Thursday, May 22, 2025

X H 90 rrr

 VIVEKANANDA COACHING CENTRE

2025

HISTORY

Time:-3 Hours 15 Minutes

Full Marks:-90

Special credit will be given for answers which are brief and to the point . Mark's will be deducted from spelling mistakes , untidiness and bad handwriting 

বিভাগ:- ক

১. সঠিক উত্তরটি লেখ  :- ২০x১ =২০

১.১) কলকাতায় ফুটবল খেলার সুচনা করেন  --- ( ক ) ইংরেজরা  ( খ ) ওলন্দাজরা  ( গ ) ফরাসিরা  ( ঘ ) পর্তুগিজরা।

  ১.২) সখী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন --- ( ক ) কল্পনা দত্ত ( খ ) লীলা নাগ ( গ ) বাসন্তী দেবী ( ঘ ) স্বর্ণকুমারী দেবী ।

১.৩)  Train to Pakisthan গ্রন্থটি রচনা করেন  --- ( ক ) দক্ষিণারঞ্জন বসু ( খ ) খুশবন্ত সিং ( গ ) সুনীল গঙ্গোপাধ্যায় ( ঘ ) কালীপ্রসাদ মুখোপাধ্যায় ।

১.৪) রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ---  ( ক ) ফজল আলি ( খ ) জওহরলাল নেহরু ( গ ) কে এম পানিকর ( ঘ ) এস কে দর।

১.৫) ভারতে প্রথম মে দিবস পালিত হয় --– ( ক ) 1922খ্রিস্টাব্দে  ( খ ) 1923 খ্রিস্টাব্দে ( গ ) 1924খ্রিস্টাব্দে  ( ঘ ) 1921 খ্রিস্টাব্দে।

১. ৬) জাতীয় শিহ্মা পরিষদের প্রথম সভাপতি --- ( ক ) বিপিনচন্দ্র পাল ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) রবীন্দ্রনাথ ঠাকুর ( ঘ ) দ্বারকানাথ ঠাকুর।

১.৭) Marginal Man গ্রন্থটি লেখেন --— ( ক ) খুশবন্ত সিং ( খ )হাসান আজিজুল হক ( গ ) স্বপন কুমার রায়( ঘ ) প্রফুল্ল চক্রবর্তী। 

১.৮)  সন্ম্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে ---  ( ক ) বর্তমান ভারত ( খ ) কপালকুন্ডলা  ( গ ) আনন্দমঠ ( ঘ ) দেবী চৌধুরানী গ্রন্থে ।

১.৯)  নেহরু লিয়াকত চুক্তি হয় --- ( ক ) ১৯৫০ খ্রি. ( খ ) ১৯৫২ খ্রি .  ( গ ) ১৯৫৩ খ্রি.  ( ঘ ) ১৯৫৪ খ্রি. ।

১.১০)  ভারতের প্রথম সংবাদপত্র হল ---  ( ক ) সমাচার দর্পণ ( খ ) হিন্দু প্যাট্রিয়ট ( গ ) বেঙ্গল গেজেট ( খ ) বামাবোধিনী। 

১.১১) দেবী চৌধুরাণী  ছিলেন --- ( ক ) রংপুর ( খ ) সন্ন্যাসী - ফকির ( গ ) পাগলপন্থী ( ঘ ) ফরাজী বিদ্রোহের সঙ্গে যুক্ত। 

১.১২) প্রথম বাঙালী পুস্তক বিক্রেতা হলেন --- ( ক ) ভারত চন্দ্র ( খ ) গঙ্গাকিশোর ( গ ) উপেন্দ্র কিশোর ( ঘ ) মহেন্দ্রলাল। 

১.১৩)  সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলটি ছিলেন  --- ( ক ) লর্ড ডালহৌসি ( খ ) লর্ড অকল্যান্ড ( গ ) লর্ড বেন্টিংক ( ঘ ) লর্ড ক্যানিং । 

 ১.১৪) India in Transition গ্রন্থটির রচয়িতা - ( ক ) সুভাষচন্দ্র বসু  ( খ ) সত্যেন্দ্রনাথ ঠাকুর  ( গ ) বালগঙ্গাধর তিলক ( ঘ ) মানবেন্দ্রনাথ রায়। 

১.১৫)  জাতীয় শিহ্মাপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল ---  ( ক ) ১৯১১ খ্রি: ( খ ) ১৯০৫ খ্রি:  ( গ ) ১৯০৬ খ্রি:  ( খ ) ১৯৪৫  খ্রি:। 

১.১৬) প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি লেখেন   --- ( ক ) রামরাম বসু ( খ ) সরলাদেবী  ( গ ) সুনীল গঙ্গোপাধ্যায় ( ঘ ) নজরুল ইসলাম ।

১.১৭) গোপনে বেতার কেন্দ্র পরিচালনা করেন  ---  ( ক ) বীণা দাস ( খ ) কল্পনা দত্ত ( গ ) প্রীতিলতা ওয়াদ্দেদার ( ঘ ) মুথুলহ্মী রেড্ডি । 

 ১.১৮) অ্যান্টি সার্কুলার সোসাইটি'র প্রতিষ্টাতা  ছিলেন ---  ( ক ) শচীন্দ্রপ্রসাদ বসু ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) চিত্তরঞ্জন দাস ( ঘ ) আনন্দমোহন বসু।

 ১.১৯) রশিদ আলি দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের ---  ( ক ) 10 ফেব্রুয়ারি ( খ ) 12 ফেব্রুয়ারি ( গ ) 14 ফেব্রুয়ারি ( ঘ ) 16 ফেব্রুয়ারি। 

 ১.২০) হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়েছিল ---  ( ক ) ১৮৬৫ খ্রি: ( খ ) ১৮৬৭ খ্রি:  ( গ ) ১৮৪৭ খ্রি:  ( খ ) ১৯০৫ খ্রি:। 

বিভাগ :- খ

২. নীচের প্রশ্নগুলির উওর দাও :-(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে মোট ১৬ টি প্রশ্নের উওর দাও ) ১×১৬=১৬

উপবিভাগ-২.১

সত্য অথবা মিথ্যা লেখ:- ৪x১=৪

২.১.১) রাইটার্স বিল্ডিং অভিযানের সময় বিপ্লবী দীনেশ গুপ্ত মারা যান।

২.১.২) গয়া মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা।

২.১.৩)  সাওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত।

 ২.১.৪) রম্পা বিদ্রোহের নেতা ছিলেন অল্লারি সিতারাম রাজু ।

উপবিভাগ-২.২

সঠিক ব্যাখ্যাটি লেখ:-৪x১=৪

২.২.১)  বিবৃতি :  উনিশ শতককে বলা হয় সভা সমিতির যুগ।

ব্যাখ্যা ১ : এই সময় মিটিং মিছিল হত। 

ব্যাখ্যা ২: এই সময় মানুষের অবসর সময় বেশি থাকত । 

ব্যাখ্যা ৩: রাজনৈতিক চেতনা বৃদ্ধি পাওয়ায় অনেক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়।

২.২.২) বিবৃতিঃ বিদ্যাসাগরকে নারীমুক্তি আন্দোলনের অগ্রদুত বলা হয়। 

ব্যাখ্যা ১. তিনি নারীদের শিহ্মিত করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ২. তিনি বিধবাবিবাহ চালু করেছিলেন।

ব্যাখ্যা -৩ তিনি নারীদের সর্বাঙ্গীন  উন্নতির দিকে নজর দেন।

২.২. ৩) বিবৃতি : গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেনি ।

 বাখ্যা ১. গান্ধিজি জাতিভেদ প্রথা তীব্র হওয়ার ভয়ে দলিতদের সকল দাবি মেনে নেননি । 

ব্যাখ্যা ২. অস্পৃশ্য বলে আম্বেদকরকে গান্ধিজি ঘৃণা করতেন । 

ব্যাখ্যা -৩ , গান্ধিজি আম্বেদকরকে রাজনীতির ক্ষেত্রে সাফল্য লাভ করতে দিতে চান নি । 

২.২.৪) বিবৃতিঃ সেনারা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়। 

 ব্যাখ্যা ১. কারণ এটি অকেজো ছিল।

ব্যাখ্যা -২ কারণ এটি গোরু ও শুকুরের চর্বি মেশানো থাকত বলে গুজব রটে যায় ।

 ব্যাখ্যা -৩ কারণ এটি প্রচন্ড ভারী ছিল।

উপবিভাগ-২.৩

এক কথায় উত্তর দাও:-৪x১=৪

২.৩.১) তত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন ? 

২.৩.২) এশিয়াটিক সোসাইটি কবে  স্থাপিত হয় ?

২.৩. ৩) নববিধান ব্রহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন  ?

 ২.৩.৪)  কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয়?

উপবিভাগ-২.৪

ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও ।

ক স্তম্ভ খ স্তম্ভ

২.৪.১ কৃষ্ণ কুমার মিত্র পুনা চুক্তি

২.৪.২ তারকনাথ পালিত তাম্রলিপ্ত জাতীয় সরকার

২.৪.৩ সতীশ সামন্ত বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট

২.৪.৪ আম্বেদকর সঞ্জীবনী

উপবিভাগ-২.৫

প্রদও ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ।

২.৫.১ ডান্ডি- আইন অমান্য আন্দোলনের কেন্দ্র।

২.৫.২ নীল বিদ্রোহের কেন্দ্র।

২.৫.৩ প্রথম ভাষাভিত্তিক রাজ্য -অন্ধ্রপ্রদেশ।

২.৫.৪ মহাবিদ্রোহের একটি  কেন্দ্র  ।


বিভাগ:- গ

৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- ২×১১=১১

৩.১ তিন আইন কী ?

৩.২ মুন্ডা বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।

৩.৩ নারী ইতিহাস বলতে কী বোঝ ।

৩.৪ মিরাট ষড়যন্ত্র মামলা কী ?

৩.৫ শ্রীনিকেতন কেন প্রতিষ্ঠিত হয় ?

৩.৬ পুনা চুক্তির গুরুত্ব লেখ।

৩.৭ ভারত সভার উদ্দেশ্য লেখ।

৩.৮ কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন ?

৩.৯ দিকু কাদের বলা হত ?

৩.১০ লীলা নাগ রায় স্মরনীয় কেন?

৩.১১ আজাদ কাশ্মীর কী ?

৩.১২ অলিন্দ যুদ্ধ কী ?

৩.১৩ নব্যবেদান্ত কী ?

৩.১৪  রাশিদআলী দিবস কেন পালিত হয় ?

৩.১৫ উদবাস্তু  কারা ?

৩.১৬ তিকাঠিয়া প্রথা  কী ?

বিভাগ:- ঘ

৪. সাতটি অথবা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে মোট ৬ টি প্রশ্নের উওর দাও ) :-  ৪×৬=২৪

উপবিভাগ-ঘ۔১

৪.১ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কী ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা যায় ?

৪.২ শ্রীরামকৃষ্ণের ' সর্বধর্মসমন্বয় ' - এর আদর্শ ব্যাখ্যা করো। 

উপবিভাগ-ঘ۔২

৪.৩ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ।

৪.৪ বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ?

উপবিভাগ-ঘ۔৩

৪.৫ নারী শিহ্মা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।

৪.৬ হায়দ্রাবাদ সমস্যা কী? 

উপবিভাগ-ঘ۔৪

৪.৭ উদবাস্তু সমস্যা বলতে কী বোঝ ? এর সমাধানের উদ্যোগ লেখ।

৪.৮ দলিত অধিকার বিষয়ে গান্ধী - আম্বেদকর বিতর্ক আলোচনা করো।

বিভাগ:- ঙ

৫. পনেরো অথবা ষোলোটি বাক্যে একটি প্রশ্নে উত্তর দাও :- ৮×১=৮

৫.১ সংক্ষেপে মহাবিদ্রোহের ( ১৮৫৭ ) চরিত্র বিশ্লেষণ করো । 

৫.২ রবীন্দ্রনাথ ঠাকুরের শিহ্মা চিন্তা আলোচনা করে তার বিশ্বভারতী ভাবনার পরিচয় দাও।

৫.৩ বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।












X H 90 sss

 VIVEKANANDA COACHING CENTRE

2025

HISTORY

Time:-3 Hours 15 Minutes

Full Marks:-90

Special credit will be given for answers which are brief and to the point . Mark's will be deducted from spelling mistakes , untidiness and bad handwriting 

বিভাগ:- ক

১. সঠিক উত্তরটি লেখ  :- ২০x১ =২০

১.১) দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন--- (ক) চলচ্চিত্রের সঙ্গে (খ) ক্রীড়াজগতের সঙ্গে (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে (ঘ) শহরের ইতিহাসচর্চার সঙ্গে।  

১.২) চুয়াড়' কথার অর্থ হল--- (ক) উচ্চজাতি (খ) নীচজাতি (গ) আদিবাসী (ঘ) সভ্যজাতি।

১.৩)  পাঞ্জাবের উটচালকদের গানকে বলা হয়--- (ক) টপ্পা (খ) গজল (গ) কাওয়ালি (ঘ) ভজন।

১.৪) রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ---  ( ক ) ফজল আলি ( খ ) জওহরলাল নেহরু ( গ ) কে এম পানিকর ( ঘ ) এস কে দর।

১.৫) সরকারি নথি সংরক্ষিত থাকে--- (ক) চিড়িয়াখানায় (গ) মহাফেজখানায় (খ) গ্রন্থাগারে (ঘ) জাদুঘরে।

১. ৬) জাতীয় শিহ্মা পরিষদের প্রথম সভাপতি --- ( ক ) বিপিনচন্দ্র পাল ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) রবীন্দ্রনাথ ঠাকুর ( ঘ ) দ্বারকানাথ ঠাকুর।

১.৭) Marginal Man গ্রন্থটি লেখেন --— ( ক ) খুশবন্ত সিং ( খ )হাসান আজিজুল হক ( গ ) স্বপন কুমার রায়( ঘ ) প্রফুল্ল চক্রবর্তী। 

১.৮)  সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন--- (ক) চুয়াড় বিদ্রোহে (খ) কোল বিদ্রোহে (গ) মুন্ডা বিদ্রোহে (ঘ) সাওতাল বিদ্রোহে ।

১.৯)  বাংলার ওয়াট-টাইলার' নামে পরিচিত ছিলেন--- (ক) বিন্নুচরণ বিশ্বাস (খ) রামরতন মল্লিক (গ) রফিক মণ্ডল (ঘ) বিশ্বনাথ সর্দার।

১.১০)  ভারতের প্রথম সংবাদপত্র হল ---  ( ক ) সমাচার দর্পণ ( খ ) হিন্দু প্যাট্রিয়ট ( গ ) বেঙ্গল গেজেট ( খ ) বামাবোধিনী। 

১.১১) দেবী চৌধুরাণী  ছিলেন --- ( ক ) রংপুর ( খ ) সন্ন্যাসী - ফকির ( গ ) পাগলপন্থী ( ঘ ) ফরাজী বিদ্রোহের সঙ্গে যুক্ত। 

১.১২) গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হত--- (ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে. (গ) কুষ্টিয়া থেকে (ঘ) বারাসাত থেকে।

১.১৩)  সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলটি ছিলেন  --- ( ক ) লর্ড ডালহৌসি ( খ ) লর্ড অকল্যান্ড ( গ ) লর্ড বেন্টিংক ( ঘ ) লর্ড ক্যানিং । 

 ১.১৪) India in Transition গ্রন্থটির রচয়িতা - ( ক ) সুভাষচন্দ্র বসু  ( খ ) সত্যেন্দ্রনাথ ঠাকুর  ( গ ) বালগঙ্গাধর তিলক ( ঘ ) মানবেন্দ্রনাথ রায়। 

১.১৫)  জাতীয় শিহ্মাপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল ---  ( ক ) ১৯১১ খ্রি: ( খ ) ১৯০৫ খ্রি:  ( গ ) ১৯০৬ খ্রি:  ( খ ) ১৯৪৫  খ্রি:। 

১.১৬) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়--- (ক) ৪ জানুয়ারি (খ) ৪ মার্চ  (গ) ৪ এপ্রিল  (ঘ) 5 জুন।

১.১৭) ইউরোপিয়ান ক্লাব আক্রমনের নেতৃত্ব দেন ---  ( ক ) বীণা দাস ( খ ) কল্পনা দত্ত ( গ ) প্রীতিলতা ওয়াদ্দেদার ( ঘ ) মুথুলহ্মী রেড্ডি । 

 ১.১৮) অ্যান্টি সার্কুলার সোসাইটি'র প্রতিষ্টাতা  ছিলেন ---  ( ক ) শচীন্দ্রপ্রসাদ বসু ( খ ) কৃষ্ণকুমার মিত্র ( গ ) চিত্তরঞ্জন দাস ( ঘ ) আনন্দমোহন বসু।

 ১.১৯) রশিদ আলি দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের ---  ( ক ) 10 ফেব্রুয়ারি ( খ ) 12 ফেব্রুয়ারি ( গ ) 14 ফেব্রুয়ারি ( ঘ ) 16 ফেব্রুয়ারি। 

 ১.২০) হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়েছিল ---  ( ক ) ১৮৬৫ খ্রি: ( খ ) ১৮৬৭ খ্রি:  ( গ ) ১৮৪৭ খ্রি:  ( খ ) ১৯০৫ খ্রি:। 

বিভাগ :- খ

২. নীচের প্রশ্নগুলির উওর দাও :-(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে মোট ১৬ টি প্রশ্নের উওর দাও ) ১×১৬=১৬

উপবিভাগ-২.১

সত্য অথবা মিথ্যা লেখ:- ৪x১=৪

২.১.১) তিতুমিরের অনুগামীদের হেদয়তী বলা হয় ।

২.১.২) গয়া মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা।

২.১.৩)  কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন । 

 ২.১.৪) মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন ।

উপবিভাগ-২.২

সঠিক ব্যাখ্যাটি লেখ:-৪x১=৪

২.২.১  বিবৃতি: উনিশ শতকে বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র

ব্যাখ্যা-১: সংস্কৃতির জাগরণ হয়নি।

ব্যাখ্যা-২: সার্বিক জাগরণ ঘটেনি।

ব্যাখ্যা-৩: দেশবাসী কুসংস্কারমুক্ত হয়নি।

২.২.২  বিবৃতি: রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না

ব্যাখ্যা-১: এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।

ব্যাখ্যা-২: এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা-৩: এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

২.২.৩ বিবৃতি: ১৯৫০ খ্রিস্টাব্দে নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল

ব্যাখ্যা-১: উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল।

ব্যাখ্যা-২: ভারতে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করা আবশ্যক ছিল।

ব্যাখ্যা-৩ : ভারত সরকারের দণ্ডকারণ্য পরিকল্পনা ব্যর্থ  হয়েছিল।

২.২. ৪) বিবৃতি : গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেনি ।

 বাখ্যা ১. গান্ধিজি জাতিভেদ প্রথা তীব্র হওয়ার ভয়ে দলিতদের সকল দাবি মেনে নেননি । 

ব্যাখ্যা ২. অস্পৃশ্য বলে আম্বেদকরকে গান্ধিজি ঘৃণা করতেন । 

ব্যাখ্যা -৩ , গান্ধিজি আম্বেদকরকে রাজনীতির ক্ষেত্রে সাফল্য লাভ করতে দিতে চান নি । 

উপবিভাগ-২.৩

এক কথায় উত্তর দাও:-৪x১=৪

২.৩.১) লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 

২.৩.২) ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে  প্রতিষ্ঠা করেন  ?

