Thursday, May 22, 2025

Viii final mcq

 ১. ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ প্রতাপের প্রধান শখ ছিল ---  (ক) মাছ ধরা, (খ) ঘুড়ি ওড়ানো, (গ) বল খেলা।

১.২ ফুটবল মাঠে বারপুজো অনুষ্ঠিত হয় ---  (ক) ২২ শ্রাবণ, (খ) ১লা বৈশাখ, (গ) ২৫ বৈশাখ।

১.৩ নাগরাজনের বোনের নাম --- (ক) এণাক্ষী, (খ) মীনাক্ষী, (গ) কামাক্ষী।

১.৪ 'ফুল ফুটুক' কাব্যটি লিখেছেন --- (ক) সুভাষ মুখোপাধ্যায়, (খ) রবীন্দ্রনাথ ঠাকুর, (গ) নজরুল ইসলাম।

১.৫ নজবুল ইসলামকে বলা হয় ----  (ক) কিশোর কবি, (খ) বিদ্রোহী কবি, (গ) বিশ্বকবি।

১.৬ উপান্তের শহরতলি জেগে উঠবে --- (ক) সা-রে-গা-মা করে, (খ) গান গাইতে গাইতে, (গ) সা-রা-রা-রা করে।

১.৭ সমাক্ষর লোপের একটি দৃষ্টান্ত হল ---  (ক) বড় দিদি বড়দি, (খ) দেশি দিশি, (গ) ফলাহার > ফলার।

১.৮ 'ভুল করে যদি ভুল লিখে ফেলি, তবু নম্বর দিও' বাক্যটি --- (ক) আদেশসূচক, (খ) প্রার্থনাসূচক, (গ) উপদেশসূচক।

১.৯ দ্বি (দুই) গো (গোরু) এর বিনিময়ে ক্রীত এটি হল ---  (ক) নিত্যসমাস, (খ) সমাহার দ্বিগু সমাস, (গ) তদ্বিতার্থক দ্বিগু সমাস।

১.১০ চলিত ভাষায় দেখতে পাওয়া যায় ---- (ক) ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, (খ) সমাসবদ্ধ পদ, (গ) তৎসম শব্দের আধিক্য।

১.১১ কী বিচিত্র এই দেশ  বাকাটি --- (ক) অনুজ্ঞা ভাব, (খ) নির্দেশক ভাব, (গ) আপেক্ষিক ভাব-এর উদাহরণ।

১.১২ বিভক্তি কত প্রকার? --- (ক) চার, (খ) পাঁচ, (গ) দুই।

১.১৩  ঘুমপাড়ানি মাসিপিসির --- (ক) মস্ত পরিবার, (খ) ছোট্ট পরিবার, (গ) বড়ো পরিবার, (ঘ) মাঝারি পরিবার।

১.১৪ ঘরে ঘরে জ্বলে যায় ---  (ক) স্বপ্নের মোম, (খ) মৃদু মোম, (গ) শুধু মোম, (ঘ) স্বপ্নের মৃদু মোম।

১.১৫ আলাদিনের আশ্চর্য-প্রদীপ ---  (ক) তার মন, (খ) তার শরীর, (গ) তার হৃদয়, (ঘ) তার ইন্দ্রিয়।

১.১৬ কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা ছিল ---  (ক) আরবি, (খ) পশতু, (গ) ফারসি, (ঘ) উর্দু।

১.১৭ "ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণীদুটি হল ---  (ক) দুটি কুকুর, (খ) দুটি মানুষ, (গ) দুটি বিড়াল, (ঘ) দুটি সৈন্য।

১.১৮  রঞ্জনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিল ---  (ক) পনেরো, (খ) যোলো, (গ) সতেরো, (ঘ) আঠারো-বছরের।

১.১৯ 'আপনাদিগের'-এর চলিত ভাষার রূপটি হল ---  (ক) আপনার, (খ) আপনি, (গ) আমাদের, (ঘ) আপনাদের।

১.২০ সাধুভাষায় ক্রিয়াপদ হয় --- (ক) দীর্ঘ, (খ) হ্রস্ব, (গ) সমাপিকা, (ঘ) অসমাপিকা।

১.২১ প্রবাদ হল --- (ক) একক ব্যক্তির সৃষ্টি, (খ) পণ্ডিতদের সৃষ্টি, (গ) গোষ্ঠী জীবনের সৃষ্টি, (ঘ) শিশুদের সৃষ্টি।

১.২২ গাড়িতে পাঠান মর্দ ছিল প্রায় ---  (ক) দশ জন, (খ) বারো জন, (গ) চোদ্দো জন, (ঘ) ধোংলা জন।

১.২৩  লোকটার কাছে লক্ষ্মী এলেন --- (ক) রণ-পায়ে, (খ) গড়গড়িয়ে, (গ) হনহন করে, (ঘ) হেলেদুলে।

১.২৪  প্রবাদের সন্ধান মেলে যাঁর রচনায় ---  (ক) ভারতচন্দ্র, (খ) শরৎচন্দ্র, (গ) সুভাষচন্দ্র, (ঘ) ঈশ্বরচন্দ্র।

১.২৫  শহরে- --- (ক) ১১০ (খ) ১৪৪, (গ) ১৫০. (খ) ১৬৪ ---  ধারা আর কারফিউ জারি হয়েছে।

১.২৬  সুভাদের গ্রামের নাম ছিল ---  (ক) চন্ডীপুর, (খ) কাশীপুর, (গ) হৃদয়পুর (ঘ) শ্রীরামপুর।

১.২৭  রঞ্জন সরকার তার পুরোনো ক্লাবের হয়ে খেলেছে--- (ক) দশ, (খ) পনেরো, (গ) কুড়ি, (ঘ) পচিশ বছর।

১.২৮  বুকুর বয়স ---  (ক) পাঁচ, (খ) সাত, (গ) ছয়, (ঘ) আট বছর।

১.২৯  যদি বদলে দিতে না পারো তাহলে---  (ক) দাঁড়িয়ে দাঁড়িয়ে, (খ) সরতে সরতে, (গ) ঘুরতে ঘুরতে, (ঘ) লড়তে লড়তে মরতে। 

১.৩০  ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় --- (ক) চোখে, (খ) মুখে, (গ) ঠোঁটে, (ঘ) কানে।

১.৩১ তার কড়িগাছে কড়ি হল --- (ক) লক্ষ্মী, (খ) সরস্বতী, (গ) গণেশ, (ঘ) চন্ডী এলেন রণপায়ে।

১.৩২  শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো ---  (ক) বটের, (খ) অশ্বত্থের, (গ) চালতার, (খ) আমড়ার।

১.৩৩ ক্রিয়ার কালের প্রধান ভাগ --- (ক) চারটি, (খ) পাঁচটি, (গ) তিনটি, (ঘ) সাতটি।

১.৩৪  'শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে --'- (ক) নারকেল গাছে, (খ) তালগাছে, (গ) আমগাছে, (ঘ) কুলগাছে।

১.৩৫ ছোট্ট একটা --- (ক) জাদু, (খ) তাক, (গ) তুক, (ঘ) টিক করে বাইরেটা পালটে দাও।

১.৩৬  দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার ---  (ক) জীবন, (খ) খড়ি, (গ) ছড়ি, (ঘ) প্রদীপ।

১.৩৭  হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিধানের নাম--- (ক) 'বঙ্গীয় শব্দকোষ', (খ) 'জাতীয় শব্দকোষ', (গ) 'ভারতীয় শব্দকোষ', (ঘ) 'সংস্কৃত শব্দকোষ'।

১.৩৮ নাগরাজনের কাকা টিকিটের অ্যালবাম পাঠিয়েছিলেন ---  (ক) আলিপুর, (খ) সিঙ্গাপুর, (গ) মণিপুর, (ঘ) নাগপুর থেকে।

১.৩৯  জমিদারের নায়েবমশাই মাঝিকে প্রত্যেক মাসে দিত --- (ক) সাত টাকা, (খ) কুড়ি টাকা, (গ) পাঁচ টাকা, (ঘ) দশ টাকা।

১.৪০ নাটোরের রানির নাম হল --- (ক) ভবানী, (খ) শিবানী, (গ) সারদা, (ঘ) গৌরী।

১.৪১ "ভগবান তাঁকে বাঁচিয়ে রাখুন," কাকে বাঁচিয়ে রাখবেন? ---  (ক) বেণীকে, (খ) রমাকে, (গ) খুড়োকে, (ঘ) রমেশকে।

১.৪২  স্বাধীনতা আমার প্রয়োজন ---  (ক) সবার যেমন, (খ) আমার যেমন, (গ) তোমার যেমন, (ঘ) তার যেমন।

১.৪৩ ফুল ছুঁয়ে যায়  --- (ক) হাতের পাতায়, (খ) গাছের পাতায়, (গ) চোখের পাতায়, (ঘ) মাথায়।

১.৪৪  সন্ন্যাস নাচন চলে কত দিন ধরে?  --- (ক) আট নয়, (খ) নয়-দশ, (গ) দশ-এগারো, (ঘ) দশ-বারো।

১.৪৫  হরিসভায় কত দিনের বেশি থাকবার নিয়ম নেই? ---  (ক) দুই, (খ) তিন, (গ) চার, (ঘ) পাঁচ।

১.৪৬  ক্রিয়ার মূলকে বলে ---  (ক) সমাপিকা, (খ) প্রতিপাদিক, (গ) ধাতু, (গ) শব্দ।

১.৪৭ 'সমাস' শব্দটির অর্থ হল ---  (ক) সমাপ্ত, (খ) সম্বন্ধ, (গ) সংক্ষেপ, (ঘ) সুন্দর

১.৪৮  'চৌমাথ্য' কোন সমাসের উদাহরণ? ---  (ক) দ্বন্দ্ব, (খ) কর্মধারয়, (গ) দ্বিণু, (ঘ) বহুব্রীহি সমাস।

১.৪৯  তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, এমন সমাসটির নাম ---  (ক) দন্দ্ব  (খ) তৎপুরুষ, (গ) দ্বিগু, (খ) বহুব্রীহি সমাস।

১.৫০ 'টিকিটের অ্যালবাম' মূল গল্পটি কোন ভাষায় রচিত? --- (ক) হিন্দি, (খ) তামিল, (গ) তেলুগু, (ঘ) ওড়িয়া।

১.৫১  'তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা - কে? --- (ক) জানকীনাথ ঘোষাল, (খ) ররীন্দ্রনাথ ঠাকুর, (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর, (ঘ) লালমোহন ঘোষ।

১.৫২  রঞ্জনের জার্সি নং কত? --- (ক) ১২. (খ) ১০. (গ) ১৩, (ঘ) ১১।

১.৫৩ লোকটার দু-আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল। ---  (ক) জীবন, (খ) মুখ, (গ) পয়সা, (ঘ) তামা।

১.৫৪  হরিচরণকে মাসিক বৃত্তি দেন কে? ---  (ক) বিধুশেখর শাস্ত্রী, (খ) মণীন্দ্রচন্দ্র নন্দী, (গ) রবীন্দ্রনাথ ঠাকুর, (ঘ) ক্ষিতিমোহন সেন।

১.৫৫  ব্যাসবাক্যের অপর নাম কী? --- (ক) সমাস, (খ) সমস্তপদ, (গ) বিগ্রহবাক্য, (ঘ) দ্বন্দু বাক্য।

১.৫৬  উভয়পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে ---  (ক) দ্বিগু সমাস, (খ) দ্বন্দ্ব সমাস, (গ) তৎপুরুষ সমাস, (ঘ) কর্মধারয় সমাস।

১.৫৭ 'আদাব' গল্পে উল্লিখিত নদীর নাম ---  (ক) গন্ধ্যা, (খ) পদ্মা, (গ) সিন্ধু, (ঘ) বুড়িগঙ্গা।

১.৫৮ মান্দালয় জেল অবস্থিত ---  (ক) বার্মায়, (খ) আন্দামানে, (গ) মালয়েশিয়ায়, (ঘ) গুজরাটে।

১.৫৯  হরিচরণ বিশ্বভারতীর কাজ থেকে অবসর নেন --- (ক) ৬০, (খ) ৬৫, (গ) ৭০, (ঘ) ৭৫ বছর বয়সে।

১.৬০  জলপরি কন্যা উদাস নয়নে দেখে --- (ক) ঝড়, (খ) বৃষ্টি, (গ) বন্যা, (ঘ) নদী। 

১.৬১ কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হল --- (ক) 'অগ্নিকোণ', (খ) 'পদাতিক', (৩) 'চিরকুট', (ঘ) 'ফুল ফুটুক'।

১.৬২  "কিছুখন যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে।" কারা থেমে রয়েছে? --- (ক) ডাহুক মেয়েরা, (খ) রঙিন মেঘেরা, (গ) বাড়ির বধুরা, (খ) বনের পাখিরা।

১.৬৩  সুভাষচন্দ্রের পত্রে কোন্ কবির নাম উল্লিখিত হয়েছে?--- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) সুকান্ত ভট্টাচার্য, (গ) কাজী নজরুল ইসলাম, (ঘ) সুভাষ মুখোপাধ্যায়-এর।

১.৬৪  সুভাষচন্দ্রের মতে বন্দিদশায় সাধারণত একটা--- (ক) আধ্যাত্মিক, (খ) দার্শনিক, (গ) কবি, (ঘ) জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে।

১.৬৫  হরিচরণ বন্দ্যোপাধ্যায় 'বঙ্গীয় শব্দকোষ' রচনায় যাঁর নির্দেশে প্রবৃত্ত হন তিনি হলেন--- (ক) বায়রন, (খ) শেকসপিয়র, (গ) টেনিসন, (খ) ইয়েটস।

১.৬৬  স্বাধীনতা একটা শক্তিশালী --  (ক) রক্তপ্রবাহ, (খ) বীজপ্রবাহ, (গ) ধর্মপ্রবাহ, (ঘ) শক্তিপ্রবাহ।

১.৬৭  মাসিপিসিদের বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার --  (ক) সামান্য, (খ) দুমুঠো, (গ) একমুঠো, (ঘ) অতি অল্প।

১.৬৮ 'সমাস' শব্দটির অর্থ হল -- (ক) সংক্ষেপ, (খ) মিলন, (গ) বিশ্বাস, (ঘ) সন্ধি।

১.৬৯  'গণ্যমান্য' সমাস হল ---  (ক) সাধারণ কর্মধারয় সমাস, (খ) উপমিত কর্মধারয় সমাস, (গ) স্বন্দ্ব সমাস, (ঘ) দ্বিগু সমাস।

১.৭০ 'বাণীকন্ঠের ঘর একেবারে নদীর --- (ক) তীরেই, (খ) পাশেই, (গ) সম্মুখেই, (ঘ) উপরেই।

১.৭১ মৃত্যুর পরে আমার প্রয়োজন হবে না---  (ক) অধিকারের, (খ) মুক্তির, (গ) স্বাধীনতার, (ঘ) মালিকানার।

১.৭২  মোরা করব সর্বনাশ --- (ক) লোকের, (খ) শিকলের, (গ) বাঁধনের, (ঘ) ভূতের।

 সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

1.  রবিনসন দ্বী প অবস্থান করছে  --- (a) এশিয়া, (b) দক্ষিণ আফ্রিকা, (c) অস্ট্রেলিয়া-তে।

2.  মারে-ডার্লিং নদী মিলিত হয়েছে --- (a) পার্থ, (b) সেন্টলুই, (c) ওয়েন্ট ওয়ার্থ শহরে।

3. জীবাশ্ম দেখা যায় --- (a) পাললিক, (b) আগ্নেয়, (c) রূপান্তরিত শিলায়।

4. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়  --- (a) হ্যারিকেন, (b) টাইফুন, (c) টর্নেডো নামে পরিচিত।

5. পরিষ্কার আকাশ নির্দেশ করে ---  (a) নিম্নোস্ট্যাটাস, (b) কিউমুলাস, (c) কিউমুলোনিস্বাস মেঘ।

6. চলচ্চিত্র শিল্পে উন্নত  --- (a) ভূমধ্যসাগরীয়, (b) মৌসুমি, (c) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।

7.  'ইয়াকুত' উপজাতির মানুষেরা ---  (a) ল্যাপল্যান্ডে, (b) সাইবেরিয়ায়, (c) ফিনল্যান্ডে বাস করে।

8. আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল  --- (a) ব্যাংকক, (b) দিল্লি, (c) রিও-ডি-জেনিরো শহরে।

9. সুন্দরলাল বহুগুণা একজন  ---- (a) অর্থনীতিবিদ, (৮) পরিবেশবিদ, (c) আবহাওয়াবিদ।

10.  জুন-জুলাই মাস ওশিয়ানিয়াতে ---  (a) শীতকাল, (b) বসন্তকাল, (c) গ্রীষ্মকাল।

11. মহাসাগরীয় ভুত্বক যে শিলা দ্বারা গঠিত তা হল --- (a) গ্রাফাইট, (b) ব্যাসল্ট, (c) গ্রানাইট।

12. জয়সলমিরের সোনার কেল্লা তৈরি হয়েছে ---  (a) বেলেপাথর, (b) চুনাপাথর, (c) কাদাপাথর দিয়ে।

13.  যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তাকে বলে--- (a) হিমাঙ্ক, (b) স্ফুটনাঙ্ক, (c) শিশিরাঙ্ক।

14.  জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হল ---  (a) তুষারবৃষ্টি, (b) প্লিট, (c) শিলাবৃষ্টি।

15. পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তা হল ---  (a) নিরক্ষীয়, (b) তুন্দ্রা, (c) তৈগা।

16. মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হল ---  (a) ধান, (b) গম, (c) ভুট্টা।

17. একটি পরিবেশবান্ধব শক্তি হল--- (a) তাপবিদ্যুৎ, (b) জলবিদ্যুৎ, (c) পারমাণবিক বিদ্যুৎ।

18.  'আর্থ সামিট' পরিবেশ সম্মেলন হয় --- (a) 1972 সালে, (b) 1982 সালে, (c) 1992 সালে।

19.  'গ্রেট বেরিয়ার রিফ' ----  (a) প্রশান্ত, (b) ভারত, (c) কুমেরু মহাসাগরে দেখা যায়।

20.  ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত ---  (a) অস্ট্রেলিয়ায়, (b) পাপুয়া নিউগিনিতে, (c) নিউজিল্যান্ডে।

21.  পৃথিবীর ঘনত্ব হল- (a) 5.5 গ্রাম/ ঘনসেমি, (b) 2.6-3.3 গ্রাম/ ঘনসেমি, (c) 11 গ্রাম/ ঘনসেমি, (d) 13-14 গ্রাম/ ঘনসেমি।

22. ব্যাসল্ট-এর রূপান্তরিত রূপ হল ---  (a) কোয়ার্টজাইট, (b) অ্যাম্ফিবোলাইট, (c) গ্রাফাইট, (d) সিস্ট।

