত্রিত সরকারকে পুতুল সরকার বলে । 

80) পলাশির লুন্ঠন কী? উ:- পলাশির যুদ্ধের পর ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রচুর সম্পদ লুঠ করে নিজ দেশ ইংল্যান্ডে নিয়ে যায় । এই ঘটনা পলাশির লুণ্ঠন নামে পরিচিত ।

81) কে কবে সতীদাহ প্রথা রদ করেন? উ:-  1929 খ্রিস্টাব্দে , লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন । 

82) তিন আইন কী? উ:- 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার যে আইন পাশ করে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করেন এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেন তা তিন আইন নামে পরিচিত ।

 83) পতিদার কারা? উ:- গুজরাটের যৌথ রাজস্ব আদায়কারী স্থানীয় মোড়ল শ্রেণির মানুষদের পতিদার বলা হয় । 

84) প্রথম আফিম যুদ্ধ কবে হয়? উ:- 1839–42 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে চীনের প্রথম আফিৎ যুদ্ধ হয়েছিল । 

85) কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষনা করেন? উ:- 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি প্রবর্তন করেন ।

অজয় মুখার্জি , সতীশ সামন্ত , সুশীল বাড়া প্রমুখ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন । অথবা , মাতঙ্গিনী হাজরা - কে ' গান্ধিবুড়ি ' বলা হয় । ( xii ) 

87) সুভাষচন্দ্র নিকোবর দ্বীপের কী নাম দেন? উ:- সুভাষচন্দ্র বসু নিকোবর দ্বীপের নামকরণ করেন ‘ স্বরাজ দ্বীপ ' । 

88) ভারতীয় মহাকাশ চর্চার জনক কে? উ:-  বিক্রম সারাভাই - কে ' ভারতের মহাকাশচর্চার জনক ' বলা হয় ।

89) নববিধান কে প্রতিষ্ঠা করেন? উ:- কেশব চন্দ্র সেন।

90) TISCO কে প্রতিষ্ঠা করেন? উ:- জামসেদজি টাটা।

91) নব্যবঙ্গ কাদের বলে? উ:- ডিরোজিওর অনুগামীদের নব্য বঙ্গ বলে।

92) শ্বেতাঙ্গদের বোঝা ধারণার জনক কে? উ:- কিপলিং।

93) মহলানবিশ মডেল কী? উ:-  প্রশান্ত মহলানবিশ সোভিয়েত রাশিয়ার অনুকরণে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে মডেল তৈরি করেন , তা নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত ।

94) কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উ:- স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে।

95) আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? উ:- রাসবিহারী বোস।

96) বঙ্গবন্ধু  কাকে বলে? উ:- মুজিবর রহমান - কে ' বঙ্গবন্ধু ' বলা হয় । 

97) বক্সারের যুদ্ধ কাদের মধ্য হয়? উ:-  ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দিল্লীর সম্রাট দ্বিতীয় শাহ আলম অযোধ্যার নবাব সুজাদ্দৌল্লাও মিরকাশিমের মধ্যে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল । 

98) ইলবার্ট বিল কী? উ:-  1883 খ্রিস্টাব্দে ও রিপনের আইনসচিব সিপিইলবার্ট একটি খসড়া বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমমর্যাদা ও অধিকার দান করেন । এটি ইলবার্ট বিল নামে পরিচিত । 

99) সান ইয়াৎ সেনের তিনটি নীতি কি? উ:-  সান - ইয়াৎ - সেনের তিনটি নীতি হল ( 1 ) জন জাতীয়তাবাদ  ( ii ) জন - গণতন্ত্র বাদ ও ( iii ) জন - জীবিকাবাদ । 

100) বুলগানিন কে? উ:- বুলগানিন হলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ।

101) কোন সময়কালকে বলা হয় ' ভৌগোলিক আবিষ্কারের যুগ ' ( The Age of Geographical Discovery ) ? 

উ:- খ্রিস্টীয় পাদশ শতককে বলা হয় ' ভৌগোলিক আবিষ্কারের যুগ ' ।

102) আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন ? * [ WBCHSE 15 ] উ :- আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস ।

103) ক্যাপটেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন ? উ :- অষ্টাদশ শতকের শেষ পর্বে ইংরেজ নাবিক ক্যাপটেন কুক হাওয়াই দ্বীপপুঞ্জ , অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন ।

104) কে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন? উ:-  ইংরেজ নাবিক ও আবিষ্কারক ক্যাপটেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন । 

105) কবে চিনে আফিম আমদানি বন্ধ হয়?  উ:-  1857 খ্রিস্টাব্দে চিনে আফিং আমদানি বন্ধ হয় । 