২.৩. ৩) নববিধান ব্রহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন  ?

 ২.৩.৪)  ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলে ?

উপবিভাগ-২.৪

ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও ।

ক স্তম্ভ খ স্তম্ভ

২.৪.১ রবীন্দ্রনাথ ঠাকুর পুনা চুক্তি 

২.৪.২ মানবেন্দ্রনাথ রায়  বিধবাবিবাহ প্রবর্তন 

২.৪.৩ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  ইন্ডিয়া ইন ট্রানজিশন

২.৪.৪ ডঃ আম্বেদকর জীবনস্মৃতি 

উপবিভাগ-২.৫

প্রদও ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ।

২.৫.১ গান্ধীসত্যাগ্রহের কেন্দ্র (আমেদাবাদ )

২.৫.২ পাবনা বিদ্রোহের কেন্দ্র।

২.৫.৩ প্রথম ভাষাভিত্তিক রাজ্য -অন্ধ্রপ্রদেশ।

২.৫.৪ মহাবিদ্রোহের একটি  কেন্দ্র (লখনউ)


বিভাগ:- গ

৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- ২×১১=১১

৩.১ নববিধান কে কবে প্রতিষ্ঠা করেন ? 

৩.২ মুন্ডা বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।

৩.৩ পরিবেশে ইতিহাস বলতে কী বোঝ ? উদাহরন দাও।

৩.৪ অলিন্দযুদ্ধ  কী ?

৩.৫ শ্রীনিকেতন কেন প্রতিষ্ঠিত হয় ? বিশ্বভারতী কোথায় অবস্থিত ?

৩.৬ কবে কাদের মধ্যে পুনা চুক্তির স্বাহ্মরিত হয় ? 

৩.৭ অপারেশন পোলো কী ? 

৩.৮ কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন ?

৩.৯ দিকু কাদের বলা হত ?

৩.১০ লীলা নাগ রায় স্মরনীয় কেন?

৩.১১ আজাদ কাশ্মীর কী ?

৩.১২ বিবাদী  কারা ?

৩.১৩ খুৎকাঠি প্রথা  কী ?

৩.১৪  রাশিদআলী দিবস কেন পালিত হয় ?

৩.১৫ ভগিনী সেনা কারা ? 

৩.১৬ তিকাঠিয়া প্রথা  কী ?

বিভাগ:- ঘ

৪. সাতটি অথবা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১ টি করে মোট ৬ টি প্রশ্নের উওর দাও ) :-  ৪×৬=২৪

উপবিভাগ-ঘ۔১

৪.১ হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

৪.২ শ্রীরামকৃষ্ণের ' সর্বধর্মসমন্বয় ' - এর আদর্শ ব্যাখ্যা করো। 

উপবিভাগ-ঘ۔২

৪.৩ নীলদর্পণ নাটকে সমকালীন সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল ?

৪.৪ বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ?

উপবিভাগ-ঘ۔৩

৪.৫ ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন সম্পর্কে কী জানো লেখ ।

৪.৬ হায়দ্রাবাদ সমস্যা কী? 

উপবিভাগ-ঘ۔৪

৪.৭ উদবাস্তু সমস্যা বলতে কী বোঝ ? এর সমাধানের উদ্যোগ লেখ।

৪.৮ দলিত অধিকার বিষয়ে গান্ধী - আম্বেদকর বিতর্ক আলোচনা করো।

বিভাগ:- ঙ

৫. পনেরো অথবা ষোলোটি বাক্যে একটি প্রশ্নে উত্তর দাও :- ৮×১=৮

৫.১ সংক্ষেপে নীলবিদ্রোহের কারন ও ফলাফল আলোচনা করো । 

৫.২ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান লেখ ।

৫.৩ বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।














X hist saq

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

ক্লাস:- দশম শ্রেনী ; বিষয়:- ইতিহাস  

1. সত্য বা মিথ্যা নির্ণয় কর:- 

a) শান্তিনিকেতন আশ্রমটি প্রথম তৈরী করেন ব্রতীন্দ্রনাথ ঠাকুর। 

b) ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। 

c) তিতুমীর বাঁশের কেল্লা ভেঙে দেন। 

d) শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 

e) 'দিগদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন উইলিয়াম কেরি।

 f)  রাজা রামমোহন রায়কে 'বাংলার মুকুটহীন রাজা' বলা হয়।

 g) লাঙল' পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফ্ফর আহমেদ। 

h) ১৯০৫ খ্রিস্টাব্দে 'অ্যান্টি সার্কুলার সোসাইটি' প্রতিষ্ঠিত হয়।

i) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। 

j) সমাচার চন্দ্রিকা পত্রিকা থেকে রংপুর বিদ্রোহের কথা জানা যায়। 

k) নদীয়ার চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয়। 

l) ভারতসভা অস্ত্র আইনের বিরোধীতা করেছিল।

m)  ১৮৫৯ খ্রিস্টাব্দে 'নীল কমিশন' গঠিত হয়।

 n) মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন বীরসা মুন্ডা। 

o) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 

p)  'দামিন-ই-কোহ' শব্দের অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ।

q). রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীশ্রীরামকৃষ্ণদেব।

r) 'ফরাজি' কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 

 s) মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।

t)  মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন।

u) মির নিসার আলি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন।

v) মুদ্রণ যন্ত্রের আবিষ্কারে আঞ্চলিক ভাষার বই বন্ধ হয়ে যায়। 

w) মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী।

x) বাংলায় কীর্তনের প্রবক্তা ছিলেন শ্রী চৈতন্যদের। 

y) কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনে'র সভাপতি ছিলেন বেন্টিক।

z) একা আন্দোলন সফল করার জন্য গান্ধিজি অনশন করেছিলেন।

aa) রাইটার্স বিল্ডিং অভিযানের সময় বিপ্লবী দীনেশ গুপ্ত মারা যান।

ab)  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 

ac)  রংপুরের কৃষক বিদ্রোহ হয়েছিল দেবী সিংহের বিরুদ্ধে।

ad) আধুনিক ছাপাখানার জনক ছিলেন গুটেনবার্গ।

ae)  বাংলায় প্রথম ছেনিকাটা হরফ তৈরি করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

af) সাঁওতাল বিদ্রোহ 'হুল' নামে পরিচিত।

ag) 'খুৎকাঠি প্রথা' মুন্ডাদের মধ্যে প্রচলিত ছিল।

 ah)  ১৮৭১ খ্রিষ্টাব্দে জোনাথান ডানকান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 

ai) স্বাধীন ভারতের প্রথম গভর্ণর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

aj) বীরাষ্টমী ব্রত' শুরু করেন সরলাদেবী। 

ak)  বাংলায় লাইনো টাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। 

al)  এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় ১৭৭০ খ্রিষ্টাব্দে। 

am)  সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন।

an) বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ১৮৫৪, ১৯ শে জুলাই একটি 'শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা' প্রকাশ করে।

ao)  ভারতে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। 

ap) আচার্য জগদীশচন্দ্র বসু 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স' প্রতিষ্ঠা করেন।

aq) রম্পা কৃষকবিদ্রোহের নেতা ছিলেন আপ্লুরি সীতারাম রাজু।

ar)  প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় ১৮৭৮ খ্রিস্টাব্দে। 

as) বাবা গরিবদাস ছিলেন বিহারের কৃষক আন্দোলনের নেতা।

at)  মানিকতলায় বোমা তৈরির কারখানা স্থাপন করেন হেমচন্দ্র কানুনগো।

au) ভারতমাতা' চিত্র অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 

av) জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন' গঠিত হয় ১৮২৮ খ্রিঃ। 

aw)  নীলবিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। 

ax) বাংলার 'মুকুটহীন রাজা' বলা হত বিপিন চন্দ্র পালকে।

ay) বামাবোধিনী পত্রিকা' মেয়েদের জন্য প্রকাশিত হয়। 

az)   তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম। 

aaa)  'ভারতমাতা' চিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 

aab)  'ডন' পত্রিকার সম্পাদক ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

aac)  হুতোম প্যাঁচা রামমোহন রায়ের ছদ্মনাম। 

aad) বাঁশের কেল্লা' বানিয়েছিলেন তিতুমির। 

aae)  হরিপুরা কংগ্রেস সভার সভাপতি ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু ।

aaf) মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন হরিচাঁদ ঠাকুর।

aag)  'সত্তর বৎসর' বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখো। 

aah) 'গ্রামবার্তা প্রকাশিকা'র প্রথম সম্পাদক কাঙাল হরিনাথ। 

aai) একা বা একতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সীতারাম রাজু। 

aaj)  ১৯৪৭-এ কাশ্মিরের রাজা ছিলেন হরি সিং।

aak)  একা বা একতা আন্দোলনের নেতৃত্বে ছিলেন মাদারী পাশি। 

aal)  সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স একশ থেকে কমিয়ে আঠারো করেন লর্ড রিপন।

aam) অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু।

aan)  লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলাদেবী চৌধুরানী।











2. নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর: 

a) বিবৃতিঃ 'সত্তর বৎসর' বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয়।

ব্যাখ্যা: ক) এটি আত্মজীবনী বলে।

 ব্যাখ্যা খ)  এখানে বিপিন চন্দ্র পালের জীবনী রয়েছে।

ব্যাখ্যা: গ) এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে।

 b) বিবৃতি: উনিশ শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র। 

ব্যাখ্যা: ক) সংস্কৃতির জাগরণ হয়নি।

ব্যাখ্যা: খ) সার্বিক জাগরণ ঘটেনি। 

ব্যাখ্যা ১৪) মানুষ কুসংস্কার মুক্ত হয়নি।

c) বিবৃতিঃ শ্রীনিকেতন গড়ে উঠেছিল

ব্যাখ্যাঃ ক) ছাত্রদের লেখার অভ্যাস বাড়াতে। 

ব্যাখ্যাঃ খ) লেখা ও পড়ায় মনোযোগ বাড়াতে।

ব্যাখ্যাঃগ) বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য।

d)  বিবৃতিঃ বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল-

ব্যাখ্যাঃ ক) বামপন্থীরা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক।

ব্যাখ্যাঃ খ) তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক। 

ব্যাখ্যাঃগ) তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক।

e)  বিবৃতি: ১৮৬৩ খ্রিস্টাব্দে উমেশচন্দ্রের সম্পাদনায় বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়।

ব্যাখ্যা ১: এই পত্রিকায় নারী সচেতনতার কথা বলা হত।

ব্যাখ্যা ২: এই পত্রিকায় নারী স্বাধীনতার বিরোধিতা করা হত।

ব্যাখ্যা ৩: এই পত্রিকায় নারীদের বিভিন্ন পুরোনো সংস্কার শিক্ষা দেওয়া হত।

f)  বিবৃতি: নব্যবঙ্গ দলকে কেউ কেউ 'কালাপাহাড়' বলে অভিহিত করেছেন।

ব্যাখ্যা ১: এই দল কুসংস্কারের চরম বিরোধী ছিল বলে।

ব্যাখ্যা ২: এই দল অতি উগ্র আধুনিকতার সমর্থক ছিল বলে।

ব্যাখ্যা ৩: এই দল কুসংস্কারে আচ্ছন্ন ছিল বলে। 

g) বিবৃতি: অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন।

ব্যাখ্যা ১: অবনীন্দ্রনাথ এই চিত্রের মধ্য দিয়ে ভারতীয় জাতীয়তাবাদের প্রসার ঘটাতে চেয়েছিলেন।

 ব্যাখ্যা ২: অবনীন্দ্রনাথ ধর্মপ্রাণ হিন্দু হিসেবে চিত্রটি অঙ্কন করেছিলেন।

ব্যাখ্যা ৩: অবনীন্দ্রনাথ চিত্রটি অঙ্কন করে প্রচুর অর্থ উপার্জন করতে চেয়েছিলেন।

h) বিবৃতি: স্বদেশী আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ ব্যাপক ছিল না। 

ব্যাখ্যা ১: শ্রমিকরা স্বদেশী আন্দোলনের বিরোধী ছিল।

ব্যাখ্যা ২: শ্রমিকরা আন্দোলন বিমুখ ছিল।

ব্যাখ্যা ৩: শ্রমিক আন্দোলন ওই সময় তেমনভাবে সংগঠিত ছিল না।


i)  বিবৃতিঃ ভারত ছাড়ো আন্দোলনের সময়ে উষা মেহতা কংগ্রেসের 'বেতার কেন্দ্র' স্থাপন করেন।

ব্যাখ্যা:ক)  স্বাধীনতার বাণী প্রচার ও আন্দোলন সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করায় ছিল এর উদ্দেশ্যে।

 ব্যাখ্যা: খ )দেশ-বিদেশে আন্দোলনের সংবাদ প্রচার করা।

ব্যাখ্যা: গ ) দেশবাসীর সহানুভূতি ও সমর্থন আদায় করা।

j) বিবৃতিঃ ১৯৪৬ খ্রীঃ ১২ ফেব্রুয়ারী 'রসিদ আলি দিবস' পালিত হয়। 

ব্যাখ্যা: ক)  হিন্দু-মুসলিম ঐক্য স্থাপন করার জন্য।

ব্যাখ্যা খ) ক্যাপ্টেন রসিদ আলির সশ্রম কারাদন্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে।

ব্যাখ্যা: গ) মন্ত্রী মিশনের প্রস্তাবের বিরোধীতা করতে।

k) বিবৃতিঃ 'নীলদর্পণ' নাটক ছিল নীলবিদ্রোহের দলিল।

 ব্যাখ্যা ১ঃ এতে নীল বিদ্রোহের কারণ পাওয়া যায়। 

ব্যাখ্যা ২ঃ নীল বিদ্রোহের কাহিনী বিবৃত আছে। 

ব্যাখ্যা ৩: এতে নীল বিদ্রোহের নাম পাওয়া যায়।

l)  বিবৃতি: মাদারি পাশি একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 

ব্যাখ্যা ১ঃ এটি ছিল শ্রমিক আন্দোলন। 

ব্যাখ্যা ২ঃ এটি ছিল কৃষক আন্দোলন। 

ব্যাখ্যা ৩ঃ এটি ছিল জমিদারদের আন্দোলন।

m) বিবৃতিঃ কংগ্রেস শ্রমিক আন্দোলনে গুরুত্ব দেননি। 

ব্যাখ্যা ১ঃ এই আন্দোলনে বামপন্থীরা সমর্থক ছিল।

 ব্যাখ্যা ২ঃ মালিক ও শ্রমিক উভয়েই কংগ্রেসের সমর্থক ছিল। 

ব্যাখ্যা - ৩ঃ এই আন্দোলনের বিরুদ্ধে ব্রিটিশরা ছিল।

n)  বিবৃতিঃ বিপ্লবী বীণা দাসের জেল হয়।

ব্যাখ্যা-১ঃ তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। 

ব্যাখ্যা- ২ঃ অলিন্দ যুদ্ধে যোগ দেন।

ব্যাখ্যা - ৩: স্ট্যানলি জ্যাক্সনকে লক্ষ্য করে গুলি করেন।

o)  বিবৃতি: শিক্ষিত বাঙালী সমাজের একটি বড়ো অংশ ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহকে সমর্থন করেনি।

ব্যাখ্যা ১)  বিদ্রোহীরা বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল।

 ব্যাখ্যা ২) এই বিদ্রোহ ছিল মূলত অশিক্ষিত মানুষের বিদ্রোহ।

ব্যাখ্যা- ৩ ) শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত।

p)  বিবৃতিঃ রবীন্দ্রনাথ ঠাকুর 'গোরা' উপন্যাস লিখেছিলেন-

 ব্যাখ্যা ১ পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার উদ্দেশ্যে।

ব্যাখ্যা- ২ ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার উদ্দেশ্যে। 

ব্যাখ্যা- ৩ সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে।

q)  বিবৃতি: দেশীয় রাজ্যগুলি অধিকাংশই ভারতভুক্ত হয়েছিল- 

ব্যাখ্যা ১) রাজ্যগুলির কোনো উপায় ছিল না। 

ব্যাখ্যা ২) রাজ্যগুলি পাকিস্তানে যেতে চায়নি।

ব্যাখ্যা- ৩ ) বল্লভভাই প্যাটেল-এর নেতৃত্বের ফলে রাজ্যগুলি ভারতভুক্ত হয়। 

r) বিবৃতিঃ ১৮৬৭ খ্রিঃ হিন্দুমেলার সূচনা হয়-

 ব্যাখ্যা- ১ সারা ভারতের হিন্দুদের মনে জাতীয় ভাব জাগরণের উদ্দেশ্যে।

ব্যাখ্যা ২ মেয়েদের জন্য দেশীয় দ্রব্য বিক্রির জন্য। 

ব্যাখ্যা ৩ হিন্দুদের হিন্দুত্ববাদ প্রচারের জন্য।

s)  বিবৃতি -কালীপ্রসন্ন সিংহের 'হুতোম প্যাঁচার নকশা' এক অসামান্য সৃষ্টি

ব্যাখ্যা ১ এটিতে হুতোম প্যাঁচার শিকার ধরার ছবি ফুটে উঠেছে।

 ব্যাখ্যা ২- ব্যঙ্গবিদ্রূপের আড়ালে উনিশ শতকের কলকাতার শিক্ষিত নাগরিক জীবনচিত্র এই রচনায় ফুটে উঠেছে। 

ব্যাখ্যা ৩ এই রচনায় ব্যল্যবিদ্রুপের আড়ালের গ্রাম্য জীবনের প্রচ্ছন্ন চিত্র তুলে ধরা হয়েছে।

t) বিবৃতি-শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রি:) সমর্থন করেন নি।