23. আকাশে প্রদত্ত কোন্ মেঘ থাকলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে? --- (a) স্ট্যাটাস , (b) নিম্নোস্ট্যাটাস, (c) কিউমুলাস, (d) কিউমুলোনিম্বাস।

24. মেঘের মধ্যে জলকণাগুলির গড় ব্যাস হল ---  (a) 2 মিমি, (b) 0.2 মিমি, (c) 0.02 মিমি, (d) 0.002 মিমি।

25. দক্ষিণ আমেরিকার চিলিতে সাধারণত যে জলবায়ু লক্ষ করা যায় তা হল- --- (a) নিরক্ষীয় জলবায়ু, (৬) মৌসুমি জলবায়ু, (c) তুন্দ্রা জলবায়ু, (৫) ভূমধ্যসাগরীয় জলবায়ু।

26. সর্বনিম্ন বার্ষিক উন্নতার প্রসর লক্ষ করা যায়--- (a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, (b) তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, (c) মৌসুমি জলবায়ু অঞ্চলে, (d) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে।

27.  পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারণটি হল  --- (a) বন্যা, (b) ধস, (c) অপরিকল্পিত নগরায়ণ, (d) ভূমিকম্প।

28.  'Earth Summit' কত সালে হয়েছিল? -- (a) 1984 সালে, (b) 1986 সালে, (c) 1973 সালে, (d) 1992 সালে।

29.  একটি প্রবাল দ্বীপ হল ---  (a) ক্যারোলাইন, (৮) ফিজি, (c) তাহিতি, (d) সলোমন।

30.  ওশিয়ানিয়ার যে আঞ্চলিক বিভাগে ইস্টার দ্বীপপুঞ্জ অবস্থিত তা হল- (a) পলিনেশিয়া, (b) মাইক্রোনেশিয়া (c) মেলানেশিয়া (d) অস্ট্রেলেশিয়া।

31. বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা --- (a) কঠিন, (b) তরল, (c) অর্ধতরল, (d) গ্যাসীয় প্রকৃতির।

32.  চুনাপাথর যে খনিজ দিয়ে গঠিত তা হল ---  (a) কোয়ার্টজ, (b) ক্যালসাইট, (c) ফেল্ডসপার, (d) সিলিকন।

33. বায়ুর উন্নতা বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ---  (a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে, (d) সবকটিই ঠিক।

34. ) প্রদত্ত কোন মেঘের মধ্যে থেকে সুর্যকে অনুজ্জ্বল দেখায়। --- (a) অল্টোকিউমুলাস, (b) স্ট্র্যাটোকিউমুলাস, (c) সিরোস্ট্যাটাস, (d) অন্টোস্ট্যাটাস।

35.  আফ্রিকা মহাদেশের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? --- (a) আলবেনিয়া, (৮) আলজিরিয়া, (c) সিরিয়া, (d) তানজানিয়া।

36.  প্রদত্ত কোন্ প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়?--- (a) মৃত্তিকা ক্ষয়, (৮) জীববৈচিত্র্য হ্রাস, (c) অতিরিক্ত বৃষ্টিপাত, (d) ভূমিধস।

37. ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন্ জলবায়ু অঞ্চলে? ---  (a) মৌসুমি, (b) ভূমধ্যসাগরীয়, (c) নিরক্ষীয়, (d) তুন্দ্রা জলবায়ু অনঞ্চলে। 

38. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয়, তা হল--- (a) পর্যাপ্ত উন্নয়ন, (৮) স্থিতিশীল উন্নয়ন, (c) পরিবেশের সংরক্ষণ, (d) অর্থনৈতিক উন্নয়ন।

39.  ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগের সংখ্যা কয়টি? ---  (a) ২টি, (b) ত্রুটি, (c) 4টি, (d) 5টি।

40. পলিনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপের নাম হল ---  (a) মার্শাল, (b) কুক, (c) সলোমন, (৫) নাউরু।

41.  কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব--- (a) 5.1 গ্রাম/ঘনসেমি, (b) 5.5 গ্রাম/ ঘনসেমি, (c) 0.3 গ্রাম/ ঘনসেমি, (d) 6.5 গ্রাম/ ঘনসেমি।

42. শ্রেণিকক্ষের ব্লাকবোর্ড তৈরিতে যে শিলার প্রয়োজন হয় তা হল ---  (a) মারবেল, (b) নিস, (c) প্লেট, (d) বেলেপাথর।

43.  'ম্যাকারেল আকাশ' সৃষ্টি হয় যে মেঘে আকাশ ছেয়ে গেলে তা হল  --- (a) সিরাস, (b) সিরোস্ট্যাটাস, (c) অল্টোকিউমুলাস, (d) সিরোকিউমুলাস।

44. জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হল ---  (a) ব্লিট, (b) শিলাবৃষ্টি, (c) শিশির, (১) ড্রিজল। 

45. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের 'প্রতিফলক বৃক্ষ' নামে পরিচিত যে গাছ তা হল --- (a) ম্যাপল, (b) লরেল, (c) জলপাই, (d) রোজমেরি।

46. 'মেরুপ্রভা' যে জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয় তা হল--- (a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, (৬) মৌসুমি জলবায়ু অঞ্চলে, (c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, (d) তুন্দ্রা জলবায়ু অন্যলে।

47.  ভোপালের গ্যাস দুর্ঘটনায় যুক্ত বিষাক্ত গ্যাসটি হল (a) MIC, (b) Co,, (c) O,, (d) N₂O 

48. জাপানের ফুকুসিমা পরমাণু দুর্ঘটনাটি ঘটে (a) 1986 সালে, (b) 1984 সালে, (c) 2012 সালে, (d) 2011 সালে।

49. রুপোর শহর' নামে পরিচিত ওশিয়ানিয়া মহাদেশের যে শহরটি তা হল (a) ব্রোকেনহিল, (b) মিলডুরা, (c) রোমা, (d) বেন্ডিগো।

50. প্রদত্ত দ্বীপগুলির মধ্যে যে দ্বীপটি প্রবাল জমে সৃষ্টি হয়েছে তা হল ---  (a) তাহিতি, (b) কিলাউইয়া, (c) ক্যারোলাইন, (d) ফিজি।


বিবেকানন্দ কোচিং সেন্টার 

অষ্টম শ্রেনী -2024 

1. . হর্ষবর্ধন ছিলেন ---- a) অসমের রাজা, (b) গৌড়ের রাজা, (c) কনৌজের রাজা, (d) মালবের রাজা।

2. . পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন --- (a)  ধর্মপাল, (b) গোপাল, (c) দেবপাল, (d) রামপাল।

3.  'হর্ষচরিত' রচনা করেন ---  (a) হর্ষবর্ধন, (b) জয়দেব, (c) বানভট্ট, (d) সন্ধ্যাকর নন্দী।

4. দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন --- (a) মহম্মদ ঘুরি, (b) কুতুবউদ্দিন আইবক, (c) ইলতুৎমিশ, (d) গজনির সুলতান মাহমুদ।

5.  পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ---  (a) 1520 খ্রিস্টাব্দে, (b) 1526 খ্রিস্টাব্দে, (c) 1527 খ্রিস্টাব্দে, (d) 1556 খ্রিস্টাব্দে।

6. হুমায়ুননামা' রচনা করেন --- a) বাবর, (b) হুমায়ুন, (c) গুলবদন বেগম, (d) বদাউনি।

7. 'দীন-ই-ইলাহি' প্রবর্তন করেন ---  (a) আকবর, (b) জাহাঙ্গির, (c) শাহজাহান, (d) ঔরঙ্গজেব।

8. বাংলায় 'দ্বৈত শাসনব্যবস্থা'-এর সূচনা করেন ---  (a) ওয়ারেন হেস্টিংস, (b) রবার্ট ক্লাইভ, (c) লর্ড ওয়েলেসলি, (d) লর্ড কর্নওয়ালিশ।

9. 'চিরস্থায়ী বন্দোবস্ত' প্রবর্তিত হয় --- (a) 1773 খ্রিস্টাব্দে, (b) 1793 খ্রিস্টাব্দে, (c) 1813 খ্রিস্টাব্দে, (d) 1844 খ্রিস্টাব্দে।

10. ভারতে প্রথম রেলপথ চালু হয় ---  (a) 1833 খ্রিস্টাব্দে, (b) 1843 খ্রিস্টাব্দে, (c) 1853 খ্রিস্টাব্দে, (d) 1855 খ্রিস্টাব্দে।

11. তিতুমির' ছিলেন --- (a)  ওয়াহাবি আন্দোলনের নেতা, (b) ফরাজি আন্দোলনের নেতা, (c) নীল বিদ্রোহের নেতা, (d)  মুন্ডা বিদ্রোহের নেতা। 

12.  'আর্য সমাজ' প্রতিষ্ঠা করেন --- (a) দয়ানন্দ সরস্বতী, (b) জ্যোতিরাও ফুলে, (c) মহাদেব গোবিন্দ রানাডে, (d) স্বামী বিবেকানন্দ।

13. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন --- (a) লর্ড ক্যানিং, (b) লর্ড বেন্টিঙ্ক, (c) ওয়ারেন হেস্টিংস, (d) লর্ড ডালহৌসি।

14.  বঙ্গভঙ্গ রদ করা হয় ----  (a) 1905 খ্রিস্টাব্দে, (b) 1907 খ্রিস্টাব্দে, (c) 1911 খ্রিস্টাব্দে, (d) 1919 খ্রিস্টাব্দে।

15.  অলিন্দ যুদ্ধ সংঘটিত হয় --- (a) 1919 খ্রিস্টাব্দে, (b) 1930 খ্রিস্টাব্দে, (c) 1935 খ্রিস্টাব্দে, (d) 1942 খ্রিস্টাব্দে।

16. ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিলেন ---  (a) জওহরলাল নেহরু, (b) রাজেন্দ্র প্রসাদ, (c) লর্ড মাউন্ট ব্যাটেন, (d)  লাল বাহাদুর শাস্ত্রী।

17.  লোকসভায় সভাপতিত্ব করেন ---  (a) রাষ্ট্রপতি, (b) প্রধানমন্ত্রী, (c) উপরাষ্ট্রপতি, (d) অধ্যক্ষ।

18. কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা হয়- (a) ১৮০০ খ্রিস্টাব্দে, (b) ১৮১৭ খ্রিস্টাব্দে, (c) ১৭৮১ খ্রিস্টাব্দে, (d) ১৮৩০ খ্রিস্টাব্দে। 

19. ১৮১২ খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় ---  (a) সিপাহি বাহিনী, (b) দারোগা ব্যবস্থা, (c) ফৌজদারি ব্যবস্থা, (d) সিভিল সার্ভিস।

20. হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন না--- (a) ডেভিড হেয়ার, (৮) এডওয়ার্ড হাইড ইস্ট, (c) রামমোহন রায়, (d) নাথানিয়েল ব্র্যাসি হালেদ।

21. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ---  (a) রামমোহন রায়, (b) স্বামী দয়ানন্দ সরস্বতী, (c) রাজনারায়ণ বসু, (d) বিস্তুশাস্ত্রী পণ্ডিত।

22. 'হুল' শব্দের অর্থ ---  (a) মহাজন, (৮) জমিদার, (c) বিদ্রোহ, (d) বহিরাগত।

23.  ১৮৫৭-এর বিদ্রোহে গ্রামে খবর দেওয়া-নেওয়ার মাধ্যম ছিল --- (a) রুটি, (b) চিঠি, (c) টেলিগ্রাফ, (d) সংবাদপত্র। 

24.  কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন --- (a) বাংলা, (b) মাদ্রাজ, (c) বোম্বাই, (d) দিল্লি থেকে।

25. ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় ---  (৪) ১৬ অক্টোবর, (b) ১৯ জুলাই, (c) ৩০ ডিসেম্বর, (d) ৩০ এপ্রিল। 

26. এঁদের মধ্যে কে ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বরের রাইটার্স বিল্ডিং অভিযানের সলো যুক্ত ছিলেন না?-

--- (a) বিনয় বসু, (b) রসময় শূর, (c) দীনেশ গুপ্ত, (d) সূর্য সেন।

27.  ফারসির বদলে ইংরেজিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়--- (a) ১৮৮৫ খ্রিস্টাব্দে, (b) ১৮৩৭ খ্রিস্টাব্দে, (c) ১৯৩২ খ্রিস্টাব্দে, (d) ১৮৯৮ খ্রিস্টাব্দে।

28.  ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন--- (a) স্যার সিকন্দর হায়াৎ খান, (b) চক্রবর্তী রাজা গোপালাচারী, (c) মোতিলাল নেহরু, (৫) মহম্মদ ইকবাল।

29. স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ---  (a) জওহরলাল নেহরু, (b) বি আর আম্বেদকর, (c) রাজেন্দ্র প্রসাদ, (d) মহাত্মা গান্ধি।

30.  রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন ---  (a) ১২, (b) ১৫, (c) ১০, (d) ৯ জন সদস্যকে।

31.  আইন করে সতীদাহপ্রথা নিষিদ্ধ করেছিলেন--- (a) লর্ড ডালহৌসি, (b) রাজা রামমোহন রায়, (c) লর্ড বেন্টিঙ্ক, (d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

32.  সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন---  (a) দয়ানন্দ সরস্বতী, (৮) জ্যোতিরাও ফুলে, (c) বীরেশলিঙ্গাম পাণ্ডুলু, (d) রাজা রামমোহন রায়।

33.  এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন---- (a) বিদ্যাসাগর, (b) ওয়ারেন হেস্টিংস, (c) জোনাথন ডানকান, (d) উইলিয়ম কেরি।

34. নরমপন্থী ও চরমপন্থীরা আলাদা হয়েছিল কংগ্রেসের -- (a) কলকাতা অধিবেশনে, (b) বোম্বাই অধিবেশনে, (৫) লখনউ অধিবেশনে, (d) সুরাট অধিবেশনে। 

35. ১৯০৫ খ্রিস্টাব্দে রাখিবন্ধন উৎসব পালিত হয়েছিল ---  (a) ৫ অক্টোবর, (b) ১৬ অক্টোবর, (c) ১৬ নভেম্বর, (d) ১০ অক্টোবর।

36. বিপ্লববাদের জনক' বলা হয় --- (a) মাস্টারদা সূর্য সেনকে, (b) ভগৎ সিংকে, (c) বাসুদেব বলবন্ত ফাদকেকে, (d) বাল গঙ্গাধর তিলককে।

37. মন্টেগু-চেমসফোর্ড ভারত শাসন আইন পাস হয়েছিল --- a) ১৯১৯ খ্রি. (b) ১৯১৫ খ্রি, (c) ১৯১৮ খ্রি. (d) ১৯১৭ খ্রি।

38. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল ১৯১৯ সালের ---  (a) ১২ মার্চ, (b) ১৬ মার্চ, (c) ১৩ এপ্রিল, (d) ১৮ এপ্রিল।

39. ভগৎ সিং-এর ফাঁসি হয়েছিল--- (a) লাহোর ষড়যন্ত্র মামলায়, (৮) কাকোরি ষড়যন্ত্র মামলায়, (c) আলিপুর বোমার মামলায়, (d) মিরাট ষড়যন্ত্র মামলায়।

40. মুসলিম লিগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন --- (a) চৌধুরি রহমৎ আলি, (b) ফজলুল হক, (c) খাজা আবদুল রহিম, (d) মহম্মদ আলি জিন্নাহ।

41. ভারতের স্বাধীনতা আইন পাস হয় --- (a) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ জুলাই, (b) ১৯০৭ খ্রিস্টাব্দের ৩ জুন, (c) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ জুলাই, (d) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ জুলাই।

42. কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ---  (a) মুজফ্ফর আহমেদ, (b) এ কে ফজলুল হক, (c) মানবেন্দ্রনাথ রায়, (d) বিধানচন্দ্র রায়।

43.  ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন--- (a) জওহরলাল নেহরু, (b) ড. বি আর আম্বেদকর, (c) ৬. রাজেন্দ্র প্রসাদ, (d) সর্দার বল্লভভাই প্যাটেল। 

44.  কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় ---  (a) বিধানসভা, (b) লোকসভা, (c) বিধান পরিষদ, (d) রাজ্যসভা।

45.  গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার সবথেকে ওপরের স্তরে রয়েছে --- (a)  গ্রাম পঞ্চায়েত, (b) পঞ্চায়েত সমিতি, (c) পৌরসভা, (d) জেলা পরিষদ।

46. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল-- - (a)  ১৭৭০ খ্রিস্টাব্দে, (b)  ১৭৭২ খ্রিস্টাব্দে, (c) ১৭৭৪ খ্রিস্টাব্দে, (১) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

47.  কোম্পানির আমলে পুলিশ থানা ব্যবস্থা চালু হয়েছিল --- (a) লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে, (b) লর্ড কর্নওয়ালিশের আমলে, (c) লর্ড বেন্টিজ্ঞের আমলে, (d) লর্ড ক্যানিং-এর আমলে। 

48.  ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলায় নদীপথগুলি জরিপ করেন --- (a) এলিজা ইম্পে, (b) জেমস রেনেল, (c) মেকলে, (d) চার্লস উড।

49. বেঙ্গল গেজেট' নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ---  (a) মার্শম্যান, (b) জেমস অগাস্টাস হিকি, (c) উইলিয়ম কেরি, (d) ডিরোজিও।

50.  প্রথম ভাইসরয় হিসেবে নিযুক্ত হন --- (a) লর্ড বেন্টিক, (b) লর্ড ডালহৌসি, (c) লর্ড ক্যানিং, (d) লর্ড লিটন।

51.  জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল ---  (a) বোম্বাইতে, (b) মাদ্রাজে, (c) দিল্লিতে, (d) কলকাতায়। 

52.  জ্যোতিরাও ফুলের দ্বারা গঠিত হয়েছিল --- a) আত্মীয় সভা, (b) সত্যশোধক সমাজ, (c) হিন্দু মেলা, (d) আর্য সমাজ।

53.  বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল --- (a) যুগান্তর, (b) হিন্দু প্যাট্রিয়ট, (c) সোমপ্রকাশ, (d) অমৃতবাজার পত্রিকা। 

54.  'সীমান্ত গান্ধি' নামে পরিচিত ছিলেন --- (a) সৈয়দ আহমদ খান, (b) খান আবদুল গফফর খান, (c) মহম্মদ আলি জিন্নাহ, (d) শওকত আলি।

55. রেগুলেটিং অ্যাক্ট পাস হয় (a) ১৭৭২ খ্রিস্টাব্দে, (b) ১৭৭৩ খ্রিস্টাব্দে, (c) ১৭৭৪ খ্রিস্টাব্দে, (d) ১৭৮৪ খ্রিস্টান্সে।