106) কোন সন্ধি দ্বারা সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধ হয় ? উ:- 1756 খ্রি: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধ হয়।

1. ইতিহাস বলতে বোঝায়— -- অতীতের কাহিনির বিশ্লেষণ ।

2. গ্রিক শব্দ ' Historia ' – কথার অর্থ হল--- অনুসন্ধান । 

3. মিথ ' শব্দটি এসেছে মিথোস ' থেকে যেটি একটি--- গ্রিক শব্দ।

4.পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয়-- মাইথোলজি।

5.অহল্যার কাহিনী ' হল একটি---পৌরাণিক কাহিনি ।

6.পুরানে বর্নিত রাজবংশ গুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য -- উক্তিটি রণবীর চক্রবর্তীর ।

7.অটাম হল --- গ্রিসের দেবতা ।

8.রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় --- চিনকে ।

9. Ledgends কথার অর্থ হল --- কিংবদন্তি ।

10. Ledgends কথাটি এসেছে --- ল্যটিন শব্দ থেকে।

11. গ্রিসের অন্যতম কিংবদন্তি চরিত্র হল --- হারকিউলিস।

12. পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন --- বিষ্ণু শর্মা ।

13. ঠাকুরমার ঝুলি কিসের উদাহরণ --- লোককথার ।

14. জাতকের কথাগুলি লেখা হয়েছে --- পালি ভাষায়।

15. ছেড়ে আসা গ্রাম [কিংবদন্তি ] লিখেছেন --- দহ্মিনারঞ্জন বসু ।

16.আমি সূর্যসেনের শিষ্যা স্মৃতিকথা গ্রন্থটি লিখেছেন --- আশালতা সরকার।

17. জীবনের জলসাঘরে আত্মজীবনীটির রচয়িতা --- মান্না দের ।

18. একাত্তরের ডায়েরি স্মৃতিকথাটি লিখেছেন --- সুফিয়া কামাল ।

19. শ্রুতি বলা হয় --- বেদকে।

20. সেদিনের কথা স্মৃতিকথা গ্রন্থটি লিখেছেন --- মণিকুন্তলা সেন ।

21. ইতিহাস মালা গ্রন্থটি লিখেছেন --- উইলিয়াম কেরি ।

22. প্রতাপাদিত্য চরিত্র লিখেছেন --- রামরাম বসু।

23. রাজাবলী গ্রন্থটি লিখেছেন --- মৃত্যঞ্জয় বিদ্যালংকার।

Thursday, February 8, 2024

The Proposal

 VIVEKANANDA COACHING CENTRE 

Tutor : - Swapan Kumar Ray ( M.A ) 

Drama : - The Proposal 

1. Sketch the character of Natalya . 

Ans : In the play " The Proposal ' Natalya Stepanovna is the twenty five years old daughter of the wealthy landowner Chubukov . She is well educated , an excellent housekeeper and not bad looking . But She is very quarrelsome by nature . She begins a bitter quarrel with Lomov over Oxen meadows. But when she learns that Lomov has come to propose to her , she became excited . She requests her father to bring him back . But when Lomov came once again , she started quarrelling with him over the superiority of their hunting dog . As a daughter of a landowner she plays an interesting role in the play .

 2. Make a brief sketch of social life as you find in the play , ' The Proposal . 

Ans : In the play " The Proposal ' Anton Chekhov beautifully presented the social economic conditions of Russia in the nineteenth century . Here Lomov , Natalya and Chubukov were a part of upper class society . Most of the land in the century was under the ownership of the landed gentry . They passed their time in futility occupations like hunting and racing dogs . Marriage and relations had become almost like a business deal where there was no place for love and trust . Girls could not decide or choose their life partners . Daughters were considered only economic liabilities . Thus , Chekhov presented the degeneration of the aristocratic society through this play .

 3. Sketch the character of Chubukov . 

Or . , Describe the role of Chubukov as a responsible father .

or,

"She is a love sick cat" -- Who said this and about whom ? Analyse the character of the referred to here, under the light of the comment above person.

 Ans :Chubukov said this and about his daughter Natalya Stepanovna.

 in Chekhov's play " The Proposal ' , Stepan Stepanovitch Chubukov is a wealthy landowner . He is a sensitive father but he is tried to protect his property and aristocracy . Natalya is his twenty five years old daughter . He has the responsibility to find out a perfect life partner of his daughter . When Lomov came to chubukov's house with his marriage proposal for Natalya , Chubukov readily accepted it . But later he engaged with an argument with Lomov taking Oxen Meadows . However , when he found Natalya getting excited for bringing back Lomov , as a sensible father he realised that Natalya and Lomov should get married . 