 ব্যাখ্যা ১- বিদ্রোহিদের মধ্যে জাতীয় স্বার্থের অভাব ছিল বলে।

ব্যাখ্যা ২-বিদ্রোহিদের প্রতি তাদের আস্থা ছিল না। 

ব্যাখ্যা ৩ শ্রেণিগত স্বার্থের কারণেই তারা ব্রিটিশদের সমর্থন করেছিল।

u) বিবৃতি-ভারত সরকার ১৯২৯ খ্রি: মিরাটি ষড়যন্ত্র মামলা শুরু করে

 ব্যাখ্যা ১ এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা। 

ব্যাখ্যা ২ এর উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলন দমন করা।

ব্যাখ্যা ৩ কমিউনিস্টদের দমন করার।

v) বিবৃতি- ১৯৪৬ খ্রি: ফেব্রুয়ারী মাসে কলকাতায় 'রশিদ আলি দিবস' পালিত হয়। 

ব্যাখ্যা ১ রশিদ আলির বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। 

ব্যাখ্যা ২- হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য।

ব্যাখ্যা ৩ কলকাতায় অসামরিক প্রশাসন ভেঙে ফেলার জন্য।

w)  বিবৃতি: উনিশ শতকের শেষ দিকে ভারতে নীলচাষ প্রায় বন্ধ হয়ে যায়।

 ব্যাখ্যা ১: এই সময় সরকার আইন করে নীলচাষ করা বন্ধ করে দেয়।

ব্যাখ্যা ২: চাষিরা অলাভজনক নীলচাষ করা বন্ধ করে দেয়।

ব্যাখ্যা ৩: ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন শুরু হয়েছিল।

x) বিবৃতি: সিপাহি বিদ্রোহকে অনেকেই ভারতের জাতীয় বিদ্রোহ বলে মনে করেন না।

ব্যাখ্যা-১: বিদ্রোহে কোন জাতীয় নেতা এবং জাতীয় লক্ষ্য ছিল না।

ব্যাখ্যা ২: এই বিদ্রোহে সিপাহীরা কেবল তাদের স্বার্থই দেখেছিল।

ব্যাখ্যা ৩: বিদ্রোহীদের মধ্যে কোন শিক্ষা ছিল না।

y)  বিবৃতি: গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন।

ব্যাখ্যা-১: বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন।

ব্যাখ্যা ২: বাঙালি বাবুরা ইংরেজী শিক্ষার বিরোধী ছিলেন।

ব্যাখ্যা ৩: বাঙালী বাবুরা দরিদ্র ছিলেন।

z)  বিবৃতি: একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে।

ব্যাখ্যা ১: এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।

 ব্যাখ্যা ২: এটি ছিল কৃষক আন্দোলন।

ব্যাখ্যা ৩: এটি ছিল শ্রমিক আন্দোলন।

aa) বিবৃতিঃ রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক।

ব্যাখ্যা-১ঃ রামমোহন ব্রিটিশ শাসনের পক্ষপাতী ছিলেন।

 ব্যাখ্যা-২ঃ রামমোহন ব্রাহ্মধর্মের প্রচারে বিশেষ ভূমিকা পালন করেন।

ব্যাখা -৩ঃ রামমোহন ছিলেন প্রগতিশীল এবং সমাজে সংস্কারক।

ab) বিবৃতি ১ঃ উনবিংশ শতকের নবজাগরণ কথাটি মানান সই নয়।

ব্যাখা-১ঃ উনবিংশ শতকে বুদ্ধির বিকাশের ক্ষেত্রে যে পরিপূর্ণতা দেখা যায় তা ইউরোপীয় নবজাগরণের সঙ্গে তুলনা করা যায় না।

ব্যাখ্যা-২ঃ তথাকথিত নবজাগরণের কোনো নিশ্চিত স্রষ্টা নেই।

 ব্যাখা-৩ঃ নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি।

ac) বিবৃতি: আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়

ব্যাখ্যা-১: কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়। 

ব্যাখ্যা-২ঃ কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়।

ব্যাখ্যা-৩ঃ আন্দোলনে কৃষিকর মকুবের বিষয়টিতে জোর দেওয়া হয়।

 ad)  বিবৃতিঃ সরলাদেবী চৌধুরানী লক্ষ্মী ভান্ডার স্থাপন করেন।

ব্যাখ্যা-১ঃ তাঁর উদ্দেশ্য ছিল দরিদ্রদের দান করা। 

ব্যাখ্যা-২ঃ তার উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো। 

ব্যাখ্যা-৩ঃ তার উদ্দেশ্য ছিল লক্ষ্মী দেবীর পুজোর আয়োজন করা।

 ae)  বিবৃতিঃ গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন।

ব্যাখ্যা ১: অসহযোগ আন্দোলন দুর্বল হয়ে গিয়েছিল।

ব্যাখ্যা ২: চৌরিচৌরা হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে।

 ব্যাখ্যা ৩ঃ ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি গ্রহণ করেছিল।

af) বিবৃতিঃ ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সিপাহিরা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়।

 ব্যাখ্যা১: এনফিল্ড রাইফেল অকেজো ছিল।

ব্যাখ্যা ২: এনফিল্ড রাইফেলের টোটার খোলস গোর ও শূকরের চর্বি দিয়ে তৈরি হতো বলে গুজব রটেছিল।

ব্যাখ্যা ৩: সিপাহিরা এনফিল্ড রাইফেল চালাতে পারতো না।

 ag) বিবৃতিঃ 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি' গান্ধীজী মেনে নিতে পারেননি।

ব্যাখ্যা ১: এতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হতে পারতো।

ব্যাখ্যা ২: এই নীতি মানলে ভারতীয় সমাজ ধর্ম, জাত, বর্ণকে কেন্দ্র করে বিভক্ত হয়ে যেত। 

ব্যাখ্যা ৩:কংগ্রেসের নিয়ন্ত্রণ ও শক্তি খর্ব হতো।

ah)  বিবৃতি। ভারতের ইতিহাসে ১৯৪৭-৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে 'পূর্ণবাসনের যুগ' বলা হয়।

ব্যাখ্যা ১: এই সময় ভারতে দরিদ্র মানুষের স্বনির্ভর করে তোলা হয়।

ব্যাখ্যা ২ ভারতে কৃষি ও শিল্পের উন্নতির জন্য ভারত সরকার প্রচুর সাহায্য করেছিল

ব্যাখ্যা ৩: এই পাঁচ বছর উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য হ্রাণ ও পনর্বাসনের দেওয়া হয়।

ai)  বিবৃতি: উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয়। 

ব্যাখ্যা ১ঃ উনিশ শতকে সভা সমিতিগুলি দেশের চালিকাশক্তি ছিল।

ব্যাখ্যা-২: ব্রিটিশ সরকার সমিতিগুলির মতামত নিয়ে দেশ শাসন করত।

ব্যাখ্যা-৩ঃ উনিশ শতকে ভারতে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। 

aj) বিবৃতিঃ খ্রিষ্টান মিশনারীরা ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সাহায্য করেছিল

ব্যাখ্যা-১ঃ ধর্মপ্রচার ছিল তাঁদের মূল উদ্দেশ্য।

ব্যাখ্যা-২ঃ তাঁরা ভারতবর্ষের উন্নতি চেয়েছিলেন। 

ব্যাখ্যা-৩ঃ তাঁরা ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। 

aj)  বিবৃতি: নব্যবঙ্গ আন্দোলন সফল হয়নি।

ব্যাখ্যা ১ এর সদস্যরা সকলেই অশিক্ষিত ছিলেন।

ব্যাখ্যা- ২ঃ এদের উগ্রতা সমাজে গ্রহণযোগ্য হয়নি।

ব্যাখ্যা-৩ঃ ব্রিটিশ সরকার কঠোর হাতে আন্দোলন দমন করেছিলেন।

ak) বিবৃতিঃ অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। 

ব্যাখ্যা-১ঃ বিপ্লবী ছাত্রদের স্কুল থেকে বহিষ্কার করার জন্য। 

ব্যাখ্যা - ২ঃ ছাত্র বিরোধী বিভিন্ন সরকারি সার্কুলারের প্রতিবাদে।

ব্যাখ্যা-৩ঃ নির্যাতিতা নারীদের সংগঠিত করার জন্য।

al) বিবৃতিঃ ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়-

ব্যাখ্যা-১. কারণ তারা গান্ধিজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল

ব্যাখ্যা-২. কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা দ্বারা অনুপ্রানিত হয়েছিল। 

ব্যাখ্যা-৩. কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।

 am)  বিবৃতি: নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল

ব্যাখ্যা-১. এই আন্দোলনের কোন সংগঠন ছিল না। 

ব্যাখ্যা-২. এই আন্দোলন ছিল শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ।

ব্যাখ্যা-৩. এই আন্দোলনে ব্রিটিশদের সঙ্গে' বোঝাপড়া ছিল।

an)  বিবৃতি: গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেনি

ব্যাখ্যা-১. গান্ধিজি জাতিভেদ প্রথা তীব্র হওয়ার ভয়ে দলিতদের সকল দাবি মেনে নেননি।

ব্যাখ্যা-২, অস্পৃশ্য বলে আম্বেদকরকে গান্ধিজি ঘৃণা করতেন

ব্যাখ্যা-৩. গান্ধিজি আম্বেদকরকে রাজনীতির ক্ষেত্রে সাফল্য লাভ করতে দিতে চান নি।

ao)  বিবৃতি: স্বাধীনতার পর দেশীয় রাজাগুলির ভারতভুক্তি না হলে ভারতের নিরাপত্তা বিপন্ন হবে।

ব্যাখ্যা-১. দেশীয় রাজ্যগুলি ভৌগোলিক কারণে ভারতের সঙ্গে সংযুক্ত।

ব্যাখ্যা-২. রাজ্যগুলি পাকিস্থানের সঙ্গে যুক্ত হলে বিপদ।

ব্যাখ্যা-৩. দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণে দেশীয় রাজ্যের সংযুক্তি দরকার।

ap)  বিবৃতি: বিদ্যাসাগরকে নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়।

 ব্যাখ্যা ১: তিনি নারীদের শুধু শিক্ষিত করতে চেয়েছিলেন।

ব্যাখা ২: তাঁর উদ্যোগে বিধবাবিবাহ চালু হয়েছিল।

ব্যাখ্যা ৩ঃ তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। 

aq) বিবৃতি: শিক্ষিত বাঙালি সমাজ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি।

ব্যাখ্যা ১: বিদ্রোহীরা সাধারণ মানুষকে অত্যাচার করত।

ব্যাখ্যা ২: এই বিদ্রোহ ছিল মূলত অশিক্ষিত মানুষের বিদ্রোহ।

ব্যাখ্যা ৩: শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত।

ar) বিবৃতি: ব্রিটিশ সরকার ১৯০৫ খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে।

ব্যাখ্যা ১: সরকারের উদ্দেশ্য ছিল ভারতে ছাত্র আন্দোলন দমন করা।

ব্যাখ্যা ২: সরকারের উদ্দেশ্য ছিল ভারতে কৃষক আন্দোলন দমন করা

ব্যাখ্যা ৩: সরকারের উদ্দেশ্য ছিল ভারতে নারী আন্দোলন দমন করা।

as)  ) বিবৃতিঃ স্বদেশি আন্দোলনের সময় বিলেতি পণ্যের দোকানের সামনে পিকেটিং চালানো হয়।

ব্যাখ্যা ১)  পিকেটিং এর উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বিক্রি বন্ধ করা।

ব্যাখ্যা ২: পিকেটিং এর উদ্দেশ্য ছিল ব্রিটিশদের দেশ থেকে বিতাড়িত করা।

ব্যাখ্যা ৩: পিকেটিং এর উদ্দেশ্য ছিল সস্তার বিলেতি পণ্য জোগান দেওয়া।

at)  বিবৃতি: ব্রিটিশ সরকার অরণ্য আইন তৈরি করেন।

ব্যাখ্যা-১: অরণ্যগুলির উপর নিয়ন্ত্রণের জন্য।

ব্যাখ্যা ২: অরণ্য থেকে উপজাতিদের উচ্ছেদের জন্য।

ব্যাখ্যা ৩ঃ অরণ্য এলাকায় জমিদারি প্রবর্তনের জন্য।

au)  বিবৃতিঃ রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির মধ্যে শিক্ষা দেবার কথা বলেছেন।

 ব্যাখ্যা- ১: তিনি প্রকৃতি খুব ভালোবাসেন।

ব্যাখ্যা- ২ঃ তিনি প্রকৃতি শিক্ষার উপর গুরুত্ব দিতেন।

ব্যাখ্যা- ৩ঃ তিনি বিশ্বাস করতেন প্রকৃতির সান্নিধ্যে শিশুর দেহ-মন সুগঠিত হয়।

av)  বিবৃতিঃ আইন অমান্য আন্দোলনের সময় কৃষক বিদ্রোহ হিংসাত্মক হয়ে উঠছিল।

ব্যাখ্যা ১: স্থানীয় নেতাদের হাতে আন্দোলনের ভার চলে যায়।

ব্যাখ্যা ২ঃ পুলিশ খুব দমনপীড়ন চালিয়েছিল।

ব্যাখ্যা ৩ঃ ধনী কৃষকরা নেতৃত্ব দিয়েছিল।

aw) বিবৃতিঃ বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্ররা যোগদান করেছিল।

ব্যাখ্যা ১ঃ ছাত্ররা বঙ্গভঙ্গ মেনে নিতে পারে নি।

ব্যাখ্যা ২: গান্ধিজি ছাত্রদের আন্দোলনের জন্য আহ্বান জানান।

ব্যাখ্যা ৩ঃ ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছিল বলে।

ax) সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন- 

ব্যাখ্যা-১: লক্ষ্মীপুজোর আয়োজন করা তাঁর উদ্দেশ্য ছিল।

ব্যাখ্যা ২: স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানোই তাঁর উদ্দেশ্য।

ব্যাখ্যা ৩। দরিদ্রদের দান করাই তাঁর উদ্দেশ্য ছিল।

ay)  বিবৃতি। 'আজাদ হিন্দ ফৌজের' নারী বাহিনীর নাম রাখা হয়েছিল ঝাঁসির রানি ব্রিগেড। 

ব্যাখ্যা-১। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের লড়াকু মনোভাবকে স্মরণে রাখতে।

ব্যাখ্যা-২ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে শ্রদ্ধা জানাতে।

ব্যাখ্যা-৩: লক্ষ্মীবাঈ সহ দেশীয় রাজন্যবর্গকে সম্মান জানাতে।

az)  বিবৃতি: ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল।

ব্যাখ্যা-১: ভারতের গ্রামারলে কৃষকরা একাধিপত্য প্রতিষ্ঠা করে।

ব্যাখ্যা-২: থানা ও প্রশাসন দখলই ছিল কৃষকদের লক্ষ্য।

ব্যাখ্যা-৩: কংগ্রেস নেতৃত্বের অপেক্ষা না করে কৃষকরা এই আন্দোলনে সংঘবদ্ধভাবে এগিয়ে এসেছিল।

aaa) বিবৃতি: ১৯১৫ খ্রিঃ মানবেন্দ্রনাথ রায় ভারত ত্যাগ করেন।

ব্যাখ্যা-১: ব্রিটিশ সরকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।

ব্যাখ্যা-২: জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে। 

ব্যাখ্যা ৩। ভারতীয়দের ষড়যন্ত্র থেকে বাচার জন্য।

aab) বিবৃতিঃ নিম্নবর্গীয় ইতিহাসচর্চা ইতিহাসের প্রাচীন প্রচলিত ধারণার বিরোধী।

ব্যাখ্যা ১ঃ নিম্নবর্গীয় ইতিহাস সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের উপরে আলোকপাত করে।

ব্যাখ্যা ২ঃ ইতিহাসের প্রচলনে নিম্নবর্গদের গুরুত্বহীনতাকে প্রকাশ করে। 

ব্যাখ্যা ৩ঃ নিম্নবর্গীয় ইতিহাসচর্চা প্রাচীন ইতিহাসে প্রচলিত ছিল।

aac) বিবৃতিঃ 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা।

 ব্যাখ্যা ১ঃ ভালোমানুষকে 'হুতোম 'বলে ব্যঙ্গ করেছেন। 

ব্যাখ্যা ২ঃ সমাজ ও রাজনীতির ব্যঙ্গ এখানে আছে। 

ব্যাখ্যা ৩ঃ কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে।

aad) বিবৃতিঃ ব্রিটিশরা মুদ্রণ শিল্পের বিকাশের চেষ্টা করেছিল-

 ব্যাখ্যা: ১ ভারতীয়দের শিক্ষিত করতে চেয়েছিল।

ব্যাখ্যা: ২ ভারতীয়দের মধ্যে খ্রিষ্টানধর্ম প্রচার করতে চেয়েছিল।

ব্যাখ্যা: ৩ ভারতবর্ষ সম্পর্কে তথ্য জানা ও কোম্পানীর কর্মচারীদের তা জানানোর জন্য।

aae)  বিবৃতিঃ গ্রামগঞ্জে স্বদেশী বা বয়কট আন্দোলনে প্রভাব কম ছিল-

ব্যাখ্যাঃ ১ গ্রামের মানুষ বিদেশী দ্রব্যের বয়কটের প্রবল বিরোধী ছিল। 

ব্যাখ্যা: ২ গ্রামাঞ্চলের কৃষকদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একত্রিত করা যায়নি।

ব্যাখ্যা: ৩ গ্রামের মানুষ বিদেশী পণ্য বয়কট করতে চেয়েছিল।

aaf) বিবৃতি ও কমিউনিষ্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে ছিল-

 ব্যাখ্যা: ১ কংগ্রেস নেতাদের সঙ্গে মনোমালিন্য।

ব্যাখ্যা: ২ শ্রমিক শ্রেণি ভারতছাড়ো আন্দোলনের অংশগ্রহণ।

ব্যাখ্যা: ৩ কমিউনিষ্ট পার্টি ফ্যাসিবাদের বিরুদ্ধে মিত্র শক্তিকে সমর্থন।

aag) বিবৃতি: দেশীয় রাজ্যগুলির বেশির ভাগই ভারতভুক্ত হয়েছিল।

ব্যাখ্যাঃ ১ দেশীয় রাজ্যগুলির আর কোন উপায় ছিল।

ব্যাখ্যা: ২ এই সমস্ত রাজ্যগুলি অন্য রাষ্ট্রে সংযুক্ত হতে চায়নি।

 ব্যাখ্যা: ৩ বল্লভভাই প্যাটেলের দৃঢ় নেতৃত্বের ফলে রাজ্যগুলি ভারতভুক্ত হয়েছিল।

aah) বিবৃতি: উপজাতি বিদ্রোহ ছিল মানুষের বাঁচার লড়াই- । 

ব্যাখ্যা ১ উপজাতি বিদ্রোহের মাধ্যমে মানুষ বাঁচার অধিকার ফিরে পেত।

ব্যাখ্যা ২ঃ আইনের মাধ্যমে উপজাতিদের উপর করের বোঝা চাপানো হয়। 

ব্যাখ্যা ৩ঃ উপজাতিদের ওপর করের বোঝা চাপান হয় এবং অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়।

aai)  বিবৃতিঃ রবীন্দ্রনাথ প্রকৃতি শিক্ষার পক্ষে ছিলেন-

 ব্যাখ্যা ১: প্রকৃতি শিক্ষা ভারত গঠন করতে পারে।

 ব্যাখ্যা ২ঃ প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছেদ বিরোধের রূপ নেয়।