56.  ঠগি দস্যুদের দমন করেছিলেন --- a) ওয়ারেন হেস্টিংস, (b) লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক, (c) কর্নওয়ালিশ, (d) ডালহৌসি।

57. জেমস রেনেল ছিলেন ভারতের --- (a) বিচারপতি, (b) জরিপ বিভাগের প্রধান, (c) গভর্নর জেনারেল, (d) জনশিক্ষা কমিটির সভাপতি।

58.  শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন--- (a) দেবেন্দ্রনাথ ঠাকুর, (b) কেশবচন্দ্র সেন, (c) স্বামী বিবেকানন্দ, (d) রাজা রামমোহন রায়।

59.  হাজি শরিয়তউল্লা ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন ---  (a) মিরাটে, (b) ব্যারাকপুরে, (c) বারাসাতে, (d) ফরিদপুরে। 

60.  ভারতের প্রথম ভাইসরয় ছিলেন --- (a) লর্ড ডালহৌসি, (b) রবার্ট ক্লাইভ, (c) লর্ড বেন্টিঙ্ক, (d) লর্ড ক্যানিং।

61. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল ---  (a) মাদ্রাজে, (b) কলকাতায়, (c) দিল্লিতে, (d) বোম্বাইতে।

62. বঙ্গভঙ্গ রদ করা হয় ---  (a) ১৯০৬ খ্রিস্টাব্দে, (b) ১৯০৯ খ্রিস্টাব্দে, (৫) ১৯১১ খ্রিস্টাব্দে, (d) ১৯০৫ খ্রিস্টাব্দে। 

63.  চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন ----  (a) ভগৎ সিং, (b) মাস্টারদা সূর্য সেন, (c) বিনয় বসু, (d) বাদল গুপ্ত।

64.  তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়--- (a) সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে, (b) মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে, (c) সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে, (d) মহাত্মা গান্ধির নেতৃত্বে।

65. মুসলিম লিগ গঠিত হয় --- (a) ঢাকায়, (b) যশোরে, (c) খুলনায়, (d) কলকাতায়।

66.  বাংলার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন- (a) এ কে ফজলুল হক, (b) মহম্মদ আলি জিন্নাহ, (c) স্যার সিকন্দর হায়াৎ খান, (d) শওকত আলি। 

67. স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন- (a) ড. রাজেন্দ্র প্রসাদ, (b) বি আর আম্বেদকর, (c) ড. সর্বপল্লী রাধাকৃয়ণ, (d) জওহরলাল নেহরু।

68.  যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বলে --- (a) খেতমজুর, (b) ভূমিহীন চাষি, (c) পাট্টাদার, (d) বর্গাদার। 

69.  ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন --- (a) লর্ড ওয়েলেসলি, (b) লর্ড ওয়ারেন হেস্টিংস, (c) লর্ড বেন্টিঙ্ক, (d) লর্ড ক্লাইভ।

69.  উইলিয়ম জোনস ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন--- (a) এশিয়াটিক সোসাইটি, (b) কলকাতা মাদ্রাসা, (c) সংস্কৃত কলেজ, (d) ফোর্ট উইলিয়ম কলেজ।

70. বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন ---  (a) চার্লস উড, (b) এলিজা ইম্পে, (c) উইলিযম জোনস, (d) জেমস রেনেল।

71. সতীদাহ রদ 'আইন পাস করেন --- (a) লর্ড ক্যানিং, (b) উইলিয়ম বেন্টিঙ্ক. (c) লর্ড ডালহৌসি, (৫) লর্ড আমহার্স্ট।

72. হুল শব্দের অর্থ হল (a) মহাজন, (b) জমিদার, (c) বিদ্রোহ, (d) বহিরাগত।

73.  'নীলদর্পণ' নাটকটি লেখেন ---  (a) ববীন্দ্রনাথ ঠাকুর, (b) কালিদাস, (c) দীনবন্ধু মিত্র, (d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

74. বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন ---  (a) লর্ড কার্জন, (৮) লর্ড রিপন, (c) লর্ড লিটন, (d) সি পি ইলবার্ট।

75. আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন --- a) স্যার সৈয়দ আহমদ খান, (b) আবুল কালাম আজাদ, (c) শওকত ওসমানি, (d)  মহম্মদ আলি জিন্নাহ্। 

76. 'পাকিস্তান' রাষ্ট্রের কথা প্রথম বলেন ---  (a) চৌধুরি রহমৎ আলি, (চ) মহাত্মা গান্ধি, (c) জওহরলাল নেহরু, (d) ফজলুল হক।

77.  আধুনিক ভারতের সবথেকে বড়ো কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল---- (a) তেভাগায়, (b) তেলেঙ্গানায়, (c) জনগাঁওয়ে, (d) মহারাষ্ট্রে।


সঠিক উত্তরটি নির্বাচন করো: 

1.  বল পরিমাপের সূত্রটি হল  --- (a) ভর বেগ, (b) ভর ত্বরণ, (c) ভর সরণ, (d) ভর দ্রুতি।

2. কোনো আলোকরশ্মি একটি সমতল দর্পণের ওপর লম্বভাবে আপতিত হলে, প্রতিফলন কোণের মান হবে- -- (a) 90°, (b) 0°, (c) 45°, (d) 60°

3. ফুলারিনের সংকেত ---  (a) C₁g- (b) Cap- (c) Co (d) C201

4. অক্সিজেন প্রস্তুত করতে যে অনুঘটকটি ব্যবহার করা হয়, সেটি হল  --- (a) Mn2O2, (b) MnO2, (c) Mn₂O, (d) Mno

5. আইসোবারের ক্ষেত্রে যে কথাটি ঠিক, সেটি হল- (a) ভরসংখ্যা সমান, (b) প্রোটন সংখ্যা সমান, (c) নিউট্রন সংখ্যা সমান, (d) পারমাণবিক সংখ্যা সমান।

6. প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? -- (a) CO₂, (b) CH₁, (c) N2O. (d) N

7.  সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে ---  (a) 90°, (b) 60°, (c) 50", (d) 0°

8.  নিউট্রন আবিষ্কার করেন ---  (a) জে জে থমসন, (৮) রাদারফোর্ড, (c) স্যাডউইক, (d) জন ডালটন।

9. বিস্ফোরক তৈরিতে কোন্ অ্যাসিড প্রয়োজন?--- (a) নাইট্রিক অ্যাসিড, (b) সালফিউরিক অ্যাসিড, (c) হাইড্রোক্লোরিক অ্যাসিড, (d) অ্যাসিটিক অ্যাসিড।

10. কার্বনের নিয়তাকার রূপভেদ হল  -- (a) গ্রাফাইট, (b) গ্যাসকার্বন, (c) কোক, (d) করলা।

11.  45° কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখলে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে। --- (a) 6 টি, (b) ৪ টি, (c) 7 টি, (d) ৭ টি।

12.  প্রদত্ত কোন্ মৌলটি জৈব যৌগ গঠনে অপরিহার্য? -- (a) নাইট্রোজেন, (৮) অক্সিজেন, (c) হাইড্রোজেন, (d) কার্বন।

13. প্রদত্ত কোনটির ওপর তরলের চাপ নির্ভর করে না? (a) গভীরতা, (b) ঘনত্ব, (c) উন্নতা, (d) কোনোটিই নয়।

14.  প্রদত্ত কোনটি উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? ---  (a) অ্যামোনিয়া, (b) ইউরিয়া, (c) সোডা, (d) ইস্পাত।

15. 18Ar এবং 40 Ca-এর মধ্যে সম্পর্কটি হল --- (a) আইসোটোপ, (৮) আইসোবার, (c) আইসোটোন, (d) আয়ন।

16. তরলের ঘনত্ব বেড়ে গেলে প্রবক বলের মান ---  (a) বেড়ে যায়, (b) কমে যায়, (c) একই থাকে, (d) নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।

17. শূন্যস্থানের প্রতিসরাঙ্ক হয় (a) শূন্য, (b) অসীম, (c) 1, (d) 0.51

18. Na মৌলটির পরমাণুর নিউট্রন সংখ্যা --  (a) 11, (b) 12, (c) 23, (d) 341

19. প্রদত্ত কোন ধাতুটি লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না?

---  (a) Zn, (b) Fe, (c) Al, (d) Cul

20.  কার্বনের একটি রূপভেদ হল ---  (a)  সালফার, (b) ওজোন, (c) গ্রাফাইট, (d) কার্বন ডাইঅক্সাইড।

21.  হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য? ---  (a) প্রতিফলন, (b) প্রতিসরণ, (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, (d) প্রতিসৃত রশ্মি।

22. শূন্যযোজী মৌল হল -- (a) হাইড্রোজেন, (b) হিলিয়াম, (c) কার্বন, (d) লিথিয়াম।

23. কোনটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার? --- (a) ইস্পাত, (b) তামা, (c) সোনা, (d) জিংক।

24. প্রদত্ত কোনটির থেকে শুষ্ক বরফ তৈরি হয়? --'  (a) জল, (b) বায়ু, (c) অক্সিজেন, (d) কার্বন ডাইঅক্সাইড।

25. উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আস্ট্রকরণ হয়ে কার্বনঘটিত যৌগ তৈরি হয়। এটিকে বলে--- (৪) সৌরশক্তি, (b) পেট্রোলিয়াম, (c) বায়োফুয়েল, (৩) বায়োডিজেল।

26. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের লেন্সে দ্রষ্টব্য বস্তুকে কত গুণ বড়ো দেখায়? --- (a) 3000-5000, (b) 2000-4000, (c) 6000-8000, (d) 8000-100001

27. একটি ভাইরাসঘটিত রোগ হল ---  (a) অ্যালার্জি, (b) ডেঙ্গি, (c) কলেরা, (d) কালাজ্বর।

28. আপদকালীন হরমোন হল ---  (a) থাইরক্সিন, (b) STH, (c) অ্যাড্রিনালিন, (d) ইনসুলিন।

29. বনের মাটি ও গাছের পাতা বৃষ্টিপাতের কত অংশ শুষে নেয়? -- a) 20%, (b) 30%, (c) 40%, (d) 50% 1

30.  আদা ও হলুদের উদ্ভিদের কোন অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয়?  --- (a) কান্ড, (b) গ্রন্থিকাণ্ড, (c) মূল, (d) পাতা।

31. স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বস্তুর --  (a) ভর, (b) ওজন, (c) ঘনত্ব, (d) আয়তন।

32.  হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল--- (a) নিয়মিত প্রতিফলন, (b) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, (c) বিক্ষিপ্ত প্রতিফলন, (d) বিচ্ছুরণ।

33. কার্বনের নিয়তাকার রূপভেদ হল -- (a)  গ্যাসকার্বন, (b) কোল, (c) ফুলারিন, (৫) চারকোল।

34. প্রদত্ত যৌগগুলির মধ্যে আম্লিক অক্সাইড হল --- (a) CaO, (b) ZnO, (c) SO2, (d) Al2O3

35.  CCI যৌগে কার্বনের যোজ্যতা হল ---  (a) 2, (b) 3, (c) 4. (d) 11

36. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু দুটি হল -- (a) গলগি বস্তু, রাইবোজোম, (b) লাইসোজোম, রাইবোজোম, (c) রাইবোজোম, সেন্ট্রোজোম, (d) কোনোটিই নয়।

37. কোনটি আদ্যপ্রাণীঘটিত রোগ?  --- (a) কলেরা, (b) ম্যালেরিয়া, (c) দাদ, (d) পোলিয়ো।

38. থাইরক্সিন ক্ষরিত হয় কোন্ গ্রন্থি থেকে? ---  (a) পিটুইটারি, (b) থাইরয়েড, (c) অগ্ন্যাশয়, (d) অ্যাড্রিনাল। (ix) শ্বাসমূলযুক্ত উদ্ভিদের উদাহরণ হল (a) বট, (b) আমলকী, (c) ক্যাকটাস, (৫) গরান।

39. বহুবর্ষজীবী বীরুৎ জাতীয় গাছের উদাহরণ হল ---  (a) এলাচ, (চ) বেল, (c) নয়নতারা, (d) সবগুলিই।

40. থাইরক্সিন ক্ষরিত হয় কোন্ গ্রন্থি থেকে? ---  (a) পিটুইটারি, (b) থাইরয়েড, (c) অগ্ন্যাশয়, (d) অ্যাড্রিনাল। 

41.  শ্বাসমূলযুক্ত উদ্ভিদের উদাহরণ হল ---  (a) বট, (b) আমলকী, (c) ক্যাকটাস, (৫) গরান।

42. কোনো তরলপূর্ণ পাত্রের তলদেশে তরলের চাপ নির্ভর করে না? --- (a) তরলের প্রকৃতির ওপর, (b) তরলের আয়তনের ওপর, (c) তরলের উচ্চতার ওপর, (d) অভিকর্ষজ ত্বরণের ওপর।

43.  দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ 60° হলে, সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা হবে  --- (a) 3 টি, (b) 4 টি, (c) 5 টি, (d) 6 টি।

44. অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা --- (a) 1, (b) 2. (c) 3. (d) 41

45.  একটি উভধর্মী অক্সাইড হল ---  (a) CO₂, (b) H₂O, (c) ZnO, (d) MgO1

46. প্রদত্ত কোনটির তাপনমূল্য সব থেকে বেশি? ---  (a) কয়লা, (b) কেরোসিন, (c) পেট্রোল, (d) LPG।

47.  ফুলের বর্ণ নিয়ন্ত্রণ করে ---  (a) ক্লোরোপ্লাসটিড, (b) ক্রোমোপ্লাসটিড, (c) লিউকোপ্লাসটিড, (d) কোনোটিই নয়।

48. কোনোরকম কোশীয় গঠন নেই কার? ----  (a) ব্যাকটেরিয়া, (b) ভাইরাস, (c) প্রোটিস্টা, (d) ছত্রাক। 

49. ইনসুলিন হরমোন ক্ষরিত হয় ---  (a) অ্যাড্রিনাল, (b) পিটুইটারি , (c) অগ্ন্যাশয়, (d) থাইরয়েড গ্রন্থি থেকে।

50.  সারা পৃথিবীর স্থলভাগের কত অংশ বন? ---  (a) অর্ধেক, (b) এক তৃতীয়াংশ, (c) এক চতুর্থাংশ, (d) দুই তৃতীয়াংশ।


সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

1.  একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণু হল ---- (a) রাইবোজোম, (b) লাইসোজোম, (c) মাইটোকনড্রিয়া, (d) গলগি বস্তু।

2.  ডায়ারিয়া হল---- (a) ভাইরাসঘটিত রোগ, (b) আদ্যপ্রাণীঘটিত রোগ, (c) ব্যাকটেরিয়াঘটিত রোগ, (d) ছত্রাকঘটিত রোগ।

3. জরুরিকালীন হরমোন হল ---- (a) থাইরক্সিন, (b) ইনসুলিন, (c) ইস্ট্রোজেন, (d) অ্যাড্রিনালিন।

4. কেল্প' হল--- (a) সামুদ্রিক মাছ, (b) সামুদ্রিক ঝিনুক, (c) সামুদ্রিক শ্যাওলা, (d) সামুদ্রিক কাঁকড়া।

5.  মিউসিলেজ ও পেকটিন থাকে ---  (a) বেলে, (b) রসুনে, (c) পুদিনায়, (d) আমলকীতে।

6. 'কোশের শক্তিঘর' নামে পরিচিত যে অঙ্গাণু সেটি হল ----  (a) গলগি বস্তু, (b) মাইট্রোকনড্রিয়া, (c) রাইবোজোম, (d) সেন্ট্রোজোম।

7.  আদ্যপ্রাণীঘটিত রোগটি হল ----  (a) কালাজ্বর, (b) অ্যালার্জি, (c) কলেরা, (d) মাম্পস।

8. আপদকালীন হরমোন হল ----  (a) থাইরক্সিন, (b) অ্যাড্রিনালিন, (c) টেস্টোস্টেরন, (d) ইস্ট্রোজেন।

9.  নালিপদের সাহায্যে গমন করে --- (a) তারামাছ, (b) অক্টোপাস, (c) হাঙর, (d) সাগরকলম।

10. ত্রিফলাতে যা থাকে না সেটি হল --- (a) আমলকী, (b) নিম, (c) বহেড়া, (d) হরিতকি।

11. ভারতে কোন্ প্রাণীকে 'জাতীয় জলজ প্রাণী' বলা হয়? --- (a) গঙ্গার কুমির, (b) গঙ্গার শুশুক, (c) ঘড়িয়াল, (d) কঙ্কপ।

12. থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় --- (a) থাইরয়েড গ্রন্থি, (b) প্যারাথাইরয়েড গ্রন্থি, (c) পিটুইটারি গ্রন্থি, (d) অ্যাড্রিনাল গ্রন্থি।

13. গন্ডারের ক্ষেত্রে প্রদত্ত যে তথ্যটি ভুল সেটি হল---- (a) লম্বা ঘাসযুক্ত জলাভূমি গন্ডারের বাসস্থান, (b) পবিতোরা অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়, (c) গন্ডারের খঙ্গ কেরাটিন দিয়ে তৈরি,(d) গন্ডারের দৃষ্টিশক্তি প্রবল কিন্তু ঘ্রাণশক্তি দুর্বল।

14. অ্যালিসিন নামক যৌগ পাওয়া যায় --- (a) আদাতে, (b) পেঁয়াজে, (c) রসুনে, (d) হলুদে।

15. একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল --- (a) রাইজোবিয়াম, (b) ক্রসট্রিডিয়াম, (c) নাইট্রোব্যাকটর, (d) ই. কোলাই।

16. পর্দাবিহীন কোশ অঙ্গাণু হল ---  (a) মাইটোকনড্রিয়া, (b) নিউক্লিয়াস, (c) লাইসোজোম, (d) রাইবোজোম।

17. কোন ভাইরাসঘটিত রোগ নয়? --  (a) চিকেন পক্স, (b) টাইফয়েড, (c) হেপাটাইটিস, (d) ডেঙ্গু।

18. পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত একটি হরমোন হল ---  (a) গ্লুকাগন, (৮) থাইরক্সিন, (c) ভেসোপ্রেসিন, (d) ইস্ট্রোজেন।

19. দংশক কোশ দেখা যায় ----  (a) অক্টোপাসে, (b) সাগরকুসুমে, (c) স্কুইডে, (d) সাগরকলমে।

20. ব্যাকটেরিয়ার শ্বসনে সাহায্য করে --- (a) মাইটোকনড্রিয়া, (b) রাইবোজোম, (c) মেসোজোম, (d) নিউক্লিওয়েড।