4. Consider ' The Proposal ' as a one act play .

 Ans : A one act play , as the name suggests , is a play that take place in a single act . The Proposal by Anton Chekov describes . the events of the day when Lomov goes to Chubukov house to pray his daughter hand in marriage . All the scenes of the play takes place at Chubukov's drawing room . The play deals with a special issue and all the three character Lomov , Natalya and Chubukov revolve the theme of the play . So , ' The Proposal ' is a good example of one act play . 

5. Why did Lomov think about taking a decision about getting married ? Whom did he want to marry ? Why ?

or, Lomov came with a proposal to marry Natalya Stepanovna. What logic does he give for his decision ?

or, "And it is imposible for me not to marry." --- Why is the speaker so interested to marry ? Whom does he want to marry ? Why?

 Ans : - Lomov thought about taking a decision on getting married for many reason .

 Firstly , he was going through a critical age . He was thirty five years old . 

Secondly , he thought himself to be a weak man suffering from palpitations . 

Thirdly , he was in leading a quiet and regular life . He did not waste his time in search of an ideal bride or real love . 

He wanted to marry Natalya Stepanovna . 

Lomov wanted to marry Natalya because she was well educated , excellent housekeeper and not bad looking .

6. ' Bring him back ! Back ! Ah ! Bring him here . Who says this to whom ? When it is said ? Why is the speakeer so excited ?

or, 

 ' Oh , unhappy man that I am ! I'll shoot myself ! I'll hang myself ! " Who is unhappy ? Why does the speaker wish to die ?

or, 

 ' Oh , what a burden ---- to be the father of a grown up daughter ! Who is the father ? Who is the daughter ? Why is the daughter a burden to the father ? 

or, 

"What a weight of my shoulders .. " --Who is the speaker? Why does he say this quoted line? Why does the speaker call it " a burden" to be a father of a grown up daughter?


 Ans_ Natalya says this to her father chubukov . She said it when she learned that Lomov came there to propose her . 

  In the above quoted line , Chubukov is unhappy . In the evening Lomov comes to chubukov's house to propose Natalya . 

 Here the father is Chubukov and the daughter is Natalya . In the evening Lomov comes to chubukov's house to propose Natalya . 

When Lomov came to Chubukov's house,  Immediately after this all of them engaged themselves in an argument . When the situation becomes more critical , Lomov leaves the house , feeling sick . Natalya learns about the proposal when Chubukov confesses that Lomov's actual propose her . Now she becomes desperate and ask her father to bring him back . The unable to decide what to do Chubukov wishes to die . In the evening Lomov comes to chubukov's house to propose Natalya . Immediately after this all of them engaged themselves in an argument . When the situation becomes more critical , Lomov leaves the house , feeling sick . Natalya learns about the proposal when Chubukov confesses that Lomov's actual propose her . Now she becomes desperate and ask her father to bring him back . The unable to decide what to do Chubukov wishes to die . - *** 


7. Comment on the title of the play ' The Proposal ' .

 Ans : - The title ' The Proposal ' directly expressed the theme of the play . The story of the play was based on Nineteenth century Russia when a thirty five years old Lomov came to his neighbour Chubukov's house with a proposal to marry Chubukov's daughter Natalya . But he could not express the proposal to Natalya rather he engaged in a hot argument with Natalya over common issues like Oxen Meadows or pet dogs . After a long chain of funny incidents , the marriage took place without the proposal . So the title is appropriate .


1. ''Go there's a marchant come for his goods.'' --- Who said this and to whom ? Who is the merchant ? What is referred to as goods ? In what way does it bring out the attitude of the person and the society at that time ? 2+1+1+2
A:- Chubukov said this to Natalya in the play 'The Proposal'.
Lomov is the merchant here.
Natalya is referred to as goods in the play 'The Proposal'.
See Q.2 (Social life.)


2. ''We have had the land nearly three hundred years.'' --- Who is the speaker?  Who is spoken to ? What is referred to here as the land ? What do you know the land from there conversation ? 1+1+1+3
Or,  Describe the first argument over the oxen meadows. 6
Or, ''If you like I'll make you a present of them '' --- Who is the speaker ? Who is the person spoken to ? What would the speaker make a present of ? Why did the speaker say so ? 1+1+1+3
Or, 'You pettifogger! All your people like that' --- Who is the speaker ? Who is called pettifogger and Why?  What does the speaker say this ? 1+2+3
Or, ''You will remember that my oxen meadows touch your birchwoods.'' --- Who is the speaker ? What are oxen meadows and birch woods? Why have this been meantioned? 1+2+3
Or, '' These Meadows are not worth for me.'' --- Who is the speaker here ? In what context does the speaker say this ? What attitude of the speaker is revealed here? 1+1+4