ব্যাখ্যা ৩ঃ প্রকৃতির কোলে ছাত্র শুধুমাত্র ভারতীয় শিক্ষা গ্রহণ করে।

aaj)  বিবৃতিঃ শ্রমিক ও কৃষক শ্রেণির মধ্যে বামপন্থী মতবাদ জনপ্রিয়তা লাভ করেছিল-

 ব্যাখ্যা ১ঃ শোষিত ও অত্যাচারিত শ্রমিক ও কৃষক শ্রেণির মুক্তির পক্ষে বামপন্থীরা আন্দোলন গড়ে তোলে।

ব্যাখ্যা ২ ও শ্রমিক ও কৃষক শ্রেণি জাতীয় কংগ্রেসের চেয়ে বামপন্থীদের পছন্দ করাত। 

ব্যাখ্যা ৩ঃ শ্রমিক ও কৃষক শ্রেণির জন্য জাতীয় কংগ্রেস কখোনোই আন্দোলন করেনি।

aak)  বিবৃতি: জেমস লঙ সাহেবের জেল ও জরিমানা হয়েছিল। 

ব্যাখ্যা- ১ তিনি সরকারি অফিসের নথি চুরি করেছিলেন। 

ব্যাখ্যা-২ তিনি 'নীলদর্পণ' নাটক ইংরাজিতে প্রকাশ করেছিলেন।

 ব্যাখ্যা-৩ তিনি ব্রিটিশ কর্মচারীকে হত্যা করেছিলেন।

aal)  বিবৃতি: স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহন করেছিল। 

ব্যাখ্যা-১ এই আন্দোলন ছিল নারী স্বাধীনতার আন্দোলন।

 ব্যাখ্যা-২ এই আন্দোলনে যোগদান করলে নারীদের পুরস্কৃত করা হত। 

ব্যাখ্যা- ৩ নারীরা এই আন্দোলনের অংশীদার হতে চেয়েছিল।

aam) বিবৃতি: ব্রিটিশ সরকার কালাইল সার্কুলার জারি করেছিল। 

ব্যাখ্যা-১ ছাত্রদের শিক্ষাক্ষেত্রে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য।

 ব্যাখ্যা-২ ছাত্রদের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে দূরে রাখতে।

 ব্যাখ্যা-৩ ছাত্রদের শাসনকার্যে প্রশিক্ষন দিতে।

Viii final mcq

 ১. ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ প্রতাপের প্রধান শখ ছিল ---  (ক) মাছ ধরা, (খ) ঘুড়ি ওড়ানো, (গ) বল খেলা।

১.২ ফুটবল মাঠে বারপুজো অনুষ্ঠিত হয় ---  (ক) ২২ শ্রাবণ, (খ) ১লা বৈশাখ, (গ) ২৫ বৈশাখ।

১.৩ নাগরাজনের বোনের নাম --- (ক) এণাক্ষী, (খ) মীনাক্ষী, (গ) কামাক্ষী।

১.৪ 'ফুল ফুটুক' কাব্যটি লিখেছেন --- (ক) সুভাষ মুখোপাধ্যায়, (খ) রবীন্দ্রনাথ ঠাকুর, (গ) নজরুল ইসলাম।

১.৫ নজবুল ইসলামকে বলা হয় ----  (ক) কিশোর কবি, (খ) বিদ্রোহী কবি, (গ) বিশ্বকবি।

১.৬ উপান্তের শহরতলি জেগে উঠবে --- (ক) সা-রে-গা-মা করে, (খ) গান গাইতে গাইতে, (গ) সা-রা-রা-রা করে।

১.৭ সমাক্ষর লোপের একটি দৃষ্টান্ত হল ---  (ক) বড় দিদি বড়দি, (খ) দেশি দিশি, (গ) ফলাহার > ফলার।

১.৮ 'ভুল করে যদি ভুল লিখে ফেলি, তবু নম্বর দিও' বাক্যটি --- (ক) আদেশসূচক, (খ) প্রার্থনাসূচক, (গ) উপদেশসূচক।

১.৯ দ্বি (দুই) গো (গোরু) এর বিনিময়ে ক্রীত এটি হল ---  (ক) নিত্যসমাস, (খ) সমাহার দ্বিগু সমাস, (গ) তদ্বিতার্থক দ্বিগু সমাস।

১.১০ চলিত ভাষায় দেখতে পাওয়া যায় ---- (ক) ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, (খ) সমাসবদ্ধ পদ, (গ) তৎসম শব্দের আধিক্য।

১.১১ কী বিচিত্র এই দেশ  বাকাটি --- (ক) অনুজ্ঞা ভাব, (খ) নির্দেশক ভাব, (গ) আপেক্ষিক ভাব-এর উদাহরণ।

১.১২ বিভক্তি কত প্রকার? --- (ক) চার, (খ) পাঁচ, (গ) দুই।

১.১৩  ঘুমপাড়ানি মাসিপিসির --- (ক) মস্ত পরিবার, (খ) ছোট্ট পরিবার, (গ) বড়ো পরিবার, (ঘ) মাঝারি পরিবার।

১.১৪ ঘরে ঘরে জ্বলে যায় ---  (ক) স্বপ্নের মোম, (খ) মৃদু মোম, (গ) শুধু মোম, (ঘ) স্বপ্নের মৃদু মোম।

১.১৫ আলাদিনের আশ্চর্য-প্রদীপ ---  (ক) তার মন, (খ) তার শরীর, (গ) তার হৃদয়, (ঘ) তার ইন্দ্রিয়।

১.১৬ কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল ---  (ক) আরবি, (খ) পশতু, (গ) ফারসি, (ঘ) উর্দু।

১.১৭ "ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণীদুটি হল ---  (ক) দুটি কুকুর, (খ) দুটি মানুষ, (গ) দুটি বিড়াল, (ঘ) দুটি সৈন্য।

১.১৮  রঞ্জনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিল ---  (ক) পনেরো, (খ) যোলো, (গ) সতেরো, (ঘ) আঠারো-বছরের।

১.১৯ 'আপনাদিগের'-এর চলিত ভাষার রূপটি হল ---  (ক) আপনার, (খ) আপনি, (গ) আমাদের, (ঘ) আপনাদের।

১.২০ সাধুভাষায় ক্রিয়াপদ হয় --- (ক) দীর্ঘ, (খ) হ্রস্ব, (গ) সমাপিকা, (ঘ) অসমাপিকা।

১.২১ প্রবাদ হল --- (ক) একক ব্যক্তির সৃষ্টি, (খ) পণ্ডিতদের সৃষ্টি, (গ) গোষ্ঠী জীবনের সৃষ্টি, (ঘ) শিশুদের সৃষ্টি।

১.২২ গাড়িতে পাঠান মর্দ ছিল প্রায় ---  (ক) দশ জন, (খ) বারো জন, (গ) চোদ্দো জন, (ঘ) ধোংলা জন।

১.২৩  লোকটার কাছে লক্ষ্মী এলেন --- (ক) রণ-পায়ে, (খ) গড়গড়িয়ে, (গ) হনহন করে, (ঘ) হেলেদুলে।

১.২৪  প্রবাদের সন্ধান মেলে যাঁর রচনায় ---  (ক) ভারতচন্দ্র, (খ) শরৎচন্দ্র, (গ) সুভাষচন্দ্র, (ঘ) ঈশ্বরচন্দ্র।

১.২৫  শহরে- --- (ক) ১১০ (খ) ১৪৪, (গ) ১৫০. (খ) ১৬৪ ---  ধারা আর কারফিউ জারি হয়েছে।

১.২৬  সুভাদের গ্রামের নাম ছিল ---  (ক) চন্ডীপুর, (খ) কাশীপুর, (গ) হৃদয়পুর (ঘ) শ্রীরামপুর।

১.২৭  রঞ্জন সরকার তার পুরোনো ক্লাবের হয়ে খেলেছে--- (ক) দশ, (খ) পনেরো, (গ) কুড়ি, (ঘ) পচিশ বছর।

১.২৮  বুকুর বয়স ---  (ক) পাঁচ, (খ) সাত, (গ) ছয়, (ঘ) আট বছর।

১.২৯  যদি বদলে দিতে না পারো তাহলে---  (ক) দাঁড়িয়ে দাঁড়িয়ে, (খ) সরতে সরতে, (গ) ঘুরতে ঘুরতে, (ঘ) লড়তে লড়তে মরতে। 

১.৩০  ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় --- (ক) চোখে, (খ) মুখে, (গ) ঠোঁটে, (ঘ) কানে।

১.৩১ তার কড়িগাছে কড়ি হল --- (ক) লক্ষ্মী, (খ) সরস্বতী, (গ) গণেশ, (ঘ) চন্ডী এলেন রণপায়ে।

১.৩২  শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো ---  (ক) বটের, (খ) অশ্বত্থের, (গ) চালতার, (খ) আমড়ার।

১.৩৩ ক্রিয়ার কালের প্রধান ভাগ --- (ক) চারটি, (খ) পাঁচটি, (গ) তিনটি, (ঘ) সাতটি।

১.৩৪  'শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে --'- (ক) নারকেল গাছে, (খ) তালগাছে, (গ) আমগাছে, (ঘ) কুলগাছে।

১.৩৫ ছোট্ট একটা --- (ক) জাদু, (খ) তাক, (গ) তুক, (ঘ) টিক করে বাইরেটা পালটে দাও।

১.৩৬  দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার ---  (ক) জীবন, (খ) খড়ি, (গ) ছড়ি, (ঘ) প্রদীপ।

১.৩৭  হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিধানের নাম--- (ক) 'বঙ্গীয় শব্দকোষ', (খ) 'জাতীয় শব্দকোষ', (গ) 'ভারতীয় শব্দকোষ', (ঘ) 'সংস্কৃত শব্দকোষ'।

১.৩৮ নাগরাজনের কাকা টিকিটের অ্যালবাম পাঠিয়েছিলেন ---  (ক) আলিপুর, (খ) সিঙ্গাপুর, (গ) মণিপুর, (ঘ) নাগপুর থেকে।

১.৩৯  জমিদারের নায়েবমশাই মাঝিকে প্রত্যেক মাসে দিত --- (ক) সাত টাকা, (খ) কুড়ি টাকা, (গ) পাঁচ টাকা, (ঘ) দশ টাকা।

১.৪০ নাটোরের রানির নাম হল --- (ক) ভবানী, (খ) শিবানী, (গ) সারদা, (ঘ) গৌরী।

১.৪১ "ভগবান তাঁকে বাঁচিয়ে রাখুন," কাকে বাঁচিয়ে রাখবেন? ---  (ক) বেণীকে, (খ) রমাকে, (গ) খুড়োকে, (ঘ) রমেশকে।

১.৪২  স্বাধীনতা আমার প্রয়োজন ---  (ক) সবার যেমন, (খ) আমার যেমন, (গ) তোমার যেমন, (ঘ) তার যেমন।

১.৪৩ ফুল ছুঁয়ে যায়  --- (ক) হাতের পাতায়, (খ) গাছের পাতায়, (গ) চোখের পাতায়, (ঘ) মাথায়।

১.৪৪  সন্ন্যাস নাচন চলে কত দিন ধরে?  --- (ক) আট নয়, (খ) নয়-দশ, (গ) দশ-এগারো, (ঘ) দশ-বারো।

১.৪৫  হরিসভায় কত দিনের বেশি থাকবার নিয়ম নেই? ---  (ক) দুই, (খ) তিন, (গ) চার, (ঘ) পাঁচ।

১.৪৬  ক্রিয়ার মূলকে বলে ---  (ক) সমাপিকা, (খ) প্রতিপাদিক, (গ) ধাতু, (গ) শব্দ।

১.৪৭ 'সমাস' শব্দটির অর্থ হল ---  (ক) সমাপ্ত, (খ) সম্বন্ধ, (গ) সংক্ষেপ, (ঘ) সুন্দর

১.৪৮  'চৌমাথ্য' কোন সমাসের উদাহরণ? ---  (ক) দ্বন্দ্ব, (খ) কর্মধারয়, (গ) দ্বিণু, (ঘ) বহুব্রীহি সমাস।

১.৪৯  তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, এমন সমাসটির নাম ---  (ক) দন্দ্ব  (খ) তৎপুরুষ, (গ) দ্বিগু, (খ) বহুব্রীহি সমাস।

১.৫০ 'টিকিটের অ্যালবাম' মূল গল্পটি কোন ভাষায় রচিত? --- (ক) হিন্দি, (খ) তামিল, (গ) তেলুগু, (ঘ) ওড়িয়া।

১.৫১  'তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা - কে? --- (ক) জানকীনাথ ঘোষাল, (খ) ররীন্দ্রনাথ ঠাকুর, (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর, (ঘ) লালমোহন ঘোষ।

১.৫২  রঞ্জনের জার্সি নং কত? --- (ক) ১২. (খ) ১০. (গ) ১৩, (ঘ) ১১।

১.৫৩ লোকটার দু-আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল। ---  (ক) জীবন, (খ) মুখ, (গ) পয়সা, (ঘ) তামা।

১.৫৪  হরিচরণকে মাসিক বৃত্তি দেন কে? ---  (ক) বিধুশেখর শাস্ত্রী, (খ) মণীন্দ্রচন্দ্র নন্দী, (গ) রবীন্দ্রনাথ ঠাকুর, (ঘ) ক্ষিতিমোহন সেন।

১.৫৫  ব্যাসবাক্যের অপর নাম কী? --- (ক) সমাস, (খ) সমস্তপদ, (গ) বিগ্রহবাক্য, (ঘ) দ্বন্দু বাক্য।

১.৫৬  উভয়পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে ---  (ক) দ্বিগু সমাস, (খ) দ্বন্দ্ব সমাস, (গ) তৎপুরুষ সমাস, (ঘ) কর্মধারয় সমাস।

১.৫৭ 'আদাব' গল্পে উল্লিখিত নদীর নাম ---  (ক) গন্ধ্যা, (খ) পদ্মা, (গ) সিন্ধু, (ঘ) বুড়িগঙ্গা।

১.৫৮ মান্দালয় জেল অবস্থিত ---  (ক) বার্মায়, (খ) আন্দামানে, (গ) মালয়েশিয়ায়, (ঘ) গুজরাটে।

১.৫৯  হরিচরণ বিশ্বভারতীর কাজ থেকে অবসর নেন --- (ক) ৬০, (খ) ৬৫, (গ) ৭০, (ঘ) ৭৫ বছর বয়সে।

১.৬০  জলপরি কন্যা উদাস নয়নে দেখে --- (ক) ঝড়, (খ) বৃষ্টি, (গ) বন্যা, (ঘ) নদী। 

১.৬১ কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হল --- (ক) 'অগ্নিকোণ', (খ) 'পদাতিক', (৩) 'চিরকুট', (ঘ) 'ফুল ফুটুক'।

১.৬২  "কিছুখন যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে।" কারা থেমে রয়েছে? --- (ক) ডাহুক মেয়েরা, (খ) রঙিন মেঘেরা, (গ) বাড়ির বধুরা, (খ) বনের পাখিরা।

১.৬৩  সুভাষচন্দ্রের পত্রে কোন্ কবির নাম উল্লিখিত হয়েছে?--- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) সুকান্ত ভট্টাচার্য, (গ) কাজী নজরুল ইসলাম, (ঘ) সুভাষ মুখোপাধ্যায়-এর।

১.৬৪  সুভাষচন্দ্রের মতে বন্দিদশায় সাধারণত একটা--- (ক) আধ্যাত্মিক, (খ) দার্শনিক, (গ) কবি, (ঘ) জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে।

১.৬৫  হরিচরণ বন্দ্যোপাধ্যায় 'বঙ্গীয় শব্দকোষ' রচনায় যাঁর নির্দেশে প্রবৃত্ত হন তিনি হলেন--- (ক) বায়রন, (খ) শেকসপিয়র, (গ) টেনিসন, (খ) ইয়েটস।

১.৬৬  স্বাধীনতা একটা শক্তিশালী --  (ক) রক্তপ্রবাহ, (খ) বীজপ্রবাহ, (গ) ধর্মপ্রবাহ, (ঘ) শক্তিপ্রবাহ।

১.৬৭  মাসিপিসিদের বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার --  (ক) সামান্য, (খ) দুমুঠো, (গ) একমুঠো, (ঘ) অতি অল্প।

১.৬৮ 'সমাস' শব্দটির অর্থ হল -- (ক) সংক্ষেপ, (খ) মিলন, (গ) বিশ্বাস, (ঘ) সন্ধি।

১.৬৯  'গণ্যমান্য' সমাস হল ---  (ক) সাধারণ কর্মধারয় সমাস, (খ) উপমিত কর্মধারয় সমাস, (গ) স্বন্দ্ব সমাস, (ঘ) দ্বিগু সমাস।

১.৭০ 'বাণীকন্ঠের ঘর একেবারে নদীর --- (ক) তীরেই, (খ) পাশেই, (গ) সম্মুখেই, (ঘ) উপরেই।

১.৭১ মৃত্যুর পরে আমার প্রয়োজন হবে না---  (ক) অধিকারের, (খ) মুক্তির, (গ) স্বাধীনতার, (ঘ) মালিকানার।

১.৭২  মোরা করব সর্বনাশ --- (ক) লোকের, (খ) শিকলের, (গ) বাঁধনের, (ঘ) ভূতের।

 সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

1.  রবিনসন দ্বী প অবস্থান করছে  --- (a) এশিয়া, (b) দক্ষিণ আফ্রিকা, (c) অস্ট্রেলিয়া-তে।

2.  মারে-ডার্লিং নদী মিলিত হয়েছে --- (a) পার্থ, (b) সেন্টলুই, (c) ওয়েন্ট ওয়ার্থ শহরে।

3. জীবাশ্ম দেখা যায় --- (a) পাললিক, (b) আগ্নেয়, (c) রূপান্তরিত শিলায়।

4. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়  --- (a) হ্যারিকেন, (b) টাইফুন, (c) টর্নেডো নামে পরিচিত।

5. পরিষ্কার আকাশ নির্দেশ করে ---  (a) নিম্নোস্ট্যাটাস, (b) কিউমুলাস, (c) কিউমুলোনিস্বাস মেঘ।

6. চলচ্চিত্র শিল্পে উন্নত  --- (a) ভূমধ্যসাগরীয়, (b) মৌসুমি, (c) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।

7.  'ইয়াকুত' উপজাতির মানুষেরা ---  (a) ল্যাপল্যান্ডে, (b) সাইবেরিয়ায়, (c) ফিনল্যান্ডে বাস করে।

8. আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল  --- (a) ব্যাংকক, (b) দিল্লি, (c) রিও-ডি-জেনিরো শহরে।