21. প্রদত্ত কোন্ মশলাটি উদ্ভিদের ফল? --- (a) গোলমরিচ, (b) জায়ফল, (c) জোয়ান, (d) মৌরি।

22.  একটি উপকারী ব্যাকটেরিয়া হল ---  (a) সালমোনেল্লা, (b) অ্যাজোটোব্যাকটর, (c) স্ট্রেপটোকক্কাস, (d) ভিব্রিও কলেরি।

23. একটি এককোশী প্রাণী হল ---  (a) মশা, (b) অ্যামিবা, (c) শামুক, (d) কাঁকড়া।

24. একটি আদ্যপ্রাণীঘটিত রোগের নাম হল --- (a) আমাশয়, (b) AIDS, (c) যক্ষ্মা, (d) ক্যানসার।

25. আপদকালীন চরমোন হল --- (a) সোমাটোট্রপিক হরমোন, (b) অ্যাড্রিনালিন, (c) ইনসুলিন, (d) ইস্ট্রোজেন।

26. তারামাছ বা স্টারফিশের গমন অঙ্গের নাম হল --- (a) চোষক বা সাকার, (b) ফ্ল্যাজেলা, (c) নালিপদ বা টিউব ফিট, (d) সিলিয়া।

27. ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ হল ---  (a) শাল, (b) সুন্দরী, (c) নারিকেল, (d) আম।

28.  ফলের রসে থাকা শর্করাকে যে ছত্রাকটি ভেঙে দিতে পারে, সেটি হল ---  (a) মিউকর, (b) পেনিসিলিয়াম, (c) ইস্ট, (d) অ্যাগারিকাস।

29.  এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ।- (a) জুওলজিক্যাল পার্ক, (b) সংরক্ষিত অরণ্য, (c) জাতীয় উদ্যান, (d) বায়োস্ফিয়ার রিজার্ভ।

30. জলাতঙ্ক যে প্রকার অণুজীব দ্বারা ঘটে, সেটি হল ---  (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) প্রোটোজোয়া, (d) ছত্রাক।

31. ব্যাকটেরিয়া কোশে নিউক্লিয়াসের বদলে যেটি থাকে, সেটি হল ----  (a) প্লাসমিড, (b) নিউক্লিওলাস, (c) নিউক্লিওয়েড, (d) পিলি।

32.  শুধুমাত্র স্ত্রীদেহে পাওয়া যায় এমন একটি হরমোন হল  --- (a) ইনহিবিন, (৮) টেস্টোস্টেরন, (c) STH, (d) ইস্ট্রোজেন।

33. নালিপদ দেখা যায় যে প্রাণীটিতে, সেটি হল --- (a) স্কুইড, (b) হাঙর, (c) অক্টোপাস, (d) তারামাছ।

34. শৈবাল ও ছত্রাকের সহাবস্থানই হল --- (a) ল্যাকটোব্যাসিলাস, (b) লাইকেন, (c) অ্যামিবা, (d) স্পাইরোগাইরা।

35. গঙ্গার শুশুকের প্রতিটি চোয়ালের দাঁতের সংখ্যা হল--- (a) 27-32 টা, (b) 32-42 টা, (c) 42-47 টা, (d) 20-27 টা।

36.  তারামাছের বাহুর সংখ্যা ---  (a) ২টি, (b) 3টি, (c) 4টি, (d) এটি।

37. ইনসুলিন নিঃসৃত হয় --- (a) অগ্ন্যাশয়, (b) থাইরয়েড, (c) বৃক্ক, (d) হৃৎপিণ্ড থেকে।

38. বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হল--- (a) থাইরয়েড, (b) অগ্ন্যাশয়, (c) লালাগ্রন্থি, (d) পিটুইটারি গ্রন্থি।

39. ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত তা হল --- (a) প্রোটোজোয়া, (৮) ফানজি, (c) প্ল্যান্টি, (d) মোনেরা।

40.  পক্স হল --- (a) ব্যাকটেরিয়া, (৮) ভাইরাস, (c) প্রোটোজোয়া, (d) ছত্রাকঘটিত রোগ।

41. একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল--- (a) অ্যাজোটোব্যাকটর, (b) রাইজোবিয়াম, (c) নাইট্রোসোমোনাস, (d) কোনোটিই নয়।

42. প্রোটিন তৈরি করতে সাহায্য করে --- (a) গলগি বস্তু, (৮) সাইটোপ্লাজাম, (c) লাইসোজোম, (৫) রাইবোজোম।

43.  কারকিউমিন যৌগটি পাওয়া যায় যে মশলায় সেটি হল ---  (a) দারচিনি, (৮) হলুদ, (c) রসুন, (d) আদা।

44. আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম --- (a) ইগলু, (b) পুয়েবলা, (c) তাঁবু, (d) ঝুপড়ি।

45.  ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হল --- (a) অগ্ন্যাশয়, (b) থাইরয়েড, (c) অ্যাড্রিনাল, (d) পিটুইটারি। 

46. ডেঙ্গিার রোগটি হল ---  (a) ব্যাকটেরিয়াঘটিত, (b) ভাইরাসঘটিত, (c) ছত্রাকমটিত, (d) আদ্যপ্রাণীঘটিত।

47. রসুনে থাকে --- (a) অ্যালিসিন, (৮) রৌবেসিন, (c) পিপেরাইন, (d) কারকিউমিন।

48.  অ্যান্টিডায়াবেটিক হরমোনটি হল --- (a) হাকাগন, (b) ইনসুলিন, (c) ভেসোপ্রেসিন, (d) অক্সিটোসিন।

49. একটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ হল ---  (a) বোটানিক্যাল গার্ডেন, (b) অভয়ারণ্য, (c) ন্যাশনাল পার্ক, (d) বায়োস্ফিয়ার রিজার্ভ।

50. একটি পর্দাবিহীন কোশ অঙ্গাণু হল ---  (a) লাইসোজোম, (b) গলগি বস্তু, (c) ER, (d) সেস্ট্রোজোম।




G ix all

 1) শুদ্ধ ও অশুদ্ধ লেখ।

I) সব দুর্যোগের অন্তিম পর্যায় হল বিপর্যয়।উ:- শুদ্ধ।

ii) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কৌনিক মানের পার্থক্য 180 ডিগ্রি।উ:- শুদ্ধ।

iii) সকল পার্বত্য অঞ্চলেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় । উ:- অশুদ্ধ।

iv) মৌজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র । উ:- শুদ্ধ।

v) নিম্ন অক্ষাংশে গোধূলির স্থায়িত্বকাল বেশি। উ:- অশুদ্ধ।

vi)ধাপচাষ অধিক দেখা যায় পার্বত্য অঞ্চলে। উ:- শুদ্ধ।

vii) ভূমিকম্প ঘটলেই সুনামী হয়। - অশুদ্ধ।

viii) জল ধরো জল ভরো একটি খরা প্রতিরোধ কর্মসূচি। উ:- শুদ্ধ।

ix)রেগোলিথ মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান। উ:- শুদ্ধ।

x)পুঞ্জিত ক্ষয় হলে ক্ষয়ীভবনের হার বাড়ে। উ:- শুদ্ধ।

xi)শর্সাবর্তানে মাটির উর্বরতা শক্তি বজায় থাকে। উ:- শুদ্ধ।

2) শূন্যস্থান পূরণ করো:- 

I) সম্পদের প্রকৃত জননী হল ------। উ:- মানুষের জ্ঞান 

ii) পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হল -----। উ:- দ্যা গ্রেট রিফট ভ্যালি।

iii) মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ---- সৃষ্টি হয়।  উ:- রেগোলিথ।

iv) ক্ষয়ীভবনের আরেক নাম ----। উ:- পর্যায়ন।

v) আবহবিকারের অপর নাম ----। উ:- শিলাবিকার।

vi) ধস একধরনের ----। উ:- পুঞ্জিত ক্ষয়।

অ্যাটলাস হল - মানচিত্র।

জাহাজের নাবিকেরা ব্যবহার করেন - মানচিত্র চার্ট।

3) সঠিক উত্তর নির্বাচন করো:-

I) কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? উ:- রায়গঞ্জ জেলায়।

ii) পশ্চিমবঙ্গের নবতম জেলা হল -- ঝাড়গ্রাম।

iii) পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোন জেলায় ?উ:- পুরুলিয়া জেলায়।

iv) বিহারীনাথ পাহাড় অবস্থিত – বাঁকুড়াজেলায়।

v)মৎস্য বন্দর গড়ে উঠেছে – শংকরপুরে।

vi)চিন সাগরে ঘূর্ণিঝড়টির নাম হল - টাইফুন।

vii) প্রথম মানচিত্র বই প্রকাশ করেন— মার্কেটর।

viii)ভূমিকম্পের দেশ ' বলা হয় -জাপানকে।

ix)জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়? উ:- অক্সিজেন।

x) ভারতের নিম্নলিখিত কোন অঞ্চল সর্বাধিক ভূমিকম্পপ্রবণ -হিমালয়।

xi)পোড়ামাটির পুতুল ও মূর্তি বিশ্ববিখ্যাত – বিষ্ণুপুর(কৃষ্ণনগর)।

xii) তুষার ঝড় সবচেয়ে বেশি হয় - মেরু অঞ্চলে।

xiii) সুনামী কোন ভাষার শব্দ? উ:- জাপানি শব্দ।

Xiv) জল জমে বরফ হলে কতটা বাড়ে? উ:- 9 শতাংশ।

xv) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় - হুগলিতে।

xvi) উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল - শিলিগুড়ি।

xvii) কলকাতার পরিপূরক বন্দর হল - হলদিয়া।

xviii) শৈলশহরের রানী বলা হয় - দার্জিলিঙকে।

xix) মিলিয়ন শহরের জনসংখ্যা হয় - 10 লক্ষর বেশি।

xx) পশ্চিমবঙ্গের ধানভান্ডার বলা হয় - বর্ধমানকে।

xxi) ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে - প্রথম।

xxii) পশ্চিমবঙ্গ কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় - আমন ধান।

xxiii) পশ্চিমবঙ্গের কোন জেলায় লু বয় - পুরুলিয়া।

xxiv) পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় - গ্রীষ্মকালে।

xxv) পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় - দামোদরকে।

xxvi) দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ - রূপনারায়ন।

xxvii) উত্তরবঙ্গের ত্রাসের নদী হল - তিস্তা।

xxviii)কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ - হলদি।

xxix) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল - সান্দাকফু।

xxx) পশ্চিমবঙ্গের মোট জেলা হল - 23 টি।

xxxi) পশ্চিমবঙ্গের নবতম জেলা হল - ঝাড়গ্রাম।

xxxii) ভারতের প্রাচীনতম তৈলখনি হল - ডিগবয়।

xxxiii ) ভারতেরবৃহত্তম তৈল খনি হল- বোম্বে হাই।

xxxiv ) সাদা কয়লা বলা হয় - জলবিদ্যুৎকে।

xxxv )কোক কয়লা তৈরি হয় - বিটুমিনাস থেকে।

xxxvi) ভারতেরবৃহত্তম কয়লাখনি হল - ঝরিয়া।

xxxvii ) সম্পদের প্রকৃত জননী হল - মানুষের জ্ঞান।

xxxviii) পেনিপ্লেনের অনুচ্চ টিলা হল - মোনাডনক।

xxxix)  পৃথিবীর উচ্চতম মালভূমি হল - পামীর।

XL) পর্বতের যে ঢালে বৃষ্টি হয় - প্রতিবাত ঢাল।

XLI )ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় - স্ট্রম্বলিকে।

XLII) পাতসংস্থান তত্বের জনক হলেন - পিচো।

XLIII )অক্ষরেখার অপর নাম - সমাক্ষরেখা।

XLIV) দ্রাঘিমা রেখার অপর নাম - দেশান্তর রেখা।

XLV) এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় - চার মিনিট।

XLVI ) কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় - 12 ঘন্টা।

XLVII) প্রতিটি দ্রাঘিমা কত ডিগ্রি কোন উৎপন্ন করে - 180 ডিগ্রি।

XLVIII) গিনিচের সময় নির্নয়ক ঘড়ি হল - ক্রনোমিটার।

XLIX) ভারতের প্রমাণ দ্রাঘিমা - 82 ডিগ্রি 30 মিনিট।

L) গিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য - সাড়ে পাচ ঘন্টা।

1। বন্যা ও খরার কারন লেখ।

উ:- বন্যার কারন:- 

ক) একনাগাড়ে কয়েকদিন বৃষ্টি হলে বন্যা দেখা দেয়।

খ) বর্ষা কালের আগে মৌসুমী বায়ু প্রবেশ করলে অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়।

গ) মৌসুমী বায়ু বেশি দিন স্থায়ী হলে বন্যা হয়।

ঘ) অতিরিক্ত পরিমাণে বাধের জল ছাড়লে বন্যা হয়।

খরার কারন:- 

ক) মৌসুমী বায়ুর স্থায়ীত্ব কম হলে খরা হয়।

খ) সময়ের পরেও মৌসুমী বায়ুর আগমন না ঘটলে খরা হয়।

গ) স্বাভাবিক এর তুলনায় কম বৃষ্টি হলে খরা হয়।

ঘ) অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে বৃষ্টির পরিমাণ কমে যায়। ফলে খরা হয়।

2। হিমানী সম্প্রপাত কী? 

উ:- পর্বতের উপরের বিশালাকার বরফের স্তুপ অভিকর্ষের টানে নীচে নেমে আসাকে হিমানী সম্প্রপাত বলে। এর প্রভাবে পার্বত্য অঞ্চলে বিশাল ক্ষয়ক্ষতি হয়।

3) যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও । 

উষ্ণতার পরিবর্তন , শিলাস্তরে চাপের হ্রাসবৃদ্ধি , আর্দ্রতার পরিবর্তন প্রভৃতি কারণে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণবিচূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে । যান্ত্রিক আবহবিকার বিভিন্নভাবে ঘাটে । যেমন- -

ক ) প্রস্তর টাই খণ্ডীকরণ বা পিওবিশরণ : শিলা তাপের কুপরিবাহী হওয়ায় দিনের বেলা শিলা অধিক তাপে প্রসারিত এবং রাত্রিবেশ কম তাপে সংকুচিত হয় । ক্রমাগত সংকোচন ও প্রসারণের কারণে শিলাস্তরে অসংখ্য ফাটলের সৃষ্টি হয় এবং একসময়ে ফাটল বরাবর শিলাখন্ড আলগা হয়ে খুলে বেরিয়ে আসে । একে প্রস্তুর চাই খ্রন্ডীকরণ বলে । মরুভূমি অঞ্চলের গ্রানাইট শিলায় এই প্রক্রিয়া দেখা যায়।

খ) ক্ষুদ্রকণা বিশরণ :-

শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত হওয়ায় দিনের প্রস্তর চাই খণ্ডীকরণ বেলায় সূর্যতাপে শিলাখনিজগুলি বিভিন্ন হারে প্রসারিত ও রাত্রিবেলা বিভিন্ন হারে সংকুচিত হয় । ক্রমাগত সংকোচন ও প্রসারণে শিলায় পীড়নের সৃষ্টি হয় এবং একসময় শিলা আওয়াজ করে ফেটে ক্ষু ক্ষুদ্র খাণ্ডে পরিণত হয় । একে ক্ষুদ্রকণা বিশরণ বলে । মরু অঞ্চলের গ্রানাইট শিলাতে এই প্রক্রিয়া দেখা যায় । 

গ) শল্ক মোচন :-

 শিলা তাপের কুপরিবাহী হওয়ায় শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলায় প্রসারিত ও রাত্রিবেলায় সংকুচিত হয় । কিন্তু ভিতরের অংশ অপরিবর্তনীয় থাকে । ফলে শিলান্তরের ভিতর থেকে বাইরের দিকে তাপীয় ঢালের সৃষ্টি হয় । এর ফলে বাইরের অংশ পিঁয়াজের খোসার মতো খুলে যায় । একে শঙ্কমোচন  বলে । মরু অঞ্চলে গ্রানাইট শিলায় শঙ্কমোচন দেখা যায় ।

4) রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলির নাম করো এবং যে কোনো দুটি প্রক্রিয়ার ব্যাখ্যা দাও ।

 রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া গুলি হল— ( 1 ) কার্বনেশন বা অঙ্গারযোজন , ( ii ) অক্সিডেশন বা জারণ ( iii ) হাইড্রেশন বা জলযোজন , ( iv ) হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ এবং ( v ) সলিউশন বা দ্রবন।

 ( i ) কার্বনেশন ( Carbonation ) বা অঙ্গার যোজন : বায়ুমণ্ডলের কার্বন ডাই - অক্সাইডের  সঙ্গে জলের রাসায়নিক সংযোগ সৃষ্ট কার্বনিক আসিড শিলা খনিজের সাথে বিক্রিয়া ঘটিয়ে শিলার পরিবর্তন ঘটালে তাকে কার্বনেশন বলে । বৃষ্টির জল বাতাসের কার্বন ডাইএক্সাইডের সাথে মিশে সৃষ্টি হয় মৃদু কার্বনিক অ্যাসিড।এই কার্বনিক আসিড চুনাপাথর বা আলশিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া ঘটিয়ে ক্যালশিয়াম বাই কার্বনেট তৈরি করে যা সহজেই জলে দ্রবীভূত হয় ।

 ( ii ) অক্সিডেশন ( Oxidation ) বা জারন:-

জল  বা জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হলে তাকে কারণ বলে । ভূপৃষ্ঠে যে সকল শিলার মধ্যে লোহা আছে সেখানেই এই প্রক্রিয়া . ক্রিয়াশীল । তাছাড়া আম্ফিবোল , পাইরক্সিন ও বায়োটাইট খনিজের ওপরেও অক্সিডেশন কার্যকর হয় । লোহা যখন ফোরাস অক্সাইড রূপে থাকে তখন তা ভীষণ কঠিন , কিন্তু অক্সিডেশন প্রক্রিয়ায় যখন ফেলিক অক্সাইডে পরিণত হয় তা সহজে ভেঙে যায় এবং শিলায় মরচে ধরে।

5) শস্যাবর্তন কী?