Ans:- Oxen Meadows became the subject of dispute between Lomov and Natalya. Both of them claimed the same property to be theirs. Lomov wanted to establish the dispute in his favour. He said that his aunt's grandfather gave the land to Natalya's father's grand father. In return of which the peasants made bricks for Lomov's aunt's grandfather. He can present it to Chubukov's.  On the other hand Natalya claimed that the land was theirs. She knew it nearly three hundred years. Lomov behaved them as if they did not have any properties. Later Chubukov joined the querrel and called Lomov as a pettifogger.

Tuesday, February 6, 2024

Eng 24 suggestion

 VIVEKANANDA COACHING CENTRE

TUTOR:- SWAPAN KUMAR RAY (M.A)

ENGLISH -2024


1. ' In his side there are two holes.'Who is the person referred to here ? What do the two red holes signify ? (See 'Anti war poem) 


 2. '' His smile is like an infants.'' --- Whose smile is being reffered to here ? Why is the smile compared to the smile of infant?  How does the nature take care to him ? 1+3+2


3. ''Pale in his warm, green, sun soaked Bed '' --- Where does the line occur?  Who is pale and why ? Why is the poet call warm,  green,  sun soaked ? 1+2+3


4. '' The humming insects don't disturb his rest.'' --- Who rests and where ? Why is the rest not disturbed by the insects ? 1+1+4.(See the Central Idea)


5. ''But this alone wont do it.'' --- What is this ? What whappen as the resut of this ? Why wont this alone do it ? 1+2+3 (See 'And then it is done' )


6. ''Nor shall death brag thou wand'rest in his shade.'' --- Why does the poet say this about his friend ? 6


7. ''You have an interesting face.'' -- Who said this to Whom ? When did the speaker make this remark ? What was the reply ? 2+2+2


8. ''But her next question removed my doubt'' -- Who is the speaker ? When did the speaker say so ? What was the question ? What did he do to remove his doubt ?1+1+2+2


9. She had beautiful eyes but they were of no use to her --- Whose eyes are referred to here ? Why were the eyes of no use to her ? Explain the irony of situation ? 1+1+3 (See She was completly blind)


10. ''The man who had entered the compartment broke into my reverie.'' --- Whose reverie is mentioned here ? How did it come to an end ? 1+5 (See She was completly blind)


11. '' But it was a safe remark.'' --- What was the remark ? Why did he think it safe ? Was it really safe ? 1+2+3


12. '' People of different religions would be sitting outside waiting for him.'' --- Who is referred to here as him ? Where did the people wait ? Why did they wait there? What would happen thereafter ? 1+1+2+2


13. ''I normally ate with my mother.'' --- Who ate with his mother ? What is his mother name ? Where did he eat with his mother ? What did he eat with his mother ? 1+1+1+3


14. What had remain the routine for Abdul Kalam's father even when he was in his late sixties ? 6


Ans:- Kalam has remembered his father to be a perfectly disciplined person . His routine  based  life started at 4 a.m. by reading the namaz . After that , he used to walk down to their small coconut grove which was about four miles from their home . He would return with about a dozen coconuts tied together and thrown over his shoulder . Then he would have his breakfast . He maintained this routine even when he was in his late sixties . This shows that Kalam's father was a self - supporting person .

15. ''Eat some more son.'' --- Who is the speaker ? What is offered by the speaker to the listener ? What picture of the speaker's charracter revealed in this line ? ( See M.R.S Jones charracter)


16. ''You gonna take me to jail?'' --- Who asked this question and to whom ? What reply did the speaker get ? 2+3+1


17. ''Do you need somebody to go to the store? '' --- Who asked this to whom ? Why did the speaker want to go to the store ? What did they have in supper ? 2+1+3


18. ''I was young once and I wanted things I could not get.'' --- Who is the speaker ? What detail about her youth does she confess to the person spoken to ? What did he wanted to teach ? 1+2+3


19. ''I am sorry Lady,  I am sorry. '' --- Who was the speaker ? Was the speaker really sorry ? When was the speaker a changed person ? 1+2+3


20. ''Forgive me.'' --- Who said this and to Whom ? Did the person spoken to forgive the man? 2+4


21. How did the enamy became the Tsar's friend ?


22. ''You have already been anawered.'' --- Who said this and to Whom ? What answer did the hermit give to the Tsar's question? 2+4


23. Why did the Tsar meet the hermit ? What did he do before meeting the Tsar and Why ?