9. সুন্দরলাল বহুগুণা একজন  ---- (a) অর্থনীতিবিদ, (৮) পরিবেশবিদ, (c) আবহাওয়াবিদ।

10.  জুন-জুলাই মাস ওশিয়ানিয়াতে ---  (a) শীতকাল, (b) বসন্তকাল, (c) গ্রীষ্মকাল।

11. মহাসাগরীয় ভুত্বক যে শিলা দ্বারা গঠিত তা হল --- (a) গ্রাফাইট, (b) ব্যাসল্ট, (c) গ্রানাইট।

12. জয়সলমিরের সোনার কেল্লা তৈরি হয়েছে ---  (a) বেলেপাথর, (b) চুনাপাথর, (c) কাদাপাথর দিয়ে।

13.  যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তাকে বলে--- (a) হিমাঙ্ক, (b) স্ফুটনাঙ্ক, (c) শিশিরাঙ্ক।

14.  জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হল ---  (a) তুষারবৃষ্টি, (b) প্লিট, (c) শিলাবৃষ্টি।

15. পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তা হল ---  (a) নিরক্ষীয়, (b) তুন্দ্রা, (c) তৈগা।

16. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হল ---  (a) ধান, (b) গম, (c) ভুট্টা।

17. একটি পরিবেশবান্ধব শক্তি হল--- (a) তাপবিদ্যুৎ, (b) জলবিদ্যুৎ, (c) পারমাণবিক বিদ্যুৎ।

18.  'আর্থ সামিট' পরিবেশ সম্মেলন হয় --- (a) 1972 সালে, (b) 1982 সালে, (c) 1992 সালে।

19.  'গ্রেট বেরিয়ার রিফ' ----  (a) প্রশান্ত, (b) ভারত, (c) কুমেরু মহাসাগরে দেখা যায়।

20.  ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত ---  (a) অস্ট্রেলিয়ায়, (b) পাপুয়া নিউগিনিতে, (c) নিউজিল্যান্ডে।

21.  পৃথিবীর ঘনত্ব হল- (a) 5.5 গ্রাম/ ঘনসেমি, (b) 2.6-3.3 গ্রাম/ ঘনসেমি, (c) 11 গ্রাম/ ঘনসেমি, (d) 13-14 গ্রাম/ ঘনসেমি।

22. ব্যাসল্ট-এর রূপান্তরিত রূপ হল ---  (a) কোয়ার্টজাইট, (b) অ্যাম্ফিবোলাইট, (c) গ্রাফাইট, (d) সিস্ট।

23. আকাশে প্রদত্ত কোন্ মেঘ থাকলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে? --- (a) স্ট্যাটাস , (b) নিম্নোস্ট্যাটাস, (c) কিউমুলাস, (d) কিউমুলোনিম্বাস।

24. মেঘের মধ্যে জলকণাগুলির গড় ব্যাস হল ---  (a) 2 মিমি, (b) 0.2 মিমি, (c) 0.02 মিমি, (d) 0.002 মিমি।

25. দক্ষিণ আমেরিকার চিলিতে সাধারণত যে জলবায়ু লক্ষ করা যায় তা হল- --- (a) নিরক্ষীয় জলবায়ু, (৬) মৌসুমি জলবায়ু, (c) তুন্দ্রা জলবায়ু, (৫) ভূমধ্যসাগরীয় জলবায়ু।

26. সর্বনিম্ন বার্ষিক উন্নতার প্রসর লক্ষ করা যায়--- (a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, (b) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, (c) মৌসুমি জলবায়ু অঞ্চলে, (d) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে।

27.  পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারণটি হল  --- (a) বন্যা, (b) ধস, (c) অপরিকল্পিত নগরায়ণ, (d) ভূমিকম্প।

28.  'Earth Summit' কত সালে হয়েছিল? -- (a) 1984 সালে, (b) 1986 সালে, (c) 1973 সালে, (d) 1992 সালে।

29.  একটি প্রবাল দ্বীপ হল ---  (a) ক্যারোলাইন, (৮) ফিজি, (c) তাহিতি, (d) সলোমন।

30.  ওশিয়ানিয়ার যে আঞ্চলিক বিভাগে ইস্টার দ্বীপপুঞ্জ অবস্থিত তা হল- (a) পলিনেশিয়া, (b) মাইক্রোনেশিয়া (c) মেলানেশিয়া (d) অস্ট্রেলেশিয়া।

31. বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা --- (a) কঠিন, (b) তরল, (c) অর্ধতরল, (d) গ্যাসীয় প্রকৃতির।

32.  চুনাপাথর যে খনিজ দিয়ে গঠিত তা হল ---  (a) কোয়ার্টজ, (b) ক্যালসাইট, (c) ফেল্ডসপার, (d) সিলিকন।

33. বায়ুর উন্নতা বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ---  (a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে, (d) সবকটিই ঠিক।

34. ) প্রদত্ত কোন মেঘের মধ্যে থেকে সুর্যকে অনুজ্জ্বল দেখায়। --- (a) অল্টোকিউমুলাস, (b) স্ট্র্যাটোকিউমুলাস, (c) সিরোস্ট্যাটাস, (d) অন্টোস্ট্যাটাস।

35.  আফ্রিকা মহাদেশের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? --- (a) আলবেনিয়া, (৮) আলজিরিয়া, (c) সিরিয়া, (d) তানজানিয়া।

36.  প্রদত্ত কোন্ প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়?--- (a) মৃত্তিকা ক্ষয়, (৮) জীববৈচিত্র্য হ্রাস, (c) অতিরিক্ত বৃষ্টিপাত, (d) ভূমিধস।

37. ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন্ জলবায়ু অঞ্চলে? ---  (a) মৌসুমি, (b) ভূমধ্যসাগরীয়, (c) নিরক্ষীয়, (d) তুন্দ্রা জলবায়ু অনঞ্চলে। 

38. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, তা হল--- (a) পর্যাপ্ত উন্নয়ন, (৮) স্থিতিশীল উন্নয়ন, (c) পরিবেশের সংরক্ষণ, (d) অর্থনৈতিক উন্নয়ন।

39.  ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগের সংখ্যা কয়টি? ---  (a) ২টি, (b) ত্রুটি, (c) 4টি, (d) 5টি।

40. পলিনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপের নাম হল ---  (a) মার্শাল, (b) কুক, (c) সলোমন, (৫) নাউরু।

41.  কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব--- (a) 5.1 গ্রাম/ঘনসেমি, (b) 5.5 গ্রাম/ ঘনসেমি, (c) 0.3 গ্রাম/ ঘনসেমি, (d) 6.5 গ্রাম/ ঘনসেমি।

42. শ্রেণিকক্ষের ব্লাকবোর্ড তৈরিতে যে শিলার প্রয়োজন হয় তা হল ---  (a) মারবেল, (b) নিস, (c) প্লেট, (d) বেলেপাথর।

43.  'ম্যাকারেল আকাশ' সৃষ্টি হয় যে মেঘে আকাশ ছেয়ে গেলে তা হল  --- (a) সিরাস, (b) সিরোস্ট্যাটাস, (c) অল্টোকিউমুলাস, (d) সিরোকিউমুলাস।

44. জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হল ---  (a) ব্লিট, (b) শিলাবৃষ্টি, (c) শিশির, (১) ড্রিজল। 

45. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের 'প্রতিফলক বৃক্ষ' নামে পরিচিত যে গাছ তা হল --- (a) ম্যাপল, (b) লরেল, (c) জলপাই, (d) রোজমেরি।

46. 'মেরুপ্রভা' যে জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয় তা হল--- (a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, (৬) মৌসুমি জলবায়ু অঞ্চলে, (c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, (d) তুন্দ্রা জলবায়ু অন্যলে।

47.  ভোপালের গ্যাস দুর্ঘটনায় যুক্ত বিষাক্ত গ্যাসটি হল (a) MIC, (b) Co,, (c) O,, (d) N₂O 

48. জাপানের ফুকুসিমা পরমাণু দুর্ঘটনাটি ঘটে (a) 1986 সালে, (b) 1984 সালে, (c) 2012 সালে, (d) 2011 সালে।

49. রুপোর শহর' নামে পরিচিত ওশিয়ানিয়া মহাদেশের যে শহরটি তা হল (a) ব্রোকেনহিল, (b) মিলডুরা, (c) রোমা, (d) বেন্ডিগো।

50. প্রদত্ত দ্বীপগুলির মধ্যে যে দ্বীপটি প্রবাল জমে সৃষ্টি হয়েছে তা হল ---  (a) তাহিতি, (b) কিলাউইয়া, (c) ক্যারোলাইন, (d) ফিজি।


বিবেকানন্দ কোচিং সেন্টার 

অষ্টম শ্রেনী -2024 

1. . হর্ষবর্ধন ছিলেন ---- a) অসমের রাজা, (b) গৌড়ের রাজা, (c) কনৌজের রাজা, (d) মালবের রাজা।

2. . পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন --- (a)  ধর্মপাল, (b) গোপাল, (c) দেবপাল, (d) রামপাল।

3.  'হর্ষচরিত' রচনা করেন ---  (a) হর্ষবর্ধন, (b) জয়দেব, (c) বানভট্ট, (d) সন্ধ্যাকর নন্দী।

4. দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন --- (a) মহম্মদ ঘুরি, (b) কুতুবউদ্দিন আইবক, (c) ইলতুৎমিশ, (d) গজনির সুলতান মাহমুদ।

5.  পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ---  (a) 1520 খ্রিস্টাব্দে, (b) 1526 খ্রিস্টাব্দে, (c) 1527 খ্রিস্টাব্দে, (d) 1556 খ্রিস্টাব্দে।

6. হুমায়ুননামা' রচনা করেন --- a) বাবর, (b) হুমায়ুন, (c) গুলবদন বেগম, (d) বদাউনি।

7. 'দীন-ই-ইলাহি' প্রবর্তন করেন ---  (a) আকবর, (b) জাহাঙ্গির, (c) শাহজাহান, (d) ঔরঙ্গজেব।

8. বাংলায় 'দ্বৈত শাসনব্যবস্থা'-এর সূচনা করেন ---  (a) ওয়ারেন হেস্টিংস, (b) রবার্ট ক্লাইভ, (c) লর্ড ওয়েলেসলি, (d) লর্ড কর্নওয়ালিশ।

9. 'চিরস্থায়ী বন্দোবস্ত' প্রবর্তিত হয় --- (a) 1773 খ্রিস্টাব্দে, (b) 1793 খ্রিস্টাব্দে, (c) 1813 খ্রিস্টাব্দে, (d) 1844 খ্রিস্টাব্দে।

10. ভারতে প্রথম রেলপথ চালু হয় ---  (a) 1833 খ্রিস্টাব্দে, (b) 1843 খ্রিস্টাব্দে, (c) 1853 খ্রিস্টাব্দে, (d) 1855 খ্রিস্টাব্দে।

11. তিতুমির' ছিলেন --- (a)  ওয়াহাবি আন্দোলনের নেতা, (b) ফরাজি আন্দোলনের নেতা, (c) নীল বিদ্রোহের নেতা, (d)  মুন্ডা বিদ্রোহের নেতা। 

12.  'আর্য সমাজ' প্রতিষ্ঠা করেন --- (a) দয়ানন্দ সরস্বতী, (b) জ্যোতিরাও ফুলে, (c) মহাদেব গোবিন্দ রানাডে, (d) স্বামী বিবেকানন্দ।

13. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন --- (a) লর্ড ক্যানিং, (b) লর্ড বেন্টিঙ্ক, (c) ওয়ারেন হেস্টিংস, (d) লর্ড ডালহৌসি।

14.  বঙ্গভঙ্গ রদ করা হয় ----  (a) 1905 খ্রিস্টাব্দে, (b) 1907 খ্রিস্টাব্দে, (c) 1911 খ্রিস্টাব্দে, (d) 1919 খ্রিস্টাব্দে।

15.  অলিন্দ যুদ্ধ সংঘটিত হয় --- (a) 1919 খ্রিস্টাব্দে, (b) 1930 খ্রিস্টাব্দে, (c) 1935 খ্রিস্টাব্দে, (d) 1942 খ্রিস্টাব্দে।

16. ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিলেন ---  (a) জওহরলাল নেহরু, (b) রাজেন্দ্র প্রসাদ, (c) লর্ড মাউন্ট ব্যাটেন, (d)  লাল বাহাদুর শাস্ত্রী।

17.  লোকসভায় সভাপতিত্ব করেন ---  (a) রাষ্ট্রপতি, (b) প্রধানমন্ত্রী, (c) উপরাষ্ট্রপতি, (d) অধ্যক্ষ।

18. কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা হয়- (a) ১৮০০ খ্রিস্টাব্দে, (b) ১৮১৭ খ্রিস্টাব্দে, (c) ১৭৮১ খ্রিস্টাব্দে, (d) ১৮৩০ খ্রিস্টাব্দে। 

19. ১৮১২ খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় ---  (a) সিপাহি বাহিনী, (b) দারোগা ব্যবস্থা, (c) ফৌজদারি ব্যবস্থা, (d) সিভিল সার্ভিস।

20. হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না--- (a) ডেভিড হেয়ার, (৮) এডওয়ার্ড হাইড ইস্ট, (c) রামমোহন রায়, (d) নাথানিয়েল ব্র্যাসি হালেদ।

21. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ---  (a) রামমোহন রায়, (b) স্বামী দয়ানন্দ সরস্বতী, (c) রাজনারায়ণ বসু, (d) বিস্তুশাস্ত্রী পণ্ডিত।

22. 'হুল' শব্দের অর্থ ---  (a) মহাজন, (৮) জমিদার, (c) বিদ্রোহ, (d) বহিরাগত।

23.  ১৮৫৭-এর বিদ্রোহে গ্রামে খবর দেওয়া-নেওয়ার মাধ্যম ছিল --- (a) রুটি, (b) চিঠি, (c) টেলিগ্রাফ, (d) সংবাদপত্র। 

24.  কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন --- (a) বাংলা, (b) মাদ্রাজ, (c) বোম্বাই, (d) দিল্লি থেকে।

25. ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় ---  (৪) ১৬ অক্টোবর, (b) ১৯ জুলাই, (c) ৩০ ডিসেম্বর, (d) ৩০ এপ্রিল। 

26. এঁদের মধ্যে কে ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বরের রাইটার্স বিল্ডিং অভিযানের সলো যুক্ত ছিলেন না?-

--- (a) বিনয় বসু, (b) রসময় শূর, (c) দীনেশ গুপ্ত, (d) সূর্য সেন।

27.  ফারসির বদলে ইংরেজিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়--- (a) ১৮৮৫ খ্রিস্টাব্দে, (b) ১৮৩৭ খ্রিস্টাব্দে, (c) ১৯৩২ খ্রিস্টাব্দে, (d) ১৮৯৮ খ্রিস্টাব্দে।

28.  ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন--- (a) স্যার সিকন্দর হায়াৎ খান, (b) চক্রবর্তী রাজা গোপালাচারী, (c) মোতিলাল নেহরু, (৫) মহম্মদ ইকবাল।

29. স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ---  (a) জওহরলাল নেহরু, (b) বি আর আম্বেদকর, (c) রাজেন্দ্র প্রসাদ, (d) মহাত্মা গান্ধি।

30.  রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন ---  (a) ১২, (b) ১৫, (c) ১০, (d) ৯ জন সদস্যকে।

31.  আইন করে সতীদাহপ্রথা নিষিদ্ধ করেছিলেন--- (a) লর্ড ডালহৌসি, (b) রাজা রামমোহন রায়, (c) লর্ড বেন্টিঙ্ক, (d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

32.  সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন---  (a) দয়ানন্দ সরস্বতী, (৮) জ্যোতিরাও ফুলে, (c) বীরেশলিঙ্গাম পাণ্ডুলু, (d) রাজা রামমোহন রায়।

33.  এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন---- (a) বিদ্যাসাগর, (b) ওয়ারেন হেস্টিংস, (c) জোনাথন ডানকান, (d) উইলিয়ম কেরি।

34. নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়েছিল কংগ্রেসের -- (a) কলকাতা অধিবেশনে, (b) বোম্বাই অধিবেশনে, (৫) লখনউ অধিবেশনে, (d) সুরাট অধিবেশনে। 

35. ১৯০৫ খ্রিস্টাব্দে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছিল ---  (a) ৫ অক্টোবর, (b) ১৬ অক্টোবর, (c) ১৬ নভেম্বর, (d) ১০ অক্টোবর।

36. বিপ্লববাদের জনক' বলা হয় --- (a) মাস্টারদা সূর্য সেনকে, (b) ভগৎ সিংকে, (c) বাসুদেব বলবন্ত ফাদকেকে, (d) বাল গঙ্গাধর তিলককে।

37. মন্টেগু-চেমসফোর্ড ভারত শাসন আইন পাস হয়েছিল --- a) ১৯১৯ খ্রি. (b) ১৯১৫ খ্রি, (c) ১৯১৮ খ্রি. (d) ১৯১৭ খ্রি।

38. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ১৯১৯ সালের ---  (a) ১২ মার্চ, (b) ১৬ মার্চ, (c) ১৩ এপ্রিল, (d) ১৮ এপ্রিল।

39. ভগৎ সিং-এর ফাঁসি হয়েছিল--- (a) লাহোর ষড়যন্ত্র মামলায়, (৮) কাকোরি ষড়যন্ত্র মামলায়, (c) আলিপুর বোমার মামলায়, (d) মিরাট ষড়যন্ত্র মামলায়।

40. মুসলিম লিগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন --- (a) চৌধুরি রহমৎ আলি, (b) ফজলুল হক, (c) খাজা আবদুল রহিম, (d) মহম্মদ আলি জিন্নাহ।

41. ভারতের স্বাধীনতা আইন পাস হয় --- (a) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ জুলাই, (b) ১৯০৭ খ্রিস্টাব্দের ৩ জুন, (c) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ জুলাই, (d) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ জুলাই।

42. কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ---  (a) মুজফ্ফর আহমেদ, (b) এ কে ফজলুল হক, (c) মানবেন্দ্রনাথ রায়, (d) বিধানচন্দ্র রায়।

43.  ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন--- (a) জওহরলাল নেহরু, (b) ড. বি আর আম্বেদকর, (c) ৬. রাজেন্দ্র প্রসাদ, (d) সর্দার বল্লভভাই প্যাটেল। 

44.  কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় ---  (a) বিধানসভা, (b) লোকসভা, (c) বিধান পরিষদ, (d) রাজ্যসভা।

45.  গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে ওপরের স্তরে রয়েছে --- (a)  গ্রাম পঞ্চায়েত, (b) পঞ্চায়েত সমিতি, (c) পৌরসভা, (d) জেলা পরিষদ।

46. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল-- - (a)  ১৭৭০ খ্রিস্টাব্দে, (b)  ১৭৭২ খ্রিস্টাব্দে, (c) ১৭৭৪ খ্রিস্টাব্দে, (১) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