উ:- বছরের পর বছর একই জমিতে একই ফসল চাষ না করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল পর্যায়ক্রমে চাষ করাকে শস্যাবর্তন বলে। এর ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।

6) ম্যানগ্রোভ অরশোর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো । 

উ:-  ( i ) নরম মাটিতে গাছগুলি যাতে পড়ে না যায় তার জন্য উদ্ভিদগুলিতে স্তস্তমূল ও ঠেসমূল থাকে । 

( ii ) অতিসুক্ষ্ম লবণাক্ত পলিমাটিতে গাছগুলি জন্মায় । তাই বায়ু চলাচল করতে পারে না বলে মাটির ভিতরের মূল বায়ু সংগ্রহের জন্য খাড়াভাবে উপরে উঠে আসে । এই মূল্য হল শ্বাসমূল।

(iii) কম অক্সিজেনযুক্ত মাটিতে বীজ অঙ্কুরিত হতে পারে না বলেই গাছের মধ্যেই বীজের অঙ্কুরোদগম ঘটে । এই পদ্ধতিই হলজরায়ুজ অঙ্কুরোদগম।

7) ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য লেখ।

উ:- ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য:-

ক) এই মাটির রং বাদামি বা লাল।

খ) এই মাটিতে জল থাকলে থকথকে কিন্তু  শুকিয়ে গেলে কাদার মতো শক্ত হয়।

গ) এই মাটির প্রধান উপাদান হল - লোহা, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ।

8) উত্তরবঙ্গের নদীর বৈশিষ্ট্য উল্লেখ করো । 

উ:- ক)  পর্বতের হিমবাহ ও বরফগলা জলের সাথে সাথে বৃষ্টির জল পায় বলে নদীগুলি চিরপ্রবাহী।

খ) পার্বত্য অংশের গভীর গিরিখাত প্রমাণ করে অধিকাংশই পূর্ববর্তী নদী ।

গ)  তরাই ও ডুয়ার্সের নদীগুলি খুব চওড়া , তাই বর্ষাকালে অধিক বৃষ্টিতে প্রবল বন্যা হয় ।

ঘ) নদীগুলি অধিকাংশ বাংলাদেশে গিয়ে পদ্মা বা যমুনার সাথে মিলিত হয়েছে । 

ঙ) নদীগুলি সমভূমিতে প্রায়শই গতিপথ পরিবর্তন করে ।

9).মৌজা মানচিত্রের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো । 

উ:- ( ১ ) এই মানচিত্র থেকে জমির পরিমাণ ও মালিকানা জানা যায় । ( ২ ) সরকারের জমি অধিগ্রহণের প্রয়োজন হলে এই মানচিত্রের সাহায্য নেয় । ( ৩ ) সরকার জমির রেভিনিউ , ট্যাক্স এই মানচিত্রের মাধ্যমে সংগ্রহ করে । ( ৪ ) সরকার নির্ধারিত জমির এই মানচিত্রের দ্বারা ঠিক হয় । ( ৫ ) উন্নয়নের পরিকল্পনা গ্রহণে এই মানচিত্র কাজে লাগে । ( ৬ ) ভূমিব্যবহার মানচিত্র ( Land Use Map ) এই মানচিত্র থেকেই প্রস্তুত হয় । 

10) টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো । 

উ:-  ( ১ ) এটি বৃহৎ স্কেলের মানচিত্র এবং এটি সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয় । ( ২ ) এই মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার নির্দিষ্ট থাকে এবং প্রতিটি মানচিত্রের একটি নির্দিষ্ট নাম্বার থাকে । ( ৩ ) জরিপকার্যের মাধ্যমে এই মানচিত্র প্রস্তুত হয় । বর্তমানে উপগ্রহ চিত্র ও আকাশচিত্রথেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে মানচিত্রকে আরও নিখুঁতভাবে পরিবর্ধন ও পরিমার্জন করা হয় । ( ৪ ) বাদামি রঙের সমোন্নতি রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় ।


X g 90

 বিবেকানন্দ কোচিং সেন্টার 

2024

Geography

(নতুন পাঠক্রম)

সময় – 3 ঘন্টা 15 মিনিট

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – 90


 বিভাগ- ‘ক’ 

১। বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:                                                             ১×১৪=১৪ 

১.১ বায়ুর আদ্রতা মাপক যন্ত্র হল --- রেনগজ / অ্যানিমোমিটার / হাইগ্রোমিটার / ব্যারোমিটার ।

১.২ ভারত- চীন সীমারেখা হল --- ম্যাকমোহন লাইন / রাডক্লিফ লাইন / ডুরান্ড লাইন / আট ডিগ্রি চ্যানেল।

১.৩ শীবসমুদ্রম জলপ্রপাত গড়ে উঠেছে --- গঙ্গা / কাবেরী / নর্মদা / মহানদীতে ।

১.৪ সমুদ্র উপকুল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলে --- ফিয়র্ড / হিমদ্রোনী / করি / ঝুলন্ত উপত্যাকা।

১.৫ ভারতে ধান গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত ? ---  দিল্লি /  কটক /  গুরগাঁও /  কলকাতা।

১.৬ সোনালী পানীয় বলা হয় --- চা / কফি / রবার / কোকাকোলা কে ।

১.৭ বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হল --- বাতপতাকা / অ্যানিমোমিটার / হাইগ্রোমিটার / ব্যারোমিটার।

১.৮ ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল –-- পারাদ্বীপ বন্দর / কোচিন বন্দর / কান্ডালা বন্দর / হলদিয়া বন্দর ।

১.৯ ভারতের প্রথম পেট্ররসায়ন শিল্প কেন্দ্র হল --- ট্রম্বে / হলদিয়া / ভাদোদরা / বঙ্গাইগাও।

১.১০ সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে—শৈবাল সাগর / মগ্নচড়া / হিমপ্রাচীর / হিমশৈল।

১.১১  আরবসাগরের রানী বলা হয় --- বেঙ্গালুরু / হায়দ্রাবাদ / পুনা / কোচিকে ।

১.১২ হ্ময়সীমা ধারনার প্রবর্তক হলেন --- গিলবার্ট / চেম্বারলিন / পাওয়েল / ডেভিস।

১.১৩ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নতা বাড়ে প্রতি ১ কিমি . তে–  ৩.৪ ° C  /  8.8 ° C  / ৫.৪ ° C / ৬.৪ ° C ।

১.১৪ শিকড় আলগা শিল্প হল --- লৌহ ইস্পাত শিল্প / কাগজ শিল্প / কার্পাস বয়ন শিল্প / চা শিল্প।


বিভাগ: ‘খ’ 

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘সু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখ যেকোনো (ছয়টি প্রশ্নের উত্তর দাও):                             ১×৬=৬ 

২.১.১ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার। 

২.১.২ আন্টার্টিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়। 

২.১.৩ শীতকালে ভারতে পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়।

২.১.৪ পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়।

২.১.৫ দূষিত বাতাসকে স্ক্রাবারে সাহায্যে পরিশ্রুত করা হয়। 

২.১.৬ ভারতে অবস্থিত হিমালয়ের সবোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্টিন।

২.১.৭ ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ অ্যাপেলো।


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও):                                    ১×৬=৬ 

২.২.১ ----- জোয়ারের সময় নদীতে বানডাকা হয়।

২.২.২ হিমপ্রাচীর বরাবর ---- আবহাওয়া দেখা যায়।

২.২.৩ ভারতের একটি অন্তবাহিনী নদী হল ------।

২.২.৪ _______ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 

২.২.৫ ----- হল ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র।

২.২.৬ বায়ুমন্ডল সর্বাধিক উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে ----- বলে।

২.২.৭ ভারতের ----- শহরে প্রথম পাতালরেল চালু হয়।


 ২.৩ একবার দুটি শব্দে উত্তর দাও (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও):                                                  ১×৬=৬ 

২.৩.১ মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখ। 

২.৩.২ দুটি ই-বর্জ্যের নাম লেখ।

২.৩.৩ সিজিগি কাকে বলে?

২.৩.৪ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কী ?

২.৩.৫ শিবালিক ও হিমাচলের মাঝের উপত্যাকাকে কী বলে?

২.৩.৬ ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? 

২.৩.৭ বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

২.৩.৮ ব্লাকফুট রোগ কোন পদার্থের বিষক্রিয়ার ফলে হয়?


২.৪ বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো:                                                                        ১×৪=৪ 

বামদিক   ডানদিক

ISRO  তাপবিদ্যুৎ কেন্দ্র

ঝুমচাষ   মৃত্তিকা হ্ময়

ফ্লাই অ্যাশ  রকেট উৎহ্মেপন কেন্দ্র

চিকমাগালুর   কফি গবেষনাগার




 বিভাগ: ‘গ’ 


৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়):        ২×৬=১২ 

৩.১ বৈপরিত্য উত্তাপ কী ? 

অথবা

পশ্চিমি ঝঞ্ঝা কী ?

৩.২ হীমশৈল কী ?

অথবা

ড্রামলিন কী ?

৩.৩ তেজস্কিয় বর্জ্য কী ?

অথবা

ল্যান্ডফিলিং  বলতে কী বোঝো? 

৩.৪ মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? 

অথবা

সামাজিক বনসৃজন এর দুটি সুবিধা লেখ। 

৩.৫ কৃষি বনসৃজন কী ?

অথবা

পেট্ররসায়ন শিল্পকে উদিয়মান শিল্প বলে কেন ?

৩.৬ উপগ্রহ চিত্র কী ?

অথবা

ভূবৈচিত্র সুচক মানচিত্র কী ?


 

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়):                                                          ৩×৪=১২ 

৪.১ জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখ।

অথবা

ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?

৪.২ বর্জ্য ব্যবস্থাপনার 4R সুত্র সংহ্মেপে লেখ।

অথবা

 বর্জ্যে ব্যবস্থাপনায় শিহ্মার্থীর ভূমিকা লেখ? 

৪.৩  সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য  আলোচনা কর। 

অথবা

মরু অঞ্চলে বায়ুর কাজ বেশি হয় কেন আলোচনা কর। 

৪.৪ দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা আলোচনা কর। 

অথবা

ভূবৈচিত্রসূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ কর। 


 বিভাগ: ‘ঙ’ 


৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:      ৫×২=১০ 

৫.১.১ হিমবাহের ক্ষয়কার্যের  ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র - সহ বর্ণনা করো । 

৫.১.২ পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো । 

৫.১.৩ বায়ুমণ্ডলের স্তরগুলি আলোচনা করো । 

৫.১.৪ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র - সহ ব্যাখ্যা করো । 



 ৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:      ৫×২=১০ 

৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো । 

৫.২.২ ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও । 

৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো । 

৫.২.৪ ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি ও সমস্যাগুলি আলোচনা করো ।


 বিভাগ: ‘চ’ 

৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও:         ১×১০=১০ 

৬.১ কারাকোরাম পর্বত

৬.২ কাবেরী নদী

৬.৩ চিল্কা হ্রদ

৬.৪ একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল

৬.৫ সক্রিয় বদ্বীপ অঞ্চল

৬.৬ ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল

৬.৭ ভারতের টেক শহর।

৬.৮ পশ্চিমবঙ্গের একটি করমুক্ত বন্দর

৬.৯ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর

৬.১০ নামচাবাওয়া 

B ix 60

 বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস:- নবম শ্রেনী; বিষয়:- বাংলা

পুর্ণমান:- ৬০; সময়:- ২ ঘন্টা

১) সঠিক উত্তরটি নির্বাচন করো: ১০x১ =১০

১.১) 'আকাশে সাতটি তারা' --- যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত , সেটি হল ( ক ) ঝরা পালক ( খ )সাতটি তারার  তিমির ( গ ) বনলতা সেন  (ঘ) রুপসী বাংলা। 

১.২) যে গাছটি ' বুডিয়ে ওঠে , কিন্তু মুড়োয় না ---  ( ক ) নটে ( খ ) শটি ( গ ) পাট ( ঘ ) বট। 

১.৩) সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত -- -  রক্তের জন্য । (ক) ভারতীয়  ( খ ) কেলটিক ( গ ) জার্মান ( ঘ ) মিশরীয় । 

১.৪) পদ্মলোচন চার টাকার শাড়ি  বিক্রি করেছিল— ( ক ) আট টাকায় ( খ ) সাত টাকায় ( গ ) সাড়ে আট টাকায় ( ঘ ) আট টাকা সাড়ে চোদ্দ আনায়। 

১.৫) রাধারাণী রথ দেখতে গিয়েছিল ---  ( ক ) শান্তিপুরে ( খ ) শ্রীরামপুরে ( গ ) মাহেশে ( ঘ ) মায়াপুরে । 

১.৬) নটেগাছটি কোথায় আছে --- ( ক ) উঠোনে ( ঘ ) বেড়ার পাশে ( গ ) ঘরের কোণে ( ঘ ) রাস্তার পাশে। 

১.৭) কর্ভাস  অতি সন্তর্পণে নামিয়ে রাখল আর্গাসের --- ( ক ) মাইনাস কুড়ি পাওয়ারের সোনার চশমা ( খ ) মাইনাস দশ পাওয়ারের সোনার চশমা ( গ ) মাইনাস চার পাওয়ারের সোনার চশমা ( ঘ ) মাইনাস ত্রিশ পাওয়ারের সোনার চশমা। 

১.৮)  ' আকাশে সাতটি তারা ' কবিতায় কবি বসে আছেন -- ( ক ) পাহাড়ে ( খ ) নদীর তীরে ( 2 ) ঘাসের  উপরে ( ঘ ) সমুদ্রের তীরে। 

১.৯) শঙ্কুর পোষা বিড়ালটির নাম হল ---  ( ক ) নিউটন  ( খ ) আইনস্টাইন ( 5 ) মেনি  ( ঘ ) প্রহ্লাদ।

১.১০) তারায় তারায় স্বপ্ন কখন এঁকে রাখে ?  --- ( ক ) সারাটা দিন ( খ ) সারা সময় ( গ ) সারাটা রাত ( ঘ ) সারাটা সন্ধ্যা। 

২) ১৫ টি শব্দে যে কোন আটটি  প্রশ্নের উওর দাও: ৮x১= ৮

২.১) কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে ? ২.২)  ' আবহমান ' কবিতায় কবি কোথায় দাঁড়াতে বলেছেন ?  ২.৩ ) রাধারাণী ঘর ঝাঁট দিতে গিয়ে কী পেয়েছিল ?  ২.৪ ) আর্গাস কত টাকা দিয়ে কর্ভাসকে কিনতে চেয়েছিল ? ২.৫) নেভে না তার যন্ত্রণা ' — এখানে কীসের যন্ত্রণার কথা বলা হয়েছে ?  ২.৬) ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ? ২.৭) চিলিয়ান জাদুকরের নাম কী ? ২.৮)  ' আবহমান ' কথাটির অর্থ কী ? ২.৯) তোমাদের পাঠ্য চিঠিটি কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে স্বামীজি লিখেছিলেন ? ২.১০)  ‘ রাধারাণী বড় বালিকা' --- এমন মনে হওয়ার কারণ কী ? 

৩) ৬০ টি শব্দে যে কোন চারটি  প্রশ্নের উওর দাও: ৪x৩= ১২

৩.১)  ' তাহারা দরিদ্র , কিন্তু লোভী নহে ।'— মন্তব্যটি ব্যাখ্যা করো। 

৩.২)  ‘ যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া ’ — কোন্ কবিতার অংশ ? কবি উঠানে দাঁড়াতে বলেছেন কেন ? ১ + ২ 

৩.৩)  ‘ কেশবতী কন্যা যেন এসেছে আকাশে ' — কেশবতী কন্যা বলতে কাকে বলা হয়েছে ? তাকে কেশবতী কন্যা বলার কারণ কী ?

৩.৪)  ‘ অগত্যা রাধারাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল ’ — রাধারাণী কোথা থেকে , কেন কাঁদতে কাঁদতে ফিরল ? ১ + ২ 

৩.৫)  বিঘ্ন আছে বহু – কোন্ কোন্ বিঘ্নের কথা বলা  হয়েছে ? ৩

৩.৬) ' আসিয়াছে শান্ত অনুগত / বাংলার নীল সন্ধ্যা ' — এই লাইনটির মধ্য দিয়ে কবি সন্ধ্যার যে বর্ণনা দিয়েছেন কবিতা অনুসারে তা লেখো । 

৪)১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উওর দাও: ৫x২= ১০

৪.১) রাধারাণী চরিত্রটির পরিচয় দাও । 

৪.২)  ' আবহমান ' কবিতার সারসংক্ষেপ বা বিষয়বস্তু নিজের ভাষায় বর্ণনা করো । 

৪.৩)  ‘ আকাশে সাতটি তারা ’ কবিতায় বাংলার প্রকৃতির যে বর্ণনা পাওয়া যায় তা দু - একটি উদ্ধৃতিসহ লেখো ।

৪.৪) 'এরই মাঝে বাঙলার প্রান' --- কবি কোথায় বাঙলার প্রান খুজে পান ?

৫) ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উওর দাও: ৫x২= ১০

৫.১)  ‘ মরদ কি বাত হাতি কা দাঁত ’ —– বক্তা কে ? কাকে , কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন ? উক্তিটি ব্যাখ্যা করো ।১ + ২ + ২ 

৫.২) পাঠ্য চিঠি অবলম্বনে স্বামীজির দেশপ্রেমের পরিচয় দাও। ৫

৫.৩)  ' তুমি ঠিক সেইরূপ নারী , যাকে আজ প্রয়োজন ।'— কোন্ নারীর কথা এখানে বলা হয়েছে ? তাকে আজ প্রয়োজন কেন ? ১+8 

৬) ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উওর দাও: ৫x১= ৫

৬.১) কর্ভাস - এর মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটি ঘটনা উল্লেখ করো ।

৬.২) 'আমার ' অরনিথন ' যন্ত্র আজ তৈরি শেষ হলো — যন্ত্রটির  পরিচয় দাও । যন্ত্রটির ব্যবহার কীভাবে শুরু হল ? ২ + ৩

৭. নীচের সংকেতসূত্র অনুসারে একটি গল্প রচনা করো : ৫

 পুত্রের দাবি নিয়ে দুই নারীর বিবাদ - বিচারকের কাছে আগমন — দুজনেরই দাবি — বিচারক আদেশ দিলেন ছেলেটিকে কেটে দু - অংশ দুজনকে ভাগ করে দিতে — প্রকৃত মায়ের প্রাণভিক্ষা ও দাবি ত্যাগ ।


X B 90 aaaa

বিবেকানন্দ কোচিং সেন্টার

২০২৩

প্রথম ভাষা

সময়:- ৩ ঘন্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য।

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: ১৭×১=১৭

 ১.১. মামার বাড়িতে যার বিয়ে উপলক্ষে তপন এসেছে ( ক ) ছোটোমামা ( খ) ছোটো মাসি (গ) বড়ো মামা (ঘ) বড়ো মাসি।

১.২ .বিরাগীর তীর্থভ্রমণের জন্য জগদীশবাবু দিয়েছিলেন ( ক ) দু'শো টাকা ( খ ) একশো টাকা ( গ ) একশো এক টাকা  ( ঘ ) এক টাকা।

১.৩. অমৃতের বয়স ছিল (ক) দশ বছর (খ ) এগারো বছর ( গ ) নয় বছর (ঘ) বারো বছর।

 ১.৪. যাদের শব কাছে দূরে ছড়ানো রয়েছে -- (ক) পশুদের  (খ) নারীদের (গ) শত্রুদের (ঘ) শিশুদের।

 ১.৫. ঝরনা কলম নামটি দিয়েছেন  -- (ক) রাজশেখর বসু  (খ) রবীন্দ্রনাথ ঠাকুর  (গ) সুভাষচন্দ্র বসু (ঘ) স্বপন কুমার রায়।

 ১.৬. সিন্ধুতীরে কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল  -- (ক) তোহফা (খ) সতীময়না (গ) পদ্মাবতী  (ঘ) সেকেন্দারনামা।

 ১.৭. স্টাইলাস আসলে  -- (ক) ব্রঞ্জের শলাকা (খ) তামার শলাকা  (গ) লৌহ শলাকা (ঘ) হাড়ের শলাকা।

১.৮. শকুন-চিল বলতে বোঝানো হয়েছে  -- (ক) ভালোমানুষকে (খ) ধনীমানুষকে  (গ) সুযোগসন্ধানী মানুষকে  (ঘ) পাগল মানুষকে।

১.৯. বর্ম খুলে দেখ --- গায়ে।  -- (ক) জামা  (খ) আদুড় (গ) নোংরা  (ঘ) সুগন্ধ।

১.১০. হরিদার ঘরে আড্ডা দিত  -- (ক) তিনজন  (খ) দুজন  (গ) চারজন  (ঘ) ছয়জন।

১.১১. "কে বধিল কবে প্রিয়ানুজে" -- প্রিয়ানুজ হলেন  -- (ক) রাবন (খ) ইন্দ্রজিৎ (গ) কুম্ভকর্ণ (ঘ) বীরবাহু।

১.১২. সপ্ত ঋষির সমাহার = সপ্তর্ষি, যে সমাসের উদাহরন  -- (ক) দ্বিগু সমাস  (খ) দ্বন্দ্ব সমাস  (গ) বহুব্রীহি সমাস  (ঘ) তৎপুরুষ সমাস।

১.১৩. সমাস শব্দের অর্থ হল  -- (ক) সম্বন্ধ (খ) সংক্ষেপ (গ) সমান (ঘ) সমন্বয়।

১.১৪. অপ্রধান খন্ডবাক্য দেখা যায়  -- (ক) সরল বাক্যে  (খ) জটিল বাক্যে  (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে।

১.১৫. 'গরু আকাশে ওড়ে' - বাক্যটিতে যে শর্ত লঙ্ঘিত হয়েছে  -- (ক) যোগ্যতা (খ) আসক্তি  (গ) আকাঙ্খা (ঘ) কোনটি নয়।

১.১৬. ' আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো ' - এটি কী জাতীয় বাক্য?  -- (ক) সরল বাক্যে  (খ) জটিল বাক্যে  (গ) যৌগিক বাক্যে (ঘ) মিশ্র বাক্যে।

১.১৭. ' বাঘে-গরুতে একঘাটে জল খায়।' - এই বাক্যে কর্তা হল (ক) নিরপেক্ষ কর্তা (খ) ব্যতিহার কর্তা   (গ) সহযোগী কর্তা (ঘ) প্রযোজ্য কর্তা।

২. কমবেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর  দাও:- ১৯×১=১৯

২.১ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.১.১. “ তবে এ বস্তুটি পকেটে কেন ” কোন বস্তুটি পকেটে ছিল ? 

২.১.২. “ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ” ——- নদীর বিদ্রোহের কারণ কী ? 

২.১.৩. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল ?

২.১.৪.  “ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ” —কী বুদ্ধি খেলেছিল ?

২.১.৫.  “ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে । ” কোন কথাটা ছড়িয়ে পড়ে ?

২.২ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪×১=৪

২.২.১. “ মাথায় কত শকুন বা চিল ” “ শকুন বা চিল ’ বলতে কবি কাদের বুঝিয়েছেন ?

২.২.২. “ হায় ছায়াবৃতা । ” - কাকে , কেন “ ছায়াবৃতা ” বলা হয়েছে ? 

২.২.৩.  “ তোরা সব জয়ধবনি কর ” —বাক্যবন্ধটি “ প্রলয়োল্লাস ” কবিতায় মোট কতবার আছে ?

২.২.৪. সমুদ্রনৃপতি সুতা ’ কে ?

২.২.৫. "ওই নূতনের কেতন ওড়ে" -- কেতন শব্দের অর্থ কী?

 ২.৩. তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

২.৩.১. “ বাংলায় একটা কথা চালু ছিল । ” –চালু কথাটা কী ?

২.৩.২.  “ দার্শনিক তাকেই বলি । ” কাকে ‘ দার্শনিক ’ বলা হয় ?

২.৩.৩ • পরিভাষার উদ্দেশ্য কী ?

২.৩.৪. আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলি কী কী ?

 ২.৪ যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :  ৮×১=৮

২.৪.১ সম্বন্ধপদ কারক নয় কেন?

২.৪.২ বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ।

২.৪.৩. 'তার পর সকালে গেলাম।- কারক ও বিভক্তি নির্ণয় করো।

২.৪.৪. 'তোরা সব জয়ধ্বনি কর' - ভাব বাচ্যে পরিণত করো।

২.৪.৫. তির্যক বিভক্তি কাকে বলে?

২.৪.৬. একটি নিত্য সমাসের উদাহরন দাও।

২.৪.৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরন দাও।

২.৪.৮. নিরপেক্ষ কর্তা কাকে বলে?

২.৪.৯. 'পঞ্চকন্যা পাইলা চেতন।-- নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখ।

২.৪.১০. বহুব্রীহি শব্দের অর্থ কী?

৩. কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও:- ৩+৩=৬

৩.১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.১.১. "সে ভয়ানক দুর্লভ জিনিস " -- দুর্লভ জিনিসটি কী? তা দুর্লভ কেন?

৩.১.২. "নদের চাঁদের বড়ো ভয় করিতে লাগিল।" -- নদের চাঁদের ভয়ের কারন কী?

৩.২. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:- ১×৩=৩

৩.২.১. "তথা কন্যা থাকে সর্বক্ষন" -- কন্যা কে? সে সর্বক্ষন কোথায় থাকে?

৩.২.২. "আয় আরো বেঁধে বেঁধে থাকি" -- কবি কেন বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন?

৪. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৪.১. "ও আমাকে শিখিয়েছে, খাটি জিনিস কাকে বলে।" -- খাটি জিনিস বলতে কী বোঝানো হয়েছে? কাকে কীভাবে শেখানো হয়েছে?

৪.২. "তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।" -- কার কখন একথা মনে হয়েছিল আলোচনা করো।

৫. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৫.১. "তারপর যুদ্ধ এল" -- যুদ্ধের ভয়াবহ ও করুণ ছবির পরিচয় দাও।

৫.২. "অভিষেক করিলা কুমারে" -- কুমার কে? তার চরিত্র আলোচনা করো।

৬. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৬.১ "সবমিলিয়ে লেখালেখি  রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান।" -- বক্তা কেন একথা বলেছেন? অনুষ্ঠানটির পরিচয় দাও।

৬.২ কালি তৈরির সহজ পদ্ধতিটি আলোচনা করো।

৭. কমবেশি ১২৫ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

৭.১ "আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো" -- কে কার উদ্দেশ্য কেন এমন মন্তব্য করেছেন?

৭.২. সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি আলোচনা করো।

৮. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও :- ৫×২=১০

৮.১ দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা বর্ননা করো।

৮.২ "তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে" -- কোন পরিপেক্ষিতে একথা বলা হয়েছে? আসল লজ্জা ও আসল গর্ব বলার কারণ কী?

৮.৩. কোনির উথ্বানের পিছনে ক্ষিতীশের অবদান আলোচনা করো।

৯. চলতি গদ্যে বঙ্গানুবাদ করো:-  ৫

 It is very difficult to get rid of bad habits , So , we should be very careful that we do not get into bad habits in our boyhood . Idieness is one such bad habit . Every boy and girl should be diligent . It should be their duty to obey the superiors and carry out their orders .

১০. কমবেশি ১৫০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

১০.১ মোবাইল ফোনের ভালো-মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

১০.২ প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১. কমবেশি ৪০০ টি শব্দে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১=৫

১১.১ মারণ ভাইরাস করোনা।

১১.২ বাংলার উৎসব।

১১.৩ তোমার জীবনের একটি স্মরনীয় ঘটনা।

১১.৪ পরিবেশ দূষণ ও তার প্রতিকার।









 

Ix H 2nd sum

 দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 

বিবেকানন্দ কোচিং সেন্টার

ক্লাস: নবম শ্রেনী ; বিষয় : ইতিহাস


১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১) ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? ---1853 খ্রিস্টাব্দে ।

১.২) পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ’– এ কথা বলেছিলেন— -- লেনিন।

১.৩)সুয়েজ খালের খনন কার্য শুরু হয়—-'1859 খ্রিস্টাব্দে ।

১.৪)সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম প্রয়োগ করেন –--  রবার্ট আওয়েন।

১.৫)শিল্পবিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? –--অগাস্ত ব্ল্যাঙ্কি।

১.৬)ইংল্যান্ডের শিল্পবিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল --- বস্ত্র শিল্প।

১.৭)ইটালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন— ম্যাৎসিনি ।

১.৮)কার্লসড ডিক্রি’ (1819 খ্রি) জারি করা হয়েছিল—  জার্মানিতে।

১.৯)প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়—  1858 খ্রিস্টাব্দে ।

১.১০)কূটনীতির যাদুকর বলা হত— মেটারনিখকে ।

১.১১)মির’ বলতে বোঝায়—  গ্রামসভা।

১.১২)ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন- (a) ক্লেমেনস (b) ক্যাসালরি (c) কার্ল হার্ডেনবাগ (d) তৃতীয় ফ্রেডারিখ উইলিয়াম ।

১.১৩) খ) কার্লসবাড ডিক্রি' জারি করেন- (a) নেপোলিয়ন (b) মেটারনিখ (c) অষ্টাদশ লুই (এ) দশম চার্লস।

১.১৪) গ্যারিবন্ডির অনুগামীরা যে নামে পরিচিত- (a) নীল কোর্তা (b) লাল কোর্তা (c) সবুজ কোর্তা (d) কালো কোর্তা।

১.১৫)  'ইউরোপের রূপ মানুষ' নামে পরিচিত ছিল- (৪) জার্মানি (b) রাশিয়া (c) তুরস্ক (d) মিশর (৫) শিল্পবিপ্লব' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন- (a) মার্কস (চ) এঙ্গেলস (c) অগাস্ত ব্লাংকি (d) ফিলিস ডিন।

১.১৬) 'ব্রিটিশ সমাজতন্ত্রের জনক' হলেন- (a) সেন্ট সাইমন (b) চার্লস ফ্যুরিয়র (c) রবার্ট আওয়েন (d) টয়েনবি।

১.১৭) ) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত- (a) আফ্রিকাকে (৮) এশিয়াকে (c) ইউরোপকে (d) আমেরিকাকে।

১.১৮)  রাশিয়ার আইনসভার নাম ছিল-(a) রাইখ (b) ফ্রন্ট (c) পার্লামেন্ট (d) ডুমা।

১.১৯) রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি হয়-(ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৭ খ্রিস্টাব্দে (গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে ।

১.২০) রাশিয়ায় বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়-(ক) সেপ্টেম্বর মাসে (খ) নভেম্বর মাসে (গ) জুলাই মাসে (ঘ) মার্চ মাসে ।

১.২১) এপ্রিল থিসিস'-এর প্রবন্ধা হলেন- (ক) কার্ল মার্কস (খ) লেনিন (গ) হিটলার (ঘ) মুসোলিনি ।

১.২১) সোভিয়েত পার্লামেন্টের নাম (ক) মজলিশ (খ) ডুমা (গ) সেনেট (ঘ) ডায়েট।

১.২২) 'সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি রচনা করেন- (ক) লেনিন (খ) হবসন (গ) ডারউইন (ঘ) প্লেটো ।

১.২৩) সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল- (ক) অস্ট্রিয়াকে (খ) ইংল্যান্ডকে (গ) সার্বিয়াকে (ঘ) জার্মানিকে ।

১.২৪) মুসোলিনির উপাধি ছিল- (ক) ফু্যুয়েরার (খ) কাইজার (গ) ইল দুচে  (ঘ) জার।

১.২৫)  হিটলারের নাৎসি দলের শাখা 'স্টর্ম টুপাস' ছিল-(ক) গুপ্ত পুলিশ বাহিনী (খ) যুব বাহিনী (গ) অসামরিক বন্দিশালা।

১.২৬) ) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন- (ক) মেটারনিখ (খ) ক্যাসালরি (গ) ট্যালিরান্ড (ঘ) প্রথম আলেকজান্ডার।

১.২৭)  জার্মানিতে ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল-(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭১ খ্রিস্টাব্দে।

১.২৮) ইটালির ঐক্য সাধনের সময় পিডমন্টের রাজা ছিলেন- (ক) ম্যাৎসিনি (খ) গ্যারিবল্ডি (গ) ক্যাতুর (ঘ) ভিক্টর ইমান্যুয়েল ।

১.২৯)  'সমাজতন্ত্রবাদের বাইবেল' কোন্ গ্রন্থকে বলা হয়? (ক) ডাস ক্যাপিটাল (খ) কমিউনিস্ট ম্যানিফেস্টো (গ) সামাজিক চুক্তি ঘ) ইউটোপিয়া।

১.৩০)  রাশিয়ায় রেল চলাচল শুরু হয়- (ক) ১৮২৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৫১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।

 ১.৩১)  'মুক্তদ্বার' নীতি ঘোষণা করে- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র (খ) ব্রিটেন (গ) ফ্রান্স (ঘ) জার্মানি।

১.৩২) সোভিয়েত পার্লামেন্টের নাম (ক) সেনেট (খ) ডুমা (গ) ডায়েট (ঘ) হোয়াইট হাউস।

১.৩৩) রুশ ভাষায় 'Narod' শব্দের অর্থ হল-(ক) রাজাগণ (খ) প্রজাগণ (গ) জনগণ (ঘ) নাগরিকগণ।

১.৩৪) সেফটি ল্যাম্প' আবিষ্কার করেন- (ক) জেমস ওয়াট (খ) জন কে (গ) জেমস হারগ্রিভস (ঘ) হামফ্রে ডেভি।

১.৩৫) ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের দূত ছিলেন- (ক) স্তূপাস (খ) চার্লস অ্যালবার্ট (খ) প্রথম ফ্রান্সিস (গ) কাউন্ট বেনিদিতি।

 ১.৩৬)  'ইউরোপের রক্ষণশীলতার জনক' বলা হয়-(ক) প্রথম ফ্রান্সিস-কে (খ) প্রথম আলেকজান্ডার-কে (গ) প্রিন্স মেটারনিখ কে (ঘ) ক্যাসালরি-কে।

১.৩৭) বিশ্বের কারখানা' বলা হয়(ক) রাশিয়াকে (খ) জার্মানিকে (গ) ফ্রান্সকে (ঘ) ইংল্যান্ডাকে।

১.৩৮) পৃথিবীর প্রথম অ্যন্তর্জাতিক সম্মেলনের নাম- (ক) ভিয়েনা সম্মেলন (খ) লড়ন সম্মেলন (গ) বার্লিন সম্মেলন (ঘ) জুরিখ সম্মেলন।

 ১.৩৯) কার্লসবাড ডিক্রি চালু হয়- (ক) ইংল্যান্ডে (খ) অস্ট্রিয়ায় (গ) জার্মানিতে (ঘ) ইটালিতে।

১.৪০)  এদের মধ্যে কোন রাষ্ট্রটি 'বিগ ফোর'-এর সঙ্গে যুক্ত ছিল না? (ক) ফ্রান্স (খ) অস্ট্রিয়া (গ) রাশিয়া (ঘ) ইংল্যান্ড ।

১.৪১)  গ্যারিবন্ডির অনুগামীদের বলা হয় (ক) ব্লাক শার্টস (খ) ব্লু শার্টস (গ) রেড শার্টস (ঘ) গ্রিন শার্টস।

 ১.৪২)  কমিউনিস্ট ম্যানিফেস্টো' নামক পুস্তিকাটির প্রকাশ ঘটে (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

১.৪৩)  পলিগন্যাক কার প্রধানমন্ত্রী ছিলেন। (ক) যোড়শ লুই-এর (খ) দশম চালস-এর (গ) লুই ফিজিপ-এর (ঘ) অষ্টাদশ লুই-এর।

১.৪৪) ভিয়েনা সম্মেলন হয়েছিল- (ক) ১৮০৫ খ্রিস্টাব্দে (খ) ১৮১৫ খ্রিস্টাব্দে (গ) ১৮২৫ খ্রিস্টাব্দে (স) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

১.৪৫) অষ্টাদশ লুই-এর মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেন- (ক) অষ্টম চার্লস (খ) নবম চার্লস (গ) দশম চার্লস (ঘ) নেপোলিয়ন।

 ১.৪৬)  'প্যারিস হল বিপ্লবের জননী'-এ কথা বলেছেন (ক) মেটারনিখ (খ) এ জে পি টেলর (গ) বুশো (ঘ) ভলতেয়ার।

১.৪৭) ) উড়ন্ত মাকু আবিষ্কার করেন (ক) জেমস ওয়াট (খ) হামফ্রে ডেভি (গ) জন কে (ঘ) ম্যাকাডাম।

১.৪৮) ) 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত (ক) এশিয়াকে (খ) ইউরোপকে (গ) আমেরিকাকে (ঘ) আফ্রিকাকে।

 ১.৪৯)  'সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা' গ্রন্থটি লিখেছেন- (ক) জে এ হবসন (খ) লেনিন (গ) কার্ল মার্কস (ঘ) এঙ্গেলস।

১.৫০) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়-(ক) ১৯১৪ খ্রিস্টাব্দে (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে (গ) ১৯১৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে ।

১.৫১)  উড্রো উইলসন রাষ্ট্রপতি ছিলেন- (ক) রাশিয়ার (খ) ইংল্যান্ডের (গ) জাপানের (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের।

১.৫২) ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল-(a) নেপোলিয়নের শাস্তিবিধান (b) ইউরোপের পুনগঠন (৫) ফরাসি বিপ্লবের ধ্বংসসাধন (৫) ইউরোপের সামরিকীকরণ।

১.৫৩)  ইউরোপে শক্তি সমবায় গঠিত হয়-(৯) ১৮৭০ খ্রিস্টাব্দে (৮) ১৮১৫ খ্রিস্টাব্দে (৫) ১৮২০ খ্রিস্টাব্দে (d) ১৮৩০ খ্রিস্টাব্দে।

 ১.৫৪) ) সেডানের যুদ্ধে বিজয়ী দেশ ছিল-(a) অস্ট্রিয়া (b) রাশিয়া (c) প্রাশিয়া (d) ফ্রান্স।