47.  কোম্পানির আমলে পুলিশ থানা ব্যবস্থা চালু হয়েছিল --- (a) লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে, (b) লর্ড কর্নওয়ালিশের আমলে, (c) লর্ড বেন্টিজ্ঞের আমলে, (d) লর্ড ক্যানিং-এর আমলে। 

48.  ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলায় নদীপথগুলি জরিপ করেন --- (a) এলিজা ইম্পে, (b) জেমস রেনেল, (c) মেকলে, (d) চার্লস উড।

49. বেঙ্গল গেজেট' নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ---  (a) মার্শম্যান, (b) জেমস অগাস্টাস হিকি, (c) উইলিয়ম কেরি, (d) ডিরোজিও।

50.  প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন --- (a) লর্ড বেন্টিক, (b) লর্ড ডালহৌসি, (c) লর্ড ক্যানিং, (d) লর্ড লিটন।

51.  জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল ---  (a) বোম্বাইতে, (b) মাদ্রাজে, (c) দিল্লিতে, (d) কলকাতায়। 

52.  জ্যোতিরাও ফুলের দ্বারা গঠিত হয়েছিল --- a) আত্মীয় সভা, (b) সত্যশোধক সমাজ, (c) হিন্দু মেলা, (d) আর্য সমাজ।

53.  বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল --- (a) যুগান্তর, (b) হিন্দু প্যাট্রিয়ট, (c) সোমপ্রকাশ, (d) অমৃতবাজার পত্রিকা। 

54.  'সীমান্ত গান্ধি' নামে পরিচিত ছিলেন --- (a) সৈয়দ আহমদ খান, (b) খান আবদুল গফফর খান, (c) মহম্মদ আলি জিন্নাহ, (d) শওকত আলি।

55. রেগুলেটিং অ্যাক্ট পাস হয় (a) ১৭৭২ খ্রিস্টাব্দে, (b) ১৭৭৩ খ্রিস্টাব্দে, (c) ১৭৭৪ খ্রিস্টাব্দে, (d) ১৭৮৪ খ্রিস্টান্সে।

56.  ঠগি দস্যুদের দমন করেছিলেন --- a) ওয়ারেন হেস্টিংস, (b) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক, (c) কর্নওয়ালিশ, (d) ডালহৌসি।

57. জেমস রেনেল ছিলেন ভারতের --- (a) বিচারপতি, (b) জরিপ বিভাগের প্রধান, (c) গভর্নর জেনারেল, (d) জনশিক্ষা কমিটির সভাপতি।

58.  শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন--- (a) দেবেন্দ্রনাথ ঠাকুর, (b) কেশবচন্দ্র সেন, (c) স্বামী বিবেকানন্দ, (d) রাজা রামমোহন রায়।

59.  হাজি শরিয়তউল্লা ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন ---  (a) মিরাটে, (b) ব্যারাকপুরে, (c) বারাসাতে, (d) ফরিদপুরে। 

60.  ভারতের প্রথম ভাইসরয় ছিলেন --- (a) লর্ড ডালহৌসি, (b) রবার্ট ক্লাইভ, (c) লর্ড বেন্টিঙ্ক, (d) লর্ড ক্যানিং।

61. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল ---  (a) মাদ্রাজে, (b) কলকাতায়, (c) দিল্লিতে, (d) বোম্বাইতে।

62. বঙ্গভঙ্গ রদ করা হয় ---  (a) ১৯০৬ খ্রিস্টাব্দে, (b) ১৯০৯ খ্রিস্টাব্দে, (৫) ১৯১১ খ্রিস্টাব্দে, (d) ১৯০৫ খ্রিস্টাব্দে। 

63.  চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন ----  (a) ভগৎ সিং, (b) মাস্টারদা সূর্য সেন, (c) বিনয় বসু, (d) বাদল গুপ্ত।

64.  তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়--- (a) সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে, (b) মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে, (c) সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে, (d) মহাত্মা গান্ধির নেতৃত্বে।

65. মুসলিম লিগ গঠিত হয় --- (a) ঢাকায়, (b) যশোরে, (c) খুলনায়, (d) কলকাতায়।

66.  বাংলার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন- (a) এ কে ফজলুল হক, (b) মহম্মদ আলি জিন্নাহ, (c) স্যার সিকন্দর হায়াৎ খান, (d) শওকত আলি। 

67. স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন- (a) ড. রাজেন্দ্র প্রসাদ, (b) বি আর আম্বেদকর, (c) ড. সর্বপল্লী রাধাকৃয়ণ, (d) জওহরলাল নেহরু।

68.  যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বলে --- (a) খেতমজুর, (b) ভূমিহীন চাষি, (c) পাট্টাদার, (d) বর্গাদার। 

69.  ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন --- (a) লর্ড ওয়েলেসলি, (b) লর্ড ওয়ারেন হেস্টিংস, (c) লর্ড বেন্টিঙ্ক, (d) লর্ড ক্লাইভ।

69.  উইলিয়ম জোনস ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন--- (a) এশিয়াটিক সোসাইটি, (b) কলকাতা মাদ্রাসা, (c) সংস্কৃত কলেজ, (d) ফোর্ট উইলিয়ম কলেজ।

70. বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন ---  (a) চার্লস উড, (b) এলিজা ইম্পে, (c) উইলিযম জোনস, (d) জেমস রেনেল।

71. সতীদাহ রদ 'আইন পাস করেন --- (a) লর্ড ক্যানিং, (b) উইলিয়ম বেন্টিঙ্ক. (c) লর্ড ডালহৌসি, (৫) লর্ড আমহার্স্ট।

72. হুল শব্দের অর্থ হল (a) মহাজন, (b) জমিদার, (c) বিদ্রোহ, (d) বহিরাগত।

73.  'নীলদর্পণ' নাটকটি লেখেন ---  (a) ববীন্দ্রনাথ ঠাকুর, (b) কালিদাস, (c) দীনবন্ধু মিত্র, (d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

74. বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন ---  (a) লর্ড কার্জন, (৮) লর্ড রিপন, (c) লর্ড লিটন, (d) সি পি ইলবার্ট।

75. আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন --- a) স্যার সৈয়দ আহমদ খান, (b) আবুল কালাম আজাদ, (c) শওকত ওসমানি, (d)  মহম্মদ আলি জিন্নাহ্। 

76. 'পাকিস্তান' রাষ্ট্রের কথা প্রথম বলেন ---  (a) চৌধুরি রহমৎ আলি, (চ) মহাত্মা গান্ধি, (c) জওহরলাল নেহরু, (d) ফজলুল হক।

77.  আধুনিক ভারতের সবথেকে বড়ো কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল---- (a) তেভাগায়, (b) তেলেঙ্গানায়, (c) জনগাঁওয়ে, (d) মহারাষ্ট্রে।


সঠিক উত্তরটি নির্বাচন করো: 

1.  বল পরিমাপের সূত্রটি হল  --- (a) ভর বেগ, (b) ভর ত্বরণ, (c) ভর সরণ, (d) ভর দ্রুতি।

2. কোনো আলোকরশ্মি একটি সমতল দর্পণের ওপর লম্বভাবে আপতিত হলে, প্রতিফলন কোণের মান হবে- -- (a) 90°, (b) 0°, (c) 45°, (d) 60°

3. ফুলারিনের সংকেত ---  (a) C₁g- (b) Cap- (c) Co (d) C201

4. অক্সিজেন প্রস্তুত করতে যে অনুঘটকটি ব্যবহার করা হয়, সেটি হল  --- (a) Mn2O2, (b) MnO2, (c) Mn₂O, (d) Mno

5. আইসোবারের ক্ষেত্রে যে কথাটি ঠিক, সেটি হল- (a) ভরসংখ্যা সমান, (b) প্রোটন সংখ্যা সমান, (c) নিউট্রন সংখ্যা সমান, (d) পারমাণবিক সংখ্যা সমান।

6. প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? -- (a) CO₂, (b) CH₁, (c) N2O. (d) N

7.  সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে ---  (a) 90°, (b) 60°, (c) 50", (d) 0°

8.  নিউট্রন আবিষ্কার করেন ---  (a) জে জে থমসন, (৮) রাদারফোর্ড, (c) স্যাডউইক, (d) জন ডালটন।

9. বিস্ফোরক তৈরিতে কোন্ অ্যাসিড প্রয়োজন?--- (a) নাইট্রিক অ্যাসিড, (b) সালফিউরিক অ্যাসিড, (c) হাইড্রোক্লোরিক অ্যাসিড, (d) অ্যাসিটিক অ্যাসিড।

10. কার্বনের নিয়তাকার রূপভেদ হল  -- (a) গ্রাফাইট, (b) গ্যাসকার্বন, (c) কোক, (d) করলা।

11.  45° কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখলে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে। --- (a) 6 টি, (b) ৪ টি, (c) 7 টি, (d) ৭ টি।

12.  প্রদত্ত কোন্ মৌলটি জৈব যৌগ গঠনে অপরিহার্য? -- (a) নাইট্রোজেন, (৮) অক্সিজেন, (c) হাইড্রোজেন, (d) কার্বন।

13. প্রদত্ত কোনটির ওপর তরলের চাপ নির্ভর করে না? (a) গভীরতা, (b) ঘনত্ব, (c) উন্নতা, (d) কোনোটিই নয়।

14.  প্রদত্ত কোনটি উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? ---  (a) অ্যামোনিয়া, (b) ইউরিয়া, (c) সোডা, (d) ইস্পাত।

15. 18Ar এবং 40 Ca-এর মধ্যে সম্পর্কটি হল --- (a) আইসোটোপ, (৮) আইসোবার, (c) আইসোটোন, (d) আয়ন।

16. তরলের ঘনত্ব বেড়ে গেলে প্রবক বলের মান ---  (a) বেড়ে যায়, (b) কমে যায়, (c) একই থাকে, (d) নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।

17. শূন্যস্থানের প্রতিসরাঙ্ক হয় (a) শূন্য, (b) অসীম, (c) 1, (d) 0.51

18. Na মৌলটির পরমাণুর নিউট্রন সংখ্যা --  (a) 11, (b) 12, (c) 23, (d) 341

19. প্রদত্ত কোন ধাতুটি লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না?

---  (a) Zn, (b) Fe, (c) Al, (d) Cul

20.  কার্বনের একটি রূপভেদ হল ---  (a)  সালফার, (b) ওজোন, (c) গ্রাফাইট, (d) কার্বন ডাইঅক্সাইড।

21.  হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য? ---  (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, (d) প্রতিসৃত রশ্মি।

22. শূন্যযোজী মৌল হল -- (a) হাইড্রোজেন, (b) হিলিয়াম, (c) কার্বন, (d) লিথিয়াম।

23. কোনটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? --- (a) ইস্পাত, (b) তামা, (c) সোনা, (d) জিংক।

24. প্রদত্ত কোনটির থেকে শুষ্ক বরফ তৈরি হয়? --'  (a) জল, (b) বায়ু, (c) অক্সিজেন, (d) কার্বন ডাইঅক্সাইড।

25. উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আস্ট্রকরণ হয়ে কার্বনঘটিত যৌগ তৈরি হয়। এটিকে বলে--- (৪) সৌরশক্তি, (b) পেট্রোলিয়াম, (c) বায়োফুয়েল, (৩) বায়োডিজেল।

26. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের লেন্সে দ্রষ্টব্য বস্তুকে কত গুণ বড়ো দেখায়? --- (a) 3000-5000, (b) 2000-4000, (c) 6000-8000, (d) 8000-100001

27. একটি ভাইরাসঘটিত রোগ হল ---  (a) অ্যালার্জি, (b) ডেঙ্গি, (c) কলেরা, (d) কালাজ্বর।

28. আপদকালীন হরমোন হল ---  (a) থাইরক্সিন, (b) STH, (c) অ্যাড্রিনালিন, (d) ইনসুলিন।

29. বনের মাটি ও গাছের পাতা বৃষ্টিপাতের কত অংশ শুষে নেয়? -- a) 20%, (b) 30%, (c) 40%, (d) 50% 1

30.  আদা ও হলুদের উদ্ভিদের কোন অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয়?  --- (a) কান্ড, (b) গ্রন্থিকাণ্ড, (c) মূল, (d) পাতা।

31. স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বস্তুর --  (a) ভর, (b) ওজন, (c) ঘনত্ব, (d) আয়তন।

32.  হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল--- (a) নিয়মিত প্রতিফলন, (b) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, (c) বিক্ষিপ্ত প্রতিফলন, (d) বিচ্ছুরণ।

33. কার্বনের নিয়তাকার রূপভেদ হল -- (a)  গ্যাসকার্বন, (b) কোল, (c) ফুলারিন, (৫) চারকোল।

34. প্রদত্ত যৌগগুলির মধ্যে আম্লিক অক্সাইড হল --- (a) CaO, (b) ZnO, (c) SO2, (d) Al2O3

35.  CCI যৌগে কার্বনের যোজ্যতা হল ---  (a) 2, (b) 3, (c) 4. (d) 11

36. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু দুটি হল -- (a) গলগি বস্তু, রাইবোজোম, (b) লাইসোজোম, রাইবোজোম, (c) রাইবোজোম, সেন্ট্রোজোম, (d) কোনোটিই নয়।

37. কোনটি আদ্যপ্রাণীঘটিত রোগ?  --- (a) কলেরা, (b) ম্যালেরিয়া, (c) দাদ, (d) পোলিয়ো।

38. থাইরক্সিন ক্ষরিত হয় কোন্ গ্রন্থি থেকে? ---  (a) পিটুইটারি, (b) থাইরয়েড, (c) অগ্ন্যাশয়, (d) অ্যাড্রিনাল। (ix) শ্বাসমূলযুক্ত উদ্ভিদের উদাহরণ হল (a) বট, (b) আমলকী, (c) ক্যাকটাস, (৫) গরান।

39. বহুবর্ষজীবী বীরুৎ জাতীয় গাছের উদাহরণ হল ---  (a) এলাচ, (চ) বেল, (c) নয়নতারা, (d) সবগুলিই।

40. থাইরক্সিন ক্ষরিত হয় কোন্ গ্রন্থি থেকে? ---  (a) পিটুইটারি, (b) থাইরয়েড, (c) অগ্ন্যাশয়, (d) অ্যাড্রিনাল। 

41.  শ্বাসমূলযুক্ত উদ্ভিদের উদাহরণ হল ---  (a) বট, (b) আমলকী, (c) ক্যাকটাস, (৫) গরান।

42. কোনো তরলপূর্ণ পাত্রের তলদেশে তরলের চাপ নির্ভর করে না? --- (a) তরলের প্রকৃতির ওপর, (b) তরলের আয়তনের ওপর, (c) তরলের উচ্চতার ওপর, (d) অভিকর্ষজ ত্বরণের ওপর।

43.  দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60° হলে, সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে  --- (a) 3 টি, (b) 4 টি, (c) 5 টি, (d) 6 টি।

44. অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা --- (a) 1, (b) 2. (c) 3. (d) 41

45.  একটি উভধর্মী অক্সাইড হল ---  (a) CO₂, (b) H₂O, (c) ZnO, (d) MgO1

46. প্রদত্ত কোনটির তাপনমূল্য সব থেকে বেশি? ---  (a) কয়লা, (b) কেরোসিন, (c) পেট্রোল, (d) LPG।

47.  ফুলের বর্ণ নিয়ন্ত্রণ করে ---  (a) ক্লোরোপ্লাসটিড, (b) ক্রোমোপ্লাসটিড, (c) লিউকোপ্লাসটিড, (d) কোনোটিই নয়।

48. কোনোরকম কোশীয় গঠন নেই কার? ----  (a) ব্যাকটেরিয়া, (b) ভাইরাস, (c) প্রোটিস্টা, (d) ছত্রাক। 

49. ইনসুলিন হরমোন ক্ষরিত হয় ---  (a) অ্যাড্রিনাল, (b) পিটুইটারি , (c) অগ্ন্যাশয়, (d) থাইরয়েড গ্রন্থি থেকে।

50.  সারা পৃথিবীর স্থলভাগের কত অংশ বন? ---  (a) অর্ধেক, (b) এক তৃতীয়াংশ, (c) এক চতুর্থাংশ, (d) দুই তৃতীয়াংশ।


সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

1.  একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণু হল ---- (a) রাইবোজোম, (b) লাইসোজোম, (c) মাইটোকনড্রিয়া, (d) গলগি বস্তু।

2.  ডায়ারিয়া হল---- (a) ভাইরাসঘটিত রোগ, (b) আদ্যপ্রাণীঘটিত রোগ, (c) ব্যাকটেরিয়াঘটিত রোগ, (d) ছত্রাকঘটিত রোগ।

3. জরুরিকালীন হরমোন হল ---- (a) থাইরক্সিন, (b) ইনসুলিন, (c) ইস্ট্রোজেন, (d) অ্যাড্রিনালিন।

4. কেল্প' হল--- (a) সামুদ্রিক মাছ, (b) সামুদ্রিক ঝিনুক, (c) সামুদ্রিক শ্যাওলা, (d) সামুদ্রিক কাঁকড়া।

5.  মিউসিলেজ ও পেকটিন থাকে ---  (a) বেলে, (b) রসুনে, (c) পুদিনায়, (d) আমলকীতে।

6. 'কোশের শক্তিঘর' নামে পরিচিত যে অঙ্গাণু সেটি হল ----  (a) গলগি বস্তু, (b) মাইট্রোকনড্রিয়া, (c) রাইবোজোম, (d) সেন্ট্রোজোম।

7.  আদ্যপ্রাণীঘটিত রোগটি হল ----  (a) কালাজ্বর, (b) অ্যালার্জি, (c) কলেরা, (d) মাম্পস।

8. আপদকালীন হরমোন হল ----  (a) থাইরক্সিন, (b) অ্যাড্রিনালিন, (c) টেস্টোস্টেরন, (d) ইস্ট্রোজেন।

9.  নালিপদের সাহায্যে গমন করে --- (a) তারামাছ, (b) অক্টোপাস, (c) হাঙর, (d) সাগরকলম।

10. ত্রিফলাতে যা থাকে না সেটি হল --- (a) আমলকী, (b) নিম, (c) বহেড়া, (d) হরিতকি।

11. ভারতে কোন্ প্রাণীকে 'জাতীয় জলজ প্রাণী' বলা হয়? --- (a) গঙ্গার কুমির, (b) গঙ্গার শুশুক, (c) ঘড়িয়াল, (d) কঙ্কপ।

12. থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় --- (a) থাইরয়েড গ্রন্থি, (b) প্যারাথাইরয়েড গ্রন্থি, (c) পিটুইটারি গ্রন্থি, (d) অ্যাড্রিনাল গ্রন্থি।