১.৫৫)  'ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ' ছিলেন-(a) ম্যাৎসিনি (b) ক্যাতুর (c) গ্যারিবস্তি (d) বিসমার্ক।

১.৫৫) ) সীম্রাজ্যবাদ: পুজিবাদের সর্বোচ্চ স্তর' গ্রন্থটি লিখেছেন- (a) কার্ল মার্কস (b) লুই অগাস্তে ব্লাংকি (c) হবসন (d) লেনিন ।

১.৫৬)  বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে (ক) ফরাসি বিপ্লবের পর (খ) বুশ বিপ্লবের পর (গ) শিল্পবিপ্লবের পর (ঘ) প্রথম বিশ্বযুদ্ধের পর।

১.৫৭) 'ত্রিশক্তি আঁতাত' স্বাক্ষরিত হয় (ক) ১৮৮২ খ্রিস্টাব্দে (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে (৫) ১৯০৭ খ্রিস্টাব্দে (১) ১৯০৯ খ্রিস্টাব্দে (viii) রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন-(a) প্রথম আলেকজান্ডার (b) প্রথম নিকোলাস (৫) দ্বিতীয় নিকোলাস (d) চতুর্থ আইভান।

 ১.৫৮) রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা হল- (a) ভুমা (b) মির (c) কুলাক (d) জেমস্টভো

১.৬০)  কোন দেশকে 'ইউরোপের বুগণ ব্যক্তি' বলা হয়? (ক) ফ্রান্স (খ) তুরস্ক (গ) ইংল্যান্ড (ঘ) রাশিয়া।

১.৬১)  প্রথম শিল্পবিপ্লব হয়েছিল- (ক) রাশিয়াতে (খ) ইংল্যান্ডে (গ) ভারতে (ঘ) ফ্রান্সে।

১.৬২)  বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন- (ক) ফুলটন (খ) জর্জ স্টিফেনসন (গ) জেমস ওয়াট (ঘ) জন কে।

১.৬৩)  ইংল্যান্ডে শিল্পবিপ্লব হয়েছিল- (ক) কয়লা ক্ষেত্রে (খ) ইস্পাত ক্ষেত্রে (গ) বস্ত্রশিল্প ক্ষেত্রে (ঘ) কৃষি ক্ষেত্রে

১.৬৪)  শিল্পবিপ্লবের ফলে সমাজ-(ক) ২টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় (খ) ৩টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায় (গ) ৪টি শ্রেণিতে বিভন্তু হয়ে যায় (ঘ) ৫টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায়।

১.৬৫)  ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেছিলেন- (ক) জার প্রথম আলেকজান্ডার (খ) জার দ্বিতীয় আলেকজান্ডার (গ) জার চতুর্থ আলেকজান্ডার (ঘ) ভ্লাদিমির লেনিন।

১.৬৬) প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়- (ক) রাশিয়ায় (খ) ইংল্যান্ডে (গ) ফ্রান্সে (ঘ) চিনে।

১.৬৭) ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন- (a) প্রথম আলেকজান্ডার (৮) মেটারনিখ (c) ফ্রেডারিখ উইলিয়াম (d) ক্যাসালরি।

 ১.৬৮) জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসনে বসেন- (a) অষ্টাদশ লুই (b) দশম চার্লস (c) লুই ফিলিপ (d) তৃতীয় নেপোলিয়ন।

১.৬৯)  কোন্ যুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলন (1856 খ্রিস্টাব্দ) হয়? (a) ওয়াটারলু'র (b) স্যাডোয়ার (c) সেডানের (d) ক্রিমিয়ার ।

১.৭০) 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয়-(৪) নেপোলিয়নের যুগ (b) মেটারনিখের যুগ (৩) সশস্ত্র শাস্তির যুগ (d) এর কোনোটিই নয়।

১.৭১) দ্যা হেটাইরিয়া ফিলিকে ছিল-(৫) ইটালির গুপ্ত সমিতি (৮) জার্মানির গুপ্ত সমিতি (৫) গ্রিসের গুপ্ত সমিতি (এ) রাশিয়ার গুপ্ত সমিতি ।

১.৭২) সেফটি ল্যাম্প আবিষ্কার করেন- (a) হামফ্রে ডেভি (b) আর্করাইট (c) জেমস ওয়াট (d) হারগ্রিভস।

১.৭৩) 'শিল্পবিপ্লব' কথাটি প্রথম ব্যবহার করেন- (a) কার্ল মার্কস (b) অগাস্ত ব্লাংকি (c) বাকুনিন (১) এঙ্গেলস ।

১.৭৪) সুয়েজ খাল উন্মুক্ত করা হয়-(a) 1859 খ্রিস্টাব্দে (b) 1869 খ্রিস্টাব্দে (c) 1879 খ্রিস্টাব্দে (d) 1870 খ্রিস্টাব্দে

১.৭৫)  'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হত (৬) এশিয়'কে (৮) আফ্রিকাকে (৫) ইউরোপকে (d) আমেরিকাকে।

 ১.৭৬)  'সেরাজেভো হত্যাকাণ্ড'-র জন্য অস্ট্রিয়া দায়ী করে(৪) জার্মানিকে (b) বুলগেরিয়াকে (c) সার্বিয়াকে (d) কুমানিয়াকে।

১.৭৭)  লাল কোর্তা বাহিনী গঠন করেন- (ক) ম্যাৎসিনি (খ) ক্যাভুর (গ) গ্যারিবন্ডি (ঘ) বিসমার্ক।

 ১.৭৮) ইউরোপের প্রধানমন্ত্রী' বলা হত-(ক) মেটারনিখ-কে (খ) প্রথম আলেকজান্ডার-কে (গ) তালেরা-কে (ঘ) ক্যাসালরি-কে।

১.৭৯) ফ্লাইং শাটল নামক কাপড় বোনা যন্ত্রটি আবিষ্কার করেন- (ক) হারগ্রিভস (খ) জন কে (গ) হামফ্রে ডেভি (খ) আর্করাইট।

১.৮০) স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল [৫] ১৭৬৬ খ্রিস্টাব্দে [ii] ১৮৫৯ খ্রিস্টাব্দে [in] ১৮৬৬ খ্রিস্টাব্দে [১০] ১৮৭০ খ্রিস্টাব্দে।

১.৮১ ) সুয়েজ খালটি সংযুক্ত করেছে-[1] প্রশান্ত মহাসাগর-আটলান্টিক মহাসাগরকে [ii] ভারতমহাসাগর-বাঙ্গোপসাগর [iii] লোহিত সাগর-ভূমধ্যসাগর [iv] ভূমধ্যসাগর-প্রশান্ত মহাসাগর।

১.৮২) প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল- [1] ১৯১৮ খ্রিস্টাব্দে (ii) ১৯১৯ খ্রিস্টাব্দে [iii] ১৯২০ খ্রিস্টাব্দে [iv] ১৯২২ খ্রিস্টাব্দে ।

১.৮৩) সমাজতন্ত্রবাদের বাইবেল' হল- [i] কমিউনিস্ট ম্যানিফেস্টো [1] দ্য হোলি ফ্যামিলি (iii) পভার্টি অফ ফিলজফি [iv] ডাস ক্যাপিটাল।

১.৮৪) 'ইল দ্যুচে' হলেন-[i] হিটলার [ii] মুসোলিনি [n] ফ্রাঙ্কো [iv] তোজো  (খ) আর্করাইট।

১.৮৫) রিপাবলিক' গ্রন্থটি রচনা করেন- (ক) জোরেনো (খ) প্লেটো (গ) রবার্ট আওয়েন (ঘ) সেন্ট সাইমন।


২. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:- 

২.১)ডাস ক্যাপিটাল’ কার রচনা? 

Ans. ‘ডাস ক্যাপিটাল’ কার্ল মার্কস-এর রচনা।

২.২)ত্রিশক্তি চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল? 

Ans. 1882 খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি, অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি হয়েছিল।

২.৩)‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন কে? 

Ans. ‘লুডাইট দাঙ্গা’র নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের শ্রমিক নেতা নেড লুড।

২.৪)কোন দেশে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল? 

Ans. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল।

২.৫)‘The White Man’s Burden’ কবিতাটি কার লেখা? 

Ans. ‘The White Man’s Burden’ কবিতাটি রুডইয়ার্ড কিপলিং-এর লেখা।

২.৬)পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম কী ছিল? 

Ans. পিডমন্ট সার্ডিনিয়া রাজ্যের রাজার নাম ছিল ভিক্টর ইমান্যুয়েল।

২.৭)কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন? 

Ans. ‘কনফেডারেশন অফ দি রাইন’ গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।

৪. শুদ্ধ/ অশুদ্ধ বা সত্য / মিথ্যা লেখ :- 

৪.১)1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল।

৪.২) মেনশেভিক দলের নেতা ছিলেন লেনিন।

৪.৩) ১৯২৯ খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়।

৪.৪) জোলভেরাইন গড়ে উঠেছিল ১৮৩০ খ্রিস্টাব্দে।

৪.৫) 'সমাজতন্ত্রবাদ'-এর আদি প্রবক্তা হলেন সাঁ সিমোঁ।

৪.৬)  'ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা' গঠন করে ফ্রান্স।

৪.৭) ১৮৩০ খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল।

৪.৮)  বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।

৪.৯) জোলভেরাইন একটি শিল্পসংঘ।

৫) নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: 

৫.১) ) বিবৃতি: মেটারনিখের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে।

ব্যাখ্যা ১: মেটারনিখ মনে করতেন বিপ্লবের ভাবধারা হল জীবাণুর মতো।

ব্যাখ্যা ২: ফরাসি বিপ্লব ইউরোপে যুদ্ধ ডেকে আনবে।

ব্যাখ্যা ৩: বিপ্লবপ্রসূত ভাবধারা মেটারনিখের পতন ঘটাবে।

৫.২) বিবৃতি: ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও ( দুর্দশাগ্রস্ত অঞ্চল।

ব্যাখ্যা ১ : এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল।

৫.৩) বিবৃতি: মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে ১৯১৭ খ্রিস্টাব্দে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। 

ব্যাখ্যা ১: জার্মানি কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ প্রতিহত করতে। 

ব্যাখ্যা ২: জার্মানির সাবমেরিন কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যতরি ও রণতরি ধ্বংসের প্রতিবাদে।

ব্যখ্যা ৩: গণতান্ত্রিক ইংল্যান্ড ও ফ্রান্সকে সাহায্য করতে।

৫.৪) বিবৃতি : লেনিন নতুন অর্থনৈতিক নীতি (NEP) ঘোষণা করেন।

ব্যাখ্যা ১: পুঁজিবাদ কায়েম করতে।

৫.৫) বিবৃতি: দ্বিতীয় আলেকজান্ডারকে 'মুক্তিদাতা জার' বলা হয়।

ব্যাখ্যা ১: তিনি উদার জার ছিলেন।

ব্যাখ্যা ২: তিনি রাশিয়ার সার্ফদের মুক্তি দান করেন। 

ব্যাখ্যা ৩: তিনি কৃষক ও শ্রমিকদের জমি দান করেন।

৫.৬) বিবৃতি: 'ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন'।

ব্যাখ্যা ১: ভারত থেকে প্রচুর কাপড় ব্রিটেনে যেত। 

ব্যাখ্যা ২: ব্রিটেন থেকে প্রচুর দ্রব্য ভারতে আসত।

৫.৭) বিবৃতি: সেরাজেভো হত্যাকান্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ।

ব্যাখ্যা ১: এই হত্যাকাণ্ড ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে তোলে।

ব্যাখ্যা ২: এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে।

ব্যাখ্যা ৩: এই হত্যাকান্ডকে কেন্দ্র করে শুরু হয় 'সশস্ত্র শান্তির যুগ'।

৫.৮)  বিবৃতি: মেটারনিখ কার্লসবাড ডিক্রি জারি করেন-

ব্যাখ্যা ১: জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ২: জার্মানির রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জন্য।

ব্যাখ্যা ৩: জার্মানির জনগণের অধিকার রক্ষার জন্য।

৫.৯) বিবৃতি: ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল-

ব্যাখ্যা ১: ভারতে ফরাসিরা উপনিবেশ গঠনে ব্যর্থ হয়েছিল।

ব্যাখ্যা ২: ইঙ্গ-ফরাসি যুদ্ধ সংঘটিত হয়েছিল।

ব্যাখ্যা ৩: সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল।

৫.১০) বিবৃতি: চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল-

ব্যাখ্যা ১: তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করা।

ব্যাখ্যা ২: ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩: ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে।

৫.১১) বিবৃতি: ১৯২৯ খ্রিস্টাব্দে মহামন্দার কারণে অর্থসংকট তীব্র আকার ধারণ করে।

ব্যাখ্যা ১: শেয়ার বাজারে ধস নামার কারণে অর্থসংকট বৃদ্ধি পায়।

ব্যাখ্যা ২: আমদানি-রপ্তানি বাণিজ্য মার খাওয়ার জন্য সংকট নামে।

ব্যাখ্যা ৩ : দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, শিল্পবাণিজ্য সংকট ইত্যাদি কারণে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দেয়।

৫.১২) বিবৃতি: ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসে জলবিভাজিকা।

ব্যাখ্যা ১: এই যুদ্ধের ফলে পূর্বাঞ্চল সমস্যার সৃষ্টি হয়।

ব্যাখ্যা ২: এই যুদ্ধে রাশিয়ার পতন ঘটে।

ব্যাখ্যা ৩: ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল।।








Ix H total

 বিবেকানন্দ কোচিং সেন্টার

শিক্ষক :- স্বপন কুমার রায়।

নবম শ্রেনী ইতিহাস 2023 প্রশ্নোত্তর

উপবিভাগ – ক

1) সত্য ও মিথ্যা নির্ণয় করো :-

i) বিসমার্ক এমস্ টেলিগ্রাম মারফত ইটালিকে যুদ্ধের ফাঁদে ফেলেন । উ:- মিথ্যা।

ii) গ্রিক জাতীয়তাবাদের উন্মেষে হেটাইরিয়া ফিলকের বিশেষ ভূমিকা ছিল । উ:- সত্য।

iii) কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র ।উ:- সত্য।

iv) জাতিসংঘের পতন হয় 1946 খ্রিস্টাব্দে । উ:- মিথ্যা।

v) আমেরিকা নাগাসাকিতে ' ফ্যাটম্যান ' নামে পারমাণবিক বোমা ফেলেছিল ।উ:- সত্য।

vi) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা ন - বছরের জন্য নির্বাচিত হন ।উ:- সত্য।

vii) 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কালে জার ছিলেন দ্বিতীয় নিকোলাস ।উ:- সত্য।

viii) জাতিসংঘের খসড়া সংবিধান লিগ কভেনান্ট।উ:- সত্য।

ix) ফ্রাংকো ছিলেন জার্মান সেনানায়ক।উ:- মিথ্যা।

x) জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়।উ:- সত্য।

xi) এপ্রিল থিসিস ঘোষনা করেন লেনিন।উ:- সত্য।

xii) ফুয়েরার হিটলারের উপাধী।উ:- সত্য।

xiii) বুরবো রাজারা ছিল একছত্র ক্ষমতার অধিকারী।উ:- সত্য।

xiv) ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন।উ:- সত্য।

xv) কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হল শ্রেণি শোষনের যন্ত্র।উ:- সত্য।

xvi) মুসোলিনি নাৎসিবাদের সূচনা ঘটান।উ:- মিথ্যা।

xvii) ইতালিতে জোলভেরাইন নামক শুল্ক সংঘ গঠিত হয়।উ:- সত্য।

xviii) ঘেটো হল শিল্প বিপ্লব কালে শহরের ছোট অঞ্চল।উ:- সত্য।

xix) নেপোলিয়ন তার ভাই জেরেম বোনাপার্টকে দক্ষিণ ইতালির সিংহাসনে বসান।উ:- সত্য।

xx) লিটল বয় একটি পারমাণবিক বোমা।উ:- সত্য।

উপবিভাগ – খ

2)  : বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো 

i)বিবৃতি বিপ্লবপূর্ব ফ্রান্স ছিল ' ভ্রান্ত অর্থনীতির জাদুঘর । : 

ব্যাখ্যা ১। ফ্রান্সের বুরবো রাজারা অনর্থক একটি অর্থনীতির জাদুঘর প্রতিষ্ঠা করেন । 

ব্যাখ্যা ২ ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ব্যাখ্যা ৩। অর্থনৈতিক সমস্যা ও সমাধানের ক্ষেত্র ছিল অসামঞ্জস্যপূর্ণ ।

উ:-  ব্যাখ্যা ২ ফরাসি সরকারের অর্থনৈতিক নীতি , শুষ্কনীতি ছিল বৈষম্যমূলক । 

ii) বিবৃতি : নেপোলিয়ন পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি ( 1801 খ্রিস্টাব্দে ) স্বাক্ষর করেন । 

ব্যাখ্যা ১ ধর্মীয় ক্ষেত্রে ঐকা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন । 

ব্যাখ্যা ২ চার্চের সম্পত্তির জাতীয়করণ করতে চেয়েছিলেন ।

ব্যাখ্যা ৩ রাজনৈতিক কারণে চার্চের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ।

উ:- ব্যাখ্যা ২ চার্চের সম্পত্তির জাতীয়করণ করতে চেয়েছিলেন ।

iii) বিবৃতি : মহান পিটার বা জার পিটার দ্য গ্রেট ' আধুনিক রাশিয়ার জনক ' নামে পরিচিত । 

ব্যাখ্যা ১। তিনি ভূমিদাসদের মুক্তি দেন ।

 ব্যাখ্যা ২ : তাঁর শাসনকালে রাশিয়ার আধুনিকীকরণ শুরু হয় । 

ব্যাখ্যা ৩ তাঁর শাসনকালে রাশিয়ার শিল্পায়নের সূচনা হয় । 

উ:-  ব্যাখ্যা ২ : তাঁর শাসনকালে রাশিয়ার আধুনিকীকরণ শুরু হয় । 

iv) হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে পূর্ব সীমান্তে যুদ্ধ শুরু করেন । 

ব্যাখ্যা ১: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে হাঙ্গেরি আক্রমণ করেন । 

ব্যাখ্যা ২ :হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে পোল্যান্ড আক্রমণ করেন । 

ব্যাখ্যা ৩: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে রাশিয়া আক্রমণ করেন ।

উ:- ব্যাখ্যা ৩: হিটলার অপারেশন বারবারোসার মাধ্যমে রাশিয়া আক্রমণ করেন ।

v) বিবৃতি : ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ১। বিজয়ী নেতৃবর্গ ইউরোপের পুনর্গঠন চেয়েছিলেন । 