13. গন্ডারের ক্ষেত্রে প্রদত্ত যে তথ্যটি ভুল সেটি হল---- (a) লম্বা ঘাসযুক্ত জলাভূমি গন্ডারের বাসস্থান, (b) পবিতোরা অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়, (c) গন্ডারের খঙ্গ কেরাটিন দিয়ে তৈরি,(d) গন্ডারের দৃষ্টিশক্তি প্রবল কিন্তু ঘ্রাণশক্তি দুর্বল।

14. অ্যালিসিন নামক যৌগ পাওয়া যায় --- (a) আদাতে, (b) পেঁয়াজে, (c) রসুনে, (d) হলুদে।

15. একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল --- (a) রাইজোবিয়াম, (b) ক্রসট্রিডিয়াম, (c) নাইট্রোব্যাকটর, (d) ই. কোলাই।

16. পর্দাবিহীন কোশ অঙ্গাণু হল ---  (a) মাইটোকনড্রিয়া, (b) নিউক্লিয়াস, (c) লাইসোজোম, (d) রাইবোজোম।

17. কোন ভাইরাসঘটিত রোগ নয়? --  (a) চিকেন পক্স, (b) টাইফয়েড, (c) হেপাটাইটিস, (d) ডেঙ্গু।

18. পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোন হল ---  (a) গ্লুকাগন, (৮) থাইরক্সিন, (c) ভেসোপ্রেসিন, (d) ইস্ট্রোজেন।

19. দংশক কোশ দেখা যায় ----  (a) অক্টোপাসে, (b) সাগরকুসুমে, (c) স্কুইডে, (d) সাগরকলমে।

20. ব্যাকটেরিয়ার শ্বসনে সাহায্য করে --- (a) মাইটোকনড্রিয়া, (b) রাইবোজোম, (c) মেসোজোম, (d) নিউক্লিওয়েড।

21. প্রদত্ত কোন্ মশলাটি উদ্ভিদের ফল? --- (a) গোলমরিচ, (b) জায়ফল, (c) জোয়ান, (d) মৌরি।

22.  একটি উপকারী ব্যাকটেরিয়া হল ---  (a) সালমোনেল্লা, (b) অ্যাজোটোব্যাকটর, (c) স্ট্রেপটোকক্কাস, (d) ভিব্রিও কলেরি।

23. একটি এককোশী প্রাণী হল ---  (a) মশা, (b) অ্যামিবা, (c) শামুক, (d) কাঁকড়া।

24. একটি আদ্যপ্রাণীঘটিত রোগের নাম হল --- (a) আমাশয়, (b) AIDS, (c) যক্ষ্মা, (d) ক্যানসার।

25. আপদকালীন চরমোন হল --- (a) সোমাটোট্রপিক হরমোন, (b) অ্যাড্রিনালিন, (c) ইনসুলিন, (d) ইস্ট্রোজেন।

26. তারামাছ বা স্টারফিশের গমন অঙ্গের নাম হল --- (a) চোষক বা সাকার, (b) ফ্ল্যাজেলা, (c) নালিপদ বা টিউব ফিট, (d) সিলিয়া।

27. ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ হল ---  (a) শাল, (b) সুন্দরী, (c) নারিকেল, (d) আম।

28.  ফলের রসে থাকা শর্করাকে যে ছত্রাকটি ভেঙে দিতে পারে, সেটি হল ---  (a) মিউকর, (b) পেনিসিলিয়াম, (c) ইস্ট, (d) অ্যাগারিকাস।

29.  এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ।- (a) জুওলজিক্যাল পার্ক, (b) সংরক্ষিত অরণ্য, (c) জাতীয় উদ্যান, (d) বায়োস্ফিয়ার রিজার্ভ।

30. জলাতঙ্ক যে প্রকার অণুজীব দ্বারা ঘটে, সেটি হল ---  (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) প্রোটোজোয়া, (d) ছত্রাক।

31. ব্যাকটেরিয়া কোশে নিউক্লিয়াসের বদলে যেটি থাকে, সেটি হল ----  (a) প্লাসমিড, (b) নিউক্লিওলাস, (c) নিউক্লিওয়েড, (d) পিলি।

32.  শুধুমাত্র স্ত্রীদেহে পাওয়া যায় এমন একটি হরমোন হল  --- (a) ইনহিবিন, (৮) টেস্টোস্টেরন, (c) STH, (d) ইস্ট্রোজেন।

33. নালিপদ দেখা যায় যে প্রাণীটিতে, সেটি হল --- (a) স্কুইড, (b) হাঙর, (c) অক্টোপাস, (d) তারামাছ।

34. শৈবাল ও ছত্রাকের সহাবস্থানই হল --- (a) ল্যাকটোব্যাসিলাস, (b) লাইকেন, (c) অ্যামিবা, (d) স্পাইরোগাইরা।

35. গঙ্গার শুশুকের প্রতিটি চোয়ালের দাঁতের সংখ্যা হল--- (a) 27-32 টা, (b) 32-42 টা, (c) 42-47 টা, (d) 20-27 টা।

36.  তারামাছের বাহুর সংখ্যা ---  (a) ২টি, (b) 3টি, (c) 4টি, (d) এটি।

37. ইনসুলিন নিঃসৃত হয় --- (a) অগ্ন্যাশয়, (b) থাইরয়েড, (c) বৃক্ক, (d) হৃৎপিণ্ড থেকে।

38. বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হল--- (a) থাইরয়েড, (b) অগ্ন্যাশয়, (c) লালাগ্রন্থি, (d) পিটুইটারি গ্রন্থি।

39. ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত তা হল --- (a) প্রোটোজোয়া, (৮) ফানজি, (c) প্ল্যান্টি, (d) মোনেরা।

40.  পক্স হল --- (a) ব্যাকটেরিয়া, (৮) ভাইরাস, (c) প্রোটোজোয়া, (d) ছত্রাকঘটিত রোগ।

41. একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল--- (a) অ্যাজোটোব্যাকটর, (b) রাইজোবিয়াম, (c) নাইট্রোসোমোনাস, (d) কোনোটিই নয়।

42. প্রোটিন তৈরি করতে সাহায্য করে --- (a) গলগি বস্তু, (৮) সাইটোপ্লাজাম, (c) লাইসোজোম, (৫) রাইবোজোম।

43.  কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায় সেটি হল ---  (a) দারচিনি, (৮) হলুদ, (c) রসুন, (d) আদা।

44. আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম --- (a) ইগলু, (b) পুয়েবলা, (c) তাঁবু, (d) ঝুপড়ি।

45.  ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল --- (a) অগ্ন্যাশয়, (b) থাইরয়েড, (c) অ্যাড্রিনাল, (d) পিটুইটারি। 

46. ডেঙ্গিার রোগটি হল ---  (a) ব্যাকটেরিয়াঘটিত, (b) ভাইরাসঘটিত, (c) ছত্রাকমটিত, (d) আদ্যপ্রাণীঘটিত।

47. রসুনে থাকে --- (a) অ্যালিসিন, (৮) রৌবেসিন, (c) পিপেরাইন, (d) কারকিউমিন।

48.  অ্যান্টিডায়াবেটিক হরমোনটি হল --- (a) হাকাগন, (b) ইনসুলিন, (c) ভেসোপ্রেসিন, (d) অক্সিটোসিন।

49. একটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ হল ---  (a) বোটানিক্যাল গার্ডেন, (b) অভয়ারণ্য, (c) ন্যাশনাল পার্ক, (d) বায়োস্ফিয়ার রিজার্ভ।

50. একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণু হল ---  (a) লাইসোজোম, (b) গলগি বস্তু, (c) ER, (d) সেস্ট্রোজোম।




G ix all

 1) শুদ্ধ ও অশুদ্ধ লেখ।

I) সব দুর্যোগের অন্তিম পর্যায় হল বিপর্যয়।উ:- শুদ্ধ।

ii) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কৌনিক মানের পার্থক্য 180 ডিগ্রি।উ:- শুদ্ধ।

iii) সকল পার্বত্য অঞ্চলেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় । উ:- অশুদ্ধ।

iv) মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র । উ:- শুদ্ধ।

v) নিম্ন অক্ষাংশে গোধূলির স্থায়িত্বকাল বেশি। উ:- অশুদ্ধ।

vi)ধাপচাষ অধিক দেখা যায় পার্বত্য অঞ্চলে। উ:- শুদ্ধ।

vii) ভূমিকম্প ঘটলেই সুনামী হয়। - অশুদ্ধ।

viii) জল ধরো জল ভরো একটি খরা প্রতিরোধ কর্মসূচি। উ:- শুদ্ধ।

ix)রেগোলিথ মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। উ:- শুদ্ধ।

x)পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে। উ:- শুদ্ধ।

xi)শর্সাবর্তানে মাটির উর্বরতা শক্তি বজায় থাকে। উ:- শুদ্ধ।

2) শূন্যস্থান পূরণ করো:- 

I) সম্পদের প্রকৃত জননী হল ------। উ:- মানুষের জ্ঞান 

ii) পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হল -----। উ:- দ্যা গ্রেট রিফট ভ্যালি।

iii) মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ---- সৃষ্টি হয়।  উ:- রেগোলিথ।

iv) ক্ষয়ীভবনের আরেক নাম ----। উ:- পর্যায়ন।

v) আবহবিকারের অপর নাম ----। উ:- শিলাবিকার।

vi) ধস একধরনের ----। উ:- পুঞ্জিত ক্ষয়।

অ্যাটলাস হল - মানচিত্র।

জাহাজের নাবিকেরা ব্যবহার করেন - মানচিত্র চার্ট।

3) সঠিক উত্তর নির্বাচন করো:-

I) কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? উ:- রায়গঞ্জ জেলায়।

ii) পশ্চিমবঙ্গের নবতম জেলা হল -- ঝাড়গ্রাম।

iii) পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোন জেলায় ?উ:- পুরুলিয়া জেলায়।

iv) বিহারীনাথ পাহাড় অবস্থিত – বাঁকুড়াজেলায়।

v)মৎস্য বন্দর গড়ে উঠেছে – শংকরপুরে।

vi)চিন সাগরে ঘূর্ণিঝড়টির নাম হল - টাইফুন।

vii) প্রথম মানচিত্র বই প্রকাশ করেন— মার্কেটর।

viii)ভূমিকম্পের দেশ ' বলা হয় -জাপানকে।

ix)জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়? উ:- অক্সিজেন।

x) ভারতের নিম্নলিখিত কোন অঞ্চল সর্বাধিক ভূমিকম্পপ্রবণ -হিমালয়।

xi)পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত – বিষ্ণুপুর(কৃষ্ণনগর)।

xii) তুষার ঝড় সবচেয়ে বেশি হয় - মেরু অঞ্চলে।

xiii) সুনামী কোন ভাষার শব্দ? উ:- জাপানি শব্দ।

Xiv) জল জমে বরফ হলে কতটা বাড়ে? উ:- 9 শতাংশ।

xv) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় - হুগলিতে।

xvi) উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল - শিলিগুড়ি।

xvii) কলকাতার পরিপূরক বন্দর হল - হলদিয়া।

xviii) শৈলশহরের রানী বলা হয় - দার্জিলিঙকে।

xix) মিলিয়ন শহরের জনসংখ্যা হয় - 10 লক্ষর বেশি।

xx) পশ্চিমবঙ্গের ধানভান্ডার বলা হয় - বর্ধমানকে।

xxi) ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে - প্রথম।

xxii) পশ্চিমবঙ্গ কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় - আমন ধান।

xxiii) পশ্চিমবঙ্গের কোন জেলায় লু বয় - পুরুলিয়া।

xxiv) পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় - গ্রীষ্মকালে।

xxv) পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় - দামোদরকে।

xxvi) দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ - রূপনারায়ন।

xxvii) উত্তরবঙ্গের ত্রাসের নদী হল - তিস্তা।

xxviii)কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ - হলদি।

xxix) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল - সান্দাকফু।

xxx) পশ্চিমবঙ্গের মোট জেলা হল - 23 টি।

xxxi) পশ্চিমবঙ্গের নবতম জেলা হল - ঝাড়গ্রাম।

xxxii) ভারতের প্রাচীনতম তৈলখনি হল - ডিগবয়।

xxxiii ) ভারতেরবৃহত্তম তৈল খনি হল- বোম্বে হাই।

xxxiv ) সাদা কয়লা বলা হয় - জলবিদ্যুৎকে।

xxxv )কোক কয়লা তৈরি হয় - বিটুমিনাস থেকে।

xxxvi) ভারতেরবৃহত্তম কয়লাখনি হল - ঝরিয়া।

xxxvii ) সম্পদের প্রকৃত জননী হল - মানুষের জ্ঞান।

xxxviii) পেনিপ্লেনের অনুচ্চ টিলা হল - মোনাডনক।

xxxix)  পৃথিবীর উচ্চতম মালভূমি হল - পামীর।

XL) পর্বতের যে ঢালে বৃষ্টি হয় - প্রতিবাত ঢাল।

XLI )ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় - স্ট্রম্বলিকে।

XLII) পাতসংস্থান তত্বের জনক হলেন - পিচো।

XLIII )অক্ষরেখার অপর নাম - সমাক্ষরেখা।

XLIV) দ্রাঘিমা রেখার অপর নাম - দেশান্তর রেখা।

XLV) এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় - চার মিনিট।

XLVI ) কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় - 12 ঘন্টা।

XLVII) প্রতিটি দ্রাঘিমা কত ডিগ্রি কোন উৎপন্ন করে - 180 ডিগ্রি।

XLVIII) গিনিচের সময় নির্নয়ক ঘড়ি হল - ক্রনোমিটার।

XLIX) ভারতের প্রমাণ দ্রাঘিমা - 82 ডিগ্রি 30 মিনিট।

L) গিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য - সাড়ে পাচ ঘন্টা।

1। বন্যা ও খরার কারন লেখ।

উ:- বন্যার কারন:- 

ক) একনাগাড়ে কয়েকদিন বৃষ্টি হলে বন্যা দেখা দেয়।

খ) বর্ষা কালের আগে মৌসুমী বায়ু প্রবেশ করলে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়।

গ) মৌসুমী বায়ু বেশি দিন স্থায়ী হলে বন্যা হয়।

ঘ) অতিরিক্ত পরিমাণে বাধের জল ছাড়লে বন্যা হয়।

খরার কারন:- 

ক) মৌসুমী বায়ুর স্থায়ীত্ব কম হলে খরা হয়।

খ) সময়ের পরেও মৌসুমী বায়ুর আগমন না ঘটলে খরা হয়।

গ) স্বাভাবিক এর তুলনায় কম বৃষ্টি হলে খরা হয়।

ঘ) অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে বৃষ্টির পরিমাণ কমে যায়। ফলে খরা হয়।

2। হিমানী সম্প্রপাত কী? 

উ:- পর্বতের উপরের বিশালাকার বরফের স্তুপ অভিকর্ষের টানে নীচে নেমে আসাকে হিমানী সম্প্রপাত বলে। এর প্রভাবে পার্বত্য অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতি হয়।

3) যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও । 

উষ্ণতার পরিবর্তন , শিলাস্তরে চাপের হ্রাসবৃদ্ধি , আর্দ্রতার পরিবর্তন প্রভৃতি কারণে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণবিচূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে । যান্ত্রিক আবহবিকার বিভিন্নভাবে ঘাটে । যেমন- -

ক ) প্রস্তর টাই খণ্ডীকরণ বা পিওবিশরণ : শিলা তাপের কুপরিবাহী হওয়ায় দিনের বেলা শিলা অধিক তাপে প্রসারিত এবং রাত্রিবেশ কম তাপে সংকুচিত হয় । ক্রমাগত সংকোচন ও প্রসারণের কারণে শিলাস্তরে অসংখ্য ফাটলের সৃষ্টি হয় এবং একসময়ে ফাটল বরাবর শিলাখন্ড আলগা হয়ে খুলে বেরিয়ে আসে । একে প্রস্তুর চাই খ্রন্ডীকরণ বলে । মরুভূমি অঞ্চলের গ্রানাইট শিলায় এই প্রক্রিয়া দেখা যায়।

খ) ক্ষুদ্রকণা বিশরণ :-

শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত হওয়ায় দিনের প্রস্তর চাই খণ্ডীকরণ বেলায় সূর্যতাপে শিলাখনিজগুলি বিভিন্ন হারে প্রসারিত ও রাত্রিবেলা বিভিন্ন হারে সংকুচিত হয় । ক্রমাগত সংকোচন ও প্রসারণে শিলায় পীড়নের সৃষ্টি হয় এবং একসময় শিলা আওয়াজ করে ফেটে ক্ষু ক্ষুদ্র খাণ্ডে পরিণত হয় । একে ক্ষুদ্রকণা বিশরণ বলে । মরু অঞ্চলের গ্রানাইট শিলাতে এই প্রক্রিয়া দেখা যায় । 

গ) শল্ক মোচন :-

 শিলা তাপের কুপরিবাহী হওয়ায় শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলায় প্রসারিত ও রাত্রিবেলায় সংকুচিত হয় । কিন্তু ভিতরের অংশ অপরিবর্তনীয় থাকে । ফলে শিলান্তরের ভিতর থেকে বাইরের দিকে তাপীয় ঢালের সৃষ্টি হয় । এর ফলে বাইরের অংশ পিঁয়াজের খোসার মতো খুলে যায় । একে শঙ্কমোচন  বলে । মরু অঞ্চলে গ্রানাইট শিলায় শঙ্কমোচন দেখা যায় ।

4) রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলির নাম করো এবং যে কোনো দুটি প্রক্রিয়ার ব্যাখ্যা দাও ।

 রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া গুলি হল— ( 1 ) কার্বনেশন বা অঙ্গারযোজন , ( ii ) অক্সিডেশন বা জারণ ( iii ) হাইড্রেশন বা জলযোজন , ( iv ) হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ এবং ( v ) সলিউশন বা দ্রবন।

 ( i ) কার্বনেশন ( Carbonation ) বা অঙ্গার যোজন : বায়ুমণ্ডলের কার্বন ডাই - অক্সাইডের  সঙ্গে জলের রাসায়নিক সংযোগ সৃষ্ট কার্বনিক আসিড শিলা খনিজের সাথে বিক্রিয়া ঘটিয়ে শিলার পরিবর্তন ঘটালে তাকে কার্বনেশন বলে । বৃষ্টির জল বাতাসের কার্বন ডাইএক্সাইডের সাথে মিশে সৃষ্টি হয় মৃদু কার্বনিক অ্যাসিড।এই কার্বনিক আসিড চুনাপাথর বা আলশিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া ঘটিয়ে ক্যালশিয়াম বাই কার্বনেট তৈরি করে যা সহজেই জলে দ্রবীভূত হয় ।

 ( ii ) অক্সিডেশন ( Oxidation ) বা জারন:-

জল  বা জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হলে তাকে কারণ বলে । ভূপৃষ্ঠে যে সকল শিলার মধ্যে লোহা আছে সেখানেই এই প্রক্রিয়া . ক্রিয়াশীল । তাছাড়া আম্ফিবোল , পাইরক্সিন ও বায়োটাইট খনিজের ওপরেও অক্সিডেশন কার্যকর হয় । লোহা যখন ফোরাস অক্সাইড রূপে থাকে তখন তা ভীষণ কঠিন , কিন্তু অক্সিডেশন প্রক্রিয়ায় যখন ফেলিক অক্সাইডে পরিণত হয় তা সহজে ভেঙে যায় এবং শিলায় মরচে ধরে।

5) শস্যাবর্তন কী?