ব্যাখ্যা ২:- নেতৃবৃন্দ ফরাসি বিপ্লবের ভাবধারা ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ বিজয়ী নেতারা নেপোলিয়নকে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন ।

উ:- ব্যাখ্যা ১। বিজয়ী নেতৃবর্গ ইউরোপের পুনর্গঠন চেয়েছিলেন । 

vi) বিবৃতি : নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী ছিলেন । 

ব্যাখ্যা ১ - তিনি বিপ্লবের সাম্য ও মৈত্রীর আদর্শকে ধ্বংস করেছিলেন । 

ব্যাখ্যা ২।তিনি ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল দখল করেছিলেন । 

ব্যাখ্যা ৩:- । তিনি বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন ।

উ:- ব্যাখ্যা ৩:- । তিনি বিপ্লবের স্বাধীনতার আদর্শ ধ্বংস করে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন ।

viii) ফরাসি  বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন।

 ব্যাখ্যা ১ দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন । 

ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ব্যাখ্যা ৩ দার্শনিকর অভিজাত বিপ্লব করেছিলেন ।

উ:-ব্যাখ্যা ২ : দার্শনিকরা ফরাসি আর্থ সামাজিক প্রকৃতির সমালোচনা করেছিলেন । 

ix) নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান।

 ব্যাখ্যা ১ নেপোলিয়ন ফরাসি বিপ্লনের জন্যই ক্ষমতায় আসতে পেরেছিলেন । 

ব্যাখ্যা ২ : নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন ।

 ব্যাখ্যা ৩ । নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

উ:- ব্যাখ্যা ৩ । নেপোলিয়ন বিপ্লবকে ধ্বংস করেছিলেন । 

x) বিবৃতি:- মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান ডকট্রিন রচিত হয় -

 ব্যাখ্যা ১। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

ব্যাখ্যা ২। বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য ।

 ব্যাখ্যা ৩। বিশ্বের সামরিক রাষ্ট্রজোট গঠন করা।

উ:- ব্যাখ্যা ১। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রজোট গঠনের জন্য । 

xi) ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজকোশ শূন্য হয়ে পড়ে । 

ব্যাখ্যা১) ফ্রান্সের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ার জন্য ।

ব্যাখ্যা২)ফ্রান্সের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যাওয়ার জন্য । 

ব্যাখ্যা ৩) ফরাসি রাজপরিবারের বিলাসিতা , যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

উ:- ব্যাখ্যা ৩) ফরাসি রাজপরিবারের বিলাসিতা , যুদ্ধনীতি , ঋণনীতি ইত্যাদির জন্য । 

xiii) বিবৃতি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয় । 

ব্যাখ্যা ১ : মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া উভয়েই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিল ।

 ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল । 

ব্যাখ্যা ৩। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে আর্থিক দিক থেকে সাহায্য করতে চায়নি।

উ:- ব্যাখ্যা ২। নিজ নিজ স্বার্থরক্ষার জন্য উভয় রাষ্ট্রের সংঘাত অনিবার্য ছিল । 

xiii) বিবৃতি:  চিনকে ইউরোপীয়রা তরমুজের মতো টুকরো করেছিল— 

ব্যাখ্যা১)  । তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

ব্যাখ্যা ২ ইউরোপ চিন দেশকে দুর্বল করতে চেয়েছিল । 

ব্যাখ্যা ৩ : ছোটো ছোটো অঞ্চলে ভাগ করে চিনের উন্নতি করতে ।

উ:- ব্যাখ্যা ১)  । তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করতে । 

xiv)   বিবৃতি ; উগ্ন জাতীয়তাবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ হয়ে উঠেছিল— 

ব্র্যাখ্যা ১। উগ্র জাতীয়তাবাদের জন্য জার্মানি ইটালির মতো দেশগুলি সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি নিয়েছিল ।

ব্যাখ্যা ২ উগ্র জাতীয়তাবাদ জাতিগুলিকে শক্তিশালী করে তুলেছিল । 

ব্যাখ্যা৩  উগ্র জাতীয়তাবাদের প্রসারে কিছু দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল । 

উ:- ব্র্যাখ্যা ১। উগ্র জাতীয়তাবাদের জন্য জার্মানি ইটালির মতো দেশগুলি সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি নিয়েছিল 

xv) বিবৃতি : এমস টেলিগ্রাম ' - এর ঘটনাকে ঘিরে ফ্রান্স প্রাশিয়ার যুদ্ধ হয়।

ব্যাখ্যা ১ প্রাশিয়া ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

ব্যাখ্যা ২ কুটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান ।

 ব্যাখ্যা ও প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূতকে অপমান করেন ।

উ:- ব্যাখ্যা ২ কুটকৌশলী বিসমার্ক অসম্পূর্ণ টেলিগ্রাম ছাপিয়ে যুদ্ধ বাধান ।

xvi) বিবৃতি : প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় । 

ব্যাখ্যা ১  উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

ব্যাখ্যা ২ মানুষের আর্থ - সামাজিক অবস্থার উন্নতি ঘটানো । 

ব্যাখ্যা ৩  আন্তর্জাতিক আইন চালু করা ।

উ:- ব্যাখ্যা ১  উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠা । 

xvii) বিবৃতি রুশীকরণনীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় । 

ব্যাখ্যা ১। জার সরকার অনরুশদের ওপর অত্যাচার শুরু করে । 

ব্যাখ্যা ২- জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় । 

ব্যাখ্যা ৩  জার সরকার অনুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয় । 

উ:- ব্যাখ্যা ২- জার সরকার অরুশদের ওপর রুশ ভাষা , সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় । 

xviii) বিবৃতি : মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি । 

ব্যাখ্যা ১ : মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

ব্যাখ্যা ২ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক ধনী রাষ্ট্র ছিল । 

ব্যাখ্যা ৩ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়েছিল ।

উ:- ব্যাখ্যা ১ : মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি । 

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী :-

1) ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় - তুরস্ককে।

2) প্রভাদা ছিল - বলশেভিক দলের মুখপত্র।

3) শান্তি- জমি- রুটি স্লোগানটি জনপ্রিয় হয় - বলশেভিক বিপ্লবের সময়।

4) ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল - আমেরিকা।

5) জাতিপুঞ্জের সদর দপ্তর - নিউ ইয়র্ক এ।

6) অ্যাসাইনেট হল - এক ধরনের কাগজের নোট।

7) ইনটেন্টডেন্টদের পদগুলি দখল করেছিল - অভিজাতরা।

8) নেপোলিয়ন প্রথমবার নির্বাসিত হন - এলবা দ্বীপে।

9) দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তা - কার্ল মার্কস।

10) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির যাদুঘর বলেছেন - অ্যাডাম স্মিথ।

11) রোবসপিয়র ছিলেন - জ্যাকোবিন নেতা।

12) দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় - নেপোলিয়নকে।

13) নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহন করে - রাশিয়া।

14) নেপোলিয়নের শেষ যুদ্ধ ছিল - ওয়াটারলুর যুদ্ধ।

15) হিটাইরিয়াফিলিকে প্রতিষ্ঠা করেছেন - স্কুপাস নামক গ্রিক ব্যবসায়ী।

16) ক্রিমিয়ারযুদ্ধ কত বছর ধরে চলছিল? উ:- তিন বছর ধরে।

17) দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় - স্পেনের গৃহযুদ্ধকে।

18) কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন - মার্কস এঙ্গেলস।

19) টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় - 1807 খ্রিঃ।

20) বলকান অঞ্চলে উষ্ণজল নীতি গ্রহণ করে - রাশিয়া।

21) প্রথম বিশ্বযুদ্ধ শুরু  হয় - 1914 খ্রিঃ 24 শে জুলাই।

22) ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করেন - নেপোলিয়ন।

23) নাৎসি দলের সংগীত রচয়িতা ছিলেন - হস্ট ওয়েলেস।

24) ফরাসি বিপ্লবের আদর্শ ছিল - সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

25) জুলাই বিপ্লব কোন রাজবংশের পতন ঘটায়? উ:- বুরবো রাজবংশের।

26) অসিয়া রেজিম কথার অর্থ হল - পুরাতনতন্ত্র।

27) আমিই রাষ্ট্র কথাটি বলেছেন - চতুর্দশ লুই।

28) ফ্রান্সে ' গ্যাবেল " ছিল একধরনের- লবন কর।

29) অষ্টাদশ শতকের ফ্রান্স ছিল একটি - কৃষিনির্ভর দেশ।

30) নেপোলিয়ন সারাজীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হন - 1802 খ্রিস্টাব্দে।

31) চাটিস্ট আন্দোলন হয়েছিল - ইংল্যাণ্ডে।

32) জেমস ওয়াট আবিষ্কার করেন - বাস্পচালিত ইঞ্জিন।

33) সোভিয়েত রাশিয়ার পার্লামেন্টের নাম- ডুমা।

34) জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন - এরিক ড্রুমন্ড।

35) জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় - 24 শে অক্টোবর দিনটি।

36) সন্ত্রাসের রাজত্বে ব্যবহার হওয়া যন্ত্রটি হল - গিলোটিন।

37) স্পিনিং জেনি আবিষ্কার করেন - হারগ্রিভস।

38) প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল –  1919 খ্রিস্টাব্দে।

39) বিশ্বস্বাস্থ্য সংস্থাটি হল— WHO।

40) পার্ল হারবার ছিল—  মার্কিন নৌ-ঘাঁটি।

41) আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় –  1941 খ্রিস্টাব্দে।

42) যার হাতে বল, সেই রাষ্ট্র পরিচালনার অধিকারী—উক্তিটি হল – মুসোলিনির।

43) ভার্সাই চুক্তিতে মোট ধারার সংখ্যা ছিল – 440 টি।

44) NATO-এর পুরো কথা হল—North Atlantic Treaty Organisation।

45) জাতিসংঘের জনক নামে যিনি পরিচিত ছিলেন – উড্রো উইলসন।

46) ভেটো (Veto) কথার অর্থ-  প্রস্তাব নাকচ করা।

47) UNO-এর পুরো নাম হল - ইউনাইটেড নেশনস্ অর্গানাইজেশন।

48) মীর’ ছিল— গ্রাম্য সমিতি।

49) ফুয়েরার” বা ‘প্রধান নেতা’ বলে কাকে সম্বোর্ধিত করা হয়? -হিটলার।

50) ইটালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন – বেনিতো মুসোলিনি।

51) উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে যে দেশটি পরিচিত ছিল— আফ্রিকা।

52) সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন—  হামফ্রি ডেভি।

53) পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ’– এ কথা বলেছিলেন— কার্ল মার্কস।

54) দুনিয়ার শ্রমিক এক হও’–এরূপ আহ্বান জানান— কার্ল মার্কস।

55) ভারতে কবে রেলপথ প্রর্বতিত হয়? - 1853 খ্রিস্টাব্দে।

56) কূটনীতির যাদুকর বলা হত—  মেটারনিখকে।

57) ডাইরেক্টরি শাসনের সদস্য সংখ্যা ছিল—  5 জন।

58) ক্ষমতা বিভাজন নীতির কথা বলেন  –  মন্তেস্কু।

59) ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা হলেন—  অ্যাডাম স্মিথ।

60) পঞ্চদশ লুইকে ‘প্রজাপতি রাজা’ বলা হয়।

61) ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন?

উত্তর। ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষােড়শ লুই।

62) প্লেবিয়ান’ কারা?

উত্তর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণির মানুষরা ‘প্লেবিয়ান’ নামে পরিচিত ছিল।

63) 40সামাজিক চুক্তি' (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?

উত্তর। সামাজিক চুক্তি’ (Social Contract) গ্রন্থের রচয়িতা হলেন রুশাে।

64) কুলাক' কাদের বলা হয়?

উত্তর রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে কুলাক’ বলা হয়।

65) ওয়াল ওয়াল ঘটনা' কী ?

উত্তর ওয়াল ওয়াল হল আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম।  ১৯৩৪ খ্রিস্টাব্দের ৫ ডিসেম্বর সােমালিল্যান্ড ও আবিসিনিয়ার সীমান্তে অবস্থিত ওয়াল ওয়াল গ্রামে দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধ হয়। এই ঘটনাকে 'ওয়াল ওয়াল ঘটনা’ বলা হয়। 

66).অপারেশন বারবারোসা’ কী ?

উত্তর হিটলারের রাশিয়া অভিযানের (১৯৪১ খ্রি.) সাংকেতিক নাম ছিল ‘অপারেশন বারবারােসা’। 

1) টীকা লেখো : রুশ - জার্মান অনাক্রমণ চুক্তি 

জার্মানির শাসক হিটলার এবং রাশিয়ার  শাসক স্ট্যালিনের মধ্যে 1939 খ্রিস্টাব্দে  রুশ-জার্মান অনাক্রমন চুক্তি স্বাক্ষরিত হয়।

a) জার্মানির উদ্দেশ্য :হিটলার উপলব্ধি করেন যে  পোল্যান্ড আক্রমণ করতে গিয়ে একই সঙ্গে পূর্ব সীমান্তে রাশিয়া এবং পশ্চিম সীমান্তে ইঙ্গ ফরাসি শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। তাই  হিটলার আপতত রাশিয়ার সঙ্গে মিত্রতা স্থাপনের দ্বারা পূর্ব সীমান্তে যুদ্ধের সম্ভাবনা দুর করেন । যাতে তিনি  পোল্যান্ড আক্রমন করতে পারেন।

b) রাশিয়ার উদ্দেশ্য : সাম্যবাদ - বিরোধী ইঙ্গ - ফরাসি শক্তির সঙ্গে জোট গঠনে ব্যর্থ হয়ে রাশিয়া নিজের নিরাপত্তার প্রয়োজনে জার্মানির সঙ্গে মিত্রতা স্থাপনে আগ্রহী হয় ।

c).চুক্তি স্বাক্ষর : রাশিয়া ও জার্মানির মধ্যে ১৯৩৯ খ্রিস্টাব্দে ( ২৩ আগস্ট ) রুশ - জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ । 

d) চুক্তির শর্তাবলি : রুশ - জার্মান অনাক্রমণ চুক্তির দ্বারা স্থির হয় যে , রাশিয়া ও জার্মানি — [ 1 ] শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে বিবাদের মীমাংসা করবে । [ 2 ] পরবর্তী ১০ বছর একে অপরকে আক্রমণ করবে না । [ 3 ] তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত হলে কেউ তৃতীয় পক্ষকে সহায়তা করবে না । [ 4 ] পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে । 

e)  চুক্তিভঙ্গ : রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি সত্ত্বেও হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চুক্তি ভঙ্গ করে ১৯৪১ খ্রিস্টাব্দে ( ২২ জুন ) রাশিয়া আক্রমণ করেন ।

2)   রোম বার্লিন - টোকিও অক্ষচুক্তি

দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে যেসব উগ্র সাম্রাজ্যবাদী একনায়কের আবির্ভাব ঘটে তাদের মধ্যে অন্যতম ছিলেন ইটালির মুসোলিনি , জার্মানির হিটলার এবং জাপানের তোজো । দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইটালি , জার্মানি ও জাপানের মধ্যে ‘ রোম- বার্লিন - টোকিও অক্ষচুক্তি ' নামে এক মৈত্রীজোট গড়ে ওঠে ।

a) ঘনিষ্টতার উদ্যোগ : জার্মান শক্তিবৃদ্ধিতে আতঙ্কিত হয়ে ইটালির শাসক মুসোলিনি ফ্রান্সের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন । কিন্তু হিটলার উপলব্ধি করেন যে , জার্মানি ভবিষ্যতে অস্ট্রিয়া দখলের উদ্যোগ নিলে ইটালির সমর্থন তাঁর বিশেষ প্রয়োজন ।মুসোলিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে অ্যাবিসিনিয়া আক্রমণ করলে হিটলার তাঁকে সমর্থন করেন । ফলে মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় । 

b) রোম - বার্লিন অক্ষচুক্তি : মুসোলিনি ও হিটলারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে উভয়ের মধ্যে মিত্রতা ( অক্টোবর , ১৯৩৬ খ্রি . ) গড়ে ওঠে । ইটালি ও জার্মানির মধ্যে স্থাপিত এই মিত্রতা ' রোম - বার্লিন অক্ষ্যচুক্তি ' নামে পরিচিত। ১৯৩৬ খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানি ও জাপানের মধ্যে সাম্যবাদ - বিরোধী অ্যান্টি কমিষ্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয় । 

c)  রোম - বার্লিন - টোকিও অক্ষচুক্তি:- জার্মানি ও জাপানের অ্যান্টি কমিন্টার্ন জোটে ইটালি যোগ ( ৬ নভেম্বর , ১৯৩৭ ( . ) দিলে ইটালি , জার্মানি ও জাপানের মধ্যে রোম বার্লিন - টোকিও অক্ষচুক্তি মৈত্রীজোট গড়ে ওঠে ।

3) পার্ল হারবারের ঘটনা কী?

উ:- পার্ল হারবার হল প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত একটি বন্দর । এখানে আমেরিকা তার নৌঘাঁটি স্থাপন করেছিল । 

a) আমেরিকার উদ্যোগ : জাপানের আগ্রাসী নীতির ফলে আমেরিকা— [ 1 ] জাপানের সঙ্গে পুরোনো বাণিজ্যিক চুক্তিটি বাতিল করে দেয় । [ 2 ] জাপানে পেট্রোলিয়ামজাত পণ্য - সহ বেশ কয়েকটি পণ্য সরবরাহ বন্ধ করে দেয় । [ 3 ] আমেরিকায় অবস্থিত জাপানি সম্পত্তি বাজেয়াপ্ত করে । এসব ঘটনায় জাপান ক্ষুব্ধ হয় । 

b)  যুদ্ধের সম্ভাবনা : জাপান খনিজ তেলসমৃদ্ধ দক্ষিণ ইন্দোচিন দখল ( ১৯৪১ খ্রি . ) করে নিলে জাপানের সঙ্গে আমেরিকা সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে । এরপর চিন ও ইন্দোচিন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায় । আমেরিকার এই দাবি জাপান প্রত্যাহার করলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় ।

c) পার্ল হারবারে আক্রমণ : জাপান ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর সকালে বিশাল নৌবহর ও ৩৩৫ টি যুদ্ধবিমান নিয়ে ভাইস অ্যাডমিরাল নোগুচি - র নেতৃত্বে আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে বোমাবর্ষণ শুরু করে এবং এখানকার মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে দেয় । এটি পার্ল হারবারের ঘটনা নামে পরিচিত ।

d) ফলাফল :- এই ঘটনার পরদিন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু  হয়।