উ:- বছরের পর বছর একই জমিতে একই ফসল চাষ না করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল পর্যায়ক্রমে চাষ করাকে শস্যাবর্তন বলে। এর ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।

6) ম্যানগ্রোভ অরশোর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো । 

উ:-  ( i ) নরম মাটিতে গাছগুলি যাতে পড়ে না যায় তার জন্য উদ্ভিদগুলিতে স্তস্তমূল ও ঠেসমূল থাকে । 

( ii ) অতিসুক্ষ্ম লবণাক্ত পলিমাটিতে গাছগুলি জন্মায় । তাই বায়ু চলাচল করতে পারে না বলে মাটির ভিতরের মূল বায়ু সংগ্রহের জন্য খাড়াভাবে উপরে উঠে আসে । এই মূল্য হল শ্বাসমূল।

(iii) কম অক্সিজেনযুক্ত মাটিতে বীজ অঙ্কুরিত হতে পারে না বলেই গাছের মধ্যেই বীজের অঙ্কুরোদগম ঘটে । এই পদ্ধতিই হলজরায়ুজ অঙ্কুরোদগম।

7) ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লেখ।

উ:- ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য:-

ক) এই মাটির রং বাদামি বা লাল।

খ) এই মাটিতে জল থাকলে থকথকে কিন্তু  শুকিয়ে গেলে কাদার মতো শক্ত হয়।

গ) এই মাটির প্রধান উপাদান হল - লোহা, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ।

8) উত্তরবঙ্গের নদীর বৈশিষ্ট্য উল্লেখ করো । 

উ:- ক)  পর্বতের হিমবাহ ও বরফগলা জলের সাথে সাথে বৃষ্টির জল পায় বলে নদীগুলি চিরপ্রবাহী।

খ) পার্বত্য অংশের গভীর গিরিখাত প্রমাণ করে অধিকাংশই পূর্ববর্তী নদী ।

গ)  তরাই ও ডুয়ার্সের নদীগুলি খুব চওড়া , তাই বর্ষাকালে অধিক বৃষ্টিতে প্রবল বন্যা হয় ।

ঘ) নদীগুলি অধিকাংশ বাংলাদেশে গিয়ে পদ্মা বা যমুনার সাথে মিলিত হয়েছে । 

ঙ) নদীগুলি সমভূমিতে প্রায়শই গতিপথ পরিবর্তন করে ।

9).মৌজা মানচিত্রের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো । 

উ:- ( ১ ) এই মানচিত্র থেকে জমির পরিমাণ ও মালিকানা জানা যায় । ( ২ ) সরকারের জমি অধিগ্রহণের প্রয়োজন হলে এই মানচিত্রের সাহায্য নেয় । ( ৩ ) সরকার জমির রেভিনিউ , ট্যাক্স এই মানচিত্রের মাধ্যমে সংগ্রহ করে । ( ৪ ) সরকার নির্ধারিত জমির এই মানচিত্রের দ্বারা ঠিক হয় । ( ৫ ) উন্নয়নের পরিকল্পনা গ্রহণে এই মানচিত্র কাজে লাগে । ( ৬ ) ভূমিব্যবহার মানচিত্র ( Land Use Map ) এই মানচিত্র থেকেই প্রস্তুত হয় । 

10) টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো । 

উ:-  ( ১ ) এটি বৃহৎ স্কেলের মানচিত্র এবং এটি সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয় । ( ২ ) এই মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার নির্দিষ্ট থাকে এবং প্রতিটি মানচিত্রের একটি নির্দিষ্ট নাম্বার থাকে । ( ৩ ) জরিপকার্যের মাধ্যমে এই মানচিত্র প্রস্তুত হয় । বর্তমানে উপগ্রহ চিত্র ও আকাশচিত্রথেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে মানচিত্রকে আরও নিখুঁতভাবে পরিবর্ধন ও পরিমার্জন করা হয় । ( ৪ ) বাদামি রঙের সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় ।


X g 90

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

2024

Geography

(নতুন পাঠক্রম)

সময় – 3 ঘন্টা 15 মিনিট

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – 90


 বিভাগ- ‘ক’ 

১। বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:                                                             ১×১৪=১৪ 

১.১ বায়ুর আদ্রতা মাপক যন্ত্র হল --- রেনগজ / অ্যানিমোমিটার / হাইগ্রোমিটার / ব্যারোমিটার ।

১.২ ভারত- চীন সীমারেখা হল --- ম্যাকমোহন লাইন / রাডক্লিফ লাইন / ডুরান্ড লাইন / আট ডিগ্রি চ্যানেল।

১.৩ শীবসমুদ্রম জলপ্রপাত গড়ে উঠেছে --- গঙ্গা / কাবেরী / নর্মদা / মহানদীতে ।

১.৪ সমুদ্র উপকুল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলে --- ফিয়র্ড / হিমদ্রোনী / করি / ঝুলন্ত উপত্যাকা।

১.৫ ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ? ---  দিল্লি /  কটক /  গুরগাঁও /  কলকাতা।

১.৬ সোনালী পানীয় বলা হয় --- চা / কফি / রবার / কোকাকোলা কে ।

১.৭ বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হল --- বাতপতাকা / অ্যানিমোমিটার / হাইগ্রোমিটার / ব্যারোমিটার।

১.৮ ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল –-- পারাদ্বীপ বন্দর / কোচিন বন্দর / কান্ডালা বন্দর / হলদিয়া বন্দর ।

১.৯ ভারতের প্রথম পেট্ররসায়ন শিল্প কেন্দ্র হল --- ট্রম্বে / হলদিয়া / ভাদোদরা / বঙ্গাইগাও।

১.১০ সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—শৈবাল সাগর / মগ্নচড়া / হিমপ্রাচীর / হিমশৈল।

১.১১  আরবসাগরের রানী বলা হয় --- বেঙ্গালুরু / হায়দ্রাবাদ / পুনা / কোচিকে ।

১.১২ হ্ময়সীমা ধারনার প্রবর্তক হলেন --- গিলবার্ট / চেম্বারলিন / পাওয়েল / ডেভিস।

১.১৩ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা বাড়ে প্রতি ১ কিমি . তে–  ৩.৪ ° C  /  8.8 ° C  / ৫.৪ ° C / ৬.৪ ° C ।

১.১৪ শিকড় আলগা শিল্প হল --- লৌহ ইস্পাত শিল্প / কাগজ শিল্প / কার্পাস বয়ন শিল্প / চা শিল্প।


বিভাগ: ‘খ’ 

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘সু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখ যেকোনো (ছয়টি প্রশ্নের উত্তর দাও):                             ১×৬=৬ 

২.১.১ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার। 

২.১.২ আন্টার্টিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়। 

২.১.৩ শীতকালে ভারতে পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়।

২.১.৪ পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়।

২.১.৫ দূষিত বাতাসকে স্ক্রাবারে সাহায্যে পরিশ্রুত করা হয়। 

২.১.৬ ভারতে অবস্থিত হিমালয়ের সবোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্টিন।

২.১.৭ ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ অ্যাপেলো।


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও):                                    ১×৬=৬ 

২.২.১ ----- জোয়ারের সময় নদীতে বানডাকা হয়।

২.২.২ হিমপ্রাচীর বরাবর ---- আবহাওয়া দেখা যায়।

২.২.৩ ভারতের একটি অন্তবাহিনী নদী হল ------।

২.২.৪ _______ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 

২.২.৫ ----- হল ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র।

২.২.৬ বায়ুমন্ডল সর্বাধিক উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে ----- বলে।

২.২.৭ ভারতের ----- শহরে প্রথম পাতালরেল চালু হয়।


 ২.৩ একবার দুটি শব্দে উত্তর দাও (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও):                                                  ১×৬=৬ 

২.৩.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখ। 

২.৩.২ দুটি ই-বর্জ্যের নাম লেখ।

২.৩.৩ সিজিগি কাকে বলে?

২.৩.৪ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কী ?

২.৩.৫ শিবালিক ও হিমাচলের মাঝের উপত্যাকাকে কী বলে?

২.৩.৬ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? 

২.৩.৭ বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

২.৩.৮ ব্লাকফুট রোগ কোন পদার্থের বিষক্রিয়ার ফলে হয়?


২.৪ বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো:                                                                        ১×৪=৪ 

বামদিক   ডানদিক

ISRO  তাপবিদ্যুৎ কেন্দ্র

ঝুমচাষ   মৃত্তিকা হ্ময়

ফ্লাই অ্যাশ  রকেট উৎহ্মেপন কেন্দ্র

চিকমাগালুর   কফি গবেষনাগার




 বিভাগ: ‘গ’ 


৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়):        ২×৬=১২ 

৩.১ বৈপরিত্য উত্তাপ কী ? 

অথবা

পশ্চিমি ঝঞ্ঝা কী ?

৩.২ হীমশৈল কী ?

অথবা

ড্রামলিন কী ?

৩.৩ তেজস্কিয় বর্জ্য কী ?

অথবা

ল্যান্ডফিলিং  বলতে কী বোঝো? 

৩.৪ মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? 

অথবা

সামাজিক বনসৃজন এর দুটি সুবিধা লেখ। 

৩.৫ কৃষি বনসৃজন কী ?

অথবা

পেট্ররসায়ন শিল্পকে উদিয়মান শিল্প বলে কেন ?

৩.৬ উপগ্রহ চিত্র কী ?

অথবা

ভূবৈচিত্র সুচক মানচিত্র কী ?


 

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়):                                                          ৩×৪=১২ 

৪.১ জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখ।

অথবা

ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?

৪.২ বর্জ্য ব্যবস্থাপনার 4R সুত্র সংহ্মেপে লেখ।

অথবা

 বর্জ্যে ব্যবস্থাপনায় শিহ্মার্থীর ভূমিকা লেখ? 

৪.৩  সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য  আলোচনা কর। 

অথবা

মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হয় কেন আলোচনা কর। 

৪.৪ দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা আলোচনা কর। 

অথবা

ভূবৈচিত্রসূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ কর। 


 বিভাগ: ‘ঙ’ 


৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:      ৫×২=১০ 

৫.১.১ হিমবাহের ক্ষয়কার্যের  ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র - সহ বর্ণনা করো । 

৫.১.২ পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো । 

৫.১.৩ বায়ুমণ্ডলের স্তরগুলি আলোচনা করো । 

৫.১.৪ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র - সহ ব্যাখ্যা করো । 



 ৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:      ৫×২=১০ 

৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো । 

৫.২.২ ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও । 

৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো । 

৫.২.৪ ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি ও সমস্যাগুলি আলোচনা করো ।


 বিভাগ: ‘চ’ 

৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও:         ১×১০=১০ 

৬.১ কারাকোরাম পর্বত

৬.২ কাবেরী নদী

৬.৩ চিল্কা হ্রদ

৬.৪ একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল

৬.৫ সক্রিয় বদ্বীপ অঞ্চল

৬.৬ ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল

৬.৭ ভারতের টেক শহর।

৬.৮ পশ্চিমবঙ্গের একটি করমুক্ত বন্দর

৬.৯ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর

৬.১০ নামচাবাওয়া 

B ix 60

 বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস:- নবম শ্রেনী; বিষয়:- বাংলা

পুর্ণমান:- ৬০; সময়:- ২ ঘন্টা

১) সঠিক উত্তরটি নির্বাচন করো: ১০x১ =১০

১.১) 'আকাশে সাতটি তারা' --- যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত , সেটি হল ( ক ) ঝরা পালক ( খ )সাতটি তারার  তিমির ( গ ) বনলতা সেন  (ঘ) রুপসী বাংলা। 

১.২) যে গাছটি ' বুডিয়ে ওঠে , কিন্তু মুড়োয় না ---  ( ক ) নটে ( খ ) শটি ( গ ) পাট ( ঘ ) বট। 

১.৩) সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত -- -  রক্তের জন্য । (ক) ভারতীয়  ( খ ) কেলটিক ( গ ) জার্মান ( ঘ ) মিশরীয় । 

১.৪) পদ্মলোচন চার টাকার শাড়ি  বিক্রি করেছিল— ( ক ) আট টাকায় ( খ ) সাত টাকায় ( গ ) সাড়ে আট টাকায় ( ঘ ) আট টাকা সাড়ে চোদ্দ আনায়। 

১.৫) রাধারাণী রথ দেখতে গিয়েছিল ---  ( ক ) শান্তিপুরে ( খ ) শ্রীরামপুরে ( গ ) মাহেশে ( ঘ ) মায়াপুরে । 

১.৬) নটেগাছটি কোথায় আছে --- ( ক ) উঠোনে ( ঘ ) বেড়ার পাশে ( গ ) ঘরের কোণে ( ঘ ) রাস্তার পাশে। 

১.৭) কর্ভাস  অতি সন্তর্পণে নামিয়ে রাখল আর্গাসের --- ( ক ) মাইনাস কুড়ি পাওয়ারের সোনার চশমা ( খ ) মাইনাস দশ পাওয়ারের সোনার চশমা ( গ ) মাইনাস চার পাওয়ারের সোনার চশমা ( ঘ ) মাইনাস ত্রিশ পাওয়ারের সোনার চশমা। 

১.৮)  ' আকাশে সাতটি তারা ' কবিতায় কবি বসে আছেন -- ( ক ) পাহাড়ে ( খ ) নদীর তীরে ( 2 ) ঘাসের  উপরে ( ঘ ) সমুদ্রের তীরে। 

১.৯) শঙ্কুর পোষা বিড়ালটির নাম হল ---  ( ক ) নিউটন  ( খ ) আইনস্টাইন ( 5 ) মেনি  ( ঘ ) প্রহ্লাদ।

১.১০) তারায় তারায় স্বপ্ন কখন এঁকে রাখে ?  --- ( ক ) সারাটা দিন ( খ ) সারা সময় ( গ ) সারাটা রাত ( ঘ ) সারাটা সন্ধ্যা। 

২) ১৫ টি শব্দে যে কোন আটটি  প্রশ্নের উওর দাও: ৮x১= ৮

২.১) কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে ? ২.২)  ' আবহমান ' কবিতায় কবি কোথায় দাঁড়াতে বলেছেন ?  ২.৩ ) রাধারাণী ঘর ঝাঁট দিতে গিয়ে কী পেয়েছিল ?  ২.৪ ) আর্গাস কত টাকা দিয়ে কর্ভাসকে কিনতে চেয়েছিল ? ২.৫) নেভে না তার যন্ত্রণা ' — এখানে কীসের যন্ত্রণার কথা বলা হয়েছে ?  ২.৬) ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ? ২.৭) চিলিয়ান জাদুকরের নাম কী ? ২.৮)  ' আবহমান ' কথাটির অর্থ কী ? ২.৯) তোমাদের পাঠ্য চিঠিটি কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে স্বামীজি লিখেছিলেন ? ২.১০)  ‘ রাধারাণী বড় বালিকা' --- এমন মনে হওয়ার কারণ কী ? 

৩) ৬০ টি শব্দে যে কোন চারটি  প্রশ্নের উওর দাও: ৪x৩= ১২

৩.১)  ' তাহারা দরিদ্র , কিন্তু লোভী নহে ।'— মন্তব্যটি ব্যাখ্যা করো। 

৩.২)  ‘ যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া ’ — কোন্ কবিতার অংশ ? কবি উঠানে দাঁড়াতে বলেছেন কেন ? ১ + ২ 

৩.৩)  ‘ কেশবতী কন্যা যেন এসেছে আকাশে ' — কেশবতী কন্যা বলতে কাকে বলা হয়েছে ? তাকে কেশবতী কন্যা বলার কারণ কী ?

৩.৪)  ‘ অগত্যা রাধারাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল ’ — রাধারাণী কোথা থেকে , কেন কাঁদতে কাঁদতে ফিরল ? ১ + ২ 

৩.৫)  বিঘ্ন আছে বহু – কোন্ কোন্ বিঘ্নের কথা বলা  হয়েছে ? ৩

৩.৬) ' আসিয়াছে শান্ত অনুগত / বাংলার নীল সন্ধ্যা ' — এই লাইনটির মধ্য দিয়ে কবি সন্ধ্যার যে বর্ণনা দিয়েছেন কবিতা অনুসারে তা লেখো । 

৪)১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উওর দাও: ৫x২= ১০

৪.১) রাধারাণী চরিত্রটির পরিচয় দাও । 

৪.২)  ' আবহমান ' কবিতার সারসংক্ষেপ বা বিষয়বস্তু নিজের ভাষায় বর্ণনা করো । 

৪.৩)  ‘ আকাশে সাতটি তারা ’ কবিতায় বাংলার প্রকৃতির যে বর্ণনা পাওয়া যায় তা দু - একটি উদ্ধৃতিসহ লেখো ।

৪.৪) 'এরই মাঝে বাঙলার প্রান' --- কবি কোথায় বাঙলার প্রান খুজে পান ?

৫) ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উওর দাও: ৫x২= ১০

৫.১)  ‘ মরদ কি বাত হাতি কা দাঁত ’ —– বক্তা কে ? কাকে , কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন ? উক্তিটি ব্যাখ্যা করো ।১ + ২ + ২ 

৫.২) পাঠ্য চিঠি অবলম্বনে স্বামীজির দেশপ্রেমের পরিচয় দাও। ৫

৫.৩)  ' তুমি ঠিক সেইরূপ নারী , যাকে আজ প্রয়োজন ।'— কোন্ নারীর কথা এখানে বলা হয়েছে ? তাকে আজ প্রয়োজন কেন ? ১+8 

৬) ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উওর দাও: ৫x১= ৫

৬.১) কর্ভাস - এর মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো ।

৬.২) 'আমার ' অরনিথন ' যন্ত্র আজ তৈরি শেষ হলো — যন্ত্রটির  পরিচয় দাও । যন্ত্রটির ব্যবহার কীভাবে শুরু হল ? ২ + ৩

৭. নীচের সংকেতসূত্র অনুসারে একটি গল্প রচনা করো : ৫

 পুত্রের দাবি নিয়ে দুই নারীর বিবাদ - বিচারকের কাছে আগমন — দুজনেরই দাবি — বিচারক আদেশ দিলেন ছেলেটিকে কেটে দু - অংশ দুজনকে ভাগ করে দিতে — প্রকৃত মায়ের প্রাণভিক্ষা ও দাবি ত্যাগ ।